Breaking News
Anubrata: পিছল ইডির করা মামলা, মেয়ের মত অনুব্রতরও পুজো কাটতে চলেছে তিহারে      Court: আদালতে কিছুটা স্বস্তি রাজ্যের, সমবায় দুর্নীতির তদন্ত সিবিআইয়ে আস্থা সার্কিট বেঞ্চের      Nipah virus: নিপা আতঙ্ক এবার বাংলাতেও, বেলেঘাটা আইডিতে ভর্তি কেরল ফেরত পরিযায়ী শ্রমিক      Abhishek: ফের আদালতে ধাক্কা অভিষেকের, লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় মিলল না বাড়তি সময়      Supreme Court: কেষ্টর জামিনের মামলায় সিবিআই-কে নোটিস দিল শীর্ষ আদালত      Siraj: সি...রাজই রাজা      Showcause: কলকাতা পুরনিগমে হাতাহাতিতে জড়িয়ে পড়া দুই কাউন্সিলরকে শোকজ      Justice Ganguly: 'দুর্গা' বানান ভুল, অথচ চাকরি পেতে আইনি লড়াই জাস্টিস গাঙ্গুলির বেঞ্চে, এরপর...      Mamata: স্পেন সফরে মাদ্রিদের রাস্তায় মুখ্যমন্ত্রী বাজালেন পিয়ানো, করলেন মর্নিং ওয়াকও      Abhishek: 'নির্যাস শূন্য নয়, মাইনাস ২', প্রায় সাড়ে ৯ ঘণ্টা পর সিজিও থেকে বেরিয়ে বললেন অভিষেক     

RatanTata

Lottery: লটারি জিতে খুলে গেল ভাগ্যের চাকা! রতন টাটাকেও ছাড়িয়ে গেলেন যুবক

লটারি (Lottery) জিতেই ঘুরল ভাগ্যের চাকা। মাত্র কয়েক মিনিটের মধ্যেই পেয়ে গেলেন কয়েক হাজার কোটি টাকা। লটারির জোরে রাতারাতি ভাগ্যের চাকা ঘুরে গিয়েছে আমেরিকার (America) এডউইন ক্যাস্ত্রোর। ভারতের শিল্পপতি রতন টাটাকেও (Ratan Tata) ছাড়িয়ে গেল এই যুবক। ক্যাস্ত্রোর লটারিতে জেতা অর্থের পরিমাণ ২০০ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ১৬ হাজার ৪০৭ কোটি টাকা। টাকার পরিমাণের জন্য ক্যাস্ত্রোকে ঘিরে হইচই শুরু হয়ে গিয়েছে। তাবড় তাবড় ধনী ব্যক্তিদেরও টক্কর দিয়েছেন এই যুবক। অর্থের নিরিখে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি রতন টাটাকেও পিছনে ফেলে দিয়েছেন তিনি। 

জানা গিয়েছে, আমেরিকার ক্যাস্ত্রো লটারির টিকিট কিনেছিলেন। আর সেই লটারির জোরে রাতারাতি ভাগ্যের চাকা ঘুরে গিয়েছে ক্যাস্ত্রোর। তিনি পেয়ে গিয়েছেন জ্যাকপট। গেল বছরেই নভেম্বরে লটারিতে বাজিমাত করেছেন ওই যুবক। তবে লটারির পুরস্কারমূল্যের পুরো টাকাটা হাতে পাননি ক্যাস্ত্রো। কর এবং অন্যান্য ক্ষেত্রে কাটছাঁট করে তাঁর হাতে এসেছে দাঁড়িয়েছে ৯৯ কোটি ৭০ লক্ষ ডলার। যা ভারতীয় মুদ্রায় ৮ হাজার ১৮০ কোটি টাকা। এত টাকা পেয়েছেন শুনে স্বাভাবিক ভাবেই হকচকিয়ে গিয়েছিলেন ওই যুবক। কিন্তু পরে লটারি জয়ের উত্তেজনা সামলে এই টাকা কী ভাবে খরচ করবেন, সে নিয়ে আগাম পরিকল্পনাও করেছেন তিনি।

আরও জানা গিয়েছে, টাকা পাওয়ার পর ৩০ বছর বয়সি ওই যুবক একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন। ওই বিলাসবহুল বাড়িটির দাম ৩ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ২৪৫ কোটি ৮৯ লক্ষ টাকা। তবে বাড়িটি কেনার সময় ৫০ লক্ষ ডলার ছাড় পেয়েছেন ওই যুবক। শেষে আড়াই কোটি ডলারে কিনেছেন ওই বাড়িটি। এমনকি যে এলাকায় নতুন বাড়ি কিনেছেন ক্যাস্ত্রো, সেটি অভিজাত এলাকা। ক্যালিফোর্নিয়ার হলিউড হিলস এলাকায় বাড়ি কিনেছেন তিনি। হলিউডের অধিকাংশ তারকার বাড়ি ওই এলাকাতেই রয়েছে। ক্যাস্ত্রোর ১৩ হাজার ৫৭৮ বর্গফুটের ওই প্রাসাদোপম বাড়িটিতে রয়েছে এলাহি বন্দোবস্ত। ওই বাড়িতে রয়েছে জিম, মুভি থিয়েটার, সুইমিং পুল এবং একটি বিশাল বড় গ্যারাজ। যেখানে একসঙ্গে কমপক্ষে ৭টি গাড়ি রাখা যেতে পারে।  

