
২৪ সেপ্টেম্বর, রবিবার একেবারে ধুমধাম করে বিয়ে সেরেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং আপ সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha)। উদয়পুরের দুটি বিলাসবহুল হোটেলে ছিলেন কনেপক্ষ এবং বরপক্ষ। সেখানেই একেবারে রূপকথার মতো বিয়ে করেছেন তারকারা। ২৩ সেপ্টেম্বর সকাল থেকে ক্রিকেট ম্যাচ, হলদি, চূড়া শেষে রবিবার সকালে বিয়ে হয় তাঁদের। সাজসজ্জা থেকে খানাপিনা সবেতেই ছিল এলাহী আয়োজন।আমন্ত্রিত অতিথিরা একেবারেই রাঘব পরিণীতির কাছের লোক।
শনিবারেই উদয়পুরে পৌঁছে গিয়েছিলেন বেশিরভাগ আমন্ত্রিতরা। রবিবারে গিয়েছিলেন গুটিকতক। সকলেই তাঁদের প্রিয় মানুষদের বিয়েতে উপহার দিতে চেয়েছিলেন। কিন্তু পরিণীতি ও রাঘব কী চেয়েছিলেন? সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়ার মা, মধু চোপড়া একথা প্রকাশ্যে এনেছেন। মেয়ে প্রিয়াঙ্কা চোপড়া কেন পরিণীতির বিয়েতে আসতে পারেননি? সেই নিয়েও মুখ খুলেছেন তিনি।
মধু বলেছেন,মেয়ে প্রিয়াঙ্কা কাজে আটকে গিয়েছে, তাই বিয়েতে আসতে পারেননি। এরপর তাঁকে জিজ্ঞেস করা হয়, তাহলে কী পরিণীতি-রাঘবের জন্য কি তিনি কোনোও উপহার পাঠিয়েছেন? এই প্রসঙ্গে মধু বলেছেন, 'না পাঠায়নি। কারণ যেকোনও উপহারে কঠোর বারণ ছিল। কেবল আশীর্বাদই কাম্য ছিল তাঁদের।'
২৩ সেপ্টেম্বর, শনিবার সকাল ১০টা শুরু হয়ে গিয়েছে, রাঘব-পরিণীতির (Parineeti-Raghav) বিবাহপূর্ব (Wedding) অনুষ্ঠান। প্রথমে শোনা গিয়েছিল, তুতো বোনের বিয়েতে আসবেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। শুক্রবার রাতে আমেরিকা থেকে দিল্লির বিমানে উঠবেন বলেও জানা গিয়েছিল। তবে শেষ মুহূর্তে প্রিয়াঙ্কার পরিকল্পনায় বদল এসেছে। অভিনেত্রী বোধহয় আসবেন না বোনের বিয়েতে। তাঁর সামাজিক মাধ্যম আপাতত তেমনই ইঙ্গিত দিচ্ছে।
প্রিয়াঙ্কা চোপড়ার ইনস্টাগ্রাম দেখলে বোঝা যাচ্ছে, তিনি এখন একটি ফার্ম হাউজে মেয়ে মালতি মেরিকে নিয়ে সময় কাটাচ্ছেন। সেই ঝলক দিয়েছেন সামাজিক মাধ্যমে। আরও একটি পোস্ট থেকে ইঙ্গিত মিলছে প্রিয়াঙ্কার অনুপস্থিতির। সামাজিক মাধ্যমের স্টোরিতে ছোট বোন পরিণীতির একটি ছবি আপলোড করেছেন প্রিয়াঙ্কা। প্রকাশ্যে শুভেচ্ছা জানিয়েছেন পরীকে।
প্রিয়াঙ্কা লিখেছেন, 'আশা করি তোমার জীবনের সবচেয়ে বড় দিনে তুমি এভাবেই খুশি থাক ছোট। সবসময় তোমাকে অনেক ভালোবাসা জানাচ্ছি।' তবে প্রিয়াঙ্কা না এলেও তাঁর মা মধু চোপড়া পৌঁছে গিয়েছেন উদয়পুরের লীলা প্যালেসে। তিনি থাকবেন পরিণীতি-রাঘবের বিয়েতে।
শুক্রবার রাত পেরোলেই শনিবার সকালে বিয়ের বাদ্যি বাজবে পরিণীতি (Parineeti Chopra) ও রাঘবের (Rahav Chadha)। রাজস্থানের উদয়পুরে ডেস্টিনেশন ওয়েডিং করছেন তাঁরা। শুক্রবার সকালেই সেখানে পৌঁছে গিয়েছেন মিঞা-বিবি। পরিবার ও কাছের আমন্ত্রিতরা একে একে পৌঁছে গিয়েছেন সেখানে। কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি সেই তালিকা। কারণ পরিণীতির তুতো বোন প্রিয়াঙ্কা (Priyanka Chopra) চোপড়া নেই সেখানে। কখন আসবেন প্রিয়াঙ্কা?
