
এবারে বাংলাদেশি অভিনেতার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন টলিউড অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar)। ওয়েব প্ল্যাটফর্মে আসতে চলেছে আরও একটা বাংলা রহস্য রোমাঞ্চে ভরা সিরিজ। তবে, ভারত নয়, প্রযোজনায় কিন্তু বাংলাদেশ। অর্থাৎ ওপার বাংলার সিরিজে অভিনয় করবেন সোহিনী সরকার। তাঁর বিপরীতে দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভকে। 'কিশমিশ', 'দিলখুশ'-এর মতো রোম্যান্টিক সিনেমার পর একেবারে প্রেম বর্জিত সিরিজ বানাতে চলেছেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়। ফলে দর্শকদের এক নতুন জুটি উপহার দিতে চলেছে।
জানা গিয়েছে, সিরিজের নাম 'লহু'। তবে এই সিরিজ বাংলাদেশের ওয়েব প্ল্যাটফর্ম 'চরকি'তে দেখা যাবে। আগামী ১৮ নভেম্বর থেকেই শুটিং শুরু হবে। কলকাতা ছাড়াও শিলংয়ের বেশ কিছু জায়গায় শুটিং হবে বলে জানা গিয়েছে। একদিকে যেমন অন্যরকম গল্পে কাজ করতে পেরে সোহিনী বেশ উচ্ছ্বসিত। তেমনি সিরিজে কাজ করতে পেরে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন আরিফিন।
বেশ কয়েকদিন ধরেই টলিউড পাড়ায় গুঞ্জন ছিল যে, প্রেম করছেন টলি অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar) ও সংগীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায় (Shovan Ganguly)। কিন্তু এবারে আর গুঞ্জন নয়, প্রকাশ্যে এল তাঁদের ঘনিষ্ঠ ছবিও, সঙ্গে আদুরে ক্যাপশনও। তবে কি এই ছবির মাধ্যমেই তাঁদের সম্পর্কে সিলমোহর দিতে চেয়েছেন শোভন গঙ্গোপাধ্যায়! এই নিয়েই জল্পনা তুঙ্গে। বৃহস্পতিবার শোভন ও সোহিনীর কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন শোভন। কিন্তু তা কিছুক্ষণ পরে মুছেও ফেললেন তিনি।
বৃহস্পতিবার শোভন ও সোহিনীর কিছু মিষ্টি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। যেখানে দেখা গিয়েছে, সোহিনীর কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন শোভন। মিঠে রোদে উজ্জ্বল তাঁদের মুখ, মুখে মিষ্টি হাসি। ক্যাপশনে শোভন লিখেছেন, "শেষ সবকিছু তোমার জন্য তোলা রইল…।" তবে কি শোভনের এই পোস্ট সোহিনীর প্রতি প্রেম উজাড় করেই? এই নিয়ে অবশ্য টলিপাড়ায় জোর গুঞ্জন। তবে এই পোস্ট নিয়ে শোভন ও সোহিনী মুখে কুলুপ আঁটলেও, সোশ্যাল মিডিয়া থেকে আপাতত গায়েব এই ছবি ও ক্যাপশন।
সামাজিক মাধ্যমে এবার নতুন প্রেমের গুঞ্জন। অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar) ও গায়ক শোভন গাঙ্গুলির (Shovan Ganguly) মধ্যে নাকি জমে উঠেছে রসায়ণ। যদিও তাঁরা নাকি নিজেদের প্রেম গোপনেই রাখতে চাইছেন। কিন্তু গোপন কথা কি সবসময় গোপনে থাকে! তারকাদের সামাজিক মাধ্যমেই দুয়ে দুয়ে চার হয়ে গেল। সোহিনীর জন্মদিন গিয়েছে কিছুদিন আগেই। তিনি অন্যদের থেকে আলাদা, তাই কলকাতায় জাঁকজমক পার্টি নয়। বরং পরিবার ও বন্ধুদের নিয়ে সমুদ্রের কিনারে চলে গিয়েছিলেন সোহিনী।
