Breaking News
Deganga: গুরুতর অভিযোগ! মিড ডে মিলের চাল লুকিয়ে রাখা হচ্ছে স্কুলের শৌচালয়ে      Sujoykrishna: সুজয়কৃষ্ণের ভয়েস স্যাম্পেল টেস্টে 'ঢিলেমি'! এসএসকেএম-এর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন      Recruitment Scam: এবারে দেবরাজ চক্রবর্তীর বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত একাধিক নথি!      Jyotipriya: এসএসকেএম-এও নেই স্বস্তি! সিসিটিভি ক্যামেরার নজরাধীন রাখার নির্দেশ আদালতের      CBI: কোথাও বিধায়ক, কাউন্সিলর, কোথাও ব্যবসায়ীর বাড়িতে হানা, রাজ্যজুড়ে ফের সক্রিয় সিবিআই      Mamata Banerjee: 'অনেক বিধায়কের কোটি কোটি টাকা', বিজেপি বিধায়কদের চাঁচাছোলা আক্রমণ মমতার      Amit Shah: লোকসভার আগে বিজেপির শাহী সভা যেন প্রেস্টিজ ফাইট, সভার লাইভ আপডেট      Suvendu: অসম্মানজনক আচরণ! শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু      Fraud: সেনা কর্মীর পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার, বৃদ্ধের ব্যাংক থেকে উধাও দেড় লক্ষ টাকা      ED: কখনও হৃদরোগ, কখনও বা মানসিক, কাকুর কণ্ঠস্বর নিয়ে ইডির সঙ্গে লুকোচুরি এসএসকেএমের     

kolkata

Arrest: নাম বদলে দুষ্কৃতিমূলক কর্মকাণ্ড চালাতেন! বিমানবন্দর থানার পুলিসের জালে অভিযুক্ত

নিজের নাম বদলে দুষ্কৃতিমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছিলেন এক ব্যক্তি। কলকাতা বিমানবন্দর লাগোয়া অঞ্চল থেকে বৃহস্পতিবার ওই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করল বিমানবন্দর থানার পুলিস। পুলিস সূত্রে খবর, অভিযুক্ত উত্তরপ্রদেশের বাসিন্দা। নাম ইমরান।কলকাতা বিমানবন্দর সংলগ্ন বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরে দুস্কৃতিমূলক কাজ চালাচ্ছিলেন বলে অভিযোগ। শেষমেশ পুলিসের জালে ধরা পড়ল ওই দুস্কৃতি। ধৃতকে বৃহস্পতিবার ব্যারাকপুর আদালতে তোলা হয়।

পুলিস সূত্রে আরও খবর, কখনও মজিদ আনোয়ার আবার কখনো অনু তিওয়ারি, কোনও সময় ইমরান বিভিন্ন নাম ব্যবহার করে কলকাতা বিমানবন্দর লাগোয়া অঞ্চলে  দুস্কৃতিমূলক কার্যকলাপ চালাতেন ধৃত ব্যক্তি। ১৭ অক্টোবর বিমানবন্দর থানা এলাকার মাইকেল নগরের বাসিন্দা এক বৃদ্ধ মহিলা বিমানবন্দর থানায় অভিযোগ করেন যে, সে রাস্তার ধার দিয়ে হেঁটে যাওয়ার সময় এক ছিনতাইবাজ তাঁর গলায় থাকা সোনার হার ছিনিয়ে নিয়ে চম্পট দেন। এরপরেই তদন্তে নেমে মধ্যমগ্রাম এলাকা থেকে ওই ছিনতাইবাজকে আটক করে পুলিস। জিজ্ঞাসাবাদের সময় আটক ওই ছিনতাইবাজ তাঁর কর্মকাণ্ড স্বীকার করে নেন। জানা গিয়েছে, ধৃত ইমরান উত্তরপ্রদেশের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে মধ্যমগ্রাম অঞ্চলে গা ঢাকা দিয়েছিলেন। প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে ধৃত ছিনতাইবাজ পার্শ্ববর্তী থানা এলাকায় বহুবার এই কাণ্ড ঘটিয়েছে। পুলিস ধৃতকে নিজেদের হেফাজতে চাওয়ার আবেদন করে আদালতে পেশ করে।

3 weeks ago
Weather: কালীপুজোর আগেই গোটা বাংলাজুড়ে শীতের আমেজ, কোন কোন জেলায় বাড়বে ঠান্ডা জনুন...

