Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

ayushmannkhurrana

Biopic: রণবীর নয়, বাংলার দাদার বায়োপিকে আয়ুষ্মান, প্রশিক্ষণ শুরু হবে শীঘ্রই

বাংলার 'মহারাজ' সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) জীবনী নিয়ে বায়োপিক (Biopic) তৈরী হবে, এই নিয়ে আলোচনা সেই কবে থেকে। কিন্তু মূল চরিত্রে কাকে দেখা যাবে তা নিয়ে দর্শকদের আলোচনার অন্ত ছিল না। পরিচালক এবং সৌরভ গাঙ্গুলি নাকি নিজেই এই চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে তৎপর ছিলেন। কানাঘুঁষো শোনা গিয়েছিল, অভিনেতা রণবীর কাপুর এই চরিত্রে অভিনয় করতে পারেন। তবে কলকাতায় ইডেনের মাঠে এসেই রণবীর পরিষ্কার করেন, এমন কোনও প্রস্তাব তাঁর কাছে যায়নি। এখন শোনা যাচ্ছে, অভিনেতা আয়ুষ্মান খুরানাকেই (Ayushmann Khurrana) এই চরিত্রে নির্বাচন করা হয়েছে।

তাই আয়ুষ্মান নাকি এই মুহূর্তে ক্রিকেটের প্রশিক্ষণ নেওয়া শুরু করবেন। সৌরভ গাঙ্গুলি বাঁ-হাতি ব্যাটসম্যান। তাই এই চরিত্র আত্মস্থ করতে হলে খাটতেই হবে আয়ুষ্মানকে। সৌরভের সূক্ষ্ম সূক্ষ্ম কায়দাগুলিও শিক্ষণীয়। পরিচালক ঐশ্বর্য রজনীকান্ত নাকি, চলতি বছরের ডিসেম্বর থেকেই 'দাদা'র বায়োপিক নিয়ে কাজ শুরু করতে চাইছেন। তাই এই সময়টুকু এই চরিত্রকেই দেবেন অভিনেতা।

আয়ুষ্মান অভিনেতা হিসেবে প্রশংসনীয়। 'ভিকি ডোনর'-এর মতো ছবি যেমন তাঁর ঝুলিতে রয়েছে, 'আর্টিক্যাল ফিফটিন'-এর মতো সিনেমাও তাঁর ঝুলিতে রয়েছে। তাই চরিত্রের প্রয়োজনে আয়ুষ্মান নিজের সেরাটুকু দেবেন এটাই প্রত্যাশিত। এদিকে নেটিজেনরা এই খবরে বিশেষ খুশি হননি। তাই নিজেকে সৌরভ গাঙ্গুলির চরিত্রে প্রমাণ করতে হলে খাটতে হবে আয়ুষ্মানকে।

8 months ago
OTT: 'জুবিলী'তে ভাইয়ের অভিনয়ের প্রশংসায় আয়ুষ্মান, ওটিটি-তে কাজ করার ইচ্ছে প্রকাশ

আয়ুষ্মান খুরানা ও অপারশক্তি খুরানা, বলিউডে এই দুই ভাই নিজেদের স্থান তৈরী করেছেন। তুলনায় আয়ুষ্মান অবশ্য বেশি জনপ্রিয়। তবে যারা অভিনয় বোঝেন, তাঁরা জানেন, অপারশক্তিও (Aparshakti Khurrana) অভিনয়ে দক্ষ। আয়ুষ্মানকে (Ayushmann Khurrana) বলিউডে মূল চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। অপারশক্তিকে বেশি দেখা গিয়েছে পার্শ্ব চরিত্রে। তবে মাঝে একটি সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়েছেন অপারশক্তি। 'জুবিলী' ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন তিনি। বিনোদ দাস থেকে মদন কুমারের বিবর্তন, এই লম্বা সময়ে অপারশক্তির থেকে চোখ ফেরানো যায়নি।

এবার ভাইয়ের প্রশংসা দাদার মুখে। জুবিলীতে অপারশক্তির অভিনয়ের ভূয়সী প্রশংসা করলেন আয়ুষ্মান। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, অপারশক্তি এতদিন কমেডি চরিত্রে অভিনয় করেছেন। চরিত্র নির্বাচনে বদল এনে তিনি অসাধারণ কাজ করেছেন।' তবে এবার ভাইয়ের পথে হেঁটেই ওটিটি সিরিজে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন আয়ুষ্মান।

