Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Adipurush

Adipurush: ৫০০ কোটির বাজেটের ছবি 'আদিপুরুষ' প্রেক্ষাগৃহে দেখা যাবে মাত্র ১১২ টাকায়!

২০২৩-এর সবচেয়ে বেশি চর্চিত ও বহু প্রতীক্ষিত ছবি ছিল 'আদিপুরুষ'। এই ছবি প্রেক্ষাগৃহে দেখার জন্য মুখিয়ে বসেছিলেন দেশবাসী। এমনকি বিদেশের দর্শকরাও এই ছবির জন্য উৎসাহী ছিলেন। কিন্তু ১৬ জুন এই ছবি মুক্তি পাওয়ার পর দর্শকদের মন একেবারেই ভেঙে যায়। এমনকি প্রভাসও খুশি করতে পারেননি তাঁর দর্শকদের। ফলে এই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়তে শুরু করেছে। ব্যবসার ক্ষেত্রে গ্রাফ নিম্নমুখী। ফলে এবারে শোনা গিয়েছে, যে ছবির টিকিটের দাম ছিল ২০০০ টাকা, সেটি এখন নেমে দাঁড়িয়েছে ১১২ টাকায়। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

রামায়ণের প্রেক্ষাপটে তৈরি ছবি আদিপুরুষ প্রথম থেকেই বিতর্কের সৃষ্টি করেছে। এমনকি মুক্তি পাওয়ার পর বিতর্ক আরও জোরালো হয়ে ওঠে। নিম্নমানের ভিএফএক্স থেকে শুরু করে বিকৃত সংলাপ, হিন্দু ভাবাবেগে আঘাত ইত্যাদির মতো একাধিক অভিযোগ উঠেছে। পরে সংলাপে পরিবর্তন করা হলেও অবশেষে কোনও কিছুই এই ছবির ব্যবসা বৃদ্ধি করতে পারল না। গত বৃশুরু করে বিকৃত সংলাপ, হিন্দু ভাবাবেগে আঘাত ইত্যাদির মতো একাধিক অভিযোগ উঠেছে। পরে সংলাপে পরিবর্তন করা হলেও অবশেষে কোনও কিছুই এই ছবির ব্যবসা বৃদ্ধি করতে পারল না। গত বৃহস্পতিবার ও শুক্রবারেই টিকিটের দাম কমে হয়েছিল ১৫০ টাকা। এবার এই ছবির টিকিটের দাম সোমবারে এসে ঠেকেছে মাত্র ১১২ টাকায়। টি-সিরিজ থেকে একটি পোষ্ট শেয়ার করা হয়েছে যেখানে লেখা রয়েছে, 'বুক মাই শো-তে এবার থেকে আদিপুরুষের টিকিট কাটা যাবে ১১২ টাকায়।'

10 months ago
Adipurush: ১০ দিন না কাটতেই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল আদিপুরুষ

১৬ জুন সিনেমাহলে মুক্তি পেয়েছিল আদিপুরুষ (Adipurush)। বিগত কয়েক বছরে রেকর্ড করা বাহুবলি সিনেমার বাজেট ছিল ১৮০ কোটি টাকা, পাঠান সিনেমার বাজেট ছিল ২২৫ কোটি টাকা। সব কিছুকে ছাপিয়ে আদিপুরুষ সিনেমার বাজেট ছিল ৫০০ কোটি টাকা। প্রযোজক সংস্থা জমিয়ে সিনেমার প্রচারও করেছিলেন। কিন্তু সিনেমা হলে গিয়ে মন ভেঙে গিয়েছিল দর্শকদের।

যে রামায়ণের কাহিনী আদিপুরুষের গল্পের প্রেক্ষাপট, সিনেমায় তার যথার্থ প্ৰতিফলণ দেখা যায়নি। তার উপর হিন্দু ভাবাবেগে আঘাত, বিকৃত সংলাপ-সহ একাধিক অভিযোগ উঠেছিল সিনেমার নির্মাতার বিরুদ্ধে। এমনকি থানায় অভিযোগও দায়ের হয়েছিল এই নিয়ে। চাপের মুখে পড়ে সংলাপে বদলও আনা হয়েছিল। তবে সব মিলিয়ে সিনেমার আয় খুব একটা কম হচ্ছিল না।

তবে দ্বিতীয় সপ্তাহের শুরুতেই মুখ থুবড়ে পড়ল সিনেমার আয়। অষ্টম দিন পর্যন্ত সিনেমার আয় দাঁড়াল ২৬৩.৩০ কোটি টাকা। যতটা প্রত্যাশা করা হয়েছিল এই সিনেমা নিয়ে সেই প্রতিফলন দেখা গেল না বক্স অফিসে। সামাজিক মাধ্যমে এবং সিনেমা বিশেষজ্ঞরা সিনেমাটি নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন, মনে করা হচ্ছে এই কারণেই হলমুখী হচ্ছেন না দর্শকেরা।

