Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

VC

Engagement: ডেস্টিনেশন-তারিখ পাকা, চলতি মাসেই বাগদান সারবেন পরিণীতি-রাঘব! জল্পনা তুঙ্গে

মে মাসেই বাগদান পর্ব সেরে ফেলতে পারেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং আপ সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadda)। আপাতত জোর গুঞ্জন বলি পাড়ার অন্দরে। গত কয়েক দিন ধরেই তাঁদের প্রেমের চর্চা চারিদিকে। দিন কয়েক আগে এই দুই তারকাকে একসঙ্গে দেখা গিয়েছিল রেস্তোরাঁর বাইরে। ঠিক তার পরের দিন আরও এক রেস্তোরাঁয় লাঞ্চ সারতে গিয়েছিলেন তাঁরা। এই থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন শুরু।

কিছু দিন আগে এয়ারপোর্টেও একসঙ্গে দেখা গিয়েছিল রাঘব ও পরিণীতিকে। বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার কাছেও গিয়েছিলেন অভিনেত্রী। এই থেকে গুঞ্জন আরও বেড়েছে। পরিণীতি প্রেম নিয়ে মুখে স্বীকার করেননি কিছু, তবে তাঁর মুখের হাসি ও ইদানিং অনামিকায় ঠাঁই পাওয়া নতুন প্ল্যাটিনামের আংটি অনেক কিছু বলছে। রাঘবকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, 'আমরা বিয়ে করলে আপনাদের ডাকব।' কিন্তু কে না জানে, তারকাসুলভ গোপনীয়তা বজায় রাখতে চাইছেন তাঁরা।

শোনা গিয়েছে, বাগদান পর্ব সেরে নিজেদের সম্পর্ক সকলের সামনে আনবেন পরিণীতি-রাঘব। অক্টোবরেই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন দু'জনে। চলতি মাসের ১৩ তারিখেই সেরে ফেলতে পারেন নিজেদের বাগদান পর্ব। দুই পরিবারে নাকি এই নিয়ে চর্চা তুঙ্গে। মুম্বইতে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের উপস্থিতিতেই নাকি অনুষ্ঠান হবে। ব্যস্ত দুই ব্যক্তিত্বর সময় মিলিয়েই নাকি বাগদান ও বিবাহপর্ব সারা হবে।



one year ago
Parineeti: পরিণীতি রাঘবের পরিণয়, প্রিয়াঙ্কার দেশে আসার দিন নির্ধারিত

পরিণীতি (Parineeti Chopra) ও রাঘবের (Raghav Chadda) বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে। অভিনেত্রী ও রাজনীতিকে বেশ কয়েকবার দেখা গিয়েছে একসঙ্গে। প্রথম জল্পনা শুরু হয় তাঁদের ডিনার ডেটে যাওয়া নিয়ে। তাও আবার প্রায় একই পোশাকে টুইনিং করে। শোনা গিয়েছিল বাগদান সারবেন খুব তাড়াতাড়ি। তারপরেই তাঁদের সম্পর্কে শিলমোহর দেবেন। যদিও প্রকাশ্যে কোনও ছবি আসেনি। তবে খবর, তাঁরা পরিবারের উপস্থিতিতে বাগদান সেরে ফেলেছেন। পরিণীতির আঙুলে নতুন প্ল্যাটিনামের আংটি নাকি তারই প্রমাণ।

সম্প্রতি ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার কাছে গিয়েছিলেন পরিণীতি চোপড়া। গোলাপি গালে মুখে হাসি। ইংরেজিতে যাকে বলে ব্লাশ করা। হাতে সেই প্ল্যাটিনামের আংটি। অভিনেত্রী যেন চেষ্টা করেছেন সেই আংটিকে পাপারাৎজিদের সামনে আরও একটু বেশি করে তুলে ধরতে। ভালোবাসা জাহির করার প্রয়াস হতে পারে। শোনা যাচ্ছে, মনীশের কাছে তিনি গিয়েছেন বিয়ের লেহেঙ্গার জন্য। চলতি বছরেই নাকি বিয়ের পিঁড়িতে উঠবেন তিনি।

অন্যদিকে পরিণীতির আদরের দিদি অর্থাৎ বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বোনের বিয়েতে আসার জন্য তৈরী। অক্টোবর মাসে একটি চলচ্চিত্র উৎসবে আসবেন তিনি। সেই সময়েই নাকি বোনের বিয়েতেও যোগ দেবেন। আপ সাংসদ  রাঘব ও অভিনেত্রী পরিণীতি পুরোনো বন্ধু। বিদেশে পড়াশোনা করতে গিয়ে আলাপ হয় তাঁদের। সেই বন্ধুত্ব নাকি প্রেমে পরিণত হয়েছে বলে খবর।


one year ago
Parineeti: মণীশ মালহোত্রার শোরুমে পরিণীতি, বিয়ের প্রস্তুতি ঘিরে জোর গুঞ্জন

