Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Sonarpur

Sonarpur: শিক্ষাঙ্গনে দুষ্কৃতী তাণ্ডব! ৪ দিন পরও অধরা অভিযুক্তরা, আতঙ্কের রেশ স্কুল চত্বরে

স্কুল চলাকালীন আচমকাই দুষ্কৃতী হামলা। সোনারপুরের বলরামপুর এম এন বিদ্যামন্দিরে বেশ কয়েকজন বহিরাগত ঢুকে পড়ে শুরু করে দৌরাত্ম্য। বেধড়ক মারধর করেছিল স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরও। শিক্ষাঙ্গনে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় প্রধান শিক্ষকের প্রত্যক্ষ মদত ছিল বলেও অভিযোগ জানিয়েছিলেন আক্রন্ত শিক্ষক-শিক্ষিকারা। গোটা ঘটনায় উঠে এসেছিল পুলিসের উদাসীনতার ছবিও। স্কুলের অন্দরে দুষ্কৃতী তাণ্ডবের পর অতিক্রান্ত ৪ দিন। এখনও পর্যন্ত এফআইআর-এ নাম থাকা অভিযুক্তদের কোনও খোঁজ নেই।  কিন্তু যে স্কুলকে ঘিরে ঘটনার সূত্রপাত, সেই স্কুলের কী পরিস্থিতি? অভিভাবকরাই বা কি বলছেন এই ঘটনার পর? খোঁজ নিল সিএন। স্কুলে থমথমে পরিবেশ। বেলা ১১ টা থেকে স্কুল শুরু হলেও দেখা নেই পড়ুয়াদের। হাতে গোনা কয়েকজন পড়ুয়াকে চোখে পড়ল এদিন। যত্রতত্র পড়ে রয়েছে ভাঙা চেয়ার, বেঞ্চ। স্পষ্ট দুষ্কৃতী তাণ্ডবের ছবি স্কুল চত্বরে।

কারা যেন দল বেঁধে ঢুকে পড়ে স্যার-ম্যাডামদের ফোনগুলো আছাড় মেরে ভেঙে দিল। তার সঙ্গে চলতে লাগল মারধর। হামলার কথা মনে পড়তে এখনও শিউরে উঠছে পড়ুয়ারা। হাতে গোনা কয়েকজন পড়ুয়া এলেও, কাটছে না আতঙ্কের রেশ। দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকরাও।

তবে অভিযোগ-পাল্টা অভিযোগের আবহে শিক্ষাঙ্গনে এই বহিরাগতের তাণ্ডব কোনও ভাবেই মেনে নিতে পারছেন না শিক্ষক শিক্ষিকারাও। প্রধান শিক্ষকের সঙ্গে মতবিরোধের খেসারত দিতে হবে এভাবে তা মেনে নিতে পারছেন না তাঁরা। আপাতত আক্রান্ত শিক্ষক শিক্ষিকাদের নিরপত্তার ব্যবস্থা করা হয়েছে নরেন্দ্রপুর থানার পুলিসের তরফে।

3 months ago
Sonarpur: 'আমরা খুব কষ্টে ভুগছি, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি...', ফেসবুক লাইভে বললেন মৃত সুমনরাজ

রাজপুর সোনারপুর পুরসভার পার্ক ৮৪-এর একটি ফ্ল্য়াট থেকে উদ্ধার হয় তিনজনের মৃতদেহ। একসঙ্গে পুরো পরিবারের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য় ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গিয়েছে, মৃতরা হলেন ছেলে সুমনরাজ মৈত্র (৩৯) মা অপর্ণা মৈত্র (৬৮) ও বাবা স্বপন মৈত্র (৭৫)। তবে তাঁরা আত্মহত্য়া করেছেন কিনা তা এখনো স্পষ্ট জানা যায় নি। তবে তদন্তের স্বার্থে পুলিসের হাতে উঠে এসেছে এক চাঞ্চল্য়কর তথ্য়। যা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। 

