Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Uttarakhand

Urvashi: ঋষভের পুড়েছে পিঠ, ভেঙেছে পা! 'আরপি'-র জন্য কি প্রার্থনা ঊর্বশীর

ভারতীয় ক্রিকেট দলের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant) এবং বলিউড কুইন ঊর্বশী রাউতেলার (Urvashi Rautela) সম্পর্ক মাঝেমধ্যেই সংবাদ শিরোনামে উঠে এসেছে। শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ দিল্লি থেকে উত্তরাখণ্ডে (Delhi-Uttarakhand) নিজের বাড়ি ফেরার পথে রুরকির কাছে দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ। গুরুতর আঘাত পান পন্থ। এই ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় একটাই প্রশ্ন ঘুরছে। ঊর্বশী রাউতেলা এই দুর্ঘটনার খবর পেয়ে কী করলেন? কিছু মাস আগে টি-২০ বিশ্বকাপের সময় অস্ট্রেলিয়ায় উড়ে গিয়েছিলেন উর্বশী। তবে ঋষভের কাছেই গিয়েছিলেন কিনা তা জানা যায়নি।

ঋষভের এই ভয়াবহ ঘটনার পর ইনস্টাগ্রামে নিজের কোনও অনুষ্ঠানের ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, “প্রার্থনা করছি।” সঙ্গে আবার সাদা পায়রা এবং সাদা হার্টের স্টিকার। সাদা শান্তির প্রতীক এ কথা সকলের জানা। এই পোস্টের মাধ্যমে কী বোঝাতে চাইলেন? কোনও ইঙ্গিত ছিল কি এই পোস্টে? অনেকে মনে করছেন তিনি ঋষভের সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করছেন।

জানা গিয়েছে, ঋষভের মাথায়, কোমরে, পিঠে ও পায়ে ভয়াবহ আঘাত লেগেছে। চিকিৎসকদের জানিয়েছে, পন্থের পা ভেঙে গিয়েছে এবং তা সারতে বেশ সময় লাগবে। পুড়ে যাওয়া পিঠে প্লাস্টিক সার্জারি করা হবে। পুলিসকে প্রাথমিক বয়ানে পন্থ জানান, গাড়ির স্টিয়ারিং সিটে বসে সম্ভবত চোখ লেগে যাওয়ায় এত বড় দুর্ঘটনা। বড় কিছু হয়েছে বুঝতে পেরে তিনি গাড়ির উইন্ড স্ক্রিন ভেঙে বেড়িয়ে আসেন। উত্তরাখণ্ডের এক পুলিসকর্তা জানান, এই উপস্থিত বুদ্ধি না দেখালে আরও বড় বিপদ হতে পারতো ভারতীয় ক্রিকেটারের।

প্রসঙ্গত, পন্থের শারীরিক অবস্থা নিয়ে সকলের মতোই উদ্বিগ্ন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীও। তাঁর রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর পন্থ। ফলে ঋষবের চিকিৎসায় যেন কোনও ত্রুটি না থাকে সেই নির্দেশ দিয়েছেন তিনি। পন্থকে দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনে এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন তিনি।

one year ago
Rishabh: রুরকির কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে ঋষভ পন্থ, দুমড়ে গিয়েছে অভিজাত গাড়ি

দিল্লি থেকে উত্তরাখণ্ডে (Delhi-Uttarakhand) নিজের বাড়ি ফেরার পথে রুরকির কাছে দুর্ঘটনার কবলে ভারতীয় তারকা ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant injured)। ডিভাইডারে ধাক্কা মারে ঋষভ পন্থের বিএমডাবলু গাড়ি। ভারতের এই উইকেটরক্ষক-ব্যাটারের মাথায় গুরুতর চোট লেগেছে। গাড়িতে আগুনও ধরে গিয়ে দুমড়ে গিয়েছে বলে খবর।

আশঙ্কাজনক অবস্থায় মাথায় এবং পায়ে চোট নিয়ে চিকিৎসাধীন তিনি। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে দেহরাদুনের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিসকে প্রাথমিক বয়ানে পন্থ জানান, গাড়ির স্টিয়ারিং সিটে বসে সম্ভবত চোখ লেগে যাওয়ায় এত বড় দুর্ঘটনা। বড় কিছু হয়েছে বুঝতে পেরে তিনি গাড়ির উইন্ড স্ক্রিন ভেঙে বেড়িয়ে আসেন। উত্তরাখণ্ডের এক পুলিসকর্তা জানান, এই উপস্থিত বুদ্ধি না দেখালে আরও বড় বিপদ হতে পারতো ভারতীয় ক্রিকেটারের।

