Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

TMC

TMC: ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে! পাড়া দখলকে কেন্দ্র করে বৌবাজারের ধুন্ধুমার

রবিবার রাত ১১-১২ টার দিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ধুন্ধুমার কাণ্ড বাঁধে বৌবাজারের নবীন চাঁদ বড়াল লেনে। হঠাৎই কিছু বহিরাগত এসে হামলা চালায়। একের পর এক বাইক, পার্কিং-এ দাঁড়ানো গাড়িতে ভাঙচুর চালায়। মহিলাদেরকেও মারধর করা হয়। পাড়ার লোকজনের বাড়িতে কাঁচের বোতল, থান ইট ছোড়া হয়। এরপরেই শুরু হয় স্থানীয়দের বিক্ষোভ। চূড়ান্ত অশান্ত হয়ে ওঠে নবীন চাঁদ বড়াল লেন।

সমগ্র ঘটনায় অভিযোগের তীর ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে-র দিকেই। এমনকি, তিনি বিভিন্ন তামাক, মাদক দ্রব্যের ব্যবসার সঙ্গে যুক্ত দাবি করে তাঁর চরিত্র নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন স্থানীয় বাসিন্দারা।

যদিও, ঘটনা সম্পর্কে কিছুই জানেন না। খোঁজ নিয়ে দেখবেন। জানিয়ে দায় এড়িয়ে গেলেন ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে।

মূলত, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যেকার দ্বন্দ্বই রবিবার রাতের এই ঘটনার মূল কারণ। জানা যাচ্ছে, নয়না বন্দ্যোপাধ্যায়ের অনুগামী বনাম বিশ্বরূপ দের অনুগামীদের মধ্যেই এই ঝামেলা হয়। তবে, উল্লেখযোগ্যভাবে এই ঘটনায় পুলিসি ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। অভিযোগ, পুলিস সামনে থাকলেও ঝামেলা আটকাতে কোনও সক্রিয়তা দেখায়নি পুলিস। তবে কি, কোনও বিশেষ স্বার্থ সিদ্ধিতেই পুলিসের নিশ্চুপ ভূমিকা? প্রশ্ন তুলছে বিরোধী মহল। সবটাই টাকার খেলা, মন্তব্য বিজেপি নেতা সজল ঘোষের।

3 months ago
Resign: দলীয় কর্মীদের হাতে আক্রান্তের প্রতিবাদে পদত্যাগ আতঙ্কিত তৃণমূল কাউন্সিলরের

আতঙ্কিত তৃণমূল কাউন্সিলর পদত্যাগ পত্র পাঠালেন মহকুমা শাসক এবং পুরসভার পুরপ্রধানের কাছে। নিজের দলের কর্মীদের হাতে শারীরিকভাবে আক্রান্ত হওয়ার পরেই প্রতিবাদ স্বরূপ তাঁর এই সিদ্ধান্ত বলেই জানিয়েছেন দক্ষিণ দমদম পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ হাজরা। ফলে আবারও একবার প্রকাশ্যে চলে এল শাসকদলের অন্দরের কোন্দল।

নিজের পদত্যাগের কথা স্বীকার করলেও, ক্যামেরার সামনে তাঁর কারণ বলতে চাননি তিনি। যদিও তিনি দাবি করেছেন তাঁর সাথে যা ঘটেছে, সেটা নিজের ও দলের কাছে লজ্জার বিষয়।

সূত্রের খবর, ১৪ ফেব্রুয়ারী, সরস্বতী পুজোর দিন নিজের দলের কর্মীদের হাতেই আক্রান্ত হয়েছিলেন দক্ষিণ দমদম পুরসভা ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ হাজরা। এরপরই তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নেন। যদিও তা এখনও গৃহীত হয়নি। অরূপ হাজরা আরও জানান, তিনি আতঙ্কিত। যদিও দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা কাউকে তিনি এ বিষয়টি জানাননি।

কেন কাউন্সিলরকে আক্রান্ত হতে হল দলীয় কর্মীদের হাতে? তবে কি দলের কাউন্সিলররাই এখন দলে সুরক্ষিত নন। সামনেই লোকসভা নির্বাচন। আর তার আগে এই ধরনের ঘটনা অস্বস্তিতে ফেলতে পারে শাসকদলকে বলেই মত রাজনৈতিক মহলের।

