Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

child

Child: 'নিজের হাতেই শিবমকে খুন',শান্তিনিকেতন-কাণ্ডে স্বীকারোক্তি মূল অভিযুক্তর, ফাঁসি চাইল পরিবার

শান্তিনিকেতন শিশু অপহরণ এবং খুন-কাণ্ডে (Santiniketan Child Murder) চাঞ্চল্যকর স্বীকারোক্তি মূল অভিযুক্ত রুবি বিবির। পুলিসের (Birbhum Police) কাছে স্বীকারোক্তিতে তিনি জানান, নিজের হাতে শিবম ঠাকুরকে খুন করেছেন। তবে সঞ্জীব নামে একজন খুদেকে নিয়ে এসেছিল। এই স্বীকারোক্তির পরেই এই ঘটনার তদন্তে আরও একধাপ এগিয়ে গেল বীরভূম পুলিস। এদিকে, বৃহস্পতিবার মোলডাঙা গ্রামে গিয়ে শোকাহত পরিবারের সঙ্গে কথা বলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের (State Child Rights Protection) চেয়ারম্যান সুদেষ্ণা রায়। তাঁর কাছে অভিযুক্তদের ফাঁসির দাবি করে শিবমের মা-বাবা।

এমনকি, অভিযুক্ত পরিবারের কেউ যাতে আর এই গ্রামে ঢুকতে না পারে, সেটা নিশ্চিত করে বলা হয়েছে প্রশাসনকে। এদিন পরিবারের সঙ্গে দেখা করে পুলিস এবং জেলা শিশু সুরক্ষা কমিশন থেকে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। পাশাপাশি তদন্তের গতিপ্রকৃতি এবং ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। 

এদিকে, শিশু অপহরণ এবং খুনে কোনও রাজনৈতিক যোগ চায় না পরিবার। কোনও রাজনৈতিক ব্যক্তিত্বর সঙ্গে দেখা করতে চান না নিহত শিশুর পরিবার। এমনটাই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তারা।

2 years ago
Basirhat: সীমান্ত দেখতে এসে ভারতীয় ভূখণ্ডে সাতক্ষীরার দুই শিশু, পাঠানো হল সল্টলেকের হোমে

বসিরহাটের (Basirhat) স্বরূপনগর (Swarupnagar police station) থানার ভারত-বাংলাদেশের গাবড্ডা সীমান্তের (India-Bangladesh Border) ঘটনা। বছর ৭ এবং ৫-এর দুই শিশু (Child) ঢুকে পড়ে ভারতের সীমানায়। পুলিস তদন্তে নেমে জানতে পারে, ওই দুই শিশুর বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলার বৈকারী গ্রামে। বুধবার বিকেল পাঁচটা নাগাদ কোনওভাবে ভারতীয় সীমান্তে ১১২ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানদের নজর এড়িয়ে ভারতের গাবড্ডা সীমান্তে ঢুকে পড়ে।

সেই সময় স্বরূপনগর থানার পুলিস আধিকারিক প্রতাপ মোদকের নেতৃত্বে পেট্রোলিং-এর সময় নজরে আসে ওই দুই শিশুকে। সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তখনই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিস।

তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, সীমান্ত দেখতে এসে কীভাবে এ দেশে ঢুকে পড়েছে বুঝতে পারেনি। এই নিয়ে রীতিমতো পুলিস দ্বন্দ্বে পড়েছে। তাদেরকে খাইয়ে সুস্থ করে আজ, বৃহস্পতিবার সল্টলেকের একটি সরকারি হোমে পাঠানো হয়।

এখন প্রশ্ন হচ্ছে সীমান্তরক্ষীদের নজর এড়িয়ে কীভাবে এদেশে ঢুকলো? তাহলে কি এর পিছনে কোনও শিশু পাচার চক্র কাজ করছে। কীভাবেই বা ওই শিশুরা নিজের গ্রাম বৈকারী থেকে সীমান্ত অবধি পৌঁছলো। তদন্ত শুরু করেছে পুলিস। পাশাপাশি পুরো ঘটনা ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্ত আধিকারিকদের জানানো হয়েছে। তাদের দেওয়া নাম ঠিকানা সঠিক কিনা তাও তদন্ত করে দেখছে স্বরূপনগর থানার পুলিস।

2 years ago
Howrah: ফ্ল্যাট বিবাদের জের, প্রমোটারের বিরুদ্ধে জমি মালিকের সন্তানকে তালাবন্দি রাখার অভিযোগ

