Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Actor

Annu: তড়িঘড়ি দিল্লির হাসপাতালে চিকিৎসাধীন অন্নু কাপুর, এখন কেমন আছেন অভিনেতা

বৃহস্পতিবার আচমকা বুকে ব্যথা নিয়ে দিল্লির এক হাসপাতালে ভর্তি (Hospitalized) হয়েছেন বলিউডের (Bollywood) প্রবীণ অভিনেতা অন্নু কাপুর (Annu Kapoor)। পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, প্রবীণ অভিনেতা বর্তমানে স্থিতিশীল এবং দ্রুত সুস্থ হয়ে উঠছেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। আপাতত কয়েকদিন হাসপাতালেই চিকিৎসকদের নজরদারিতে রাখা হবে তাঁকে। তাঁর অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই কপালে চিন্তার ভাঁজ অনুরাগী মহল থেকে শুরু করে চলচ্চিত্র জগতে। কার্ডিওলজি ডিপার্টমেন্টে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।

উল্লেখ্য, নয়ের দশকের জনপ্রিয় অভিনেতা আন্নু৷ ওয়েব সিরিজ থেকে বড় পর্দা তাঁর অভিনয় দক্ষতায় সমানভাবে মুগ্ধ করেছেন দর্শকদের। ‘মিস্টার ইণ্ডিয়া’ থেকে ‘জলি এল এল বি ২’, তেজাব, রাম লক্ষ্মণ, ঘায়েল, ডর ইত্যাদি একাধিক সিনেমা তাঁর ঝুলিতে। এমনকি ‘ভিকি ডোনার’ সিনেমার জন্য জাতীয় পুরস্কারও পেয়েছেন অন্নু।

সম্প্রতি আয়ুষ্মান খুরানা অভিনীত ভিকি ডোনর, ড্রিম গার্ল ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে রেনকোট ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে।

one year ago
Bollywood: জীবনের জুড়িদাররা, সিনেমায় কতটা সফল? জানুন কী বলছে আলোচনা

প্রসূন গুপ্ত: সিনেমা জগতে বহু অভিনেতা-অভিনেত্রীরা বাস্তব জীবনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। কিন্তু সিনেমায় কতটা তাঁরা জুটি হিসাবে হিট? দিলীপকুমার সায়রা বানুকে বিয়ে করেছিলেন এবং মাত্র ৪টি ছবি একসঙ্গে করেন। তার মধ্যে তপন সিনহার সাগিনা মাহাতো দুটি ভাষায়। বাংলা ছবিটি ছাড়া কোনও ছবিই হিট করেনি, আবার ফ্লপও নয়। ধর্মেন্দ্র হেমার বিয়ে হয়েছিল অনেকগুলি ছবি হিট করার পর। বিয়ের পরেও তাঁরা একসঙ্গে ছবি করেছেন এবং ভালো ফল পেয়েছেন। কিন্তু হেমা এবং ধর্মেন্দ্র কয়েকটি ছবির প্রযোজক ছিলেন। সেই ছবিগুলিতে কেউ কাউকে সুযোগ দেননি কাজ করার। বিখ্যাত পরিচালক গুলজার বিয়ে করেছিলেন রাখীকে। দুজনই বলিউডের নামজাদা, কিন্তু গুলজার কোনও দিন রাখীকে তাঁর ছবিতে সুযোগ দেননি। সুনীল দত্ত বিয়ে করেছিলেন নার্গিসকে।

এঁরা একসঙ্গে একটাই ছবি করেছেন মাদার ইন্ডিয়া। যেখানে সুনীল, নার্গিসের ছেলের ভূমিকায় ছিলেন। শত্রুঘ্ন সিনহা বিয়ে করেছেন পুণমকে। দু'জনে মাত্র একটিই ছবি করেন, তাও সেটা ফ্লপ ছিল। এরকম হাজারো গল্প আছে মুম্বই সিনেমায়।

এ রাজ্যে উত্তমের চর্চিত প্রেমিকা ছিলেন সুপ্রিয়া দেবী। অসংখ্য ছবি করেছেন একসঙ্গে।  সেসব ছবি বাণিজ্যিক ভাবে সফল হয়েছে। উৎপল দত্তের ঘরণী ছিলেন শোভা সেন।একসঙ্গে ছবি করেছেন অনেক কিন্তু তেমন সাফল্য পায়নি। তেমনই তরুণকুমার-সুব্রতা।

বর্তমানে মুম্বই সিনেমায় চর্চিত যুগলদের বিয়ের ঘটনা ঘটছে। আশ্চর্যের বিষয় অনেক ক্ষেত্রে ভেঙেও যাচ্ছে। তা নিয়ে অবশ্য দুঃখ বা বেদনা কারও মধ্যেই পাওয়া যায় না। কাপুর পরিবারে অভিনেতা-অভিনেত্রীর বিয়ের ঘটনা অসংখ্য। শাম্মি বিয়ে করেছিলেন গীতাবালীকে, শশী করেছিলেন জেনিফার কেন্ডালকে, রণধীর করেছিলেন ববিতাকে, ঋষি করেছিলেন নিতু সিংকে। পরবর্তী প্রজন্মের করিনা কাপুর করেছেন সইফ আলিকে।