২০১২ সালে বলিউডে ডেবিউ করেন আয়ুষ্মান। খ্যাতির জন্য তাঁকে বিশেষ অপেক্ষা করতে হয়নি। বক্স অফিসে তিনি বরাবরই সফল। কিছু সিনেমা হিট না করলেও সমালোচকরাও তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন। এবার তিনি সিনেমা ছেড়ে ওটিটিতেও আসতে চান। তবে পরিচালক হিসেবে তাঁর পছন্দের, জুবিলীর পরিচালক  বিক্রমাদিত্য মোতওয়ানে। এবার কবে আয়ুষ্মানকে ওটিটিতে দেখা যাবে, তারই অপেক্ষা।

9 months ago
Dream Girl 2: অপেক্ষা বাড়াচ্ছে আয়ুষ্মানের ড্রিম গার্ল ২, ট্রেলার মুক্তি আসন্ন

২০১৯ সালে মুক্তি পেয়েছিল আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana) অভিনীত সিনেমা ড্রিম গার্ল। ছাপোষা মধ্যবিত্ত বাড়ির ছেলে করমবীর। তাঁর বেকারত্বে বিরক্ত বাবা। অবশেষে একটি কল সেন্টারে কাজ পায় করমবীর। মহিলাকণ্ঠে কথা বলতে শুরু করেন পুরুষদের সঙ্গে। নাম হয় 'পূজা'। শুধুমাত্র পুরুষদের বিনোদন করে মোবাইলের বিল বাড়ানো কাজ ছিল তাঁর। যদিও হয়েছিল উল্টো। সেই সব পুরুষেরা পূজার প্রেমে পড়েন, এমনকি তাঁকে বিয়ে করতে উঠে পড়ে লাগেন। এই দলে ছিলেন, খোদ করমবীরের বাবা।

বেশ অন্যরকম গল্পে দর্শকদের টানটান বিনোদন দিয়েছিল সিনেমাটি। বক্স অফিসে এত সাফল্য পেয়েছিল সিনেমাটি, যে এর সিক্যুয়েল আসতে চলেছে এবার। ইতিমধ্যেই ড্রিম গার্ল ২ সিনেমার ঘোষণা করা হয়েছে। প্রকাশ্যে এসেছে আয়ুষ্মানের চরিত্র পূজার ঝলক। তবে ঝলকে কি আর মন ভরে! এবার দর্শকদের জন্য আসতে চলেছে এই সিনেমার ট্রেলার। ১ আগস্ট সামাজিক মাধ্যমে দেখা যাবে এই ট্রেলার।

আয়ুষ্মানের বিপরীতে এই সিনেমায় দেখা যাবে অনন্যা পাণ্ডেকে। সিনেমার প্রযোজক একতা কাপুর এবং শোভা কাপুর। পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজ শান্ডিল্য। ট্রেলার মুক্তি পেলে যে দর্শকদের অপেক্ষা আরও বাড়বে তা হলফ করে বলা যায়।

10 months ago


Ayushmann: 'ড্রিম গার্ল-২'তে আয়ুষ্মানকে দেখেছেন? অবাক হয়ে যাবেন

অভিনেতা আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana) এতগুলো বছরে নিজের জন্য দর্শক তৈরী করেছেন। তাঁর হাসি কৌতুক রস, সাবলীল অভিনয় দর্শকদের বেশ পছন্দের। আয়ুষ্মান অভিনীত 'আর্টিক্যাল-১৫' একেবারেই গুরুগম্ভীর বিষয়ের সিনেমা ছিল। তা বাদে বাকি সব সিনেমাগুলিতে যেমন ফুরফুরে মেজাজের চিত্রনাট্য পাওয়া যায়। তেমনভাবেই সমাজের জন্য জমানো থাকে বিশেষ বার্তা। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল তাঁর অভিনীত সিনেমা 'ড্রিম গার্ল'।

সেই সিনেমায় আয়ুষ্মানের চরিত্রের নাম ছিল করমবীর। বাবার গঞ্জনায় সে একেবারে অতিষ্ট হয়ে গিয়ে চাকরি নেয় এক কল সেন্টারে। এমন এক কল সেন্টার যেখানে কাজ করেন কেবল মহিলারা। যদিও করমবীর মহিলা নন, তবে সংযোগ একটি রয়েছে। যাত্রাপালায় সীতার চরিত্রে অভিনয় করতেন তিনি। তাই মহিলা কণ্ঠে তিনি একেবার সিদ্ধ'কণ্ঠ'। কয়েক দিনের মধ্যেই কল সেন্টারে লক্ষী বাড়তে শুরু করে। এত পুরুষ তাঁকে নিজের জীবনে চায়, যে জীবনে নেমে আসে বিপর্যয়।

