Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Adipurush

Adipurush: আদিপুরুষ-এর নতুন চমক! মুক্তি পেল ছবির নতুন গান 'রাম সিয়া রাম'

১৬ জুন মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি 'আদিপুরুষ' (Adipurush)। ওম রাউত (Om Raut) পরিচালিত এই ছবি নিয়ে বিতর্ক-সমালোচনা কিছু কম হয়নি। তবে সেসবকে সঙ্গী করেই মুক্তি পেতে চলেছে 'আদিপুরুষ'। তবে এই ছবি নিয়ে একাধিক সমালোচনা থাকলেও দর্শকদের মন ছুঁয়েছে ছবির গানগুলো। প্রথমে মুক্তি পেয়েছিল 'জয় শ্রী রাম' গানটি। আর এবারে প্রকাশ্যে এল নতুন গান 'রাম সিয়া রাম' (Ram Siya Ram)। আর এই গান মন জুড়িয়ে যাওয়ার মতো একটি গান, যা মুগ্ধ করেছে দর্শকদের ২৯ মে, সোমবার মুক্তি পেয়েছে এই গান।

এই নিয়ে আদিপুরুষ-এর দ্বিতীয় গান মুক্তি পেল। এই গান গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সচেত ও পরম্পরা ট্যান্ডন। এই গান মুক্তি পেতেই তোলপাড় নেটদুনিয়া। মাত্র কিছু ঘণ্টার মধ্যেই এই গানে ভিউ এসেছে ১০ লক্ষের বেশি। গানটিতে রাম ও সীতার প্রেমকাহিনী দেখানো হয়েছে। তার সঙ্গে চোখধাঁধানো ভিএফএক্স ও সিনেমাটোগ্রাফি মুগ্ধ করেছে দর্শকদের। এই গান মুক্তি পেতেই  নেটিজেনরা কেউ লিখেছেন, 'এই গানটিই এই ছবির আত্মা।'

রামায়ণের কাহিনি অবলম্বনে আদিপুরুষ ছবিটি তৈরি করেছেন পরিচালক ওম রাউত। ছবিতে শ্রীরামের চরিত্রে রয়েছেন বাহুবলী খ্যাত তারকা প্রভাস। সীতার ভূমিকায় কৃতি স্যানন এবং লক্ষ্মণের ভূমিকায় দেখা যাবে অভিনেতা সানি সিংকে। রাবণ লঙ্কেশের ভূমিকায় নজর কাড়বেন বলিউড অভিনেতা সইফ আলি খান। আদিপুরুষ-এর টিজার একাধিক সমালোচনার কেন্দ্রে থাকলেও এর ট্রেলার, গানগুলো দর্শকের মন জয় করেছে। এখন এই ছবি মুক্তির আশায় বসে রয়েছেন প্রভাস ও কৃতির অনুরাগীরা।

12 months ago
Kriti Sanon: 'প্রত্যেক প্রজন্মের উচিৎ আদিপুরুষ দেখা', বিশেষ বার্তা কৃতির

চলতি বছরের ১৬ জুন বড় পর্দায় মুক্তি পেতে চলেছে 'আদিপুরুষ' (Adipurush) সিনেমাটি। সারা ভারতে হিন্দি, তেলেগু, তামিল, কন্নড় ও মালায়ালম ভাষায় মুক্তি পেতে চলেছে সিনেমাটি। হিন্দু ধর্মগাঁথা 'রামায়ণ'-এর উপর তৈরী হয়েছে সিনেমার কাহিনী। ছবিতে রামের ভূমিকায় দেখা যাবে প্রভাসকে। সীতার ভূমিকায় কৃতি শ্যানন (Kriti Sanon) অভিনয় করবেন। রাবনের চরিত্রে দেখা যাবে সইফ আলি খানকে। সম্প্রতি সিনেমার প্রচারে এসে কৃতি শ্যানন নিজের মন্তব্য দিলেন।

