Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

TTE

Parambrata-Piya: অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়ার সঙ্গে আজই বিয়ে করছেন পরমব্রত! জল্পনাই সত্যি

অবশেষে জল্পনার অবসান। গুঞ্জনই অবশেষে হল সত্যি। আজ অর্থাৎ সোমবারই বিয়ে করতে চলেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীর( Piya Chakraborty) সঙ্গেই ঘর বাঁধতে চলেছেন পরমব্রত। পিয়ার সঙ্গে যে পরমব্রতের সম্পর্ক বন্ধুত্ব ছাড়িয়ে এগিয়ে গিয়েছিল, তা টলিপাড়ায় শোনাই যাচ্ছিল। তাঁরা যে বিয়ের পিঁড়িতেও বসতে চলেছেন এই খবরও বেশ কয়েক মাস ধরেই টলিপাড়ার আনাচে-কানাচে ঘোরফেরা করছিল। অবশেষে জানা গিয়েছে, ২৭ নভেম্বর গোধূলি লগ্নে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন পিয়া-পরমব্রত।

২০২১ সালে সংগীতশিল্পী অনুপম রায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে পিয়া চক্রবর্তীর। ফলে বিচ্ছেদের দু'বছরের মধ্যেই ফের গাঁটছড়া বাঁধতে চলেছেন অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী। জানা যাচ্ছে, সোমবার বিকালে ঘরোয়া আয়োজনেই বিয়ের পর্ব সারবেন পরমব্রত-পিয়া। ইন্ডাস্ট্রি থেকে সেভাবে আমন্ত্রিত নন কেউই, মূলত পরিবার এবং একান্ত ঘনিষ্ঠ কিছু বন্ধুর উপস্থিতিতেই বিয়ে হবে তাঁদের।

পিয়া-পরমব্রতের সম্পর্ক নিয়ে বেশ কয়েক বছর ধরেই গুঞ্জন রটেছিল। এমনকি অনুপমের সঙ্গে পিয়ার বিচ্ছেদের কারণ হিসাবে পরমব্রতকেই মনে করা হচ্ছিল। কিন্তু সে বিষয়ে পরমব্রত বিরক্তি প্রকাশও করেছিলেন। আবার এইসব গুঞ্জনকে নিছক গুজব বলেও উড়িয়ে দিতেন তিনি। কিন্তু যা রটে, তার কিছুটা তো বটেই। পরম-পিয়ার প্রেম নিয়ে টলিপাড়ায় যে কানাঘুষো চলছিল তা অবশেষে সত্যিই হল। পিয়ার সঙ্গে দু'বছরের বন্ধুত্বকে বিয়ের স্বীকৃতিই দিতে চলেছেন অভিনেতা। ফলে তাঁদের বিয়ের ছবি দেখার অপেক্ষায় অনুরাগীরা।

6 months ago
29th KIFF: শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, নতুন ভূমিকায় দেখা যাবে 'বুম্বাদা'কে

সিনেমাপ্রেমীদের জন্য দারুণ সুখবর। শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival)। চলতি বছর ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হতে চলেছে আগামী ৫ ডিসেম্বর এবং চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। এবারের চলচ্চিত্র উৎসবে রয়েছে বিশেষ চমক। কারণ এবারের চলচ্চিত্র উৎসবে নতুন ভূমিকায় দেখা যাবে সবার প্রিয় 'বুম্বাদা'কে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান হলেন টলিউডের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

উৎসবে মেতে রয়েছে শহরবাসী। তার মাঝেই আরও এক খুশির খবর এল মঙ্গলবার। সিনেমাপ্রেমী, আপামর বাঙালি ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ মুখিয়ে থাকেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য। ফলে তাঁদের দীর্ঘ প্রতীক্ষার এবারে অবসান। আগামী মাসের ৫ তারিখ থেকেই শুরু হতে চলেছে চলচ্চিত্র উৎসব। ফলে শীতের শুরুতেই শহরের সিনেমা উৎসবে নন্দন-এ উপচে পড়বে ভিড়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও এবারে চলচ্চিত্র উৎসবে বিশেষ জাঁকজমক রয়েছে। তাছাড়াও প্রত্যেকবারের মতো কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চাঁদের হাট বসতে চলেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

6 months ago
Abhishek: 'মহুয়া নিজের লড়াই লড়তে সক্ষম', মহুয়া বিতর্কে প্রথম মুখ খুললেন অভিষেক

