Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

by

Felu Da: ফের ফেলুদা, কে বেশি সাবলীল?

প্রসূন গুপ্ত: কোথায় আছে 'বাপ কা বেটা, সিপাই কা ঘোড়া - কুছ নেহি ফির ভি থোড়া থোড়া'। অর্থাৎ বাবার মতো ছেলে না হলেও কিছু গুণ তো এটা। এটা কি বিশ্বখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের ক্ষেত্রেও বলা যেতে পারে? তুলনা করা সর্বদা হয়তো ঠিক নয়, কিন্তু বিখ্যাত বাবা বা মায়ের ছেলে বা মেয়ের মধ্যে মানুষ সবসময়ে খুঁজে পেতে চায় পুরাতন প্রতিভাকে।

সত্যজিৎ রায় ছিলেন বহুমুখী প্রতিভার ব্যক্তিত্ব। তাঁর বাবা সুকুমার রায় এবং দাদু উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছিলেন চিরকালীন শিশু সাহিত্যিক। সত্যজিৎ রায়ের পুত্র সন্দীপ রায়ও চিত্র পরিচালনাতে হাত দিয়েছিলেন পিতার জীবদ্দশায়। আজও চালিয়ে যাচ্ছেন। তবে একটি বিষয় পরিষ্কার সন্দীপ বহুমুখী প্রতিভার অধিকারী নন। সিনেমার ক্ষেত্রেও ওই একই কথা প্রযোজ্য। তিনি দীর্ঘদিন ছবি পরিচালনা করছেন। গোটা তিন চারেক ছবি ছাড়া বাবার কাহিনী বা আবহ সংগীত নিয়েই তাঁকে কাজ করতে হচ্ছে।

সত্যজিৎ বিভিন্ন বিষয় ছবি করেছেন। বাস্তব জগতের কঠিন কাহিনী তুলে ধরে জগৎ বিখ্যাত হয়েছিলেন। মৃণাল সেন বলেছিলেন, এই মানুষের বিকল্প আগামীতে খুঁজে পাওয়া কঠিন। সত্যজিৎ ব্যোমকেশ এবং স্বরচিত ফেলুদা নিয়ে ছবি করেছেন। একটি ব্যোমকেশ, যাঁর চরিত্রে অভিনয়ে নিয়ে এসেছিলেন উত্তমকুমারকে। এরপর গত পনেরো /ষোলো বছরে বহু ব্যোমকেশ নিয়ে ছবি হয়েছে কিন্তু কোনোটাই সত্যজিৎ/উত্তমকে টপকে যেতে পারেনি। তেমনই ফেলুদা যে ভাবে সত্যজিৎ তৈরী করেছিলেন তাঁর পদাঙ্ক অনুসরণ করলেও সন্দীপ, সত্যজিৎকে পেরিয়ে যেতে পারেননি।

এমনটা বোধহয় আশা করাটাও অনুচিত। সত্যজিৎ দুটি ফেলুদাকে নিয়ে ছবি করেছিলেন। যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন ফেলুদা, জটায়ু ছিলেন সন্তোষ দত্ত। আর কেন ফেলুদা হচ্ছে না প্রশ্নের উত্তরে সত্যজিৎ জানিয়েছিলেন, সন্তোষ নেই ফেলুর ছবিতে, জটায়ু হবে কে? সন্দীপ! সন্দীপ ছাড়াও অন্য এক পরিচালক ফেলুদা নিয়ে ছবি করেছেন।

বহু অভিনেতা জটায়ুর চরিত্রে অভিনয় করেছেন কিন্তু কাউকেই উপযুক্ত মনে হয়নি। এবারেও সন্দীপ 'হত্যাপুরী' নাম যে ছবিটি করলেন তাতে জটায়ুর ভূমিকায় ছিলেন অরিজিৎ গুহ। অত্যন্ত খারাপ লেগেছে জটায়ু। জটায়ু অত মোটা ছিলেন না, তাছাড়া তাঁর মধ্যে যে সরলতা ছিল তাও উধাও অরিজিতের মধ্যে।

একই কথা ফেলুদার চরিত্র নিয়েও। কখনও সব্যসাচী চক্রবর্তী কখনও অন্য কেউ যেমন এবারে ইন্দ্রনীল সেনগুপ্ত , কেউই সৌমিত্রকে ছুঁতে পারেননি। সব্যসাচী কাছাকাছি গেছেন মাত্র অন্যরা তাও নন। পিতার গল্প নিয়ে আর কত সন্দীপ? এবারে নিজস্বতা আসুক।

one year ago
Aindrila: ফের হৃদরোগে আক্রান্ত ঐন্দ্রিলা শর্মা, এখন কী অবস্থা অভিনেত্রীর?

