Breaking News
ED: আদালতের পথে হাঁটবে ইডি? মিলল না কাকুর কণ্ঠস্বর      Mahua Moitra: লোকসভায় খারিজ মহুয়ার সাংসদ পদ, পাশে মমতা, তোপ বিজেপিকে      ED: শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন শিক্ষকের বাড়িতে ইডি হানা!      Ragging: যাদবপুরে ফের র‍্যাগিংয়ের অভিযোগ! প্রথম বর্ষের ছাত্রকে ফোন করে দেওয়া হত হুমকি...      Film Festival: শুরু ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উদ্বোধনে 'বাদশা' নয় ভাইজান      SSKM: বেড নেই এসএসকেএম-এ! দেড় বছরের শিশুকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে      BJP: জাতীয় সঙ্গীত 'অবমাননা' মামলায় জোর ধাক্কা রাজ্যের! বিজেপি বিধায়কদের গ্রেফতারে 'না' হাইকোর্টের      Recruitment Scam: ফের তৃণমূলের দুই কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত নথি ও অ্যাডমিট কার্ড!      Congress: স্বাধীনতার পর প্রথম তেলেঙ্গানায় সরকার গঠনের পথে কংগ্রেস      Deganga: গুরুতর অভিযোগ! মিড ডে মিলের চাল লুকিয়ে রাখা হচ্ছে স্কুলের শৌচালয়ে     

Tripura

Tripura: আগরতলায় উত্তর-পূর্ব রাজ্যগুলোর ডিজিদের বৈঠক, মাদক পাচার রোধে আলোচনা

মঙ্গলবার থেকে আগরতলায় (Agartala) শুরু হয়েছে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির পুলিস প্রধানদের ২৭ তম কনফারেন্স। ত্রিপুরা (Tripura) রাজ্যের রাজধানী আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত দুই দিনব্যাপী এই কনফারেন্সে (Conference) প্রথম দিনের সূচনা পর্বে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডঃ মানিক সাহা (Manik Saha), ত্রিপুরা রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা। বিভিন্ন রাজ্য থেকে আগত পুলিসের উচ্চ আধিকারিকরা মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবকে স্বাগত জানান।

পরে মুখ্যমন্ত্রী উপস্থিত সংবাদমাধ্যমকে বলেন, 'প্রতিবেশী রাষ্ট্র মায়ানমার থেকে বিভিন্ন সময় নেশা সামগ্রী উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের প্রবেশ করছে। এরপর এগুলো বাংলাদেশের যাচ্ছে বেআইনিভাবে। আবার ত্রিপুরাতে অবৈধভাবে উৎপাদিত গাঁজা দেশের বিভিন্ন জায়গায় পাচার হচ্ছে। কী করে নেশা সামগ্রী পাচার বন্ধ করা যায়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তিন বছর পর এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং ত্রিপুরা রাজ্যে ৩০ বছর পর এই কনফারেন্স হচ্ছে।' 

কোভিড-সহ নানা কারণে মাঝে কিছু বছর এই বৈঠক হয়নি। বিভিন্ন রাজ্যের পুলিস প্রধানের পাশাপাশি অন্যান্য নিরাপত্তা এজেন্সির আধিকারিকরাও এই বৈঠকে উপস্থিত ছিলেন। এর ফলে নিজেদের মধ্যে বোঝাপড়া আরও গতিশীল হবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা আরও বলেন, 'আগে উত্তর-পূর্ব ভারতের উগ্রবাদীদের বাড়বাড়ন্ত থাকলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চেষ্টায় এখন দেশের এই অঞ্চলের শান্তি বিরাজ করছে। বর্তমান প্রধানমন্ত্রীর নেওয়া এক্ট-ইস্ট পলিসির কারণে উত্তর-পূর্বের প্রতিটি রাজ্য একই মালায় আবদ্ধ হয়ে গিয়েছে। আগে রাজ্যগুলির নিজেদের মধ্যে সমস্যা হত, এখন এগুলি নেই বললেই চলে। উগ্রবাদও নেই বললেই চলে। বাংলাদেশের কিছু কিছু এলাকায় এখন উগ্রবাদী রয়েছে। এই দিকেও রাজ্যগুলির পাশাপাশি কেন্দ্রের নজরদারি চলছে। নিজেদের মধ্যে ফিলগুড এবং অষ্টলক্ষ্মীর কথা বলা হয়েছিল তা বাস্তবায়িত হয়েছে।'