যদিও দুজনের জুটি জমেনি। করিনা অনেক বেশি সপ্রতিভ শাহরুখ-আমির-শাহিদ কাপুরদের সঙ্গে। সম্প্রতি রণবীর বিয়ে করেন আলিয়া ভাটকে। এই জুটির ছবিও তেমন কিছু নেই। সবশেষে রণবীর সিং বিয়ে করেছেন মুম্বইয়ের এক নম্বর নায়িকা দীপিকা পাডুকোনকে। এদের জুটিতে কিছু ছবি হয়েছে যেমন বাজিরাও মাস্তানি, পদ্মাবত ইত্যাদি বাণিজ্যিক ভাবে সফল। কিন্তু দীপিকা বরং অনেক বেশি সফল প্রাক্তন রণবীর কাপুর 

এবং শাহরুখের সঙ্গে। এই জুটিগুলোর প্রায় সব ছবিই সুপার হিট। বাস্তবিক জীবনে এটাই হয়ে থাকে।


one year ago
Fire: ফুলবাড়িতে ডিটারজেন্ট কারখানায় আগুন, ক্ষতিগ্রস্ত প্রায় ৮ থেকে ১০ কোটি টাকার ডিটারজেন্ট

ডিটারজেন্ট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire)। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি (Siliguri) শহর সংলগ্ন ফুলবাড়ির আমাইদিঘি এলাকার একটি ডিটারজেন্ট কারখানায় (Detergent factory)। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ৫টি দমকলের গাড়ি আসে। প্রায় ১০ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। আতঙ্কে ফুলবাড়ির ডিটারজেন্ট কারখানার কর্মীরা।  

জানা গিয়েছে, শনিবার সন্ধ্যা ৬ টা নাগাদ শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ির আমাইদিঘি এলাকাস্থিত একটি ডিটারজেন্ট কারখানায় আগুন লাগে। মূহুর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। প্রায় ১০ ঘণ্টার চেষ্টার পর শেষ পর্যন্ত দমকল কর্মীদের সহায়তায় ভোর রাতে আগুন নিয়ন্ত্রণে আসে৷ তবে কারখানার ভেতরে থাকা সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুনের এই লেলিহান শিখায় ক্ষতি হয়েছে প্রায় ৮ থেকে ১০ কোটি টাকার ডিটারজেন্ট। 

কারখানার কর্মীরা জনান, ডিটারজেন্ট কারখানার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার জেরে ফ্লোর ক্লিনার প্লান্ট ধ্বসে পড়ে। আগুন লাগার পর কারখানার কর্মীরা কারখানায় সংরক্ষিত জল দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে চেষ্টা করে। দমকলের তরফ থেকে দ্রুততার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার কাজ শুরু হলে ক্ষতির পরিমাণ অনেকটাই কম হত। তবে কিভাবে কারখানার গুদামে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়।

 

one year ago


Bollywood: লন্ডন বিমানবন্দরে কটাক্ষ সতীশ শাহকে, অভিনেতার কড়া জবাব, 'আমরা ভারতীয়...'

বলিউডের যথেষ্ট পরিচিত মুখ সতীশ শাহ (Actor Satish Shah)। তাঁর ঝুলিতে সাথিয়া, ম্যায় হু না, হাম আপকে হে কৌনের মতো সফল ছবি। এমনকি দূরদর্শনের (TV Actor) পর্দায় ফুটে ওঠা সারভাই ভার্সেস সারাভাই ধারাবাহিকের পরিচিত মুখ সতীশ শাহ। সেই অভিনেতাকে নাকি লন্ডন বিমান বন্দরে হেনস্থার (Harrasment in Airport) মুখে পড়তে হয়েছে। শুনতে হয়েছে কটাক্ষ। 

ঠিক কী হয়েছে এই অভিনেতার সঙ্গে? জানা গিয়েছে, তাঁকে বিমানের প্রথম শ্রেণির সিটে বসে থাকতে দেখে অবাক কর্মীরা৷ তাঁর কানে গুঞ্জন ভেসে আসে' 'সতীশ শাহের মতো অভিনেতারা প্রথম শ্রেণির টিকিট কী করে কাটতে পারেন?'

এই কথা শুনে কিছটা বিরক্তই অভিনেতা। বিমানবন্দরের সেই তিক্ত অভিজ্ঞতাই টুইটে জানান সতীশ। তিনি লেখেন, 'বিমানবন্দরে কর্মীর এমন প্রশ্ন শুনে আমি একটাই উত্তর দিয়েছি। আমরা ভারতীয়। তাই এই খরচ আমরা সহজেই দিতে পারি।'

অভিনেতার এই অভিজ্ঞতার শুনে চটেছেন অনুরাগীরাও। কেউ লেখেন, 'আপনার যোগ করা উচিত ছিল, এগুলোতে অভ্যস্ত হয়ে যান।' কারও বক্তব্য, 'তাঁরা ভারতীয়দের টাকা লুট করেই বর্তমানে বিলাসিতা করছেন।’

one year ago
Sabyasachi: পাশে নেই ঐন্দ্রিলা, নতুন বছর ক্লিন শেভে কোথায় সব্যসাচী?