এক সপ্তাহে দ্বিতীয়বার হৃদরোগে আক্রান্ত হলেন ঐন্দ্রিলা শর্মা। তবে এই মুহূর্তে অবস্থা স্থিতিশীল, এদিন জানাল হাসপাতাল। গত কয়েকদিন ধরেই অভিনেত্রীর শারীরিক অবস্থা সঙ্কটজনক, চলতি সপ্তাহে বেড়েছে তাঁর সংক্রমণ মাত্রাও। শনিবার ফের একবার ‘মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট’-র খবরে উদ্বেগে ঐন্দ্রিলার অনুরাগীরা।

এদিকে, শুক্রবার রাতে ঐন্দ্রিলার শারীরিক অবস্থা সম্বন্ধীয় একটি বড় ফেসবুক পোস্ট করেন  সব্যসাচী চৌধুরী। সেখানে যেমন ঐন্দ্রিলার শারীরিক অবস্থা নিয়ে ঘুরিয়ে সামাজিক মাধ্যমের ভূমিকার সমালোচনা করা হয়েছে, তেমনভাবেই অভিনেত্রীর লড়াইয়ের কাহিনী লেখা হয়েছিল। এদিকে, চলতি মাসের প্রথম থেকেই স্ট্রোকে আক্রান্ত হয়ে হাওড়ার এক হাসাপাতলে চিকিৎসাধীন ঐন্দ্রিলা শর্মা, রয়েছেন ভেন্টিলেশনে। মাঝে একসপ্তাহ তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছিল।

কিন্তু চলতি সপ্তাহেই ফের সংক্রমণ বাড়ায় উদ্বেগ বেড়েছে চিকিৎসকদের। বদলানো হয়েছে অ্যান্টিবায়োটিক। এই অবস্থাতেও লড়ে যাচ্ছেন ফাইটার ঐন্দ্রিলা। আর তাঁর সুস্থ হয়ে ফিরে আসার অপেক্ষায় গোটা বাংলা।

one year ago
Aindrila: জ্বর-সংক্রমণ নিয়ে চিন্তা চিকিৎসকদের, মিরাকেল চান সব্যসাচী! কেমন আছেন ঐন্দ্রিলা

গত সপ্তাহে সুখবর দিয়েছিলেন বন্ধু সব্যসাচী চৌধুরী। কিন্তু সপ্তাহ ঘুরতেই বদলে গেল চিত্র। ফের আশঙ্কাজনক অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma Health)। সুস্থ হতে নিজের সঙ্গে অমানবিক যুদ্ধ করা অভিনেত্রীর সুস্থতায় মিরাকেল চেয়ে ফেসবুকে পোস্ট করেন সেই সব্যসাচীই (Sabysachi Chowdhury)। জানা গিয়েছে, এখনও শারীরিক অবস্থার উন্নতি হয়নি ঐন্দ্রিলার ( Bengali TV Actress) সাড় নেই, জ্বর আছে অল্প। ইতিমধ্যে বন্ধু এবং সতীর্থর আরোগ্য কামনায় ফেসবুকে পোস্ট অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়, জিতু কামাল-সহ ছোট এবং বড় পর্দার অভিনেতা-অভিনেত্রীদের।

হাওড়ার যে হাসপাতালে ভর্তি অভিনেত্রী, সেই হাসপাতাল সূত্রে খবর, জ্বর ভাবাচ্ছে চিকিৎসকদের। শরীরে সংক্রমণ আছে মানে জ্বর আসছে। পালটানো হয়েছে অ্যান্টিবায়োটিক কোর্স। বয়স যেহেতু অল্প তাই লড়তে পারছেন তিনি। এখনও সি-প্যাপ সাপোর্টেই অজ্ঞান রয়েছেন ঐন্দ্রিলা। সংক্রমণের মাত্রার উপর কড়া নজর রেখেছেন চিকিৎসকরা।


এ প্রসঙ্গে উল্লেখ্য সোমবার একটা নাতিদীর্ঘ ফেসবুক পোস্ট করেন ঐন্দ্রিলার বন্ধু সব্যসাচী।  তিনি লেখেন, 'কোনওদিন এটা এখানে লিখবো ভাবিনি, আজ লিখলাম।  

ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করুন। Pray for a miracle. Pray for supernatural. She is fighting against all odds, beyond human.' এদিকে, সব্যসাচী এবং ঐন্দ্রিলার পাশে থাকতে নিজের ফেসবুক প্রোফাইল ছবি বদলেছেন অভিনেতা জিতু কামাল। বামাক্ষ্যাপা ধারাবাহিকের একটি ছবি দিয়ে তিনি লেখেন, ঈশ্বরকেও কখনো কখনো মনে করিয়ে দেওয়া প্রয়োজন...

যে এই ছেলেটির নাম সব্য...।'

ঐন্দ্রিলার দীর্ঘদিনের বন্ধু বিক্রম চট্টোপাধ্যায়ও দ্রুত আরোগ্য কামনায় ফেসবুকে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, 'ভালবাসা এবং প্রার্থনা। দ্রুত সুস্থ হয়ে ফিরে এসো।' 

one year ago


Update: ৬ দিন পর ভেন্টিলেশনের বাইরে ঐন্দ্রিলা, স্বাভাবিক রক্তচাপ-অক্সিজেন

৬ দিনের লড়াইয়ের পর ভেন্টিলেশনের বাইরে এলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। গত মঙ্গলবার থেকে স্ট্রোকের (Brain Stroke) কারণে তাকে কৃত্রিম শ্বাসযন্ত্রে (Ventilation) রাখা হয়েছিল। কিন্তু এই মুহূর্তে সেই প্রয়োজন ফুরিয়েছে, তাই জেনারেল বেডে আনা হয়েছে অভিনেত্রীকে। তবে এখনও পুরোপুরি জ্ঞান ফেরেনি ঐন্দ্রিলার। সোমবার জানান অভিনেত্রীর বন্ধু সব্যসাচী চৌধুরী।

