Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Punjab

Punjab: ফের পিটবুলের আক্রমণে আহত হয়েছেন ১২ জন, আত্মরক্ষার জন্য হত্যা করা হয়েছে কুকুরটিকে

ফের পিটবুলের আক্রমণ (pitbull attacked)। এবার পঞ্জাবের (Punjab) গুরুদাসপুরের পাঁচটি গ্রামে (village) মোট ১২ জনকে আক্রমণ করেছে একটি পিটবুল। গুরুতর আহত হয়েছেন সকলে। কুকুরটি টাঙ্গো শাহ গ্রাম থেকে চুহান গ্রাম পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার রাস্তা জুড়ে আক্রমণ করে লোকজনকে। বাধ্য হয়ে শেষে একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য আত্মরক্ষার জন্য কুকুরটিকে হত্যা (killed) করেছিলেন।

টঙ্গো শাহ গ্রামের কাছে কুকুরটি প্রথমে দুই শ্রমিককে কামড়ে দেয়। দু’জনেই গলায় শিকল ছুঁড়ে নিজেদের বাঁচাতে সক্ষম হয়। তবে কুকুরটি পালিয়ে গ্রামে ঢুকে পড়ে। ৬০ বছর বয়সী দিলীপ কুমারের বাড়িতে বসে হামলা চালায়। কুমার কুকুরটিকে ঘাড়ে চেপে ধরে থামানোর চেষ্টা করেছিল। কিন্তু কুকুরটি তাঁকে কয়েক মিটার টেনে নিয়ে যায়। এরফলে কুমারের প্রচুর রক্তক্ষরণও হয়। দিলীপ কুমারের ভাই রাস্তা থেকে গেটের ভিতরে টেনে নিয়ে প্রাণে বাঁচান তাঁকে।

এরপর পিটবুল বলদেব রাজকে পায়ে আক্রমণ করে। সেখান থেকে পিটবুল দৌড়ে ঘরোটা রোডের দিকে চলে যায় এবং পথে অনেক পশুকে মেরে একটি ইটের ভাটায় পৌঁছয়।

এরপর সে ভাটায় রামনাথ নামে এক নেপালি প্রহরীকে আক্রমণ করে। রামনাথকে দুটি রাস্তার কুকুর বাঁচিয়েছিল। পিটবুলটি দৌড়ে ছানি গ্রামে চলে যায় এবং সেখানে ঘুমন্ত মঙ্গল সিংকে কামড়ে দেয়। ভোর ৫টার দিকে পিটবুল অন্য গ্রামে পৌঁছে মর্নিং ওয়াকারদের ওপর হামলা করে।

পিটবুল চুহান গ্রামের দিকে ছুটে গিয়ে অবসরপ্রাপ্ত সেনাসদস্য ক্যাপ্টেন শক্তি সিংকে আক্রমণ করেন। তিনি তখন মাঠে হাঁটছিলেন। তাঁর হাতে মারাত্মকভাবে আঘাত করে। শক্তি সিংকে বাঁচাতে গ্রামবাসীরা ছুটে আসেন। এরপর শক্তি বাবু এবং গ্রামবাসীরা মিলে পিটবুলকে মেরে ফেলেন নিজেদের আত্মরক্ষার স্বার্থে।

আহতদের দিনানগর ও গুরুদাসপুর সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকলেই চিকিৎসাধীন।

2 years ago
Chandigarh: বিশ্ববিদ্যালয় এমএমএস-কাণ্ডে মূল অভিযুক্তকে স্নানের ভিডিও বানানোর হুমকি প্রেমিকের

চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের (Chandigarh University) ছাত্রীদের স্নানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) ফাঁস কাণ্ডে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, ভিডিও করার জন্য ধৃত ছাত্রীকে ব্ল্যাকমেল করত তাঁরই প্রেমিক ও বন্ধু। একপ্রকার বাধ্য হয়েই সহপাঠীদের স্নানের ভিডিও করত ছাত্রী। তিনজনই বর্তমানে পুলিসি হেফাজতে রয়েছে। এ ঘটনার প্রতিবাদে শনিবার গভীর রাতে থেকেই বিপুল সংখ্যক পড়ুয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ অবস্থান শুরু করেন।

এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে পঞ্জাবের (Punjab) স্কুল শিক্ষামন্ত্রী এইচএস বেইনস চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের শান্ত থাকার আবেদন জানিয়েছেন। এবং তাঁদের আশ্বস্ত করেছেন যে, দোষীদের রেহাই দেওয়া হবে না।

রিপোর্ট অনুযায়ী, ওই অভিযুক্ত ছাত্রী তাঁর সহকর্মী, হস্টেল সঙ্গীদের ভিডিও তৈরি করে হিমাচল প্রদেশের সিমলায় থাকা তাঁর প্রেমিকের কাছে পাঠাতেন। তিনি ইন্টারনেটে এমএমএস ক্লিপগুলি আপলোড করেছিলেন বলে অভিযোগ। স্নান করার ক্লিপ অনলাইনে প্রকাশিত হলে ছাত্রীরা কান্নায় ভেঙে পড়েন। কে এই কাজ করেছেন তা বুঝে উঠতে পারছিলেন না।

এই ঘটনায় কয়েকজন ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছিল বলে খবর পাওয়া গিয়েছে। যদিও চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ আধিকারিক জানিয়েছেন, কোনও আত্মহত্যার চেষ্টা করা হয়নি। "শুধুমাত্র একটি মেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং এখন স্থিতিশীল। বিষয়টি সাইবার ক্রাইম শাখাকে জানানো হয়েছে।"

প্রসঙ্গত, ঘটনার পর থেকেই উত্তাল চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়। অশান্তি এড়াতে ৬ দিন বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে পঠনপাঠন। এছাড়া পড়ুয়াদের সুরক্ষার স্বার্থে হস্টেল নিয়ে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। হস্টেল ওয়ার্ডেনদের বদলি করা হচ্ছে, বদলে যাচ্ছে হস্টেলে ঢোকা-বেরনোর সময়ও।

2 years ago
Punjab: জল্পনা সত্যি, বিজেপিতে যোগ ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের, পদ্মে মিশলো রাজনৈতিক দলও

জল্পনা সত্যি করেই বিজেপিতে যোগ দিলেন পঞ্জাবের (Punjab) প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং (Amrinder Singh)। তাঁর রাজনৈতিক দল পঞ্জাব লোক কংগ্রেস মিশে গেল পদ্ম শিবিরের (BJP) সঙ্গে। কংগ্রেস ছাড়ার ১০ মাস পরে জাতীয় রাজনীতির ক্যাপ্টেনের এই যোগদান। সোমবারের যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী (union Agriculture Minister) নরেন্দ্র সিংহ তোমর-সহ বিজেপির অন্য কেন্দ্রীয় নেতৃত্ব। আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেওয়ার আগে সোমবার পদ্ম শিবিরের জাতীয় সভাপতি জেপি নড্ডা সঙ্গে দেখা করেন অমরিন্দর সিং।

জানা গিয়েছে, শুধু অমরেন্দ্র নয় তাঁর ছেলে রণেন্দ্রও সোমবার বিজেপিতে যোগ দেওয়ার কথা জানিয়েছেন। কিন্তু ধোঁয়াশা রয়েছে ক্যাপ্টেনের স্ত্রী তথা পাটিয়ালার কংগ্রেস সাংসদ প্রীণিত কউরকে নিয়ে। এখনও পর্যন্ত তিনি রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেননি। তবে অমরিন্দরের দল পঞ্জাব লোক কংগ্রেস জানিয়েছে, আগামী সপ্তাহে চণ্ডীগড়ে দলের অন্য পদাধিকারীরা বিজেপিতে যোগ দেবেন।'

পঞ্জাব বিধানসভা ভোটের আগে প্রদেশ কংগ্রেসের কলহের জেরে মুখ্যমন্ত্রিত্ব খুইয়েছিলেন ক্যাপ্টেন। সে সময় প্রদেশ সভাপতি সিধু বনাম অমরিন্দর সিংয়ের যুযুধান জাতীয় রাজনীতিতে চর্চায় ছিল। গত নভেম্বরে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীকে চিঠি লিখে দল ছাড়ার ঘোষণা করেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে পঞ্জাবের বিধানসভা ভোটের আগের পঞ্চাব লোক কংগ্রেস গড়ে লড়লেও আপ ঝড়ে খুব একটা সুবিধা করতে পারেননি ক্যাপ্টেন। পটিয়ালার রাজ পরিবারের সন্তান অমরেন্দ্র তাঁর পুরনো আসনেই হেরেছেন।