গত কয়েক মাস ধরেই বলি অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও আপ নেতা রাঘব চাড্ডার (Raghav Chadha) সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে। একাধিকবার শোনা গিয়েছে, তাঁরা খুব শীঘ্রই গাঁটছড়া বাঁধতে চলেছেন। এমনও খবর উঠে এসেছে যে, তাঁদের নাকি বাগদানও হয়ে গিয়েছে। তবে তার কোনও আনুষ্ঠানিক ছবি সামনে আসেনি। তবে তাঁদের বাগদান নিয়ে জল্পনা আরও উস্কে দিয়েছে, যখনই পরিণীতির বাঁ হাতের অনামিকায় আঙটি দেখা গিয়েছে। তিনি হাজার চেষ্টা করে লুকোনোর চেষ্টা করলেও পাপারাৎজিদের দৃষ্টি সেখানেই পড়েছিল। আর এবারে পরিণীতিকে দেখা গেল মণীশ মালহোত্রার শোরুমে। ধেয়ে আসতে থাকে প্রশ্ন, 'বিয়ের প্রস্তুতি?'

সেলেবদের বিয়ে মানেই সব্যসাচী নয়তো মণীশের ডিজাইন করা লেহেঙ্গা। ফলে পরিণীতি-রাঘবের বাগদান জল্পনার মাঝেই মণীশ মালহোত্রার শোরুমে যেতে ফের জোর চর্চা শুরু হয়েছে। পরিণীতিকে তাঁর গাড়ি থেকে নামতেই দেখা গিয়েছে, মুখে চওড়া হাসি, হাতে ফের দেখা গিয়েছে সেই আঙটি। তাঁকে তাঁর বিয়ের তারিখ নিয়ে বারবার প্রশ্ন করা হলেও এবারও চুপ থাকেন অভিনেত্রী। তবে মুখের হাসি যেন বলে দিচ্ছে, খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাঁরা।

পরিণীতির এই ভিডিওটি ভাইরাল ভব্যানি থেকে শেয়ার করা হয়েছে, ক্যাপশনে লেখা, 'ডিজাইনার লেহেঙ্গা মানেই মণীশ মালহোত্রার হওয়া চাই। মণীশ মালহোত্রার শোরুমে পরিণীতি, বিয়ের প্রস্তুতির জন্য তৈরি।'

one year ago


Parineeti: হাতে প্ল্যাটিনামের আঙটি, তাহলে বাগদান সেরেই ফেলেছেন পরিণীতি?

অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আপ সাংসদ রাঘব চাড্ডার সম্পর্ক নিয়ে জল্পনা চলছিল। কানাঘুষো শুরু হয়েছিল শীঘ্রই বাগদান করবেন তাঁরা। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তাঁদের বাগদানের ছবি ধরা পড়েনি। তবে সম্প্রতি পরিণীতির জীবনে নতুন এক বস্তুর আগমনে, সেই জল্পনা আরও বাড়ছে। পরিণীতি এর আগেও বহুবার ক্যামেরার সামনে ধরা দিলে তাঁর আঙুলে কোনও আঙটি দেখা যায়নি। তবে সম্প্রতি অভিনেত্রীর আঙুলে নতুন আঙটির আবির্ভাব ঘটেছে।  

পরিণীতির অনামিকায় নতুন একটি প্ল্যাটিনামের আঙটি পরা শুরু করেছেন। সম্প্রতি পাপারাৎজিদের সামনে যেন বেশি করে নিজের হাতের আঙটি প্রকাশ করেছেন। জিন্স, ক্রপ টপের সঙ্গে পরেছিলেন ওভারসাইজড শার্ট। মুখে সলজ্জ্ব হাসি। সেই ভিডিও দেখে নেটিজেনরা প্রশ্ন তুলছেন, তাহলে কি গোপনে বিয়ে সেরে ফেলেছেন পরিণীতি রাঘব? এবার কি একেবারে ছাদনাতলায় বসবেন তাঁরা? 

View this post on Instagram

A post shared by Viral Bhayani (@viralbhayani)

অন্যদিকে রাঘব চাড্ডা ব্যস্ত রয়েছেন রাজনীতি নিয়ে। তিনি এর আগ সংবাদমাধ্যমকে পরিণীতি প্রসঙ্গে বলেছিলেন, 'আমরা বিয়ে করলে আপনাদের জানাবো।' নেটিজেনরা জানতে চায়, তাহলে কি পরিণীতির অনামিকায় রাঘবের নাম লেখা রয়েছে?  

শোনা গিয়েছে দু'জনের সম্পর্ক নিয়ে বেশ খুশি পরিবার। তাঁরা চাইছেন যত দ্রুত সম্ভব চার হাত এক করে ফেলতে। পরিণীতি-রাঘবের সময় মিললেই নাকি সাত পাকে বাঁধা পড়বেন দুই বন্ধু। 


one year ago
Tollywood: 'ফেলুদা'র সংসারে নতুন অতিথি? বেবি বাম্পের ছবি দিয়ে সুখবর ঋদ্ধিমা-গৌরবের

নববর্ষের সকালে মিষ্টি খবরে আপ্লুত হয়ে গেল নেট দুনিয়া।'ফেলুদা' থুড়ি সব্যসাচী চক্রবর্তীর পরিবারে খুশির খবর। সন্তানের অভিভাবক হতে চলেছেন গৌরব (Gaurav Chakraborty) ও ঋদ্ধিমা (Ridhima Ghosh)। নববর্ষের শুভক্ষণে সামাজিক মাধ্যমে সেই সুখবর দিলেন হবু মা-বাবা। সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি দিয়েছেন দম্পতি। তাতে স্পষ্ট ঋদ্ধিমার বেবি-বাম্প। গৌরবও সন্তানের আগমনের আনন্দ যেন ধরে রাখতে পারছেন না। ঋদ্ধিমার সঙ্গেই আগলে ধরতে চাইছেন সন্তানকে।