জানা গিয়েছে, ঐন্দ্রিলার রক্তচাপ, অক্সিজেন মাত্রা স্বাভাবিক। স্নায়ুও সক্রিয়, ক্রমেই ঘুম পাতলা হয়ে আসছে অভিনেত্রীর। সোমবার সুখবর দিয়েছিল হাসপাতাল। মঙ্গলবার সেই খবর নিশ্চিত করলেন সব্যসাচী। সোমবার সন্ধ্যায় ফেসবুকে সব্য‌সাচী লেখেন, 'হাসপাতালে ছয় দিন পূর্ণ হলো আজ, ঐন্দ্রিলার এখনও পুরোপুরি জ্ঞান ফেরেনি। তবে ভেন্টিলেশন থেকে বেরিয়ে আসতে পেরেছে, শ্বাসক্রিয়া আগের থেকে অনেকটাই স্বাভাবিক হয়েছে, রক্তচাপও মোটামুটি স্বাভাবিক। জ্বর কমেছে।'

অভিনেত্রীর আরোগ্য কামনায় মঙ্গলবার থেকেই মজে নেট নাগরিক থেকে অনুগামীরা। ফ্রুত সুস্থ হয়ে ফের শুটিং ফ্লোরে ফিরুক ঐন্দ্রিলা। এমনটাই চেয়েছেন তাঁর সহকর্মীরা। দিন কয়েক আগেও সব্যসাচী ফেসবুকে লিখেছিলেন, 'ওকে নিজের হাতে ভর্তি করিয়েছি, নিজের হাতেই ফিরিয়ে আনব।' অনেকে আবার বলছেন সব্যসাচীর এই সঙ্কল্পের ফলই মিলেছে মঙ্গলবার।

2 years ago
Alia Bhatt: রণবীর-আলিয়ার লক্ষী লাভ, খুশির হাওয়া কাপুর পরিবারে

বলিউডের অন্দরে ফের বড় সু-সংবাদ! রবিবারে ছোট্ট লক্ষীর আগমনের আনন্দে ভরে গেল কাপুর পরিবার। শনিবার থেকেই গুঞ্জন উঠেছিল তাহলে কি খুব শীঘ্রই আসতে চলেছে সুখবর? আর সেই মতোই রবিবার সকালে কন্যা সন্তানের জন্ম দিলেন আলিয়া ভাট (Alia Bhatt)। মুম্বইয়ের গিরগাঁওয়ের বিলাসবহুল এইচ এন রিলায়েন্স হাসপাতালে কাপুর খানদানের নতুন সদস্যকে পৃথিবীর আলো দেখালেন আলিয়া। জানা গিয়েছে এদিন রণবীরের (Ranbir Kapoor) সঙ্গেই বৌমার সঙ্গে ছিলেন ঋষি-পত্নী নিতু (Nitu Singh) সিং। সেই সঙ্গে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই হাসপাতালে উপস্থিত হন আলিয়ার মা সোনি রাজদান, দিদি শাহিন ভাট।

এদিন সকাল সকাল এইচ এন রিলায়েন্স হাসপাতালে এসে ঢোকে রণবীরের কালো সুপার সিডান গাড়ি। আর তারপর থেকেই জল্পনা আরও জোরদার হয়। অবশেষে রণলিয়ার কোল আলো করে 'ম্যাজিকাল গার্ল'এর আগমন হতেই শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে। একদিকে যেখানে তাবড় সেলেব্রিটিরা শুভেচ্ছা জানিয়েছেন, অন্যদিকে সবকিছু শুভকামনা করেছেন ভক্তরাও।

হাসপাতাল সূত্রে খবর, নর্মাল ডেলিভারি হয়েছে আলিয়ার। এবং মা এবং সন্তান দুজনেই ভালো আছে। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় রণবীর এবং আলিয়া মেয়ের নাম নিয়ে জোরদার আলোচনা শুরু হয়েছে।

2 years ago


Shiv Sena: মুম্বইয়ে আসন্ন বিধানসভা উপনির্বাচনে কোন প্রতীকে লড়বে শিন্ডে শিবির এবং উদ্ধব শিবির?

শিবসেনা (Shiv Sena) ভেঙেছে। শাসক শিবির ছেড়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মহারাষ্ট্রে (Maharashtra) সরকার গড়েছে একনাথ শিন্ডে (Eknath Shinde) শিবির। তারপর থেকে শিবসেনার দখল কার হাতে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আদালত পর্যন্ত ছুটেছে উদ্ধব (Uddhav Thackrey) গোষ্ঠী এবং শিন্ডে গোষ্ঠী। সেই এক্তিয়ার ঠিক করার ভার নির্বাচন কমিশনের হাতে ছেড়েছে দেশের শীর্ষ আদালত। সেই মোতাবেক একনাথ শিন্ডে শিবির এবং উদ্ধব ঠাকরে শিবির, শিবসেনার দুই বিবাদমান গোষ্ঠীকেই নির্বাচনী প্রতীক ব্যবহারে ছাড়পত্র দিয়েছে নির্বাচন কমিশন। ৩ নভেম্বর আন্ধেরি পূর্ব বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। সেই ভোটে একনাথ শিন্ডে গোষ্ঠী ঢাল-তরোয়াল প্রতীকে লড়বে। এমনটাই জানিয়েছে কমিশন। 