কৃতি বলেছেন, 'এই সিনেমাটি আমার জন্য বিশেষ। এই ছবির অঙ্গ হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। আমি বিশ্বাস করি, ছবিটি আমাদের সংস্কৃতি এবং ইতিহাসের অঙ্গ।' অভিনেত্রী আরও বলেন, 'প্রত্যেকটি প্রজন্ম, বিশেষ করে বাচ্চাদের এই সিনেমাটি অবশ্যই দেখা উচিৎ। আমরা ছোটবেলায় বাড়ির বড়োদের থেকে রামায়ণ ও মহাভারতের গল্প শুনেছি। তবে আমি মনে করি, চোখে দেখা গল্পের আলাদা প্রভাব পড়বে বর্তমান প্রজন্মের উপর।'

কৃতি আরও যোগ করেন, 'অনেক লম্বা সময় আমরা এই গল্পটিকে পর্দায় দেখিনি। প্রথমবার এই গল্পটি থ্রিডিতে আসছে। এই সিনেমার পবিত্রতা নতুন প্রজন্মের মন ছুঁয়ে যাবে।'

12 months ago
Adipurush: আমেরিকায় 'আদিপুরুষ'-এর অগ্রিম বুকিং শুরু, বিদেশের মাটিতেও দেদার বিকোচ্ছে টিকিট

বহু প্রতীক্ষিত ছবি 'আদিপুরুষ' (Adipurush) নিয়ে দেশবাসীর উন্মাদনা তুঙ্গে। তবে এবারে এই ছবি নিয়ে উত্তেজনা দেখা গিয়েছে বিদেশেও। জানা গিয়েছে, ছবি মুক্তির আগেই আমেরিকায় (America) অগ্রিম বুকিং শুরু হয়েছে। আর রমরমিয়ে বিক্রি হচ্ছে টিকিট। খুব শীঘ্রই অর্থাৎ চলতি বছরের ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ওম রাউত (Om Raut) পরিচালিত ছবি 'আদিপুরুষ'। রামায়ণের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে এই ছবি। আদিপুরুষ-এ প্রভাসকে রামের চরিত্রে, কৃতিকে সীতা ও সানিকে লক্ষণের চরিত্রে দেখা যাবে। আর বিশেষ আকর্ষণ সইফ আলি খানকে দেখা যাবে রাবণের চরিত্রে।

আদিপুরুষ নিয়ে প্রথম থেকেই বিতর্কের সৃষ্টি হয়েছিল। কখনও ভিএফএক্স, কখনও চরিত্রের লুক নিয়ে বিতর্কে পড়তে হয়েছে ছবিটিকে। ফলে আশা করা হয়েছিল, বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারবে না ছবিটি। কিন্তু বিদেশে অগ্রিম বুকিং শুরু হতেই দেদার বিক্রি হয়ে চলেছে টিকিট। এর থেকেই বোঝাই যাচ্ছে, ছবি নিয়ে বেশ উৎসাহ রয়েছে জনতার। একই দৃশ্য দেশেও দেখা যাবে কিনা, তা আর কিছুদিন পরেই জানা যাবে। তবে প্রভাসকে রামের চরিত্রে, সইফকে রাবণের চরিত্রে ও ছবির ভিএফএক্স দেখার জন্য মুখিয়ে রয়েছেন দেশবাসী।

প্রায় ৭০টি দেশে বিভিন্ন ভাষায় একসঙ্গে মুক্তি পাবে 'আদিপুরুষ'। ছবিটি ইংরেজির পাশাপাশি বিভিন্ন দেশের স্থানীয় ভাষাতেও মুক্তি পাবে। ইতিমধ্যেই ভারতে ছবিটি হিন্দি ও তেলেগুর পাশাপাশি তামিল, মালায়ালাম এবং কন্নড় ভাষায় ১৬ জুন মুক্তি পাওয়ার কথা রয়েছে।

12 months ago


Adipurush: মুক্তি পেল 'আদিপুরুষ' ছবির নতুন গান 'জয় শ্রী রাম'

বহু প্রতীক্ষিত ছবি 'আদিপুরুষ' (Adipurush) খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। রামায়ণ-কে নতুন আদলে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চলেছেন পরিচালক ওম রাউত (Om Raut)। এই ছবিতে দেখা যাবে অত্যাধুনিক ভিএফএক্স ও টেকনোলজি। যদিও ছবির টিজার নিয়ে সমালোচনার শেষ ছিল না। কিন্তু ট্রেলার মুক্তির দিন দর্শকদের তাক লাগিয়ে দেয় এই ছবি। আর এবারে অবশেষে মুক্তি পেল নতুন গান 'জয় শ্রী রাম' (Jai Shri Ram)। গান মুক্তির সঙ্গে সঙ্গে এর ভিউ বেড়েই চলেছে।