সোহিনীর কাছের মানুষদের তালিকায় দেখা গিয়েছে গায়ক শোভন গাঙ্গুলিকে। সামাজিক মাধ্যমে সোহিনীর আপলোড করা একটি ছবিতে জানলার বাইরে দেখা গিয়েছে গায়ককে। এমনকি শোভন নিজেও তাঁর সামাজিক মাধ্যমে তাঁর সমুদ্রসফরের ছোট্ট অভ্যাস দিয়েছেন। ভিডিওটি আপলোড করে সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, 'জলে বিপদ বেশি যার, সেইভাবে জল আমার।' এই ক্যাপশনও ইঙ্গিতবহ মনে করছেন অনেকে।
প্রসঙ্গত একসময় অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে সম্পর্কে ছিলেন সোহিনী। অন্যদিকে অভিনেত্রী স্বস্তিকা দত্তের সঙ্গে সম্পর্কে ছিলেন গায়ক শোভন গাঙ্গুলি। যদিও তাঁরা বিচ্ছেদ করেছেন বেশ কিছুটা সময় আগেই। এবার কী অতীত ভুলে একে অপরের প্রেমে মজলেন সোহিনী-শোভন? প্রশ্ন নেটিজেনদের। এমনকি কমেন্ট সেকশনেও অনেকে নানা কমেন্টে ভরিয়েছেন।
সোহিনী সরকার (Sohini Sarkar) কেবল টলিউডের (TOllywood) অভিনেত্রী নয়, তিনি 'বাংলার ক্রাশ'-ও বটে। ধারাবাহিকের পর্দা থেকে অভিনয় শুরু করেছিলেন। এরপর সোজা বড় পর্দায় পদার্পণ করেছিলেন। আজকাল সোহিনীকে ছোট পর্দায় দেখা যায় না। তবে বড় পর্দা ও ওটিটিতে তাঁর অবাধ বিচরণ। একের পর এক সিনেমা সিরিজে তিনি নিয়মিত মুখ। তাঁর অভিনয়ের গুণমুগ্ধ ভক্ত অনেকে। অভিনেত্রীর রূপের ভক্তও কম নেই।
সোহিনীর যে বয়স বাড়ছে তাও বোঝার উপায় নেই। এক এক করে, আরও এক বছর বয়স বেড়ে গেল অভিনেত্রীর। পয়লা অক্টোবর সোহিনীর জন্মদিন। শনিবার রাত থেকেই শুরু হয়ে গিয়েছে সেলিব্রেশন। জন্মদিনের প্রথম কেক বাড়িতেই কেটেছেন সোহিনী। সেই ঝলক আপলোড করেছেন সামাজিক মাধ্যমে। একেবারে সাদা একটি পোশাকে দেখা গিয়েছে বার্থডে গার্লকে।
কাজের দিক দিয়েও সোহিনীর সময়টা বেশ ভালোই যাচ্ছে। ওটিটি মাধ্যমে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিরিজ 'সম্পূর্ণা'-এর দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে ব্যাপক সাফল্য পাওয়ার পর। দ্বিতীয় পর্বটি নিয়েও দর্শকেরা বেশ খুশি। সামাজিক মাধ্যমে সোহিনীকে শুভেচ্ছার বন্যা বইয়েছে ভক্তরা।
একদিকে সোহিনী সরকার (Sohini Sarkar) ও অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya), অন্যদিকে বিক্রম চট্টোপাধ্যায় ও সোলাঙ্কি রায়, এই দুই জুটি জনপ্রিয় ছিলেন। তবে এবার নতুন জুটি পেতে চলেছেন দর্শক। সোহিনী এবং বিক্রম জুটি বাঁধতে চলেছেন। তাঁদের আসন্ন সিনেমা 'অমরসঙ্গী'। ছবিটি রোম্যান্টিক কমেডি। পরিচালনা করবেন দিব্য চট্টোপাধ্যায়। দুই তারকাই চরিত্রের জন্য সম্মতি জানিয়েছেন। ইতিমধ্যেই চরিত্রের জন্য তাঁদের লুক টেস্ট হয়ে গিয়েছে। প্রথম লুক প্রকাশ্যে এসেছে।
দুটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন সোহিনী ও বিক্রম। একটি ছবিতে দেখা গিয়েছে, বিক্রমের কাঁধে খানিকটা বেতালের মতো ঝুযে রয়েছেন সোহিনী। আরেকটি ছবিতে সোহিনীকে কোলে তুলে নিয়েছেন বিক্রম। সেই সুযোগে সোহিনীও চুমু খেয়েছেন বিক্রমের গালে। অনেকেই এই জুটিকে পছন্দ করেছেন। ভালোলাগার মন্তব্য করেছেন কমেন্ট বক্সে। অনেকে আবার অনির্বাণ ও সোলাঙ্কির সঙ্গে এই দুই তারকার জুটিকেই সেরা মনে করছেন।
যদিও পরিচালক নিশ্চিত, এই দুই তারকাকে টেলিভিশনের পর্দায় দেখলে দর্শক ভালোবাসা দিতে বাধ্য হবেন। সিনেমায় বিক্রমের চরিত্রের নাম অনুরাগ। সোহিনীর চরিত্রের নাম জয়ী। দুজনেই ছোটবেলার বন্ধু। সময় পেরোলে দুই বন্ধুর সম্পর্কের সমীকরণ বদলায়। ভালোবেসে ফেলেন একে অপরকে। সব যখন ভালোই চলছে তখনই জীবনে নেমে আসবে বিপর্যয়। সেই বিপর্যয় পেরিয়ে অনুরাগ ও জয়ী নিজেদের প্রেমে অবিচল থাকতে পারেন কি না তা জানতে হলে অপেক্ষা করতে হবে।
বেশ কয়েক দিন ধরেই টলি পাড়ায় দুই অভিনেত্রীকে নিয়ে জোর চর্চা চলেছে। এই আলোচনার একদিকে ছিলেন অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar)। আরেকদিকে ছিলেন তৃণা সাহা (Trina Saha) দুই অভিনেত্রীর উত্থানই ছোট পর্দা থেকে। সোহিনী বর্তমানে বড় পর্দায় সিরিজে চুটিয়ে অভিনয় করছেন। তৃণাকে বড় পর্দায় সেভাবে দেখা না গেলেও সিরিজে নিয়মিত মুখ অভিনেত্রী। তবে জনপ্রিয়তার নিরিখে বিচার করা হলে, দুই অভিনেত্রীরই ভক্ত অনেক। তাঁদের মধ্যেই সংঘাতে সরগরম হয়েছিল বিনোদন জগৎ।
ঠিক কী হয়েছিল? 'মাতঙ্গী' ওয়েব সিরিজে অভিনয় করার কথা ছিল সোহিনী এবং তৃণার। তবে শ্যুটিং ফ্লোরে এসেই তৃণা বুঝতে পারেন, অভিনেত্রী সোহিনীর জন্য আলাদা জায়গায় মেকআপ এবং হেয়ার স্টাইলিংয়ের ব্যবস্থা করা হয়েছে। সোহিনীর ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট এবং হেয়ার স্টাইলিস্টই থাকছেন অভিনেত্রীর জন্য। এরপরই তৃণা নিজের জন্যও এই সুবিধাই চেয়েছিলেন। প্রযোজক সংস্থা অভিনেত্রীর এই প্রস্তাবে রাজি না হওয়ায় তৃণা তিনি নাকি রেগে গিয়ে সেট ছাড়েন।
এই ঘটনায় কী প্রতিক্রিয়া সোহিনীর? সম্প্রতি এক অনুষ্ঠানের মাঝে বিরতিতে অভিনেত্রী সংবাদমাধ্যমকে বলেন, 'ইগো আমাদের কমবেশি সকলেরই রয়েছে। আমাদেরও রয়েছে। তবে শ্যুটিংয়ের ফ্লোর ছাড়া কোনও সমাধান নয়। আমরা যখন অভিনেতা অভিনেত্রী হয়েছি তখন অনেক কিছু ভুলেই আমাদের ক্যামেরার সামনে দাঁড়াতে হয়।'