পাশাপাশি ওই ভোটে উদ্ধব শিবির মশাল প্রতীক ব্যবহার করতে পারবে। সোমবার ঘোষণা করেছিল কমিশন। সেই সঙ্গে দুই শিবিরের দলের নামও চূড়ান্ত করে দিয়েছে নির্বাচন কমিশন। উপনির্বাচনে উদ্ধব গোষ্ঠীর দলের নাম শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে)। শিন্ডে শিবিরের নাম হবে বালাসাহেবঞ্চি শিবসেনা।

2 years ago
Ruby: নির্বিঘ্নে কবি সুভাষ-রুবি মোড় মেট্রোর ট্রায়াল রান, বছর শেষের আগেই যাত্রী বহনের সম্ভাবনা

নিউ গড়িয়া-রুবি মোড় (New Garia-Ruby More) অর্থাৎ কবি সুভাষ-হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত মেট্রোর ট্রায়াল রান (Metro Trial Run)। শনিবার এই রুটে একটি নন-এসি রেক চালায় কলকাতা মেট্রো (Kolkata Metro)। রীতিমতো ফুল-বেলুনে সাজানো এই ট্রেন ৬ কিমি পথে পাঁচটি স্টেশন পার করে। এই রুটে মেট্রো পরিষেবা চালুর দায়িত্বপ্রাপ্ত সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL) জানিয়েছে, সব কিছু ঠিক ভাবে চললে চলতি বছর শেষেই যাত্রীদের জন্য এই রুটে মেট্রো চালানো সম্ভব হবে।

কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় বা রুবি মোড় পর্যন্ত রুটে পাঁচটি স্টেশন-- কবি সুভাষ, সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী, কবি সুকান্ত এবং হেমন্ত মুখোপাধ্যায়। তবে এদিন রানের শুরুতেই বিপত্তি বাড়ায় ট্রায়াল রেকটি। স্টেশন ছাড়ার কিছু সময় পরেই তীব্র শব্দ করে থেমে যায়। মেট্রোর ইঞ্জিনিয়াররা রিস্থিতি পর্যালোচনা করে লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করেন। তাঁরা জানান, যান্ত্রিক গোলযোগেই এমন ঘটেছে। তবে এই সমস্ত ত্রুটি খুব দ্রুত মেরামত করেই যাত্রীদের এই পরিষেবা চালু করে দেওয়া হবে। সেই গোলযোগ সারিয়ে প্রায় ৬ কিমি রাস্তা নির্বিঘ্নেই পৌঁছয় মেট্রো।

2 years ago
Accident: যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক মাসের শিশুর মৃত্যু, গুরুতর আহত ৮

মর্মান্তিক দুর্ঘটনা (Accident)। যাত্রীবাহী বাস (Bus) ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু (Death) হয় এক মাসের শিশুর (Child)। গুরুতর আহত হয়েছেন  ৮ জন। খড়িবাড়ি কলাবাড়ির ৩২৭ নম্বর জাতীয় সড়কে এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে।

জানা গিয়েছে, খড়িবাড়ি থেকে একটি যাত্রীবাহী বাস শিলিগুড়ির দিকে যাচ্ছিল। উল্টো দিকে থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে মুখোমুখি সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে বাসটির সামনের অংশ একেবারে দুমড়েমুচড়ে যায়। স্থানীয়রা ঘটনাস্থলে এসে আশঙ্কাজনক অবস্থায় চালক ও একটি একমাসের শিশুসহ আহতদের উদ্ধার করে খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে পাঠায়। ৮জন আহতের মধ্যে চালকসহ মোট তিনজনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। দুজন আহত খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছে। মৃত্যু হয় এক মাসের শিশুটির। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিসবাহিনী।

উল্লেখ্য, একইদিনে ১৬ নম্বর জাতীয় সড়ক বাগনান আমতা মোড়ে স্করপিও গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ১০ চাকা লরির। ঘটনায় আহত হন ৫ জন। যাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে এলাকার মানুষ ও বাগনান থানার পুলিস স্করপিওতে থাকা ৫ জনকে উদ্ধার করেন। আহতদের প্রথমে বাগনান গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। এরপর সেখান থেকে আশঙ্কাজনক ২ জনকে উলুবেড়িয়া হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

পুলিস সূত্রে জানা গিয়েছে, খড়গপুরমুখী লেন দিয়ে একটি স্করপিও গাড়ি যাওয়ার সময় বাগনান আমতা ১৬ নম্বর জাতীয় সড়কের মোড়ে একটি বাইক হঠাৎ রাস্তার উপর চলে আসে। তাকে বাঁচাতেই স্করপিও গাড়িটি ডানদিকে টার্ন নেয়। সেই সময় পিছনে আসা একটি ডাম্পার গাড়ি তাকে ধাক্কা মারে। তার পিছনে আরেকটি প্রাইভেট গাড়ি এসে ধাক্কা মারে। ঘটনাস্থলে স্করপিও গাড়িটি কলকাতা মুখী লেনে চলে এলে কলকাতা মুখী লেনে আসা একটি ১০ চাকার লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে।