10 months ago
Adipurush: আদিপুরুষের সংলাপ লেখকের কড়া সমালোচনা করলেন 'শক্তিমান'

১৬ জুন সারা ভারতের থিয়েটারে মুক্তি পেয়েছিল আদিপুরুষ (Adipurush)। তারপরেই এই সিনেমা নিয়ে দর্শকদের সমস্ত প্রত্যাশা একেবারে জলে ডুবে যায়। সবচেয়ে বেশি সমালোচনা শুরু হয় সিনেমার সংলাপ নিয়ে। এমনকি দিল্লি পুলিস স্টেশনে এই নিয়ে অভিযোগ দায়ের করা হয় এই নিয়ে। চাপের মুখে পিছু হটতে বাধ্য হন সিনেমার নির্মাতারা। হনুমানের সংলাপে বদল আনা হয়। যদিও ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে এখনও শান্ত হয়নি নেট দুনিয়া।

জনপ্রিয় শক্তিমান ধারাবাহিকের চরিত্রাভিনেতা মুকেশ খান্না সামাজিক মাধ্যমে আদিপুরুষের সংলাপ লেখককে এক হাত নিলেন। অভিনেতা বললেন, 'আমি সেন্সর বোর্ডকে এর থেকেও বেশি দায়ী করি। রামায়ণের সম্মান নষ্ট করে এমন সংলাপে তাঁরা সম্মতি দিলেন কীভাবে! শুধুমাত্র সংলাপে ভুল নেই, কাহিনীতেও ভুল রয়েছে। সেন্সর বর্ডার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।'

বর্ষীয়ান অভিনেতা আরও বলেন,'নিজের মতো রামায়ণের গল্প লেখার তাঁরা কে হন? কে তাঁদের এই অধিকার দিয়েছে? তাঁরা বাচ্চাদের শেখাচ্ছে যে মা বাবা তাঁদের যা শিখিয়েছে তা ভুলে যেতে, তাঁরা যা বলছেন তাই-ই ঠিক।' অভিনেতার এই বক্তব্যে অধিকাংশ নেটিজেনই সমর্থন জানাচ্ছেন।

10 months ago


Adipurush: ‘দি অ্যাভেঞ্জার্স’ থেকে টোকা আদিপুরুষের দৃশ্য! নেট মাধ্যমে শোরগোল

আদিপুরুষ (Adipurush) সিনেমা নিয়ে বিতর্ক আর শেষ হচ্ছে না। সিনেমার ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের প্রত্যাশা ছিল এই সিনেমাটি নিয়ে। তবে সিনেমা মুক্তির পরেই দর্শকদের মনে ভাটা পড়ে। রামায়ণের গল্প বড় পর্দায় দর্শকেরা যেভাবে দেখবেন ভেবেছিলেন, তার ঠিক বিপরীত প্রতিফলন হয়েছে পর্দায়। পরিচালক ওম রাউত কোনও ভালো মুহূর্তই তৈরি করতে পারেননি পর্দায়। উপরি সিনেমাটির বিরুদ্ধে আইনি অভিযোগ দায়ের হয়েছে।

এর আগে আদিপুরুষ সিনেমার সংলাপ নিয়ে বিতর্ক হয়েছিল। বিশেষ করে জনপ্রিয় লঙ্কা দহনের দৃশ্যের সময় হনুমানের সংলাপ ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। এমন ভাষা কীভাবে চরিত্রের মুখে বসল সেই নিয়ে প্রশ্ন উঠেছিল অনেক। অবশেষে আইনি জটিলতার চাপে পিছু  হটতে হয়েছিল সিনেমা নির্মাতাদের। বদল আনা হয়েছে সেই সংলাপে। কিন্তু এতেও শেষ হল না বিতর্ক।

View this post on Instagram

A post shared by OCD TIMES (@ocdtimes)

আগেই অনেকে বলেছিলেন পরিচালক ওম রাউত পুরো সিনেমাকে খানিকটা অ্যাভেঞ্জার্সের আদলে তৈরী করতে চেয়েছিলেন। এবার অভিযোগ উঠল অনুকরণের। পরিচালক যে কেবল ‘দি অ্যাভেঞ্জার্স’ থেকে অনুপ্রেরণা নিয়েছেন তা নয়, একটি দৃশ্য একেবারে হুবুহ টুকে দিয়েছেন। দুটো ছবির সমান্তরাল দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ছে সামাজিক মাধ্যমে। একইসঙ্গে শোরগোল নেট দুনিয়ায়।