বুধাবার সকাল থেকে ওই বন্ধ ফ্ল্য়াট থেকে প্রতিবেশীরা পচা দুর্গন্ধ টের পায়। তারপর তাঁরা খবর দেয় পুলিসকে। ঘটনাস্থলে নরেন্দ্রপুর থানার পুলিস এসে ফ্ল্য়াটের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখতে পান বাবা,ছেলে ও মায়ের মৃতদেহ ঝুলছে। ওই মৃতদেহগুলি আলাদা আলাদা ঘর থেকে পাওয়া গিয়েছে এমনটাই পুলিস সূত্রে খবর। 

প্রাথমিকভাবে পুলিস ঘটনাটিকে আত্মহত্য়ার ঘটনা বলে মনে করলেও সঠিক কোনও তথ্য় মেলেনি। কিন্তু আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ তা খতিয়ে দেখতে পুলিসের নজরে পড়ে মৃত সুমনরাজ মৈত্রের এক ফেসবুক লাইভ। ২৮ ডিসেম্বর মৃত সুমন রাজ মৈত্র ফেসবুকে দুটি ২১ মিনিটের লাইভ করে জানিয়েছেন, যে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। অনেকেই হুমকি দিচ্ছে এই কথাও জানিয়েছেন তিনি। তাই আমার ছোট মামা বলেছেন তিনি আমাকে আমাকে এখান থেকে শিফট করে দেবে। এই শিফট করার ব্যাপারটা সমস্যার সমাধান নয়। এমনকি বেশ কিছুদিন হলো এখানকার অনেক বাচ্চারা আমাকে আর আমার বাবা-মাকে পাগল পাগল বলছে। আমরা খুব কষ্টে ভুগছি। এইভাবে থাকা যায় না তাই আমাদের একটা ডিসিশনে আসতে হবে। সেই ডিসিশনটা আমরা নিয়ে ফেলেছি।

4 months ago
Body: বন্ধ ফ্ল্য়াট! ঘর থেকে উদ্ধার বাবা-মা, ছেলের ঝুলন্ত দেহ, চাঞ্চল্য সোনারপুরে

বন্ধ ফ্ল্য়াটের দরজা। ভিতর থেকে বেরিয়ে আসছে পচা দুর্গন্ধ। সন্দেহ হওয়ায় স্থানীয়রা খবর দেয় পুলিসকে। এরপর পুলিস এসে ওই বন্ধ ফ্ল্য়াটের মধ্য থেকে উদ্ধার করে তিনজনের ঝুলন্ত মৃতদেহ। চাঞ্চল্য়কর ঘটনাটি ঘটেছে রাজপুর সোনারপুর পুরসভার পার্ক ৮৪-এর একটি আবাসনে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন মা অপর্ণা মৈত্র (৬৮), তাঁর স্বামী স্বপন মৈত্র (৭৫) এবং তাঁদের ছেলে সুমনরাজ মৈত্র। স্বপন মৈত্র পেশায় ইঞ্জিনিয়ার ছিলেন বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। 

রাজপুর সোনারপুর পুরসভার পার্ক ৮৪ এর তিন  তলা আবাসনে থাকতেন স্বামী, স্ত্রী ও তাঁদের ছেলে। সেখান থেকেই উদ্ধার তাঁদের তিনজনের মৃতদেহ। স্থানীয় সূত্রে খবর, মূলত বাড়িতেই থাকতেন তাঁরা। খুব একটা বাইরে বেরোতে দেখা যেত না তাঁদের। ২৮ তারিখ অর্থাৎ গত সপ্তাহের বৃহস্পতিবার ওই পরিবারের সঙ্গে শেষ কথা হয়। তারপর থেকেই বন্ধ করে দেয় ফ্ল্য়াটের দরজা। এরপর বুধবার সকালে পচা দুর্গন্ধ টের পাওয়ার পরেই স্থানীয়রা খবর দেয় পুলিসকে। 

এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস গিয়ে বন্ধ ফ্ল্য়াট খুলতেই দেখতে পায় ছেলের ও মায়ের মৃতদেহ পড়ে রয়েছে বেড রুম। আর বাবার দেহ পড়ে আছে ডাইনিং-এ। পুলিসের অনুমান, একইসঙ্গে আত্মঘাতী হয়েছেন পুরো পরিবার। তবে কী কারণে এই চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন তাঁরা, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিস। যদিও এখনও পর্যন্ত মৃত্য়ুর আসল কারণ জানা যায়নি। 

4 months ago


Sonarpur: পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে খুন, ঘটনায় গ্রেফতার অভিযুক্ত স্বামী

পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে খুন করে পলাতক অভিযুক্ত স্বামী। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার শীতলা এলাকায়। পুলিস সূত্রে খবর, মৃত মহিলার নাম মালা বোস এবং অভিযুক্ত স্বামীর নাম সমীর মণ্ডল। পেশায় কাপড় ব্যবসায়ী। অভিযোগ, প্রায়শই মদ্যপান করে মালা বোসের উপর শারীরিক ও মানসিক অত্যাচার করত তাঁর স্বামী সমীর মণ্ডল।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতা মালা বোস একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। স্বামীর সঙ্গে ঝামেলার কারণে মালা তাঁর বাপের বাড়িতে থাকছিলেন। সোমবার রাত এগারোটা নাগাদ মালা বোসের বাপের বাড়ি গিয়ে তাঁকে বাইরে বেরতে বলেন তাঁর স্বামী। তারপর স্ত্রী বাড়ির বাইরে বেরোতেই শুরু হয়ে যায় কথা কাটাকাটি। কিছুক্ষণ পর হঠাৎ ছুরি নিয়ে স্বামী সমীর মণ্ডল তাঁর স্ত্রী মালা বোসের উপর হামলা চালান। চিৎকার শুনে বাইরে আসতেই পালিয়ে যান অভিযুক্ত স্বামী। আর ঘটনাস্থলেই মৃত্যু হয় মালা বোসের। এরপর খবর দেওয়া হয় পুলিসকে এবং থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়।

স্ত্রীকে খুন করে পালালেও মঙ্গলবার সকালেই অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে সোনারপুর থানার পুলিস। ধৃতকে এদিন বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়।

6 months ago
Sonarpur: সোনারপুরে সোনার দোকানে ডাকাতির কিনারা করল পুলিস, গ্রেফতার ছয়

সোনারপুরে সোনার দোকানে ডাকাতি হওয়ার ছয়দিনের মাথায় ঘটনার কিনারা করল পুলিস। ডাকাতির ঘটনাটি ঘটেছিল গত ১৩ই অক্টোবর। উদ্ধার করা হয়েছে সোনা ও রুপোর গহনা এবং নগদ টাকা। গ্রেফতার পাঁচ দুষ্কৃতী ও এক স্বর্ণ ব্যবসায়ী সহ মোট ছয় জন।

শুক্রবার বারুইপুর পুলিস সুপার পলাশ চন্দ্র ঢালী সাংবাদিক বৈঠক করে জানান, সোনারপুরে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয় পাঁচ দুষ্কৃতীকে। তাদেরকে জেরা করে কুলতলির মহিষমারি এলাকা থেকে সোনারপুরে সোনার দোকানে ডাকাতি হওয়া অভিযুক্ত এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেফতার করে স্পেশাল অপারেশন গ্রুপ ও সোনারপুর থানার পুলিস। ধৃত স্বর্ণ ব্যবসায়ীর নাম বিদ্যুৎ।

সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে প্রথমে একটি বাইক চিহ্নিত করে পুলিস এবং পরে ওই বাইক চিহ্নিত করে ডাকাত দলকে ধরতে সক্ষম হয় পুলিস। এছাড়াও ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে চারটি আগ্নেয়াস্ত্র এবং আট রাউন্ড তাজা কার্তুজ। সেই সঙ্গে এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে ৪০ গ্রাম সোনা, ১০০ গ্রাম রুপোর গহনা সহ নগদ ৩০ হাজার টাকা।

6 months ago


Death: নেশামুক্তি কেন্দ্রে এক যুবকের মৃত্য়ু ঘিরে চাঞ্চল্য়, পিটিয়ে খুনের অভিযোগ