2 years ago


Ekta: খান ত্রয়ী নয়, বরং একতা কাপুর বলিউডের এই সুপারস্টারের সঙ্গে কাজ করতে চেয়েছেন, কে জানেন

তিন জনপ্রিয় ‘খান'-এর সঙ্গে কাজ করা বলিউডের বহু পরিচালকের কাছেই স্বপ্ন বলে মনে হতে পারে। কিন্তু একতা কাপুর বড় কিংবা ছোটপর্দার প্রযোযক হিসাবে খুবই জনপ্রিয়। তিনি চাইতেন অমিতাভকে নিয়ে সিনেমা করবেন। তাই গুডবাই সিনেমায় তাঁর এই স্বপ্নপূরন।

মঙ্গলবার শুভমুক্তি পেয়েছে 'গুডবাই' ছবির ট্রেলর। এই অনুষ্ঠানে একতা অমিতাভের প্রতি তাঁর ভাল লাগার কথা জানিয়েছেন। বলিউডের শাহেনশা বিগ বি। যে দিন থেকে তিনি সিনেমা প্রযোয়না শুরু করেন, সেদিন থেকেই একতা বিগ বি-কে নিয়ে কাজের স্বপ্ন দেখেন। এতদিনে পূর্ন হল তার এই আশা।

একতার প্রযোজনায় ‘গুডবাই’ ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নীনা গুপ্তা এবং রশ্মিকা মন্দানা। তামিলের ছবি ‘পুষ্পা’য় রশ্মিকার অভিনয় জনপ্রিয়তা পেয়েছে বিভিন্ন মহলে। ভারতীয় সিনেমাপ্রেমীরা দক্ষিণের এই অভিনেত্রীকে এক ডাকে চেনে। বলিউডের শাহেনশা বিগ বি-র সঙ্গে অভিনয় করতে পেরে খুব খুশি।

এই অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন আমিতাভ বচ্চন। ‘গুডবাই’-এর ট্রেলর লঞ্চের অনুষ্ঠানে অমিতাভের সামনেই একতা বলেন, 'বাবা জিতেন্দ্রর সঙ্গে তিনি বচ্চন বাড়ি যেতেন। অমিতজির বাড়িতে যখন যেতেন, তখন ওনার দিকে হাঁ করে তাকিয়ে থাকতেন জিতেন্দত কন্যা।' তারপরেই একতা ছোটবেলার সেই ভালো লাগার পাত্রর সঙ্গে কাজ করছেন একতা কাপুর। এই অভিজ্ঞতা তিনি সারাজীবনেও ভুলবেন না।

2 years ago
Tamil Nadu: প্রেম, সন্তান প্রসব এবং সদ্যোজাতকে ঝোপে ফেলা আসা! চাঞ্চল্য তামিলনাড়ুর গার্লস স্কুলে

নৃশংস, ভয়ানক এই শব্দগুলিও কম এই ঘটনার ক্ষেত্রে। একাদশ শ্রেণির ছাত্রীর সঙ্গে দশম শ্রেণির ছাত্রের প্রেম (Love Relation), সেখান থেকে তৈরি শারীরিক সম্পর্ক। যার জেরে অন্তঃসত্ত্বা (Pregnent) হয়ে পড়েন ওই ছাত্রী। এরপর স্কুলের রেস্টরুমে মধ্যেই জন্ম দেন সন্তানের। সবচেয়ে আশ্চর্যের বিষয়, জন্মানোর পরই নবজাতককে(baby) ফেলে আসেন স্কুল ঝোপে। চাঞ্চল্যকর এই ঘটনাটি তামিলনাড়ুর (TamilNadu) কাড্ডালোর জেলার এক বালিকা হাইস্কুলের। ঘটনায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে এলাকায়।

জানা গিয়েছে, ওই ছাত্রীর পরিবারের লোক এবং বন্ধুদের থেকে এ কথা লুকিয়ে গিয়েছিলেন। কিন্তু ঝোপের মধ্যে ওই সদ্যজাতকে দেখতে পান স্কুলেরই এক ছাত্রী। এরপর স্কুলের সহকারী প্রধান শিক্ষককে সে কথা জানান। এরপরই তড়িঘড়ি স্কুল কর্তৃপক্ষ খবর দেন পুলিসে।

পুলিস এসে ঘটনার তদন্ত করতেই বেরিয়ে আসে আসল সত্য। প্রথমে উদ্ধার করে নবজাতকের মৃতদেহ। পুলিসের সন্দেহ যায় স্কুলের ছাত্রীদের উপরই। সমস্ত ছাত্রীদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিস। তখনই একাদশ শ্রেণির ওই ছাত্রী স্বীকার করে নেয় সন্তান জন্মের কথা।

জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, তাঁর প্রেমিকের সঙ্গে শারীরিক সম্পর্কের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন তিনি। তাঁর প্রেমিক একটি বেসরকারি স্কুলে দশম শ্রেণির ছাত্র। এর পরই ওই ছাত্রকে আটক করে পুলিস। তাকে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির করা হয়েছিল। এবং পর্যবেক্ষণ হোমে রাখা হয়েছে তাকে। ওই ছাত্রীকে চিকিৎসার জন্য কামারাজ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিস জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারা এবং পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে ব্যাপক শোরগোল পড়েছিল তামিলনাড়ুর  গ্রামের ওই সরকারি স্কুলে।