ফ্ল্যাটের (Promoting Scuffle) দখল নিয়ে বিবাদ, জেরে দীর্ঘক্ষন তালাবন্দি করে রাখা হল এক বিশেষভাবে সক্ষম শিশুকে। ঘটনাটি ঘটেছে ডোমজুড় (Howrah Incident) থানার অন্তর্গত ফোকোর দোকান এলাকায়। পরে ডোমজুড় থানার পুলিস (Police) খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে। দরজা ভেঙে উদ্ধার করা হয়েছে ওই শিশুকে। এই ঘটনায় পিন্টু মন্ডল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিস সূত্রে খবর, বছর পাঁচেক আগে ডোমজুড়ের বাসিন্দা, ধনঞ্জয় পরামানিক এবং অন্য এক শরিক তাঁদের জমিতে এক প্রোমোটারকে আবাসন তৈরির অনুমতি দেন। চুক্তি অনুযায়ী উভয়ের মধ্যে ফ্ল্যাট বন্টনও হয়ে গিয়েছে। তবে পরবর্তী সময়ে ওই প্রোমোটার নিয়ম বহির্ভূতভাবে আরও একটি তল নির্মান করায় বিবাদ বাদে জমির মালিক ধনঞ্জয় পরামানিক সঙ্গে। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ ধনঞ্জয় পরামানিকের স্ত্রী যখন মেয়েকে স্কুলে থেকে আনতে আবাসনের নিচে আসেন, তখন তাঁর বিশেষভাবে সক্ষম ছেলেকে প্রোমোটারের ঘনিষ্ঠ সিন্টু মণ্ডল ঘরের মধ্যে তালা বন্ধ করে দেয়। ধনঞ্জয় পরামানিকের স্ত্রী মামনি পরামানিক যখন মেয়েকে নিয়ে ফিরে আসেন দেখেন তাদের ঘর তালা বন্ধ।


তাঁর নজরে আসে তিন তলার বারান্দায় বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে ছেলে। খবর যায় পুলিসে। ঘটনাস্থলে ডোমজুড় থানার পুলিস এসে প্রায় ঘন্টা তিনেক বাদে মিস্ত্রি ডেকে দরজা ভেঙে ওই নাবালককে উদ্ধার করে।এই ঘটনার প্রেক্ষিতে ডোমজুড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ধনঞ্জয় বাবু। পুলিস দীপঙ্কর মণ্ডল নামে এক ফ্ল্যাটের মালিককে গ্রেফতার করেছে।

2 years ago


Birbhum: শান্তিনিকেতনে পড়শির বাড়ির ছাদে নিখোঁজ শিশুর দেহ, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর

৫২ ঘণ্টা নিখোঁজ থাকার পর পড়শির বাড়ির ছাদ থেকে উদ্ধার শিশুর (Child Body) নলিকাটা দেহ। আর এই ঘটনা ঘিরে শান্তিনিকেতনের (Santiniketan) মোলডাঙা গ্রামে ব্যাপক উত্তেজনা। অভিযুক্তর বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন (Arson) ধরিয়ে দেওয়া হয়। উত্তেজনা এতটাই যে সংবাদ মাধ্যমকে সংবাদ সংগ্রহে বাধা দেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, পুরনো বিবাদ থেকেই প্রথমে এই অপহরণ এবং পরে নৃশংস খুন। তাঁরা পুলিসি (Birbhum police) নিষ্ক্রিয়তার দিকেও আঙুল তুলেছে। ৫২ ঘণ্টা শিশু নিখোঁজ থাকলেও কেন উদ্ধার করতে পারেনি? এই প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

অভিযুক্তর বাড়ি থেকে এক মহিলা সদস্যকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চলছে। পাশাপাশি পড়শির বাড়ির ছাদ থেকে শিশুর দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। দমকলের একটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি রোধে গ্রামে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিস। রীতিমতো ঢাল, লাঠি এবং কাঁদানে গ্যাস নিয়ে এলাকায় চলছে টহলদারি।