3 months ago
Idrish Ali: প্রয়াত তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি, ক্যানসারের কাছে পরাজয়

প্রয়াত তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি। শুক্রবার মাঝরাতে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন সাংসদ তথা ভগবানগোলার বিধায়ক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। জানা গিয়েছে, ক্যানসারে ভুগছিলেন ইদ্রিশ আলি। বিধানসভায় নিয়ে আসা হয় তাঁর মৃতদেহ। সেখানেই শোক জ্ঞাপন করেন মন্ত্রী-বিধায়করা। ইদ্রিশ আলির মৃত্যুতে শোক প্রস্তাব হয়ে শেষ হল বিধানসভার শুক্রবারের অধিবেশন। শোক প্রস্তাব করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। শ্রদ্ধা জানালেন অধ্যক্ষ।

সূত্রের খবর, ক্যানসারের পাশাপাশি আরও বেশ কিছু রোগ তাঁর শরীরে বাসা বেধেছিল। অনেকদিন ধরেই বিধায়কের শরীর অসুস্থ ছিল। ইদানিং রাজনীতির জগতেও সক্রিয়তা কমে গিয়েছিল। সম্প্রতি অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন। শুক্রবার রাত আড়াইটে নাগাদ তাঁর মৃত্যু হয়। এদিনই পার্ক স্ট্রিটে শেষকৃত্য সম্পন্ন হবে প্রয়াত বিধায়কের।

ইদ্রিশ আলির রাজনৈতিক জীবন শুরু কংগ্রেসে। তাঁর রাজনীতিতে আসা কংগ্রেস নেতা সোমেন মিত্রর হাত ধরে। ২০১১ সালে তিনি ভোটে লড়েন তৃণমূলের হয়ে। সেবার জয় পাননি।  ২০১৪ সালে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে তিনি জয়ী হয়ে সাংসদ হন।  ২০২১ সালের বিধানসভা ভোটে তিনি ভগবানগোলা আসনে জিতে বিধায়ক হন।

3 months ago


Arrest: জামিনে মুক্ত হতেই ফের গ্রেফতার বিজেপির বিকাশ এবং বহিষ্কৃত তৃণমূল নেতা উত্তম, কিন্তু কেন?

শনিবার গ্রেফতার। সোমে জামিনে মুক্ত হতে না হতেই ফের গ্রেফতার সন্দেশখালির বিজেপি নেতা বিকাশ সিংহ ও তৃণমূলের বহিষ্কৃত নেতা উত্তম সর্দার। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। আবারও কেন গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে এখনও কিছুই জানা যায়নি। তবে বিকাশ সিংহ-কে গ্রেফতার করা হলে বিকাশ সিংহের পরিবারের লোকেরা এবং বিজেপি কর্মী সমর্থকেরা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করে। আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়েন বিকাশ সিংহের মেয়ে। যদিও পরে বিক্ষোভ উঠে যায় যায়।

শনিবার গ্রেফতার হয়ে সোমেই জামিনে মুক্ত হয়েছেন শাহজাহান ঘনিষ্ঠ সাসপেন্ডেড তৃণমূল নেতা উত্তম সর্দার। তাঁকে মিথ্যে মামলার ফাঁসানোর চেষ্টা হয়েছিল বলে অভিযোগ করা হয়। ২ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয় উত্তমকে। একই সঙ্গে জামিন পান বিজেপি নেতা বিকাশ সিংহ-ও। আদালত থেকে বেরতে না বেরতেই নতুন করে অশান্তি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিকাশকে গাড়িতে তোলার সময় বসিরহাট পুলিস তাঁকে জোর করে গাড়িতে তোলে বলে অভিযোগ। এক মামলায় জামিন পেতে না পেতে অন্য মামলায় গ্রেফতার করা হয় তাঁকে বলে পুলিস সূত্রে খবর।

3 months ago
Dev: দেব ফিরলেন ঘরে!

