Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

student

Narendrapur: নরেন্দ্রপুরে ইঞ্জিনিয়ার ছাত্র খুনে দায়ী বাবা ও মা! রহস্য় আরও দানা বাঁধছে

নরেন্দ্রপুরের ইঞ্জিনিয়ার ছাত্র মৃত্য়ুর ঘটনায় উঠে এসেছে চাঞ্চল্য়কর তথ্য়। অপ্রতিমের মৃত্যু রহস্য এখনও পর্যন্ত অধরা। ছেলের খুনের অভিযোগে দোষী সাবস্ত করছেন বাবা ও মা একে অপরকে। তাই পুলিসের প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তির জেরে এমন ঘটনা ঘটেছে। 

পুলিস সূত্রে জানা গিয়েছে, অপ্রতিম ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। বাড়ি মহামায়াতলায়। বৃহস্পতিবার রাতে বাড়ির পাশেই একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন সে। তারপর থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যান ওই ছাত্র। বৃহস্পতিবার রাতেই নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করে অপ্রতিমের পরিবার। তারপর রবিবার দুপুরে নরেন্দ্রপুর ঢালিপাড়া থেকে উদ্ধার হয় ওই ছাত্রের দেহ। 

স্থানীয় সূত্রে খবর, গত বৃহস্পতিবার বাড়ির পাশেই বিয়ে বাড়িতে গিয়েছিলেন অপ্রতিম। কিন্তু পাশের ফ্ল্যাট এর একজন পরিচারিকা তিনি দেখতে পান, গত দুদিন আগে রাত দেড়টা নাগাদ সেই বিয়ে বাড়ির পাশের গলি অর্থাৎ পুকুরে যাওয়ার রাস্তায় পাঁচ-ছয় জন ছেলে দাঁড়িয়ে রয়েছে। তাঁরা কোনও একজন ছেলেকে পুকুরের দিকে নিয়ে যাচ্ছিল। সেখান থেকেই সন্দেহ দানা বাঁধতে শুরু করে।

অভিযোগ, অপ্রতিমের দাদু অর্থাৎ মায়ের বাবা এই ঘটনার সঙ্গে জড়িত। কারণ অপ্রতিমের সঙ্গে অপ্রতিমের বাবা এবং দাদুর সুসম্পর্ক ছিল না। অপ্রতিমের এক বান্ধবী ছিল। অপ্রতিমের বাবার তিনটে বিয়ে হয়। সেই কথা শুনে বান্ধবীও তাঁকে ছেড়ে চলে যায়। তারপর থেকে মানসিক অবসাদে ভুগলেও তার মায়ের চেষ্টায় সে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসে। পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছাত্র হিসেবে ইঞ্জিনিয়ারিং কলেজে যোগ দেন। স্বভাবতই এই ঘটনার পর পরিবারের লোকেরা অভিযোগ করছেন অপ্রতিমের রহস্য় মৃত্যুর জন্য় দায়ী থাকতে পারে অপ্রতিমের বাবা এবং দাদু। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। 

3 months ago
Body: বিয়ে বাড়িতে গিয়ে নিখোঁজ! তিন দিন পর উদ্ধার ইঞ্জিনিয়ার ছাত্রের মৃতদেহ, উত্তপ্ত নরেন্দ্রপুর

তিন দিন নিখোঁজ থাকার পর জলাশয় থেকে উদ্ধার ইঞ্জিনিয়ার ছাত্রের মৃতদেহ। রবিবার নরেন্দ্রপুর ঢালিপাড়া থেকে উদ্ধার হয় ওই ছাত্রের দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস গিয়ে মৃতদেহ উদ্ধার করতেই রণক্ষেত্রে পরিণত হয় ওই এলাকা। পুলিসের উপর হামলার অভিযোগ ওঠে স্থানীয়দের উপর। পরে ঘটনাস্থলে নরেন্দ্রপুর থানার পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য় নিয়ে যায়। 