জানা গিয়েছে, আজ রাতেই দিল্লি আসার ফ্লাইটে উঠবেন অভিনেত্রী। সকালে দিল্লি পৌঁছে, সেখান থেকে আরও একটি বিমানে রাজস্থান যাবেন তিনি। প্রিয়াঙ্কার স্বামী নিক হয়তো আসতে পারবেন না। তাঁর গানের ট্যুর পরিকল্পনা তাই-ই বলছে। তবে প্রিয়াঙ্কা তাঁর মেয়ে মালতি মেরিকে নিয়ে আসতে পারেন বলে জানা গিয়েছে।
প্রিয়াঙ্কা নাকি বোনের বিয়ে নিয়ে বেশ উত্তেজিত। শনিবার সকাল থেকে নানা অনুষ্ঠান থাকছে পরিণীতি ও রাঘবের বিয়ে। দুই পরিবারে ক্রিকেট ম্যাচ হতে পারে বলে খবর। শনিবার দুপুরে হবে 'ওয়েলকাম লাঞ্চ'। বিকেলে নব্বইয়ের দশকের আদলে একটি থিম পার্টি হবে। এরপর পরিণীতির মেহেন্দি-চূড়ার অনুষ্ঠান হবে। রবিবার দিনটি গুরুত্বপূর্ণ। সেহেরাবন্দির পর, নৌকো করে পরিনীতিকে বিয়ে করতে আসবেন রাঘব। রবিবার রাতে হবে রিসেপশন পার্টি।
মঙ্গলবার সারা ভারতে গণপতি বাপ্পাকে স্বাগত জানিয়েছেন সকলে। সেই তালিকায় ছিলেন বলিউডের তারকারাও। তবে ভিন দেশে থেকেও ভারতীয় সংস্কৃতি ভোলেননি 'দেশি গার্ল' প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। এমনকি মেয়ে মালতিকেও শিখিয়েছেন ধর্মাচার। অভিনেত্রী নিজেও গণপতি-ভক্ত। তাই বিদেশের বাড়িতেও ঈশ্বরের মূর্তি স্থাপন করেছেন। তবে গণেশ দাদার আসল ভক্ত প্রিয়াঙ্কা কন্যা মালতি (Malti Marie Chopra Jonas)। তার নাকি দিন কাটে না গণপতি ছাড়া।
মালতির কাছে একটি গণপতির খেলনা রয়েছে। সে যেখানেই যায়, এই খেলনা গণপতিও সঙ্গে করে নিয়ে যায়। মালতি যে গণপতিকে ভালোবাসে সেই প্রমাণ মিলেছে প্রিয়াঙ্কার পোস্টে। ছবিতে দেখা গিয়েছে, গণপতিকে জড়িয়ে ধরেছে প্রিয়াঙ্কা কন্যা। ভক্তরা বলছে সামাজিক মাধ্যমের সাম্প্রতিক আদুরে ছবি সেটিই। ভারতের সঙ্গে বিদেশের সময়ের ব্যবধান রয়েছে, তাই বুধবার সকালে কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।
বিদেশের বাড়িতে একেবারে স্বল্প আয়োজনে গণপতির পুজো করেছেন প্রিয়াঙ্কা। সঙ্গী ছিল মেয়ে মালতি। অভিনেত্রী ছবিগুলি সামাজিক মাধ্যমে আপলোড করে লিখেছেন, 'গণপতির সঙ্গে মেয়ে। আমরা যেখানেই যায়, গণপতি আমাদের সঙ্গে রয়েছেন।' এই পোস্টের নিচে অভিনেত্রীর ভক্তরাও তাঁকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন।
নিক (Nick Jonas) ও প্রিয়াঙ্কার সুখের সংসারে এবার কি ভাঙন। সামাজিক মাধ্যমে রটনা তাই-ই বলছে। ২০১৮ সালে বিদেশী গায়ক নিক জোনাসকে বিয়ে করেছিলেন প্রিয়াঙ্কা। নিকের পাশাপাশি প্রিয়াঙ্কার (Priyanka Chopra) পরিবার হয়েছিল জোনাস ব্রাদার অর্থাৎ কেভিন জোনাস এবং জো জোনাস ও তাঁদের স্ত্রীয়েরা। দেশি গার্লকে বহুবার দেখা গিয়েছিল জোনাস ব্রাদারের কনসার্টে মুহূর্ত যাপন করতে। বাড়ির নানা সেলিব্রেশনেও একসঙ্গে দেখা যেত পুরো পরিবারকে। সেই পরিবারেই এবার ভাঙনের ছায়া।