নেশামুক্তি কেন্দ্রে যুবকের অস্বাভাবিক মৃত্য়ু ঘিরে চাঞ্চল্য়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে সোনারপুরের বনহুগলী এলাকায়। পুলিস সূত্রে খবর, মৃত যুবকের নাম তাপস বিশ্বাস। ওই যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ তুলেছে তাঁর পরিবারের লোকজন। সেই ক্ষোভে পরিবারের সদস্য়রা ভাঙচুর চালায় ওই নেশামুক্তি কেন্দ্রে। খবর পেয়ে ঘটনাস্থলে নরেন্দ্রপুর থানার পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় পুলিস মোতায়েন করা হয়েছে। 

পরিবার সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে সোনারপুরের চৌহাটি এলাকার বাসিন্দা তাপস বিশ্বাস মানসিক অবসাধে ভুগছিলেন। তারপর তাঁকে দিন ১৫ আগে ওই নেশামুক্তি কেন্দ্রে নিয়ে আসা হয়। এদিন ভোর রাতে হঠাৎ তাঁর শরীর খারাপ করে। তারপর তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় ওই নেশমুক্তির কর্তৃপক্ষ। সেখানে যাওয়ার পর তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনার খবর মৃতের পরিবারকেও দেওয়া হয়। এরপর পরিবারের লোকজন এসে ভাঙচুর চালায় ওই নেশামুক্তি কেন্দ্রে। প্রায় ৬০ জনের বেশি মানুষ চিকিৎসার জন্য আছেন। ১০ জনের মত মহিলাও চিকিৎসাধীন। এই ঘটনার জেরে সকলেই আতঙ্কিত। 


7 months ago
Worker: ভিনরাজ্য়ে কাজে গিয়ে মৃত্য়ু ঝাড়খন্ডের এক মহিলা শ্রমিকের, কারখানার সামনে বিক্ষোভ শ্রমিকদের

ভিনরাজ্য়ে কাজ করতে গিয়ে এবার মৃত্য়ু হল এক মহিলা শ্রমিকের। অসুস্থ আরও ১২ জন মহিলা শ্রমিক। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম রুবী কুমারী। ঝাড়খন্ডের বাসিন্দা। সোনারপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর এলাকার একটি গেঞ্জি কারখানায় কাজ করতেন তিনি। অনান্য় মহিলা শ্রমিকদের অভিযোগ, বারংবার অসুস্থতার কথা জানালেও ছুটি দিত না তাঁদের। এই ঘটনার প্রতিবাদে কারখানায় ভাঙচুর করে বিক্ষোভ দেখাতে শুরু করেন অন্যান্য শ্রমিকরা৷ খবর পেয়ে ঘটনাস্থলে সোনারপুর থানার পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

জানা গিয়েছে, বিগত চারদিন ধরে অসুস্থ বোধ করছিলেন রুবী কুমারী৷ বমি, কাশী সহ একাধির শারীরিক সমস্যা দেখা দিয়েছিল তাঁর৷ অভিযোগ, তিনি বারংবার ছুটির কথা জানালেও তাঁকে ছুটি দেওয়া হয়নি৷ এমনকি কোনওরকম চিকিৎসাও করানো হয়নি বলে অভিযোগ৷ অসুস্থতার মধ্যেও তাঁকে কাজ করানো হয় বলে অভিযোগ করেছেন সুলোচনা কুমারী ও সংগীতা কুমারী৷ কারখানার হোস্টেলে থাকতেন রুবী৷

যদিও কারখানার কর্তৃপক্ষ তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত গাফিলতির কথা অস্বীকার করেছেন৷ কারখানার ম্যানেজার বিশ্বরঞ্জন মিশ্রের দাবি, তাঁর কাছে কোনও ছুটি চাওয়া হয়নি৷ এদিন শরীর খারাপের কথা জানতে পারেন তিনি৷ এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিস৷ 

7 months ago
Sonarpur: সামাজিক মাধ্যমে প্রেম থেকে বিয়ে, তারপর যা চরম পরিণতি হল দ্বাদশ শ্রেণির...