আপ্রাণ চেষ্টা করেও ঐন্দ্রিলাকে (Aindrila Sharma Death) আটকে রাখতে পারলেন না তাঁর প্রেমিক সব্যসাচী চৌধুরী। মারণরোগের বিরুদ্ধে দীর্ঘ দিন লড়াই করে গত ২০ নভেম্বর ২৪ বছর বয়সি অভিনেত্রী চিরঘুমের দেশে চলে যান। তরতাজা একটা প্রাণ এভাবে ঝড়ে যাওয়ায় সাধারণ মানুষ থেকে শুরু করে বলি-টলি মহল এবং রাজনৈতিক মহলও গভীর ভাবে ব্যাথিত। ঐন্দ্রিলার জন্য দুঃখপ্রকাশ করে এবং সব্যসাচীকে (Sabyasachi Chowdhury) ভাল থাকার পরামর্শ দিয়ে অনেকেই প্রার্থনা জানিয়েছিলেন। সকলের উৎকণ্ঠা, অভিনেতা (Tollywood) কেমন আছেন? সেই খোঁজ মিলল বর্ষবরণের রাতে।

ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টায় সব্যসাচী। ঝড়ঝাপটা সামলে নতুন বছরকে স্বাগত জানালেন সব্যসাচী। তবে প্রিয়জনকে কখনই ভোলা সম্ভব নয়। পুরোনো স্মৃতি বুকে আঁকড়ে নতুন বছরে বন্ধুদের সঙ্গে দেখা গেল অভিনেতাকে। অর্থাৎ নিজের ক্যাফেতে বন্ধু সৌরভ দাস ও দিব্যপ্রকাশ রায়ের সঙ্গে পর্দার বামাক্ষ্যাপা এক ফ্রেমে ধরা দিলেন ইনস্টাগ্রাম পাতায়।


গত বছর পুজোর সময় এই তিন বন্ধু মিলে ক্যাফের উদ্বোধন করেন। ঐন্দ্রিলা ও সব্যসাচীকে একসঙ্গে দেখা গিয়েছিল ক্যাফেতে। বর্ষবরণের রাতে বন্ধুদের সঙ্গে গানে মজেছিলেন সব্যসাচী। ওই ক্যাফের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করা ভিডিওতে দেখা যায় এদিনের সেলিব্রেশন। কফির কাপে চুমুক বসাতেও দেখা যায় সব্যকে। তবে অন্য রূপ যেন তাঁর। মুখের লম্বা দাঁড়ি একেবারে উধাও। এক্কেবারে ক্লিন সেভড-পরনে ছাই ও কালো রঙা ফুল স্লিভস টি-শার্ট এবং জিনস।

হাতে কফির কাপ ধরে রয়েছেন সব্যসাচী। ক্যামেরা দেখে খানিক হাসার চেষ্টা করলেন বটে, তবে তাঁর মনের চাপা কষ্টের ছাপ চোখেমুখে ফুটে উঠল। এ ছাড়াও ছিলেন টলিপাড়ার বেশ কিছু পরিচিত মুখ।

one year ago


Uorfi: উরফি জাভেদকে ধর্ষণ ও খুনের হুমকি, গ্রেফতার অভিযুক্ত

উরফি জাভেদ প্রথম (Actor Uorfi Javed) থেকেই তাঁর ছকভাঙা ফ্যাশনের জন্য চর্চিত থাকেন। কেউ তাঁর প্রশংসা করেন, কেউ আবার তাঁর কড়া ভাষায় সমালোচনা করেন। বার বার রোষের মুখেও  পড়তে হয়েছে তাঁকে। কিছুদিন আগে কোনও এক ব্যক্তি উরফিকে ধর্ষণ ও হত্যার হুমকি (Rape, Death Threats) দিয়েছিলেন। নিজেই সোশ্য়াল মিডিয়ায় (Social Media) জানিয়েছিলেন সে কথা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে মুম্বই পুলিস। বুধবার এই ঘটনার তদন্তে নেমে এক ব্যক্তিকে গ্রেফতার (Arrested) করা হয়েছে বলে জানায় পুলিস।

