Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Srilanka

Final: ১৩ বছর পর এশিয়া কাপের ফাইনালে ভারত বনাম শ্রীলঙ্কা, জিততে মরিয়া দুই দলই

১৩ বছর পর আজ, রবিবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা। গতবার পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ ঘরে তুলেছিল শ্রীলঙ্কা। আর ভারত শেষবার এই ট্রফি জিতেছিল ২০১৮ সালে। ফলে, এদিন কলম্বোর প্রেমাদাসায় ভারতের সামনে যে এক কঠিন ম্যাচ তা বলা যেতে পারে।

এই ম্যাচের আগে অবশ্য রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে প্রায় ঘণ্টা খানেকের বৈঠক করেছে টিম ম্যানেজমেন্ট। যেখানে হাজির ছিলেন জাতীয় নির্বাচন কমিটির প্রধান অজিত আগারকরও।

সূত্রের খবর একাধিক ইস্যুতে এই বৈঠক হয়েছে। বিশ্বকাপের পাশাপাশি আলোচনা হয়েছে রবিবাসরীয় ফাইনাল এবং অক্ষর প্যাটেলের চোট নিয়ে। পরিসংখ্যান বলছে, এশিয়া কাপে বরাবর ভারতের শক্তি প্রতিপক্ষ শ্রীলঙ্কা। দুই দল এর আগে সাত বার ফাইনালে মুখোমুখি হয়েছে। তার মধ্যে ভারত চার বার জিতেছে। শ্রীলঙ্কা তিন বার। তাই, আজ সবাই তাকিয়ে প্রেমাদাসার দিকে। টস ফ্যাক্টর হতে পারে। ফাইনালের আগে রোহিতে ইঙ্গিত, বিশ্বকাপের আগে এশিয়া কাপ জিততে পূর্ণ শক্তিতেই ফিরবে টিম ইন্ডিয়া।

8 months ago
Final: এশিয়া কাপের ফাইনালের আগে রানে এগিয়ে গিল, ছক্কায় এগিয়ে রোহিত

বিশ্বকাপের আগে রবিবার এশিয়া কাপের ফাইনাল (Asia Cup)। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও ভারত। ফরম্যাট বদলে এবার ৫০ ওভারের টুর্নামেন্ট। আর তাতেই পরিসংখ্যানে দাপট ভারতীয়দের।

পাঁচ ম্যাচে ২৭৫ রান করে এশিয়া কাপের এখনও পর্যন্ত টপ স্কোরার ভারতের শুভমন গিল। শুক্রবারই বাংলাদেশের বিরুদ্ধে ১৩৩ বলে ১২১ রান করেছেন ভারতীয় এই ওপেনার। শুভমনের ঝুলিতে রয়েছে আরও একটি নজির

এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি বাউন্ডারি এসেছে তাঁর ব্যাট থেকেই। ফাইনালের আগে পর্যন্ত টুর্নামেন্টে মোট বাউন্ডারি ৪৭৩। এর মধ্যে ২৯টি এসে গিলের ব্যাট থেকে। পাশাপাশি ১১টি ওভার বাউন্ডারি মেরে শীর্ষে ভারত অধিনায়ক রোহিত শর্মা।

বাংলাদেশের বিরুদ্ধে দলে পরীক্ষা করেছিলেন রোহিত। কিন্তু ফাইনালে আবার পুরনো দল। কারণ রোহিত জানিয়েছেন, বিশ্বকাপের আগে এশিয়া কাপ নিয়ে দেশে ফিরতে চায় টিম ইন্ডিয়া।

8 months ago
Srilanka: পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা, প্রতিপক্ষ ভারত

এশিয়া কাপের ফাইনালে (Asia Cup final) হচ্ছে না ভারত বনাম পাকিস্তানের দ্বৈরথ। বৃহস্পতিবার পাকিস্তান বনাম শ্রীলঙ্কার (SriLanka) ম্যাচে বাবর আজমদের হারিয়ে ফাইনালে উঠলেন দাসুন শনাকারা। রবিবার কলম্বোয় রোহিত শর্মা, বিরাট কোহলিদের টিম ইন্ডিয়ার মুখোমুখি হবে শ্রীলঙ্কা।

বৃহস্পতিবারের শ্রীলঙ্কা বনাম পাকিস্তানের ম্যাচ কার্যত সেমিফাইনালে পরিণত হয়েছিল৷ হিসাব ছিল স্পষ্ট, যে দল জিতবে, তারাই ভারতের বিরুদ্ধে ফাইনালের টিকিট পাবে। লড়াই হল সেয়ানে সেয়ানে। তবে শেষ পর্যন্ত ঘরের মাঠে বাজিমাত করল শ্রীলঙ্কা।

