Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

india

Corona Rahul: দেশে করোনা গ্রাফ নিম্নমুখী, পজিটিভিটি রেট ২ শতাংশ

আগামী ২৭ অগস্ট থেকে শুরু এশিয়া কাপ(Asia cup)। সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ভারতীয় দলের কোচ(Indian coach) রাহুল দ্রাবিড়(Rahul Dravid) করোনা আক্রান্ত। ফলে এশিয়া কাপে তাঁর দলে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলেও জানা গিয়েছে। তবে বোর্ডের তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। ২৮ অগস্ট পাকিস্তানের(Pakistan) বিরুদ্ধে খেলতে নামবে ভারত(India)। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা।

অন্যদিকে, দেশে করোনা গ্রাফ নিম্নমুখী। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক করোনা সংক্রমণ নেমে এল সাড়ে আট হাজারে। সুস্থ হয়ে উঠেছেন সাড়ে ৯ হাজারের বেশি। ক্রমশ কমছে অ্যাকটিভ কেস। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৮৫৮৬ জন। সুস্থ  ৯৬৮০ জন। শতকরা হিসেবে যা ৯৮.৫৯ শতাংশ। সোমবারও এই হার ছিল একই। অ্যাকটিভ  রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯৬ হাজার ৫০৬-এ। সোমবারও যা ছিল ৯৭ হাজারের বেশি। পজিটিভিটি রেট এই মুহূর্তে ২.১৯ শতাংশ।

টিকাকরণের পাশাপাশি করোনা রোগীদের চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে নমুনা পরীক্ষায়। গত ২৪ ঘণ্টায় দেশে ৩ লক্ষ ৯১ হাজার ৩৮১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ২১০ কোটি ৩১ লক্ষের বেশি। এর মধ্যে ১৪.০৭ কোটি শুধু প্রিকশান ডোজই দেওয়া হয়েছে। পুজোর আগে সমস্ত নাগরিককে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র।


2 years ago
Corona bengal: রাজ্যে পরপর দুদিন করোনায় মৃত্যুসংখ্যা একই জায়গায়

রবিবারের তুলনায় সোমবার সংক্রমণ (Covid 19) কমলেও পরিস্থিতি উন্নতির পথে কাঁটা হয়ে রইল সেই মৃত্যুই। পরপর দুদিনই করোনায় রাজ্যে মৃত্যু (Death) হল চারজনের। যদিও রবিবার যেখানে আক্রান্তের (Covid new cases) সংখ্যা ছিল ২৯৬, সোমবার তা কমে হয়েছে ১৯৫ জন। ফলে বারবার যে বলা হচ্ছে, মৃত্যুকে শূন্যে নামিয়ে আনাটা রাজ্যের কাছে বড় চ্যালেঞ্জ, সেই লক্ষ্যপূরণে রাজ্য এখনও দূরেই রয়ে গেল। পাশাপাশি দুশ্চিন্তাও কমল না।

২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা যেখানে ১৯৫, সেই জায়গায় সুস্থতার সংখ্যা যথেষ্ট বেশি, ৪৪৭। ফলে সক্রিয় আক্রান্তের সংখ্যা ধাপে ধাপে রোজই কমছে। এদিন তা ছিল ৩৬৩৫। এর মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৪৮ জন। বাকি ৩৪৮৭ জন রয়েছেন হোম আইসোলেশনে।

রবিবার ছুটির দিনেও নমুনা পরীক্ষার সংখ্যা ছিল ৯৬৩৪। এদিন সেই জাগায় তা কমে হয়েছে ৬১৩৭। পজিটিভিটি রেট কমে হয়েছে ৩.১৮ শতাংশ।

অন্যদিকে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৫৩১ জন। যা রবিবার ছিল ১১ হাজার ৫৩৯ জন। গতকালের তুলনায় অনেকটা কম। একদিনে মৃত্যু হয়েছে ৩৬ জনের। রবিবার যেখানে মৃত্যুসংখ্যা ছিল ৪৩। মৃত্যুসংখ্যা যে নিম্নমুখী, তা পরিসংখ্যান থেকে স্পষ্ট। রিপোর্ট অনুযায়ী, মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৯ হাজার ৯৩১ জন।

2 years ago
Corona India: দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজারের নিচে