প্রসূন গুপ্তঃ রাজনৈতিক জটিলতা কিছুতেই পিছু ছাড়ছে না তৃণমূল নেতৃত্বের। কখনও ইডি বা সিবিআই, কখনও সন্দেশখালি অথবা দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থান। এরই উপর অভিনেতা, সাংসদ দেবের রাজনীতি ছেড়ে দেওয়ার আভাস। সম্প্রতি বাজেট অধিবেশনে দেব লোকসভায় বলেই ফেলেন যে, আগামীতে যেন তাঁর কেন্দ্র ঘাটালের উন্নয়নের দিকে নজর দেয় সরকার। কারণ নাকি তাঁকে আর পাওয়া যাবে না।

এখানে প্রশ্ন ১) ফের বর্তমান সরকারই যে ফেরত আসবেন, তা দেব কি পরোক্ষে জানিয়ে দিলেন? ২) তিনি কি আর রাজনীতিতে থাকতে চাইছেন না? এর পরেই দেব সংবাদ তুষের আগুনের মতো ছড়িয়ে পরে। যদিও বেশ কয়েকদিন ধরেই বেসুরো ছিলেন তিনি। শোনা গিয়েছে, দেবের এই অনাগ্রহের পর নাকি উত্তর-পূর্বের কোনও এক অমিত শাহ ঘনিষ্ঠ মুখ্যমন্ত্রী দেবকে ফোন করেন এবং বিজেপিতে যোগ দিতে অনুরোধ করেন। উত্তরে দেব কি জানিয়েছিলেন তা অবিশ্যি জানা যায় নি।

শোনা গিয়েছিল, আরও দুটি ঘটনা ১) কয়েক মাস আগে দেবের প্রোডাকশনের ছবি প্রজাপতি নন্দনে রিলিজ করতে দেওয়া হয় নি, এতে ভয়ঙ্কর ক্ষুব্ধ ছিলেন তিনি। তারপরেই দলের অতি অপছন্দের কোনও এক প্রচার মাধ্যমে তিনি উপস্থিত থেকে নাকি এমন সব ছবি তুলে প্রকাশ করেন যাতে দল খুশি হতে পারেনি। ২) তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া মিঠুন চক্রবর্তীকে নিজের ছবিতে নেওয়া এবং তাঁর সঙ্গে ঘনিষ্ঠতা, দলের একাংশের আপত্তি ছিল। এসব কারণ বাদেও তাঁর কেন্দ্র ঘটালে কোনও এক নেতা নাকি দেবকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। কাজেই সব মিলিয়ে অভিমানী দেব নাকি আর রাজনীতিতে থাকবেন না শোনা যাচ্ছিলো।

শনিবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেবের সঙ্গে নিজের অফিস ক্যামাক স্ট্রিটে দীর্ঘ সময় ধরে আলোচনা করেন এবং সেখান থেকে বেরিয়ে দেব চলে যান মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সবশেষে মধুরেণ সমাপয়েৎ। দেব ফের প্রার্থী হচ্ছেন ঘটালে।

তবে একটি কথা না বললেই নয়, তৃণমূল দল চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং তাঁর ছবি বহন করেই দলের এতো শক্তিবৃদ্ধি, তা সত্বেও দেব কে নিয়ে এতো ভাবনার কি আছে? উত্তর বোধহয় জানা থাকলেও কেউ মুখে আনবেন না তৃণমূলের।

3 months ago


Sandeshkali: ফের অগ্নিগর্ভ সন্দেশখালি, TMC নেতা শিবু হাজরার পোলট্রি ফার্মে আগুন

শিবু হাজরা ও উত্তম সর্দার, তৃণমূলের হত্তাকত্তা শেখ শাহজাহানের ২ অনুগামীর বিরুদ্ধে সরগরম সন্দেশখালি। দফায় দফায় উত্তেজনা, দফায় দফায় আগুন। যেন একেবারে গুঁড়িয়ে দেওয়ার পণ। কিন্তু শিবু হাজরা ও উত্তম সর্দারের উপর কেন এত ক্ষোভ সন্দেশখালির সাধারণ মানুষের? গত ৩ দিন ধরে খবর কভারেজের মধ্যেই খোঁজ নিল সিএন।

শুক্রবার অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে জেলিয়াখালিতে তৃণমূল নেতা শিবু হাজরার পোলট্রি ফার্মে আগুন। শিবু হাজরার পোলট্রি ফার্মে আগুন লাগিয়ে দিল স্থানীয় জনতা। অগ্নিগর্ভ জেলিয়াখালিতে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় জনতা। ঝাঁটা, লাঠি, বাঁশ, কাটারি হাতে বিক্ষোভ দেখান মহিলারা।