আর মাত্র দু দিন পর কালীপুজো। তার আগেই রাজ্য়জুড়ে অনুভূত শীতের আমেজ। বেলা গড়াতেই বেশ ভালোই হালকা ঠান্ডার অনুভূতি হচ্ছে। ক্রমশ বাড়ছে উত্তরের হাওয়ার দাপট। সেই সঙ্গে কমছে তাপমাত্রা। হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা ও সংলগ্ন এলাকায় কুড়ি থেকে একুশ ডিগ্রির নিচে নামবে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। 

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে সকাল-সন্ধ্য়া হালকা শীতের আমেজ থাকবে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডা বেশি থাকবে। আগামী সপ্তাহের মাঝামাজি সময়ে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে আরও বেশি শীত পড়বে। এবং এই জেলাগুলিতে তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ক্রমশ কমবে কলাকাতার তাপমাত্রা। চলতি সপ্তাহে আরও বাড়তে পারে ঠান্ডা। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সেক্ষেত্রে অনুমান করা যাচ্ছে এবার কালীপুজো ভালোভাবেই কাটতে চলেছে। 

উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ বেশ অনেকটাই বেড়ে গিয়েছে। ধীরে ধীরে জ্বলীয় বাষ্প কমে বাতাস শুকনো হচ্ছে। আপাতত উত্তরবঙ্গের পার্বত্য় এলাকা ছাড়া বৃষ্টির পূর্বাভাস নেই। তবে তাপমাত্রার বিশেষ কোন হেরফের না হলেও শীতের আমেজ বেড়ে যাবে। 

3 weeks ago
Weather: কমবে তাপমাত্রা, বইবে উত্তুরে হাওয়া, রাজ্যে কবে আসবে শীত জানুন

কালি পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি। তার আগেই যেন রাজ্যজুড়ে বেড়েছে শীতের প্রকোপ। দিনে গরম থাকলেও রাত হতেই হালকা ঠান্ডা অনুভূতি। মঙ্গলবার সকালের আকাশ পরিষ্কার, মেঘমুক্ত। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। 

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি সপ্তাহে শীতের আমেজ ফিরবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। উত্তরে হাওয়ার হাত ধরেই রাজ্যে শীত প্রবেশ করতে শুরু করেছে। আগামী বুধবারের পর থেকেই কলকাতা ও সংলগ্ন এলাকায় ২০ থেকে ২১ ডিগ্রির নিচে তাপমাত্রা নামতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান জেলাগুলিতে বুধবারের মধ্যে তাপমাত্রা নেমে যেতে পারে ১৮ থেকে ১৯ ডিগ্রির মধ্যে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় শীতের আমেজ হালকা অনুভূত হলেও পশ্চিমের জেলাগুলিতে কিন্তু বেশ ভালোই ঠান্ডার অনুভূতি পাওয়া যাবে। কালিপুজোর সময় বেশ জাঁকিয়ে বসতে পারে শীত বলে মনে করা হচ্ছে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে ইতিমধ্যে শীতের আমেজ বেশ অনেকটাই বেড়ে গিয়েছে। ক্রমশ বাতাস শুকনো হয়ে জলীয় বাষ্প কমবে। আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ কোন হেরফের না হলেও ক্রমশ শীতের আমেজ বেড়ে যাবে।