সোশ্যাল মিডিয়ায় আলাপ থেকে প্রেম, তারপর বিয়ে। বিয়ের তিন মাসের মধ্যেই দাম্পত্য জীবনে শুরু হয় টানা পোড়েন। যার ফলে অকালে ঝরে গেল একটি জলজ্যান্ত প্রাণ। এই ঘটনায় ওই স্ত্রীকে খুনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পুলিস সূত্রে খবর, মৃতার নাম পিঙ্কি মাইতি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। 

জানা গিয়েছে, দ্বাদশ শ্রেণির ছাত্রী পিঙ্কি মাইতির সঙ্গে সোশাল মিডিয়ায় আলাপ হয়েছিল সোনারপুরের যুবক ঈশান দাসের। তারপরেই প্রেমের সম্পর্কে আবদ্ধ হয় তাঁরা। তিনমাস আগে পরিবারের অমতে বাড়ি থেকে পালিয়ে ঈশানকে বিয়ে করেছিল পিঙ্কি। কিন্তু বিয়ের পর থেকেই পিঙ্কির উপর শুরু হয় অত্যাচার। এরপর হঠাৎই পিঙ্কির দিদির কাছে ফোন আসে যে, তাঁর বোন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তড়িঘড়ি হাসপাতালে গিয়ে দেখেন অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে পিঙ্কি। শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পাওয়া গিয়েছে তাঁর। 

এই ঘটনায় ঈশান সহ তার পরিবারের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয় সোনারপুর থানায়। অভিযোগের ভিত্তিতে ঈশানকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিস। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে মৃতার পরিবার।

7 months ago


Bike: দোকানের সামনে থেকে চুরি বাইক, সিসিটিভির সূত্র ধরে হদিশ বাইক চুরি চক্রের, গ্রেফতার ২

সিসিটিভির সূত্র ধরে সোনারপুরে (Sonarpur) বাইক চুরি (Bike Theft) চক্রের হদিশ পেল সোনারপুর থানার পুলিস। ঘটনায় ইতিমধ্যে দু'জনকে গ্রেফতার (Arrest) করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিস সূত্রে খবর, তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি বাইক। ধৃতরা বাইক চুরি চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে বলে অনুমান পুলিসের। বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলা হলে তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে সোনারপুর থানার পুলিস জানিয়েছে।

সোনারপুর থানা এলাকার হরিনাভীর বাসিন্দা বিধান দেবনাথ। তিনি একজন ব্যবসায়ী। তাঁর দোকানের সামনে রাখা বাইক চুরি হয়ে যায়। ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। বিষয়টি সিসিটিভি ক্যামেরাতে ধরাও পড়ে। তিনি চোরকে চিনহিত করতে পারেন। এরপর রাতে দোকান বন্ধ করার পর সেই চোরকে রাস্তায় ঘুরতে দেখে বুধবার পাকড়াও করে থানায় খবর দেন। এরপর পুলিস এসে তাকে তুলে নিয়ে চলে যায়। জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তির নাম শানু দেবনাথ। তাকে জিজ্ঞাসাবাদ করে রাতে বিষ্ণুপুর থানা এলাকা থেকে মিলন মাঝি নামে আরও একজনকে গ্রেফতার করা হয়।

বারুইপুর পুলিস জেলার ডিএসপি মোহিত মোল্লা জানান, পুলিস ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে। এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

8 months ago
Sonarpur: বিবাদের জেরে স্ত্রীকে খুন করে ডোবায় ফেলে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, ঘটনায় চাঞ্চল্য়

স্ত্রীকে খুন করে ডোবায় ফেলে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। রবিবার এই ঘটনাটি ঘটেছে সোনারপুর (Sonarpur) চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতে। পুলিস সূ্ত্রে খবর, মৃতার নাম তরুণা খাতুন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য় নিয়ে যায়। এই ঘটনাকে ঘিরে ব্য়াপক চাঞ্চল্য় ছড়িয়েছে। 