2 years ago


Sidhu Musawala: লরেন্স বিষ্ণোইয়ের নামে এবার মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি, পুলিসের দ্বারস্থ পরিবার

মুসেওয়ালার বাবাকে খুনের হুমকির অভিযোগ পেয়ে বুধবার মহীপাল নামে রাজস্থানের জোধপুরের এক বাসিন্দাকে গ্রেফতার করেছে পঞ্জাব পুলিস। দিল্লির বাহাদুরগড় এলাকায় তার হদিস পাওয়া গিয়েছে। ইমেলে এই হুমকি দেওয়া হয়েছে নিহত গায়ক সিধু মুসেওয়ালার বাবা বলকাউর সিং।

সন্দেহজনক সেই ব্যক্তির কাছ থেকে দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। মানসা থানার সিনিয়র সুপারিনটেনডেন্ট গৌরব তুরা বলেছেন, 'প্রাথমিক তদন্তের সময় জানা গিয়েছে, এ জে বিষ্ণোই নাম নিয়ে মহীপাল একটি ভুয়ো পরিচয়পত্র তৈরি করেছিল। এই নামে নেটমাধ্যমে তার প্রোফাইল রয়েছে। সিধুর বাবাকে ইমেল পাঠিয়ে সে আলোচনার কেন্দ্রে থাকতে চেয়েছিল বলে মনে হচ্ছে।'

মঙ্গলবার মহীপালের নামে তোলাবাজি এবং হুমকির অভিযোগ নথিভুক্ত হয়। বলকাউরের কাছ থেকে টাকা চাওয়া হয়েছিল, না হলে প্রাণহানির হুমকি পত্র দেওয়া হয়েছিল ওই ইমেলে। থানায় গিয়ে ইমেল আইডি জমা দেন সিধুর বাবা এবং সেখানে হিন্দিতে লেখা ছিল, লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রার-এর বিরুদ্ধে স্বর তুললে বলকাউর-সহ পরিবারের অনেকের প্রাণহানির আশঙ্কা হতে পারে।

জাগরুপ রূপা ও মনপ্রীত মন্নুও মহীপালের হাতেই খুন হয়েছিল, ফলে বেশি প্রতিবাদ করলে বলকাউরেরও একই পরিণতি হবে। বেশ কিছু দিন আগেই মুসেওয়ালাকে শ্রদ্ধা জানাতে মানসা শহরে একটি মোমবাতি মিছিলের আয়োজন করা হয়েছিল এবং সংবাদমাধ্যমকে বলে হয়েছিল যে, 'সিধুর মৃত্যুর পরে আমি জানতে পেরেছি সে শুধু আমার ছেলে নয়, প্রতিটি পরিবারের ছেলে।'


2 years ago
Punjab: এ যেন ফাইনাল ডেস্টিনেশন! মেলায় জয়রাইড ভেঙে শিশু, মহিলা-সহ ১০ জন গুরুতর জখম

মেলায় ‘জয়রাইড’ ভেঙে (joyride broke down) ভয়াবহ দুর্ঘটনা (Accident)। শিশু ও মহিলা-সহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনাটি রবিবার সন্ধ্যার পঞ্জাবের (Punjab) মোহালির ফেজ-৪ এলাকার দশেরা মাঠে (Dussehra ground)। একটি উঁচু স্পিনিং জয়রাইড ভেঙে রাত ৯টা ১৫ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে যায়। আহতদের সঙ্গে সঙ্গে উদ্ধার করে মোহালির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রবিবার ছুটির দিন হওয়ায় মেলায় প্রচুর ভিড় হয়েছিল। দুর্ঘটনার একটি ভিডিও সামনে এসেছে। যা দেখে রীতিমতো চমকে গিয়েছেন নেটপাড়ার বাসিন্দারা।