গোরেগাঁও পুলিস নবীন গিরি নামে ওই অভিযুক্ত ব্যক্তিকে আইপিসির ৩৫৪(এ) (যৌন হয়রানি), ৩৫৪(ডি) (স্টকিং), ৫০৯, ৫০৬ (অপরাধী ভীতি প্রদর্শন) এবং আইটি আইনের অধীনে নথিভুক্ত একটি এফআইআর-এর অধীনে তাঁকে হেফাজতে নিয়েছে। নবীন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিকে হুমকিমূলক বার্তা পাঠাতেন বলে জানায় পুলিস।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে উরফি  টুইটারে মুম্বই পুলিসকে ট্যাগ করে লিখেছিলেন, “আমি প্রতিদিন নতুন নম্বর থেকে এক ব্যক্তির কাছ থেকে ধর্ষণ এবং হত্যার হুমকি পাচ্ছি। দুর্ভাগ্যবশত, আমি ভারতে নেই, তাই আমি একটি অফিসিয়াল অভিযোগ দায়ের করতে পারছি না। কিন্তু এই লোকটি সম্পর্কে সবাইকে সচেতন করার জন্য এখানে বিস্তারিত দিলাম।” এর আগে, জাভেদ লেখক চেতন ভগতের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন।

one year ago
Rana: ব্যাগ খোয়া গিয়েছে বল্লাল দেবের, বিমান সংস্থার বিরুদ্ধে ট্যুইটে ক্ষোভ উগড়ে দিলেন অভিনেতা

বাহুবলী খ্যাত অভিনেতার ব্যাগপত্র এবং প্রয়োজনীয় জিনিস হারিয়ে ফেলেছে দেশের নামকরা এক বিমান সংস্থা (Domestic Flight)। এ ঘটনার কথা অভিনেতা রানা ডাগ্গুবতী (Rana Daggubati) টুইটারে শেয়ার করে ক্ষোভ উগড়ে দিয়েছেন। আর সেই টুইটের জবাবে ক্ষমা চেয়ে নেয় ওই উড়ান সংস্থা। এমনকি তাঁর খোয়া (Luggage Missing) যাওয়া জিনিসপত্র দ্রুত খুঁজে দেওয়ার চেষ্টা চলছে বলেও জানায় সেই বিমান সংস্থা।

ঠিক কী ঘটেছিল? রবিবার ‘বাহুবলী’র বল্লাল দেব চরিত্রে অভিনয় করা রানা সোশ্যাল মিডিয়ায় ওই বিমান সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। তিনি এও বলেন, “এর চেয়ে খারাপ অভিজ্ঞতা হতে পারে না।”  ঘটনা বিস্তারিত জানার পর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরাও ক্ষোভ উগরে দেন। রানার করা সেই টুইটের নীচেই সোমবার ভোররাতে উত্তর দেয় ওই  উড়ান সংস্থা। টুইটে লেখেন, “এই অব্যবস্থার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে নিশ্চিন্ত থাকুন, আমাদের সংস্থা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, যাতে আপনার মালপত্র যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার করে আপনার কাছে পৌঁছে দেওয়া যায়।”

রানা নিজের টুইটার অ্যাকাউন্টে লেখেন, ‘‘দেশের সব থেকে জঘন্য উড়ান সংস্থা, যাদের উড়ানের সময় নিয়ে না কোনও ধারণা আছে, না তাদের কর্মীরা কিছু জানেন। জিনিসপত্র-সহ আমার ব্যাগ হারিয়ে গিয়েছে। আর এদের তাপ-উত্তাপ নেই!’’ অভিনেতা আরও বলেন, ওই উড়ান সংস্থার ট্যাগলাইনে টুইট করেন, যেখানে লেখা ছিল, ‘‘যাত্রীর সফর যাতে নির্বিঘ্নে হতে পারে, সেই দিকে খেয়াল রাখেন আমাদের ইঞ্জিনিয়াররা।’’ এর ভিত্তিতেই রানার মন্তব্য, ‘‘ইঞ্জিনিয়ারদের নিয়ে অভিযোগ নেই, কর্মচারীদের নিয়ে কথা হচ্ছে। আপনাদের কিছু উপযুক্ত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে।’’ 

রাগের বশে বেশ কয়েকবার টুইট করে ফেলেছেন অভিনেতা। তবে তিনি কথা থেকে ফিরছিলেন তা জানা যায়নি। সম্প্রতি ৫৩তম গোয়া আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবের শেষ দিনে হাজির ছিলেন রানা। অনেকেরই ধারণা, সেখান থেকে ফেরার পথেই এই বিপত্তি ঘটে তাঁর সঙ্গে।

one year ago
Fire: কারখানার আগুনে ঝলসে গেল একই পরিবারের তিন, ফিরোজাবাদে মৃত ৩ শিশু-সহ ৬

ইনভার্টার তৈরির কারখানায় (Factory) ভয়াবহ আগুন (Fire)। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৮টি ইঞ্জিন। আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় একই পরিবারের ৩ শিশু-সহ ৬ জনের মৃত্যু (Death) হয়েছে। আহত আরও ৩ জন বলে সূত্রের খবর। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ফিরোজাবাদে।