শনিবার সকালে গৌরব ও ঋদ্ধিমা লিখেছেন, 'একটা বড় অ্যাডভেঞ্চার শুরু হতে চলেছে। পয়লা বৈশাখের এই শুভ দিনে আপনাদের জানাতে গর্ব হচ্ছে যে, আমরা সন্তান প্রত্যাশা করছি। আমাদের আপনারা প্রার্থনায় মনে রাখবেন।' তাঁদের পোস্টের কমেন্ট বক্সে টলি পাড়ার তারকা থেকে শুরু করে, সাধারণ মানুষ শুভেচ্ছায় ভাসিয়েছেন।

View this post on Instagram

A post shared by Ridhima Ghosh (@ridhima.ghosh)

বলিপাড়ার জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তী ও মিঠু চক্রবর্তী আগেই দাদু-ঠাকুমা হয়েছেন। ছোট ছেলে অর্জুনের কন্যাসন্তান কিছুদিন আগেই পা দিয়েছে পাঁচ বছরে। এবার নতুন সদস্যের আগমনে সেই আনন্দ দ্বিগুন হতে চলেছে। সব্যসাচীও মিঠু সন্তানদের টলিউডে বেশ সুনাম। তাঁদের ভালো ছেলেই হিসেবে জানেন সকলে। গৌরব ও ঋদ্ধিমার জুটিও নেটিজেনদের বেশ পছন্দের। নতুন সদস্যের আগমন বার্তায় আনন্দ নেটপাড়ায়।

one year ago


Parineeti: আগামী সপ্তাহেই রাঘবের সঙ্গে বাগদান! লাজুক হাসিতে এয়ারপোর্টে পরিণীতি

আজকাল সকলের মুখে কেবল রাঘব (Raghav Chadda) ও পরিণীতির (Parineeti Chopra) প্রেমের চর্চা। দু'জনেই বন্ধু ছিলেন একসময়। বিদেশে পড়াশোনা করেছেন একসঙ্গে। তারপর সময় গড়িয়েছে। পরিণীতি হয়েছেন অভিনেত্রী ও রাঘব চাড্ডা আপের সাংসদ। এই দুই বন্ধুর সম্পর্ক প্রণয়ে পরিণত হয়েছে, এমনই জল্পনা চারিদিকে। রেস্টুরেন্ট কিংবা এয়ারপোর্টের বাইরে দু'জনকে একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছে। শোনা যাচ্ছে, আগামী সপ্তাহের সোমবার অর্থাৎ ১০ এপ্রিল তাঁদের বাগদান (Engagement) হতে পারে।

রাঘব ও পরিণীতি এই বিষয়ে মুখ খোলেননি। তবে আপের এক নেতা ট্যুইটারে ঘটা করে শুভেচ্ছা জানায় পরিণীতি ও রাঘবকে। অন্যদিকে গায়ক হার্ডি সান্ধুও পরিণীতি ও রাঘবের বাগদানের জল্পনায় সিলমোহর দেন। শোনা যাচ্ছে, ঘনিষ্ঠ মহলের বন্ধু-বান্ধব ও আত্মীয়দের নিয়েই বাগদান সারবেন তাঁরা। এরপরেই নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করবেন প্রকাশ্যে। ভিডিও সৌজন্যে: ভাইরাল ভিয়ানি


এই জল্পনার মাঝেই এয়ারপোর্টে দেখা মিলল পরিণীতির। পাপারাৎজিদের তিনি জানালেন, লন্ডন যাচ্ছেন। তবে অভিনেত্রীর শরীরী গতিবিধি দেখে স্পষ্ট, 'কুছ তো বাত হ্যায়'। গোলাপি রঙের সোয়েটার পরেছিলেন পরিণীতি। মুখে সলজ্জ হাসি। গাল একেবারে লাল। মুখ লুকোতে চাইছেন যেন। এই ভিডিও দেখে নেটিজেনরা বলছেন, 'যা রটছে তার কিছু তো ঘটছে।'

one year ago
Shaadi: একাধিক সম্পর্কের গুঞ্জন, ভাঙা প্রেম! অবশেষে কি সাংসদ রাঘবে মন মজে পরিণীতির?