View this post on Instagram

A post shared by Prabhas (@actorprabhas)

শনিবার আদিপুরুষ-এর এই প্রথম গান মুক্তি পেল। মুক্তির সঙ্গেই এই গান দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড় একাধিক ভাষায় মুক্তি পেল 'জয় শ্রী রাম' ট্র্যাক। গানটি পরিচালনা ও গেয়েছেন অজয়-অতুল। লিখেছেন মনোজ মুনতাশির। গানের ভিজ্যুয়াল প্রকাশ্যে আসার পরই কুড়িয়েছে প্রশংসা। কয়ের মিনিটের এই গান তো বটেই সঙ্গে গানের ভিজ্যুয়ালের দ্বারা আপনি পৌঁছে যেতে পারেন এক অন্য জগতে।

ওম রাউতের পরিচালনায় প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধছেন প্রভাস আর কৃতি শ্যানন। রাম-সীতার ভূমিকায় এই তারকা যুগলকে দেখার অপেক্ষায় মুখিয়ে বসে রয়েছেন তাঁর অনুরাগীরা। তার আগে ছবির সংগীত পরিচালক অজয়-অতুল ভক্তদের জন্য নিয়ে এসেছেন এই মন ছুঁয়ে যাওয়া গান।

12 months ago
Kriti: চেয়ারে বসতে না পেয়ে নিচেই বসে পড়লেন 'সীতা'! কৃতির এই কাণ্ডে হতবাক নেটিজেন

মঙ্গলবার মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ছবি 'আদিপুরুষ'-এর (Adipurush) ট্রেলার। আর সেই ট্রেলার লঞ্চের দিন পর্দার সীতার সঙ্গে ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। ট্রেলার লঞ্চের সময় প্রেক্ষাগৃহে তখন চারপাশে ভিড়, এরই মধ্যে সেখানে চেয়ার না পেয়ে নিচেই বসে পড়েন কৃতি শ্যানন। কেউ যদিও কৃৃতির এই কাণ্ডকে 'ডাউন টু আর্থ' বলে উল্লেখ করেছেন। কিন্তু নেটিজেনদের (Netizens) এক বড় অংশ এই বিষয়টি নিয়ে কৃতিকে (Kriti Sanon) ট্রোল করেছেন। অনেকের মন্তব্য, 'এগুলো সবকিছু দেখানোর জন্য'।

'আদিপুরুষ'-এর টিজার বেরনোর পর ধেয়ে এসেছে কটাক্ষ-সমালোচনা। তবে আদিপুরুষের টিম অনেক ভুল শুধরে ভিএফএক্সে আমূল পরিবর্তন এনেছে ও রাবণের লুকেও বদল এনেছে কিছু। ফলে টিজারের বিরুদ্ধে খারাপ মন্তব্য শুনতে হলেও ট্রেলার দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। কিন্তু ট্রেলার নিয়ে ট্রোলিং না হলেও এবারে পর্দার জানকিকে নিয়ে শুরু হল ট্রোলিং। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, প্রেক্ষাগৃহে ট্রেলার শুরু হওয়ার সময় সামনের সিটে জায়গা না পেয়ে নিচেই বসে পড়েন। তারপর নিচে বসতে দেখে অনেকেই সিট ছেড়ে দিয়ে তাঁকে বসার জন্য বলেন।

এই ভিডিও ভাইরাল হতেই নেটিজনরা তাঁকে কটাক্ষ করতে শুরু করেছে। কেই লিখেছেন, 'শুধু দেখানোর জন্য এসব করেন।' কেউ লিখেছেন 'পাবলিসিটি স্টান্ট এটা'। তবে অনেকেই বলেছেন, অভিনেত্রী হয়েও কোনও অহংকার নেই তাঁর। তবে যা ট্রোলিংই হোক না কেন, এখন প্রত্যেকেই এই ছবি বড় পর্দায় দেখার অপেক্ষায় বসে।