জানা গিয়েছে, ফিরোজাবাদের একটি বাড়িতে উপর তলায় থাকত একটি পরিবার। আর একতলায় ছিল ইনভার্টার তৈরির কারখানা। আচমকাই মঙ্গলবার সন্ধ্যায় কারখানায় আগুন লেগে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পরে সর্বত্র। উপরের তলায়ও আগুন ছড়িয়ে পড়ে। আর তাতেই একসঙ্গে ৬ জনের মৃত্যু হয়েছে। তাঁরা সকলেই একই পরিবারের সদস্য ছিলেন। উল্লেখ্য, মৃতদের মধ্যে ৩ জন শিশুও ছিল। সেই সময় বাড়িতে উপস্থিত আরও তিন আত্মীয় আগুনে ঝলসে গিয়েছেন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

স্থানীয়রা দমকলে খবর দেন। এরপর ১৮টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফিরোজ়াবাদের পুলিস সুপার জানিয়েছেন, প্রাথমিক ভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। তবে ঠিক কী কারণে আগুন তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। তিনি মৃতের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীনদের যাতে কোনওরকম অসুবিধা না হয়, সে বিষয়টিও সুনিশ্চিত করেন তিনি। এর জন্য জেলা প্রশাসনকে বাড়তি উদ্যোগ নেওয়ারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। চিকিৎসার সমস্ত খরচও বহন করবে রাজ্য সরকার।

one year ago


Bollywood: ১৭ দিনের লড়াই শেষ বিক্রম গোখলের, পুনের হাসপাতালে প্রয়াত প্রবীণ অভিনেতা

৭৭ বছর বয়সে প্রয়াত প্রবীণ অভিনেতা বিক্রম গোখলে (Actor Vikram Gokhale)। শনিবার পুণের দীননাথ মঙ্গেশকর হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন 'হাম দিল দে চুকে সনম' খ্যাত এই অভিনেতা (veteran Actor Died)। তিনি সতেরো দিন ধরেই পুনের এই হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা। হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তাঁর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে। চলতি সপ্তাহেই হাসপাতাল জানিয়েছিল, তাঁর অবস্থা সঙ্কটজনক। মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে সে রাতে। শোকপ্রকাশ করেন একাধিক তারকা (Bollywood Celebrities)। তবে সবটাই গুজব বলে দাবি করেছিল পরিবার। অভিনেতার স্ত্রী এবং কন্যা বুধবার রাতেই টুইটে জানান, ভেন্টিলেশনে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা। এতেই ফের বিভ্রান্তি ছড়ায়। তবে বৃহস্পতিবার হাসপাতাল সেই ট্যুইটে সিলমোহর বসায়। লড়াই জারি ছিল বিক্রমের।

ইতিমধ্যে শুক্রবারই আবার অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হয়। ভেন্টিলেশনের মাত্রা বাড়াতে হয়। আপ্রাণ চেষ্টা চালান চিকিৎসকরা। তবে শেষরক্ষা হল না। শনিবার দুপুরে পরিবারের তরফে মৃত্যুর খবর নিশ্চিত করে।

২৬ বছর বয়সে বলিউডে পা রাখেন বিক্রম। অমিতাভ বচ্চন অভিনীত ‘পরওয়ানা’ ছিল বিক্রমের প্রথম ছবি। ‘হম দিল দে চুকে সনম’ ছবিতে ঐশ্বর্যা রাই বচ্চনের বাবার চরিত্রে অভিনয়, তাঁকে বেশি পরিচিতি দেয়। ভুল ভুলাইয়া ছবিতে আচার্যের ভূমিকায় অভিনয় এবং ‘মিশন মঙ্গল’ ছবিতে বিজ্ঞানী চন্দ্রেশ সিংয়ের চরিত্রে অভিনয় আজও দর্শকের মনে রয়েছে। মরাঠি ছবি ‘অনুমতি’-তে অভিনয়ের জন্য পেয়েছেন সেরা অভিনেতার জাতীয় পুরস্কার।

one year ago
Manoj: বয়স শুধু সংখ্যা মাত্র! ৫১-তে ফের বাবা হতে চলেছেন সাংসদ-অভিনেতা মনোজ তিওয়ারি

তৃতীয়বারের জন্য বাবা হতে চলেছেন সকলের প্রিয় ভোজপুরি অভিনেতা (Bojpuri Actor) তথা বিজেপি সাংসদ। সেই সুখবর নিজেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাগ করে নিয়েছেন ৫১ বছরের অভিনেতা মনোজ তিওয়ারি (Manoj Tiwari)। তাঁর দুই কন্যাসন্তান রয়েছে। এবার তাঁর দ্বিতীয় স্ত্রী সুরভির কোল আলো করে আসতে চলেছে আরেক সন্তান। আর সেই আনন্দে বড় করে আয়োজন করা হয় সাধের অনুষ্ঠান। সেই শুভ অনুষ্ঠানেরই কিছু ছবি নেটপাড়ায় শেয়ার করেছেন মনোজ।