উত্তরপূর্বের বিভিন্ন রাজ্য দিয়ে অনুপ্রবেশ এবং রোহিঙ্গা অনুপ্রবেশ ইস্যুতেও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথা বলেন তিনি। জানান রোহিঙ্গা মাঝে মাঝে রাজ্য অনুপ্রবেশ করে এবং পুলিস বিভিন্ন সময়ে তাঁদের আটক করছে। পাশাপাশি অনুপ্রবেশ ইস্যুতে তিনি বলেন, রাজ্যের বেশিরভাগ আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া হয়ে গিয়েছে। ছোট ছোট কিছু জায়গা বাকি রয়েছে নানা সমস্যার কারণে। এগুলোতেও যাতে দ্রুত বেড়া নির্মাণ করা যায় তার জন্য আলোচনা চলছে।

one year ago
Tripura: ত্রিপুরায় সুশাসন, লাভ্যার্থী মেলার আয়োজন! উপস্থিত মুখ্যমন্ত্রী, মহিলাদের স্বশক্তিকরণ

ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিঘরে সুশাসনের অঙ্গ হিসাবে জেলা, মহকুমা এবং ব্লকস্তরে সরকারি উদ্যোগে লাভ্যার্থী মেলার আয়োজন করা হচ্ছে। সোমবার বিশ্রামগঞ্জ দ্বাদশশ্রেনী বিদ্যালয় প্রাঙ্গনে সিপাহিজলা জেলা ভিত্তিক সুশাসন মেলা এবং লাভ্যার্থী সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা, কারামন্ত্রী রামপ্রসাদ পাল-সহ অন্য অতিথিরা। মেলায় জেলার বিভিন্ন এলাকার বেনিফিসিয়ারীদের হাতে রাজ্য এবং কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা সরাসরি তুলে দেওয়া হয়।

সিপাহিজলা জেলার ৬৪টি স্ব-সহায়ক দলের হাতে ১ কোটি ৩৯ লক্ষ ৬০হাজার টাকার সাহায্যরাশি তুলে দেন মুখ্যমন্ত্রী। তাছাড়া জেলায় ৩০ জন মহিলাকে অটো গাড়ি চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যার মধ্যে জম্পুইজলার সেবিকা জমাতিয়া এবং বিশালগড়ের গীতা রানি ভৌমিকের হাতে গোলাপি ইলেক্ট্রিক অটো গাড়ির চাবি তুলে দেওয়া হয়। এছাড়াও কৃষি, বন দফতর, প্রাণী সম্পদ-সহ বিভিন্ন দফতরের তরফে বেনিফিসিয়ারিদের হাতে সাহায্যরাশি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে লাভ্যার্থীদের সঙ্গে সরাসরি মত বিনময় করেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীরা তাদের স্বাবলম্বী হওয়ার কাহিনি তুলে ধরেন মুখ্যমন্ত্রীর কাছে।

বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'এই সরকারের সময়ে মহিলাদের স্বশক্তিকরণের সাথে আত্মনির্ভর ভারতের পাশাপাশি আত্মনির্ভর ত্রিপুরা গড়ার দিকে সরকার কাজ করছে।'