'টাকা নিয়ে প্রশ্ন' কাণ্ডে তোলপাড় দেশ। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকা নিয়ে প্রশ্ন করার অভিযোগ উঠলে একের পর এক বিপদে পড়ছেন তিনি। এবারে সাংসদ পদ খারিজ করারও প্রস্তাব দেওয়া হয়েছে। এরই মাঝে আজ অর্থাৎ বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নিয়োগ দুর্নীতি কাণ্ডে তাঁকে ইডি তলব করে। হাজিরা দেওয়ার পর সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে তিনি প্রথমবার মহুয়া বিতর্কে মুখ খুললেন। তিনি বললেন, 'আমার মনে হয় মহুয়া নিজেই নিজের লড়াই লড়ার জন্য যথেষ্ট।'

বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দেওয়ার পর সাংবাদিকদের সামনে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পর এথিক্স কমিটি ও মহুয়াকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি এথিক্স কমিটির ভূমিকা নিয়েই প্রশ্ন তোলেন। তাঁর দাবি, বিজেপি নেতাদের বিরুদ্ধে ওঠে অভিযোগ নিয়ে এতটা তৎপরতা দেখায় না এথিক্স কমিটি, যতটা মহুয়াকে নিয়ে তারা তৎপর। তিনি বলেন, 'এথিক্স কমিটিতে অনেকগুলি অভিযোগ পড়ে রয়েছে। আপনারা দেখেছেন, নতুন সংসদ ভবনে বিজেপি সাংসদ রমেশ বিদুরি কুকথা বলে কী করে সংসদের গরিমা নষ্ট করেছেন। বিজেপির এমন বহু সাংসদ রয়েছেন যাদের বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিশের শুনানি বকেয়া রয়েছে। কিন্তু যদি কেউ সরকারের বিরোধিতা করে, সরকারকে প্রশ্ন করতে চায়, আদানির অপকর্ম নিয়ে প্রশ্ন করতে চায় তাহলে কী করে তাঁকে সাংসদ পদ থেকে বহিষ্কার করা হয়।'

অভিষেক আরও বলেন, 'মহুয়া মৈত্র নিজের লড়াই লড়তে সক্ষম। আমাকেও চার বছর ধরে ডেকে পাঠাচ্ছে বিভিন্ন তদন্তকারী সংস্থা। নতুন নতুন মামলায় আমার নাম জুড়ে দেওয়া হচ্ছে। এটা প্রতিহিংসার রাজনীতি ছাড়া আর কিছু নয়।'

6 months ago


Mahua: সাংসদ পদ খারিজ করা হবে মহুয়ার, ৫০০ পাতার রিপোর্ট এথিক্স কমিটির!

আরও বিপাকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। আজ অর্থাৎ বৃহস্পতিবার এথিক্স কমিটির বৈঠকে বসার কথা রয়েছে। তার আগেই বুধবার সন্ধ্যায় একটি খবর প্রকাশ্যে আসে যে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ করার প্রস্তাব দেওয়া হয়েছে। মহুয়া মৈত্র 'অনৈতিক ও খুব আপত্তিকর' কাজ করেছে অভিযোগ তুলে তাঁকে শাস্তি দেওয়ার সুপারিশ আসছে বলে সূত্র মারফৎ জানা গিয়েছে।

বুধবারই বিজেপি সাংসদ বিস্ফোরক দাবি করেন যে, লোকপাল মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। এর পরই তাঁর সাংসদ পদ খারিজ করার প্রস্তাবও দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ৯ নভেম্বর, বৃহস্পতিবার লোকসভার এথিক্স কমিটির বৈঠকে বসার কথা রয়েছে। মহুয়া মৈত্রের বিরুদ্ধে এথিক্স কমিটি কী পদক্ষেপ করার ভাবনা-চিন্তা করছেন, সে বিষয়ে বৈঠকের আগেই এই খবর প্রকাশ্যে আসে। কয়েকটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এথিক্স কমিটি ৫০০ পাতার একটি রিপোর্ট দিয়েছে। যেখানে বলা হয়েছে, মহুয়া মৈত্র 'অনৈতিক, অপরাধমূলক ও খুব আপত্তিকর' কাজ করেছেন এবং তাঁকে শাস্তি দেওয়া উচিত।