খুশিতে আপ্লুত সুরভী ও মনোজ। বিজেপি সাংসদ তাঁর বাবা হওয়ার খবর ভাগ করে নেন একটি ভিডিওর মাধ্যমে। ভিডিওতে দেখা গিয়েছে, গোটা সাধের অনুষ্ঠানের ভেনু সাজানো হয়েছে হলুদ রঙের থিমে। অভিনেতা ভিডিওর ক্যাপশনে লিখেছেন,  ‘‘জীবনে কিছু খুশি ভাষায় প্রকাশ করা যায় না, শুধু অনুভব করা যায়।’’

View this post on Instagram

A post shared by Manoj Tiwari (@manojtiwari.mp)

উল্লেখ্য, মনোজের প্রথম স্ত্রী রানি। ২০১২ সালে ভেঙে যায় তাঁদের ১১ বছরের দাম্পত্য জীবন। রানী ও মনোজের এক কন্যা সন্তান আছে। এরপর অভিনেতা দ্বিতীয়বারের জন্য সংসার বাঁধেন সুরভীর সঙ্গে। ২০২০ সালে সুখের সংসারকে আরও আলোকময় করতে আসে তাঁদের মেয়ে। এখন অভিনেতা বহু বছর পর্দা থেকে দূরে। মনোজকে শেষ বার বড় পর্দায় দেখা যায় ২০১৪ সালে ভোজপুরি ছবি ‘দেওর ভালি দিওয়ানা’-তে।

one year ago


Social: 'তোর সব্যর আমি খেয়াল রাখবো', বার্তা অভিনেতা সৌরভ দাসের, শোকস্তব্ধ মুখ্যমন্ত্রীও

২৪ বছরে নিভেছে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma Death) জীবন প্রদীপ। ২০ দিনের ফাইট ব্যর্থ করে রবিবার দুপুর ১২টা বেজে ৫৯ মিনিটে প্রয়াত অভিনেত্রী। ঐন্দ্রিলার অকাল প্রয়াণে নাগরিক সমাজ, নেটিজেন, টলিউডের সঙ্গেই শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata)। এদিন তিনি ট্যুইট (Tweet) করে প্রয়াত অভিনেত্রীর পরিবারের প্রতি সমবেদনা জানান। মুখ্যমন্ত্রী লেখেন, 'আমাদের তরুণ শিল্পী ঐন্দ্রিলা শর্মার অকালমৃত্যুতে গভীরভাবে শোকাহত। প্রতিভাধর অভিনেত্রী একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন। টেলি সম্মানও পেয়েছেন তিনি। তাঁর পরিবার, বন্ধু এবং অনুরাগীদের সঙ্গে আমিও সমব্যথী। এই শোকের আবহে তাঁরা লড়াইয়ের সাহস পাক, এই প্রার্থনা রইল।'

এদিকে, যে ক'দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ঐন্দ্রিলা, তখন তাঁর বন্ধু সব্যসাচী চৌধুরী ছাড়াও আরও একজনের নাম ঘুরেফিরে এসেছে। তিনি হলেন অভিনেতা সৌরভ দাস। এই লড়াইয়ের মুহূর্তে সব্যসাচী এবং ঐন্দ্রিলার পরিবারের পাশে প্রথম থেকেই ছিলেন টলিউডের এই পরিচিত মুখ।

এদিন ঐন্দ্রিলা শর্মার মৃত্যুর পর তিনি ফেসবুকে প্রিয় বন্ধু ঐন্দ্রিলার উদ্দেশে সৌরভ দাস লেখেন, 'মিষ্টি আমরা তোকে ভালবাসি।' তাঁর পোস্ট, 'ও জিতেছে, ও একটা ভালো জায়গা এবং কিছু ভালো মানুষ (যদিও সবাই না) পাওয়ার যোগ্য। আমাদের চেয়ে অনেক শান্তির বিশ্বে ও সুখী। মিষ্টি আমরা তোকে ভালবাসি এবং সবসময় ভালোবাসবো। এবং আমি আমার ভাই এবং তোর সব্যর খেয়াল রাখবো। এই মুহূর্তে কেউ সব্যসাচীকে ফোন করবেন না। সব সাংবাদিক বন্ধুকে সনিবন্ধ অনুরোধ। আমাকে ফোন বা হোয়াটস অ্যাপ করতে পারেন। আমাদের সঙ্গে এবং ওর সঙ্গে যুদ্ধ করার জন্য সবাইকে ধন্যবাদ।'

one year ago
Durgapur: গাড়ির চাকায় পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির, উত্তেজনা পানাগড়ে

পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে (Panagarh Industrial Park) এক ব্যক্তির মৃত্যুতে (death) উত্তেজনা ছড়ায় ওই এলাকারই এক বেসরকারি সিমেন্ট কারখানার (cement factory) গেটের সামনে। অভিযোগ ওঠে, বেআইনি পার্কিংয়ের (Illegal parking)। মঙ্গলবার মৃতদেহ (deadbody) ফেলে রেখেই চলে বিক্ষোভ।