বর্তমানে টলিপাড়া দুই অভিনেত্রীর সংঘাতে সরগরম। একদিকে রয়েছেন অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar), অন্যদিকে তৃণা সাহা (Trina Saha)। ওয়েব সিরিজ 'মাতঙ্গী'-তে (Matangi) তাঁদের একসঙ্গে অভিনয় করার কথা ছিল। কিন্তু শ্যুটিং শুরুর আগেই শুরু হয়েছিল সমস্যা। শোনা গিয়েছে, প্রযোজক সংস্থা অভিনেত্রী সোহিনী সরকারের জন্য ব্যক্তিগত হেয়ার এবং মেকআপ আর্টিস্টের সুবিধা দিয়েছিল। পৃথক জায়গায় মেকআপের ব্যবস্থাও করা হয়েছিল। অভিনেত্রী তৃণা সাহাও নাকি নিজের জন্য এই একই সুবিধা চেয়েছিলেন।
প্রযোজক সংস্থা তৃণার এই আবদারে রাজি হননি। এতেই নাকি ক্ষুব্ধ হয়ে যান অভিনেত্রী। তৎক্ষণাৎ শ্যুটিং না করে, ফ্লোর ছাড়েন অভিনেত্রী। আর ঠিক কী কী হয়েছিল শ্যুটিং ফ্লোরে, তা গোপন রেখেছেন প্রযোজনা সংস্থা। শোনা যায়, এই সমস্যা মেটাতে চেয়ে সোহিনী হোয়াটস অ্যাপে একটি মেসেজ করেন। কিন্তু তাতেও মন গলছে না তৃণার। ফলে বর্তমানে এই সিরিজের যৌথ প্রযোজনা সংস্থা ক্যামেলিয়া এবং ওয়ার্কশপ তৃণাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তৃণার চরিত্রটিতে অভিনয় করার প্রস্তাব গিয়েছে অভিনেত্রী রোশনী ভট্টাচার্যের কাছে। শোনা যাচ্ছে, অভিনেত্রীর চরিত্রটি বেশ পছন্দও হয়েছে। তিনি রাজি হলে নাকি শুরু হবে শ্যুটিংয়ের কাজ। এই সিরিজটি চার নারীর জীবনকে কেন্দ্র করে গড়ে উঠবে। অভিনেতা রুদ্রনীল ঘোষকেও দেখা যাবে এই সিরিজে।
একসময় সিনেমা-ধারাবাহিক মানেই ছিল বড় পর্দা কিংবা ছোট পর্দা। তবে প্রযুক্তির নতুন আমদানি ওটিটি (OTT), জোর টক্কর দিচ্ছে এই মাধ্যমদুটিকে। আরও একটি নতুন আমদানি 'সিরিজ'। আরও ভালো অর্থে বললে 'ওয়েব সিরিজ'। একসময় অভিনেতা অভিনেত্রীদের কাছে কাজ থাকত না। তবে ওটিটি আসার পর এত বেশি কন্টেন্ট হয়েছে যে সর্বত্র বিরাজ করছেন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। দর্শকদের কাছে পৌঁছাতে এই মাধ্যমটিকে বিরাট মাধ্যম হিসেবে দেখেন তাঁরা। হিন্দির পাশাপাশি বাংলাতেও এখন ওয়েব সিরিজের ছড়াছড়ি। তেমনই একটি সিরিজের জন্য জুটি বাঁধতে চলেছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh), সোহিনী সরকার (Sohini Sarkar) এবং তৃণা সাহা।
জানা গিয়েছে, আসন্ন সিরিজের নাম 'মাতঙ্গী'। পরিচালনার ব্যাটন ধরবেন সৌমিক চট্টোপাধ্যায় এবং দীপাঞ্জন ভৌমিক। চার মহিলার জীবন কেন্দ্র করে আবর্তিত হবে এই থ্রিলার সিরিজের চিত্রনাট্য। ওয়েব সিরিজের এই চার মহিলার মধ্যে মিল, তাঁরা সকলেই সন্তানের মা। এই চার মহিলার একজনের স্বামী নিখোঁজ হতেই, গল্প নতুন মোর পাবে। সব মিলিয়ে এই সিরিজ নিয়ে আশাবাদী সকলেই।