10 months ago
Adipurush: আদিপুরুষের বিতর্কিত সংলাপ সংশোধন, নতুন সংলাপ কী হল

আদিপুরুষ (Adipurush) মুক্তি পেয়েছিল ১৬ জুন। ৫ দিন পেরিয়েও সিনেমা নিয়ে চর্চা জারি রয়েছে। সিনেমার চিত্রনাট্য হিন্দু পুরাণ রামায়ণ থেকে নেওয়া। যদিও পরিচালক ওম রাউতের দাবি, এই সিনেমায় তিনি নিজস্ব ভাবনা যোগ করেছেন। যদিও সিনেমা দেখা দর্শকেরা মনে করছেন, রামের নাম রাঘব করে দিলে, সীতার নাম জানকী করে দিলে এবং রাবনের নাম লঙ্কেশ করে দিলেই রামায়ণের কাহিনী বদলে যায় না। সিনেমাটি নিয়ে দর্শকদের বহু অভিযোগ ছিল। তবে বেশি চর্চা হয়েছিল সংলাপ নিয়ে।

সিনেমায় লঙ্কাকাণ্ডের সময় হনুমানের মুখে সংলাপ শুনে সকলে অবাক হয়ে গিয়েছিলেন। পর্দায় দেখা যায়, হনুমানের লেজে আগুন দিচ্ছেন রাবন পুত্র মেঘনাদ। তখন হনুমান বলছেন, 'কাপড়া তেরে বাপ কা, তেল তেরি বাপ কা, আগ ভি তেরে বাপ কি, তো জলেগি ভি তেরে বাপ কি।' এমন সংলাপের তুমুল সমালোচনা করেছিলেন নেটিজেনরা। এমনকি হিন্দু পরিষদের মুখপাত্র এই নিয়ে থানায় এফএইআর দায়ের করেছেন। চাপের মুখেই পিছু হটেছেন আদিপুরুষ নির্মাতারা।

আদিপুরুষের সংলাপ লেখক মনোজ মুন্তাসির আগেই জানিয়েছিলেন, বিতর্কিত সংলাপে বদল করা হবে। ইতিমধ্যেই সেই সংশোধন হয়ে গিয়েছে। অনেকেই জানতে চাইছেন সংলাপে কী বদল এসেছে। হনুমানের সংলাপ বদলে হয়েছে, 'কাপড়া তেরি লঙ্কা কা, তেল তেরি লঙ্কা কা, আগ ভি তেরে লঙ্কা কি, তো জলেগি ভি তেরে লঙ্কা কি।' অর্থাৎ আগে সংলাপের যেখানে 'বাপ' শব্দটি বসেছিল, সেখানেই বসেছে 'লঙ্কা' শব্দটি।

10 months ago


Sita: সীতারূপে কৃতির সমালোচনার মাঝেই, একই বেশে ভিডিও শেয়ার করলেন দীপিকা

১৬ জুন, আদিপুরুষ (Adipurush) সিনেমা মুক্তির পর থেকেই চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই সিনেমা থেকে দর্শকদের প্রাপ্তি বিশেষ কিছু হয়নি। বরং সমালোচনার বিষয়ই বেশি পাওয়া গিয়েছে এই সিনেমায়। রামায়ণ থেকে অনুপ্রাণিত এই সিনেমায় কৃতি শ্যানন (Kriti Sanon)'জানকী'-র চরিত্রে অভিনয় করেছেন। দর্শকেরা সামাজিক মাধ্যমে লিখেছিলেন, জানকীর চরিত্রে একটু বেশিই 'মডার্ন' লেগেছে কৃতিকে। তুলনা হিসেবে ঘুরে ফিরে এসেছে আরও এক অভিনেত্রীর নাম।

দূরদর্শনে এবং ডিডি ন্যাশনাল চ্যানেলে একসময় রামানন্দ সাগরের 'রামায়ণ' ধারাবাহিক খুবই জনপ্রিয় হয়েছিল। সেই ধারাবাহিকে সীতার চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা চিখলিয়া। প্রবল জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে রামায়ণ ধারাবাহিক এবং আদিপুরুষ সিনেমার চরিত্রাভিনেতাদের নিয়ে কয়েক দফা তুলনা হয়ে গিয়েছে। সেই তুলনা আবারও উসকে দিলেন দীপিকা।

View this post on Instagram

A post shared by Dipika (@dipikachikhliatopiwala)

