Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Recovery

Snake: মাছের বদলে উদ্ধার ৬ ফুটের কেউটে, সেই দৃশ্য চাক্ষুষ দেখতে ভিড় জমিয়েছেন হিঙ্গলগঞ্জবাসী

বিশালাকারের কেউটে (Snake) উদ্ধার ঘিরে হৈচৈ পড়ে গেল উত্তর ২৪ পরগনার (North 24 parganas) বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জে। বন দফতরের (Forest Division) প্রচেষ্টায় হিঙ্গলগঞ্জ (Hingalganj) এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়। তবে সাপ উদ্ধারের এই দৃশ্য চাক্ষুষ দেখতে ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন এলাকার মানুষজন। সাপ উদ্ধার করার ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে বেশ উৎসাহও লক্ষ্য করা গিয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জের বিডিও অফিসে কুড়ের মাঠের পাশে নদীর চর থেকে উদ্ধার হয় সাপটি। করুণা ঋষি নামক এক বৃদ্ধা চরে আতল পেতে রেখেছিলেন মাছ ধরার জন্য। সেই আতল জল থেকে তুললেই চক্ষু চড়ক গাছ। মাছ নেই! আছে বিশাল আকৃতির কেউটে। যার দৈঘ্য প্রায় ৬ ফুট। 

ওই বিশালাকারের সাপটিকে দেখামাত্রই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়েছে বনদফতরে। তারপর বন দফতরের কর্মীরা এসেই সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।

11 months ago
Nadia: বাড়ি থেকে এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার, প্রেমের জেরে কি মৃত্যু!

পাঁচ বছরের প্রেমের পরিণতি মৃত্যু! বাড়ি থেকে এক তরুণীর ঝুলন্ত দেহ (Hanging Body) উদ্ধার (Recovery) ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে হরিণঘাটা (Nadia) থানার অন্তর্গত মোল্লা বেলিয়া গ্রামে। ঘটনার খবর পেয়ে হরিণঘাটা থানার পুলিস (Haringhata Police) ঘটনাস্থলে পৌছঁয়। দেহটি উদ্ধার করে পুলিস হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বুধবার দেহটি ময়নাতদন্তের জন্য হরিণঘাটা গ্রামীণ হাসপাতাল থেকে পাঠানো হল কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। পুলিস সূত্রে খবর, মৃতার নাম রূপালি দাস (২৩)। 

মৃতের পরিবার সূত্রে খবর, স্থানীয় এক যুবকের সঙ্গে দীর্ঘদিন ধরেই রূপালির প্রেমের সম্পর্ক ছিল। ওই যুবকের নাম বাপি দাস, হরিণঘাটা এলাকারই বাসিন্দা। সম্প্রতি ওই যুবকের অন্য এক তরুণীর সঙ্গে বিয়ে ঠিক হয়। আর সেই খবর রূপালি জানতে পেরেই বাপিকে দেখা করার জন্য ডেকে পাঠান। ওই যুবক দেখা করতেও আসেন। কিন্তু দু'জনের মধ্যে তুমুল অশান্তি হয়। এমনকি রূপালির থেকে তাঁর মোবাইল ফোনটিও কেড়ে নেন ওই যুবক বলে অভিযোগ। 

মৃতের পরিবারের দাবি, ওই মোবাইলে ফোনেই বাপি ও রূপালির সম্পর্কের অনেক প্রমাণ ছিল। আর সেই প্রমাণ লোপাট করার উদ্দেশ্যেই বাপি রূপালির ফোনটি কেড়ে নেন। আর এই কারণেই রূপালি গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন বলে রূপালির পরিবারের সদস্যদের অভিযোগ। 

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে রূপালির মা ও বাবা জরুরী কাজে হরিণঘাটা মোল্লাবালিয়া পঞ্চায়েতে যান। সেই ফাঁকেই রূপালি গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন। কাজ সেরে এদিন সন্ধ্যের সময় রূপালির বাবা-মা বাড়ি ফিরে এসে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তারপরেই খবর দেওয়া হয় হরিণঘাটা থানায়। স্থানীয়দের দাবি, অভিযুক্ত ওই যুবকেক কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়া হোক প্রশাসনের তরফে। 