উল্লেখ্য, অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি দফতরের উদ্যোগে স্টলের ব্যবস্থাও করা হয়, যা পরবর্তীতে সময় প্রদক্ষিণ করেন মুখ্যমন্ত্রী-সহ অনুষ্ঠানের অতিথিরা। তার পাশাপাশি আগত সাধারণ মানুষ এই সকল স্টলগুলি থেকে সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা গ্রহণ করেন।

one year ago
Murder: মা, বোন সহ ৪ জনকে খুন, আটক নবম শ্রেণির পড়ুয়া

একই বাড়িতে খুন (Murder) করা হয়েছে চারজনকে। এই রোমহর্ষক ঘটনাটি ঘটেছে ত্রিপুরার (Tripura) কমলপুর মহকুমার দুরাই শিববাড়ি পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডে। হত্যাকারী হল নবম শ্রেণির এক পড়ুয়া (Student)। তেরো বছরের ওই নাবালক ধারালো অস্ত্রের আঘাতে খুন করেছে বলে জানা গিয়েছে। পুলিস সূত্রে খবর,  খুন হওয়া চারজন হলেন বাদল দেবনাথ (৭০), সম্পর্কে নাবালকের দাদু হয়। মা সুমিতা দেবনাথ( ৩২), ১০ বছরের বোন সুপর্না দেবনাথ। এবং রেখা দেব(৪২) সম্পর্কে নিকট আত্মীয়

ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল থেকে রাতের মধ্যে। বাড়ির ঘরের সামনে একটি মৃতদেহ পরে ছিল। স্থানীয়রা দেখতে পেয়ে থানায় খবর দেয়।  খবর পেয়ে  পুলিস রাত এগারোটা নাগাদ ঘটনাস্থলে যায়। গিয়ে দেখে বাড়ির মধ্যেই একটি বড় গর্ত। আর সেখান থেকে আরও তিন জনের লাশ উদ্ধার করে। কেন খুন?  কীভাবে খুন?  এর পিছনে অন্য কোনও রহস্য আছে কিনা?  এখনও কিছু জানা যায়নি।

ইতিমধ্যে পুলিস নাবালক খুনিকে আটক করেছে। তদন্ত শুরু করেছে পুলিস। এদিক এই ঘটনা জানাজানি হতেই গোটা মহকুমা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

one year ago


Tripura: ফের গাঁজা বিরোধী অভিযানে বিরাট সাফল্য পুলিসের

ফের গাঁজা বিরোধী অভিযানে বিশাল সাফল্য পেল ত্রিপুরা পুলিস। এবারে গাঁজা (Weed) ক্ষেত ধ্বংস করল পুলিস (Police)। গাঁজা চাষীর ফোন ট্র্যাক করে টানা চার ঘণ্টার অভিযান চালিয়ে ১০ টি বিশাল গাঁজা বাগান ধ্বংস করেছে পুলিস। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার (Tripura) সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার কমলনগর কলাবাড়ি এলাকায়।

এই এলাকার মেইন রোড থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভিতরে গভীর জঙ্গলে আবৃত কলাবাগান এর মাঝখানে রয়েছে বিশাল গাঁজার ক্ষেত। বলা চলে গাঁজার মৃগয়া ক্ষেত্র। যা রীতিমতো অবাক করে দেয় পুলিস আধিকারিকদেরও। তবে মহকুমা পুলিস আধিকারিক জানান, এই গাঁজা ক্ষেত ধ্বংস করতে যত ধরণের পদক্ষেপ নিতে হয় সব নেবে পুলিস।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর গাঁজা পাচারকারীদের রুখতে আরও তৎপর হয়ে ওঠে ত্রিপুরা পুলিস।

one year ago
Tripura: মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশে তৎপর পুলিস, নাকা চেকিংয়ে লরি থেকে উদ্ধার কোটি টাকার গাঁজা

মুখ্যমন্ত্রীর (Chief Minister) কড়া নির্দেশের পর গাঁজা পাচারকারীদের (Weed  traffickers) রুখতে আরও তৎপর ত্রিপুরা (Tripura) পুলিস। সম্প্রতি অক্সিজেন সিলিন্ডারের মধ্য দিয়েও গাঁজা পাচার করতে গিয়ে ধরা পড়েছে অভিযুক্তরা। এবার বাঁশ বোঝাই লরির বাঁশের মধ্যে গাঁজা লুকিয়ে রেখে পাচার করতে গিয়ে পুলিসের হাতে ধরা পড়ল এক লরি চালক। ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া হাওয়াই বাড়ি নাকা পয়েন্টে।