জানা গিয়েছে, মৃতের নাম অপ্রতিম দাস। ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। বাড়ি মহামায়াতলায়। বৃহস্পতিবার রাতে বাড়ির পাশেই একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন সে। তারপর থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায় ওই ছাত্র। অনেক খোঁজাখুঁজির পর অপ্রতিমের কোনও খোঁজ পাওয়া যায়নি বলে স্থানীয় এবং পরিবারের বক্তব্য।

বৃহস্পতিবার রাতেই নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করে অপ্রতিমের পরিবার। তাঁর মোবাইল ফোন থাকলেও নিখোঁজের পর থেকে মোবাইল ফোন বন্ধ ছিল বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে পুলিস। এরপর রবিবার দুপুরে অপ্রতীমের বাড়ির কাছাকাছি একটি জলাশয়ে তাঁর দেহ দেখতে পান এলাকার বাসিন্দারা।

3 months ago
Purulia: মাধ্যমিক পরীক্ষা চলাকালীন হঠাৎ গায়েব এক পরীক্ষার্থী, চিন্তায় স্কুল কর্তৃপক্ষ ও পরিবার

রহস্যজনকভাবে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্র থেকে উধাও এক মাধ্যমিক পরীক্ষার্থী। শনিবার সকালে এমন আশ্চর্যজনক ঘটনাটি ঘটে পুরুলিয়া শহরের চিত্তরঞ্জন বয়স হাইস্কুলে। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে গোটা স্কুল চত্বরে। 

স্কুল সূত্রে জানা গিয়েছে, এদিন কাঁটাডি স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী দেবাশিস মাঝি মাধ্যমিক পরীক্ষা দিতে পুরুলিয়ার চিত্তরঞ্জন বয়েজ স্কুলে আসে। পরীক্ষা চলাকালীন হঠাৎ গায়েব হয়ে যায় দেবাশিস। যদিও স্কুলের বেঞ্চ থেকে তার অ্য়াডমিড কার্ড পাওয়া গেলেও কোথাও খোঁজ মেলেনি ওই ছাত্রের। এই খবর চাউর হতেই গোটা স্কুল চত্বরে খোঁজ শুরু হয় তার।

এরপর খবর দেওয়া হয় সদর থানার পুলিসকে। এরপরে খোঁজ শুরু হয় ওই ছাত্রের। যদিও স্কুলে লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানা যায় নিখোঁজ ওই ছাত্র স্কুলে এসেছিলো। কিন্তু তারপর আচমকা উধাও হয়ে যায় সে। নিখোঁজ হয়ে যাওয়া ওই ছাত্রকে নিয়ে চিন্তিত স্কুল কর্তৃপক্ষ ও তার পরিবার। গোটা ঘটনায় রহস্য দানা বেঁধেছে।

3 months ago


Death: মাধ্যমিকের প্রথম পরীক্ষা দিয়ে ফেরার পথে মৃত্যু ছাত্রীর, জখম ৪

মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক পরীক্ষার্থীর। ঘটনায় আহত আরও চারজন। শুক্রবার ঘটনাটি ঘটেছে বীরভূমের ১৪ নম্বর জাতীয় সড়কে। জানা গিয়েছে, মৃত মাধ্যমিক পরীক্ষার্থীর নাম সুহানা পারভিন। বাড়ি বীরভূমের নলহাটি থানার মাঠকলিঠা গ্রামে। 

গতকাল অর্থাৎ শুক্রবার নলহাটি গার্লস হাইস্কুল থেকে মাধ্যমিকের প্রথম পরীক্ষা দিয়ে এক বান্ধবীকে সঙ্গে নিয়ে বাবার বাইকে চেপে বাড়ি ফিরছিল সুহানা। এরপর ১৪ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ায় সময় অপর দুই মাধ্যমিক পরীক্ষার্থী বাইক চালিয়ে এসে সুহানা পারভীনদের বাইকে পিছন থেকে ধাক্কা মারে। ঘটনায় সুহানা সহ আরও চারজন গুরুতর জখম হয়। তারপর তাদের উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। 