সামাজিক মাধ্যমে একটি ছোট্ট ভিডিও আপলোড করেছেন তিনি। পুরনো নয়, নতুন। গেরুয়া শাড়িতে একেবারে সীতারূপে ধরে দিয়েছেন তিনি। শুধু পার্থক্য একটাই বর্তমানে অভিনেত্রীর বয়স অনেকটা বেড়েছে। এই ভিডিও সামাজিক মাধ্যমে আপলোড করতেই নেটিজেনরা আবারও সেই চরিত্রে কৃতির সঙ্গে তাঁর তুলনা টেনেছেন। এক নেটিজেন লিখেছেন, 'আপনি ৬০০ কোটি গুন্ বেশি ভালো কৃতির থেকে।'

10 months ago
Adipurush: এফআইআর-সমালোচনার চাপে আদিপুরুষের বিতর্কিত সংলাপ বদলের সিদ্ধান্ত

১৬ জুন সারা ভারতের সিনেমাহলে মুক্তি পেয়েছিল বহু প্রতীক্ষিত সিনেমা আদিপুরুষ (Adipurush)। হিন্দু পুরাণ রামায়ণ এই গল্পের বিষয়বস্তু। তাই দর্শকদের অনেক প্রত্যাশা ছিল এই সিনেমাটি নিয়ে। সিনেমা মুক্তির আগেই প্রি-বুকিং করেছিলেন দর্শকেরা। কিন্তু সিনেমাহলে গিয়ে সেই আগ্রহে জল পরে। নিম্নমানের গ্রাফিক্স, ততোধিক খারাপ সংলাপ শুনে ভিরমি খাওয়ার জোগাড় হয় দর্শকদের। এদিকে ধর্মীয় চরিত্রের সংলাপ শুনে দেদার সমালোচনা শুরু হয় চারদিকে।

হিন্দু অখিল ভারতীয় হিন্দু মহাসভার মুখপাত্র শিশির চতুর্বেদী উত্তরপ্রদেশের হজরতগঞ্জ থানায় একটি এফআইআর দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে আদিপুরুষে হিন্দু দেবদেবীর ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। যে সংলাপ নিয়ে এত বিতর্ক, সেই সংলাপ বদলানোর আবেদনও করা হয়েছিল। অবশেষে এমন চাপের মুখে পিছু হটতে হল আদিপুরুষ নির্মাতাদের। বিতর্কিত সংলাপ বদলের সিদ্ধান্ত নিয়েছেন সিনেমা নির্মাতা।

সিনেমার সংলাপের লেখক মনোজ মুন্তাসির সামাজিক মাধ্যমে লিখেছেন, 'আমি এই সিনেমার জন্য চার হাজার সংলাপ লিখেছি। তার মধ্যে থেকে মাত্র কয়েকটি সংলাপের সমালোচনা হচ্ছে। আমি আমার লেখা সংলাপের পক্ষে অগুনতি যুক্তি দিতে পারি। তবে আমি এবং সিনেমার প্রযোজক ও পরিচালক সংলাপ সংশোধনের সিদ্ধান্ত নিয়েছি। আগামী সপ্তাহ থেকেই সিনেমাহলে নতুন সংলাপ শোনা যাবে।'

10 months ago
Adipurush: আদিপুরুষের নির্মাতা ও অভিনেতাদের বিরুদ্ধে দায়ের হল এফআইআর

১৬ জুন সারা ভারতে মুক্তি পেয়েছে আদিপুরুষ (Adipurush)। সিনেমাটি নিয়ে প্রথম থেকেই ভক্তদের মধ্যে আগ্রহ ছিল। সিনেমার প্রি বুকিংয়েই বাজেটের বেশ খানিকটা টাকা আয় করে ফেলেছিলেন প্রযোজনা সংস্থা। সিনেমা মুক্তির তিন দিনের মধ্যেই ২৪৬ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে সিনেমাটি। দর্শক সিনেমা হলমুখী হচ্ছেন ঠিকই, তবে সিনেমা দেখার অভিজ্ঞতা নিয়ে তাঁরা বিশেষ খুশি নয়।

যারা সিনেমাটি দেখেছেন সামাজিক মাধ্যমে সদর্থক প্রতিক্রিয়া দিচ্ছেন না। আসল রামায়ণ গল্পের সঙ্গে নাকি কোনও মিল নেই আদিপুরুষের। চরিত্রগুলির নাম বদলানো হয়েছে ঠিকই, তবে সেই চরিত্রগুলি বাল্মীকির ভাবনার একেবারে বিপরীত। তবে সবচেয়ে বেশি চর্চায় এসেছে সিনেমার ডায়ালগ। হনুমানের রাবনের রাজ্যে 'লঙ্কা কাণ্ডের' দৃশ্য নিয়ে সবচেয়ে বেশি হইচই শুরু হয়েছে। সেখানে হনুমানের সংলাপে নাকি 'টাপোরি' ভাষা প্রকাশ পেয়েছে।