ঘটনাস্থল থেকে বীরভূমের পুলিস সুপার জানান, ঘটনাটি খুব দুঃখজনক। আমরা শিশুকে জীবন্ত উদ্ধার করতে পারিনি মৃতদেহ উদ্ধার করেছি। পরিবারের প্রতি আমার সমবেদনা। মূল অভিযুক্ত যে মহিলা, তাঁকে জেরা করে সত্যি জানান চেষ্টা করব। সোমবার গোটা দিন দফায় দফায় আমরা তল্লাশি অভিযান চালিয়েছি। কিন্তু সে সময় ছাদে দেহ উদ্ধার পাওয়া যায়নি। কোনওভাবে বাইরে খুন করে পরে ছাদে দেহ রাখা হয়েছে কিনা জানার চেষ্টা করছি।' তিনি জানান, নিখোঁজ অভিযোগ পাওয়ার পরেই শিশুর পরিবারের সঙ্গে কথা বলি। ওরা কোনও ব্যক্তিগত শত্রুতা কিংবা কেউ সন্দেহভাজন রয়েছে কিনা। সঠিক বলতে পারেনি।

স্থানীয়দের দাবি, 'শিশুর বাবার যে ব্যবসা, সেই ব্যবসায় একজন হেল্পারের সঙ্গে অভিযুক্ত পরিবারের একজনের প্রেমের সম্পর্ক ছিল। সেই বিবাদ থেকেই এই নৃশংস ঘটনা।' সব অভিযোগ খতিয়ে দেখা হবে। স্থানীয়দের শান্ত করতে প্রতিশ্রুতি জেলা পুলিসের। 

2 years ago
Murshidabad: বাড়ির কাছে লিচু বাগান থেকে উদ্ধার শিশুকন্যার রহস্যজনক মৃতদেহ, তদন্তে পুলিস

বাড়ির কাছ থেকেই উদ্ধার শিশুকন্যার রহস্যজনক মৃতদেহ (Child Deadbody)। জানা গিয়েছে, মৃত ওই শিশুর নাম সালমা খাতুন বয়স আনুমানিক দেড় বছর। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) সাগরদিঘির ফুলবাড়ি এলাকায়। মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, বুধবার বিকেলে পাড়ার লোকজন জানতে পারে ওই শিশুকন্যাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তি। এরপর পাড়ার লোকজন জড়ো হয় ফুলবাড়ি এলাকায়। শুরু হয় খোঁজাখুঁজি। কোনও রকম খোঁজ পাওয়া যায়নি প্রথমে। পরে সন্ধের দিকে ওই শিশুরই বাড়ির কাছে একটি লিচু বাগান থেকে মৃতদেহ পাওয়া যায়। এরপর তাকে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা।

অন্যদিকে ওই মৃত শিশুর মা ফুলমনি খাতুনও আহত হয়েছেন বলে অভিযোগ। তাঁর মেয়েকে তুলে নিয়ে যাওয়ার সময় ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তির সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। আর আতেই আহত হন। তিনি বর্তমানে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। তবে কী কারণে এই ধরনের ঘটনা ঘটল? আর কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, পুরো বিষয়টি তদন্ত করে দেখছে সাগরদিঘি থানার পুলিস।

2 years ago


Death: কংক্রিটের স্ল্যাব উল্টে দুই শিশুর মৃত্যু বসিরহাটে, আহত আরও ২ শিশু

বসিরহাটের (Basirhat) বাদুড়িয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের খোড়গাছি বয়ারডাঙ্গা পাড়ার ঘটনা। বুধবার বিকেল চারটে নাগাদ একদল শিশু (Children Death) এলাকার এক ধর্মীয় স্থানের পাঁচিলের উপর খেলা করছিল। সেই সময় হঠাৎ পাঁচিলের গেটের কংক্রিটের স্ল্যাব (Concrete slab) দুই শিশুর ওপরে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় দু'জনকে বসিরহাট জেলা হাসপাতালে (Basirhat District Hospital) নিয়ে যাওয়া হয়। সন্ধ্যে ছটা নাগাদ চিকিৎসকরা তাদের মৃত (Dead) বলে ঘোষণা করে।

জানা গিয়েছে, মৃত দুই ৮ বছরের শিশুর মধ্যে একজন আসিফ সর্দার,  অপরজন সাকিবুল হোসেন গাজী। স্থানীয় বাসিন্দারা, আহত আরও  দুই শিশুকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছেন। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে বাদুড়িয়া থানার পুলিস। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে ওই দুই মৃত শিশুর পরিবারে।