আপ সাংসদ রাঘব চাড্ডার (Raghav Chadda) প্রেমে মজেছেন পরিণীতি(Parineeti Chopra), আপাতত এই গুঞ্জন নেট দুনিয়ায়। শোনা যাচ্ছে, খুব সম্প্রতি বাগদান পর্ব সেরে ফেলবেন তাঁরা। যদিও এই বিষয়ে মুখ খোলেননি রাঘব। অভিনেত্রী পরিনীতিও এই বিষয়ে নীরবতা বজায় রেখেছেন। নেটিজেনদের মনে কৌতূহল, বলিউডে কি কাউকে পছন্দ হয়নি পরিণীতির? নিজের সম্পর্ক নিয়ে বরাবরই মৌনতা বজায় রেখেছেন অভিনেত্রী। তবে প্রেমে পড়েননি, এমনটা নয়। একাধিকবার মন ভেঙেছে পরিণীতির, এই বলিউডের সঙ্গে জড়িত পুরুষদের প্রেমে পড়ে।

শোনা যায়, বলিউডে তাঁর ডেবিউ কাছের মানুষের হাত ধরেই। যশ রাজ ফিল্মসে পরিণীতি প্রথমে যোগ দিয়েছিলেন বাণিজ্যিক বিভাগে। কাজ করতে করতেই তাঁর বন্ধুত্ব হয় পরিচালক মনীশ শর্মার সঙ্গে। ২০১০ সালে তাঁর পরিচালনায় মুক্তি পায় 'ব্যান্ড বাজা বারাত'। এই সিনেমায় রণবীর সিংয়ের বিরুদ্ধে অভিনয় করেছিলেন অনুষ্কা শর্মা। কিন্তু পরিচালক মনীশ নাকি প্রথমে অভিনেত্রী হিসেবে পরিণীতি চোপড়ার নাম জানায় প্রযোজনা সংস্থাকে। যদিও সেই সিনেমায় সুযোগ পাননি পরিণীতি। এরপর মনীশ পরিচালিত 'লেডিজ ভার্সেস রিকি বহেল' সিনেমায় ডেবিউ করেন পরিণীতি। শোনা যায় তাঁদের বন্ধুত্ব নাকি প্রেমে পরিণত হয়েছিল।

এরপর 'ইশকজাদে' সিনেমায় অভিনয় করেন পরিণীতি। মনীশ শর্মা নাকি আদিত্য চোপড়াকে পরিনীতিকে নেওয়ার অনুরোধ করেন এই সিনেমায়। এরপর মনীশ শর্মার পরিচালনায় মুক্তি পায় 'শুদ্ধ দেশি রোম্যান্স।' মনীশের সঙ্গে সম্পর্কের জেরে নাকি এই সিনেমাটি পান পরিণীতি। সিনেমার ফাঁকে তাঁরা বিদেশে ছুটি কাটাতে যেতেন এই কানাঘুঁষো শোনা যায় বলি পাড়ায়। পরিণীতি অভিনীত 'মেরি প্যারি বিন্দু' মুক্তি পাওয়ার পর নাকি পরিণীতির সঙ্গে মনীশের সম্পর্কে ছেদ পরে।

শোনা যায় বলিউডে সহকারী পরিচালক চরিতের সঙ্গে প্রেমে পড়েছিলেন পরিণীতি। তাঁরা নাকি একসঙ্গে প্রায়ই সময় কাটাতেন। কিন্তু সেই সম্পর্কও খুব বেশিদিন টেকেনি। বর্তমানে তিনি পুরোনো বন্ধু রাঘব চাড্ডার প্রেমে পড়েছেন, এই গুঞ্জন চারিদিকে। বাগদানের পরই নাকি নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনবেন তাঁরা।

one year ago
Priyanka: মুম্বইতে সপরিবারে প্রিয়াঙ্কা, উপলক্ষ্য কি পরিণীতি-রাঘবের বাগদানে যোগ?

পরিণীতির (Parineeti Chopra) সঙ্গে রাঘবের (Raghav Chadda) বাগদান জল্পনার মাঝেই বাণিজ্য নগরীতে প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra Jonas)।  তবে একা নয়, সঙ্গে আনলেন স্বামী নিক ও মেয়ে মালতি মেরিকেও। এয়ারপোর্ট থেকে বেরিয়েই পাপারাৎজিদের ক্যামেরায় ধরা দিলেন সপরিবারে।তাঁর নতুন সিরিজ সিটাডেলের প্রচারে মুম্বইতে এসেছেন প্রিয়াঙ্কা। এশিয়া প্যাসিফিক কনফারেন্সে তাঁর আসন্ন স্পাই থ্রিলার নিয়ে কথা বলবেন অভিনেত্রী। কিন্তু চর্চা চলছে, তাহলে একেবারে বোনের বাগদান অনুষ্ঠানে যোগ দিয়েই ফিরবেন প্রিয়াঙ্কা? ছবি সৌজন্যে: ভাইরাল ভিয়ানি 

সারা দেশে বর্তমানে প্রিয়াঙ্কা ও পরিণীতি, দুই বোনই চর্চার প্রসঙ্গ হয়ে উঠেছেন। প্রিয়াঙ্কা সম্প্রতি তাঁর আসন্ন সিনেমার প্রচারে এক পডকাস্টে একাধিক বিতর্কিত মন্তব্য করে চর্চায়। অন্যদিকে পরিণীতির প্রেমের গুঞ্জন চারদিকে। শোনা যাচ্ছে আপ সাংসদ রাঘব চাড্ডার সঙ্গে বাগদানের পর্ব সেরে ফেলবেন তাড়াতাড়ি।  প্রিয়াঙ্কাকে আজ মুম্বইতে দেখে নেটিজেনরা বলছেন , 'তাহলে কি রথ দেখা কলা বেঁচা একসঙ্গেই সারবেন প্রিয়াঙ্কা?' পরিণীতি-রাঘবের বাগদানের দিন কি তাহলে স্থির?

one year ago


Parineeti: পরিণীতি ও রাঘবের বিয়েতে সিলমোহর দিলেন হার্ডি সান্ধু! কী বললেন অভিনেত্রীর বন্ধু?