হাসপাতাল সূত্রে খবর, ভারতীয় এই ক্রিকেটারের এমআরআই করা হবে। সম্প্রতি বাংলাদেশ সফর থেকে দেশে ফিরে নিজের বাড়ি ফিরছিলেন পন্থ। সেই সময় শুক্রবার ভোর সাড়ে ৫টা নাগাদ এই দুর্ঘটনা।


one year ago
Uttarakhand: মেয়ের মেহেন্দিতে নাচতে নাচতে বাবার মৃত্যু! বিয়ের আনন্দ বদলে গেল বিষাদে

মর্মান্তিক ঘটনা! মেয়ের বিয়ের একদিন আগেই মৃত্যু বাবার (Father Death)। বিয়ের অন্যতম রীতি মেহেন্দিতে নাচতে নাচতে হঠাৎ হৃদরোগে (Heart attack) আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আনন্দের মধ্যে নেমে এল শোকের ছায়া। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের (Uttarakhand) আলমোড়ায়।

জানা গিয়েছে, রবিবার বিয়ে হওয়ার কথা ছিল মেয়ের। রীতি অনুযায়ী শনিবার আয়োজন করা হয়েছিল মেহেন্দির অনুষ্ঠানের। এলাহি আয়োজন, হৈচৈ-এ মেতে উঠেছিল গোটা বিয়েবাড়ি। সকলের সঙ্গে নাচ-এর তালে পা মেলান মেয়ের বাবাও। তখনই ঘটে যায় দুর্ঘটনা। মেঝেতে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁরা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুর কারণ হিসাবে হৃদ্‌রোগের কথা বলা হয়েছে।

উল্লেখ্য, পুলিস  তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। যদিও মেয়ের বিয়ে নির্ধারিত দিনই হয়েছিল।  কিন্তু সমস্ত আড়ম্বর, সমস্ত আয়োজন বাতিল করা হয়। আর সম্প্রদানের অনুষ্ঠান সারলেন মামা।

one year ago


Uttarakhand: বাড়ির কাছেই চিতার হানা, নিখোঁজ থাকার পর আলমোড়ায় উদ্ধার বৃদ্ধর দেহ

চিতার আক্রমণে (Leopard Attack) মৃত্যু (Death) ৫৮ বছর বয়সী এক বৃদ্ধের। বাড়ির কাছ থেকেই বৃদ্ধকে টেনে নিয়ে যায় ওই বন্যপ্রাণ। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের (Uttarakhand) আলমোড়ার রানিখেত তহসিলের দাইনা গ্রামে। ঘটনায় গোটা এলাকায় আতঙ্কের পরিস্থিতি। মোহন রাম নামে ওই বৃদ্ধ বুধবার থেকে নিখোঁজ ছিলেন বলে জানা গিয়েছে। এরপর থানায় অভিযোগ জানালে পুলিস তদন্ত শুরু করে। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ওই ব্যক্তির বিকৃত লাশ উদ্ধার করে পুলিস।

রানিখেত জেলা প্রসাশনের কর্তা জয় কিষাণ, ডিএফও আলমোড়া মহতিম যাদব, তহসিলদার-সহ বন বিভাগের দল ঘটনাস্থলে পৌঁছয়। ক্ষুব্ধ গ্রামবাসীদের অভিযোগ, তাঁরা দীর্ঘদিন ধরে গ্রামে চিতাবাঘ ধরার জন্য খাঁচা বসানোর দাবি জানালেও বন বিভাগ ব্যবস্থা নেয়নি। গ্রামবাসীদের দাবিতে, ডিএফও খাঁচা বসানোর নির্দেশ দেন এবং মৃতের পরিবারকে ৫০,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।

ডিএফও আলমোড়া, মাহাতিম যাদব বলেন, "আমরা খাঁচা অর্ডার দিয়েছি এবং শিকারীদের সঙ্গেও যোগাযোগ করছি। মৃতের পরিবার যাতে আচার অনুষ্ঠান করতে পারে, তার জন্য তাৎক্ষণিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। কাজ শেষ হয়ে গিলে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।"

one year ago
Accident: বিয়ে বাড়ি খেয়ে ফেরার পথে খাদে যাত্রীবাহী বাস, অন্তত ২৫ জনের মৃত্যু, শোকপ্রকাশ মোদীর

বিয়ের বাড়ির আনন্দে মেতেছিল দুই পরিবার। সেই পরিবেশ মুহূর্তে বদলে গেল শোকে। ভয়াবহ দুর্ঘটনা উত্তরাখণ্ডের (Uttarakhand) কোতদ্বার জেলায়। মঙ্গলবার রাতে বিয়েবাড়ি থেকে ফেরার পথে যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে (Bus Accident)। ৫০০ মিটার নীচে খাদে পড়ে যায় বাস। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রাজ্য ও কেন্দ্র বিপর্যয় মোকাবিলা দল (Disaster Response Force)। উদ্ধার করা হয় বেশ কয়েকজনকে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সূত্রের খবর, দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২৫ জনের মৃত্যু (Death) হয়েছে এবং ২১ জন গুরুতর আহত। আনুমানিক প্রায় ৪৫ জন যাত্রী নিয়ে বাসটি উত্তরাখণ্ডের একটি পাহাড়ি রাস্তা ধরে যাচ্ছিল। রাজ্য পুলিস প্রধান অশোক কুমার জানান, 'ধুমাকোটের বিরোখাল এলাকায় ঘটে যাওয়া পাউরি গাড়ওয়াল বাস দুর্ঘটনায় ২৫ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিস এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী রাতারাতি ২১ জনকে উদ্ধার করেছে। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।'

