Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Srilanka

Sri Lanka: শ্রীলঙ্কার জলসীমার কাছে মাছ ধরতে গিয়ে সিংহল নৌবাহিনীর হাতে ধৃত ৭ ভারতীয় মৎস্যজীবী

শ্রীলঙ্কার (Sri Lanka) জলসীমায় মাছ ধরার অভিযোগে লঙ্কার নৌবাহিনী সাত ভারতীয় জেলেকে (Indian fishermen) গ্রেফতার (arrested) করেছে। তাঁদের নৌকা আটক করেছে। বুধবার সকালে, রামেশ্বরম (Rameswaram) মৎস্য বন্দর থেকে ৪০০টিরও বেশি নৌকা মাছ ধরার অনুমতি পায়। তারপরই জেলেরা সমুদ্রে গিয়েছিল।

কিন্তু পরের দিন সন্ধ্যায় যখন ভারতীয় জেলেরা কাচ্চাথিভু এবং নেদুনথিভুর মধ্যে মাছ ধরছিল, তখন ওই এলাকায় টহলরত শ্রীলঙ্কার নৌবাহিনী জেলেদের মাছ ধরা থেকে বাধা দেয় এবং তাঁদের মাছ ছিনিয়ে নেয় বলে অভিযোগ। শ্রীলঙ্কার নৌবাহিনী মাইকেল রাজের মালিকানাধীন নৌকাটিকে আটক করেছে, যিনি নেদুন্দিভুর কাছে মাছ ধরছিলেন। এবং সেই জাহাজে থাকা সাত জেলেকেও আটক করে। জেলেদের তদন্তের জন্য কড়াইনগর ন্যাভাল ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।

তদন্ত শেষে তাঁদের জাফনা মৎস্য বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। সকল জেলেকে জেলা আদালতে হাজির করে জাফনা জেলে বন্দি করা হবে বলে জানান শ্রীলঙ্কা নৌসেনারা। একই ঘটনায় রামেশ্বরম জেলেদের শ্রীলঙ্কার নৌবাহিনী আটকায়। এরপর তাঁদের নেদুনথিভুর কাছে পাঠিয়ে দেয়। এমনকি যে জাল ব্যবহার করে মাছ ধরছিলেন, সেই জালও কেটে সাগরে ফেলে দেয় বলে অভিযোগ। এই কারণে, তীরে ফিরে আসা জেলেরা ক্ষোভ প্রকাশ করে জানান, মাছ ধরতে যাওয়া নৌকা প্রতি তাঁদর প্রায় ৫০ হাজার থেকে এক লাখ টাকার ক্ষতি হয়েছে।

2 years ago
Asia Cup: ক্রিকেটে এশিয়া সেরা ভারতের মহিলা দল, হরমনপ্রীতরা হেলায় শ্রীলঙ্কাকে হারালেন

এশিয়া কাপে (Asia Cup) গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিয়েছে ভারতের পুরুষ ক্রিকেট দল। কিন্তু এশিয়া সেরা হয়ে দেশে ফিরছেন মহিলা ক্রিকেট দল (India Womens Cricket)। শনিবার ফাইনালে পড়শি শ্রীলঙ্কার (Srilanka) মহিলা দলকে ৮ উইকেটে হারালেন হরমনপ্রীত, স্মৃতি মন্দানারা। এদিন প্রথম ব্যাট করে ৯ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা ২০ ওভারে করে ৬৫ রান। জবাবে ৮.৩ ওভারে সেই লক্ষে পৌঁছে যায় ভারতের মহিলারা। তাঁরা ২ উইকেট হারিয়ে করেন ৭১ রান।


এশিয়া কাপ ফাইনালে শনিবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। কিন্তু প্রথম থেকেই শ্রীলঙ্কার ইনিংসে ধস। সিলেটের ২২ গজে যে ব্যাট করা কঠিন হবে, তা টসের পরেই বলেন হরমনপ্রীত। কিন্তু এতটা কঠিন, সেটার পূর্বাভাস পায়নি। তাহলে হয়তো টসে জেতার সদ্ব্যবহার করতে পারতেন লঙ্কাবাহিনী।