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও আপ নেতা রাঘব চাড্ডার (Raghav Chadda) সম্পর্ক এখন তুমুল চর্চায়। রাজনৈতিক মহল ও বলি পাড়ায় বেশ হইচই পড়ে গিয়েছে তাঁদের প্রেমের সম্পর্ক নিয়ে। বেশ কিছুদিন ধরেই তো তাঁদের প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন রটেছে, এবার এর মাঝেই আরও এক মজাদার তথ্য ফাঁস করলেন গায়ক হার্ডি সান্ধু (Harrdy Sandhu)। সম্পর্ক নিয়ে রাঘব ও পরিণীতি মুখে কুলুপ আঁটলেও তাঁদের বিয়ে নিয়ে কথা বললেন পরিণীতির বন্ধু সান্ধু। তবে কি খুব শীঘ্রই নিয়ে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন পরিণীতি ও রাঘব, কী বললেন হার্ডি?

গুঞ্জনের মাঝেই এক সাক্ষাৎকারে বিখ্যাত গায়ক হার্ডি সান্ধু বলেই দিলেন যে, রাঘব ও পরিণীতি বিয়ে করতে চলেছেন। তিনি জানিয়েছেন, তিনি আর পরিণীতি যখন ২০২২ সালে 'কোড নেম: তিরঙ্গা' নামে ছবির জন্য শ্যুটিং করছিলেন, তখনই একবার বিয়ে নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছিল। সেই সময় পরিণীতি নাকি বলেছিলেন যে, তিনি তখনই বিয়ে করবেন যখন তিনি তাঁর সঠিক মানুষকে খুঁজে পাবেন। এরপরেই সান্ধু বলেন, 'অবশেষে এটা হচ্ছে, তার জন্য আমি খুব খুশি। আমি পরিণীতিকে আন্তরিক শুভেচ্ছা জানাই।' এখানেই শেষ নয়, সান্ধু জানিয়েছেন তিনি পরিণীতিকে ফোন করেও শুভেচ্ছা জানিয়েছেন। 

অর্থাৎ এর থেকেই বোঝা যাচ্ছে, পরিণীতি তাঁর সেই সঠিক মানুষকে অবশেষে খুঁজে পেয়েছেন। রাঘব ও পরিণীতি মুখ বুঁজে থাকলেও আসল সত্য ফাঁস হয়েই গেল। অবশেষে হার্ডি সান্ধুই তাঁদের বিয়েতে সিলমোহর দিয়ে দিলেন। এর আগে আপ নেতা সঞ্জীব অরোরার শুভেচ্ছাবার্তায় রাঘব ও পরিণীতির বাগদানের কথা জানা গিয়েছিল। এবারে বিয়ে যে হচ্ছে, তাঁরই খবর সরাসরি দিলেন হার্ডি সান্ধু। ফলে এবারে রাঘব ও পরিণীতি অনুরাগীরা মুখিয়ে রয়েছেন তাঁদের বিয়ে দেখার জন্য। 

one year ago
Parineeti: রাঘব-পরিণীতিকে শুভেচ্ছা জানালেন আপ সাংসদ! যা রটে...

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadda) প্রেম করছেন, এই গুঞ্জন শুরু হয়েছে বেশ কিছুদিন ধরে। এতদিন জানা গিয়েছিল পরিণীতি এবং রাঘব পুরোনো বন্ধু। বিদেশে পড়াশোনা করতে গিয়েই পরিচয় হয়েছিল তাঁদের। কিন্তু সম্প্রতি তাঁরা একসঙ্গে ধরা পড়েন ক্যামেরার চোখে। একান্তে সময় কাটাতে গিয়েছিলেন তাঁরা। একদিন ডিনার এবং তার পরের দিন লাঞ্চ করতে গিয়েছিলেন একসঙ্গে। সেই থেকেই গুঞ্জনের সূত্রপাত।

সংসদে ঢোকার মুখে রাঘবকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান। কিন্তু তাঁর মুখভঙ্গি দেখে জল্পনা আরও বাড়ে। শোনা গিয়েছিল তাঁদের সম্পর্ক প্রেমে পরিণত হয়েছে। তাড়াতাড়ি বাগদান প্রক্রিয়াও সম্পন্ন হবে। রাঘব ও পরিণীতি দু'জনের পরিবার নাকি খুশি এই মিলনে। ব্যস্ত পাত্র-পাত্রীদের সময় পাওয়া গেলেই নাকি বাগদান পর্ব সেরে ফেলবে দুই পরিবার। তারপরেই নাকি যুগলে সম্পর্কের ঘোষণা করবেন, এই কোথাও শোনা যাচ্ছে। এবার সন্দেহ বাড়ল 'আপ' নেতার টুইটে।

'আপ' সাংসদ সঞ্জীব অরোরা আজ পরিণীতি ও রাঘবের একটি ছবি দেন।  ক্যাপশনে লেখেন, 'রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়াকে আমার আন্তরিক অভিনন্দন। ভালোবাসা, আনন্দ এবং সহনশীলতায় ওদের একত্রে থাকার সিদ্ধান্ত পরিপূর্ন হোক। আমার শুভকামনা রইল।' এই টুইট সারা ফেলে দিয়েছে নেট মাধ্যমে। এক নেটিজেন লিখেছেন, 'যাক কেউ তো এই খবরে মান্যতা দিল।' 

one year ago


Pareeniti: পরিণীতি-রাঘবের বাগদানের কানাঘুঁষো, সম্পর্কের ঘোষণা 'রোকা'র পরেই?

অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং আপ (AAP) নেতা রাঘব চড্ডার (Raghav Chadda) সম্পর্ক নিয়ে জল্পনা বেড়েই চলেছে। দিন কয়েক আগে একসঙ্গে ডেটে গিয়েছিলেন দুজনে। পরপর দু 'দিন নৈশভোজ ও লাঞ্চ সারতে দেখা গিয়েছিল তাঁদের। সেই মুহূর্তের ছবি ধরা পড়েছিল ক্যামেরায়। শোনা যায়, তাঁরা নাকি একইসঙ্গে পড়াশোনা করেছেন বিদেশে। কিন্তু 'তাঁরা কেবল বন্ধু', এই কথা মানতে চান না নেটিজেনরা। পরিণীতি বলিউডের (Bollywood) জনপ্রিয় অভিনেত্রী। অন্যদিকে, আম আদমি পার্টির পঞ্জাবের মন্ত্রী রাঘবের ভক্ত অনেকে। ফলে তাঁদের নিয়ে জল্পনা তুঙ্গে। এবার জল্পনা বাগদান (Engagement) সারতে চলেছেন তাঁরা।

প্রসঙ্গত, দিন কয়েক আগে দিল্লির সংসদ ভবনে ঢোকার মুখে রাঘবকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সংবাদমাধ্যমকে জানান, 'আমাকে পরিণীতি নয়, রাজনীতির বিষয়ে প্রশ্ন করুন।' এরপরেই যুক্ত করেন, 'আমরা বিয়ে করলে আপনাদের অবশ্যই জানাব।' রাঘব স্পষ্ট করে কিছু না বললেও অস্বীকার করেননি সরাসরি। তবে সেই মুহূর্তে রাঘবের চেহারা নিয়েও সন্দেহ শুরু করেছেন নেটিজেনরা। সাংবাদিকের প্রশ্নের উত্তর দেওয়ার সময় হাসিতে মুখ লাল হয়ে যায় তাঁর। ইংরেজিতে যাকে বলে 'ব্লাশ' করা। এইবার জল্পনা খুব শীঘ্রই বাগদান সারতে চলেছেন পরিণীতি ও রাঘব। তারপরেই সম্পর্ককে দুনিয়ার সামনে শিলমোহর দিতে পারেন বলে কানাঘুঁষো।

জানা যাচ্ছে, রাঘব ও পরিণীতি দু'জনের পরিবারই তাঁদের সম্পর্ক নিয়ে খুশি। খুব শীঘ্রই বাগদান পর্ব হতে পারে। তবে একজন অভিনয় ও একজন রাজনীতি নিয়ে ব্যস্ত, তাই অনুষ্ঠানের দিনক্ষণ নির্ধারণ কঠিন হয়ে পড়েছে। তবে পরিবারের কাছের মানুষদের নিয়ে এই অনুষ্ঠান হতে পারে বলে খবর।

one year ago
Parineeti: পরিণীতিকে বিয়ে করছেন রাঘব চাড্ডা? এই দুয়ের ডিনার ডেট ঘিরে জোর জল্পনা

বৃহস্পতিবার রাতে সকলের নজর কেড়ে নেয় অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও 'AAP' নেতা রাঘব চাড্ডা। চুপিসারে নৈশভোজে (Dinner Date) গিয়েছিলেন দুজনে। সেখানেই শেষ নয়, পরের দিন লাঞ্চ করতেও যান তাঁরা। আর সেই ছবিই ধরা পড়েছে পাপারাৎজিদের ক্যামেরায়। শোনা যায়, তাঁরা দুজন (Raghav-Parineeti) নাকি পুরনো বন্ধু। দুজনেই বিদেশে একসঙ্গে পড়াশোনা করেছেন। যদিও রাঘব 'লন্ডন স্কুল অব ইকোনমিকস'-এর প্রাক্তনী। কিন্তু তাঁদের এই 'ডেট'-এ যাওয়া, সকলের মনে নতুন করে প্রশ্নের সঞ্চার করেছে। তাঁরা কি এখনও কেবল ভালো বন্ধুই রয়ে গিয়েছেন? নাকি বন্ধুত্ব এগিয়েছে ভালোবাসার দিকে?