বৃষ্টির জন্য ওভারের সংখ্যা ৫০ থেকে কমিয়ে ৪২ করা হয়। প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২৫২ রান করে পাকিস্তান। একসময় ১৩০ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল পাকিস্তানের। সেখান থেকে লড়াই করে ভালো রান তোলেন দুই ব্যাটার রিজওয়ান ও ইফতিখার। ৮৬ রান করে অপরাজিত থাকেন রিজওয়ান।

জয়ের জন্য ৪২ ওভারে শ্রীলঙ্কার টার্গেট ছিল ২৫২ রান। দুই উইকেটে ম্যাচের শেষ বলে রুদ্ধশ্বাস জয় পেল শ্রীলঙ্কা। দারুণ খেললেন চরিথ আসালঙ্কা। তাঁর অপরাজিত ৪৯ রানই শ্রীলঙ্কাকে ফাইনালে পৌঁছে দিল। শেষ ওভার দরকার ছিল ৮ রান। প্রবল চাপের মধ্যে দলকে জিতিয়ে নায়ক হলেন আসালঙ্কা।

কুশল মেন্ডিস শ্রীলঙ্কার হয়ে অপরাজিত ৯১ রানের ইনিংস খেলেন। ফাইনালে তাঁকে নিয়ে ভাবতে হবে টিম ইন্ডিয়াকে।

8 months ago


Asia Cup: মরনবাঁচন লড়াই শ্রীলঙ্কা ও পাকিস্তানের, জয়ী দল ফাইনাল খেলবে ভারতের সঙ্গে

যে জিতবে, সেই টিমই ভারতের বিরুদ্ধে ফাইনাল খেলবে। এশিয়া কাপে আজ ধুন্ধুমার লড়াইয়ে পাকিস্তান ও শ্রীলঙ্কা। কিন্তু এই ম্যাচ ঘিরেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। বৃষ্টিতে ভাসতে পারে কলোম্বোর প্রেমদাসা স্টেডিয়াম।

ভারতের বিরুদ্ধে হেরে পাঁচ ক্রিকেটারকে দল থেকে বাদ দিয়েছেন অধিনায়ক বাবর আজম। শ্রীলঙ্কার বিরুদ্ধে ইমাম উল হকের সঙ্গে ওপেন করলেন মহম্মদ হ্যারিস। শাহিন শাহ আফ্রিদির সঙ্গে থাকবেন মহম্মদ ওয়াসিম ও জামান খান। 

ভারতের বিরুদ্ধে ২২৮ রানে হারের পর পাকিস্তানের নেট রানরেট অনেকটাই কমেছে। এই ম্যাচ যদি বৃষ্টিতে ভেস্তে যায়, তাহলে ফাইনালে ভারতের বিরুদ্ধে যাবে কিন্তু শ্রীলঙ্কাই। বৃষ্টিতে খেলা বাতিল হলেও রিজার্ভ ডে নেই। তাই পয়েন্ট ভাগাভাগি হবে। তাই এই ম্যাচ জেতা ছাড়া আর কোনও বিকল্প নেই পাকিস্তানের কাছে।

8 months ago
Asia Cup: শ্রীলঙ্কাকে ৪২ রানে হারিয়ে এক ম্যাচ আগেই এশিয়া কাপের ফাইনালে ভারত

ব্যাটে-বলে ওয়ালালাগে। তবুও প্রেমাদাসায় নায়ক হওয়া হল না কুড়ি বছরের শ্রীলঙ্কার এই ক্রিকেটারের। মঙ্গলবার ভারতের বিরুদ্ধে বল হাতে পাঁচ উইকেট নেন। এরপর ব্যাট হাতে তিনি যখন মাঠে আসেন, তখন ভারতের ২১৪ রান তাড়া করতে গিয়ে প্রায় কোমায় শ্রীলঙ্কা। এখান থেকে তাঁর ব্যাটে অক্সিজেন খোঁজার চেষ্টা করেছিল দাসুন শানুকার দল।

কিন্তু ভারতীয় বোলারদের দাপটে ফিনিশ করতে পারলেন ওয়ালালাগে। শ্রীলঙ্কাকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে জয় পেল ভারত। ফলে বাংলাদেশকে হারাতে পারলেই রবিবার ফাইনাল খেলবেন রোহিত শর্মারা। এই ম্যাচেও চার উইকেট কুলদীপ যাদবের।