মৃতার পরিবার জানিয়েছে, গত পাঁচ বছর আগে সোনাপুর গ্রাম পঞ্চায়েতের লালাগজের তরুণা খাতুনের সঙ্গে চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের জাগির বস্তির ফরিদ হোসেনের বিবাহ হয়। তাঁদের তিন বছরের একটি মেয়ে রয়েছে। মেয়ে হওয়ার পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে বিবাদের সৃষ্টি হয়। এই বিবাদের বিষয় নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশিও হয়েছে। এমনকি অভিযোগ জানানো হয় চোপড়া থানাতেও। শনিবার সন্ধ্যা পর্যন্ত তরুণার ছোট বোনের সঙ্গে কথা হয় তাঁর। তারপর থেকে তরুণা নিখোঁজ। আর কোনও যোগাযোগ হয়নি তাঁর। 

এরপর রবিবার সকালে জাগির বস্তিতে ফরিদ হোসেনের বাড়ি সংলগ্ন একটি ডোবায় তাঁর স্ত্রীর মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। এরপর খবর দেওয়া হয় মৃতার পরিবারের লোকজন এবং চোপড়া থানায়। এই ঘটনা শোনামাত্রই মৃতার পরিবারের লোকজনেরা চোপড়া থানায় এসে অভিযুক্ত ফরিদ হোসেনের ফাঁসির দাবি জানিয়েছেন। বেশ কিছুক্ষণ চোপড়া থানায় বিক্ষোভ দেখান মৃতার পরিজনেরা। বর্তমানে তরুণা খাতুন দু'মাসের গর্ভবতী ছিল বলে জানিয়েছেন তাঁর পরিবারের লোকজনেরা। কন্যা সন্তান হওয়ার কারণেই স্ত্রীকে খুন করে

ডোবায় ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ মৃতার পরিবারের।

8 months ago


Sonarpur: সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় তরুণীর অর্ধনগ্ন পচাগলা দেহ, চাঞ্চল্য সোনারপুরে

সেপটিক ট্যাঙ্ক থেকে অজ্ঞাতপরিচিত এক তরুণীর অর্ধনগ্ন পচাগলা দেহ (Dead Body) উদ্ধার। ঘটনাটি ঘটেছে সোনারপুর (Sonarpur) থানার প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের কুস্তিয়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সোনারপুর থানার পুলিস (Police)। পুলিস মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। তবে মৃতার নাম পরিচয় এখনও জানা যায়নি। ঘটনাকে ঘিরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।  

স্থানীয় সূত্রে খবর, এলকার বাচ্চারা খেলাধূলো করার সময় ওই নির্মীয়মান বাড়ির সেপটিক ট্যাঙ্কের ভিতর থেকে প্রচণ্ড দুর্গন্ধ অনুভব করে। এমনকি সেপটিক ট্যাঙ্কের উপরে প্রচুর মাছি উড়তে দেখে এলাকাবাসীদের বিষয়টি জানায়। তারপরেই বেশ কয়েকজন এলাকাবাসী এসে ওই সেপটিক ট্যাঙ্কের ভিতরে দেখলে সেখানে ওই মহিলার দেহটি দেখতে পান। ঠিক এরপরেই খবর দেওয়া হয় পুলিসে।

9 months ago
Arrest: পঞ্চায়েতের পুননির্বাচন চলাকালীনই ৮ জন বাইক চোরকে গ্রেফতার করলো সোনারপুর পুলিস

রাজ্য পঞ্চায়েতের পুনর্নির্বাচন চলাকালীনই ৮ জন বাইক চোরকে (Bike Theft) গ্রেফতার (Arrest) করলো সোনারপুর (Sonarpur) পুলিস (Police)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। ধৃতদের থেকে মোট ৯টি বাইক ও দুটি বাইকের পার্টস উদ্ধার হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিস। পুলিস সূত্রে খবর, ধৃত ওই ৮ জন বাইক চোরের নাম রাহুল দেব (১৯), ধ্রুব বিশ্বাস (১৮), সারবন চৌধুরি (১৮), বাসুদেব মণ্ডল (১৯), তুফান গাজী (৪৫), নাজবুল হোসেন (২৩), রাহুল গায়েন (২৩) ও পিন্টু হালদার (৩৪)। ধৃতদের অধিকাংশই রায়দিঘী ও মথুরাপুর এলাকার বাসিন্দা।