বুধবার রাতে রাঘব ও পরিণীতি গুরগাঁওয়ের হোটেলে গিয়েছিলেন ডিনার করতে। বৃহস্পতিবার বিকেলে তাঁদের আরও একবার বান্দ্রার রেস্তোরাঁয় দেখতে পাওয়া যায়। পরিণীতি পরেছিলেন কালো ক্যাজুয়াল পোশাক, রাঘবকেও দেখা যায় ক্যাজুয়াল পোশাকে। আবার সাদা শার্টেও টুইনিং করেছিলেন পরিণীতি ও রাঘব। পড়াশোনা করতে গিয়ে একসঙ্গে অনেকটা সময় কাটিয়েছিলেন দুজনে। বর্তমানে প্রতিষ্ঠিত অভিনেত্রী পরিণীতি। রাঘব চাড্ডাও রাজ্যসভায় আম আদমি পার্টির পঞ্জাবের সাংসদ। দুজনেরই পছন্দের বিষয় ভ্রমণ। দুজনে নাকি আন্তর্জাতিক ট্রিপ নিয়ে বহু আলোচনা করেন।

শুক্রবার সংসদ ভবনে ঢোকার মুখে রাঘবকে সাংবাদিকরা এই প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন, 'আমাকে পরিণীতি নয়, রাজনীতির বিষয়ে প্রশ্ন করুন।' সাংবাদিকরা এতেও সন্তুষ্ট না হলে আপ নেতা বলেন, 'আমি ও পরিণীতি বিয়ে করলে আপনাদের নিশ্চয় জানাবো।' তবে এই সময় দেখার মতো ছিল রাঘবের চেহারা। স্মিত হাসিতে যেন সন্তুষ্টি, একই সঙ্গে লুকোতেও চাইছেন কিছু। নেটিজেনরা বলছেন এই রটনা যদি মিথ্যে হত, তাহলে রাঘব সরাসরি না বলে দিতেন। অর্থাৎ রাঘবের বক্তব্যে জল্পনার নিরসন হল না কিছুই। আরও যেন পালে হাওয়া লাগল।

সম্প্রতি অভিনেত্রী স্বরা ভাস্কর ও সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদ বিয়ে করেন। বলিউড ও রাজনীতি কি আবারও হাত মেলাতে পারে? স্বরার পথেই কি হাঁটবেন পরিণীতি? এই সবই এখন জল্পনা। যদিও পরিণীতি এবং রাঘব কেউই এই বিষয়ে মুখ খোলেননি। তবে কথায় আছে না 'যা রটে, তার কতকটা তো বটে।'

one year ago
UP: কলেজের কলচোর ধরতে শৌচাগারে সিসিটিভি, পড়ুয়া বিক্ষোভে সিদ্ধান্ত বদল

চোর ধরার জন্যে কলেজের শৌচাগারে সিসিটিভি(Cctv Camera) ক্যামেরা লাগানোর অভিযোগ কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। তারই প্রতিবাদ করতে বিক্ষোভে শামিল কলেজের ছাত্র-ছাত্রীরা(Students)। উত্তরপ্রদেশের আজমগড়ের ডাফ পিজি কলেজের ঘটনা। এই কলেজের শৌচাগার থেকে বেশ কয়েক দিন ধরে জলের কল চুরি হচ্ছিল। যতবার কল বসানো হয়েছে, ততবারই কল চুরি গিয়েছে। এই কল চোর ধরতে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়। 

কলেজের ছাত্রছাত্রীদের অভিযোগ, শৌচাগারে সিসিটিভি ক্যামেরা বসানোর কথা তাঁদের জানায়নি কলেজ কর্তৃপক্ষ। ফলে তাঁদের ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে। এরই প্রতিবাদে বিক্ষোভ শুরু করে কলেজ পড়ুয়ারা। যদিও বিক্ষোভ দেখে ক্ষমা চেয়েছেন কলেজ কর্তৃপক্ষ। কলেজ কর্তৃপক্ষ জানায়, ইচ্ছা করে শৌচাগারে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়নি, কোনওভাবে একটি সিসিটিভি ক্যামেরা ভুল করে শৌচাগারের ভিতরের দিকে ঘুরে গিয়েছে। সেটা জানার পর সঙ্গে সঙ্গে খুলে অন্য জায়গায় বসানো হয়। কলেজের অধ্যক্ষ (Head Teacher) জানান, কলচোর ধরার জন্য অন্য ব্যবস্থা করা হবে। তাঁর এই প্রতিশ্রুতির পর বিক্ষোভ তুলে নিয়েছেন ছাত্রছাত্রীরা।

one year ago


VC: আদালতে বড় ধাক্কা রাজ্যের, উপাচার্যদের পুনঃনিয়োগ খারিজ হাইকোর্ট

উপাচার্য (Vice-Chancellor) নিয়োগ মামলায় হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের। মোট ২৯ জন উপাচার্যর নিয়োগ খারিজ করল কলকাতা হাইকোর্ট(Kolkata High Court)। ভিসিদের পুনঃনিয়োগ সঠিক কিনা, সেই মামলায় রায়দান কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। যাদের সময়সীমা শেষ, চ্যান্সেলরের নির্দেশ ছাড়া তাঁদের নিয়োগ বেআইনি, এদিন বললেন ডিভিশন বেঞ্চ। যাঁদের এই মুহূর্তে পুনঃনিয়োগ হয়েছে সেই উপাচার্যদের নিয়োগ বাতিল করল কলকাতা হাইকোর্ট। তবে যাঁদের সময়সীমা শেষ হয়েছে, তাঁদের নিয়ে কোনও নির্দেশ দেয়নি হাইকোর্ট। মঙ্গলবার থেকে পুনঃনিয়োগ হওয়া উপাচার্যরা কোনও দায়িত্ব পালন করতে পারবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের।  