12 months ago


Adipurush: অপেক্ষার অবসান! অবশেষে ভিএফএক্সে আমূল পরিবর্তন এনে মুক্তি পেল 'আদিপুরুষ'-এর ট্রেলার

একাধিক বিতর্ক-সমালোচনার পর অবশেষে মুক্তি পেল 'আদিপুরুষ'-এর (Adipurush) ট্রেলার (Trailer)। রামায়ণের (Ramayana) প্রেক্ষাপটে তৈরি করা ছবি আদিপুরুষ। ওম রাউত পরিচালিত এই ছবির টিজার সামনে আসতেই একাধিক বিতর্কে জড়িয়ে পড়েছিল। ফলে এই ছবি মুক্তির দিনও পিছিয়ে যায়। অবশেষে ছবি মুক্তির তারিখ ঘোষণা করার পরেই এবারে ট্রেলারও মুক্তি পেল। ছবির ভিএফএক্স নিয়ে একাধিক সমালোচনা হলেও এবারে হয়তো এই ছবির ট্রেলার দেখে পছন্দ করবেন দর্শকরা। কারণ সইফের যে লুক নিয়ে বিতর্ক ছিল তুঙ্গে, এবার সেই লুকেই আনা হয়েছে বিশেষ চমক। টিজারের থেকে ট্রেলারে অনেক তফাৎ রয়েছে, এবারে তাই এই ট্রেলার নজর কেড়েছে দর্শকদের।

'আদিপুরুষ' ছবিতে রামের চরিত্রে প্রভাসকে, সীতার চরিত্রে কৃতি শ্যাননকে ও লক্ষণের চরিত্রে দেখা যাচ্ছে সানি সিং-কে। আর রাবণের চরিত্রে বিশেষ চমক, রাবণের চরিত্রে সইফ আলি খানকে দেখা যাবে। তবে রাবণের চরিত্রে সইফের লুকে তো পরিবর্তন করা হয়েছে। কিন্তু ট্রেলারে রাবণ কোথায়! নামমাত্র দর্শন লঙ্কেশের। তাঁর ঝলক সামনে এল মাত্র দু-বার। প্রথমে যখন সাধু বেশে সীতাকে অপহরণ করতে যান রাবণ এবং একদম শেষে শিবের উপাসনায় মত্ত লঙ্কেশের দর্শন মেলে। যা চিন্তার কারণ হতে পারে সইফ ভক্তদের জন্য। তবে কী তাঁর স্ক্রিনিংটাইমও ছাঁটা হল? এই নিয়ে সইফ অনুরাগীদের মনে জাগছে প্রশ্ন। তবে ভিএফএক্সে অনেকটাই বদল আনা হয়েছে।

ট্রেলারের শুরুতেই দেখা মিলল রাম ভক্ত হনুমানের, এরপর একে একে রাম-সীতা-লক্ষণ প্রত্যেককেই দেখা গেল। জানকি বা সীতার লুক মুগ্ধ করেছে নেটিজেনদের। টিজারে রাবণকে দেখে রব উঠেছিল, 'আলাউদ্দিন খিলজি লাগছে সইফকে'। কিন্তু এবারে তাঁকে কম সময়ের জন্য দেখা গেলেও তাঁর লুকও দৃষ্টি আকর্ষণ করেছে প্রত্যেকের। চলতি বছরের ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি। ফলে এখন এটাই দেখার যে, এই ছবি কতটা দাগ কাটতে পারে দর্শকের মনে।

12 months ago
Adipurush: অপেক্ষার অবসান! 'আদিপুরুষ' নিয়ে ভক্তদের বিরাট সুখবর দিলেন প্রভাস

বিগত কয়েক মাস ধরে অধীর আগ্রহে 'আদিপুরুষ' (Adipurush)-এর অপেক্ষা করছেন প্রভাস (Prabhas) ভক্তরা। এই ছবির পোস্টার মুক্তি পাওয়ার পর থেকেই প্রতীক্ষার পারদ সপ্তমে উঠেছিল। আর সেই অপেক্ষার অবসান এবার হল বলে।