রুদ্রনীল এবং সোহিনী দুজনেই আগে থ্রিলার সিরিজে কাজ করেছেন। অন্যদিকে ধারাবাহিকে অভিনয় করা তৃণা সাহাও নিজের অভিনয় দক্ষতা প্রমান করেছেন দর্শকদের সামনে। তবে থ্রিলার তৈরী করা অত সহজ নয়।মাতঙ্গীর গল্প কতটা জমাট বাধে, অভিনেতারা দর্শকদের মন কতটা জয় করতে পারেন, এখন সেটাই দেখার।
মনি ভট্টাচার্য: নিয়োগ-কাণ্ডে ধৃত কুন্তল ঘোষের পর এবার অয়ন শীল প্রযোজিত সিনেমা (Bengali Film) রাজ্য রাজনীতির চর্চায়। কুন্তলের মতোই নিয়োগ-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার অয়ন শীল। জানা গিয়েছে, তাঁর প্রযোজনা সংস্থার ব্যানারে তৈরি ছবির পরিচালক জাতীয় পুরস্কারজয়ী কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। অয়নের প্রযোজনা সংস্থার ব্যানারে তৈরি কবাড্ডি-কবাড্ডি ছবিতে অভিনয় করেন ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার এবং অর্জুন চক্রবর্তীর মতো টলিউডের পরিচিত মুখ। এমনকি এই ছবিতে নাকি অভিনয় করেন অয়ন ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তীও। ছবির একটি অনুষ্ঠানে কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তীদের (Rittik Chakraborty) সঙ্গে দেখা গিয়েছে শ্বেতাকেও। এবার শিক্ষা দুর্নীতিতে এই ছবির প্রযোজক অয়নের নাম জড়ানোর পর, তাঁর প্রযোজিত সিনেমা নিয়ে কিছুটা হলেও বিড়ম্বনায় কি টলিউডের উল্লিখিত পরিচিত মুখ?
ইতিমধ্যে সামনে এসেছে অয়নের সংস্থার ব্যানারে হওয়া, কবাড্ডি-কবাড্ডি সিনেমার টাইটেল-লঞ্চের ছবি। এই প্রসঙ্গে সিএন ডিজিটালের তরফে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে ফোনে ধরা হলে তিনি বলেন, 'শ্বেতা ওই সিনেমায় অভিনয় করেছেন, তাই ওই সিনেমার টাইটেল লঞ্চে একই মঞ্চে সবাইকে দেখা গিয়েছে। এর বেশি শ্বেতার বিষয়ে আমার কিছু বলার নেই। প্রযোজকের আয়ের উৎস অবশ্যই জানা উচিত, কিন্তু একজন অভিনেতার পক্ষে সেটা সবসময় জানা হয়ে ওঠে না।'
এই অভিনেতা আরও বলেন, 'সিনেমায় অভিনয় করার পর সাধারণত এধরনের বিতর্ক কোনওভাবেই কাম্য নয়। একটা ছবি করার সময় প্রযোজকের সমস্ত তথ্য, কাগজপত্র একজন অভিনেতার পক্ষে খতিয়ে দেখা হয়ে ওঠে না।'
তবে ইডি যদি তদন্তের স্বার্থে আমাকে ডাকে, তবে নিশ্চয় যাবো। সিএন ডিজিটালের কাছে এই মন্তব্য করেন ঋত্বিক চক্রবর্তী। এদিকে, এদিন এবিষয়ে কথা বলার জন্য পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ওই সিনেমায় অভিনয় করেন অভিনেত্রী সোহিনী সরকার। মঙ্গলবার সোহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে, ব্যস্ততার কারণে কোনও প্রতিক্রিয়া দিতে পারেননি অভিনেত্রী।