অভিযোগ, শুধু সাধারণ মানুষের জমি কেড়ে নিয়ে ক্ষান্ত হয়নি। সরকারি জমিতে রীতিমতো পাকা দোকান বানিয়ে লক্ষ লক্ষ টাকা আদায়েও নাম শিবু হাজরার। আরও অভিযোগ, সন্দেশখালি ফেরিঘাট সংলগ্ন সরকারি জমিতে দোকান বানিয়ে ১ থেকে দেড় লক্ষ টাকা করে নেওয়া হয়েছে। নাম জড়িয়েছে লাল্টু বোস নামে এক ব্যক্তির। ৯ টি দোকানের মধ্যে একটি দোকান উত্তম হাজরার। ১ লক্ষ টাকার বিনিময়ে শিবু হাজরার থেকে দোকান নিয়েছে উত্তম সর্দার।

3 months ago
Bhangar: আরাবুলকে গ্রেফতারির পরই তৃণমূল-আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়, লাঠিচার্জ পুলিসের

আরাবুল ইসলামকে গ্রেফতারের পরদিনই রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। একদিকে যেমন উদ্ধার হয়েছে তাজা বোমা, অন্যদিকে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে আইএসএফ এবং তৃণমূল কর্মীরা বচসায় জড়িয়ে পড়েন। আর তা রীতিমতো সংঘর্ষে পৌঁছয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় উওর কাশীপুর থানার পুলিস। পরিস্থিতি সামাল দিতে  পুলিসকে লাঠিচার্জ করতে হয় বলে অভিযোগ।

জানা গিয়েছে, ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন তৃণমূল কর্মী। শুক্রবার সকালে তৃণমূল ও আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত হয় ভাঙরের কোচপুকুর এলাকা। অভিযোগ, তৃণমূল কংগ্রেস কর্মীরা ফেস্টুন ব্যানার লাগাচ্ছিলেন এলাকায়। আর তা কেন্দ্র করে আইএসএফ কর্মীদের সঙ্গে বচসা শুরু হয়। পরবর্তীতে বচসা পৌঁছয় হাতাহাতিতে। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস সমর্থকদের পক্ষ থেকে উত্তর কাশীপুর থানায় অভিযোগ জানানো হয়েছে।

উল্লেখ্য, কোচপুকুরে সংঘর্ষের ঘটনায় আহতদের জিরানগাছা প্রাথমিক হাসপাতালে নিয়ে আসা হয়। তবে এঁদের মধ্যে দুজনের অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় রেফার করে দেয় চিকিৎসকেরা।

3 months ago
Arabul Islam: পঞ্চায়েত নির্বাচনে খুনের মামলায় গ্রেফতার 'তাজা নেতা' আরাবুলকে পুলিসি হেফাজতের নির্দেশ

পঞ্চায়েত নির্বাচনে খুনের মামলায় গ্রেফতার ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম। বৃহস্পতিবার উত্তর কাশীপুর থানার পুলিস আরাবুলকে গ্রেফতার করে। পুলিস সূত্রে খবর, খুনের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। স্বাভাবিকভাবেই আরাবুলকে গ্রেফতারের ঘটনায় ভাঙড়ে শোরগোল পড়ে গিয়েছে। আজ, শুক্রবার তাঁকে বারুইপুর আদালতে পেশ করা হয়। ১২ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