স্পিন দিয়ে ভারতকে ঘিরে ছিল শ্রীলঙ্কা। একদিনের ক্রিকেটে এই প্রথম ১০ উইকেট ভাগ করে নিয়েছিলেন দুই স্পিনার। বদলায় বুমরা আর সিরাজই শ্রীলঙ্কার শিড়দাঁড়ায় ধাক্কা দেন। ৯৯ রানে ৬ উইকেট হারিয়ে ঘরের মাঠে দিশা হারায় গতবারের চ্যাম্পিয়নরা। কারণ, মাঝপথে কুলদীপ এবং জাডেজার দুটি করে উইকেট শানুকাদের ম্যাচ থেকে কার্যত দূরে ঠেলে দেয়।

এরমধ্যেই লড়াই করলেন ওয়ালালাগে। ৪০ রানে পাঁচ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও তাঁর লড়াই স্মরণীয় করে রাখল প্রেমাদাসাকে। এদিন প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ২১৩ রান করেছিল ভারত। তার জবাবে ১৭২ রানেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ৫৩ রান করে আউট হন অধিনায়ক রোহিত শর্মা। এই ম্যাচে ১০ হাজার রান পূর্ণ করেন হিট ম্যান।

8 months ago


Srilanka: ওয়ালালেগের দাপটে কয়েক ঘন্টার ব্যবধানেই কুপোকাত ভারতের ব্যাটিং

ব্যবধান মাত্র কয়েক ঘণ্টার। এশিয়া কাপে একই প্রেমাদাসায় বদলে গেল ভারতীয় ব্যাটিং। বলা ভাল কুড়ি বছরের এক তরুণ সিংহলির স্পিনের কাছে নতজানু হল ভারতীয় ব্যাটিং। তাঁর নাম দুনিত ওয়ালালেগে। ৪০ রান দিয়ে পাঁচ উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিংকে ব্যাকফুটে ঠেলে দিলেন। রোহিত-বিরাটের মতো তারকা এই ম্যাচে তাঁর শিকার।

টস জিতে ভালই শুরু করেছিলেন রোহিত-শুভমন। মনে হচ্ছিল পাক ম্যাচে রান না পাওয়ার ক্ষোভ মেটাচ্ছেন দুই ভারতীয় ওপেনার। কিন্তু ওয়ালালেগে আসতেই কাঁপুনি শুরু হয়ে গেল। এর মধ্যে ১০ হাজার করার পাশাপাশি হাফ সেঞ্চুরি করে আউট হলেন রোহিত। তাঁর ৫৩ রান ভারতীয় কার্ডে উজ্জ্বল হয়ে থাকল।

প্রেমাদাসা বরাবরের ঘূর্ণি। কিন্তু মঙ্গলবার যেন একটু বেশি ঘুরে গেল। তাই পাকিস্তানের বিরুদ্ধে ৩৫৬ রান করা ভারতও ওয়ালালেগে এবং চরিতা আশারঙ্গার স্পিনে বোকা হয়ে গেল। ৪৯ ওভার ১ বলেই ২১৩ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। শ্রীলংকার সামনে ২১৪ রানের টার্গেট। বর্তমানে শ্রীলংকা ২১৪ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৭ রান করেছে। এই ম্যাচ জিতলে, ফাইনালে ওঠা সহজ হত ভারতের কাছে। কিন্তু এখন তা দূরহ মনে হচ্ছে।

8 months ago
India: শেষ ম্যাচের ১৫ ঘন্টার মধ্যে ফের শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামতে হবে ভারতকে

গত ৪৮ ঘণ্টায় খেলতে হয়েছে ৮১ ওভার। আজ, মঙ্গলবার যদি বৃষ্টি না হয়, তাহলে আরও ১০০ ওভার খেলতে হবে ভারতকে। সবমিলিয়ে মাত্র ৭২ ঘণ্টায় ১৮১ ওভারের ধকল সহ্য করতে হবে টিম ইন্ডিয়াকে। তাই এশিয়া কাপে সুপার ফোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামার আগে ক্লান্তির কথায় আগাগোড়া বললেন পাকিস্তানের ম্যাচের সেরা বিরাট কোহলি। 


পাকিস্তানকে ২২৮ রানে হারিয়ে সুপার ফোরে শীর্ষে ভারত। আজও বৃষ্টির ভ্রুকুটি মাথায় নিয়ে সিংহলিজ স্পোর্টস ক্লাবের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামছে ভারত। তার আগে বিরাট জানালেন, পাকিস্তান ম্যাচে যতই শতরান আসুক না কেন, প্রেমাদাসায় একটা সময় ব্যাট করার সময় তাঁর মনে হচ্ছিল মঙ্গলবার আবার তিনটের সময় মাঠে নামতে হবে। ভাগ্য ভাল, তিনি টেস্ট খেলেন। এবং ১০০ বেশি টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