2 years ago


Durand Cup: ডুরান্ড ডার্বিতে আত্মঘাতী গোল, পরপর ছ'বার মোহনবাগানের কাছে হার ইস্টবেঙ্গলের

পরপর ছ'বার বড় ম্যাচ মোহনবাগানের কাছে হারের মুখ দেখল ইস্টবেঙ্গল। যদিও রবিবারের ডুরান্ড কাপ ডার্বিতে গোটা নব্বই মিনিট ভালো খেলেছে ইস্টবেঙ্গল। কিন্তু প্রথমার্ধের এক্সট্রা টাইমে ইস্টবেঙ্গলের সুমিত পাসির আত্মঘাতী গোলই বিপদ বাড়ায় লাল-হলুদ ব্রিগেডের। এদিন ৯০ মিনিট শেষে মোহনবাগানের পক্ষে ফল ১-০।

এই যুবভারতীতেই বছর তিনেক আগে শেষ ডার্বিতেও হারতে হয়েছিল লাল-হলুদ শিবিরকে। সেই ডার্বির পর গঙ্গা দিয়ে অনেক জল বইয়েছে। আইএসএল-এ মুখোমুখি হয়েছে এই দুই চির প্রতিদ্বন্দ্বী। কিন্তু ফল গিয়েছে মোহনবাগানের পক্ষেই। তবে এদিন ইস্টবেঙ্গলের খেলা দেখে কিছুটা হারের জ্বালা জুড়িয়েছে সমর্থকদের। অন্তত বল পজেশন থেকে গোল শটে মোহনবাগানের থেকে অনেকটাই এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। একাধিবার মোহনবাগানের গোলের কাছে ইস্টবেঙ্গলের আক্রমণ চলে গেলেও তিন কাঠি পার করতে পারেননি ইভান গঞ্জালেজরা।

রবিবার ইমামি ইস্টবেঙ্গলের অভিজ্ঞ কোচ স্টিভন কনস্ট্যান্টাইন দল গঠনে চমক দিয়েছিলেন। প্রথমার্ধে কারালাম্বোস কিরিয়াকু, ইভান গঞ্জালেজ, আলেক্স লিমা এবং এলিয়ান্দ্রো, এই চার বিদেশিকে দলে রেখেছিলেন তিনি।  অপরদিকে, এটিকে মোহনবাগানের চার বিদেশি ছিলেন এফ পোগবা, জনি কাউকো, কার্ল ম্যাকহিউ এবং হুগো বুমোস। যদিও প্রথমার্ধে কিছু সময় ম্যাচে দাপট ছিল মোহনবাগানের। শুরু থেকেই আক্রমণের রাস্তায় হাঁটলেও ভাঙতে পারেনি ইস্টবেঙ্গল ডিফেন্স। ফুটবল সমালোচকরা বলছেন, এই অতিরিক্ত রক্ষণই কাল হয়েছে লাল-হলুদ শিবিরের। প্রথম ৪৫ মিনিট প্রত্যাশা জাগিয়েও অউন গোলে পিছিয়ে থেকেই খেলা শেষ করে লাল-হলুদ।

2 years ago
Super Sunday: সুপার সানডে, ছুটির রবিবারের ৫ ঘণ্টা শুধুই ফুটবল ডার্বি এবং ইন্ডিয়া-পাকিস্তানময়

প্রসূন গুপ্ত: রবির সকালটা দিয়ে বোঝাই যাচ্ছে না দিনটি কেমন যাবে। একবার ঝিরঝিরে বৃষ্টি আবার ফের রোদ, ফলে দিনটি কেমন যাবে বোঝা দায়। রবিবার কিন্তু দমবন্ধ হওয়া খেলার দিন। একদিকে মোহনবাগান-ইস্টবেঙ্গল। অন্যদিকে দুবাইতে এশিয়া কাপে ভারত পাকিস্তান মুখোমুখি। দু'দিকেই চিরশত্রুরা আজ ময়দানে, তাদের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। যদিও ডার্বি মানে বাঙালির আলাদা আবেগ আর ইন্ডিয়া-পাকিস্তান ম্যাচ মানে জাতীয়তাবাদ আবেগ।

এদিকে আজ, ২৮ অগাস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। তৃণমূল এবং কংগ্রেস দু'দলই দিনটি পালন করে। তবে একসময়ে যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র পরিষদের সম্পাদক ছিলেন তাই নতুন দল গড়ার পরেও এই দিনটি তাঁর দলও পালন করে। কংগ্রেস অফিসে আজ ছাত্র পরিষদের পতাকা উত্তোলন হয়েছে, এক সময়ে মহাজাতি সদনে কংগ্রেস পালন করতো দিনটি। অন্যদিকে মমতা করতেন মেয়ো রোডে। 

আজ রবিবার, ফলে আগামীকাল তৃণমূল পালন করবে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস।  শহরে বিভিন্ন প্রান্তে দলীয় পতাকা দেখা যাচ্ছে তাদের। কিন্তু এসব ছাপিয়ে গিয়েছে লালহলুদ আর সবুজ মেরুন পতাকা। ধ্বজা উড়ছে শহর কলকাতা থেকে মফস্সল হয়ে গ্রামেও। আবার জাতীয় পতাকাও পতপত করে উড়ছে সারা রাজ্যে। জিততেই হবে চ্যালেঞ্জ রয়েছে দু'দিকেই।