করোনাগ্রাফে (Coronavirus) স্বস্তি। দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা টানা কয়েকদিন দশ হাজারের গণ্ডির উপরে থাকলেও গত ২৪ ঘণ্টায় তা অনেকটা কমে দশ হাজারের (Covid-19) নিচে নেমেছে। পাল্লা দিয়ে কমেছে মৃতের সংখ্যাও। স্বস্তি অ্যাকটিভ কেস (Active Case) ও পজিটিভিটি রেটের (Positivity Rate) ক্ষেত্রে।

রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৫৩১ জন। যা রবিবার ছিল ১১ হাজার ৫৩৯ জন। গতকালের তুলনায় অনেকটা কম। একদিনে মৃত্যু হয়েছে ৩৬ জনের। রবিবার যেখানে মৃত্যুসংখ্যা ছিল ৪৩। মৃত্যুসংখ্যা যে নিম্নমুখী, তা পরিসংখ্যান থেকে স্পষ্ট। রিপোর্ট অনুযায়ী, মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৯ হাজার ৯৩১ জন।

রিপোর্ট অনুযায়ী, দেশের সক্রিয় রোগী বর্তমানে হয়েছে ৯৭ হাজার ৬৪৮। যা মোট আক্রান্তের তুলনায় ০.২২ শতাংশ। রবিবারও তা ছিল ৯৯ হাজারের বেশি। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৭ লক্ষ ২৩ হাজার ৯৪৪ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৫৯ শতাংশ। দেশে করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে ২১০ কোটি ০২ লক্ষের বেশি। এর মধ্যে ১৩.৮২ কোটি শুধু প্রিকশন ডোজই দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টাতেই টিকা পেয়েছেন প্রায় ৩৫,৩৩,৪৬৬ লক্ষ।

পাশাপাশি চিন্তায় রাখছে কয়েকটি রাজ্যের কোভিডের ছবিটা। দৈনিক সংক্রমণের ক্ষেত্রে এখনও শীর্ষে রয়েছে রাজধানী। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে দৈনিক আক্রান্তের সংখ্যা ১,৮৩২। দৈনিক সংক্রমণের তালিকায় এর পর রয়েছে কেরল (১,০৮৯), দিল্লি (৯৪২) ও কর্নাটক (৭২০)।

2 years ago


Museum: কলকাতা জাদুঘর গুলি চালনায় অভিযুক্ত অক্ষয় মিশ্রের ১৪ দিনের জেল হেফাজত

কলকাতা মিউজিয়ামে (Indian Museum) শুটআউট-কাণ্ডে অভিযুক্ত অক্ষয় কুমার মিশ্রের আগামী ৩সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজত। রবিবার এই নির্দেশ দিল নগর দায়রা আদালত। গত ৬-ই অগাস্ট সন্ধ্যায় ভারতীয় জাদুঘরে সিআইএসএফের (CISF) জওয়ান অক্ষয় মিশ্রের এলোপাথাড়ি গুলিতে (Shootout) মৃত্যু হয়েছিল রঞ্জিত সারেঙ্গির। আহত হয়েছিলেন সুবীর ঘোষ নামে এক জওয়ান। সেদিনই জাদুঘরের সিআইএসএফ ব্যারাক থেকে গ্রেফতার করা হয়েছিল অভিযুক্তকে।

তাঁকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছিল নিউ মার্কেট থানায়। সারারাত জিজ্ঞাসাবাদের পর তাঁকে তোলা হয়েছিল নগর দায়রা আদালতে। ১৪ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। এদিকে, জাদুঘরে সিআইএসএফ জওয়ানের তাণ্ডবের ঘটনায় উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, পুলিসি জেরায় অভিযুক্ত জওয়ান দাবি করেন যে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছিল। এই আবহে তিনি আত্মহত্যা করবেন বলেও স্থির করেছিলেন।