শ্রীলঙ্কা ম্যাচে কী কোনও পরিবর্তন হবে ? নাকি পাক ম্যাচের দলই দেখা যাবে ? স্পষ্ট করে কিছুই বলেননি রোহিত শর্মা। কারণ, সাড়ে ১৫ ঘণ্টার মধ্যে আবার একটা ম্যাচ। tপ্রায় ৯১ বছর ক্রিকেট খেলছে ভারত। কিন্তু এমন অভিজ্ঞতা এই প্রথমবার। তাই রোহিত জানালেন, মঙ্গলবার সকালে এই ব্যাপারে চিন্তা করা যাবে।

তবে, পাকিস্তানের বিরুদ্ধে বড় জয় পেলেও মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধেও জিততে মরিয়া টিম ইন্ডিয়া। কারণ, শ্রীলঙ্কাকে হারাতে পারলে বাংলাদেশ ম্যাচ পর্যন্ত আর অপেক্ষা করতে হবে না রোহিতদের। সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে না পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের দিকেও। তাই ইঙ্গিত যা, তাতে আজকের ম্যাচে উইনিং কম্বিনেশন নাও ভাঙতে পারে টিম ম্যানেজমেন্ট।

সেক্ষেত্রে বাংলাদেশ ম্যাচের আগে সুপার ফোরে সূর্যকুমার, মহম্মদ শামিদের মাঠে নামা হচ্ছে না। এমনকী শ্রেয়স আইয়ারেরও নয়। চোট সারিয়ে দলে ফিরেই শতরান করেছেন কেএল রাহুল। উইকেটে পিছনেও পাক ম্যাচে যথেষ্ঠ সক্রিয় দেখা গিয়েছে তাঁকে। টানা ৩২ ওভার ফিল্ডিং করে নজর কেড়েছেন ইশানও। তাই, সিংহলিজ স্পোর্টস ক্লাবের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাট কোনও অঘটন না ঘটলে অপরিবর্তিত টিম ইন্ডিয়া।

8 months ago
Bangladesh: শ্রীলঙ্কার কাছে হেরে কার্যত শেষ বাংলাদেশের এশিয়া কাপের সফর

বাংলাদেশের হয়ে শেষ পর্যন্ত লড়লেন তৌহিদ হৃদয়। মন জিতলেও ম্যাচ জিততে পারলেন না। বাংলাদেশের টপ অর্ডারের ব্যর্থতা ডোবাল তাদের। প্রথমে ব্যাট করে ২৫৭ রান করে ২১ রানে ম্যাচ জিতে নিল শ্রীলঙ্কা। ম্যাচের নায়ক দলের অধিনায়ক দাসুন শনাকা। এক ব্যাটার কম খেলানোর খেসারতও দিতে হল বাংলাদেশকে। এই ম্যাচ হেরে যাওয়ায় বাংলাদেশের এশিয়া কাপের ফাইনালে ওঠার স্বপ্ন ক্ষীণ থেকে ক্ষীণতর হল। অন্য দিকে শ্রীলঙ্কার ফাইনালে ওঠার স্বপ্ন বেঁচে রইল।

টসে জিতে শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল বাংলাদেশ। টপ অর্ডারে কেউই বড় রানের ইনিংস খেলতে পারেনি। শেষে ২২ বছর বয়সী তৌহিদ হৃদয়ের ৮২ রানের ইনিংস তাদের মনে আশা জাগিয়েছিল। কিন্তু তাতে শেষপর্যন্ত কোনও লাভ হয়নি। ৪৮.১ ওভারে ২৩৬ রান তুলে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

8 months ago


Srilanka: এশিয়া কাপের প্রথম ম্যাচেই বাংলাদেশকে হারিয়ে বড় জয় শ্রীলঙ্কার

এশিয়া কাপের প্রথম ম্যাচেই বড় জয় শ্রীলঙ্কার। প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করল বাংলাদেশ। বৃহস্পতিবার ১৬৫ রান তাড়া করতে নেমে ক্যান্ডিতে ৩৯ ওভারেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু শ্রীলঙ্কার বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি বাংলাদেশের কোনও ব্যাটসম্যান। একমাত্র নাজমুল হোসেন শান্ত ৮৯ রান করেন। তৌহিদ হৃদয় ২০ রান করেন। ১৬৪ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। ৪ উইকেট নেন শ্রীলঙ্কার বোলার মাথিসা পাথিরানা।

রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কার হয়ে সাদিরা সামারাউইকরামা ৫৪ রান করেন। চারিথ আসালাঙ্কা ৬২ রান করে ম্যাচ শেষ করে আসেন।