ডিএসপি হরসিমরন সিং বলেছেন, 'অনুমতি নিয়ে উদ্যোক্তারা মেলার আয়োজন করেছিলেন। কোনও গাফিলতি থাকলে বরদাস্ত করা হবে না। আইন অনুযায়ী কড়া পদক্ষেপ করা হবে।'

উল্লেখ্য, প্রথমে ৪ সেপ্টেম্বর অবধি মেলার অনুমতি দেওয়া হয়েছিল। পরে তা ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে বলে মেলা প্রাঙ্গণে নোটিস টাঙানো হয়েছে। অভিযোগ, মেলা প্রাঙ্গণে কোনও অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা ছিল না। কী ভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিস।

2 years ago


Punjab: দেশীয় অস্ত্র চোরাচালান র‍্যাকেট ফাঁস পঞ্জাব পুলিসের, দুই রাজ্যের যৌথ অভিযানে ধৃত ২

পঞ্জাবে (Punjab) দেশীয় অস্ত্র চোরাচালান র‍্যাকেট (smuggling racket) ফাঁস করল পুলিস। ডিজিপি গৌরব যাদব শুক্রবার বলেছেন, 'পঞ্জাব পুলিস মধ্যপ্রদেশের (Madhya Pradesh) দুই বাসিন্দাকে ইতিমধ্যে গ্রেফতার (Arrested) করেছে এবং অস্ত্র তৈরি এবং চোরাচালান র‍্যাকেটের পর্দা ফাঁস করেছেন তাঁরা।'

তিনি আরও বলেন, 'পঞ্জাব পুলিসের কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিট মধ্যপ্রদেশ পুলিসের সহায়তায় দু'জনকে গ্রেফতার করেছে। অস্ত্র তৈরির পাশাপাশি পঞ্জাব এবং অন্যান্য রাজ্যে অস্ত্র সরবরাহের সঙ্গে জড়িত ছিল অভিযুক্তরা।'

গ্রেফতার হওয়া দু’জন হলেন খরগাঁয়ের রাতোয়া গ্রামের ভোরেলাল ওরফে মনীশ বাদে এবং বুরহানপুর জেলার দত্ত পাহাড়ি গ্রামের কৈলাস মাল সিং। তাঁদের কাছ থেকে ৩২ বোরের ৫৫টি পিস্তল উদ্ধার করেছে পুলিস। এই বিষয়ে, ১০ অগাস্ট অমৃতসরে আইপিসি এবং অস্ত্র আইনের বিভিন্ন ধারায় একটি এফআইআর নথিভুক্ত হয়েছে। ডিজিপি বলেন, 'অভিযান চলছে এবং আরও অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের সম্ভাবনা রয়েছে।'

পঞ্জাব পুলিস একটি বিবৃতিতে বলেছে, 'অপরাধ ও মাদকমুক্ত করার জন্য এই অবৈধ অস্ত্র এবং মাদক সরবরাহ নেটওয়ার্কগুলিকে উচ্ছেদ করা যথেষ্ট প্রয়োজন। তার জন্য ইতিমধ্যে বিভিন্ন দল কাজ শুরু করেছে।' 

2 years ago
Food: বাড়িতে বানিয়ে ফেলুন পাঞ্জাবি ধাবার সুস্বাদু ডিম তরকা

শান্তনু বন্দ্যোপাধ্যায়: পাঞ্জাবি ধাবায় গিয়ে গরম গরম তন্দুরি রুটি সহযোগে সুস্বাদু ডিম তরকা খাবার মজাই আলাদা। সেই বিশুদ্ধ পাঞ্জাবি ঘরানার ডিম তরকা চাইলে বাড়িতে নৈশভোজে বানিয়ে পরিবারের সবাই মিলে জমিয়ে খেতে পারেন। 