হিন্দু ধর্মকে অবমাননার অভিযোগে একাধিক জায়গায় দর্শকেরা উত্তপ্ত হয়ে গিয়েছিলেন। এবার আইনি জটিলতায় জড়ালেন সিনেমার নির্মাতা থেকে শুরু করে অভিনেতারাও। অখিল ভারতীয় হিন্দু মহাসভার মুখপাত্র শিশির চতুর্বেদী থানায় একটি এফআইআর দায়ের করেছেন উত্তরপ্রদেশের হজরতগঞ্জ পুলিস স্টেশনে। অভিযোগে চতুর্বেদী দাবি করেছেন, এই সিনেমাটি হিন্দু ধর্মে অবমাননা করছে ভারতীয় দেবদেবীর ছবি এবং সংলাপের মাধ্যমে।

10 months ago


Adipurush: আদিপুরুষে হনুমানের 'টাপোরি' সংলাপ শুনে বাকরুদ্ধ দর্শকেরা, দায়ের মামলা

হিন্দু পুরাণ রামায়ণের গল্প থেকে তৈরী হয়েছে পরিচালক ওম রাউতের 'আদিপুরুষ' (Adipurush)। সিনেমার ট্রেলার মুক্তি থেকে প্রচার দেখে, এই সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ বেড়েছিল, প্রত্যাশা বেড়েছিল। তবে ১৬ জুন, শুক্রবার সিনেমা মুক্তি পেতেই সেই প্রত্যাশায় জল পড়ল। সিনেমা বোঝার ক্ষেত্রে আনাড়ি ছাড়া, আদিপুরুষ সিনেমাকে ১০-এর মধ্যে মেরে কেটে ৫ নম্বরও দিতে পারলেন না দর্শকেরা। সিনেমা হল থেকে বেরিয়ে সকলের মুখে একই সংলাপ, 'টাকাটাই নষ্ট'।

দর্শকেরা রামায়ণের যে গল্প পর্দায় দেখবেন বলে সিনেমাহলে গিয়েছিলেন, তেমন মুহূর্তই তৈরী করতে ব্যর্থ হয়েছেন পরিচালক। রামায়ণ না রেখে সিনেমার নাম যতই 'আদিপুরুষ' হোক না কেন, রাম-রাঘব, সীতা-জানকী, লক্ষণ-শেষ, ও রাবন- লঙ্কেশ হোক না কেন, তাতে তো আর মূল কাহিনীর স্বাদ বদলে যায় না। রামায়ণের মতো পুরাণ ছোট থেকে শুনে বড় হয়েছেন ভারতের অধিকাংশ মানুষেরা, জনপ্রিয় এই গল্পের পর্দায় এমন নিম্নমানের প্রতিফলন দেখে দর্শকেরা তেমন খুশি হননি।

তবে আদিপুরুষে হনুমানের সংলাপ বর্তমানে সবচেয়ে বেশি চর্চায়। রামায়ণের এমন একটি গুরুত্বপূর্ণ চরিত্রের মুখে বসেছে 'টাপোরি' ভাষা। সিনেমায় লঙ্কা-কান্ড দৃশ্যায়নের সময় হনুমানকে বলতে শোনা যায়, 'তেল তেরে বাপ কা, আগ ভি তেরে বাপ কি, অউর জলেগি-ভি তেরে বাপ কি।' এই দৃশ্যের ভিডিও বর্তমানে সামাজিক মাধ্যমে ভাইরাল।

সিনেমা মুক্তির পরেও আদিপুরুষ আইনি ঝঞ্ঝাটে জড়াল। ইতিমধ্যেই দিল্লি হাইকোর্টে হিন্দু সেনার দল একটি পিটিশন ফাইল করেছে। তাতে স্পষ্ট করে লেখা রয়েছে, 'এই ছবিতে চরিত্রগুলিকে যেভাবে চিত্রায়িত করা হয়েছে তা বাল্মীকির লেখা রামায়ণের থেকে সম্পূর্ণ বিপরীত। এতে হিন্দু ভাবাবেগে আঘাত করা হয়েছে।' পিটিশনে শীঘ্রই এই বিষয়ে পদক্ষেপের আবেদন করা হয়েছে। কিছু আপত্তিকর দৃশ্যও কেটে বাদ দিতে বলা হয়েছে।

11 months ago
Saif Ali Khan: আদিপুরুষ সিনেমায় রাবনের চরিত্রে প্রশংসিত সইফ, পাল্লা দিল নিন্দা