এলাকাবাসীর অভিযোগ, বেআইনি ভাবে তৈরি হয়েছে ওই কংক্রিটের স্ল্যাব। পাঁচিল গেঁথে এটি তৈরি হলে এমন বিপদ ঘটার সম্ভাবনা থাকত না। ওই শিশুদুটির সামান্য ভার নিতে পারল না। তাহলে কতটা খারাপ পরিস্থতিতে তৈরি হয়েছে তা বোঝা যাচ্ছে বলে অভিযোগ করেন।

অন্য এক এলাকাবাসী প্রশাসনের এহেন কাজে ক্ষোভ উগড়ে দেন। এই ক্ষতি কীভাবে পূরণ করবে তা নিয়েও প্রশ্ন তোলেন।

2 years ago
Madhya Pradesh: বাঘের মুখে কোলের শিশু, বিপদ বুঝে সাতপাঁচ না ভেবেই মা যা করলেন...

সন্তানকে বাঁচাতে মা নিজের প্রাণেরও তোয়াক্কা করেন না। সন্তানের বিপদ বুঝলে সেখানে না ভেবেই ঝাঁপিয়ে পড়তে পারেন একমাত্র মা-ই। আর সে কথাই ফের প্রমাণ করে দিলেন মধ্যপ্রদেশের (Madhya Pradesh) উমরিয়া জেলার এই মহিলা। ১৫ মাসের শিশুসন্তানকে বাঁচাতে একাই লড়লেন বাঘের সঙ্গে। এই নজিরবিহীন ঘটনাটি ঘটেছে রবিবার সকালে বান্ধবগড় অভয়ারণ্যে। ২২ বছরের মা এবং শিশু দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে (Hospital) ভর্তি করানো হয়। যদিও এখন বিপদমুক্ত ১৫ মাসের সন্তান বলে হাসপাতাল সূত্রে খবর।

গুরুতর আহত তরুণীর নাম অর্চনা চৌধুরি (Archana Chowdhury)। হাসপাতালে শুয়ে অর্চনা জানিয়েছেন, তাঁর ১০ মাসের শিশুপুত্রকে (Child) রবিবার পাশে নিয়ে ঘুমোচ্ছিলেন। ভোরের দিকে হঠাৎ বাড়িতে ঢুকে পড়ে বাঘ। তাঁর ছেলেকে মুখে করে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময় শব্দে ঘুম ভেঙে যায় অর্চনার। সে তীব্র চিৎকার করে বাঘের উপরে ঝাঁপিয়ে পড়ে। আগপিছু না ভেবেই বাঘের পিঠে, মুখে মারতে থাকেন। সেসময়, ছেলেকে ছেড়ে দিয়ে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে বাঘ।

চিৎকার শুনে আশেপাশের মানুষজন ছুটে আসেন। লাঠিসোটা নিয়ে ছুটে আসতে দেখেই বাঘ ভয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়। অর্চনার স্বামী ভোলাপ্রসাদ জানিয়েছেন, তাঁর স্ত্রীর কোমরে-হাতে এবং পিঠে আঘাত লেগেছে। আর তাঁদের সন্তানের ঘাড়ে এবং মাথায় আঘাত লেগেছে।

বান্ধবগড় টাইগার রিজার্ভের অধিকর্তা বিএস অ্যানেগিরি জানিয়েছেন, বাঘটি অনেকদিন ধরে ওই এলাকায় খাবার শিকার করতে এলেও আগে আগে কখনও মানুষকে আক্রমণ করেনি। ঘটনার দিন একটি গবাদি পশুকে শিকার করতে গিয়ে ব্যর্থ হয় বাঘটি। তাতে ক্ষুণ্ণ হয়েই সহসা এই আক্রমণ বলে মনে করছেন তিনি।

উল্লেখ্য, শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় উমারিয়া জেলা হাসপাতাল থেকে অর্চনাকে জব্বলপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর নাকের হাড় ভেঙে গিয়েছে। পিঠে এবং পেটে গুরুতর আঘাত রয়েছে।

2 years ago
Ireland: কন্যাসন্তান জন্ম নিতেই নাম রাখলেন 'পকোড়া'! কেন শুনলে অবাক হবেন

ইন্টারনেটের এই যুগে সাড়া ফেলল এক সদ্যোজাত কন্যা, যার নাম "পকোড়া"।বাংলার মানুষের অতি প্রিয় এই খাবারের নামে সদ্যোজাতের নামকরণ? শুনতে অবাক লাগলেও ঘটনাটি কিন্তু সত্যি। একথাও সত্যি যে অনেক বিদেশি বাংলার কিছু নামে অনুপ্রাণিত হয়ে তাঁদের পরিবারের সদস্যদের নামকরণ করেছেন সেইসব নামে।