6 months ago
Tet: টেট ছাড়াই চাকরি! ৯৪ জন শিক্ষকের নিয়োগপত্র বাতিল করল পর্ষদ

রাজ্যে ফের বেকার হলেন ৯৪ জন প্রাথমিক শিক্ষক। তাঁদের নিয়োগপত্র বাতিল করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। অভিযোগ, এই ৯৪ জন এতদিন টেট ছাড়াই চাকরি করেছেন। পর্ষদ সূত্রে খবর, আদালতের নির্দেশ মেনেই ওই শিক্ষকদের নিয়োগ বাতিল করা হয়েছে। তাঁরা সকলেই ২০১৪ সালে টেট পরীক্ষার্থী ছিলেন বলেই দাবি। চাকরি হয়েছিল দু বছর পর।

সম্প্রতি আদালতের নির্দেশে ৯৬ জন প্রাথমিক শিক্ষককে তথ্য যাচাইয়ের জন্য ডাকা হয়েছিল। তাঁদের তথ্য যাচাই করে পর্ষদের রিপোর্ট, এরমধ্যে ৯৪ জন বেআইনি ভাবে চাকরি পেয়েছেন। এমনকী, ওই শিক্ষকরা স্বীকার করেছেন, তাঁদের নিয়োগে অনিয়ম ছিল।

পর্ষদের বক্তব্য, নথি খতিয়ে দেখে জানা গিয়েছে, ওই ৯৪ জন শিক্ষক টেট উত্তীর্ণ না হয়েই চাকরি পেয়েছেন। হাই কোর্টের নির্দেশ, তাঁদের নিয়োগ বাতিল নিয়ে দ্রুত পদক্ষেপ করতে হবে পর্ষদকে।

6 months ago


Mahua: অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন মহুয়া! পাল্টা অভিযোগ এথিক্স কমিটির

'টাকা নিয়ে প্রশ্ন' কাণ্ডে লোকসভার এথিক্স কমিটি (LokSabha Ethics Committee) ২ নভেম্বর তলব করেছিল তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে (Mahua Moitra)। ফলে বৃহস্পতিবার হাজিরা দেন তিনি। কিন্তু তাঁকে ব্যক্তিগত প্রশ্ন করা হয়েছে এই অভিযোগ তুলে এথিক্স কমিটির বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন তিনি। কমিটির চেয়ারম্যানের বিরুদ্ধে রীতিমত ক্ষোভ উগরে দেন তিনি। কিন্তু মহুয়ার ব্যবহারেও পাল্টা সরব হয়েছেন এথিক্স কমিটির চেয়ারম্য়ান বিনোদ সোনকর। মহুয়া অভব্য আচরণ করেছেন দাবি কমিটির। তাই তাঁর এমন আচরণেই আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে এথিক্স কমিটি, সূত্রের খবর।

বৃহস্পতিবার মহুয়া মৈত্র এথিক্স কমিটির বৈঠক ছেড়ে বেরিয়ে আসায় কমিটি তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে বলে জানা গিয়েছে। মহুয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি এথিক্স কমিটির সদস্য এবং চেয়ারম্যানের বিরুদ্ধে অসংসদীয় শব্দ প্রয়োগ করেছেন। যা কমিটির জন্য অত্যন্ত অবমাননাকর। এছাড়াও এথিক্স কমিটির স্পষ্ট অভিযোগ, মহুয়া মৈত্র তদন্তে অসহযোগিতা করেছেন। তাই এই মামলায় তৈরি করা হতে পারে পূর্ণাঙ্গ তদন্ত কমিটি। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বা প্রাক্তন কোনও সিবিআই প্রধানের নেতৃত্বে ও একাধিক সাইবার বিশেষজ্ঞকে অন্তর্ভুক্ত করে তৈরি করা হতে পারে এই কমিটি। তবে আজই সিদ্ধান্ত নেওয়া হবে না। আগামীদিনে কমিটির সদস্যরা সবাই মিলে বসবে এবং আলোচনা করে যৌথ ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রের খবর।

7 months ago
Letter: 'হিসাব চাই,' ১০০ দিনের বকেয়ার দাবিতে অভিষেকের চিঠির উত্তর দিল কেন্দ্র

১০০ দিনের কাজের বকেয়া টাকা আদায়ের দাবিতে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিঠিও দিয়েছিলেন। সেই চিঠি কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছে দিয়েছিলেন রাজ্যপাল। সূত্রের খবর, অবশেষে ওই চিঠির জবাব দিয়েছে কেন্দ্রীয় সরকার।