পুলিস সূত্রে খবর, সিআইএসএফ-র হেড কনস্টেবল অক্ষয় কুমার মিশ্রর মূলত ক্ষোভ ছিল তাঁর পোস্টিং নিয়ে। অক্ষয় কুমার মিশ্রর পোস্টিং হয়েছিল কাশ্মীরে। বাবার মৃত্যুর পর তাঁকে আচমকাই পোস্টিং দেওয়া হয় কলকাতার এই ভারতীয় জাদুঘরে। সেখানে মূলত অস্ত্র ভান্ডার দেখভালের দায়িত্ব ছিল অক্ষয় কুমার মিশ্রের উপর। বারবার বলা সত্বেও এই পোস্টিং চেঞ্জ করা হয়নি। একাধিকবার তাঁকে ডিউটির সময় ঠাট্টার শিকার হতে হয়। ক্লান্ত সময় চোখ বুজে এলে সেই ছবি তুলে রেখে মানসিকভাবে অত্যাচার করা হত, এমনটাই জানিয়েছেন অক্ষয় মিশ্র। তবে টার্গেট শুধু সুবীর ঘোষ ছিলেন না। ছিলেন আরও দুজন। টার্গেটে ছিলেন কনস্টেবল সোমনাথ দত্ত, অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর রঞ্জিত সারেঙ্গিও।


2 years ago
Corona India: দেশে করোনার সংক্রমণ কমলেও বেড়ে গেল মৃত্যু

টানা কয়েকদিন দেশের করোনা সংক্রমণ (Coronavirus) কিছুটা আয়ত্তের মধ্যে এলেও ফের ঊর্ধ্বমুখী হয় দেশের কোভিড গ্রাফ (Covid Graph)। পাল্লা দিয়ে বেড়েছে মৃতের সংখ্যাও। যদিও রবিবার কিছুটা নিম্নমুখী কোভিড গ্রাফ। তবে বেড়েছে মৃত্যু সংখ্যা। স্বস্তি অ্যাকটিভ কেস (Active Case) ও পজিটিভিটি রেটের (Positivity Rate) ক্ষেত্রে। দীর্ঘদিন বাদে দেশের দেশের অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়াল এক লক্ষের নিচে।

রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৫৩৯ জন। যা শনিবার ছিল ১৩ হাজার ২৭২ জন। গতকালের তুলনায় কম। একদিনে মৃত্যু হয়েছে ৪৩ জনের। শনিবার যেখানে মৃত্যুসংখ্যা ছিল ৩৬। মৃত্যুসংখ্যা যে নিম্নমুখী, তা পরিসংখ্যান থেকে স্পষ্ট। রিপোর্ট অনুযায়ী, মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৭ হাজার ৩৩২ জন।

রিপোর্ট অনুযায়ী, দেশের সক্রিয় রোগী বর্তমানে হয়েছে ৯৯ হাজার ৮৭৯। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৭ লক্ষ ১২ হাজার ২১৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৫৯ শতাংশ। দেশে করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে ২০৯ কোটি ৬৭ লক্ষের বেশি। গত ২৪ ঘণ্টাতেই টিকা পেয়েছেন প্রায় ২৬ লক্ষ। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ৩ লক্ষ ৭ হাজার ৬৮০ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

পাশাপাশি চিন্তায় রাখছে কয়েকটি রাজ্যের কোভিডের ছবিটা। দৈনিক সংক্রমণের ক্ষেত্রে এখনও শীর্ষে রয়েছে রাজধানী। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১০৯ জন। মৃত্যু হয়েছে ৯ জনের। এছাড়া মহারাষ্ট্র, কেরল, তামিলনাড়ু, কর্ণাটকের মতো রাজ্যগুলির করোনা সংক্রমণ ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসলেও এদিন খানিকটা ঊর্ধ্বমুখী।

2 years ago


Corona India: দেশে অ্যাকটিভ কেসের পরিমাণ সামান্য কম, বেড়েছে দৈনিক পজিটিভিটি রেট

করোনা(covid) সংক্রমণে মিলছে না স্বস্তি। সাধারণ মানুষের মধ্যে কোভিডবিধি না মানার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এই সুযোগে ফের থাবা বসাচ্ছে করোনা। সংক্রমণে সাময়িক স্বস্থি মিললেও এই ভাইরাস বাড়াচ্ছে চিন্তা। গোটা দেশে গত ২৪ ঘণ্টায় অ্যাকটিভ কেসের(active case) পরিমাণ সামান্য কমলেও বেড়েছে দৈনিক পজিটিভিটি রেট(positivity rate)। মহারাষ্ট্রের কোভিড গ্রাফ নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক (Ministry of Health and Family Welfare)। 

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত  ১৩,২৭২ জন। সংক্রমণের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় খানিকটা কমেছে অ্যাকটিভ কেস। দেশের সক্রিয় রোগী বর্তমানে ১ লক্ষ ১ হাজার ১৬৬ জন। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার কমে হয়েছে ০.২৩ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৩৬ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৭ হাজার ২৮৯।

পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৬ লক্ষ ৯৯ হাজার ৪৩৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সুস্থতার হার ৯৮.৫৮ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, দেশে করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ২০৯ কোটির বেশি। গত ২৪ ঘণ্টাতেই টিকা পেয়েছেন ১৩ লক্ষর বেশি। চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার অভিযান। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ৩ লক্ষ ১৫ হাজার ২৩১ জনের নমুনা পরীক্ষা হয়েছে

মুম্বইয়ের করোনা গ্রাফ চিন্তা বাড়াচ্ছে । একদিনে বাণিজ্যনগরীতে আক্রান্ত ১,০১১ জন। মৃত  ২ জন। সংক্রমণ নিয়ে বাড়ছে হাসপাতালে ভর্তির সংখ্যাও। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বয়স্ক কোভিড আক্রান্তদের মধ্যে নতুন করে বাড়ছে ফুসফুসে সংক্রমণের সমস্যা। এদিকে গত এক মাসে দিল্লিতে। বাড়ছে জ্বরে আক্রান্তের সংখ্যা।


2 years ago
Corona India: দেশে ফের দৈনিক আক্রান্ত ১৫ হাজারের উপর, এখনই বিদায় নয় করোনার

টানা কয়েকদিন দেশের করোনা সংক্রমণ (Coronavirus) ১০ হাজারের নিচে থাকলেও ফের ১২ হাজারের গণ্ডি টপকে গিয়েছিল বৃহস্পতিবার। সেখানে শুক্রবার দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়তে বাড়তে পৌঁছে গিয়েছে ১৫ হাজারের উপরে। যদিও কিছুটা স্বস্তি মৃত্যু সংখ্যা, অ্যাকটিভ কেস (Active Case) ও পজিটিভিটি রেটের ক্ষেত্রে। পাশাপাশি চিন্তায় রাখছে কয়েকটি রাজ্যের কোভিডের (Covid-19) ছবিটা। দৈনিক সংক্রমণের ক্ষেত্রে এখনও শীর্ষে রয়েছে রাজধানী (Delhi)। এছাড়া মহারাষ্ট্র, কেরল, তামিলনাড়ু, কর্ণাটকের মতো রাজ্যগুলির করোনা সংক্রমণ ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসলেও এদিন খানিকটা ঊর্ধ্বমুখী।

শুক্রবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ৭৫৪ জন। যা বৃহস্পরিবার ছিল ১২ হাজার ৬০৮ জন। গতকালের তুলনায় অনেকটা বেশি। একদিনে মৃত্যু হয়েছে ৪৭ জনের। বৃহস্পরিবার যেখানে মৃত্যুসংখ্যা ছিল ৭২। মৃত্যুসংখ্যা যে নিম্নমুখী, তা পরিসংখ্যান থেকে স্পষ্ট। রিপোর্ট অনুযায়ী, মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৭ হাজার ২৫৩ জন।

রিপোর্ট অনুযায়ী, গোটা দেশে অ্যাকটিভ কেসের হার ০.২৩ শতাংশ। দেশের সক্রিয় রোগী বর্তমানে হয়েছে ১ লক্ষ ১ হাজার ৮৩০। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৬ লক্ষ ৮৫ হাজার ৫৩৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ২২০ জন। সুস্থতার হার ৯৮.৫৮ শতাংশ। পজিটিভিটি রেট ৩.৪৭ শতাংশ।

উল্লেখ্য, দেশে করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে ২০৯ কোটি ২৭ লক্ষের বেশি। গত ২৪ ঘণ্টাতেই টিকা পেয়েছেন প্রায় ৩১ লক্ষ। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ৪ লক্ষ ৫৪ হাজার ৪৯১ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

2 years ago
Donald Trump: ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরে ঘণ্টায় খরচ লক্ষাধিক

আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ভারত সফরে কত খরচ হতে পারে? সম্প্রতি কেন্দ্রের তথ্য কমিশন (Information Commission) সূত্রে যে হিসাব মিলেছে, সেই অনুযায়ী, তাঁর সফরে প্রতি ঘণ্টায় দেশের খরচ (Expenses) হয়েছে এক লক্ষ টাকারও বেশি। এর মধ্যে রয়েছে মূলত থাকা, খাওয়া এবং পরিবহণ। ২০২০ সালের ২৪-২৫ ফেব্রুয়ারি সস্ত্রীক এবং সকন্যা ট্রাম্প এসেছিলেন ভারত সফরে। তিনি ছিলেন সব মিলিয়ে ৩৬ ঘণ্টা। তাতে খরচ হয়েছে ৩৮ লক্ষ টাকা।