দক্ষিণী মেগাস্টার প্রভাস ও বলিউড ডিভা কৃতি স্যানন অভিনীত 'আদিপুরুষ'-এর ট্রেলার  আগামী ৯ মে মুক্তি পেতে চলেছে। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে এমনটাই জানিয়েছেন অভিনেতা নিজে। এ দিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে 'আদিপুরুষ'-এর একটি পোস্টার শেয়ার করে প্রভাস লিখেছেন, 'জয় শ্রী রাম। ট্রেলার মুক্তি পাচ্ছে ৯ মে, ২০২৩।'

চলতি বছরের বড় বাজেটের সিনেমাগুলোর মধ্যে অন্যতম হতে চলেছে এই ছবিটি। ভারতের পাশাপাশি আমেরিকা, ক্যানাডা, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়শিয়া, হংকং, ফিলিপিন্স, মায়ানমার, শ্রীলঙ্কা, জাপান, আফ্রিকা, ব্রিটেন, রাশিয়া এবং ইজিপ্টেও মুক্তি পাবে ট্রেলার।

View this post on Instagram

A post shared by Prabhas (@actorprabhas)

রামায়ণের কাহিনী অবলম্বনে তৈরি এই ছবিতে ভগবান রামের ভূমিকায় প্রভাস, সীতার ভূমিকায় কৃতি স্যানন ও রাবণের ভূমিকায় সইফ আলি খানকে অভিনয় করতে দেখা যাবে।

one year ago
Kriti: সীতা নবমীর বিশেষ দিনে রামের মন্দিরে আশীর্বাদ নিতে পৌঁছে গিয়েছেন পর্দার 'সীতা'

সীতা নবমীর (Sita Navmi) বিশেষ দিনে রাম-সীতা মন্দিরে অভিনেত্রী কৃতি শ্যানন (Kriti Sanon)। মনে করা হচ্ছে, ছবি মুক্তির আগেই ভগবান রাম-সীতার কাছে আশীর্বাদ নিতে কৃতি পৌঁছে গিয়েছেন পুনের তুলসীবাগের রাম-সীতা মন্দিরে। চলতি বছরের ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি 'আদিপুরুষ' (Adipurush)। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে রামের চরিত্রে প্রভাসের লুক। যা দর্শকদের নজর কেড়েছে। এরপর শনিবার মুক্তি পেয়েছে সীতার চরিত্রে কৃতি শ্যাননের লুক। সীতা নবমীর শুভ মুহূর্তে প্রকাশ্যে আনা হয়েছে সীতার লুক। এর পাশাপাশি মুক্তি পেয়েছে সীতা ও রামের মোশন পোস্টার। এই ছবি নিয়ে বিভিন্ন বিতর্কের মাঝেও অবশেষে রাম-সীতার লুক নজর কেড়েছে দর্শকদের।

রামায়ণের প্রেক্ষাপটেই তৈরি করা হয়েছে 'আদিপুরুষ'। আদিপুরুষের ভিএফএক্স ও রাবণের চরিত্রে সইফের লুক নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হলেও এবারে কৃতির শ্যানন ও প্রভাসের লুক নিয়ে যথেষ্ট সন্তুষ্ট দর্শক। কারণ কৃতিকে সীতার বেশে দেখে খুশি তাঁর অনুরাগীরা। সিঁথি ভরা সিঁদুর, কপালে লাল টিপ, চোখে জল ও শাড়িতে এক অন্য রূপে কৃতিকে দেখে নেটিজেনরা কমেন্ট করেছেন, 'এটাই কৃতির সেরা লুক'। এরপর দিনই কৃতিকে দেখা গেল রাম-সীতার মন্দিরে। ভগবানের চরণে ফুল, ফল উৎসর্গ করেছেন তিনি। ভগবানের আশীর্বাদ নিয়েই তাঁর পরবর্তী যাত্রা শুরু করতে চলেছেন তিনি, এমনটাই মনে করা হচ্ছে। তবে অনেকেই আবার বলছেন, ছবি প্রচারের জন্যই এমন পদক্ষেপ কৃতির। ছবি প্রচারের জন্যই তিনি ধর্মীয় স্থানে পৌঁছে গিয়েছেন বলে মন্তব্য কিছু নেটিজেনদের।