8 months ago
Love: প্রেমের টানে শ্রীলঙ্কা থেকে ভারতে তরুণী, মন্দিরে সারলেন বিয়ে

ফের প্রেমিকের টানে সীমান্ত (Border) পেরিয়ে ভারতে প্রবেশ করলেন আরও এক মহিলা। ৪ জুলাই প্রেমিকের সঙ্গে ভারতে প্রবেশ করেন ওই মহিলা। জানা গিয়েছে, ওই মহিলার নাম ভিকনেশ্বরী শিবকুমারা (২৫)। শ্রীলঙ্কার বাসিন্দা তিনি। এবং প্রেমিকের নাম লক্ষ্মণ (২৮), অন্ধ্রপ্রদেশের ভেঙ্কটাগিরিকোটা শহরের বাসিন্দা। ভারতে প্রবেশ করা মাত্রই প্রেমিক লক্ষ্মণকে বিয়েও করে ফেলেছেন ভিকনেশ্বরী।

জানা গিয়েছে, ২০১৭ সালে সমাজমাধ্যম ফেসবুক লক্ষ্মণ ও ভিকনেশ্বরীর বন্ধুত্ব হয়। এরপরই তাঁদের বন্ধুত্ব থেকে প্রেমে সম্পর্কে পরিণত হয়। অবশেষে চলতি বছরের ৪ জুলাই ভারতে আসেন ভিকনেশ্বরী আর ২০ জুলাই লক্ষ্মণের পরিবারের উপস্থিতিতে একটি মন্দিরে বিয়ে হয় করেন তাঁরা।

তবে পাক গৃহবধূ সীমা হায়দারের মতো অবৈধ ভাবে ভারতে প্রবেশ করেননি ভিকনেশ্বরী। তিনি রীতিমতো পর্যটন ভিসায় ভারতে এসেছিলেন। যদিও এরপর তাঁকে ফিরে যেতে হবে তাঁর নিজের দেশে। ৬ অগস্ট শেষ হচ্ছে ভিসার মেয়াদ। ইতিমধ্যে চিত্তোরের জেলা পুলিস ভিকনেশ্বরীকে একটি নোটিস পাঠিয়েছে। ভিকনেশ্বরীও সরকারের কাছে নাগরিকত্ব পাওয়ার আবেদন জানিয়েছেন। ভবিষ্যতে যাতে আর কোনও সমস্য়ায় না পড়তে হয় সেই জন্য় নবদম্পতিকে আইনসম্মতভাবে বিয়ে করার পরামর্শও দিয়েছে পুলিস।

9 months ago


Modi: এবারে শ্রীলঙ্কাতেও ব্যবহার করা হবে ইউপিআই, বৈঠক শেষে জানালেন প্রধানমন্ত্রী মোদী

শ্রীলঙ্কার (Srilanka) চরম আর্থিক সংকটের সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ভারত (India)। পাশে ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এবারে তাঁকে সরাসরি ধন্যবাদ জানালেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে (Ranil Wickremesinghe)। দু'দিনের জন্য ভারত সফরে এসেছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি বিক্রমাসিংহে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতে এসে পৌঁছেছেন তিনি। এরপর আজ অর্থাৎ শুক্রবার সকালে নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। এই বৈঠকের মাধ্যমে ভারত ও শ্রীলঙ্কার সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি এদিন বিভিন্ন চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। তারমধ্যে অন্যতম হল পেট্রোলিয়াম পাইপলাইন নির্মাণ ও ইউপিআই সিস্টেম। জানা গিয়েছে, এখন থেকে শ্রীলঙ্কাতেও ব্যবহৃত হবে ভারতের ইউপিআই (UPI)।

২০ জুলাই, বৃহস্পতিবার ভারত সফরে এসেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী ভি. মুরলীধর। এরপর আজ দিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে তাঁদের মধ্যে একাধিক বিষয়ে আলোচনা হয়। এরপর প্রধানমন্ত্রী মোদী এক বিবৃতিতে জানান, শ্রীলঙ্কাতে ইউপিআই সিস্টেম চালু করার ক্ষেত্রে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত করা হবে যাতে দুই দেশের আর্থিক লেনদেন আরও বেশি শক্তিশালী হয়। এছাড়া আর্থিক, প্রযুক্তিগত চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে আলোচনা করা হবে। এছাড়াও মোদী এদিন জানান, প্রতিবেশি রাষ্ট্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে ভারত।

9 months ago
Asia Cup: কবে এশিয়া কাপের ভারত বনাম পাকিস্তান ম্যাচ! সূচি নিয়ে জল্পনা