বুধবার রাজভবনে রাজ্যপাল সাংবাদিক বৈঠক করেন। সেখানে কেন্দ্রীয় সরকারের পাঠানো জবাবি চিঠির বিষয়টি জানান তিনি। ইতিমধ্যে ওই চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও পাঠিয়েছেন তিনি। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার কয়েকটি বিষয় সম্পর্কে জানতে চেয়েছে। যদিও ওই চিঠিতে ঠিক কী বলা হয়েছে সেবিষয়ে কিছু জানাননি রাজ্যপাল। 

কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে এবং ১০০ দিনের কাজের টাকার দাবিতে প্রথমে দিল্লিতে ধরনা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর কলকাতাতে রাজভবনের সামনে ধরনায় বসেন তিনি। অবশেষে রাজ্যপালের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেন তিনি।

7 months ago
Mahua: ২ নভেম্বরই হাজিরা দেবেন মহুয়া মৈত্র! এথিক্স কমিটির চেয়ারম্যানকে চিঠি দিয়ে কী জানালেন তিনি

২ নভেম্বরই লোকসভার এথিক্স কমিটির (Ethics Committee) সামনে হাজিরা দেবেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। মঙ্গলবার লোকসভার (Lok Sabha) এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকরকে চিঠি দিয়ে জানিয়েছেন মহুয়া মৈত্র। তিনি জানিয়েছেন, ২ নভেম্বর সকাল ১১ টার মধ্যেই হাজিরা দেবেন তিনি। তবে সেই চিঠিতে এথিক্স কমিটির বিরুদ্ধে ক্ষোভপ্রকাশও করেছেন। চিঠিতে কমিটিকে উদ্দেশ্য করে কিছু 'আক্রমণাত্মক’ বক্তব্যও পেশ করেছেন তৃণমূল সাংসদ।

জানা গিয়েছে, মহুয়া মৈত্র এথিক্স কমিটির চেয়ারম্যানকে যে চিঠি দিয়েছেন, সেখানে তিনি তীব্র কটাক্ষ করে লিখেছেন, লোকসভার এথিক্স কমিটি গত দু’বছর ধরে একটিও বৈঠক করেনি। কিন্তু এই ক্ষেত্রে কমিটি এত দ্রুততা দেখাচ্ছে। তিনি বিশেষ কাজে ব্যস্ত থাকবেন জানানোর পরেও এথিক্স কমিটি যেভাবে ২ নভেম্বরেই তাঁর হাজিরার ক্ষেত্রে জোর করেন তাতে তিনি 'অবাক' হয়েছেন। চিঠিতে মহুয়া আরও জানিয়েছেন, তিনি ব্যবসায়ী হিরানন্দানি ও অ্যাডভোকেট জয় অনন্তকে এথিক্স কমিটির সামনে মুখোমুখি বসিয়ে প্রশ্ন করতে চান। এছাড়াও তিনি বলেছেন, এথিক্স কমিটি কোনও ফৌজদারি বিষয়ে তদন্ত করতে পারে না। তার জন্য আলাদা সংস্থা রয়েছে। অবশেষে মহুয়া মৈত্র জানিয়েছেন, ২ নভেম্বর সংসদের এথিক্স কমিটির সামনে হাজিরা দেবেন তিনি। কিন্তু এই বিষয়ের তিনি তীব্র প্রতিবাদও জানিয়েছেন।

7 months ago


Mahua: ধোপে টিকল না মহুয়ার মৈত্রর আবেদন! ২ নভেম্বর ফের তলব করল এথিক্স কমিটি

সংসদের (Parliament) এথিক্স কমিটির (Ethics Committee) কাছে আর্জি ছিল ৫ নভেম্বরের পর যেন মহুয়া মৈত্রকে (Mahua Moitra) ডাকা হয়। কিন্তু সেই আবেদন পুরোপুরি শুনল না এথিক্স কমিটি। কারণ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে ফের তলব করল সংসদের এথিক্স কমিটি। টাকার বিনিময়ে প্রশ্ন করার ইস্যুতে তৃণমূল কংগ্রেস সাংসদকে ৩১ অক্টোবর এথিক্স কমিটি তলব করেছিল। কিন্তু সেসময় যেতে পারবেন না বলে জানিয়েছিলেন মহুয়া মৈত্র। এবারে তাঁর আবেদনের পরও ৫ নভেম্বরের আগেই ফের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হল।