পকোড়া ভারতের একটি জনপ্রিয় তেলে মুচমুচে করে ভাজা স্ন্যাক্স, যা খুবই প্রসিদ্ধ বাংলায়। সেটা যে কারো নাম হতে পারে, বিশেষত কন্যাসন্তানের, সেটা অবশ্য অনেকেরই মাথায় সেভাবে আসেনি। এই ভারতীয় খাবারের প্রেমে পড়ে কেউ তাঁদের সদ্যোজাত সন্তানের নাম মিলিয়ে রেখেছেন, এ যেন ভাবাই যায় না।তাই স্বাভাবিকভাবেই দেশজুড়ে এই নিয়ে চর্চা শুরু হয়েছে। ইন্টানেটের দুনিয়াতেও প্রবল সাড়া ফেলেছে এই ঘটনা।

আয়ারল্যান্ডের নিউটাউনঅ্যাবেতে একটি রেস্তোরাঁ আছে। সেই রেস্তোরাঁয় ওই ব্রিটিশ দম্পতি প্রায়ই যান। সেখানে যাতায়াত করতে করতেই তাঁদের মাথায় আসে, সদ্যোজাতের নাম কোনও খাবারের নামে রাখা হবে।

ওই রেস্তোরাঁয় স্ত্রীর সবচেয়ে প্রিয় পদ পকোড়া।২৪ আগস্ট কন্যাসন্তান জন্ম নিতেই নাম রেখে দিলেন পকোড়া। ইন্টারনেটের জগত তো এমনই এক চটকদার খবরের অপেক্ষায় ছিল। ফলে নানা কমেন্টে ভরে গেল বক্স।

2 years ago


Madhya Pradesh: স্ত্রীর উপোসের কারণে দেরিতে আসেন চিকিৎসক, দীর্ঘ অপেক্ষার পর মায়ের কোলেই মৃত্যু খুদের

চিকিৎসার দুরাবস্থা! নেই চিকিৎসা (Treatment), নেই কোনও ডাক্তার বা স্বাস্থ্যকর্মী। পাঁচ বছরের ছেলেকে কোলে নিয়ে সামান্য চিকিৎসার জন্য হাসপাতালের (Hospital) বাইরেই অপেক্ষা করছিলেন মা। শেষমেশ জন্মদাত্রীর কোলেই মরতে হল (Child Death) শিশুটিকে। মর্মান্তিক এই ঘটনার সাক্ষী থাকলেন মধ্যপ্রদেশের (Madhya Pradesh) জব্বল্পুরবাসীরা। খুদে ঋষির মৃত্যু ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসী।

পরিবারের অভিযোগ, অসুস্থ ছেলেকে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছিলেন। ছেলে যন্ত্রণায় ছটফট করছিল। কিন্তু স্বাস্থ্যকেন্দ্রে সে সময় একজন ডাক্তার তো দূর অস্ত, একজন স্বাস্থ্যকর্মী বা নার্সও নেই। শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল ছেলের। ডাক্তারের অপেক্ষা করতে করতে শেষে সন্তানহারা তিনি।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, রাজ্যের স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো এবং পরিষেবা নিয়ে। অভিযোগ, ডাক্তার হাসপাতালে এলে তাঁকে প্রশ্ন করা হয়, তিনি কোথায় ছিলেন? ওই চিকিৎসক জানান, তাঁর স্ত্রী আগের দিন উপোস করেছিলেন। তাই তাঁর আসতে দেরি হয়ে গিয়েছে। চিকিৎসকের এমন যুক্তিতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয়রা। ইতিমধ্যে বিষয়টি প্রশাসনিক স্তরে পৌঁছয়। স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা নিয়ে তদন্ত করে দেখা হবে বলেও জানান স্বাস্থ্য দফতর।

2 years ago
Mexico: দেহের অন্ত্যষ্টির মধ্যে জেগে উঠলো খুদে, কিন্তু তারপর...