পুলিস সূত্রে খবর, আরাবুল ইসলাম ও তাঁর ছেলে আসেন উত্তর কাশীপুর থানায়। সেখানে উপস্থিত ছিলেন ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষ। সূত্রের খবর, পঞ্চায়েত ভোটে ঝামেলার ঘটনায় বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় আরাবুল ইসলামকে। ভাঙরের দাপুটে এই তৃণমূল নেতা ও তাঁর ছেলে আসেন উত্তর কাশীপুর থানায়। জানা গিয়েছে, পঞ্চায়েত ভোটে অশান্তির পাশাপাশি আইএসএফ কর্মী খুনের ঘটনাতেও আরাবুল ইসলামের নামে অভিযোগ দায়ের করা হয়েছিল। অর্থাৎ বিজয়গঞ্জ বাজারে গণ্ডগোলের ঘটনায় খুন, অস্ত্র আইন, খুনের চেষ্টা, সরকারি কর্মচারীদের কাজে বাধা-সহ একাধিক ধারায় মামলা হয়। তার প্রেক্ষিতেই এই গ্রেফতারি বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, সাত মাসের পুরনো মামলায় ধৃত তাজা নেতা আরাবুল ইসলাম। যদিও একই মামলায় এখনও মুক্ত বিধায়ক শওকত মোল্লা। কান পাতলেই ভাঙরে শোনা যাচ্ছে গোষ্ঠী দ্বন্দ্বের কথা।

3 months ago


Arrest: গ্রেফতার আরাবুল ইসলাম, ভাঙড়ে থেকেই গ্রেফতার

গ্রেফতার ভাঙ্গড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। উত্তর কাশীপুর থানার পুলিস তাঁকে গ্রেফতার করে নিয়ে যায় লালবাজারে। সূত্রের খবর, গত পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার সময় রাজনৈতিক হিংসার বলি হন মইনুদ্দিন মোল্লা নামে এক আইএসএফ কর্মী। খুনের অভিযোগে মামলা দায়ের হয় আরাবুল ইসলামের নামে। সেই মামলাতেই আজ, বৃহস্পতিবার ভাঙড়ের এই দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

3 months ago
Jayprakash: বাংলাকে ভাতে মারার চেষ্টা,' ধরনা মঞ্চে এসে কেন্দ্রের বিরুদ্ধে সরব জয়প্রকাশ

জয়প্রকাশ মজুমদার (তৃণমূল মুখপাত্র): মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে অবস্থান বা ধরণা কর্মসূচি দিয়েছিলেন। কারণ কেন্দ্র একটা ষড়যন্ত্র করেছে, বাংলাকে পেটে মারবে, ভাতে মারবে এবং সেটা হবে ২০২১ এর নির্বাচনের পরাজয়ের কারণে। যে ষড়যন্ত্র তৈরি করেছে বিজেপি সেই ষড়যন্ত্রের প্রতিফলন হচ্ছে ১০০ দিনের টাকা না দেওয়া। গত আড়াই বছর ধরে বিভিন্ন সামাজিক প্রকল্পের টাকা না দেওয়া। যাতে বাংলা অর্থনৈতিক অবরোধের চাপে পড়ে নতিস্বীকার করে। এটাই ওদের মূল লক্ষ্য।

শুধু তাই নয় এর সঙ্গে আরও একটা জিনিস ছিল যে ভোট পরবর্তী ক্ষেত্রে শুভেন্দু অধিকারী ও তার দলবল কেন্দ্রকে বোঝায় যে, বাংলার লোক আমাদের ভোট দেয়নি। টার্গেট ২০০ আসন বলা হয়েছিল, কিন্তু ৭৭এ থমকে গেছে। সুতরাং এদেরকে শাস্তি দিতে হবে। কিরকম শাস্তি! যেভাবে ইংরেজ ১৯৪৩ সালে দিয়েছিল। ৫০ লক্ষ বাঙ্গালীকে হত্যা করেছিল ইংরেজরা, সেইরকম নরেন্দ্র মোদি সরকার পয়সা বন্ধ করে বাংলায় গরিব মানুষকে শাস্তি দেবে। এটাই ছিল মূল উদ্দেশ্য। সেটাই ওরা করছে। তার বিরুদ্ধে তখন যারাই থাকুক না কেনো ১৯৪৩ সালে, এখন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, তিনি রুখে দাঁড়িয়েছেন।