পুলিস সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই রাজপুর, সোনারপুর এলাকার ১৫, ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডের নানান জায়গা থেকে বাইক চুরির অভিযোগ দায়ের হচ্ছিল সোনারপুর থানায়৷ একাধিক বাইক চুরির অভিযোগ পেয়ে সোনারপুর থানার পিসি ইনচার্জ অর্ঘ্য মণ্ডলের নেতৃত্বে তৈরি করা একটি টিম ওই এলাকাগুলিতে নজরদারি শুরু করে৷ তারপরেই অভিযুক্তদের হদিস পায় পুলিস।    

বারুইপুর জেলা পুলিসের ডিএসপি মোহিত মোল্লা জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ধৃতরা চুরি করার জন্য সোনারপুরের সুভাসগ্রাম এলাকায় একটি বাড়ি ভাড়া নেয়৷ শুধু তাই নয় ধৃতদের প্রত্যেকেই গাড়ির গ্যারেজে আগে কাজ শিখেছে, কিভাবে গাড়ির পার্টস খুলতে হয়। তারপরেই বাইক চুরি করার কাজ শুরু করে তারা। প্রথমে ধৃতরা বাইকটি চুরি করতো। তারপরে সঙ্গে সঙ্গে বাইকের নম্বার প্লেট বদলে দিত। এমনকি বাইকের সমস্ত পার্টস খুলে বিক্রিও করে দিত তারা। এইভাবেই দিনের পর দিন অনায়াসে চুরির কাজ করে গিয়েছে অভিযুক্তরা।

10 months ago
Rail: ওভারহেডের তাঁর ছিঁড়ে বিপত্তি, সপ্তাহের শেষে যাত্রী ভোগান্তি শিয়ালদহ দক্ষিণ শাখায়

শিয়ালদহ দক্ষিণ (Sealdah South) শাখায় ওভারহেডের (OverHead) তার ছেড়ে বিপত্তি। যার জেরে দীর্ঘক্ষন ট্রেন চলাচল বন্ধ ছিল শিয়ালদহ দক্ষিণ শাখায়। পূর্ব রেল সূত্রে খবর, আজ অর্থাৎ শনিবার বিকেল পাঁচটা দশের সময় সোনারপুর (Sonarpur) ও নরেন্দ্রপুর স্টেশনের মধ্যেখানে ওভারের তার ছিড়ে যায়। এর ফলে সব স্টেশনে দাঁড়িয়ে পড়ে ওই শাখার ট্রেন গুলি। অফিস ফেরৎ সময় এমন ঘটনায় রীতিমত বিপাকে পড়ে সাধারণ যাত্রীরা।

পূর্ব রেল সূত্রে খবর, এ ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি রেলের তরফে তাঁর সারাইয়ের কাজ শুরু করে রেল কর্মীরা। ওদিকে জনজোয়ার সৃষ্টি হতে থাকে শিয়ালদহের দক্ষিণ শাখায়। প্রায় দেড়ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর সন্ধ্যে সাড়ে ছটায় ফের ওই শাখায় ট্রেন চলাচল শুরু হয়। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, 'ওভারহেডের তার ছিঁড়ে যাওয়া বিপত্তি হয়েছিল। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।'

10 months ago


Sonarpur: সিআইডির জেরায় খুনের কথা স্বীকার স্বামীর, সেফটি ট্যাঙ্কি থেকে উদ্ধার স্ত্রীর মৃতদেহ