অন্ত্যেষ্টিক্রিয়ার (funeral) সময় জেগে উঠল তিন বছরের মেয়ে। শুনে অবাক লাগলেও এটাই বাস্তব! পেটে সংক্রমণের (stomach infection) কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল মেয়েটিকে। অবস্থার অবনতি হতে থাকে ধীরে ধীরে। শেষে ডাক্তাররা হাল ছেড়ে দেন। ক্যামিলা রোকসানা মার্টিনেজ মেন্ডোজা (Camila Roxana Martinez Mendoza )  নামের ছোট্ট মেয়েটিকে ১৭ অগাস্ট মৃত (Death) বলে ঘোষণা করে।

ঘটনাটি মধ্য মেক্সিকোর সান লুইস পোটোসি রাজ্যের স্যালিনাস ডি হিলডালগো কমিউনিটি হাসপাতালে। ক্যামিলার মা মেরি জেন ​​মেন্ডোজা বলেন, বমি করছিল তাঁর মেয়ে এবং পেটে ব্যথা ও জ্বর ছিল। তিনি নিজ শহর ভিলা দে রামোসের একজন শিশু বিশেষজ্ঞের কাছে নিয়ে যান। শিশু বিশেষজ্ঞ ক্যামিলার বাবা-মাকে কমিউনিটি হাসপাতালে নিয়ে যেতে বলেছিলেন। ডিহাইড্রেশনের জন্য চিকিৎসা করা হয়েছিল এবং প্যারাসিটামল দেওয়া হয়েছিল।

চিকিৎসা চললেও ক্যামিলার অবস্থা আরও খারাপ হয়ে যায়। পরে চিকিৎসকরা জানান, তাদের মেয়ে মারা গিয়েছে। পরিবারের অভিযোগ ছিল, যখন দরকার ছিল তখন অক্সিজেন দেয়নি। সঠিক চিকিৎসা করা হয়নি। ক্যামিলার অন্ত্যেষ্টিক্রিয়ার সময় তার মা মেরি প্রথম লক্ষ্য করলেন যে কফিনের উপরে কাচের প্যানেল ঝাপসা হয়ে গেছে। তিনি কফিনটি খুলতে চাইলেও পরিবারের লোকেরা বাধা দেন। পরে ঠাকুমা দেখেন ক্যামিলার চোখ নড়ছে। পরিবারের সদস্যরা ক্যামিলার নাড়ি পরীক্ষা করে নিশ্চিত হন যে তাদের ছোট্ট মেয়ে বেঁচে আছে।

ছোট্ট মেয়েটিকে আবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু দুঃখজনকভাবে দ্বিতীয়বার তাকে মৃত ঘোষণা করা হয়। জেনারেল স্টেট অ্যাটর্নি জোসে লুইস রুইজের মতে একটি ময়নাতদন্ত চলছে এবং মামলাটি তদন্ত করা হচ্ছে।

2 years ago


Child: কুকীর্তির প্রত্যক্ষদর্শী! ৮ বছরের শিশুকে মায়ের প্রেমিকের ধর্ষণ করে খুন

পথের কাঁটা দূর করতে প্রথমে অপহরণ (Kidnapping)। তারপর ৮ বছরের শিশু (Girl) কন্যাকে ধর্ষণ (Rape) করে খুনের (Murder) অভিযোগ উঠল মায়ের প্রেমিকের বিরুদ্ধে। এই নৃশংস ঘটনার সাক্ষী থাকল দিল্লিবাসী (Delhi)। সোমবার অভিযুক্তকে গ্রেফতার (Arrested) করেছে পুলিস।

জানা গিয়েছে, অভিযুক্ত প্রেমিকের নাম রিজওয়ান আলিয়াস বাদশা। পেশায় মাংসবিক্রেতা। তিনি বিহারের বাসিন্দা। কাজের সূত্রে দিল্লিতে এসে বসবাস করছেন। মেয়েটির মায়ের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল অভিযুক্তের। মা এবং তাঁর প্রেমিককে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেছিল মেয়েটি। তাঁদের সম্পর্কের কথা যদি জানাজানি হয়ে যায়, সেকারণে ওই নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় অভিযুক্ত।

পুলিস সূত্রে খবর, গত ৪ অগাস্ট মধ্যরাতে শিশুটিকে যমুনা খাদারের জঙ্গল এলাকায় অপহরণ করে নিয়ে যান রিজওয়ান। তারপর ধর্ষণ করে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করেন। কেবল তা নয়, নাবালিকার মুখে ছুরি দিয়ে কাটাকুটিও করেন। এককথায়, নৃশংসতার জ্বলন্ত উদাহরণ।