স্থানীয়রা জানায়, বেসরকারি সিমেন্ট কারখানার গেটের সামনে একটি গাড়ি পার্কিংয়ের জায়গা ছিল। সেখানে কোনও গাড়ির চাকায় পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়। স্থানীয়রা মৃতদেহ দেখতে পেয়ে তড়িঘড়ি বুদবুদ থানায় খবর দেয়। বুদবুদ থানার পুলিস রাতেই মৃতদেহ উদ্ধার করতে আসলে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখায়।

স্থানীয়দের অভিযোগ, বেসরকারি সিমেন্ট কারখানার গেটের সামনে গ্রামবাসীদের না জানিয়েই বেআইনিভাবে পার্কিং গড়ে তোলা হয়েছে। একাধিকবার এই বিষয়ে অভিযোগ জানানো হলেও কোনও পদক্ষেপ নেয়নি কারখানা কর্তৃপক্ষ। এছাড়াও অভিযোগ, মঙ্গলবার বিক্ষোভ চলাকালীনই ওই কারখানার নিরাপত্তারক্ষীরা আচমকা তাঁদের ওপর হামলা চালায়। আহত হন গোটা গ্রামের বেশ কয়েকজন মানুষ।

প্রথমে মৃতের নাম পরিচয় জানা না গেলেও পরে পুলিসের তত্পরতায় মৃতের পরিচয় জেনে পরিবারকে খবর দেওয়া হয়। তবে এলাকায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পৌঁছয় বুদবুদ থানার বিশাল পুলিসবাহিনী।

2 years ago
Varun: শরীরে ভারসাম্য রাখতে সমস্যা বরুণের! জানুন কোন জটিল রোগে আক্রান্ত অভিনেতা

জটিল রোগে ভুগছেন অভিনেতা বরুণ ধাওয়ান (Varun Dhawan)। কিছুদিন আগে দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) সোশ্যাল মিডিয়ায় (social Media) তাঁর শরীর খারাপের কথা সকলকে জানিয়েছিলেন। তিনি চিকিৎসা করতে আমেরিকা পাড়ি দেন। এরপরই বরুণের অসুখের কথা প্রকাশ্যে আসতেই চিন্তিত অনুগামীরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, তিনি যে রোগে আক্রান্ত, এর ফলে কিছুদিনের জন্য কাজ থেকে বিরতি নিচ্ছেন।

‘ভেস্টিবুলার হাইপোফাংশন’  নামক এক ধরনের রোগে আক্রান্ত বরুণ। সদ্য রিলিজ হয়েছে তাঁর 'যুগ যুগ জিও' ছবি। বক্স অফিসে বেশ সাড়াও ফেলেছে সিনেমাটি। আর সেই ছবির প্রচারের সময়ই প্রথম শরীর খারাপ অনুভব করেন বরুণ। তবে তখন এতটাই ব্যস্ত ছিলেন যে, নিজের শরীরের দিকে নজর ছিল না। সেসময় মনে হচ্ছিল যেন নির্বাচনী প্রচার চালাচ্ছেন।

সঙ্গে বরুণ জানান, করোনা পরবর্তীকালে সবাই ইঁদুর দৌড়ে ব্যস্ত। আর সেই দৌড়ের জন্যই শরীর খারাপ হচ্ছে। বিশেষ করে মানসিক দিক থেকে বিপর্যস্ত। আপতত সব কাজ বন্ধ রেখে অভিনেতা জানিয়েছেন, ‘আমি জানতাম না আমার সঙ্গে ঠিক কী ঘটছে। আমার একটা সমস্যা দেখা দিয়েছে, যেটাকে বলে ভেস্টিবুলার হাইপোফাংশন। মূলত এই রোগে আপনার শরীরের ভারসাম্য বজায় রাখতে সমস্যা হয়। তার মধ্যেই আমি মারাত্মক পরিশ্রম করে ফেলেছি। কারণ আমরা সবাই দৌড়াচ্ছি, কেউ জানতে চাইছে না কেন। আমাদের সবার এখানে থাকবার একটা নির্দিষ্ট কারণ রয়েছে, আমি সেই কারণটা খোঁজার চেষ্টা করছি।’

প্রসঙ্গত, এরপরে বরুণকে দেখা যাবে অমর কৌশিক পরিচালিত ‘ভেড়িয়া’ ছবিতে।  অভিনেতার সঙ্গে রয়েছেন কৃতী শ্যানন, দীপক ডোব্রিয়াল, অভিষেক বন্দ্যোপাধ্যায়, পালিন কাবাক। টিজার অগেই প্রকাশ্যে এসেছিল। বুধবার প্রকাশিত ছবির ট্রেলর