ট্রাম্পের ওই সফরে তাঁর ঘোরার জায়গার মধ্যে ছিল আহমেদাবাদ, আগ্রা এবং নিউদিল্লি। ২৪ তারিখ তিনি আহমেদাবাদে ছিলেন তিন ঘণ্টা। সেখানে তিনি ২২ কিমি রোড শো-তে অংশ নেন। সবরমতী আশ্রমে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়ে নবনির্মিত মোতেরা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে 'নমস্তে ট্রাম্প' শীর্ষক এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তারপর তিনি চলে যান আগ্রায়, তাজমহল দর্শনে। এখান থেকে ডোনাল্ড ট্রাম্প ২৫ ফেব্রুয়ারি গিয়েছিলেন রাজধানীতে। সেখানে তিনি অংশ নিয়েছিলেন মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে।

উল্লেখ্য, ওই বছরেরই ২৪ অক্টোবর বিদেশ মন্ত্রকের কাছে জানতে চাওয়া হয়েছিল, ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার ফার্স্ট লেডির ভারত ভ্রমণে দেশের কত খরচ হয়েছে? তারই উত্তর আবেদনকারী পেলেন, তবে অনেক পরে।

2 years ago


Corona India: ফের চিন্তা! দেশের দৈনিক করোনা সংক্রমণ ১২ হাজার গণ্ডি ছাড়িয়ে গেল

টানা দু'দিন দেশের করোনা সংক্রমণ (Coronavirus) ১০ হাজারের নিচে থাকলেও ফের ১২ হাজারের গণ্ডি টপকে গেল। যদিও কিছুটা স্বস্তি অ্যাকটিভ কেস (Active Case) ও পজিটিভিটি রেটের ক্ষেত্রে।  পাশাপাশি চিন্তায় রাখছে কয়েকটি রাজ্যের কোভিডের (Covid-19) ছবিটা। দৈনিক সংক্রমণের ক্ষেত্রে এখনও শীর্ষে রয়েছে রাজধানী (Delhi)। এছাড়া মহারাষ্ট্র, কেরল, তামিলনাড়ু, কর্ণাটকের মতো রাজ্যগুলির করোনা সংক্রমণ ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসলেও এদিন খানিকটা ঊর্ধ্বমুখী।

বৃহস্পরিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ১২ হাজার ৬০৮ জন। যা বুধবার ছিল ৯ হাজার ০৬২ জন। গতকালের তুলনায় বেশি। একদিনে মৃত্যু হয়েছে ৭২ জনের। বুধবার যেখানে মৃত্যুসংখ্যা ছিল ৩৬। মৃত্যুসংখ্যা যে অনেকটা ঊর্ধ্বমুখী, তা পরিসংখ্যান থেকে স্পষ্ট। রিপোর্ট অনুযায়ী, মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৭ হাজার ২০৬ জন।

রিপোর্ট অনুযায়ী, গোটা দেশে অ্যাকটিভ কেসের হার ০.২৪ শতাংশ। দেশের সক্রিয় রোগী বর্তমানে হয়েছে ১ লক্ষ ১ হাজার ৩৪৩। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৬ লক্ষ ৭০ হাজার ৩৬৪ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ হাজার ২৫১ জন। সুস্থতার হার ৯৮.৫৭ শতাংশ। পজিটিভিটি রেট ৩.৪৮ শতাংশ। উল্লেখ্য, দেশে করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে ২০৮ কোটির বেশি। 

2 years ago
AIFF: ফিফার সঙ্গে কথা, সমস্যা সমাধানের ইঙ্গিত, নির্বাসন মামলায় সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র