যুবভারতীতে বহুদিন বাদে ডার্বি। শেষ ডার্বিতে আই লিগের প্রথম ম্যাচে মোহনবাগান জিতেছিল ২-১ গোলে করোনার কারণে দ্বিতীয় লিগ হয়নি। এ ছাড়াও আইএসএলে মোহনবাগান পর্যদস্তু করেছে ইস্টবেঙ্গলকে। এরফলে লালহলুদের তাগিদ থাকবে জেতার। কিন্তু সব দিক বিচার করে কিছুটা এগিয়ে ফের এটিকে মোহনবাগানই। ইমামির সঙ্গে গাঁটছড়া বাঁধলেও দল গুছিয়ে উঠতে পারেনি লাল-হলুদ। এবার লড়াই ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে। লিগ পর্যায়ের খেলতে দু'দলই খুব খারাপ খেলেছে সুতরাং আজকের ম্যাচে যেই জিতুক না কেন সামনের হার্ডলে অনেক কঠিন খেলা।

অন্যদিকে দুবাইতে এশিয়া কাপের ম্যাচে ভারত জিততে মরিয়া। দলনায়ক রোহিত শর্মার হাতে অস্ত্র অনেক আবার চিন্তা ফর্মহীন বিরাটকে নিয়েও। অন্যদিকে এই মুহূর্তে পাকিস্তানের বাবর আজম বিশ্বের অন্যতম সেরা, দলটাও চনমন করছে ফলে সেরাটাই দিতে হবে ভারতকে।

2 years ago
Derby: ডার্বির আঁচে গা সেঁকছে বাঙালি, ময়দানে ফিরল টিকিটের জন্য হাহাকার

প্রসূন গুপ্ত: আগামিকাল অর্থাৎ রবিবার বাজারে যে আর পার্থ অনুব্রত থাকছে না, তা হলফ করে এখনই বলে দেওয়া যায়। অনেকদিন বাদে কলকাতা বিশেষ করে যুবভারতীতে ফের ইস্টবেঙ্গল-মোহনবাগান মুখোমুখি হচ্ছে। তবে এই দল এখন শুধু নিজেদের নাম নিয়েই চলছে না। গায়ে লেগেছে কর্পোরেট তকমা। একটি ইমামি ইস্টবেঙ্গল, অন্যটি এটিকে মোহনবাগান। এই নাম নিয়েও বিস্তর বিতর্ক। মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে আপাতত ইস্টবেঙ্গল  বাণিজ্যিক সাপোর্ট রয়েছে। অন্যদিকে দীর্ঘদিন ধরে সুপ্রাচীন ঐতিহ্যের মোহনবাগান ক্লাবের নামের আগে এটিকে বসায় প্রবল প্রতিবাদ।

ক্লাব সমর্থকরা ঐতিহ্যবাহী মোহনবাগান নামের আগে কিছু নাম থাক চাইছেন না। হয়তো এবারে সমাধানের পথ খুঁজতে চলেছে ক্লাব ম্যানেজমেন্ট। সেই দায়িত্ব নিয়েছেন স্বয়ং সঞ্জীব গোয়েঙ্কা। হয়তো এটিকে নাম বদলে মোহনবাগান এসজি হতে চলেছে। তবে এখনই  নাম পরিবর্তন নয়, কিছু আইনি জটিলতা কাটিয়ে নাম পরিবর্তন হবে।

নাম ধাম পরের কথা, এখন প্রশ্ন একটাই, এটিকে নিজের নামে দু'বার আইএসএল জিতেছে। কিন্তু এটিকের সঙ্গে মোহনবাগান জুড়ে যাওয়ায় শতাব্দীপ্রাচীন ক্লাবের দেরাজে কোনও জাতীয় ট্রফি নেই। যদিও তারা আইএসএল-র মতো বড় টুর্নামেন্টে রানার্স হয়েছে। কিন্তু ট্রফি কোথায়। অন্যদিকে তথৈবচ ইস্টবেঙ্গল। শতাব্দীপ্রাচীন এই ক্লাবেরও আইএসএল পারফরম্যান্স তথৈবচ। কলকাতা ক্লাব ফুটবলের এত দৈন্যদশা এর আগে ১৯৭৯-তে একবার দেখা গিয়েছিল। তারপর বর্তমানে এই অবস্থা। আগের দিনে নামধাম স্পনসর নিয়ে দুই দলের সমর্থকরা মাথা ঘামাতো না। তারা চাইতো ডুরান্ড, রোভার্স, কলকাতা লিগের ট্রফি আসুক ঘরে। কিন্তু সে সব দিন গিয়েছে।