2 years ago


Fire: অঙ্কিতা ভান্ডারী হত্যা মামলার অভিযুক্তের কারখানায় আগুন

উত্তরাখণ্ডে (Uttarakhand) অঙ্কিতা ভান্ডারি (Ankita Bhandari) হত্যা মামলার (murder case) অভিযুক্ত প্রাক্তন বিজেপি নেতার ছেলে পুলকিত আর্যের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের (Fire) ঘটনা ঘটে রবিবার। ভিডিও এবং ছবিতে আগুন লাগার পর স্বদেশী আয়ুর্বেদ কারখানার ছাদ থেকে কালো ধোঁয়া বের হতে দেখা গিয়েছে। কারখানাটি ঋষিকেশের গঙ্গাভোগপুরে অবস্থিত।

তবে কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। দমকল কর্মী ও পুলিস আধিকারিকরা ঘটনাস্থলে যান। এবং আগুন নেভানোর চেষ্টা চালান।

অঙ্কিতা ভান্ডারি হত্যা মামলার তদন্তকারী বিশেষ তদন্ত দল (এসআইটি) এলাকাটি সিল করে দিয়েছিল। কারণ অঙ্কিতার হত্যার পর দেশজুড়ে ব্যাপক প্রতিবাদ শুরু হয়।

পুলকিত আর্য, প্রধান অভিযুক্ত, প্রাক্তন মন্ত্রী বিনোদ আর্যের ছেলে, যাঁকে তাঁর ছেলের নামে মামলা হওয়ায় ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থেকে বহিষ্কার করা হয়েছিল। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, এই হত্যা মামলার সঙ্গে যারা যুক্ত তাদের কাউকে রেহাই দেওয়া হবে না। এবং সমস্ত দিক তদন্তের জন্য ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পি রেনুকা দেবীর নেতৃত্বে একটি এসআইটি গঠন করা হয়েছিল৷ এসআইটি মামলার তদন্তের গতি বাড়াতে পাঁচটি দল গঠন করেছিল৷

অঙ্কিতা ভান্ডারি ​​(১৯), যিনি উত্তরাখণ্ডের পাউরি জেলার বনন্তরা রিসর্টে কাজ করতেন, ২৫ সেপ্টেম্বর, ২০২২-এ ঋষিকেশের কাছে চেলা খালে তাঁর মৃতদেহ পাওয়া গিয়েছিল। থানায় ডায়েরি করার অর্থাৎ অঙ্কিতার বাবা-মা তাঁর নিখোঁজ ডায়েরি করার ছয় দিন পরে পুলিস তাঁর লাশ উদ্ধার করে।

2 years ago
Durgapur: আচমকাই ডিপার্টমেন্ট বন্ধের সিদ্ধান্ত! উত্তেজনা বেসরকারি কারখানা চত্বরে

ডিপার্টমেন্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে কারখানার (factory) ভেতর শ্রমিক বিক্ষোভ। উত্তেজনা দুর্গাপুরের (Durgapur) বেসরকারি এক কারখানা চত্বরে। ডিপার্টমেন্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত কর্তৃপক্ষ না মানলে আরও জোরদার আন্দোলন শুরুর হুঁশিয়ারী শ্রমিকদের।

শ্রমিকদের অভিযোগ, কর্তৃপক্ষের হয়ে এক তৃণমূল শ্রমিক নেতা কথা বলতে এলে উত্তেজিত শ্রমিকরা তাঁকে ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করে। সেই ভিডিও আবার ভাইরালও হয়। আর এরপরই ব্যাপক বিড়ম্বনা তৈরি হয়। যদিও কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। কর্তৃপক্ষ ফোনে শ্রমিকদের জানান, সিদ্ধান্ত ভেবে দেখা হবে। দুর্গাপুরের বেসরকারি ঐ কারখানার গ্যারেজ ইউনিটে বেশ কয়েকজন শ্রমিক রয়েছেন। এদের অন্য ডিপার্টমেন্টে বদলি করে দেওয়া হবে বলে কর্তৃপক্ষের দাবি। আর মঙ্গলবার থেকে সেই সিদ্ধান্তে বলবত করার কথা ছিল। যদিও কর্তৃপক্ষ ক্যামেরার সামনে কোনওরকম প্রতিক্রিয়া দিতে চাননি।

এইদিকে এই ইস্যুতে সুর চড়িয়েছে জেলা বিজেপি নেতৃত্বরাও। দলের জেলা সাধারণ সম্পাদক অভিজিত দত্তের অভিযোগ, কর্তৃপক্ষের হয়ে কথা বলতে আসা এক তৃণমূল শ্রমিক নেতাকে যোগ্য জবাব দিয়েছে আন্দোলনরত শ্রমিকরা। আসলে কাটমানি খেয়ে এই নেতারা কর্তৃপক্ষের হয়ে কথা বলতে আসে। ভুলে যায় শ্রমিক স্বার্থের কথা। সমালোচনার সুর সিপিআইএম নেতৃত্বের গলাতেও। যদিও ভিত্তিহীন অভিযোগ দাবি করে তৃণমূল শ্রমিক নেতৃত্বের। শ্রমিক স্বার্থে রাজ্যের সরকার কাজ করছে বলে দাবি করেন। 

2 years ago