আগে থেকে কার্যত ঠিক এশিয়া কাপে শ্রীলঙ্কার ক্যান্ডিতে হবে ভারত-পাক দ্বৈরথ। কিন্তু প্রশ্ন হল কবে? সূচি ঠিক না হলেও, বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে ২রা সেপ্টেম্বর হতে পারে এই ম্যাচ। মুলতান থেকে শুরু হতে পারে এবারের এশিয়া কাপ। যদিও ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বিশ্বকাপে যেমন জোর জল্পনা চলছিল। তেমনই জল্পনা ছিল এশিয়া কাপে দৈরথ ম্যাচ নিয়ে।

আয়োজক পাকিস্তান খেলতে পারে নেপালের বিরুদ্ধে। ১৭ সেপ্টেম্বর ফাইনালের সম্ভাবনা রয়েছে ফাইনালের। ভারত ফাইনাল খেলবে এটা ধরে নিয়েই ফাইনাল শ্রীলঙ্কার মাটিতে রাখা হয়েছে। তবে প্রশ্ন, সরকারি ভাবে সূচি ঘোষণা কবে হবে ?

খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর দেড়টায়। মোট ১৩টি ম্যাচের বেশির ভাগই হবে শ্রীলঙ্কায়। দুটি গ্রুপ করে হবে টুর্নামেন্ট। ভারতের গ্রুপের পাকিস্তান ছাড়াও আছে নেপাল।

10 months ago
Virat: জিতে নিজের ট্রফি বিরাটকে দিয়েছিলেন গম্ভীর, তবে কেন সেই বন্ধুত্ব বদলে গেল শত্রুতায় জানুন

সালটা ২০০৯। ডিসেম্বরের কোনও এক দুপুরে কলকাতার ইডেন গার্ডেন্সে (EDEN) এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলতে নেমেছিল ভারতীয় (India) দল। বিপক্ষে ছিল শ্রীলঙ্কা (Srilanka)।

ম্যাচটি অনেক ভারতীয় ক্রিকেট সমর্থকই মনে রেখে দিয়েছেন। শুধু ভারত সেই ম্যাচে জিতেছিল বলেই নয়, ম্যাচে দুই ক্রিকেটারের মধ্যে অনবদ্য বোঝাপড়া এবং ক্রিকেটীয় পেশাদারিত্বের সাক্ষী থেকেছিল ইডেন।

সেই দুই ক্রিকেটারের নাম বিরাট কোহলি (Virat Kohli) এবং গৌতম গম্ভীর (Goutam Gambhir)। দু’জনেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ইডেনের সেই ম্যাচে শতরান করেছিলেন। ২১ বছরের উঠতি তারকা বিরাটের ব্যাট থেকে সেটাই ছিল একদিনের ম্যাচের প্রথম শতরান।

বিরাট সেদিন ১১৪ বলে ১০৭ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন। আর গম্ভীরের ব্যাট থেকে এসেছিল ১৫০ রান। তাঁদের ২২৪ রানের যুগলবন্দির উপর ভর করেই শ্রীলঙ্কার বিরুদ্ধে হেসেখেলে জয় এসেছিল।

সেই ম্যাচে বিরাট এবং গম্ভীরের বন্ধুত্বের প্রমাণ পাওয়া যায়। ম্যাচের সেরা নির্বাচিত হলেও পুরস্কারটি বিরাটের হাতে তুলে দিয়েছিলেন গম্ভীর। বিরাটের প্রথম শতরানটি স্মরণীয় করে রাখার জন্যই সিনিয়র হিসাবে এই সিদ্ধান্ত নিয়েছিলেন। দিল্লির দুই ক্রিকেটারের মধ্যে এই বন্ধুত্ব চোখ ভরে দেখেছিল ইডেন।

পরবর্তী ঘটনাপ্রবাহ ২০১৩ সালের। ঘটনাস্থল এ বার এম চিন্নস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু। আইপিএলের একটি ম্যাচে মুখোমুখি হয় রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) এবং কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সেই ম্যাচে জন্ম নেয় ভারতীয় ক্রিকেটের অন্যতম তিক্ত দ্বন্দ্ব। চার বছর আগের বন্ধুত্ব বদলে যায় ‘শত্রুতা’য়।

বেঙ্গালুরুর ওই ম্যাচে গম্ভীরের অধিনায়কত্বে খেলতে নেমেছিল কেকেআর। ম্যাচটি জিতেছিল বিরাটের আরসিবি। বিরাট সেই ম্যাচে ৩৫ রান করে আউট হন। লক্ষ্মীপতি বালাজির বলে বিরাটের উইকেট পড়তেই উল্লাসে ফেটে পড়তে দেখা যায় গম্ভীরকে