12 months ago
Bomb: পঞ্চায়েত ভোটের আগেই ফের প্রায় ১৬ টি তাজা বোমা উদ্ধার, আতঙ্কে স্থানীয়রা

পঞ্চায়েত ভোটের আগেই ফের বোমা (Bomb) উদ্ধার (Recovery)। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) রেজিনগর থানার বিকলনগর কৈখালী সাকোর কাছের একটি পাটের জমি থেকে। একটি জারে উদ্ধার হয়েছে প্রায় ১৬ টি তাজা বোমা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে বোমাগুলি উদ্ধার করল রেজিনগর থানার পুলিস (Police)। সোমবার দুপুরেই বোমস্কোয়াড দিয়ে ডিফিউজ করানো হয় বোমাগুলিকে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে উপস্থিত হয়। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বারবার এই বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।  

স্থানীয় সূত্রে খবর, পাটের জমি থেকে জার ভর্তি বোমা উদ্ধার করা হয়েছে। কে বা কারা এই বোমা রেখে গিয়েছে তা এখনও জানা যয়নি। তবে রেজিনগর থামার পুলিস খবর পেয়ে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয়দের দাবি, বিভিন্ন এলাকায় বিভিন্নরকমের অস্বাভাবিক কাজকর্ম চলছে। তৎপরতার সঙ্গে পুলিস যেন সেই কাজকর্মগুলি বন্ধ করে, এমনটাই দাবি স্থানীয়দের।     

12 months ago


Snake: মাছ ধরার চাঁইয়ে ধরা পড়ল বিশালাকার গোখরো সাপ, ঘটনাস্থলে ভিড় স্থানীয়দের

মাছ ধরার চাঁইয়ে ধরা পড়ল বিশাল আকারের গোখরো (Snake)। বসিরহাটের (Basirhat) সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের লেবুখালির ঘটনা। আর সেই সাপ দেখতেই ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মিনাখাঁ বন দফতরের (Forest Division) আধিকারিকরা। ওই বিশাল আকারের গোখরোটিকে উদ্ধার করে নিয়ে যান তাঁরা।

স্থানীয় এক ব্যক্তি জানান, নারায়ণ মণ্ডল নামের এক ব্যক্তি প্রতিদিনের মতোই মঙ্গলবার রাতেও লেবুখালি খালে চাঁই পাতেন মাছ ধরার জন্য। তারপর বুধবার সকালে তিনি মাছের জন্যে পাতা চাঁইটি আনতে যায়। আর তখনই চাঁইয়ের গায়ে হাত দিতেই তিনি চমকে ওঠেন। দেখতে পান, ভিতরে বিশাল আকারের গোখরো সাপ আটকা পড়েছে। ওই সাপটি লম্বায় ছিল প্রায় সাড়ে সাত ফুট। তবে সাপটি হঠাৎ দেখা মাত্রই ভয় পেয়ে যান তিনি। আর ভয়ের জেরে চিৎকার করলে আশেপাশের মানুষজন ঘটনাস্থলে ছুটে যায়। পরে একটি লাঠি দিয়ে চাঁইটিকে তুলে আনা হয়। 

আর এই ঘটনার কথা এলাকায় ছড়িয়ে পড়তেই সাপটিকে দেখার জন্য ভিড় জমান এলাকার মানুষজন। তারপরেই মিনাখাঁ বন দফতরে খবর দেওয়া হয়।

12 months ago
Bomb: পঞ্চায়েত নির্বাচনের আগেই উদ্ধার তাজা বোমা, বোমাতঙ্কে গোটা এলাকাবাসী