তিন বছর পর সিআইডির (CID) তৎপরতায় বাড়ির সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার হল নিখোঁজ টুম্পার মৃতদেহ (Dead Body)। ২০২০ সালে হঠাৎ নিখোঁজ হন টুম্পা মণ্ডল। তারপরেই সোনারপুর (Sonarpur) থানায় টুম্পার স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। আর সেই অভিযোগের ভিত্তিতেই টুম্পা মণ্ডলের স্বামী ভোম্বল মণ্ডলকে গ্রেফতার করে সোনারপুর থানার পুলিস (Police)। এরপরেই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে টুম্পার খোঁজ করছিল পুলিস। তবে তখন তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। এই ঘটনায় তখন আদালতে জামিন পেয়ে যায় অভিযুক্ত স্বামী।

সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্ত শুরু করে সিআইডি। ঘটনার তদন্তভার নিয়ে অভিযুক্ত স্বামী ভোম্বল মণ্ডলকে হেফাজতে নিয়ে জেরা শুরু করে সিআইডি। সিআইডির জেরার মুখে পড়ে স্ত্রী টুম্পা মণ্ডলকে খুন করার কথা স্বীকার করল অভিযুক্ত স্বামী। দীর্ঘ জেরার পর অভিযুক্ত ভোম্বল জানান, সোনারপুরের মিলনপল্লীতে ভাড়ার বাড়িতে থাকার সময়  ২০২০ সালে স্ত্রীকে খুন করে সে। তারপরে ওই ভাড়া বাড়ির সেফটি ট্যাঙ্কে দেহটি ফেলে প্রমাণ লোপাট করে বলে স্বীকার করে অভিযুক্ত। ধৃতের বয়ান অনুযায়ী ওই ভাড়া বাড়ির সেফটি ট্যাঙ্ক থেকে দেহ উদ্বার করে সিআইডি।

এই ঘটনায় ওই বাড়িওয়ালা জানান, লকডাউনের সময় স্বামী স্ত্রী পরিচয় দিয়ে বাড়ি ভাড়া নেয় ভোম্বল মণ্ডল। কিছুদিন থাকার পরই তারা বাড়ি ছেড়ে চলে যায়। তার বেশ কিছুদিন পরে ভোম্বলের এক আত্মীয় বাড়ির বকেয়া ভাড়া মিটিয়ে ওদের ঘরের মধ্যে থাকা সব জিনিসপত্র নিয়ে চলে যান।

10 months ago
Theft: বারুইপুরে ফিল্মি কায়দায় অটো চুরির ঘটনা, পুলিসি অভিযানে ধৃত ৫

ফিল্মি কায়দায় অটো চুরির ঘটনা। ঘটনাটি ঘটেছে বারুইপুরের জয়নগরে। ঘটনার তদন্তে নেমে বারুইপুর পুলিস ৫ জনকে গ্রেফতার করেছে। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে ৬টি অটো। পুলিস সূত্রে খবর, দুষ্কৃতীরা যাত্রী সেজে প্রথমে অটো রিজার্ভ করত। তারপর অটোতে কিছু সামগ্রী তোলার নাম করে অটোর ড্রাইভারকে নিয়ে যাওয়া হতো অটোর থেকে কিছুটা দূরে।

তার মধ্যেই অন্য এক ব্যক্তি এসে অটোর নিয়ে চম্পট দিতেন। এভাবেই দক্ষিণ ২৪ পরগনার মেটিয়াবুরুজ, জয়নগর, মন্দিরবাজার, বিষ্ণুপুর, চম্পাহাটি এলাকায় এই চক্র কাজ করতেন। দুষ্কৃতীরা অটো চুরি করে নম্বর প্লেট বদল করে বিভিন্ন এলাকায় বিক্রিও করে দিতেন। এমনকি বেশ কয়েকটি অটো তারা নিজেরাই চালাচ্ছিলেন।  

পুলিস আরও জানায়, প্রথমে সালাউদ্দিন মোল্লা নামের এক জনকে গ্রেফতার করা হয়। পরে আরও চার জন রিসিভারকে গ্রেফতার করে পুলিস। তবে এই ঘটনায় আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে, পুলিসের প্রাথমিক অনুমান। শুক্রবার ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। ধৃত ওই ৫ জনকে নিজেদের হেফাজতে রাখার আবেদন করেছে পুলিস।

12 months ago