শ্রীলঙ্কার মাত্র দু'জন দু’অঙ্কের রান করেছেন। এদিন ভারতের হয়ে রেণুকা সিং ৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। স্নেহ রানা এবং রাজেশ্বরী গায়কোয়ার দুটি করে উইকেট পান।  জয়ের লক্ষে ৬৬ রান তাড়া করতে নেমে সমস্যায় পড়ে ভারতের ওপেনার ব্যাটাররা। ওপেনার শেফালি বর্মা ৫ রান করেই ফেরেন, রান পাননি জেমাইমা রডরিগেজও। তবে উইকেটের এক দিক ধরে রেখেছিলেন ফর্মে থাকা স্মৃতি মন্দানা। তিনি ২৫ বলে ৫১ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন।


শেষ পর্যন্ত তাঁর সঙ্গে ২২ গজে কাটিয়েছেন অধিনায়ক হরমনপ্রীতও। তিনি অপরাজিত থাকলেন ১৪ বলে ১১ রান করে। এদিকে, মোট সপ্তম বার মহিলাদের এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত। আগের সাত বারের ছ’বারই চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল। শুধু শেষ বার ২০১৮ সালের ফাইনালে বাংলাদেশের কাছে হেরে যান ভারতীয় মহিলা ক্রিকেট দল।

2 years ago
Asia Cup: মরুশহরে ফাইনালে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের খেতাব শ্রীলঙ্কার ঝুলিতে

এভাবেও ফিরে আসা যায়। দেখিয়ে দিল শ্রীলঙ্কা ক্রিকেট দল (Srilanka Cricket Team)। দেশ জুড়ে চলছে আর্থিক ও রাজনৈতিক সংকট। তার মধ্যেও এশিয়া কাপে (Asia Cup 2022)  ক্রিকেট মাঠে সাফল্য কিছুটা স্বস্তি দিল শ্রীলঙ্কা বাসীকে। এশিয়া কাপে পাকিস্তানকে (Pakistan Cricket Team) হারিয়ে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। মরুশহরে অনুষ্ঠিত হয় এই মেগা টুর্নামেন্ট।

ফাইনালে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে আট বছর পর এশিয়ার সেরা শ্রীলঙ্কা। ফাইনালে শ্রীলঙ্কার ভানুকা রাজাপক্ষে ৪৫ বলে ৭১  অপরাজিত রান করেন। হাসারাঙ্গা ৩৬রানে ভর করে ১৭০রান এনে দিলেন লঙ্কাবাহিনীকে। ১৭১ রানের টার্গেট তাড়া করতে নেমে পাকিস্তান ধসে গেল দেড়শোর আগেই। ফাইনালে অলআউটের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হল পাক বাহিনীকে।

উল্লেখ্য,  এখনও অবধি মাত্র দু-বার এশিয়া কাপ জিতেছে পাকিস্তান। প্রথম বার এশিয়া কাপ জয় ২০০০ সালে। পরবর্তী এশিয়া কাপ ট্রফি জিততে লেগেছিল আরও ১২ বছর। এবারেও এশিয়া কাপ জয়ের সুযোগ বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তানের কাছ থেকে হাতছাড়া হয়ে গেল।

2 years ago


Spy ship: শ্রীলঙ্কার বন্দরে চিনা 'স্পাই' জাহাজ, বিতণ্ডা দিল্লি-বেজিংয়ের

চলতি মাসের শুরুতে শ্রীলঙ্কার (Sri Lanka) হাম্বানটোটা বন্দরে (Hambantota port) আসা একটি চিনা সামরিক (Chinese military) জাহাজকে কেন্দ্র করে ভারত ও চিনের (China) মধ্যে মৌখিক বিবাদ বাঁধে।  হাম্বানটোটা বন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং স্যাটেলাইট ট্র্যাকিং জাহাজ 'ইয়ুয়ান ওয়াং ৫' ডক করার বিষয়ে ভারতে আপত্তি জানায়।  জন্য শ্রীলঙ্কার চিনা রাষ্ট্রদূত কুই জেনহং এই নিয়ে তীব্র মন্তব্য করেন। এরপরই শুরু হয় বাকযুদ্ধ।