পঞ্চায়েত নির্বাচনের আগেই পেল্লাই সাইজের তাজা বোমা (Bomb) উদ্ধার। চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে জয়নগর (Joynagar) ২ নম্বর ব্লকের বেলে দুর্গানগর হাইস্কুল মোড় এলাকায়। বোমাতঙ্কে পুরো এলাকাবাসী। জানা গিয়েছে, স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য আব্দুল আলিম দর্জির ট্রাক্টরের নিচে একটি বড়ো সাইজোর বোমা পাওয়া গিয়েছে। পুলিস এসে ওই বোমাটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে জেসিবি ড্রাইভারের রুমের সামনে কিছু যুবক দেখতে পায় একটি সাধারণ বোমার থেকে আকারে অনেকটাই বড় সাইজের তাজা বোমা। সময় নষ্ট না করে খবর দেওয়া হয় বকুলতলা থানায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে পৌঁছয় বকুলতলা থানার ওসি তাপস মণ্ডল ও তাঁর বিশাল পুলিস বাহিনী। পঞ্চায়েত নির্বাচনের আগে এটি রাজনৈতিক প্রতিহিংসা, নাকি ব্যক্তিগত শত্রুতা ইতিমধ্যেই তদন্তে নেমে সম্পূর্ণ খতিয়ে দেখছে বকুলতলা থানার পুলিস। এলাকায় চাঞ্চল্য থাকায় বসানো হয়েছে পুলিস পিকেট। যে জায়গাটা থেকে তাজা বোমা উদ্ধার হয়েছে সেই জায়গাটি তড়িঘড়ি ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলে রয়েছেন এসডিপিও বারুইপুর অতীশ বিশ্বাস। ঘটনাস্থলে পৌঁছেছে বোম ডিসপোজাল স্কোয়াড।

one year ago


Bomb: সাতসকালে তিনটি বোমা উদ্ধার! ঘটনায় চাঞ্চল্য হাবরা পুরসভা এলাকায়

সাতসকালে ঘরের সামনে থেকে তিনটি বোমা (Bomb Recovery) উদ্ধার। উত্তর ২৪ পরগণা (North 24 Parganas) জেলার হাবরা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের নগরথুবা দাসপাড়া এলাকার ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাবরা থানার (Habra Police) পুলিস উদ্ধার করে নিয়ে আসে সেই বোমাগুলি। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, বরুণ দাস নামে এক ব্যক্তির ঘরের সামনে থেকে উদ্ধার করা হয় বোমাগুলি। একটি কালো প্লাস্টিকে করে সুতলি পেঁচানো বোমাগুলি উদ্ধার হয়।  

পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার সাতসকালে ঘুম থেকে উঠে ওই কালো প্লাস্টিক দেখে সন্দেহ হয় বরুণ দাসের। সঙ্গে সঙ্গে সেই প্লাস্টিক খুলে দেখে তার মধ্যে বোমা জাতীয় কিছু রয়েছে। তারপর সঙ্গে সঙ্গে একটি বালতিতে জল দিয়ে সেই বোমাগুলি জলে রেখে দেন বরুণ দাস নামের ওই ব্যক্তি। বরুণ দাসের দাবি, রাতের অন্ধকারে কে বা কারা এই কাজ করেছে এবং কেন করেছে তা জানা যায়নি। তবে ইতিমধ্যেই পুলিস বোমাগুলি উদ্ধার করে নিয়ে গিয়েছে। এমনকি খবর দেওয়া হয়েছে ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকেও। 

তবে ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে হাবরা থানার পুলিস।

one year ago
Bomb: বীরভূমজুড়ে বারুদের স্তুপ! তারাপীঠের গ্রামে বোমা উদ্ধার, রামপুরহাটে বোমার মশলা