ভারতীয় ফুটবল সংস্থা বা এআইএফএফ-র উপর থেকে ফিফার নির্বাসন তুলতে ইতিমধ্যে দৌত্য শুরু করেছে কেন্দ্র। খুব দ্রুত বেরোবে সমাধানসূত্র। সুপ্রিম কোর্টকে বুধবার এই তথ্য দিলেন দেশের সলিসিটর জেনারেল তুষার মেহেতা। কেন্দ্রের এই অবস্থানে সন্তুষ্ট শীর্ষ আদালত আগামি সোমবার পর্যন্ত স্থগিত রেখেছে শুনানি। ভারতীয় ফুটবলের সঙ্কট কাটাতে সুপ্রিম কোর্টে দরবার করেছিল মোদী সরকার। দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহেতা। সেই শুনানিই সোমবার পর্যন্ত স্থগিত রাখলেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ।

সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, সমস্যা মেটানোর চেষ্টা করছে কেন্দ্র। মঙ্গলবারই ফিফার সঙ্গে দু'দফায় কথা হয়েছে। কিছুটা হলেও বরফ গলেছে। কেন্দ্রীয় সরকার আশাবাদী খুব তাড়াতাড়ি এই সঙ্কট মিটে যাবে।

এদিনের শুনানিতে বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়েছে, এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ভারতীয় ফুটবল সংস্থার উপর থেকে কী ভাবে নির্বাসন উঠবে! কারণ, এআইএফএফ নির্বাসিত হওয়ার পরে ভারতে মহিলাদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ নিয়ে সংশয় দেখা দিয়েছে। পাশাপাশি ময়দানের আরও একটি সূত্র বলছে, বিশ বাঁও জলে এটিকে মোহনবাগানের এএফসি কাপের ভবিষ্যৎ। যদিও সলিসিটর জেনারেলের এদিনের দাবিতে কোর্ট মনে করেছে, সঠিক পথেই এগোচ্ছে কেন্দ্রের সরকার।

তাই সমস্যা সমাধানে কেন্দ্রকে আরও কয়েক দিন সময় দিতে চাইছেন তাঁরা। তাই শুনানি পাঁচ দিন পিছিয়ে দেওয়া হয়েছে।

2 years ago


Corona India: দেশে করোনার সংক্রমণ ও মৃত্যু উর্ধ্বমুখী

টানা দু'দিন দেশের করোনা সংক্রমণ (Coronavirus) ১০ হাজারের নিচে। বড়সড় স্বস্তি দেশবাসীর কাছে। পাশাপাশি কমেছে অ্যাকটিভ কেসের (Active Case) হারও। তবে মঙ্গলবারের তুলনায় সংক্রমণ এবং মৃত্যুসংখ্যা খানিকটা ঊর্ধ্বমুখী হলেও অনেকটাই সুস্থতার পথে দেশ। তবে এখনও চিন্তায় রাখছে কয়েকটি রাজ্যের কোভিডের (Covid-19) ছবিটা।  দৈনিক সংক্রমণের ক্ষেত্রে এখনও শীর্ষে রয়েছে রাজধানী। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে দৈনিক আক্রান্তের সংখ্যা ৯১৭ জন। এছাড়া মহারাষ্ট্র, কেরল, তামিলনাড়ু, কর্ণাটকের মতো রাজ্যগুলির করোনা সংক্রমণ ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে।

বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ৯ হাজার ০৬২ জন। যা মঙ্গলবার ছিল ৮ হাজার ৮১৩  জন। গতকালের তুলনায় বেশি। একদিনে মৃত্যু হয়েছে ৩৬ জনের। মঙ্গলবার যেখানে মৃত্যুসংখ্যা ছিল ২৯। মৃত্যুসংখ্যা যে ঊর্ধ্বমুখী, তা পরিসংখ্যান থেকে স্পষ্ট। রিপোর্ট অনুযায়ী, মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৭ হাজার ১৩৪ জন।

রিপোর্ট অনুযায়ী, গোটা দেশে অ্যাকটিভ কেসের হার ০.২৪ শতাংশ। দেশের সক্রিয় রোগী বর্তমানে হয়েছে ১ লক্ষ ৫ হাজার ৫৮। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৬ লক্ষ ৫৪ হাজার ০৬৪ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ২২০ জন। সুস্থতার হার ৯৮.৫৭ শতাংশ।

উল্লেখ্য, দেশে করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে ২০৮ কোটি ৫৭ লক্ষ ১৫ হাজার ২৫১ জনকে। গত ২৪ ঘণ্টাতেই টিকা পেয়েছেন ২৫ লক্ষ ৯০ হাজার ৫৫৭ জন। গতকাল দেশে ৩ লক্ষ ৬৪ হাজার ৩৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