জেনহং বলেছেন, কোনও প্রমাণ ছাড়াই কেবলমাত্র নিরাপত্তাজনিত উদ্বেগের ভিত্তিতে "বহিরাগত বাধা" শ্রীলঙ্কার সার্বভৌমত্ব এবং স্বাধীনতায় একপ্রকার হস্তক্ষেপ করা। তিনি একে দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে আগ্রাসনের ইতিহাস বলে অভিহিত করেছেন। জেনহংকে তাঁর "মৌলিক কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের" জন্য পাল্টা আক্রমণ চালিয়ে কলম্বোতে ভারতীয় হাইকমিশন বলেছে যে, শ্রীলঙ্কার "উত্তর প্রতিবেশী সম্পর্কে চিনা কূটনীতিকের দৃষ্টিভঙ্গি তাঁর নিজের দেশের আচরণকে অপমান করেছে।"

হাইকমিশন চিনকে আঘাত করে বলেছে যে, "অস্বচ্ছতা এবং ঋণ-চালিত এজেন্ডা" এখন একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে ছোট দেশগুলির জন্য।  উল্লেখ্য, দ্বীপ দেশটি ১৯৪৮ সালের পর থেকে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সঙ্কটের সঙ্গে লড়াই করছে।

2 years ago
Sri Lanka: শ্রীলঙ্কা নৌ বাহিনীর হাতে গ্রেফতার ভারতীয় মৎস্যজীবী, শুরু হস্তান্তর প্রক্রিয়া

দেশের আঞ্চলিক জলসীমার মধ্যে চোরাচালানের অভিযোগে শ্রীলঙ্কার নৌবাহিনীর (Sri Lankan Navy) হাতে গ্রেফতার (arrested) ছয় ভারতীয় জেলে (Indian fishermen)। পাশাপাশি ওই অভিযুক্তদের ট্রলারও বাজেয়াপ্ত (seized trawlers) করেছে। দ্বীপরাষ্ট্র এক সরকারি বিবৃতিতে বলেছে, একমাসের মধ্যে এই ধরনের ঘটনা দ্বিতীয়বার ঘটেছে।

নৌবাহিনী বিবৃতিতে জানিয়েছে, মান্নার দ্বীপের উত্তর-পশ্চিম উপকূলে অবস্থিত তালাইমান্নার থেকে শনিবার জেলেদের গ্রেফতার করা হয়। তালাইমান্নারে নৌ হেফাজতে থাকা জেলেদের মান্নারে মৎস্য পরিদর্শকের কাছে হস্তান্তর করা হবে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, ২২ শে অগাস্ট শ্রীলঙ্কার জলসীমায় চোরাচালানের অভিযোগে ১০ জন ভারতীয় জেলেকে গ্রেফতার করা হয়েছিল। জেলেদের এই ইস্যুটি ভারত ও শ্রীলঙ্কার সম্পর্কের মধ্যে একটি বিতর্কিত বিষয়। যেখানে লঙ্কান নৌবাহিনীর কর্মীরা ভারতীয় জেলেদের উপর গুলি চালায় এবং শ্রীলঙ্কার আঞ্চলিক জলসীমায় অবৈধভাবে প্রবেশের একাধিক অভিযোগে তাদের নৌকা আটক করে।

প্রসঙ্গত, পক প্রণালী, যা শ্রীলঙ্কা থেকে তামিলনাড়ুকে আলাদা করে রেখেছে। এটি উভয় দেশের জেলেদের জন্য মাছ ধরার একটি সমৃদ্ধ জায়গা।

2 years ago