আবারও বোমা (Bomb Recovery) উদ্ধার বীরভূমে(Birbhum)। তারাপীঠ থানার খামেডডা গ্রামে উদ্ধার হয়েছে বোমা। ঘটনাস্থলে তারাপীঠ থানার(Tarapith Police) পুলিস। বোমা উদ্ধার করে বোম স্কোয়াডকে খবর দেয় পুলিস। ঘটনার তদন্তে তারাপীঠ থানার পুলিস। জানা গিয়েছে, খামেডডা গ্রামের একটি পুকুরপারে চারটি প্লাস্টিক বালতি বোমা দেখে স্থানীয়রা। পরে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারকে গোটা বিষয়টি জানান স্থানীয় বাসিন্দারা। 

অন্যদিকে বীরভূমের রামপুরহাটে(Rampurhat) উদ্ধার হয়েছে বোমা তৈরির মশলা। উদ্ধার করলো রামপুরহাট থানার(Rampurhat Police) পুলিস। এই ঘটনায় দু'জনকে গ্রেফতারও করে রামপুরহাট থানার পুলিস। জানা গিয়েছে, রামপুরহাট থানার পুলিস দুমকা মনসুভা রাস্তায় নাকা চেকিং করছিল। সেই সময়ই দু'জন ব্যক্তি ওই বোমা তৈরির মশলা নিয়ে যাচ্ছিল। সন্দেহের জেরে পুলিস তাঁদের তল্লাশি নিলে উদ্ধার হয় ওই মশলা। তবে এই বোমা তৈরির মশলা কোথায় যাচ্ছিল এবং এর পিছনে কারা কারা জড়িত আছে আছে তার তদন্ত শুরু করেছে পুলিস।

সামনেই পঞ্চায়েত নির্বাচন আর তার আগেই বারবার এমন বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ফেলছে জনমানসে।

one year ago
Nadia: নদীতে স্নানে নেমে যুবতীর দেহ উদ্ধার স্থানীয় মহিলাদের, তদন্তে পুলিস

জলঙ্গী নদীতে এক মহিলার মৃতদেহ(Dead Body) উদ্ধার। কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত ষষ্ঠীতলা সারদা ঘাট এলাকার ঘটনা। ঘটনাস্থলে কোতোয়ালি থানার(Kotwali police) পুলিস। পুলিস দেহটি উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। ঘটনার জেরে চাঞ্চল্য এলাকায়।  

জানা গিয়েছে, বুধবার সকালে সারদাঘাট এলাকার জলঙ্গি নদীতে স্থানীয় মহিলারা স্নান করতে যান। তখনই নদীতে এক যুবতীর মৃতদেহ ভাসতে দেখেন মহিলারা। তাঁরা খবর দেন কৃষ্ণনগর কোতোয়ালি থানায়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয় কোতোয়ালি থানার পুলিস।

সারদা ঘাট এলাকার কাউন্সিলর বুলবুল সরকার জানান, 'সাতসকালে স্থানীয়দের থেকে খবর পাই জলঙ্গি নদীতে একটি দেহ ভেসে উঠেছে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসি। তবে এখনও মৃতদেহের পরিচয় জানা যায়নি।' 

পুলিস সূত্রে খবর, কীভাবে মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি। এমনকি এখনও পর্যন্ত দেহটি শনাক্ত করাও সম্ভব হয়নি। তবে বেশ কিছু জায়গায় ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে। 

one year ago


Cash: ফের খাস কলকাতায় টাকার পাহাড়! বড়বাজারে তিন ব্যক্তির থেকে উদ্ধার ৪৩ লক্ষ টাকা

ফের খাস কলকাতায় বিপুল পরিমাণ নগদ উদ্ধার। বড়বাজারে ৪৩ লাখ টাকা-সহ গ্রেফতার তিন। এত বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এল, তাঁদের কাছে কোনও সদুত্তর নেই। জানা গিয়েছে, একটি নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে এবং দীর্ঘ সময় ধরে নজরদারি চালিয়ে বিমল ওঝা, আমান কুমার তিওয়ারি এবং বিমল কুমার দুদানিকে ৪০/১, স্ট্র্যান্ড রোডের কাছে আটক করা হয়। তাঁদের কাছে থাকা দুটি ব্যাগ বাজেয়াপ্ত করে তল্লাশি চালানো হলে ৪৩ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার হয়েছে।