আদিপুরুষ (Adipurush) সিনেমার ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকেরা সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহে ছিলেন। সিনেমাটি হলে আসার আগেই কয়েক লক্ষ টাকার অগ্রিম বুকিং করেছিলেন দর্শকেরা। ১৬ জুন, শুক্রবার সারা ভারতের সিনেমাহলে মুক্তি পেয়েছে আদিপুরুষ। এরপরেই দর্শকেরা নেট দুনিয়ায় তাঁদের ভালো লাগার কথা ভাগ করে নিয়েছেন। বর্তমানে টুইটারে ট্রেন্ডিং টপিক 'সইফ আলি খান' (Saif Ali Khan)। প্রসঙ্গত অভিনেতা 'আদিপুরুষ' সিনেমায় রাবনের (Ravan) চরিত্রে অভিনয় করেছেন।

সামাজিক মাধ্যমে নেটিজেনরা সিনেমাহলে রেকর্ড করা নানা ভিডিও শেয়ার করছেন। এক দর্শক নেট দুনিয়ায় লিখেছেন, 'ধন্যবাদ সইফ আলি খান এমন রহস্যময় চরিত্রে অভিনয় করার জন্য।' আরেক নেটিজেন লিখেছেন, সইফ আলি খান সেরা অভিনয় করেছেন। আমার মন জিতে নিয়েছেন।' অন্য এক নেটিজেন লিখেছেন, রাবনের চরিত্রাভিনেতা সইফ আলি খানকে হ্যাটস অফ।'

তানহাজি সিনেমায় খল নায়কের ভূমিকায় অভিনয় করার পর, আদিপুরুষ সিনেমাতে রাবনের চরিত্রেও যে সইফ দর্শকের মন জয় করেছেন, তা হলফ করে বলা যায়। তবে প্রশংসার পাশাপাশি সমালোচনাও পেয়েছেন অভিনেতা। সামাজিক মাধ্যমে রাবনের একটি দৃশ্যের ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিতে দেখা গিয়েছে, রাবনের দশটি মাথা পাশাপাশি না থেকে পাঁচটি মাথার উপরে আরও পাঁচটি মাথা। সেই ছবি দিয়ে তৈরি মিম ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।

11 months ago


Adipurush: আদিপুরুষ চলাকালীন প্রেক্ষাগৃহে হনুমান, 'ঈশ্বরের আশীর্বাদ' বলছেন দর্শক

'আদিপুরুষ' (Adipurush) সিনেমা নিয়ে দর্শকরা প্রথম থেকেই অধীর আগ্রহে ছিলেন। ১৬ জুন অর্থাৎ শুক্রবার মুক্তি পেয়েছে সিনেমাটি। যদিও সিনেমা মুক্তির আগে থেকেই টিকিটের অগ্রিম বুকিং করেছিলেন দর্শকেরা। ফার্স্ট ডে, ফার্স্ট শোতেই সিনেমাহলে উপচে পড়েছিল নজরকাড়া ভিড়। ভারতীয় পুরাণ 'রামায়ণ' এই সিনেমার বিষয়। সিনেমাহলে একে একে রামের চরিত্রে প্রভাস, সীতার চরিত্রে কৃতি শ্যাননকে দেখে মোহিত হচ্ছেন দর্শকেরা এমন সময় হলে ঢুকে পড়ল অপ্রত্যাশিত অতিথি।

সিনেমায় যখন বুঁদ হয়ে রয়েছেন দর্শকেরা, তখন হলে ঢুকে পড়া এক হনুমান দর্শকের নজর কাড়ে। অভ্যাগত অতিথিকে সাদরে আমন্ত্রণ জানান দর্শকেরা। 'জয় শ্রী রাম', 'জয় হনুমান' স্লোগানে ভরে ওঠে হলের চারিদিক। হাততালি, সিটি পড়তে শুরু করে সিনেমা হল জুড়ে। এমন মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন নেটিজেনরা। এমনকি সামাজিক মাধ্যমেও সেই ভিডিও আপলোড করেছেন। বর্তমানে আদিপুরুষে হনুমানের এন্ট্রির ভিডিও ভাইরাল হয়েছে।

প্রসঙ্গত আদিপুরুষের পরিচালক ওম রাউত এর আগেই প্রযোজকদের অনুরোধ জানিয়েছিলেন, প্রত্যেকটি সিনেমাহলে হনুমানজির জন্য একটি করে খালি সিট রাখতে। পরিচালক বলেছিলেন, তাঁর বিশ্বাস যখনই রামায়ণ পড়া হয় সেখানে হনুমানজির আবির্ভাব হয়। এই অনুরোধ মেনেই বহু সিনেমাহলে সত্যিই একটি করে আসন বরাদ্দ রাখা হয়েছিল। শুক্রবারের সকালে হনুমানের আচমকা হলে প্রবেশ অনেকেই 'আশ্চর্য' ঘটনা বলে মনে করছেন।

11 months ago
Kriti Sanon: 'প্রভাস ছাড়া অন্য কাউকে ভাবতে পারেন না', স্বীকারোক্তি কৃতির!