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু টুইট করেছেন, এ দুর্ঘটনার খবরে তিনি শোকস্তব্ধ। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতর থেকে টুইট করে এই দুর্ঘটনাকে 'হৃদয়বিদারক' বলে অভিহিত করেছেন এবং সব ধরনের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। দুঃখপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামিও। দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে রয়েছে সরকার, এই আশ্বাস দিয়েছেন তিনি।

2 years ago


Uttarakhand: তুষারধসের কবলে প্রায় ৩০ জন পর্বতারোহী, একাধিক মৃত্যুর আশঙ্কা প্রশাসন

ফের প্রাকৃতিক বিপর্যয় উত্তরাখণ্ডে। তুষারধসের কবলে পর্বতারোহীরা। মঙ্গলবার সকালের এই ঘটনার পর থেকেই চলছে উদ্ধারকাজ। দায়িত্বে সেনা, আইটিবিপি এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা দল (এনডিআরএফ)।ঘটনায় কয়েক জন পর্বতারোহীর মৃত্যুর আশঙ্কা করছে প্রশাসন। পুলিস সূত্রে খবর, তুষারধসে ২৯ জন পর্বতারোহী আটকে পড়েছেন। বায়ুসেনার হেলিকপ্টার ইতিমধ্যে আট জনকে উদ্ধার করেছে। তবে বেসরকারি সূত্রের দাবি, কমবেশি চার জনের মৃত্যু হয়েছে। বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

জানা গিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া পর্বতারোহীর উত্তরকাশীর পর্বতারোহণ প্রশিক্ষণকেন্দ্র ‘নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং’ (নিম)-এর শিক্ষার্থী। রাজ্য পুলিসের ডিজি অশোক কুমার জানান, মঙ্গলবার সকাল ৯টা নাগাদ প্রায় ১৬ হাজার ফুট উচ্চতার তুষারধসের খবর মেলে। এরপরেই রওনা হয় বায়ুসেনার কপ্টার। তিনি বলেন, 'এ পর্যন্ত আট পর্বতারোহীকে উদ্ধার করে ১৩ হাজার ফুট উচ্চতায় একটি হেলিপ্যাডে নামিয়ে আনা হয়। তারপরে হেলিকপ্টারে তাঁদের দেরাদুনে আনা হয়েছে। আটক অন্য পর্বতারোহীদের খোঁজ চলছে।'

2 years ago
Uttarakhand: উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টিতে ভেঙে পড়ল বাড়ি, মৃত্যু ১ জনের

বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই ফের বিপর্যয়। পূর্বাভাস মিলিয়েই উত্তরাখণ্ডের (Uttarakhand) বিভিন্ন জায়গায় শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত (Heavy Rain) । এর মধ্যে আবার মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত ধরচুলা। শনিবার দুপুর একটা নাগাদ মেঘ ভাঙা বৃষ্টি নামে। মৃত্যু (Death) হয় ১ জনের। আহত হন বেশ কয়েকজন। ক্ষতি হয় কয়েকটি বাড়ির।

টুইটারে পিথোরাগড়ের পুলিস একটি ভিডিও শেয়ার করেছে। যেখানে দেখা গিয়েছে, তাসের ঘরের মতো ভেঙে পড়ছে ঘর-বাড়িগুলি। এখনও বিপর্যস্ত এলাকায় আটকে বহু মানুষ। তবে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে উদ্ধারকাজ। বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসা হয়েছে বলে খবর। এবং সকলকে দুযোর্গপ্রবণ এলাকার দিকে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে।

উল্লেখ্য, ২০১৩-র ১৩ থেকে ১৭ জুন উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টি হয়। সেই স্মৃতি এখনও তাড়া করে বেড়ায় সেখানকার মানুষকে। যার জেরে হঠাৎ বন্যা ও ভূমিধসের কারণে প্রায় ৫ হাজার সাধারণ মানুষ এবং পর্যটকের মৃত্যু হয়। ২০২১ সালে নন্দাদেবী হিমবাহের একটি অংশ ভেঙে বন্যা পরিস্থিতি তৈরি হয়। যা চামেলি বিপর্যয় নামেও পরিচিত। বলা যেতেই পারে উত্তরাখণ্ডে বিগত কয়েক বছরে একাধিক বন্যা দেখেছে।

2 years ago