সুহানা পারভিনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার রাতেই তাকে কলকাতার এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শনিবার সকালে হাসপাতালেই মৃত্যু হয় তার।

3 months ago
Madhyamik: অ্য়াডমিট কার্ড না পেয়ে মাধ্যমিক পরীক্ষায় বসতে পারল না সাত জন ছাত্রী

মাধ্যমিক পরীক্ষার অ্য়াডমিট কার্ড না পাওয়ার কারণে এবছর পরীক্ষা দিতে পারল না প্রায় সাত জন ছাত্রী। ঘটনাটি ঘটেছে কোচবিহার চান্দামারী প্রাণনাথ হাইস্কুলে। জানা গিয়েছে, পরীক্ষা দিতে না পারা ওই সাতজন ছাত্রী স্কুলে ফর্ম ফিলাপও করেছিল। অভিযোগ, অন্যান্য় ছাত্র-ছাত্রীদের অ্য়াডমিট কার্ড প্রদান করা হলেও ওই সাতজনকে অ্য়াডমিট কার্ড দেওয়া হয়নি। বারংবার স্কুলে যাওয়ার পর তাদের স্কুল থেকে বলা হয় অ্য়াডমিট কার্ড দেওয়া হবে। কিন্তু আজ পরীক্ষা শুরু হলেও ওই সাত ছাত্রী হাতে পায়নি অ্য়াডমিট কার্ড। যার ফলে তারা এবছর মাধ্যমিক পরীক্ষায় বসতে না পারায় থানার দারস্থ হয়।

পাশাপাশি, স্কুলের গাফিলতিতে জীবনের প্রথম বড় পরীক্ষায় বসা হলো না বাদকুল্লার বাসিন্দা এক স্কুল ছাত্রীর। সূত্রের খবর, বাদকুল্লার বপুজীনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী পূর্ণিমা ঘোষ এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য ফর্ম ফিলাপ করে। অভিযোগ, ফর্মের জন্য স্কুলের তরফে টাকা নেওয়া হলেও ওই ছাত্রীকে দিয়ে কোনও ফর্মে স্বাক্ষর করায়নি স্কুল কর্তৃপক্ষ। ফলে অ্য়াডমিট কার্ড না আসায় এবছর মাধ্য়মিক পরীক্ষায় বসতে পারল না ওই ছাত্রীর। 

এদিকে আজ সকাল থেকে সব পরীক্ষার্থীরা নিজেদের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে মাধ্যমিক পরীক্ষায় বসছে তখন পরীক্ষায় বসতে না পারার অন্ধকারে নিমজ্জিত হয়েছে গরিব হতদরিদ্র কৃষক পরিবারের ওই স্কুল ছাত্রী। জীবনের একটা গুরুত্বপূর্ণ বছর যখন এক স্কুল ছাত্রীর জীবন থেকে হারিয়ে গেল। তখন সমস্ত পরীক্ষা এক বছর পিছিয়ে গেলো ওই ছাত্রীর। এবিষয়ে স্কুল কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা।

3 months ago


Student: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের পড়ুয়ার মৃত্যুতে শুরু বিতর্ক, আজই জরুরি বৈঠকের ডাক কর্তৃপক্ষের

ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার মৃত্যুতে শুরু বিতর্ক। অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ও এক গবেষকের মানসিক এবং শারীরিক নির্যাতনের ফলেই আত্মহত্যা করেছেন ওই ছাত্রী। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রীর দেহ উদ্ধার হয় জলপাইগুড়ির মালবাজারে। ওই ছাত্রীর এক আত্মীয়ের বাড়িতে উদ্ধার হয় তাঁর দেহ। তারপরেই শুরু হয় বিতর্ক।

অভিযোগ, ওই ছাত্রীর বাবা গত ২৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ জানিয়েছেন। ওই অভিযোগপত্রে তিনি লিখেছেন, বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের এক ছাত্র এবং বাংলা বিভাগের এক গবেষক মিলে তাঁর মেয়েকে শারীরিক, মানসিক অত্যাচার করত। যে কথা মৃত্যুর আগে পরিবারকে ওই ছাত্রী জানিয়েছিলেন বলেও দাবি। এমনকী জোর করে ওই ছাত্রীকে নেশা করানোর অভিযোগও উঠেছে।