লটারি জয়ের এমন অনেক ঘটনায় সামনে এসেছে বহুবার। তবে এত পরিমাণ টাকা জেতার খবর আগে শোনা যায়নি।

6 months ago
Ratan Tata: ন্যানো গাড়িতে তাজ হোটেলে রতন টাটা

সোশ্যাল মিডিয়ার (Social Media) যুগে একটা প্রচলিত কথা খুব শোনা যায়। 'একটাই তো মন, কতবার জিতবেন।' তা একেবারেই প্রযোজ্য দেশের অন্যতম ধনী ব্যক্তি রতন টাটার (Ratan Tata) ক্ষেত্রে। ফের আরও একবার ভারতীয়দের মন জিতে নিলেন তিনি। তাঁর সাধারণ জীবনযাত্রা সকলের নজর কেড়েছে সর্বদা। এবার কোনও বডিগার্ড ছাড়া শুধুমাত্র টাটার ন্যানো (Tata Nano) গাড়িতে চড়ে সকলের মন স্পর্শ করলেন এই ভারতীয় শিল্পপতি (industrialists)। আর এই ভিডিও ভাইরাল (Viral Video) হতেই প্রশংসা কুড়িয়েছেন নেটিজেনদের।

ভিডিওতে দেখা গিয়েছে, রতন টাটা তাঁর প্রিয় ন্যানো গাড়ি করে মুম্বইয়ের (Mumbai) তাজ হোটেলে (Taj Hotel) যান। এমনকি সঙ্গে কোনও সিকিউরিটি গার্ডও ছিল না। পরে একই গাড়িতে করে হোটেল ছেড়ে বেরিয়ে যান। তাঁর সাধারণত্বের মধ্যে অসাধারণ কাজের জন্য বারবার জায়গা করে নেন মানুষের হৃদয়ে।

উল্লেখ্য, বেশ কয়েকবছর আগে জানুয়ারি মাসে রতন টাটা সকল ভারতীয়দের জন্য টাটা ন্যানো গাড়িটি লঞ্চ করেছিলেন। যার বাজারমূল্য ছিল ১ লাখ টাকা। যদিও ২০১৮ সালে সেই গাড়ির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। তবে এই গাড়ি যে তাঁর খুব হৃদয়ের কাছে, তা এই ভিডিও তেই স্পষ্ট।

এই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কমেন্টে ভরে যায়। একজন লিখেছেন, 'একেবারে মাটির মানুষ'। আরও এক ব্যক্তি জানিয়েছেন, 'সত্যি শ্রেষ্ঠ মানুষ। যেভাবেই হোক রতন টাটাকে রক্ষা করুন।'


one year ago
Ratan Tata: 'রতন টাটাকে ভারত রত্ন দেওয়া হোক', জনস্বার্থ মামলা খারিজ দিল্লি হাইকোর্টের

উদ্যোগপতি রতন টাটাকে ভারত রত্ন (Bharat Ratna to Tata) দেওয়ার আবেদন নিয়ে দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। বৃহস্পতিবার সেই মামলা খারিজ করে দিয়েছে হাইকোর্ট (Delhi High Court)। সরকারকে এব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দিতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মামলাকারী। কিন্তু সেই আবেদন খারিজ করেছে হাইকোর্ট। দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি বিপিন সঙ্ঘীর বেঞ্চ বলেছে, 'একজন ব্যক্তিকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়ার নির্দেশ কোর্টের এক্তিয়ারভুক্ত নয়। সরকারকে তারা কোনওভাবেই এই নির্দেশ পাঠাতে পারে না।'

শুধু তাই নয়, এই মামলায় করা আবেদন নিয়ে উষ্মা প্রকাশ করেছে আদালত। বিচারপতি নবীন চাওলা বলেন, 'এটা কী ধরনের আবেদন? সরকারকে কেউ এভাবে নির্দেশ দিতে পারে?'

অন্তত অনুরোধ জানাক আদালত। দিল্লি হাইকোর্টের কাছে পাল্টা সওয়াল করেন মামলাকারীর আইনজীবী। সেই সওয়ালের পাল্টা আদালতের মন্তব্য, 'আপনি গিয়ে অনুরোধ করুন। কোর্ট কেন হস্তক্ষেপ করবে?'

এরপরেই আদালত সেই মামলা খারিজ করলে, আবেদনকারীর তরফে প্রত্যাহার করা হয় মামলা। হাইকোর্টে দায়ের করা আবেদনে মামলাকারী রাকেশ দাবি করেছেন, 'দেশকে সর্বতোভাবে সেবা করছেন রতন টাটা। পাশাপাশি এই উদ্যোগপতির জীবনযাপন ছিমছাম। তাই তিনি ভারত রত্ন পাওয়ার যোগ্য।'

পাশাপাশি আবেদনে উল্লেখ, 'রতন টাটার জীবনযাত্রা দেশ তথা বিশ্বের একাধিক উঠতি উদ্যোগপতির কাছে উদাহরণ। উনি একজন নেতা এবং সফল উদ্যোগপতি।'

one year ago