প্রভাস (Prabhas) এবং কৃতি (Kriti Sanon) বর্তমানে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। ১৬ জুন মুক্তি পেতে চলেছে তাঁদের অভিনীত সিনেমা 'আদিপুরুষ'। সিনেমায় রামের ভূমিকায় দেখা যাবে প্রভাসকে। সীতার চরিত্রে দেখা যাবে কৃতি শ্যাননকে। তবে বলি পাড়ায় জোর চর্চা রিল জীবনের সম্পর্ক নাকি ব্যক্তিগত জীবনে গড়িয়েছে। প্রভাস এবং কৃতি প্রেম করছেন, এমনই গুঞ্জন চারিদিকে। সিনেমার প্রমোশনে গিয়ে প্রভাসকে নিয়ে কৃতির মন্তব্য সেই জল্পনার আগুনে আরও খানিকটা ঘি দিয়েছে।

ঠিক কী বলেছেন কৃতি? সিনেমার প্রমোশনে গিয়ে কৃতি বলেছেন, 'আমাকে বলা হয়েছিল প্রভাস খুব বেশি কথা বলেন না। কিন্তু একথা একেবারেই মিথ্যে। ওঁ খুবই কথা বলে। ওঁ সত্যিই খুব প্রিয়। খুব মিষ্টি। ওঁ এমন একজন মানুষ যে খুবই আন্তরিক এবং মিষ্টি। খুব কর্মঠ এবং খাদ্যরসিক।' এরপরেই কৃতি যোগ করেন, 'ওঁর চোখে আমি শান্তি দেখতে পাই, স্বচ্ছতা দেখতে পাই। এরপর আমি প্রভাস ছাড়া কাউকেই রাঘব হিসেবে মানতে পারি না।'

অন্যদিকে প্রভাস সম্প্রতি নিজের বিয়ে নিয়ে মন্তব্য করেছেন। অভিনেতা জানিয়েছেন, তাঁকে বারবার বিয়ে নিয়ে প্রশ্ন করা হলেও তিনি বিরক্ত হন না। বিয়ে নিয়ে খুব বেশি কিছু খোলসা করে না বললেও অভিনেতা বলেন, বিয়ে যদি করতেই হয় তবে তিনি তিরুপতি মন্দিরে বিয়ে করবেন।

11 months ago
Adipurush: প্রেক্ষাগৃহে একটি করে সিট রাখা হবে বজরংবলীর জন্য, ঘোষণা 'আদিপুরুষ' টিমের

আর মাত্র কিছুদিনের অপেক্ষা। চলতি মাসের ১৬ তারিখেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি 'আদিপুরুষ' (Adipurush)। ওম রাউত (Om Raut) পরিচালিত ছবিটি নিয়ে বিতর্কে কম ছিল না। কিন্তু সেই বিতর্ককে এড়িয়ে এবারে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। ছবি মুক্তি পাওয়ার আগেই 'আদিপুরুষ'-এর টিম একটি বড় ঘোষণা করল। তাদের তরফে বলা হয়েছে, ছবি মুক্তি পাওয়ার পর প্রত্যেক প্রেক্ষাগৃহে একটি করে সিট রামভক্ত হনুমানের (Lord Hanuman) জন্য সংরক্ষিত করে রাখা হবে। কিন্তু কেন এই সিদ্ধান্ত, তা নিয়ে একাধিক প্রশ্ন জাগছে নেটিজেনদের মনে।

প্রত্যেক প্রেক্ষাগৃহে একটি করে সিট বজরংবলীর উদ্দেশে উৎসর্গ করার নেপথ্যে কী কারণ, তা নিয়ে প্রশ্ন উঠলে, আদিপুরুষ-এর টিম একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, 'যখনই রামায়ণ পাঠ করা হয় তখন সেখানে রামভক্ত হনুমানের আবির্ভাব হয়। আর এই বিশ্বাসকে শ্রদ্ধা করেই প্রেক্ষাগৃহে একটি করে সিট বরাদ্দ করা হয়েছে ও এই সিটটি বিক্রি করা হবে না। এটি রামভক্ত হনুমানের জন্য বরাদ্দ।'

11 months ago


Adipurush: মুক্তির আগেই 'আদিপুরুষ'-এর আয় ৪৩২ কোটি! প্রকাশ্যে আসবে আরও একটি ট্রেলার