4 weeks ago


Horse: ইডেনের বাজি প্রদর্শনীতে মৃত কলকাতা পুলিশের ঘোড়া

ম্যাচ শেষে বাজি প্রদর্শনীর সময় বাজির শব্দে আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু কলকাতা মাউন্টেড পুলিশের একটি ঘোড়ার। ইডেনের ক্লাব হাউসের গেটের বাইরে বঙ্গবাসী গ্রাউন্ডে বাইরে ডিউটিরত ছিল ওই ঘোড়াটি। বাজির শব্দে আতঙ্কে নিয়ন্ত্রণ হারিয়ে দৌড়োতে থাকে ঘোড়াটি। তাঁকে নিয়ন্ত্রণে এনে মাউন্টেড পুলিশের অফিসে নিয়ে গেলে সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় ঘোড়াটি। ঘটনায় আহত হয় ২ পুলিশ কর্মী (ঘোড়ার সওয়ারি ও এক কনস্টেবল) ও এক দম্পতি।কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত সওয়ার নিরঞ্জন প্রসাদ সিং ও কনস্টেবল অনিমেষ চক্রবর্তী। আহত দুই পুলিশ কর্মী কোঠারি হাসপাতালে চিকিৎসাধীন।

পাশাপাশি কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ঘোড়ার দ্বারা আক্রান্ত দম্পতি বাঁকুড়া থেকে খেলা দেখতে এসেছিলেন গৌরাঙ্গ রক্ষিত ও সঞ্চিতা রক্ষিত। তাঁদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে,  ৫ বছর বয়সী, মৃত ওই মহিলা ঘোড়ার নাম "voice of the reason"। 

4 weeks ago
Weather: দ্রুত কমবে তাপমাত্রা, বঙ্গে জাঁকিয়ে শীতের প্রবেশ কবে! জানিয়ে দিল হাওয়া অফিস

কালী পুজোর আগে শীতের অনুভূতি রাজ্যজুড়ে। রাত বাড়তেই শুরু হয়ে যাচ্ছে হালকা ঠান্ডার আমেজ। সোমবার কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে ক্রমশ নামবে তাপমাত্রার পারদ। আগামী দিনে তাপমাত্রা আরও নিম্নমুখী হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন আলিপুর আবহাওয়াবিদরা। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলাসিয়াসের কাছাকাছি থাকবে। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের প্রথম দিন থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া বদল ঘটবে। বৃষ্টির সম্ভাবনা সেই অর্থে না থাকলেও দক্ষিণবঙ্গে আগামী দু'দিন তাপমাত্রা কিছুটা বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। 

পাশাপাশি উত্তরবঙ্গেও ইতিমধ্য়ে শীত শীত আমেজটা বেশ বেড়ে গিয়েছে। দার্জিলিং এবং কালিম্পঙ-এ হালকা বৃষ্টি হতে পারে। ধীরে ধীরে বাতাস শুষ্ক হবে এবং বাতাসে জলীয় বাষ্প কমবে। তাপমাত্রার বিশেষ কোনও হেরফের না হলেও ক্রমশ শীত বেড়ে যাবে। যদিও এখন ভারী বৃষ্টিপাতের তেমন কোনও সম্ভাবনা না থাকলেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