এবার সেই সিনেমার সিক্যুয়েল 'ড্রিম গার্ল-২' আসতে চলেছে। বেশ কয়েকদিন আগেই অভিনেতা এই সিনেমায় তাঁর চরিত্র 'পূজা'র একটি ঝলক দিয়েছিলেন সামাজিক মাধ্যমে। এবার দেখা গেল পূজাকে। তাঁর চেহারার ঝলক তিনি এবার প্রকাশ করলেন সামাজিক মাধ্যমে।তবে ক্যাপশনে লিখেছেন, 'এই তো শুধু প্রথম ঝলক। আয়নায় যা প্রতিফলিত হয়, বাস্তবে তা আরও বেশি সুন্দর হয়।' চলতি বছরে আগস্টের ২৫ তারিখ সিনেমাহলে দেখা যাবে পূজাকে।


10 months ago
Sourav Biopic: সৌরভের বায়োপিকে আয়ুষ্মান! নেটিজেনদের কী প্রতিক্রিয়া

ক্রিকেট (Cricket) তারকাদের মধ্যে মহম্মদ আজহারউদ্দিনের বায়োপিক তৈরী হয়েছিল অনেক আগেই। মহেন্দ্র সিং ধোনীর বায়োপিকও দর্শক দেখেছেন। এই তালিকায় অনেকদিন ধরেই ক্রিকেট তারকা সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) নাম শোনা যাচ্ছিল। দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের কন্যা ঐশ্বর্যা রজনীকান্ত সিনেমা পরিচালনা করবেন, এই খবরও শোনা গিয়েছিল। এমনকি ঐশ্বর্যার কলকাতায় মহারাজের বাড়িতে আসা নিয়েও কথা হয়েছে বিস্তর।

শোনা গিয়েছিল, সৌরভ গাঙ্গুলির চরিত্রে দেখা যেতে পারে রণবীর কাপুরকে। যদিও অভিনেতা জানিয়েছিলেন, এমন কোনও প্রস্তাব তাঁর কাছে যায়নি। এখন জল্পনা, দাদার চরিত্রাভিনেতা হিসেবে দেখা যেতে পারে আয়ুষ্মান খুরানাকে। কথাবার্তা নাকি এগিয়ে গিয়েছে অনেকটাই, এখন শুধু আনুষ্ঠানিক সই সাবুদ বাকি। সৌরভ গাঙ্গুলি নাকি নিজেই এই নির্বাচনে সমর্থন করেছেন। তবে এই খবর প্রকাশ্যে আসতে নেটিজেনদের কী প্রতিক্রিয়া? 

সৌরভ গাঙ্গুলির বায়োপিক নিয়ে প্রথম থেকেই আগ্রহী বাংলার জনগণ। তাঁরা চাইছিলেন, দাদার চরিত্রে কোনও বাঙালি অভিনেতা অভিনয় করুন, যীশু সেনগুপ্ত ছিলেন এই পছন্দের তালিকায়। তবে সেই  জায়গায় আয়ুষ্মানের নাম শুনে সামান্য নিরাশ হয়েছেন যেন নেটিজেনরা। নেট মাধ্যমে প্রবল আপত্তি জানাচ্ছেন অনেকে। একজন লিখেছেন, 'যীশুকে একেবারে দাদার মতো দেখতে লাগে। আয়ুষ্মানের সংলাপে বাংলা বসালে তা কি আদৌ ভালো শোনাবে!' যদিও এই খবর এখনও জল্পনা। সৌরভ গাঙ্গুলির চরিত্রে কাকে দেখা যাবে, তার কোনও চূড়ান্ত ঘোষণা করা হয়নি।

12 months ago


Sourav Biopic: সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে দেখা যাবে এই বলি অভিনেতাকে! জল্পনা তুঙ্গে

ক্রিকেট জগতের এক জনপ্রিয় নাম সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ক্রিকেট জগতে 'দাদা'-র অবদানের কোনও শেষ নেই। ঠিক করা হয়েছে যে, তাঁর বায়োপিক (Biopic) বানানো হবে। আর চলতি বছর থেকেই দাদার বায়োপিকের জন্য শ্যুটিং শুরু হবে। কিন্তু ছবি নিয়ে পরিকল্পনা চলাকালীনই প্রশ্ন উঠছে যে, কাকে পর্দায় সৌরভের চরিত্রে দেখা যাবে। আর এই নাম নিয়ে প্রথম থেকেই গুঞ্জন যে, দাদার চরিত্রে নাকি দেখা যাবে রণবীর কাপুরকে। কিন্তু অবশেষে খবর এসেছে যে, দাদার চরিত্রে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে (Ayushmann Khurrana)।


সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বায়োপিক তৈরি করা হোক, এমনটা চাননি খোদ দাদা নিজেই। কিন্তু অবশেষে তাঁর এতে মত এসেছে। আর এই পরিকল্পনায় সম্মতি জানাতেই বায়োপিক বানানোর প্রস্তুতিও শুরু হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই গুঞ্জন শুরু হয় যে, কে হবে বড় পর্দার 'দাদা'। শোনা গিয়েছিল যে, বায়োপিকে কার্তির আরিয়ানকেও দেখা যেতে পারে দাদার চরিত্রে। কিন্তু আয়ুষ্মান খুরানা যে পর্দার সৌরভ হতে চলেছে, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

আবার একই মতো ছবির পরিচালক কে হবেন, তা নিয়েও শুরু হয়েছে কানাঘুষো। জানা গিয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের পরিচালনা করবেন রজনীকান্তের মেয়ে ঐশ্বর্যা রজনীকান্ত। তবে এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে পর্দার সৌরভ গঙ্গোপাধ্যায় অবশেষে কে হতে চলেছেন বা আয়ুষ্মান হলেও তিনি কীভাবে দাদার চরিত্র পর্দায় ফুটিয়ে তুলে ধরবেন, তা দেখার জন্য মুখিয়ে বসে রয়েছেন অনুরাগীরা।

12 months ago
Movie: দেরিতে হলেও আসবে পূজার চুমু! আয়ুষ্মানের 'ড্রিম গার্ল ২'মুক্তি নিয়ে বড় ঘোষণা

পিছিয়ে গেল আয়ুষ্মান খুরানার (Ayushmann Khurrana) আসন্ন ছবির মুক্তির দিন। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল আয়ুষ্মান অভিনীত 'ড্রিম গার্ল' সিনেমাটি। বেকারত্বের চক্করে এক কল সেন্টার গিয়ে পড়ে করমভীর (আয়ুষ্মান খুরানা)। কলসেন্টার থেকে হয়ে ওঠেন পূজা। এই মহিলা কণ্ঠের ফ্যান হয়ে ওঠেন কল সেন্টারের কলাররা। অনেকে বিয়ে করতেও চান পুজাকে। সিনেমার শেষে পূজার আসল পরিচয় সামনে আসে। চলতি বছরে সিনেমার সিক্যুয়েল 'ড্রিম গার্ল ২' (Dream Girl 2) মুক্তি পাবে অন্য মোড়কে।

আগে জানা গিয়েছিল, 'ড্রিম গার্ল ২' মুক্তি পাবে ৭ জুলাই। কিন্তু সেই তারিখ পিছিয়ে গেল। সম্প্রতি নাম ভূমিকার অভিনেতা আয়ুষ্মান খুরানা জানিয়েছেন, ড্রিম গার্লের জন্য আরও খানিকটা অপেক্ষা করতে হবে। এই সিনেমাতেও আয়ুষ্মানের চরিত্রের নাম পূজা। আগের ছবিতে সকলে কেবল মহিলা কন্ঠ শুনেছেন, এবার সেই পুজাকে চাক্ষুস করতে পারবেন দর্শক। সিনেমাটির প্রযোজক একতা কাপুর। পরিচালনা করছেন রাজ শান্ডিল্য।

View this post on Instagram

A post shared by Ayushmann Khurrana (@ayushmannk)

আয়ুষ্মান খুরানা ইনস্টাগ্রাম একাউন্ট থেকে একটি অডিও মেসেজ শেয়ার করেছেন। সেখানে পূজা-কন্ঠী আয়ুষ্মানকে বলতে শোনা গিয়েছে, 'আমার প্রিয় প্রেমিকরা, চার বছর পরে আপনাদের মনের টেলিফোনে আবারও রিং বাজবে। এর জন্য সুন্দর, ধামাকাদার চুমুতে ভরা প্রস্তুতিও তো নিতে হবে, তাই না? তাহলে আরও একটু অপেক্ষা কর এবং ভালোবাসা পাঠাতে থাকো। পূজার চুমু আসবে আগস্টের ২৫-এ।'


one year ago