এবার সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই জরুরি বৈঠকের ডাক দিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের তরফে ওই বৈঠকে থাকবেন রেজিস্ট্রার, ডিন অফ স্টুডেন্টস-সহ একাধিক আধিকারিকরা। ওই বৈঠকেই মৃত ছাত্রীর বাবার করা অভিযোগের ভিত্তিতে আলোচনা হওয়ার কথা।

যদিও এই ঘটনার পর সরব হয়েছে বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্র সংগঠন। মৃত ছাত্রীর পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের দাবি, এই ঘটনায় উপযুক্ত তদন্ত করে ব্যবস্থা নিতে হবে কর্তৃপক্ষকেও। ইতিমধ্যেই কর্তৃপক্ষকে ডেপুটেশন জমা দিয়েছেন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা। ছাত্র সংগঠন এফএসডি-র তরফেও দৃষ্টিহীন ছাত্রীর মৃ্ত্যুতে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে।

3 months ago
College: কলকাতা মেডিক্যাল কলেজে র‍্যাগিং! সহপাঠীর বিরুদ্ধে ২ পড়ুয়ার অভিযোগ

নতুন বছরের শুরুতে কলকাতা মেডিক্যাল কলেজে উঠে এসেছিল র‍্যাগিংয়ের অভিযোগ। অর্থপেডিক স্নাতকোত্তর বিভাগের ২ ডাক্তারি পড়ুয়া, একই বিভাগের ২ পড়ুয়ার বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ এনেছিলেন। যার মধ্যে ছিল অশালীন আচরণ, শারীরিক নিগ্রহ, দুর্ব্যবহার এমনকি অস্ত্রোপচার কেন্দ্রের ভিতরে মারধর, ইলেকট্রিক কেটলি, জলের বোতল দিয়ে মারধর করা ছাড়াও অস্ত্রোপচার কেন্দ্রের সরঞ্জাম দিয়ে শারীরিকভাবে নিগ্রহ করার অভিযোগ। এরপরেই ঘটনাটি লিখিত আকারে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাসকে জানান র‍্যাগিংয়ের শিকার ওই ছাত্ররা। পাশাপাশি এই ঘটনায় ছাত্র সংসদ-এর তরফ থেকেও অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাসের কাছে অভিযোগ জানানো হয়। এরপরেই কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরফে বিষয়টি পূর্ণাঙ্গ তদন্তের জন্য পাঠানো হয়েছিল অ্যান্টি-র‍্যাগিং কমিটির কাছে।

এরপরেই শুক্রবার, কলকাতা মেডিক্যাল কলেজের র‍্যাগিং সংক্রান্ত এনকোয়ারি কমিটির পক্ষ থেকে  অধ্যক্ষের অফিসে জমা দেওয়া হলো রিপোর্ট।  শনিবার এই রিপোর্ট নিয়েই বৈঠক রয়েছে কলেজ কাউন্সিলের। এছাড়াও, র‍্যাগিংয়ের ঘটনায় যে অভিযোগ উঠেছিল সে সম্পর্কে সত্যতা জানতে পেরেছে এনকোয়ারি কমিটি, এমনটাই সূত্রের খবর।

4 months ago
Missing: সপ্তম শ্রেণীর ছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ গৃহশিক্ষকের বিরুদ্ধে...

