Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Tourism

Sikkim: তুষারপাতে বন্ধ উত্তর-পূর্ব সিকিম, আতঙ্ক নিয়ে আটকে প্রায় হাজার পর্যটক

প্রবল তুষারপাতের কারণে বন্ধ করে দেওয়া হলো উত্তর-পূর্ব-সিকিম। বৃহস্পতিবার দুপুরের পর থেকে হঠাত্ই আবহাওয়ার বদল দেখা যায়। যার কারণে উত্তর-পূর্ব সিকিমে বহু পর্যটকরা আটকে পড়েছেন।

শুক্রবার সিকিম প্রশাসন উত্তর-পূর্ব সিকিম তুষারপাতের জন্য বন্ধ করে দেওয়ার নির্দেশ জারি করে। জানা যায়, ছাঙ্গু, বাবা মন্দির ও নাথুলায় ভারী তুষারপাতের জন্য পর্যটকদের যাত্রা বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই আবার খুলে দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

তুষারপাত শুরুর সময় অনেক পর্যটক আটকে পড়েছে সিকিমে। সেনাবাহিনী সূ্ত্রে খবর, উত্তর সিকিমের সব জায়গা মিলিয়ে কমবেশি ১ হাজার পর্যটক আটকে পড়েন। সন্ধ্যার পর থেকে তাঁদের উদ্ধারে নামে সেনা। গভীর রাত পর্যন্ত তা চলে। পর্যটকদের উদ্ধারের পর সেনা ছাউনিতে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয়। পরে মূল শহরে পৌঁছে দেওয়া হয় তাঁদের।


one year ago
Nabanna: শাহরুখের জায়গায় বাংলা পর্যটনের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর দেব

বাংলার পর্যটন দফতরের (Bengal tourism) নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অভিনেতা-সাংসদ দেব (Actor Dev)। বুধবার নবান্ন (Nabanna) থেকে এই কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাহরুখ খান সময় দিতে পারে না, তাই এই সিদ্ধান্ত। শাহরুখের সঙ্গে দেবকে পরামর্শ করে কাজ করার পরামর্শ মুখ্যমন্ত্রীর। পাশাপাশি যে যে জায়গায় শিল্প ও ইকোনমিক করিডর হচ্ছে, সেখানে 'এখানে শিল্প হচ্ছে' বোর্ড লাগানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর। তাঁর মন্তব্য, 'বোর্ড লাগানো হবে যাতে মানুষ জানতে পারে ওখানে শিল্প হবে।' এই প্রচার কাজ তদারকি করার জন্য মন্ত্রী শশী পাঁজার নেতৃত্বে একটি কমিটি গড়ে দেন মুখ্যমন্ত্রী। সেই কমিটিতে শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, আইএএস অন্তরা আচার্য, মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং আইএএস স্মারকি মহাপাত্রকে রাখা হয়েছে।

বুধবার নবান্ন সভাঘরের বৈঠক থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সংবাদ মাধ্যমকে আরও সক্রিয় হওয়ার আবেদন জানিয়ে মমতা বলেন, 'বাংলার স্বার্থে মিডিয়া সক্রিয় হোন। বাংলায় যে শিল্প-কর্মসংস্থান হচ্ছে, তা মানুষকে জানান। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের অফিস হতে চলেছে কলকাতায়। ওদের প্রতিনিধিরা আসছেন। ২১ মার্চ মউ স্বাক্ষর হবে, কর্মসংস্থান হবে। ১৫০০ কোটির বিনিয়োগ হবে ডব্লিউটিওতে। ৩৫০০ একর জায়গা চেয়েছে ডব্লিউটিও।'

মুখ্যমন্ত্রীর ঘোষণা, '২১ থেকে ২৩ নভেম্বর হবে বেঙ্গল বিজনেস সামিট। বেঙ্গল বিজনেস সামিটের জন্য চার-পাঁচটা রাজ্যে রোড শো করতে হবে। রাজস্থান, মুম্বাই, চেন্নাই, কর্নাটকের রোড শোয়ে আমি নিজে যাবো।'


one year ago
Nabanna: রাজ ভবন থেকে সরিয়ে পর্যটন দফতরে আইএএস নন্দিনী, বিজ্ঞপ্তি নবান্নের

রাজ ভবন-নবান্ন সংঘাত এড়িয়ে আইএএস নন্দিনী চক্রবর্তীকে রাজ ভবন থেকে সরিয়ে দিল রাজ্য সরকার। তাঁকে পর্যটন দফতরের প্রিন্সিপাল সচিব পদে নিয়োগ করা হয়েছে। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। রাজ্যপালের প্রিন্সিপাল সেক্রেটারি পদ থেকে সরিয়ে এই আইএএস-কে পর্যটন দফতরে পাঠানো হয়েছে বলে খবর। দিন কয়েক আগে নন্দিনী চক্রবর্তীকে অব্যাহতি দিতে চেয়ে নবান্নে চিঠি পাঠায় রাজ ভবন।

কিন্তু তখন রাজ্য সরকারের তরফে সেভাবে উদ্যোগ নেওয়া হয়নি। সেই উদ্যোগই বুধবার নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। যদিও রাজ্যপালের প্রিন্সিপাল সচিব পদে কে, এখন নাম চূড়ান্ত হয়নি বলে নবান্ন সূত্রে খবর। জানা গিয়েছে, মঙ্গলবার রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং মুখ্যসচিব এইচকে দ্বিবেদির মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে। তারপরেই এই সিদ্ধান্ত। এ প্রসঙ্গে উল্লেখ্য, এর আগেও পর্যটন দফতরের দায়িত্ব সামলেছেন নন্দিনী চক্রবর্তী।

one year ago