লোকসভার এথিক্স কমিটির চিঠিতে জানানো হয়েছে, আগামী ২ নভেম্বর সকাল ১১টায় মহুয়াকে সংসদের এথিক্স কমিটির ঘরে হাজিরা দিতে হবে। এর আগে মহুয়া মৈত্রকে ৩১ অক্টোবর তলব করেছিল লোকসভার এথিক্স কমিটি। সেসম মহুয়াও চিঠি দিয়ে জানিয়ে দেন যে, তাঁর পূর্ব নির্ধারিত সরকারি ও রাজনৈতিক কর্মসূচী রয়েছে। আগামী ৫ নভেম্বরের পরে যেদিন সময় দেবেন সেদিন যাবেন। ফলে হাজিরা দেওয়ার জন্য বেশ কিছুটা সময় চেয়ে নেন তিনি। তবে মহুয়ার চাওয়া সেই সময়ের আগেই তাঁকে আবার তলব করা হল। কিন্তু সময় কিছুটা বাড়িয়ে দিলেও ২ নভেম্বরই তাঁকে তলব করল এথিক্স কমিটি।

7 months ago
Mahua Moitra: এথিক্স কমিটির সমনে সাড়া দেবেন না মহুয়া মৈত্র! চিঠি দিয়ে কী জানালেন সাংসদ

টাকা নিয়ে প্রশ্ন কাণ্ডে এল নয়া মোড়। বড় ফ্যাঁসাদে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। লোকসভার (Loksabha) এথিক্স কমিটি (Ethics Committee) তলব করে তাঁকে। আগামী ৩১ অক্টোবর তাঁকে হাজিরা দিতে বলা হয়। কিন্তু এথিক্স কমিটির সামনে ৩১ অক্টোবর হাজির হতে পারবেন না তিনি। এমনটাই জানালেন তিনি।

লোকসভার এথিক্স কমিটির তলবে সাড়া দেবেন না মহুয়া মৈত্র। টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার যে মারাত্মক অভিযোগ উঠেছিল, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য লোকসভার এথিক্স কমিটি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে জিজ্ঞাসাবাদের জন্য ৩১ অক্টোবর সশরীরে হাজিরা দিতে নির্দেশ দিয়েছিল। কিন্তু শুক্রবার মহুয়া মৈত্র জানিয়ে দিলেন, তিনি ওই দিনে হাজিরা দিতে পারবেন না। তিনি জানিয়েছেন, তাঁর পূর্ব নির্ধারিত সরকারি ও রাজনৈতিক কর্মসূচী আছে। আগামী ৫ নভেম্বরের পরে যেদিন সময় দেবেন সেদিন যাবেন।  

সংসদের এথিক্স কমিটির চেয়ারম্যানকে চিঠি দিয়ে মহুয়া মৈত্র জানিয়েছেন, 'আমাকে গতকাল সন্ধে ৭.২০-এ ইমেল করে সমনের কথা জানানো হয়। তার আগে সংবাদমাধ্যমে সমনের কথা ঘোষণা করে দেন এথিক্স কমিটির চেয়ারম্যান। ৪ নভেম্বর পর্যন্ত আমার সংসদীয় এলাকায় পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় দিল্লিতে থাকা সম্ভব নয়।'

7 months ago


Mahua Moitra: এবারে এথিক্স কমিটির তলব মহুয়াকে, কবে হাজিরা তৃণমূল সাংসদের

'টাকা নিয়ে প্রশ্ন' কাণ্ডে এবারে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে (Mahua Moitra) তলব করল এথিক্স কমিটি। আগামী ৩১ অক্টোবর মহুয়া মৈত্রকে ডেকে পাঠালো সংসদের এথিক্স কমিটি। সেদিনই আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন মহুয়া।