গম্ভীর এবং কোহলি, দু’জনেই আগ্রাসী খেলোয়াড়। কিন্তু সে দিন বাইশ গজের আগ্রাসন যেন মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। কোহলি আউট হয়ে ফেরার সময় গম্ভীর সম্ভবত কোনও মন্তব্য করেছিলেন। দেখা যায়, কোহলি রাগে গজগজ করতে করতে এগিয়ে যাচ্ছেন কেকেআরের খেলোয়াড়দের দিকে। চলছে উত্তপ্ত বাক্যবিনিময়।

অন্য খেলোয়াড় এবং মাঠে উপস্থিত আম্পায়ারদের হস্তক্ষেপে পরিস্থিতি কোনও রকমে সামাল দেওয়া গিয়েছিল। কিন্তু বিরাট এবং গম্ভীরের সম্পর্কে যে তিক্ততার ছাপ সে দিন চোখে পড়েছিল, তা ভুলতে পারেননি সমর্থকেরা।

বিরাট বা গম্ভীর, মুখে দু’জনেই এই দ্বন্দ্বকে মাঠের মধ্যে ফেলে আসার কথা বলেছেন বার বার। ব্যক্তিগত সম্পর্কে এর কোনও প্রভাব পড়েনি বলেও জানান তাঁরা। কিন্তু আইপিএলের মঞ্চে ক্রমেই তিক্ত থেকে তিক্ততর হয়েছে দুই দিল্লি তারকার সম্পর্ক।

২০১৬ সালে কেকেআর বনাম আরসিবির আরও এক ম্যাচে কোহলি, গম্ভীরের তিক্ততার পরিচয় পাওয়া গিয়েছিল। সে দিনও হেরে গিয়েছিল কলকাতা। ১৮৩ রান তাড়া করেও জয় আসেনি। তবে তাতে গম্ভীরের আগ্রাসনে খামতি ছিল না।

ম্যাচের শুরু থেকেই কলকাতার অধিনায়কের আগ্রাসী মনোভাবের পরিচয় পাওয়া যাচ্ছিল। ১৯তম ওভারে, ব্যাঙ্গালোরের জয় যখন প্রায় নিশ্চিত, একটি রান নেন কোহলি। রান নিয়ে তিনি নন-স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়ে থাকাকালীন সে দিকে বল ছোড়েন গম্ভীর। দেখে মনে হয়েছিল, যেন কোহলিকে লক্ষ্য করেই বলটি ছুড়ে মারা হয়েছে।

এই ঘটনার পর মাঠে ফের আবহাওয়া উত্তপ্ত হয়ে ওঠে। দুই তারকার মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরিস্থিতি সামাল দেন আম্পায়ার। অপ্রীতিকর আচরণের জন্য গম্ভীরকে সমালোচনা এবং শাস্তির মুখে পড়তে হয়েছিল।

সময় বদলেছে। বিরাট এখন আর আরসিবির অধিনায়ক নন। গম্ভীরও নেই কেকেআরে। তিনি এখন লখনউয়ের মেন্টর। পরিস্থিতি বদলে গেলেও বিরাট-গম্ভীরের তিক্ততায় বিরাম নেই আজও। সোমবার লখনউয়ের ঘরের মাঠে দুই তারকার ঝামেলা প্রকাশ্যে দেখা গেল আবার।

ম্যাচটি জিতেছে আরসিবি। মাত্র ১২৬ রান করেও কোহলিরা লখনউকে জিততে দেননি। ১০৮ রানে শেষ হয়ে যায় লোকেশ রাহুলদের ইনিংস। খেলা শেষে দুই দলের খেলোয়াড়েরা হাত মেলানোর সময় বচসায় জড়িয়ে পড়েন কোহলি

ম্যাচ চলাকালীন লখনউয়ের এক একটি উইকেট পড়তেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন বিরাট। কখনও গ্যালারিতে বসে থাকা স্ত্রী অনুষ্কার দিকে ছুড়ে দিচ্ছিলেন চুম্বন, কখনও আবার মাঠের বাইরে বসে থাকা লখনউয়ের খেলোয়াড়দের দিকে তাকিয়ে মুখে আঙুল দিয়ে চুপ করিয়ে দেওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন।

আফগানিস্তানের ক্রিকেটার নবীন উল হক আউট হওয়ার সময়ও উত্তেজিত হয়ে উল্লাস করেন কোহলি। টুপি খুলে মাটিতে ছুড়ে ফেলেন। সেটা হয়তো ভাল ভাবে নেননি নবীন। তাই হাত মেলানোর সময় কোহলিকে কিছু বলতে দেখা যায় তাঁকে।