আজকের দর্শকরা বিশ্বকাপ থেকে বিদেশি ফুটবল দেখছে নিয়মিত। জাতীয় বা আন্তর্জাতিক টার্ফে প্রিয় দল বা ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করবে। এটাই এখন বড় প্রত্যাশা ফুটবলপ্রেমী বাঙালির কাছে। ডুরান্ড কাপ কে পাবে তা নিয়ে ভাবনা নেই সমর্থকদের। কিন্তু অনেকদিন বাদে রবিবারের ডার্বি নিয়ে জল্পনা উত্তেজনা তুঙ্গে। অন্যদিকে টিকিটের জন্যও হাহাকার। যুবভারতীতে ১ লক্ষর বেশি দর্শক প্রবেশ করতে পারে। কিন্তু আগামীকালের ম্যাচে কিছু টিকিট দেওয়া হচ্ছে দর্শকদের। বেশি টিকিট বিক্রি হয়েছে অনলাইন আর বেশ কিছু ফ্রি টিকিট। এই ভাবেই রবিবারের যুবভারতী জমজমাট হবে বলাইবাহুল্য।

2 years ago


Vote result: আসানসোল ও বনগাঁ উপনির্বাচনে জয়ী তৃণমূল, উল্লাস ঘাসফুল শিবিরে

আসানসোল ও বনগাঁ উপনির্বাচনে জয়ী তৃণমূল(tmc)। বনগাঁ ১৪ নং ওয়ার্ডে উপনির্বাচনে(by election) জয়ী তৃণমূল প্রার্থী পাপাই রাহা । দ্বিতীয় স্থানে বিজেপি । আসানসোল ৬ নং ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায় । দ্বিতীয় স্থানে বাম প্রার্থী।

প্রসঙ্গত, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(tmc suprimo Mamata Banerjee)  আগেই তাঁকে আসানসোল পুরসভার মেয়র হিসেবে ঘোষণা করেছেন। নাম ঘোষণার সময় তিনি তখন ছিলেন বারাবণির বিধায়ক(MLA)। নিয়ম অনুযায়ী আসানসোল পুরসভার মেয়র হতে হলে তাঁকে কাউন্সিলর হিসেবে ভোটে জিততে হত। ছ’মাসের মধ্যে জিতে আসতে হত। আর ঠিক ছ’মাসের মাথায় গত ২১ আগস্ট আসানসোল পুরসভার উপনির্বাচন হয়। আসানসোলে সেই ওয়ার্ডেই বড় ব্যবধানে জিতলেন বিধান উপাধ্যায়। ৫ হাজার ৪৭৭ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়। বুধবারের গণনার পর জানা গিয়েছে, প্রাপ্ত ভোটের নিরিখে বিধানের পরেই রয়েছেন সিপিএম প্রার্থী শুভাশিস মণ্ডল। তৃতীয় স্থানে রয়েছেন বিজেপির শ্রীদিব চক্রবর্তী। এই জয় মানুষের জয় বললেন জয়ী তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়।

বনগাঁ ১৪ নং ওয়ার্ডে উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী পাপাই রাহা । নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী অরূপ পালের থেকে ২ হাজার ১১৮ ভোটের ব্যবধানে জয়ী হন। স্বভাবতই আবিরে উল্লাস তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। তৃতীয় স্থানে রয়েছে সিপিএমের ধৃতিমান। উল্লেখ্য, গত পুরসভা ভোটে এই ওয়ার্ডে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী দিলীপ দাস। শপথ গ্রহণের আগেই মৃত্যু হয় তাঁর। তাই উপনির্বাচন।


2 years ago
Bongaon: বনগাঁয় পুরসভার উপনির্বাচনে বিজেপি বিধায়ককে মারধরের অভিযোগ, সরগরম এলাকা

আজ পুরসভার উপ নির্বাচন বেশ কিছু জায়গায়। তবে এই নির্বাচনকে ঘিরেই উত্তপ্ত বনগাঁ (Bonga)। বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারকে (BJP MLA Swapan Majumder) মারধর করার ছবি প্রকাশ্যে। স্বপন মজুমদারের কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকেও মারধর করার অভিযোগ। অভিযোগ, ঘটনাস্থলে উপস্থিত ছিল পুলিসবাহিনী (police)। ঘটনায় নেতৃত্ব দিতে দেখা যায় বনগাঁ পুরসভার তৃণমূল কাউন্সিলর নারায়ণ ঘোষকে।

অন্যদিকে, বনগাঁ ১৪ নম্বর ওয়ার্ডের উপর নির্বাচনে কবি কেশবলাল বিদ্যাপীঠের সামনে হঠাৎই উত্তেজনার সৃষ্টি হয়। পাপাই রাহা নামে তৃণমূল প্রার্থীর দাবি, বিজেপির পক্ষ থেকে বাইরের লোক নিয়ে আসা হয়েছে। এখানে এমএলএ এসেছেন, এমএলএ-র সঙ্গে আরও কিছু বাইরের লোক এসেছে ভোট করানোর জন্য, এমনটাই বলছেন তৃণমূল প্রার্থী। কিন্তু পাল্টা বিজেপি বিধায়ক অশোক কীর্তন বলেন, "আমি ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমি আসতেই পারি।"

সকাল থেকেই বেশ সরগরম হয়ে ওঠে এলাকা। তারপরেই কুইক রেস্পন্স টিম এসে পরিস্থিতি সামাল দেয়। যারা ভোটার একমাত্র তাদেরকেই ভোটদান কেন্দ্রের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। বাকিদের বুথ ও এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়। সব মিলিয়ে নির্বাচনকে ঘিরে উত্তপ্ত বনগাঁ।

2 years ago