বাংলাকে এইভাবে রোখা যাবে না, তার জন্য এই প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি। প্রতিদিন হাজার হাজার মানুষ আসছে। আজ এই অবস্থার সপ্তম দিন। এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন একুশে ফেব্রুয়ারি মধ্যে ২১ লক্ষ লোকের বকেয়া ১০০ দিনের টাকা, তিনি নিজে সরকারের ফান্ড থেকে দেবেন। বাংলা যে নতিস্বীকার করবে না তারই ঘোষণা। মনে রাখতে হবে একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষা দিবস, বাংলা ভাষাকে স্বীকৃতির দিবস। সারা পৃথিবীতে ভাষা দিবস হিসেবে বাংলা ভাষার জন্য হয়। সেদিন ১০০ দিনের বকেয়া এই টাকা সমস্ত  তাদের ব্যাংকে যাবে যারা কেন্দ্রের বঞ্চনার শিকার। সুতরাং তারই জন্য আজ সপ্তম দিনে তৃণমূল কংগ্রেস ওবিসি সেল তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু ও এসএসটি সেল ধরণা মঞ্চে জমায়েত হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন।

3 months ago


Nabanna: তৃণমূল জমানায় কোথায়, কত নিয়োগ হয়েছে? বিস্তারিত তথ্য চেয়ে পাঠালেন মুখ্যসচিব

জনগণের পরিষেবার কাজে অবহেলা ও গাফিলতির অভিযোগ উঠলে সরকারি কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতিতে জড়ালেও রেহাই পাবেন না সরকারি আধিকারিকরা, এমনটাই হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ২৪ ঘণ্টা কাটার আগেই নয়া লিখিত নির্দেশিকা দিল নবান্ন। মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিক জানিয়েছেন, ২২ জানুয়ারির মধ্যে ই-মেইল করে রাজ্য সরকারের সর্বত্র নিয়োগের সবিস্তার তথ্য দিতে হবে বিভাগীয় প্রধানদের।

জানা গিয়েছে, তৃণমূল জমানায় নিয়োগ কত হয়েছে, তার তথ্য ভান্ডার তৈরি করার উদ্যোগেই এই সিদ্ধান্ত। সেকারণে ২০১১ সালের মে মাস থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত তথ্য চাইল নবান্ন। জানাতে হবে গ্রুপ-এ, বি, সি এবং ডি-তে নিয়োগের সংখ্যা। চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মীদের নিয়োগ-তথ্যের পাশাপাশি, অধ্যাপক, শিক্ষক, শিক্ষাকর্মী এবং অন্যান্য পদে কোথায় কত নিয়োগ হয়েছে, দিতে হবে তার ব্যাখ্যাও।

ইতিমধ্যেই সব দফতরের সচিব ও জেলা শাসকদের কাছ থেকে তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছেন মুখ্যসচিব। ২২ জানুয়ারির মধ্যে ই-মেইল করে নির্দিষ্ট প্রোফর্মায় চাকরি প্রাপকদের তথ্য পাঠাতে বলা হয়েছে।

4 months ago
High Court: ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চেয়ে হাই কোর্টের দ্বারস্থ আইএসএফ

আগামী ২১ জানুয়ারি আইএসএফের প্রতিষ্ঠা দিবস। আর সেই উপলক্ষে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চায় নওশাদ সিদ্দিকির দল। সভার জন্য  হেয়ার স্ট্রিট থানার পুলিসের কাছ থেকে অনুমতি চাওয়া হয়। কিন্তু মেলেনি পুলিসের অনুমতি। তাই এবার নওশাদের দল কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল। মঙ্গলবার সভার অনুমতি চেয়ে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলা দায়ের করা হয়েছে। বুধবার শুনানির সম্ভাবনা।

সূত্রের খবর, পুলিসের তরফে কারণ হিসেবে লিখিতভাবে জানানো হয়, গত বছর রানি রাসমণি অ্যাভিনিউয়ে আইএসএফের সভায় বিস্তর অশান্তি হয়েছিল। ধরপাকড়ও হয়। এছাড়া শহরের প্ন্যতম ব্যস্ত এলাকা হওয়ায়, সভার কারণে যানজট তৈরি হতে পারে। সাধারণ মানুষকে অসুবিধের মধ্যে পড়তে হতে পারে। তা মাথায় রেখে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা থেকেই পুলিস আইএসএফের সভার অনুমতি দেয়নি।

4 months ago
TMC Meet: পাখির চোখ লোকসভা নির্বাচন! পশ্চিম মেদিনীপুরের নেতৃত্বের সঙ্গে কালীঘাটে বৈঠক মমতার