2 years ago
Corona India: স্বস্তি! ১০ হাজারের নিচে করোনার দৈনিক গ্রাফ, কমল মৃত্যুসংখ্যাও

করোনা সংক্রমণ (Coronavirus) একলাফে নামল ১০ হাজারের নিচে। বড় স্বস্তি দেশবাসীর কাছে। স্বস্তি দিয়ে কমেছে অ্যাকটিভ কেসের (Active Case) হারও। কমেছে মৃত্যুসংখ্যাও। তবে এখনও চিন্তায় রাখছে কয়েকটি রাজ্যের কোভিডের (Covid-19) ছবিটা।  দৈনিক সংক্রমণের ক্ষেত্রে এখনও শীর্ষে রয়েছে রাজধানী। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে দৈনিক আক্রান্তের সংখ্যা ১ হাজার ২২৭ জন। দৈনিক সংক্রমণের তালিকায় এর পর রয়েছে কর্নাটক (১,২০৬), মহারাষ্ট্র (১,১৮৯) ও কেরল (৭৫৮)।

মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৮১৩ জন। যা সোমবার ছিল ১৪ হাজার ৯১৭ জন। গতকালের তুলনায় বেশি। একদিনে মৃত্যু হয়েছে ২৯ জনের। সোমবার যেখানে মৃত্যুসংখ্যা ছিল ৩২। মৃত্যুসংখ্যা যে নিম্নমুখী, তা পরিসংখ্যান থেকে স্পষ্ট। রিপোর্ট অনুযায়ী, মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৭ হাজার ৯৮ জন।

রিপোর্ট অনুযায়ী, গোটা দেশে অ্যাকটিভ কেসের হার ০.২৫ শতাংশ। দেশের সক্রিয় রোগী বর্তমানে হয়েছে ১ লক্ষ ১১ হাজার ২৫২। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৬ লক্ষ ৩৮ হাজার ৮৪৪ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ০৪০ জন। সুস্থতার হার ৯৮.৫৬ শতাংশ।

উল্লেখ্য, দেশে করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে ২০৮ কোটি ৩১ লক্ষ ২৪ হাজার ৬৯৪ জনকে। গত ২৪ ঘণ্টাতেই টিকা পেয়েছেন ৬ লক্ষ ১০ হাজার। গতকাল দেশে ২ লক্ষ ১২ হাজার ১২৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

2 years ago
Mamata: কেমন দেশ গড়তে চান তিনি, ট্যুইটে জানালেন মমতা

স্বাধীনতার ৭৫ বছর। সোমবার গোটা দেশের মতো এরাজ্যেও পালিত হল স্বাধীনতার ৭৫ তম বর্ষ(independence day)। এদিন রেড রোডের(redroad) অনুষ্ঠানে সামিল সাধারণ মানুষও। জাতীয় পতাকা উত্তোলন (national flag hoist) করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পরে, হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হয়। গত ২ বছর করোনার জেরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সাধারণের প্রবেশের অনুমতি ছিল না। এবার স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তিতে বর্ণাঢ্য কুচকাওয়াজের পাশাপাশি, রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের ট্যাবলোরও প্রদর্শন করা হয়।

অনুষ্ঠান চলাকালীন রেড রোডে আদিবাসী মহিলাদের সঙ্গে নাচ (dance) করলেন মুখ্যমন্ত্রী। বৃষ্টিকে উপেক্ষা করেই নাচের তালে পা মেলালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন রাজ্যের মন্ত্রী জঙ্গলমহলের ভূমিকন্যা বীরবাহা হাঁসদা।  

পাশাপাশি এদিন দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমগ্র দেশবাসীর জন্য ট্যুইট করে লেখেন, "আমি এমন এক দেশ গড়তে চাই, যেখানে একটিও মানুষ খিদের জ্বালায় কাঁদবে না, কোনও একজন মহিলাও নিরাপত্তাহীনতায় ভুগবে না, প্রতিটা শিশু শিক্ষার আলো দেখবে। দেশে আপামর জনতা এক হবে, একতা থাকবে। আসমুদ্র-হিমাচলে কোনও জাতিগত বৈষম্য থাকবে না, কোনও শক্তি মানুষের মধ্যে ভেদাভেদ করবে না। এটাই আমার স্বপ্নের ভারত।"                                                     