নির্যাতিতার বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং বলেন, স্ত্রী ও চার সন্তানকে নিয়ে ঘুমোচ্ছিলেন তিনি। কিন্তু সকালবেলা উঠে তাঁর ৮ বছরের মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে দেন। কোথাও না পেয়ে পুলিসের দারস্থ হন। পুলিসের ৫০ জনের একটি দল তদন্ত শুরু করে। অবশেষে ১৮ অগাস্ট ঝোপের মধ্যে থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিস।

ময়নাতদন্তের পর জানা যায়, মেয়েটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে। উল্লেখ্য, সোমবার গ্রেফতারের পর অভিযুক্ত ঘটনার কথা নিজে স্বীকার করে নিয়েছেন। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

2 years ago
Child death: সরকারি হাসপাতালে বিনা চিকিৎসায় শিশু মৃত্যু? অভিযোগ দায়ের

সাত সকালেই বিনা চিকিৎসায় শিশু মৃত্যু (death) ঘিরে তোলপাড় শহর পুরুলিয়া (Purulia)। ঘটনায় মূহূর্তের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (hospital)। পরিবারের তরফ থেকে জানা যায়, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে সোমবার সকালে ভর্তি করা হয় বছর পাঁচের পুত্র সন্তানকে। এরপর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এই মর্মান্তিক মৃত্যু। 

জানা যায়, পুরুলিয়ার টামনা থানার কোটলোই গ্রামের বাসিন্দা রাজীব কুমার তাঁর ছেলে শিবম কুমারকে সোমবার ভর্তি করে। যন্ত্রনায় ছটফট করছিল তাঁর ছেলে। অভিযোগ, হাসপাতালে নেই সঠিক পরিষেবা। এমনকি পরিষেবার কথা জিজ্ঞাসা করা হলেও তোয়াক্কা না করার অভিযোগ তুলেছে পরিবার। বারবার চিকিৎসকের দাবি জানালেও কোনও চিকিৎসক আসেননি। অবশেষে বিনা চিকিৎসায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় ওই শিশুর। 

মৃত শিশুর পরিবার চিকিৎসা গাফলতি অভিযোগ তুলে পুরুলিয়া দেবেন মাহাতো গভমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ জানানো হয়। সাত সকালে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া পরিবার সহ এলাকায়। 

তবে এমন মর্মান্তিক ঘটনায় হাসপাতালে ছুটে আসেন স্থানীয় বিরোধী নেতৃত্বরা। তাঁদেরও এদিন সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরাতে দেখা যায়। 

2 years ago
Murshidabad: ফের ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু হল এক শিশুর, গুরুতর জখম বাবা ও মা

ফের মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জে (Samsherganj) ভয়াবহ পথ দুর্ঘটনা (Road Accident)। বাবা মায়ের সঙ্গে মামার বাড়ি থেকে বাইকে করে নিজ বাড়ি ফেরার পথে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু (Death) হল সাত বছরের এক শিশুর (Child)। জখম হয়েছেন ওই শিশুর বাবা এবং মা। রবিবার সন্ধ্যার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার মহব্বতপুর এলাকায়। পুলিস জানিয়েছে, মৃত শিশুর নাম সাগর শেখ(৭)। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিস।  উদ্ধার করে স্থানীয় হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়েছে বাবা ও মাকে।

জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা নাগাদ মামার বাড়ি সামশেরগঞ্জের মালঞ্চ থেকে বাইকে চেপে বাবা মায়ের সঙ্গে চশকাপুরে ফিরছিল ওই শিশু। সেসময় পল্টন ব্রিজের নীচ দিয়ে আসার সময় একটি ট্রাক্টরকে ওভারটেক করতে গিয়ে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। বাইকের সঙ্গে সংঘর্ষে ছিটকে পড়ে সাত বছরের ওই শিশু। তখনই ট্রাক্টরটি কার্যত তাকে পিষে দেয়। প্রাণে বাঁচলেও গুরুতর জখম হন ওই শিশুর বাবা মা। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।

এদিকে, অবৈধভাবে ট্রাক্টর চলাচলের ফলেই যখন তখন দুর্ঘটনা ঘটছে বলেই দাবি স্থানীয় বাসিন্দাদের। ট্রাক্টর চলাচল নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। ট্রাক্টর  নিয়ে পুলিসকে কড়া পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তাঁরা।