4 weeks ago


Robbery: জল খাওয়ার অছিলায় বৃদ্ধার গলা টিপে ডাকাতি শহর কলকাতায়

দুঃসাহসিক ডাকাতির সঙ্গে বাড়ির বৃদ্ধাকে মারধরের ঘটনায় চারু মার্কেট থানা এলাকার কেপি রায় লেনে চাঞ্চল্য। শনিবার সন্ধ্যার এই ঘটনায় লুট গয়না। শনির সন্ধ্যায় বৃদ্ধা মিতা সাহাকে ফ্ল্যাটে একা পেয়ে হানা দেয় বাড়ির গাড়ির চালক। জল খাওয়ার অছিলায় ২৪/১ কে পি রায় লেনে ফ্ল্যাটে ঢুকে হামলা ওই বৃ্দ্ধার উপর। সিএন-কে আতঙ্কিত ওই বৃদ্ধা জানান, জল দেবো বলে অভিযুক্তকে আমি ঘরে ঢুকিয়ে বসতে বলি। আমি জল-বিস্কুট আনতে গিয়ে দেখি ও আমার এই ঘর ওই ঘর ঘুরছে। ঠাকুর ঘরে গিয়ে নমস্কার করে। ঠাকুরের গায়ে গয়নার দিকেই ওর নজর ছিল অভিযোগ বৃদ্ধার। গায়ের সব গয়না খোয়া গিয়েছে, সবমিলিয়ে প্রায় দশ ভরি সোনা লুট হয়েছে বলেই অভিযোগ বৃদ্ধার। নগদ খোয়া গিয়েছে কিনা, স্পষ্ট করতে পারলেন না আক্রান্ত মিতাদেবী।

পাশের ফ্ল্যাটের একজন সব শুনতে পেয়ে মিতাদেবীকে উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে পালিয়ে যায় অভিযুক্ত, পরে পুলিস গ্রেফতারও করে সেই গাড়ি চালককে। এখন প্রশ্ন উঠছে শহরের প্রবীণ নাগরিকদের নিরাপত্তা নিয়ে। সাম্প্রতিক কালে নাগেরবাজারে বাগানবাড়িতে একাকী বৃদ্ধের রক্তাক্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছিল। পুলিসি তদন্তে জানা গিয়েছিল, বৃদ্ধের গাড়ির চালকই এই ঘটনায় অভিযুক্ত। দীঘা থেকে ফেরার পথে গ্রেফতারও করা হয় অভিযুক্তকে। নিমতা থানা এবং নাগেরবাজার থানা এলাকাতেও প্রবীণ নাগরিকদের একা পেয়ে ঘটেছে হামলার ঘটনা। ব্যারাকপুর পুলিস কমিশনারেট এলাকায় হওয়া এই দুই পৃথক ঘটনায় অভিযুক্ত একই ব্যক্তি। কিন্তু এতকিছুর পরেও প্রশ্ন উঠছে, কতটা সুরক্ষিত তিলোত্তমার প্রবীণ নাগরিকরা।

4 weeks ago
Weather: বৃষ্টি কমতেই বঙ্গে শীতের প্রবেশ! জেনে নিন হাওয়া অফিসের পূর্বাভাস

ভোরের দিকে হালকা শীতের আমেজ। কিন্তু বেলা বাড়তেই বেড়ে চলেছে রোদের তেজ। শুক্রবার কলকাতা ও শহরতলি এলাকায় সন্ধের পর কয়েক পশলা বৃষ্টি হয়। শনিবারও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জেলায় জেলায় শীতের আমেজ উধাও হলেও, বৃষ্টি কমলেই তাপমাত্রা কমার পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব-পশ্চিম মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে হালকা  বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে ৫ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। রাতের তাপমাত্রায় আগামী তিন দিনে কোনও পরিবর্তন হবে না। তারপরে দু থেকে চারদিনে রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি কমবে। ৭ নভেম্বর সর্বনিম্ন তাপমাত্রা কমবে। দিনের তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলো শুষ্ক থাকবে।মৌসম ভবন সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা এবং আশেপাশের এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রaতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৮৮% এবং সর্বনিম্ন ৫০%।

4 weeks ago
Kolkata: কলকাতার শপিং মলের ছ'তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুবক, তদন্তে পুলিস

কলকাতার একটি জনপ্রিয় শপিং মলে রহস্যমৃত্যু। পার্ক সার্কাসের কোয়েস্ট মলের ৬ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন এক যুবক। খবর পেয়ে তড়িঘড়ি পুলিস ঘটনাস্থলে পৌঁছে যুবকের দেহ উদ্ধার করে সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এটি নিছকই আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিস।