আর কিছুদিনের অপেক্ষা। চলতি মাসের ১৬ তারিখই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ওম রাউত পরিচালিত 'আদিপুরুষ' (Adipurush) ছবিটি। ছবি মুক্তির আগেই একের পর এক চমক নিয়ে এসেছে ছবিটি। একে একে টিজার, ট্রেলার, গান মুক্তি পেয়েছে। এরপর রাম, সীতা ও হনুমানের পোস্টারও প্রকাশ্যে এসেছে। টিজার দেখে দর্শকদের একাধিক সমালোচনা ও কটূক্তির সম্মুখীন হতে হলেও ট্রেলার মানুষের মন ছুঁয়েছে। আর এবারে খবর এসেছে যে, আরও একটি ট্রেলার (Trailer) মুক্তি পেতে চলেছে। অন্যদিকে খবর এসেছে যে, এই ছবি মুক্তির আগেই লক্ষ্মীলাভ করতে শুরু করেছে।

জানা গিয়েছে, ৬ জুন 'আদিপুরুষ'-এর আরেকটি ট্রেলার মুক্তি পাবে। আর এই ট্রেলারটি অ্যাকশন প্যাকড হতে চলেছে বলে খবর। মনে করা হচ্ছে, এই ট্রেলারে রাম ও রাবণের যুদ্ধের ঝলক দেখানো হবে। ফলে দর্শকরা এই ছবির পাশাপাশি ট্রেলারটি দেখতে বেশ উৎসুক। অন্যদিকে খবর এসেছে যে, ছবির বাজেটের ৮৫ শতাংশ টাকা ইতিমধ্যে তুলতে সক্ষম হয়েছে নির্মাতারা। বাকি টাকা খুব শীঘ্রই নিজেদের ঘরে ঢুকে যাবে বলেও আশাবাদী তাঁরা।

তবে প্রশ্ন উঠছে, মুক্তির আগেই কীভাবে ছবি নির্মাণের ৮৫ শতাংশ টাকা তুলতে সক্ষম হলেন নির্মাতারা? ছবিটি তৈরি করতে খরচ হয়েছে ৫০০ কোটি টাকা। হিসেব অনুযায়ী, ইতিমধ্যে ৪৩২ কোটি টাকা উঠে এসেছে। তার মধ্যে রয়েছে স্যাটেলাইট, ডিজিট্যাল এবং সংগীত স্বত্ব। আর বাকি টাকা মুক্তির শুরুতেই উঠে আসবে। ফলে নির্মাতাদের বক্তব্য, এই ছবি লোকসানের মুখে পড়ার কোনও সম্ভাবনাই নেই।

11 months ago
Adipurush: 'আদিপুরুষ' মুক্তির আগেই ফের চমক! প্রকাশ্যে এল গদা হাতে হনুমানের ছবি

আর মাত্র কিছুদিনের অপেক্ষা। ১৬ জুন অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি 'আদিপুরুষ' (Adipurush)। ছবির টিজার মুক্তি পাওয়ার পর একাধিক বিতর্ক-সমালোচনার সৃষ্টি হলেও ট্রেলারে এক অন্য় চমক দেখা যায়। ভিএফএক্সে আমূল পরিবর্তন ও প্রভাস-কৃতির লুক নজর কেড়েছিল দর্শকদের। এরপর মুক্তি পায় এই ছবির গান। আর এবারে প্রকাশ্যে এল ভগবান হনুমানের (Hanuman) লুক। গদা হাতে হনুমানের পোস্টার প্রকাশ্যে আসতেই নেটিজেনরা তা দেখে বেজায় খুশি।

ছবি মুক্তির দু'সপ্তাহ আগেই ফের এক চমক। এই ছবির গানগুলো মুগ্ধ করেছেই ভারতবাসীদের। এছাড়াও রামের চরিত্রে প্রভাস ও সীতার চরিত্রে কৃতির লুক মন ছুঁয়েছে দর্শকদের। আর এবারে গদা হাতে হনুমানের নতুন পোস্টার মুক্তি পেতেই তা দেখে মুগ্ধ হয়েছে দর্শক। বিশিষ্ট ফিল্ম সমালোচক তরণ আদর্শ টুইটারে ওই নতুন পোস্টারের ছবি শেয়ার করেছেন। আদিপুরুষের কেন্দ্রীয় চরিত্র প্রভাস ও পরিচালক ওম রাউতও নিজের টুইটার হ্যান্ডলে হনুমান অর্থাৎ দেবদত্ত নাগের নতুন পোস্টার প্রকাশ্যে এনেছেন। ওম রাউত পরিচালিত ছবি আদিপুরুষ ১৬ জুনের আগে আর কোন কোন চমক দেয় তা দেখার অপেক্ষায় দর্শক।

11 months ago