২৬ অক্টোবর, বৃহস্পতিবার লোকসভার এথিক্স কমিটির শুনানি শুরু হয়। দুপুর ১২ টায় সংসদ ভবনে শুরু হয় এথিক্স কমিটির প্রথম বৈঠক। প্রথম দিনই ডাকা হয় প্রধান দুই অভিযোগকারী বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং আইনজীবী জয় অনন্তকে। দুজনকেই নিজেদের অভিযোগের স্বপক্ষে সাক্ষ্যপ্রমাণ নিয়ে উপস্থিত থাকতে বলা হয়েছিল এথিক্স কমিটির সামনে। এদিন নিশিকান্ত এবং জয় অনন্ত হাজিরা দিলে তাঁদের বয়ান রেকর্ড করা হয় ও এদিনই অভিযুক্ত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকেও তলব করা হয়। ৩১ অক্টোবর, মঙ্গলবার দুপুর ১২ টার মধ্যে সংসদের এথিক্স কমিটির সামনে হাজির হয়ে নিজের সমর্থনে বক্তব্য রাখবেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র।

7 months ago
Swaminarayan Akshardham: মার্কিন মুলুকে তৈরি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মন্দির, তাক লাগাবে স্থাপত্য ও কারুকার্য

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মন্দির স্বামীনারায়ণ অক্ষরধাম (Swaminarayan Akshardham) খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে দেশের বাইরে। জানা গিয়েছে অন্যতম বৃহৎ মন্দিরটি তৈরি করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে (New JerSey)। ৮ অক্টোবরেই এই মন্দির উদ্বোধন করা হবে ও সাধারণ মানুষের জন্য মন্দিরের দ্বার খোলা হবে আগামী ১৮ অক্টোবর। মার্কিন যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ মন্দির হতে চলেছে এই মন্দিরটি। ইতিমধ্য়েই স্বামীনারায়ণ অক্ষরধামের ছবি প্রকাশ্যে এসেছে। এই মন্দিরের ছবিগুলি দেখেই মন জুড়িয়ে যাচ্ছে, এমনই তাঁর কারুকার্য, স্থাপত্য।

বিশ্বের বৃহত্তম মন্দির কম্বোডিয়ার আঙ্কোর ওয়াট। কার্যত তারপরেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মন্দির হতে চলেছে এই স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দির। ১৮৩ একর জমির ওপর নির্মিত এই মন্দির তৈরি করতে ১২ বছর সময় লেগেছে। মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে প্রায় ১২৫০০ জন মিলে এই নির্মাণটি শেষ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরটি প্রাচীন ভারতীয় সংস্কৃতি অনুসারে তৈরি করা হয়েছে। মন্দিরের বাইরে থেকে ভিতর, ছাদ থেকে প্রতিটি মিনার চোখধাঁধানো, নজরকাড়া কারুকাজে সাজানো। নিঁখুতভাবে খোদাই করা হয়েছে হিন্দু ধর্মের বিভিন্ন গল্প ও চরিত্রদের। মন্দিরের গায়ে ১০ হাজার মূর্তি খোদাই করা আছে। এছাড়াও ভারতের বাদ্যযন্ত্র, ঐতিহ্য, নৃত্যের অঙ্গি-ভঙ্গি মন্দিরের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে।

8 months ago
Letter: স্পেন থেকে ফেরার পরই মমতাকে চিঠি পাঠালেন রাজ্যপাল

একাধিক ইস্যুতে রাজ্য-রাজভবন সম্পর্কে চির ধরেছে। বিভিন্ন অনুষ্ঠানে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী একে অপরকে ব্যাপক কটাক্ষ করেছেন। শনিবার সন্ধে নাগাদ স্পেন সফর শেষ করে রাজ্যে ফিরেছেন মুখ্যমন্ত্রী। এর পরেই ফের মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর উদ্দেশে রাজ্যপালের লেখা ওই চিঠির বিষয়বস্তু কী তা জানা যায়নি। তবে সূত্রের দাবি, মুখ্যমন্ত্রীর বিদেশ সফর সম্পর্কে জানতেই ওই চিঠি পাঠানো হয়েছে।

যদিও মুখ্যমন্ত্রীকে এই প্রথম চিঠি পাঠাননি রাজ্যপাল। এর আগেও একাধিকবার রাজভবনের তরফে চিঠি পাঠানো হয়েছে। এমনকী মধ্যরাতেও চিঠি পাঠিয়েছিলেন রাজ্যপাল। 

একাধিক চিঠি পাঠালেও রাজ্য- রাজভবন সম্পর্কের কোনও উন্নতিই হয়নি। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গলাতেও রাজ্যপালের কটাক্ষ শুনতে শোনা গিয়েছে। এই অবস্থায় শনি রাতে রাজভবনের তরফে হঠাৎ কেন চিঠি পাঠানো হল সেবিষয়ে প্রশ্ন উঠছেই।

8 months ago


Cigarette: ধূমপানহীন দেশ গড়ার লক্ষ্য, বিক্রি বন্ধ হতে পারে সিগারেট!