পুলিস সূত্রে খবর, রাত ৯টা নাগাদ কোয়েস্ট মলে প্রবেশ করেন বছর ২২-এর মোঃ আইমান রউফ। আর রাত ১০টা নাগাদ আচমকাই মলে থাকা সকলে এক বিরাট আওয়াজ পান। ছুটে গিয়ে দেখেন আইমানের দেহ মলের পার্কিং লটের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই শপিং মলের ছ'তলা থেকে ঝাঁপ দেন তিনি।

পুলিস সূত্রে আরও জানা গিয়েছে, নিহত যুবক ব্রড স্ট্রিটের বাসিন্দা। যুবকের রহস্যমৃত্যুতে স্বাভাবিকভাবেই হতবাক শপিং মল কর্তৃপক্ষ।

4 weeks ago


Accident: ফের শহর কলকাতায় বেপরোয়া গতির বলি ১৩ বছরের কিশোর

বেপরোয়া গতির বলি ১৩ বছরের এক কিশোর। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ যাত্রাগাছি উড়ালপুলের উপর। স্থানীয় সূত্রে খবর, তিনজন কিশোর সাইকেল চালিয়ে ইকো স্পেসের দিক থেকে যাত্রাগাছি উড়ালপুলের উপর ওঠে। সেই সময় অপরদিক থেকে আসা একটি বাইকের ধাক্কায় ছিটকে পড়ে তেরো বছরের রণজিৎ মণ্ডল। তড়িঘড়ি উদ্ধার করে আর জি কর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা কিশোরকে মৃত বলে ঘোষণা করেন।

জানা গিয়েছে,  প্রথমে বাইকটি রণজিৎকে ধাক্কা মারলে ছিটকে গিয়ে একটি চলন্ত অটোর সঙ্গে ধাক্কা লাগে তার। মাথায় গুরুতর চোট পায় রনজিৎ।  ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কিশোরের পরিবারে। মৃত কিশোরের বাবা সুজিত মণ্ডল জানান, বাইক চালকের যেন উপযুক্ত শাস্তি হয়। পুলিসের উপর তিনি পুরো আস্থা রাখছেন।

উল্লেখ্য, নিউটাউন থানার পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। দ্রুত বাইক আরোহীকে পাকড়াও করে ঘটনার তদন্ত শুরু করবে।

4 weeks ago
Ragging: কলকাতায় ফের ব়্যাগিংয়ের শিকার এক পড়ুয়া, বেধড়ক মারধরের অভিযোগ সিনিয়রদের বিরুদ্ধে

শহর কলকাতায় ফের ছাত্র ব়্যাগিংয়ের অভিযোগ। জানা গিয়েছে, ব়্যাগিংয়ের শিকার এক কলেজ পড়ুয়া। কলকাতায় এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে উঠেছে ব়্যাগিংয়ের অভিযোগ। সূত্রের খবর, হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজির ছাত্র সোহম সরকার কলেজের সিনিয়রদের বিরুদ্ধে ব়্যাগিংয়ের অভিযোগ করে। 

জানা গিয়েছে, ১১ অক্টোবর বাড়ি ফেরার পথে সিনিয়রদের সঙ্গে বচসা হয় সোহমের। এরপর গাড়ি নিয়ে বাড়ি ফেরার পথে সিনিয়রদের একটি বাইক তাঁর গাড়ির সামনে এসে দাঁড়ায় এবং তাঁকে অকথ্য ভাষার ব্য়বহার করে। এই বিষয়ে কিছু বুঝতে না পেরে সে ক্ষমাও চায় সিনিয়রদের কাছে। তারপরেও রীতিমত সেদিন তাঁকে রাস্তায় ফেলে মারধর চালায় সিনিয়র পড়ুয়ারা। 