স্কুল যাওয়ার পথে নিখোঁজ সপ্তম শ্রেণীর ছাত্রী। তিন দিন কেটে গেলেও এখনও মেলেনি তার খোঁজ। পরিবারের অভিযোগ, গৃহ শিক্ষকই তাদের মেয়েকে তুলে নিয়ে গিয়েছে। ঘটনাটি উলুবেরিয়ার শ্যামপুর থানার অনন্তপুর মিল গেট এলাকার। জানা গিয়েছে, অভিযুক্ত ওই শিক্ষকের নাম দেবব্রত মান্না (৫৭)। এলকার একটি বিদ্য়ালয়ে শিক্ষাকতা করতেন তিনি। 

সূত্রের খবর, সপ্তম শ্রেণীর ওই ১৩ বছরের নাবালিকা কয়েক বছর ধরেই পাশের পাড়া আটিলায় দেবব্রত মান্না নামে এক শিক্ষকের কাছে পড়াশোনা করত। শিক্ষক ও মেয়ের সম্পর্ক সমন্ধে প্রশ্ন ওঠায় মেয়েকে টিউশন থেকে ছাড়িয়ে দেয় তার বাবা। অভিযোগ, তারপরেও ওই নাবালিকাকে তার শিক্ষক রাস্তাঘাটে বিভিন্ন রকমভাবে বিরক্ত করত। সেই কথা বাড়িতে মাকে জানায় ওই নাবালিকা। তারপর ৮ই জানুয়ারি সোমবার স্কুল যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোনোর পর আর বাড়ি ফেরেনি ওই ছাত্রী।

তবে কীভাবে একটি ১৩ বছরের নাবালিকাকে নিয়ে যায় শিক্ষক ? এই নিয়েই উঠছে প্রশ্ন ? এই ঘটনার পর ওই শিক্ষকের বাড়িতে ওই ছাত্রীর পরিবারের লোক গেলে সেখানে দেখা মেলেনি তাঁর। এমনকি ফোনে যোগাযোগ করা হলে প্রথমে ফোন গেলেও পরে ফোন সুইচ অফ করে দেওয়া হয়। এ বিষয়ে শ্যামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ওই নাবালিকা ছাত্রীর পরিবার। এখন মেয়েকে খুঁজে পাওয়ার আশায় দিন গুনছে পরিবার।


4 months ago


Barasat: বারাসত মেডিক্য়াল কলেজের নবাগত ছাত্রছাত্রীদের উপর হেনস্থার অভিযোগে রাতভর বিক্ষোভ

এবার বারাসত সরকারি মেডিক্য়াল কলেজের নবাগত ছাত্রছাত্রীদের উপর হেনস্থার অভিযোগ উঠেছে বহিরাগতদের বিরুদ্ধে। অভিযোগ, কলেজ ক্যান্টিনে আক্রান্ত মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। সেই অভিযোগের ভিত্তিতে রাতভর মেডিক্য়াল কলেজ বয়েজ হোস্টেলে চলে ছাত্রদের বিক্ষোভ।

অভিযোগ, শনিবার রাতে মেডিক্য়াল কলেজের ক্যান্টিনে বসেছিল দ্বিতীয় বর্ষের এক মেডিক্যালের ছাত্র। তার পিছনেই বসেছিল মেডিক্য়াল কলেজের ক্যান্টিনের দায়িত্বে থাকা মহিলার স্বামী। যদিও তিনি মেডিক্য়াল কলেজের সঙ্গে কোনভাবেই যুক্ত নয়। ওই যুবক ক্যান্টিনে বসে থাকা অবস্থায় সে সময় বিরক্তি অনুভব করায় ওই ছাত্র ওই ব্যক্তিকে কেন ওখানে বসে আছে সেটাই জিজ্ঞেস করে। আর তাতেই ওই ছাত্রকে মারধর করা হয় বলে অভিযোগ। 

এরপরেই কার্যত ক্ষোভে ফেটে পড়ে সদ্য তৈরি হওয়া বারসত সরকারি মেডিক্য়াল কলেজের প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা। বারাসত মেডিক্য়াল কলেজের বয়েজ হোস্টেলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে ছাত্রছাত্রীরা। অভিযুক্তের সঠিক শাস্তির দাবি করেন। এমনকি বারাসত মেডিক্য়াল কলেজ ও হাসপাতালের দায়িত্বে থাকা ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেন ছাত্র-ছাত্রীরা। অভিযোগ, মেডিক্য়াল  কলেজের ক্যান্টিনের দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে বারংবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাঁদের পক্ষ থেকে কোনোরকম সদর উত্তর পাওয়া যায়নি।