12 months ago


T20: ধর্ষণে অভিযুক্ত শ্রীলঙ্কার ব্যাটার! বড় সিদ্ধান্তে সব ধরনের ক্রিকেট থেকে বরখাস্ত দানুস্কা

টি-২০ বিশ্বকাপ (T-20 World Cup) থেকে ছিটকে গিয়েছে শ্রীলঙ্কা (SriLanka)। তার মধ্যেই চাঞ্চল্যকর খবরে চিন্তিত শ্রীলঙ্কার ক্রিকেট টিম (Cricket)। শেষমেশ বড় পদক্ষেপ নিল শ্রীলঙ্কা ক্রিকেটের কার্যনির্বাহী কমিটি। ব্যাটার দানুস্কা গুনাথিলাকাকে (Danushka Gunathilaka) সব ধরনের ক্রিকেট থেকে বরখাস্ত করার কথা ঘোষণা করেছে। এমনকি কোনও খেলার জন্য তাঁকে বিবেচনা করা হবে না। তবে এত বড় সিদ্ধান্তের পিছনে কী কারণ?

অস্ট্রেলিয়াতে টি-২০ বিশ্বকাপ চলাকালীন ধর্ষণের (Rape) অভিযোগে গ্রেফতার (Arrested) করা হয়েছে শ্রীলঙ্কার ব্যাটসম্যান দানুস্কা গুনাথিলাকাকে (Danushka Gunathilaka)। ২৯ বছর বয়সী এক মহিলা তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন। সেই অভিযোগের ভিত্তিতে সিডনির হোটেল থেকে শ্রীলঙ্কার ব্যাটার-কে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় সিডনি সিটি পুলিস স্টেশনে। তাঁকে ছাড়াই অস্ট্রেলিয়া ছেড়েছে সিংহলি ক্রিকেট দল।

জানা গিয়েছে, একটি অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে ওই মহিলার সঙ্গে যোগাযোগ হয়েছিল দানুস্কার। গত ২ নভেম্বর দু'জনে সাক্ষাৎ করেন। তারপরই দানুস্কার বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ। ইতিমধ্যেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে নিউ ওয়েলস পুলিস।

উল্লেখ্য, অভিযোগকারী ওই মহিলা জানিয়েছেন, ধর্ষণের ঘটনাটি ঘটেছে কিছু দিন আগেই। সেটি শ্রীলঙ্কা দল যে হোটেলে ছিল, সেখানে হয়নি। ঘটনাটি ঘটেছে একটি বাড়িতে। মহিলার অভিযোগ পেয়ে গুনাথিলাকাকে শনিবার ভোররাতে হোটেল থেকে গ্রেফতার করা হয়।

one year ago
Cricket: বিশ্বকাপ খেলতে গিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার শ্রীলঙ্কান ক্রিকেটার

ইতিমধ্যেই টি-২০ বিশ্বকাপ (T-20 World Cup) থেকে ছিটকে গিয়েছে শ্রীলঙ্কা (SriLanka)। তার মধ্যেই চাঞ্চল্যকর খবর। অস্ট্রেলিয়াতে টি-২০ বিশ্বকাপ চলাকালীন ধর্ষণের (Rape) অভিযোগে গ্রেফতার (Arrested) করা হয়েছে শ্রীলঙ্কার ব্যাটসম্যান দানুস্কা গুনাথিলাকাকে (Danushka Gunathilaka)। ২৯ বছর বয়সী এক মহিলা তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন।

সিডনির হোটেল থেকে শ্রীলঙ্কার ব্যাটার-কে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে সিডনি সিটি পুলিস স্টেশনে। একটি অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে ওই মহিলার সঙ্গে যোগাযোগ হয়েছিল দানুস্কার। গত ২ নভেম্বর দু'জনে সাক্ষাৎ করেন। তারপরই দানুস্কার বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ।

ইতিমধ্যেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। অভিযুক্ত ক্রিকেটারকে বাদ দিয়েই অস্ট্রেলিয়া ছেড়েছে শ্রীলঙ্কা দল। এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে নিউ ওয়েলস পুলিস।

উল্লেখ্য, অভিযোগকারী ওই মহিলা জানিয়েছেন, ধর্ষণের ঘটনাটি ঘটেছে কিছু দিন আগেই। সেটি শ্রীলঙ্কা দল যে হোটেলে ছিল, সেখানে হয়নি। ঘটনাটি ঘটেছে একটি বাড়িতে। মহিলার অভিযোগ পেয়ে গুণতিলাকাকে শনিবার ভোররাতে হোটেল থেকে গ্রেফতার করা হয়। তাঁকে আদালতে তোলা হবে।

2 years ago