
প্রবল তুষারপাতের কারণে বন্ধ করে দেওয়া হলো উত্তর-পূর্ব-সিকিম। বৃহস্পতিবার দুপুরের পর থেকে হঠাত্ই আবহাওয়ার বদল দেখা যায়। যার কারণে উত্তর-পূর্ব সিকিমে বহু পর্যটকরা আটকে পড়েছেন।
শুক্রবার সিকিম প্রশাসন উত্তর-পূর্ব সিকিম তুষারপাতের জন্য বন্ধ করে দেওয়ার নির্দেশ জারি করে। জানা যায়, ছাঙ্গু, বাবা মন্দির ও নাথুলায় ভারী তুষারপাতের জন্য পর্যটকদের যাত্রা বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই আবার খুলে দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
তুষারপাত শুরুর সময় অনেক পর্যটক আটকে পড়েছে সিকিমে। সেনাবাহিনী সূ্ত্রে খবর, উত্তর সিকিমের সব জায়গা মিলিয়ে কমবেশি ১ হাজার পর্যটক আটকে পড়েন। সন্ধ্যার পর থেকে তাঁদের উদ্ধারে নামে সেনা। গভীর রাত পর্যন্ত তা চলে। পর্যটকদের উদ্ধারের পর সেনা ছাউনিতে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয়। পরে মূল শহরে পৌঁছে দেওয়া হয় তাঁদের।