4 months ago
Coochbehar: রেজাল্ট আনতে যাওয়ার আগে ঘর থেকে উদ্ধার অষ্টম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ

ঘর থেকে উদ্ধার হল অষ্টম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ। বুধবার সকালে ঘটনায় চাঞ্চল্য় ছড়িয়েছে কোচবিহারের মাথাভাঙ্গা ১ নং ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের বাবুরটারি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য় নিয়ে যায়

পরিবার সূত্রে জানা গিয়েছে, স্কুলে রেজাল্ট আনতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল ওই ছাত্রী। তারপর বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ায় পর সন্দেহ হওয়ায় ঘরে ঢুকে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। এরপর ওই নাবালিকাকে উদ্ধার করে তড়িঘড়ি মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করে। এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। তবে কী কারণে ওই ছাত্রী এমন ঘটনা ঘটাল তা বুঝে উঠতে পারছেন না তার পরিবারের সদস্যরা।

4 months ago


Maldah: অবশেষে বাড়ি ফিরল মালদহের নিখোঁজ স্কুল ছাত্র, এখনও তিন ছাত্রীর খোঁজে পুলিস

সি এন এর খবরের জেরে অবশেষে ঘরে ফিরল মালদহের নিখোঁজ স্কুল ছাত্র। মালদহ ইংরেজবাজারের পুরাটুলী থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিল ওই ছাত্র। জানা গিয়েছে নিখোঁজ ওই ছাত্রের নাম শিব শংকর সিংহ। গত বৃহস্পতিবার থেকেই সে নিখোঁজ ছিল। অপহরণে সন্দেহে তার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল।

রহস্য়জনকভাবে একসঙ্গে তিন ছাত্রী নিখোঁজের পর স্কুল ছাত্র নিখোঁজ হওয়ায় পর নড়েচড়ে বসে পুলিস প্রশাসন। এরপর সি এন-এর খবরের জেরে এবং পুলিসের সহযোগীতায় অবশেষে বাড়ি ফেরে ওই নিখোঁজ ছাত্র। ছেলে বাড়ি আসায় খুশিতে আত্মহারা পরিবার।সংবাদমাধ্য়মে নিখোঁজ থাকা ওই ছাত্র জানায়, দিল্লিতে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিল সে। তবে বাড়িতে না জানিয়ে বেড়াতে যাওয়াটা যে ভুল তা সে বুঝতে পেরেছে। 

প্রসঙ্গত, মালদহের ইংরেজবাজারের পুরাটুলী থেকে নিখোঁজ হয় ওই স্কুল ছাত্র। তার ছয় দিন আগে রহস্য়জনকভাবে মালদহের কোতোয়ালি থেকে নিখোঁজ হয় তিন ছাত্রী। নিখোঁজ তিন ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানোও হয়েছে। যদিও এখনও পর্যন্ত খোঁজ মেলেনি ওই তিন ছাত্রীর। এই নিখোঁজ হওয়ার পিছনে কোনো বড় পাচার চক্র জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিস। 


4 months ago
Maldah: মালদহে তিন ছাত্রী নিখোঁজের পর এবার উধাও এক স্কুল ছাত্র, ঘটনায় চাঞ্চল্য

মালদহ কোতোয়ালির পর এবার ইংরেজবাজারের পুরাটুলী থেকে রহস্যজনকভাবে নিখোঁজ এক স্কুল ছাত্র। মাত্র ছয় দিন আগেই একইসঙ্গে অদ্ভুদভাবে তিন ছাত্রী নিখোঁজ হয়েছিল। তারপর আবারও এক ছাত্র নিখোঁজ হল। ইতিমধ্য়ে ওই নিখোঁজ ছাত্রের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়েছে। 