2 years ago


Maldaha: ঘুমন্ত ২ বছরের শিশুকে আছড়ে ফেলায় জেঠিমার বিরুদ্ধে খুনের পরিকল্পনার মামলা

নৃশংসতার সীমা পার মালদহে (Maldaha)। ঘুমন্ত দুই বছরের শিশুকে মেঝেতে আছড়ে ফেলেছিলেন খোদ নিজের জেঠিমা। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে নির্যাতিত শিশুর মা অপর্ণা বিশ্বাস অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে মালদহ থানার পুলিস (Police) গত শুক্রবার গ্রেফতার (arrest) করে অভিযুক্ত জেঠিমা শিবানী বিশ্বাসকে। শনিবার অভিযুক্ত ওই মহিলার বিরুদ্ধে ৩৭০ ধারা অর্থাৎ খুন (murder) করার পরিকল্পনার অভিযোগে কেস দায়ের করে মালদহ থানার পুলিস। এদিনই অভিযুক্ত মহিলাকে মালদহ জেলা আদালতে (court) পাঠানো হয়। 

অভিযুক্ত শিবানী বিশ্বাস ওই শিশুর উপরে সেদিন অত্যাচার করার কথা স্বীকার করে নেন। যদিও এর আগে কোনওদিন নির্যাতন করেনি তাকে এবং সেদিন যে তার কী হয়ে গিয়েছিল, তিনি নিজেও বুঝে উঠতে পারছেন না, এমনটাই জানালেন সাংবাদিকদের সামনে।

অন্যদিকে নির্যাতিত শিশুর মা অপর্ণা বিশ্বাসের অভিযোগ, দীর্ঘ এক বছর ধরে প্রতি শনিবার এবং মঙ্গলবার করে তাঁর শিশুকে একা পেয়ে নির্যাতন করত জেঠিমা। পাশাপাশি সেদিন মোবাইলে ক্যামেরাবন্দি করেন, ছেলেকে কীভাবে নির্যাতন করছে। তাই অভিযুক্ত ওই মহিলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।


2 years ago
Russia: দশ সন্তানের জননী হলেই বিরাট অঙ্কের অর্থলাভ

একদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia Ukraine War)। অন্যদিকে, করোনা সংক্রমণের (Covid 19) জেরে জনসংখ্যার (Population) ঘনত্ব কমে যাওয়া। পরিস্থিতি মোকাবিলায় অভিনব দাওয়াই। দশ সন্তানের (10 Child) জননী হলেই হাতে কড়কড়ে টাকা। 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Putin) রীতিমতো সরকারি নির্দেশনামা বের করে দিয়েছেন। অনেকেই বলছেন, এমন বেপরোয়া পদক্ষেপ আগে দেখা যায়নি। তাছাড়া এই ধরনের পরিকল্পনা আদৌ কি সফল হবে? কারণ, রাশিয়ায় এমনতেই সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকট তুঙ্গে। সেই জায়গায় দাঁড়িয়ে ওই অর্থ হাতে পাওয়ার জন্য দশটি সন্তানের জন্ম তো আগে দিতে হবে। কিন্তু তাদের খাওয়ার খরচ কীভাবে জুটবে? সরকারের এই নয়া ঘোষণা ঘিরে এখন জোর জল্পনা রাশিয়া জুড়ে। 

কিন্তু কত টাকা মিলবে। সরকারি ঘোষণা অনুযায়ী, মাদার হিরোইন নামের ওই প্রকল্পে এক লপ্তে মিলবে সাড়ে ১৩ হাজার পাউন্ড। রাশিয়ান কারেন্সিতে দশ লক্ষ রুবেল।

সরকারি সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের মার্চ থেকে রাশিয়ায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে সর্বোচ্চ সংখ্যায়। অন্যদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ৫০ হাজার সেনার। 

বোঝাই যাচ্ছে, জনসংখ্যার দ্রুত পতনে উদ্বিগ্ন সরকার। তারা চাইছে, সেখানকার মহিলারা আরও বেশি করে সন্তানের জন্ম দিন। দেশে এক একটি পরিবার আরও বড় আকারের হোক। তবে এক্ষেত্রে শর্ত রাখা হয়েছে একটিই। তা হল, দশম সন্তান জন্মের পর তার প্রথম জন্মদিনেই মিলবে ওই অর্থ এবং সেই সময় আগের নয় সন্তান জীবিত থাকতে হবে।

2 years ago