2 years ago


Shahrukh Khan: ভারতীয় পড়ুয়াদের জন্য সুবর্ণ সুযোগ শাহরুখ-এর

ভারতীয় পড়ুয়াদের জন্য সুবর্ণ সুযোগ। মেয়েদের জন্য বিশেষ বৃত্তির (Shahrukh Khan Scholarship) কথা ২০১৯-এই ঘোষণা করেছিলেন বলিউড কিং খান শাহরুখ খান (Shahrukh Khan)। মেলবোর্নের ‘লা ট্রোব বিশ্ববিদ্যালয়ে’ (La Trobe University) ঘোষণা হয়েছিল এই নতুন বৃত্তির। যে সকল নারী এই বৃত্তির আওতায় পিএইচডি (PhD) করবেন, তাঁরা বিশেষ সুবিধা পাবেন।

'শাহরুখ খান লা ট্রোব বিশ্ববিদ্যালয়’ বৃত্তি প্রথম ২০২০ সালে ভারতীয় পড়ুয়া গোপিকা কোত্তোনথারাইল ভাসিকে দেওয়া হয়। তিনি এই বছর সেই বৃত্তি নিয়ে পিএইচডি’র জন্য অস্ট্রেলিয়ায় পাড়ি দিলেন। বিশ্বে মৌমাছির জনসংখ্যা রক্ষা করার জন্য নতুন কৌশল নিয়ে গবেষণা করছেন তিনি।

উল্লেখ্য, এই বৃত্তি পেলে চার বছরের জন্য বিনা খরচে মেলবর্নের লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করার সুযোগ পাবেন পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের ভাইস চান্সেলর জানিয়েছেন শাহরুখ খান নিজেই এই প্রস্তাব তাঁদের দিয়েছিলেন।

শাহরুখ বরাবরই পড়াশোনা ভালোবাসেন। সে কথা অনেকবারই তাঁর মুখে শোনা গিয়েছে। এবার এই উদ্যোগ তা আরও ভালোভাবে প্রমাণ করে।

2 years ago
America: আমেরিকার বোস্টনে উড়ল ২২০ ফুট উচ্চতার ভারতের পতাকা

আমেরিকার (America) বোস্টনের (Boston) আকাশে ভারতের পতাকা (US-India flag)। তাও ২২০ ফুট উচ্চতার। যা সকলের দৃষ্টি আকর্ষণ করেছে বলাই যায়। ভারতের ৭৬ তম স্বাধীনতা দিবস (Independence Day) উপলক্ষে এই আয়োজন করা হয়েছিল। আজ অবধি যা কোনওদিন হয়নি।

ইন্ডিয়ান ডে প্যারেডে ৩০ টিরও বেশি দেশের হাজার হাজার লোক অংশগ্রহণ করেছিল। ওই প্যারেডে দেশাত্মবোধক গন্ধ এবং গানের মাধ্যমে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ের বৈচিত্র্যকে প্রতিফলিত করা হয়েছে।

প্রাক্তন ভারতীয় ক্রিকেট খেলোয়াড় আর পি সিং-এর নেতৃত্বে এটি ম্যাসাচুসেটস এবং নিউ ইংল্যান্ডের অনেক রাজনীতিবিদ এবং এই অঞ্চলের অনেক বিশিষ্ট ভারতীয়-আমেরিকানরা এখানে উপস্থিত হয়েছিলেন।

প্যারেডের আয়োজক তথা ফেডারেশন অফ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন-নিউ ইংল্যান্ড বলেন, "বোস্টনে প্রথমবারের মতো ইন্ডিয়া ডে প্যারেড একটি ঐতিহাসিক সাফল্য ছিল। সমস্ত কৃতিত্ব শহরের ভারতীয়-আমেরিকানদের এবং স্বেচ্ছাসেবকদের যাঁরা দিনরাত পরিশ্রম করেছিলেন। "

বোস্টনে ইন্ডিয়া ডে প্যারেডের আরেক আয়োজক মিস্টার সিং বলেছেন যে, তিনি সারা বিশ্বে "আজাদি কা অমৃত মহোৎসব"-এর ৭৫ বছর উদযাপনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বান দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। আমেরিকার স্বাধীনতা সংগ্রাম শুরু করার জন্য বোস্টন পরিচিত। তাই, আমরা এই ঐতিহাসিক শহরে এটিকে জমকালোভাবে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছি।"

2 years ago