one year ago


Adipurush: অক্ষয় তৃতীয়ায় প্রকাশিত হল আদিপুরুষে 'শ্রী রামের' প্রথম ঝলক

বলিউডে বিগ বাজেটের সিনেমা আদিপুরুষ (Adipurush) মুক্তির অপেক্ষায়। শ্রী রামের জীবনী নিয়ে তৈরী হয়েছে এই সিনেমার প্রেক্ষাপট। মূল ভূমিকায় অভিনয় করছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস (Prabhas)। সীতার ভূমিকায় দেখা যাবে কৃতি শ্যাননকে। এর আগে সিনেমার একটি টিজার মুক্তি পেয়েছিল। অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে মুক্তি পেল শ্রী রামের প্রথম দৃশ্য। সিনেমায় রামকে দেখা যাবে শক্তিরূপে। সেই ছবিই তুলে ধরা হল ফার্স্ট লুকে।

নিজের সামাজিক মাধ্যমে ফার্স্ট লুক শেয়ার করেছেন প্রভাস নিজে। হিন্দি এবং তেলেগু ভাষায় দুটি পোস্টার দিয়েছেন, ক্যাপশনে লিখেছেন, 'যদি চার ধাম যাত্রায় যেতে না পারেন, তবে প্রভু শ্রী রামের নাম নিন।' একইসঙ্গে পোস্টে লিখেছেন, 'জয় শ্রী রাম'। ফার্স্ট লুকে শোনা গিয়েছে, 'সিনেমার টাইটেল ট্র্যাকের কিছুটা অংশ। সিনেমায় সংগীত পরিচালনা করেছেন অজয়-অতুল। এই গানটি শুনতে অধীর আগ্রহে রয়েছেন দর্শক।

View this post on Instagram

A post shared by Prabhas (@actorprabhas)

১৩ জুন আদিপুরুষ প্রিমিয়ার হতে চলেছে বিখ্যাত ট্রাইবেকা উৎসবে, এই খবর দিয়েছেন খোদ সিনেমার পরিচালক ওম রাউত। সিনেমায় লক্ষণের চরিত্রে অভিনয় করবেন সানি সিং। রাবনের চরিত্র করবেন সইফ আলি খান। দেবদত্ত নাগে অভিনয় করবেন লক্ষণের চরিত্রে। ইতিমধ্যেই আদিপুরুষ দেখার জন্য দর্শকরা বেশ উৎসাহিত হয়ে রয়েছেন।


one year ago
Adipurush: আদিপুরুষের পোস্টার ঘিরে বিতর্ক, দায়ের অভিযোগ

দিন কয়েক আগেই মুক্তি পেয়েছিল আদিপুরুষ (Adipurush) সিনেমার পোস্টার। এবার সেই পোস্টার ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। পোস্টারে দেখা গিয়েছিল রামরূপী প্রভাস (Prabhas), সীতারূপী কৃতি শ্যানন (Kiti Sanon), লক্ষণরূপী সানি সিং (Sunny Singh) ও হনুমানরূপী দেবদত্ত নাগেকে (Devdutt Nage)। পোস্টারে বাকিদের নিয়ে আপত্তি না থাকলেও রামের চরিত্রটি নিয়ে প্রশ্ন উঠেছে। দেখা গিয়েছে, বনবাসে যাচ্ছেন রাম-সীতা ও অন্যান্যরা। রামের গায়ে রয়েছে পোশাক। এই বিষয়টি মানতে পারেননি জনৈক ব্যক্তি।

মুম্বইয়ের সাকিনাকা পুলিস স্টেশনে অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি। তাঁর বক্তব্য, রামকে সঠিক পোশাক পরানো হয়নি। তিনি অভিযোগে লিখেছেন, রামচরিতমানস পুস্তকটি থেকে 'মর্যাদা পুরুষোত্তম শ্রী রাম'-এর বর্ণনা থেকে সিনেমাটির প্রেক্ষাপট তৈরী হয়েছে। রাম প্রকৃতির পূজারী। তবে পোস্টারে রামের পোশাক সেই ধারণার বিপক্ষে। অভিযোগে উল্লেখ রয়েছে, রামের চরিত্রে নেই পৈতে। হিন্দু ধর্মে এই পৈতে তাৎপর্যপূর্ণ। ২৯৫(এ) ধর্মীয় ভাবাবেগে আঘাতসহ একাধিক মামলায় মামলা দায়ের করা হয়েছে।

সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে ইতিমধ্যেই। ভক্তরা সিনেমাটি দেখতে অধীর আগ্রহে রয়েছেন। 'আদিপুরুষ' মুক্তির আগেই পোস্টার নিয়ে আপত্তি। যা সিনেমা নিয়ে বিতর্ক সৃষ্টি করল। প্রযোজক সংস্থা এরপর কী পদক্ষেপ করেন এখন সেটাই দেখার।

one year ago


Adipurush: রামনবমীর আগে খুশির খবর! মুক্তি পেতে চলেছে প্রভাস-কৃতির 'আদিপুরুষ'

ভগবান রামের জীবনকাহিনী বা রামায়ণের উপর ভিত্তি করে তৈরি করা ছবি 'আদিপুরুষ' (Adipurush) নিয়ে বিতর্কের শেষ ছিল না। টিজার মুক্তি পাওয়ার পর থেকেই খবরের শিরোনামে উঠে এসেছিল এই ছবি। এবারে বিতর্কের মাঝেই ছবি মুক্তির নতুন দিন প্রকাশ্যে এল। ওম রাউত (Om Raut) পরিচালিত ছবি আদিপুরুষ চলতি বছরের ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। এই খবর মঙ্গলবার ঘোষণা করেছেন খোদ পরিচালক ওম রাউত। এই ছবিতে রামের চরিত্রে বাহুবলী অর্থাৎ প্রভাসকে, সীতার চরিত্রে কৃতি স্যাননকে ও রাবণের চরিত্রে দেখা যাবে সইফ আলি খানকে।

প্রযোজনা সংস্থা টি-সিরিজের তরফে তাঁদের অফিশিয়াল টুইটার পেজে জানানো হল, থ্রিডি ফরম্যাটে প্রেক্ষাগৃহে আসতে চলেছে ছবিটি। এর আগে ছবিটি ২০২২ সালের অগাস্ট মাসে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ছবিটি নানা বিতর্কে জড়িয়ে পড়ায় এর মুক্তির দিন পিছোতেই থাকে। অবশেষে প্রতীক্ষার অবসান। চলতি বছরের জুন মাসেই মুক্তি পাবে বলে জানিয়ে দিলেন পরিচালক।

উল্লেখ্য, ছবির টিজার সামনে আসার পর সইফের রাবণের চরিত্রের চেহারা দেখে অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন হিন্দুরা। রাবণের দাড়ি নেই, তবুও এই ছবিতে রাবণের এমন লুক দেখে ক্ষোভ প্রকাশ করেছিলেন হিন্দুরা। ফলে তাঁর লুক নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল। তবে এরই মাঝে ছবি মুক্তির খবর শুনে খুশি প্রভাস অনুরাগীরা।

সম্প্রতি, নবরাত্রির বিশেষ মুহুর্ত উপলক্ষে, আদিপুরুষ পরিচালক ওম রাউত এবং ভূষণ কুমার মাতা বৈষ্ণো দেবীর দর্শন করেন। দুজনের ছবিই টি-সিরিজের টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। ছবি প্রচারের আগেই আশীর্বাদ নিতে বৈষ্ণো দেবীর মন্দিরে পৌঁছে গিয়েছেন প্রযোজক ভূষণ কুমার এবং পরিচালক ওম রাউত।  আরও জানা গিয়েছে, 'আদিপুরুষ' ছবির প্রচার শুরু করার জন্য তাঁরা ৩০ মার্চ অর্থাৎ রামনবমীর শুভ মুহূর্তকেই বেছে নিয়েছেন তাঁরা। এবার প্রভাস ও কৃতির জুটিকে রাম ও সীতার চরিত্রে দেখার জন্য মুখিয়ে রয়েছেন বাহুবলী অনুরাগীরা।


one year ago