এক বড় সিদ্ধান্ত নিতে চলেছে ব্রিটেন সরকার। সিগারেট (Cigarette) নিষিদ্ধ করতে চলেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক (Rishi Sunak)। এমনটাই আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে। সূত্রের খবর, ঋষি সুনক এমন সিদ্ধান্ত খুব শীঘ্রই নিতে চলেছেন যাতে পরবর্তী প্রজন্ম থেকে ব্রিটেনে আর কেউ সিগারেট পেতে না পারেন।

গতবছর নিউজিল্যান্ডে সিগারেট বন্ধ করার এক নতুন নিয়ম জারি করা হয়েছে। নিউজিল্যান্ড সরকার ঘোষণা করেছে, ২০০৯ সালের ১ জানুয়ারির পর যারা জন্মগ্রহণ করেছে, তাদের কাউকে সিগারেট বিক্রি করা যাবে না। আর এর অনুরকণেই ব্রিটেন প্রধানমন্ত্রী ব্রিটেনে সিগারেট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে। ব্রিটেন সরকারের মুখপাত্র জানিয়েছেন, 'আমরা চাই সাধারণ মানুষ যেন সিগারেট পান ছেড়ে দেন। ২০৩০ সালের মধ্যে আমরা ব্রিটেনকে ধূমপানমুক্ত করতে চাই। ধূমপান কমানোর জন্য এখন থেকেই বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।'

আরও জানা গিয়েছে, ব্রিটেনে ধূমপান বন্ধ করার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। বিনামূল্যে ভেপ কিট দেওয়া হচ্ছে। পাশাপাশি গর্ভবতী মহিলাদের ধূমপান ছাড়ার জন্য ভাউচার স্কিম দেওয়া হচ্ছে। সিগারেট প্য়াকেটের ভিতরেও বাধ্যতামূলক সতর্কতাবিধি যোগ করা হয়েছে। তবে সিগারেট নিষিদ্ধ করার পরিকল্পনা কতটা সফল হবে, সেটাই এখন দেখার।

8 months ago
Abhishek Chatterjee: অভিষেক চট্টোপাধ্যায়কে ছেড়ে এই প্রথম দুর্গাপুজো করবেন তাঁর স্ত্রী-কন্যা

২০২২ সালের মার্চ মাসে, মাত্র ৫৮ বছর বয়সে প্রয়াত হন টলিউড অভিনেতা (Tollywood Actor) অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee)। রেখে গিয়েছেন তাঁর স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায় এবং মেয়ে সাইনা চট্টোপাধ্যায়কে। স্বামী ও বাবা হারানোর শোক তাঁরা ভুলতে পারেননি এখনও। তাঁদের জীবনে এখনও ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন অভিষেক। চট্টোপাধ্যায় পরিবারে এর আগে একসঙ্গে দুর্গাপুজো উদযাপন করতে দেখা যেত। গত বছর সেই নিয়মে ছেদ পড়েছিল।

অভিষেককে ছেড়ে দুর্গাপুজো করতে চাননি তাঁর স্ত্রী ও মেয়ে। তাই গত বছর সংযুক্তা মেয়ে সাইনাকে নিয়ে কলকাতার বাইরে কাটিয়েছিলেন। তবে এই বছর আবারও পুরনো নিয়মে ফিরতে চলেছেন। তাই চট্টোপাধ্যায় পরিবারে এই বছর আবার দুর্গাপূজা হবে। ইতিমধ্যেই দূর্গা ঠাকুরের বায়না করেছেন সংযুক্তা। অন্যান্য প্রস্তুতিও চলছে পাশাপাশি। মেয়ে সাইনা আবদার করেছিল, এই বছর তার লেহেঙ্গা চাই। মেয়ের আবদার রেখেছেন সংযুক্তা। নিজের জন্যও বেশ কিছু শাড়ি কিনেছেন অভিষেক-পত্নী।

সংযুক্তা মনে করেন স্বামী অভিষেক সবসময় তাঁদের সঙ্গে রয়েছেন। এই দুর্গাপুজোর আয়োজনের আসল চালিকা শক্তি অভিষেকই।                                             

8 months ago