দুর্গা পুজোর ছুটির পর সোমবার থেকে খুলেছে কলেজ। অভিযোগ মঙ্গলবার সোহম কলেজে থেকে বাড়ি ফেরার পথে আবারও সিনিয়ররা তাঁকে বাইরে টেনে হিঁচড়ে বের করে মারধর করে। যার ফলে শরীরে একাধিক জায়গাতে চোট পায় ওই পড়ুয়া। এমনকি ওই ছাত্রের জামা পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আনন্দপুর থানায় পড়ুয়ার পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। ওই পড়ুয়ার স্বাস্থ্য পরীক্ষা করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে কলেজ কর্তৃপক্ষ। কলেজ কর্তৃপক্ষ সূত্রে খবর, বুধবার অভিযুক্ত পড়ুয়াদের নিয়ে একটি বৈঠক করা হবে। 

a month ago


Lalbazar: বিশ্বকাপের টিকিট কালোবাজারি! কলকাতা পুলিশের হাতে গ্রেফতার ১

লখনউয়ের পর এবার কলকাতা। বিশ্বকাপের টিকিট কালোবাজারি করার অভিযোগ। এই অভিযোগে শহর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম অঙ্কিত আগারওয়াল। তার বিরুদ্ধে অভিযোগ আড়াই হাজার টাকা দামের টিকিট ১১ হাজার টাকায় বিক্রি করার। পুলিশ জানিয়েছে, মূলত ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট কালোবাজারি করতে গিয়ে ধরা পড়েছে ওই ব্যক্তি। তার থেকে ২০টি টিকিটও উদ্ধার করা হয়েছে।

উত্তরপ্রদেশের একনা স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ড ম্যাচের আগেও কালোবাজারির অভিযোগ উঠেছিল। সেখানেও অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছিল উত্তরপ্রদেশ পুলিশ। অভিযোগ, কলকাতা বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে ইডেনের আশপাশে বেশ চড়া দামে টিকিটের কালোবাজারি হয়েছে।

এখনও প্রশ্ন হচ্ছে, অনলাইনের টিকিট কী ভাবে বাইরে চলে আসছে। কারণ, নিয়ম অনুযায়ী এই বিশ্বকাপে বেশি ভাগ টিকিটই অনলাইনে বণ্টন করা হচ্ছে। আর এই টিকিট কাটতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির কাছেই ওই টিকিট আসবে। তাহলে কী এখানেও প্রতারকরা জাল ফেলেছে। তদন্ত করছে লালবাজার। 

a month ago
Weather: শীতের আমেজের মধ্যে ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস! জেনে নিন বাংলার জেলাগুলির আবহাওয়া

ভোরের দিকে হালকা শীতের আমেজ। তবে বেলা বাড়তেই চড়ছে তাপমাত্রার পারদ। এখনই শীতের প্রবেশ  ঘটছে না বঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ক্রমশ বাড়বে রাতের তাপমাত্রা। কিছুটা হলেও কমবে শীতের আমেজ। অর্থাৎ ফের বাড়তে চলেছে তাপমাত্রা। নভেম্বরের ৩ তারিখ পর্যন্ত তাপমাত্রা আরও দু-তিন ডিগ্রি বাড়তে পারে। জেলায় জেলায় শীতের আমেজ আরও কমবে।

হাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, বুধ ও বৃহস্পতিবার  দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা নতুন করে না কমলেও শীতের আমেজ কিছুটা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে আগামী কয়েক দিন।  তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে নভেম্বরের প্রথম তিন চার দিনে। হেমন্তের আবহাওয়ায় তাপমাত্রা ওঠানামা করবে আগামী বেশ কিছুদিন। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। পাশাপাশি, আগামী কয়েকদিন উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনাতে।