জানা গিয়েছে, নিখোঁজ ওই ছাত্রের নাম শিব শংকর সিংহ। গত তিনদিন ধরে সে নিখোঁজ। এই ছাত্রকে কেউ অপহরণ করল নাকি এর পিছনে অন্য কিছু রয়েছে তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। তাই নিখোঁজ ওই যুবকের অসহায় পরিবার পুলিসে দ্বারস্থ হয়েছেন। 

এভাবে ছেলে-মেয়ে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় বেশ আতঙ্কে রয়েছে গ্রামবাসীরা। এর সঙ্গে কোনো পাচার চক্র জড়িত রয়েছে কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিস। 


5 months ago
Maldah: একসঙ্গে নিখোঁজ তিন ছাত্রী, ছয় দিন কেটে গেলেও মেলেনি খোঁজ, আতঙ্কে পরিবার

একই গ্রাম থেকে একসঙ্গে নিখোঁজ তিনজন ছাত্রী। নিখোঁজের পর ছয় দিন কেটে গেলেও এখনও পর্যন্ত মেলেনি তাদের খোঁজ। যারফলে আতঙ্কে রয়েছে পরিবার সহ গোটা গ্রাম। ঘটনাটি মালদহ ইংরেজবাজার ব্লকের কোতোয়ালী অঞ্চলের পাহাড়পুর গ্রামের।

জানা গিয়েছে, পাহাড়পুর গ্রামের বাসিন্দা সীতেশ পাহাড়ি, তপন পাহাড়ি ও মিতুল পাহাড়ি। এই তিনজনের মেয়েই নিখোঁজ বর্তমানে। তাদের মধ্য়ে একজন কলেজের এবং দুইজন স্কুল ছাত্রী। স্কুল-কলেজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়েছিল তারা। তারপর থেকেই অদ্ভুদভাবে নিখোঁজ হয়ে যায় ওই তিনজনেই। নিখোঁজ ওই তিন ছাত্রীর মধ্যে একজন নাবালিকাও রয়েছে।

অনেক খোঁজাখুঁজি করেও তাদের খোঁজ না পাওয়ায় মঙ্গলবার ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ করে ওই তিন ছাত্রীর পরিবারের লোক। ছয় দিন কেটে গেলেও এখনও মেলেনি তাদের খোঁজ। পরিবারের অভিযোগ, পুলিসের কাছে বারংবার দ্বারস্থ হলেও পুলিস এই ঘটনা নিয়ে কোনো গুরুত্ব দিচ্ছে না। তাই থানার পর রথবাড়ি ফাঁড়িতেও গিয়ে অভিযোগ জানানো হয়। তবুও পুলিস তাদের সঙ্গে কোনও রকম যোগাযোগ করেনি বলে অভিযোগ। অসহায় অবস্থায় আতঙ্কে দিন কাটাচ্ছে ওই নিখোঁজ তিন ছাত্রীর পরিবার। 

5 months ago


Student: উচ্চমাধ্যমিকের টেস্টে অনুত্তীর্ণ, ফর্ম ফিলাপের টাকা দিয়ে বিরিয়ানি কিনে খেয়ে আত্মঘাতী ছাত্রী

টেস্টে পাশ করতে না পারায় আত্মঘাতী উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। কিন্তু মাকে জানিয়েছে পাশ করার কথা। এমনকি মায়ের কাছ থেকে ফর্ম ফিলাপের টাকাও নিয়েছিল সে। জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম স্নেহা মুন্ডা। বাড়ি গড়িয়ায়। গড়িয়ায় যাদবপুর বিদ্যাপীঠের ছাত্রী। বাবা আগেই মারা গিয়েছেন। মা ও দুই বোন থাকত। 

বৃহস্পতিবার স্কুলে টেস্টের রেজাল্ট বের হয়। বাড়িতে স্নেহা জানায় সে পাশ করেছে। তার মা রেজাল্টের ছবি তুলে আনতে বলে। এরপর শুক্রবার উচ্চমাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিলাপের জন্য মায়ের কাছ থেকে টাকাও নেয়। সেই টাকায় ফর্ম ফিলাপ না করে বিরিয়ানি কিনে আনে স্নেহা। বিরিয়ানিও খেয়েছে সে। স্নেহা বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসত বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। 