২০২৪-এর লোকসভাকে পাখির চোখ করেই একেবারে জেলা ধরে ধরে প্রস্তুতি বৈঠক শুরু করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার পশ্চিম মেদিনীপুর নেতৃত্বের সঙ্গে প্রস্তুতি বৈঠক শুরু করলেন নিজের বাড়ি কালীঘাট থেকেই। বৈঠকে উপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঘাটালের সাংসদ দেব। পশ্চিম মেদিনীপুর জেলার নেতারা রয়েছেন এই বৈঠকে। এছাড়াও আছেন সুব্রত বক্সি, জুন মালিয়া, মানস ভুঁইয়্যা, শিউলি সাহারা। ভোটের আগে দলের রণকৌশল ও মানুষের কাছে পৌঁছানোর বার্তা দিতে আজ, বুধবার জেলাস্তরের তৃণমূল নেতাদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক।

এদিন কালীঘাটের বৈঠকে কিছু বার্তা দেওয়া হয়েছে।

১) যুবদের প্রচারে ঝাঁঝ বাড়াতে হবে।

২) সোশ্যাল মিডিয়ায় প্রচার বাড়াতে হবে।

৩) সুজয় হাজরাকে বলা হয়েছে জুন মালিয়ার সঙ্গে দ্বন্দ্ব মেটাতে।

৪) পঞ্চায়েতের আগে যেভাবে আন্দোলনে ঝাঁঝ বাড়িয়েছিলেন, সেটা কম মনে হচ্ছে, বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

৫) অনেক সাংগঠনিক নির্দেশ মানা হয়নি। চন্দ্রকোনা পঞ্চায়েত সমিতি উদাহরণ। নিয়ম না মানলে ব্যবস্থা নেওয়া হোক।

৬) কেশিয়ারি ব্লকের সভাপতি শ্রীনাথ হেমব্রমকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

৭) শ্রীকান্ত মাহাতোকে ঝাড়গ্রামে সময় দিতে বলা হয়েছে।

৮) পূর্ব আর পশ্চিম মেদিনীপুরে মানস ভুইয়াকে বেশি করে সময় দিতে বলা হয়েছে।

৯) ঘরে বসে রাজনীতি নয়। মাঠে নামুন। স্পষ্ট বার্তা মমতা-অভিষেকের।

১০) সব ইস্যু নিয়ে বই ছাপানো হবে। সেই বই যাবে কর্মীদের কাছে। অভিষেক বন্দোপাধ্যায়কে দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের।

১১) জুন মালিয়ার সাথে দ্বন্দ্ব মেটাও। জেলা সভাপতি সুজর হাজরাকে নির্দেশ।

১২) সংবাদমাধ্যমে যে কেউ মুখ খুলবে না। কথা বলার জন্য দলের মুখপাত্ররা আছেন।

১৩) মেদিনীপুর পুরসভা দ্বন্দ্ব মেটাতে দায়িত্ব মানস ভুইয়া ও জেলা সভাপতিকে। এক সপ্তাহের মধ্যে সমস্যা মেটানোর নির্দেশ।

১৪) বিজেপি চোর বললে ওদের ডাকাত বলে প্রচার করো বৈঠকে বার্তা দলনেত্রীর। স্লোগান দিতে হবে " গলী গলি মে শোর হায় বিজেপি চোর হায়।"

এছাড়াও জানা গিয়েছে, রাজ্য স্তরের কয়েকজন মুখপাত্রর ভূমিকায় সন্তুষ্ট নন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে কয়েকজন মুখপাত্র বদল করার ইঙ্গিত দিয়েছেন। কারও কোনও ব্যাপারে প্রশ্ন থাকলে, দলের অভ্যন্তরীণ গণতন্ত্র আছে। সেখানে বলতে হবে। যদি কেউ এর পরেও নির্দেশ না মানে তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। দলের নির্দেশ না মানলে কার্যত ছেটে ফেলা হবে। রাজ্য সভাপতিকে নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। খড়গপুরে কেন দলীয় কার্যালয় এখনও তৈরি হলো না।বিধায়ককে প্রশ্নও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তিনি এদিন বলেন,  'আমরা INDIA জোটে আছি থাকব। তবে বাংলায় আমরা একা লড়ার জন্য যথেষ্ট।'