তেলিয়ামুড়া হাওয়াই বাড়ি নাকা চেকিংয়ে অন্য দিনের মতো এদিনও গাড়ি চেকিং করা হচ্ছিল। সে সময় সন্দেহ হওয়ায় একটি বাঁশ বোঝাই লরিকে আটক করে পুলিস। গাড়ি-সহ চালককে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে পুলিস।

এরপর জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর বিষয়। জিজ্ঞাসাবাদে লরি চালক পুলিসের কাছে স্বীকার করেন বাঁশের আড়ালে গাঁজা রয়েছে। এরপরই তল্লাশি চালাতে গিয়ে চক্ষু চড়কগাছে পুলিসের। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অবৈধ শুকনো গাঁজা। জানা গিয়েছে, উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য আনুমানিক এক কোটি টাকা।

one year ago


Tripura: ত্রিপুরায় বিজেপির নতুন রাজ্য সভাপতি রাজীব

প্রসূন গুপ্ত: ঘোরতর বামপন্থী রাজ্য ছিল ত্রিপুরা। পশ্চিমবঙ্গে বামফ্রন্টের আগমনের কয়েক বছর পর সেখানেও কংগ্রেসকে সরিয়ে সিপিএমের নেতৃত্বে বামেরা ক্ষমতায় আসে। মাঝে রাজীব গান্ধীর আমলে একবার ৫ বছরের জন্য কংগ্রেস ক্ষমতায় এসেছিল ঠিকই, কিন্তু গোষ্ঠীদন্দ্ব ইত্যাদিতে জড়িয়ে সেই ক্ষমতা ধরে রাখতে পারেনি হাত শিবির। পশ্চিমবঙ্গের সঙ্গে তাল মিলিয়ে চললেও ত্রিপুরার সমস্যা অনেক, যা কিনা স্বাধীনতার পর থেকে ৭৫ বছর বাদেও সমাধান হয়নি। স্কুল কলেজে বেড়েছে, ইঞ্জিয়ারিং থেকে ম্যানেজমেন্ট ইনস্টিটিউট হয়েছে কিন্তু শিক্ষান্তে চাকরির সুবিধা হয়নি। কারণ সেভাবে শিল্প বিনিয়োগ আসেনি। আসা কঠিনও বটে কারণ বড় শিল্প গড়লে তা দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো প্রথমত খরচসাপেক্ষ, দ্বিতীয়ত সময় নষ্ট। বিজেপির বিপ্লব দেব মুখ্যমন্ত্রী হওয়ার পরও চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এদিকে বিপ্লব আরএসএস করা নেতা। দীর্ঘদিন সংঘের প্রচারক ছিলেন। দলের ধারা অনুযায়ী তাঁকেই মুখ্যমন্ত্রী করা হয়েছিল। কিন্তু দ্রুতই বোঝা গেলো দলে মন কষাকষি প্রবল। বিভিন্ন সময় দিল্লি থেকে প্রতিনিধিরা এসেছিলো কিন্তু ফিরে গিয়েছিলো উপদেশ দিয়েই। এরই মধ্যে কেন্দ্রীয় নেতৃত্ব বুঝতে পারল, যে কোথাও দল ত্রিপুরাতে জনপ্রিয়তা হারাচ্ছে। উপজাতিরা ক্ষিপ্ত, অতএব বিপ্লবকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হল। মুখ্যমন্ত্রী করা হল কংগ্রেস থেকে বিজেপিতে আসা মানিক সাহাকে।

মানিক দীর্ঘদিন বামেদের বিরুদ্ধে লড়াই করা মুখ। শোনা গিয়েছিলো যে বিপ্লব দেবকে হয়তো রাজ্য সভাপতি করা হতে পারে। কিন্তু বৃহস্পতিবার দিল্লির চরমপত্র এল, যা পাঠালেন বিজেপির সাধারণ সম্পাদক অরুন সিং। সেই পত্রে পরিষ্কার বার্তা রয়েছে আজ থেকেই ত্রিপুরা বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য্য। এই বার্তা পাঠিয়েছেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাই। রাজীব দীর্ঘদিনের বিজেপি নেতা। এরই সঙ্গে বিপ্লবের আশাও শেষ হলো।

one year ago