স্নেহার মা সকালে কাজে চলে যাওয়ার পর বাড়ি ফাঁকাই ছিল। সেই সুযোগে ফ্ল্যাটেই ওড়না দিয়ে আত্মঘাতী হয় স্নেহা। এরপর সন্ধ্যায় কাজ সেরে স্নেহার মা বাড়িতে ঢোকার সময় দেখেন ফ্ল্যাটের দরজা খোলা। ঘরের ভিতরে ঢুকেই মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখে তিনি চিৎকার করেন। চিৎকার শুনে প্রতিবেশীরা দৌড়ে আসে। এরপর স্থানীয়রা খবর দেয় পুলিসকে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস এসে মৃত দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। 

5 months ago
Student bus: ইউনিফর্ম, স্কুল-বাড়ি, বই-খাতা জুটলেও নেই পড়ুয়াদের স্কুল বাস, মিটবে কি সেই শখ!

শিক্ষার নাগাল পেলেও জোটেনি একটা স্কুল বাস। চা বাগানের পড়ুয়ারা স্কুলে যায় মালবাহী কন্টেনার গাড়ি কিংবা ট্রাক্টরে চড়ে। গবাদি পশুর মতো ঠাসাঠাসি করেই পৌঁছতে হয় স্কুলে। উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী। এই খুদেদের স্কুলে বাসের আবেদন পৌঁছবে মাননীয়ার কানে?

মালবাহী গাড়িতে চড়ে চা বাগানের পড়ুয়া যাচ্ছে স্কুলে। অনেক কষ্টে ইউনিফর্ম, স্কুল-বাড়ি, বই-খাতা জুটলেও একটা স্কুল বাস জোগাড় হয়নি হাজার আবেদনের পরেও। অগত্যা তাই খাঁচা গাড়িই ভরসা। ঝড়, জল, রোদ মাথায় নিয়ে খাঁচা গাড়িতে চেপে স্কুলের পথে পাড়ি দেয় শতাধিক পড়ুয়া। এককালে শিক্ষার আলো থেকেও বঞ্চিত ছিল এই খুদেদের অভিভাবকরা। পাইনের সারির ফাঁক দিয়ে এখন তবু শিলিগুড়ির চা বাগানগুলিতে শিক্ষার আলো ঢোকে। সাত সকালে রং চটা ইউনিফর্মটা গায়ে দিয়ে স্কুলের পথে রওনা। কিন্তু সবই কেমন যেন উচ্ছিষ্ট মনে হয়। বেসরকারি স্কুলের পড়ুয়াদের আতিশয্য দেখে চা বাগানের খুদেদেরও ইচ্ছে হয়, ইস! যদি একটা স্কুল বাস থাকত! 

শুধু খুদেদের শখ মেটাতেই নয়, স্কুল বাস জরুরী দুর্ঘটনা এড়াতে। অভিযোগ, বেশিরভাগ দিনই মদ্যপ অবস্থায় থাকেন চালকরা।পাহাড়ি রাস্তায় গাড়ি দ্রুতগতিতে মোড় ঘুরতেই পড়ুয়াদের বুক কাঁপে। কখনও খুব পায়ে ব্যথা করে, কখনও আবার স্কুল ফিরতি ক্লান্ত পড়ুয়া একটু গা এলিয়ে দিতে চায় গদি দেওয়া নরম সিটে। কিন্তু এত সুখ তো আর তাদের জন্য নয়। এই কথাটাই বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় শিলিগুড়ির নকশালবাড়ি, খড়িবাড়ি, ফাঁসিদেওয়ার চা বাগানের পড়ুয়াদের। এইখানেও বোধহয় ফারাকটা স্পষ্ট। পাহাড়ের সঙ্গে নাকি রক্তের সম্পর্ক রাখেন মুখ্যমন্ত্রী। সেই পাহাড়ি বাচ্চাদের একটা ছোট্ট শখ কি মেটাবেন তিনি? রইল আবেদন।

5 months ago