কেন এই অর্থ তাঁরা বহন করছিল, সেই সংক্রান্ত কোনও বৈধ নথি দিতে পারেনি অভিযুক্তরা। তাই তাঁদের গ্রেফতার করে বড়বাজার থানা সিআরপিসি এবং আইপিসির একাধিক ধারায় মামলা রুজু করেছে। এই মুহূর্তে বেআইনি নগদ উদ্ধারের নিরিখে গত বছর থেকে শিরোনামে বাংলা। সে নিয়োগ দুর্নীতি-কাণ্ডে অর্পিতার মুখোপাধ্যায়ের জোড়া ফ্ল্যাটে নগদ উদ্ধার হোক বা ঝাড়খণ্ডের বিধায়কদের গাড়ি। লক্ষ-কোটি টাকা উদ্ধারে চক্ষু ছানাবড়া বঙ্গবাসীর। এই তালিকায় নাম আছে গার্ডেনরিচ এবং হাওড়া স্টেশনেরও। সেই তালিকায় এবার নতুন সংযোজন বড়বাজারের ঘটনা।

one year ago
Cash: খাস কলকাতায় ফের নগদ উদ্ধার! পোস্তায় দুই ব্যক্তির থেকে বাজেয়াপ্ত ৫০ লক্ষ টাকা

টালিগঞ্জ, গার্ডেনরিচের পর ফের খাস কলকাতায় বিপুল নগদ অর্থ উদ্ধার (Cash Recovery)। এবার ঘটনাস্থল পোস্তা থানা (Posta PS) এলাকার দিগম্বর জৈন টেম্পল রোড। জানা গিয়েছে, ১০ নম্বর দিগম্বর জৈন টেম্পল রোড থেকে পোস্তা থানার পুলিস (kolkata Police) দক্ষিণ ২৪ পরগনার দুই ব্যক্তিকে বিপুল নগদ-সহ প্রথমে আটক ও পরে গ্রেফতার করেছে। দীর্ঘদিন তাঁরা টাকা লেনদেনের সঙ্গে যুক্ত। বিভিন্ন অফিস থেকে টাকা নিতেন। এমনটাই জেরায় পুলিসকে জানিয়েছেন দুই ধৃত। তাঁরা জানায়, 'কলকাতার কটন স্ট্রিটের এক অফিস থেকে ১০ টাকার নোটের একটি নাম্বার দেখিয়ে নগদ ৫০ লক্ষ টাকা নিয়ে পোস্তার ১০ নম্বর দিগম্বর টেম্পল রোডে আসলে পুলিস তাঁদের আটক করে।'

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃতরা দু'জনেই টাকা লেনদেনের সঙ্গে যুক্ত। কিন্তু তাঁদের কাছে এতো টাকা বহনের কোনও বৈধ নথি ছিল না। এমনকি, পুলিসি জেরায় অসংগতি পাওয়া গেলে তাঁদের গ্রেফতার করা হয়। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে ৫০ লক্ষ টাকা। শনিবার তাঁদের আদালতে তোলা হবে। জানা গিয়েছে, ধৃত দুই জন বাবা-ছেলে। চলতি বছর রাজ্যের একাধিক জায়গা থেকে বিপুল নগদ উদ্ধারে চাঞ্চল্য বাংলাজুড়ে। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের তালিগঞ্জ-বেলঘরিয়ার ফ্ল্যাট কিংবা হাওড়ায় ঝাড়খণ্ড বিধায়কের গাড়ি। লক্ষ-কোটি টাকা উদ্ধারে চাঞ্চল্য জনমানসে। সম্প্রতি গার্ডেনরিচের এক বাড়ি থেকে বিপুল নগদ উদ্ধার করেছে ইডি। এমনকি হাওড়া স্টেশনেও সন্দেহভাজন ব্যক্তির থেকে উদ্ধার হয়েছে নগদ টাকা।