জানুন সেই পদ্ধতি---  আন্দাজ মতো গোটা মুগডাল (কাচা মুগডাল) ও ছোলার ডাল একরাত বা ঘন্টাপাঁচেক ভিজিয়ে রেখে, প্রেসারে নুন, হলুদ দিয়ে সিদ্ধ করে নিন। সিদ্ধ হয়ে গেলে আচ থেকে নামিয়ে ঠাণ্ডা করুন। কড়া আঁচে বসিয়ে ভাতের হাতার এক হাতা সাদা তেল গরম করে এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে ভেজে নিন। এবার ওর মধ্যে এক চা চামচ আদাকুচি দিয়ে নেড়ে হালকা ভেজে ভাতের হাতার এক হাতা কুচি দিয়ে ভাল করে নেড়ে ভাজুন। যতক্ষণ না পেঁয়াজের রঙ হালকা বাদামী হচ্ছে।

হালকা বাদামী রং হলে ওর মধ্যে এক চা চামচ কাচা লঙ্কা কুচি, হাফ চা চামচ হলুদ গুড়, এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুড়, এক চা চামচ ধনে ও এক চা চামচ জিরের গুড় দিয়ে নেড়ে মিশিয়ে নিন। এবার দুই টেবিল চামচ টমেটো কুচি দিয়ে ক্রমাগত নেড়ে কষিয়ে নিন। যতক্ষণ না টমেটোগুলো মিশে যাচ্ছে। আন্দাজ মতো নুন দিন। হাফ কাপ জল দিয়ে নেড়ে ভাল করে মিশিয়ে নিন।

এবার দুটো ডিমের গোলা ওর মধ্যে দিয়ে নেড়ে মিশিয়ে নিন। এবার ভাতের হাতার ছয় হাতা সিদ্ধ করা ছোলার ডাল ও গোটা মুগডাল এর মিশ্রণ দিয়ে অল্প জল দিয়ে ভাল করে নেড়ে মিশিয়ে নিন। ঢাকনা বন্ধ করে অল্প আঁচে মিনিট দুয়েক রান্না করুন। এবার ঢাকনা খুলে এক চা চামচ কস্তুরি মেথির গুড়, হাফ চা চামচ গরম মশলার গুড়, এক টেবিল চামচ মাখন দিয়ে নেড়ে ভাল করে মিশিয়ে নিন। সব শেষে উপর থেকে এক টেবিল চামচ ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে নেড়ে মিশিয়ে নিন। আচ থেকে নামিয়ে রুটি, পেঁয়াজের  স্লাইস, কাচা লঙ্কা সহযোগে পরিবেশন করুন।

2 years ago
Punjab: পার্টিতে মাদক সেবন, মৃত্যু যুবকের, দেহ লুকোতে গিয়ে পুলিসের জালে এক বন্ধু

একটাই তো জীবন! সেই কারণে একজীবনে সব উপভোগ করার পিছনে ছুটছেন সকলে। আর জীবন উপভোগ করতে যাওয়াটাই কাল হল যুবকের। জন্মদিনের (Birthday Celebration) দিনই মৃত্যুর (Death)কোলে ঢলে পড়ল। জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয়েছিল পার্টির (Birthday Party)। আর বন্ধুদের নিয়ে অতিরিক্ত মাত্রায় মাদক (drug) সেবন করায় মৃত্যু হল ওই যুবকের। ভয়ে বন্ধু দেহ লোপাট করতে গিয়ে পুলিসের জালে ধরা পড়লেন। ঘটনাটি ঘটেছে পঞ্জাবের (Punjab) গুরদাসপুরে।

সূত্রের খবর, মঙ্গলবার রাতে মৃত্যু হয় ওই যুবকের। জন্মদিনের পার্টি করতে বন্ধুদের সঙ্গে বাইরে গিয়েছিলেন। ফেরার পথে হঠাৎ মৃত্যু হয় তাঁর।  সেসময় সঙ্গে ছিলেন এক বন্ধু। সে কী করবে ভেবে না পেয়ে দেহ লুকোতে গিয়ে পুলিসের নজরে পড়েন। সঙ্গে সঙ্গে মৃত যুবকের ওই বন্ধুকে গ্রেফতার করা হয়।

এরপর ওই যুবকের বন্ধুকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তাঁড়া পার্টিতে মাদক সেবন করেছিলেন। যুবকের কয়েক জন বন্ধু ও এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে।

2 years ago