
মাছ ধরার চাঁইয়ে ধরা পড়ল বিশাল আকারের গোখরো (Snake)। বসিরহাটের (Basirhat) সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের লেবুখালির ঘটনা। আর সেই সাপ দেখতেই ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মিনাখাঁ বন দফতরের (Forest Division) আধিকারিকরা। ওই বিশাল আকারের গোখরোটিকে উদ্ধার করে নিয়ে যান তাঁরা।
স্থানীয় এক ব্যক্তি জানান, নারায়ণ মণ্ডল নামের এক ব্যক্তি প্রতিদিনের মতোই মঙ্গলবার রাতেও লেবুখালি খালে চাঁই পাতেন মাছ ধরার জন্য। তারপর বুধবার সকালে তিনি মাছের জন্যে পাতা চাঁইটি আনতে যায়। আর তখনই চাঁইয়ের গায়ে হাত দিতেই তিনি চমকে ওঠেন। দেখতে পান, ভিতরে বিশাল আকারের গোখরো সাপ আটকা পড়েছে। ওই সাপটি লম্বায় ছিল প্রায় সাড়ে সাত ফুট। তবে সাপটি হঠাৎ দেখা মাত্রই ভয় পেয়ে যান তিনি। আর ভয়ের জেরে চিৎকার করলে আশেপাশের মানুষজন ঘটনাস্থলে ছুটে যায়। পরে একটি লাঠি দিয়ে চাঁইটিকে তুলে আনা হয়।
আর এই ঘটনার কথা এলাকায় ছড়িয়ে পড়তেই সাপটিকে দেখার জন্য ভিড় জমান এলাকার মানুষজন। তারপরেই মিনাখাঁ বন দফতরে খবর দেওয়া হয়।