টাকার পাহাড় উদ্ধারের এই ঘটনাগুলোর মধ্যে নয়া সংযোজন পোস্তার দিগম্বর জৈন টেম্পল রোডের ঘটনা।

one year ago


Gardenreach: পরিবহণ ব্যবসায়ীর বাড়িতে ১৭ কোটি! গাজিয়াবাদে কলকাতা পুলিসের হাতে ধৃত মূল অভিযুক্ত

গার্ডেনরিচে (Gradenreach ED) পরিবহণ ব্যবসায়ীর বাড়ি থেকে প্রায় ১৮ কোটি (cash recovery) টাকা উদ্ধারের ঘটনায় ধৃত মূল অভিযুক্ত। আমির খান নামে ওই অভিযুক্তকে গাজিয়াবাদ (Ghaziabad) থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিস। শনিবার তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয়েছিল। এদিকে, পার্থ-অর্পিতার ঘটনার পর আমির খানের বাড়ি থেকেও প্রায় ১৮ কোটি টাকা নগদ বাজেয়াপ্ত করেছিল ইডি। ট্রাঙ্কে ভরে সেই টাকা পাঠানো হয়েছিল এসবিআই ব্যাঙ্কে। কিন্তু এই ইডি অভিযানের সময় থেকেই নিখোঁজ ছিলেন আমির। অনলাইন গেমিংয়ের ফাঁদ পেতে প্রতারণা চক্র খুলেছিলেন পরিবহণ ব্যবসায়ী আমির। প্রাথমিক তদন্তে এমনটাই জানতে পেরেছে ইডি। তদন্তকারীদের দাবি, গা ঢাকা দেওয়ার পর একাধিকবার সিম বদলিয়ে পুলিসকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছেন আমিরত খান। ইতিমধ্যে মোমিনপুরের বাসিন্দা জুনেইদ নামে এক ব্যক্তির যোগসূত্রে অর্থ উদ্ধার-কাণ্ডে উঠে এসেছে। তবে এই ঘটনায় পুলিসের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ একটি ব্যাঙ্ক এক বছর আগে পার্ক স্ট্রিট থানায় প্রতারণার অভিযোগ জানালেও কোনও পদক্ষেপ হয়নি। এমনকি গার্ডেনরিচ থানার ঢিল ছোড়া দূরত্বে মূল অভিযুক্তর বাড়ি। যে বাড়ি থেকে ১৭ কোটি ৩২ লক্ষ টাকা উদ্ধার করে ইডি। কীভাবে এই বিপুল নগদ সম্পর্কে অন্ধকারে ছিল পুলিস? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। 

যদিও কেন্দ্রীয় এই সংস্থা নয়, বরং কলকাতা পুলিসের গোয়েন্দা শাখা। অপরদিকে, ১০ সেপ্টেম্বর গার্ডেনরিচে পরিবহণ ব্যবসায়ী নিসার খানের ছেলে আমির খানের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে ১৭ কোটি ৩২ লাখ টাকা। ইডির কাছে আসা তথ্য অনুযায়ী, মোট ১৯৭টি অ্যাকাউন্টে গেমিং অ্যাপ থেকে তোলা টাকার লেনদেন হত। ভিনরাজ্যের বহু বাসিন্দাকে টাকা দিয়ে তাঁদের অ্যাকাউন্ট ভাড়া করার তথ্যও সামনে এসেছে। যাঁদের নামে এই অ্যাকাউন্টগুলি ভাড়া নেওয়া হয়েছিল তাঁদের সন্ধান এই মুহূর্তে চালাচ্ছে ইডি।

প্রাথমিকভাবে ইডি পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে। যেখানে রাখা হয় প্রায় ৪৮ কোটি টাকা। এই বিষয়ে বিস্তারিত তথ্য পেতে সোমবার অ্যাকাউন্টগুলি ও তার নথি পরীক্ষা করবেন ইডি আধিকারিকরা। এই গেমিং অ্যাপ থেকে তোলা কালো টাকা সাদা করতে বাবার পরিবহণ ব্যবসায় কি বিনিয়োগ করেছিল আমির খান? সেই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেনা ইডি আধিকারিকরা। তাই তদন্তকারীদের রাডারে রয়েছে এই পরিবহণ ব্যবসাও।