এদিন বৈঠকে প্রথম থেকেই অভিষেক বন্দোপাধ্যায় চুপচাপ থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে কিছু বলতে বলেন। অভিষেক প্রথমে কিছু বলতে চাননি। কিন্তু পরে মমতা বলেন, 'তুই যখন এসেছিস, তুই বল।' তারপর অভিষেক বন্দোপাধ্যায় নবজোয়ার যাত্রার অভিজ্ঞতা বলেন। এছাড়া বলেন, 'দল যা নির্দেশ দেবে তাই করব। সেই দায়িত্ব পালন করব।'

4 months ago


Mahua Moitra: সংসদ থেকে বহিষ্কৃত হলেও খালি করেননি সরকারি বাংলো, মহুয়াকে শোকজ নোটিশ কেন্দ্রের

সদ্য সংসদ থেকে বহিষ্কৃত হয়েছেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র। তাঁর সাংসদ পদ চলে যাওয়ার পরই তাঁকে সরকারি বাংলো খালি করার নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু এবারে নির্দিষ্ট সময়সীমা অতিক্রান্ত। এখনও ছাড়েননি সরকারি বাংলো। তাই এবারে তৃণমূল নেত্রীকে শোকজ নোটিস ধরাল ডিরেক্টরেট অফ এস্টেটস। নির্দিষ্ট সময়ের মধ্যে কেন তিনি সরকারি বাংলো ছাড়েননি, সে বিষয়ে আগামী ৩ দিনের মধ্যে মহুয়া মৈত্রকে জবাব দিতে বলা হয়েছে বলে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক সূত্রের খবর।

টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগকে কেন্দ্র করে গত ৮ ডিসেম্বর শীতকালীন অধিবেশন চলাকালীন মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ করেছে লোকসভার এথিক্স কমিটি। এরপরই তাঁকে সরকারি বাংলো খালি করার নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু এই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে গত মাসেই দিল্লি হাইকোর্টে পর্যন্ত গিয়েছিলেন মহুয়া। কিন্তু ওই মামলায় কোনও রায় দেয়নি দিল্লি হাইকোর্ট। এই বিষয় নিয়ে মহুয়াকে ডিরেক্টরেট অফ এস্টেটের কাছে আবেদন করতে বলে। একই সঙ্গে মামলাটিকে তুলে নেওয়ার পরামর্শ দেয় উচ্চ আদালত। তারপরও কেন বাংলো খালি হয়নি, জানতে চেয়ে মহুয়াকে সোমবার নোটিশ পাঠিয়েছে ডিরেক্টরেট অফ এস্টেট। তিনদিনের মধ্যে তাঁকে জবাব দিতে হবে। এমনটাই কেন্দ্রীয় আবাসন এবং নগরোন্নয়ন মন্ত্রক সূত্রে জানা গিয়েছে।

4 months ago
TMC: বহরমপুরে শুটআউট, নিজের বাড়িতেই গুলিবিদ্ধ হয়ে মৃত্য়ু প্রবীণ তৃণমূল নেতার

ফের রাজ্য়ে শুটআউট। মুর্শিদাবাদের বহরমপুরের চালতিয়া এলাকায় নিজের বাড়িতেই গুলিবিদ্ধ হয়ে মৃত্য়ু তৃণমূলের প্রবীণ নেতা সত্যেন চৌধুরীর। সূত্রের খবর, রবিবার বেলা দুটো নাগাদ ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

জানা গিয়েছে, ঘটনার সময় নিজের নির্মীয়মান ফ্ল্যাটের নিচে বসে ছিলেন তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক সত্যেন চৌধুরী। সেই সময় আচমকা তিন দুষ্কৃতী বাইকে করে এসে পর পর তিন রাউন্ড গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সত্যেন চৌধুরী। আততায়ীদের চিনতে পারার আগেই ঘটে যায় দুর্ঘটনা। বুকে ও মাথয় তিনটি গুলি লাগে বলে সূত্রের খবর। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন।

তবে কে বা কারা? গুলি চালিয়েছে তার এখনও পর্যন্ত কোন হদিশ পাওয়া যায়নি। তবে ইতিমধ্য়ে পুলিস গোটা ঘটনার তদন্ত শুরু করছে। 

4 months ago