উপাচার্যদের পুনঃনিয়োগ মামলায় এভাবেই মুখ পুড়ল রাজ্যের। স্পষ্ট আদালত জানিয়ে দিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের পুনঃনিয়োগ বেআইনি। আদালতের মন্তব্য,'ভিসি নিয়োগে রাজ্যের কোনও এক্তিয়ার নেই।'

এক আইনজীবি বলেন, 'আমাদের প্রাক্তন রাজ্যপাল, এখন যিনি দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, চ্যান্সেলর থাকাকালীন বলেছিলেন, ২৪টি স্টেট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরদের নিয়োগ তাঁর স্বাক্ষর ছাড়াই হয়েছিল। এই বিষয়ে মামলা চলাকালীন রাজ্য সরকার বলেছিলেন, এটা নিয়োগ নয়। এটা পুনঃনিয়োগ। রাজ্য সরকার তুঘলকি আইন চালু করেছেন।' তিনি আরও বলেন, '২০১৮ সালে ইউজিসি-র রেগুলেশন বলেছে, যে সার্চ কমিটি নির্বাচন করে ভাইস চ্যান্সেলর নিয়োগ করতে হবে। সেই সার্চ কমিটিতে ইউজিসি-র চেয়ারপার্সনের একজন নমিনিকে থাকতে হবে। সেই বিষয় রাজ্য সরকার উড়িয়েই দিয়েছেন।'         


one year ago
CBI: নিয়োগ দুর্নীতিতে ১০ অক্টোবর পর্যন্ত জেলে সুবীরেশ, 'আদালতে আসতে এত দেরি?' ভর্ৎসনা কোর্টের

নিয়োগ দুর্নীতি-কাণ্ডে ((SSC recruitment scam) ধৃত সুবীরেশ ভট্টাচার্যর ১০ অক্টোবর পর্যন্ত জেল হেফাজত (Jail Custody)। তাঁর সিবিআই (CBI) হেফাজতের আর্জি খারিজ করেছে আদালত। উলটে কেন্দ্রীয় সংস্থাকে সোমবার আদালতের (COurt Order) ভর্ৎসনা মুখে পড়তে হয়েছে। এদিন বিচারক সিবিআইয়ের আইওকে প্রশ্ন করেন, 'সুবীরেশ ভট্টাচার্যকে আদালতে আনতে এত দেরি কেন? নিজাম প্যালেস থেকে হেঁটে আসলেও এরকম হয় না।' সিবিআইয়ের আইনজীবীর জবাব, 'রাস্তায় ট্র্যাফিক  জ্যাম ছিল।'

তিনি জানান,এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান তদন্তে কোনও সহযোগিতা করেনি। তাঁকে জেরায় অদ্ভুত উত্তর মিলছে। দুর্নীতিকাণ্ডে কে কে জড়িত,কে নিয়োগের নির্দেশ দিত? এ বিষয়ে কিছুই বলছেন না তিনি। সেই কারণে আরও একবার সিবিআই হেফাজতের দাবি করছি। এই সওয়ালের পাল্টা আদালতের প্রশ্ন, '৬ দিন পেয়েছিলেন, কী করলেন এতদিন? এই মামলায় এখনও পর্যন্ত কতজন গ্রেফতার?

সিবিআইয়ের জবাব, ৪ জন গ্রেফতার, তাঁদের মধ্যে এক পুলিস হেফাজতে রয়েছেন। বাকিরা রয়েছেন জেল হেফাজতে। এরপরেই সিবিআই হেফাজতের আবেদন খারিজ করে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জেল হেফাজতে পাঠায় আদালত।

এদিকে, নিয়োগ দুর্নীতি-কাণ্ডে একসপ্তাহ আগে গ্রেফতার স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশবাবুকে গ্রেফতার করেছে সিবিআই। এই নিয়ে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে মোট ছ'জনকে গ্রেফতার করলো এই কেন্দ্রীয় সংস্থা। ইতিমধ্যে শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, প্রসন্ন সাহা-সহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ইডির হাত ঘুরে সম্প্রতি সিবিআই হেফাজতে এসেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

এবার গ্রেফতার হলেন আরও এক শিক্ষাকর্তা তথা এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান। শিক্ষাবিদরা বলছেন, এই প্রথম কোনও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে গ্রেফতার করল সিবিআই। সূত্রের খবর, তদন্তে সহযোগিতা করছিলেন না তিনি। তথ্য গোপন করছিলেন এবং ভুল তথ্য দিয়ে তদন্তকে অন্যদিকে পরিচালনার চেষ্টা করেছেন সুবীরেশ ভট্টাচার্য। ইতিমধ্যে গত মাসে তাঁর বাঁশদ্রোণীর ফ্ল্যাট সিল করে দিয়ে যায় কেন্দ্রীয় সংস্থা। সস্ত্রীক উত্তরবঙ্গ থেকে এসে ফ্ল্যাটের ছাদে কাটাতে দেখা গিয়েছিল তাঁকে। সেখান থেকেই সাংবাদিক বৈঠক করেন এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান।

2 years ago