প্রসঙ্গত, অভিযুক্ত আমিরের বিরুদ্ধে রয়েছে ৪৭ কোটি টাকা তছরূপের অভিযোগ। জানা যায়, পার্কস্ট্রিট থানায় আগেই তাঁর বিরুদ্ধে অভিযোগ করে একটি ব্যাঙ্ক। অভিযোগ অনুসারে, সাড়ে ১৭ কোটি টাকা উদ্ধার হয়েছে ইতিমধ্যে। তাহলে বাকি সাড়ে ২৯ কোটি টাকা কোথায়? ব্যাঙ্ক থেকে কি সব টাকা তুলে নিয়েছিল আমির? সব টাকা তুলে না নিলে বাকি টাকা কোথায়? তাহলে কি সেই টাকা নিয়ে পালিয়েছে আমির? প্রশ্নগুলির উত্তর খুঁজছে ইডি। 

2 years ago
Bengal: পুজোর আগে স্বস্তিদায়ক রাজ্যের সার্বিক করোনা গ্রাফ, পরপর তিন দিন একই জায়গায় দৈনিক মৃত্যু

রাজ্যে সামান্য বাড়ল করোনার দৈনিক সংক্রমণ (Covid 19)। একই জায়গায় দাঁড়িয়ে দৈনিক মৃত্যু। একদিনে সংক্রমিত ২৮০ জন, মৃত এক। ২৪ ঘণ্টায় সুস্থ (Corona Recovery) হয়েছেন ২০৩ জন, সুস্থতার হার ৯৮.৮৯%। রাজ্যে এই মুহূর্তে পজিটিভিটি রেট ৩.১৯% (Positivity Rate)। পুজোর দু'সপ্তাহ আগে বাংলায় করোনার এই সার্বিক গ্রাফ স্বস্তিতে রাখছে স্বাস্থ্য দফতরকে।

এদিকে, গত প্রায় ৩ বছর করোনা অতিমারি নিয়ে জেরবার গোটা বিশ্ব। ২০১৯ সালের পর থেকে মানুষ যতবার ভেবেছেন করোনা অতিমারির আতঙ্ক শেষ, ততবার নতুন রূপ ধারণ করে ফিরে এসেছে করোনা ভাইরাস। তবে এর শেষ কোথায়? কবে আবার স্বাধীনভাবে স্বতঃস্ফূর্তভাবে ঘুরতে পারবে সাধারণ মানুষ? কবেই বা কাটবে এই মহামারির  আতঙ্ক? এই প্রশ্ন প্রায় অনেকদিন ধরে ঘুরপাক খাচ্ছে মানুষের মনে।

এবার করোনা অতিমারি নিয়ে আশার আলো জাগালেন WHO-এর প্র্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস। এই করোনা আতঙ্ক না কি এবার সত্যিই শেষ হতে চলেছে? তিনি বললেন, গোটা বিশ্বে উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে করোনা মহামারীর দাপট। এটি অত্যন্ত ভালো লক্ষণ। এবার এই অধ্যায়ের শেষ হতে চলেছে বলেই মনে করছেন তিনি।

উল্লেখ্য, গত বছর হু- এর প্রধান বিজ্ঞানী জানিয়েছিলেন যে, ২০২২ সালেই  নাকি শেষ হতে চলছে করোনা মহামারী। এরপর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবে মানুষ। পাশাপাশি এও বলেছেন, যদি মানুষ ফের অসতর্ক হয়ে যান, তাহলে ফের ভয়াবহ হতে পারে। যদিও এখন ভাইরাসের ক্ষমতা কিছুটা খর্ব হয়েছে। এখনই  এই ভাইরাসের থেকে চিরতরে মুক্তি মিলবে না।

2 years ago