 বুধবার থেকে শুক্রবারের মধ্যে খুব হালকা বৃষ্টি হতে পারে পার্বত্য এলাকায়। দার্জিলিং ও কালিম্পং-এর কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও শীতের আমেজ ক্রমশ বাড়তে থাকবে। ইতিমধ্যেই শীতের আমেজ অনেকটাই বেড়েছে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, কলকাতা ও আশেপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বেলা গড়াতে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ায় সামান্য অস্বস্তি হতে পারে শহরবাসীর। মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.১ ডিগ্রি সেলসিয়াস। বুধবার   সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪২ থেকে ৯৩ শতাংশ।

a month ago
Weather: ভোরের দিকে শীতের আমেজ, জেনে নিন বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

পুজো কাটতেই শীতের আমেজ কলকাতা-সহ জেলাগুলিতে। ভোরের দিকে তাপমাত্রা বেশ কিছুটা কম। আবহাওয়া দফতর জানিয়েছে, জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে কমবে, সঙ্গে শীতের আমেজও বাড়বে। তবে দুপুরের দিকে কিছুটা অস্বস্তিকর আবহাওয়া বজায় ছিল।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বুধবার যা ছিল ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৬ শতাংশ, সর্বনিম্ন ৬৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় কোনও বৃষ্টি হয়নি।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। কোনও জেলাতেই বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

a month ago


Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার রহস্যমৃত্যুতে এবার জমা পড়ল চার্জশিট

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যুতে এবার জমা পড়ল চার্জশিট। বুধবার আদালতে এই চার্জশিট জমা দেয় কলকাতা পুলিশ। সূত্রের খবর, চার্জশিটে কলেজের ৬ জন বর্তমান পড়ুয়া এবং ৬ জন প্রাক্তনীর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩০২ এবং ৩০৫ ধারায় অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব়্যাগিং এবং পকসো ধারাতেও অভিযোগ এনেছে পুলিস।

উল্লেখ্য, অগাস্ট মাসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের তিনতলার বারান্দা থেকে পড়ে মৃত্যু হয় নদিয়ার বগুলার প্রথম বর্ষের ছাত্রের। ঘটনার পর থেকেই প্রতিবাদ, মিছিল, এককথায় উত্তাল হয়ে উঠেছিল ক্যাম্পাস। র‍্যাগিংয়ের জেরেই মৃত্যু হয়েছে ওই পড়ুয়ার তা কার্যত স্বীকার করে নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর পরিবারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের একাংশ পড়ুয়ার বিরুদ্ধে যাদবপুর থানায় খুনের মামলা দায়ের করা হয়। তদন্তে নেমে একাধিক পড়ুয়াকে আটক করে পুলিস। তাদের বিরুদ্ধেই এদিন কলকাতা পুলিসের তরফে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে।

a month ago
Weather: গভীর রাতেই ল্যান্ডফল করল ঘূর্ণিঝড় 'হামুন', জেনে নিন বাংলার জেলাগুলির পূর্বাভাস

বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় হামুন আশঙ্কা তৈরি করেছিল। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাসও দিয়েছিল আবহাওয়া দফতর। কিন্তু শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়টি বাঁক নিয়ে পুরোপুরি বাংলাদেশে ল্যান্ডফল করে শক্তি হারিয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, গভীর রাতে দেড়টা থেকে আড়াইটের মধ্যে চট্টগ্রামের কাছে এটি বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। সেই সময় ঘূর্ণিঝড়ের বেগ ছিল ঘন্টায় সর্বোচ্চ ৯৫ কিমি। এরপর ঘূর্ণিঝড়টি আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়েছে। শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, দক্ষিণ অসম এবং মেঘালয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বুধবার একাদশী এবং দ্বাদশী অর্থাৎ বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া মূলত শুকনো থাকবে। কোনও জেলাতেই বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। আগামী দিন দুয়েকে রাতের তাপমাত্রা বেশ কিছুটা হ্রাস পেতে পারে বলে পূর্বাভাস। বুধবার দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার কোনও কোনও জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে।

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। মঙ্গলবার যা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৬৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় ৮.৯ মিমি বৃষ্টিপাত হয়েছে।

a month ago