নিকের দাদা জো জোনাস বিয়ে করেছিলেন অভিনেত্রী সোফি টার্নারকে। তাঁদের মধ্যেই নাকি বিচ্ছেদের সম্ভাবনা। বিগত ৬ মাস ধরে না কি একেবারেই ভালো যাচ্ছিল না জো ও সোফির সম্পর্ক। এমনকি জো-এর আঙুল থেকে উধাও হয়েছে বিয়ের আংটি। শোনা গিয়েছে, তিনি নাকি উকিলের পরামর্শ নিচ্ছেন। যদিও এই নিয়ে মুখ খোলেননি তারকাদের কেউ। এই সম্পর্ক যদি সত্যিই ভাঙে তাহলে সেই প্রভাব প্রিয়াঙ্কা ও নিকের মনেও পড়তে পারে।
যদিও নিক এবং প্রিয়াঙ্কার সম্পর্ক বেশ ভালো। কন্যা মালতি মেরি চোপড়া জোনাসকে নিয়ে সময় ভালোই কাটছে তাঁদের। সময় পেলেই একে অপরের সঙ্গে ঘুরতে বেরিয়ে পড়েন তাঁরা। ব্যক্তিগত জীবন যেমন সুন্দর করে সাজাচ্ছেন, কেরিয়ার জীবনেও সফল নিক ও প্রিয়াঙ্কা।
বলিউড তথা হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra) জন্মদিন (Birthday) আজ। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে তাঁর আত্মীয়-কাছের বন্ধুরা সকলেই শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। তাঁকে ভুলে গেলেন না, তুতো বোন পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। বাগদান প্রিয়াঙ্কার সঙ্গে একটি সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দী হয়েছিল। সেই ছবিটিই যত্নে রেখে দিয়েছিলেন পরিণীতি। দিদির জন্মদিনেই সেই না দেখা ছবি পোস্ট করলেন সামাজিক মাধ্যমে।
চলতি বছরে মে মাসের ১৩ তারিখ বাগদান সারেন অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং অভিনেতা রাঘব চাড্ডা। বোনের এই বিশেষ দিনে বিদেশ থেকে দেশে এসেছিলেন প্রিয়াঙ্কা। বোনের বাগদানে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কার আনন্দ উপস্থিতি। পরিণীতি সামাজিক মাধ্যমে যে ছবিটি দিয়েছেন, তাতে দেখা গিয়েছে প্রার্থনার জন্য বসে রয়েছেন অভিনেত্রী। আর দিদি প্রিয়াঙ্কা তাঁর মাথার মাঙ্গটিকা ঠিক করে দিচ্ছেন পরম যত্নে।
ক্যাপশনে পরিণীতি লিখেছেন, 'শুভ জন্মদিন মিমি দিদি। তুমি যা কর তার জন্য ধন্যবাদ। আমি তোমাকে ভালোবাসি।' পরিণীতির বাগদান প্রিয়াঙ্কা সবুজ রঙের ইন্দো ওয়েস্টার্ন পোশাক পরেছিলেন। অন্যদিকে পরিণীতি পরেছিলেন তাঁর স্বপ্নের আইভরি রঙের পোশাক। প্রিয়াঙ্কা সামাজিক মাধ্যমে সেই ছবি আপলোড করে বোনকে শুভ কামনাও জানিয়েছিলেন। পরিণীতিও মিমি দিদির জন্মদিনে লিখলেন তাঁর মনের কথা।
বলিউড (Bollywood) সিনেমাগুলির মধ্যে প্রবল জনপ্রিয় হয়েছিল 'জিন্দেগী না মিলেগি দোবারা'। তিন বন্ধুর রোড ট্রিপ এই সিনেমার মূল কাহিনী ছিল। অভিনয় করেছিলেন ঋত্বিক রোশন, ফারহান আখতার ও অভয় দেওল। যুগ বদলেছে। ফলে মহিলাদের প্রাধান্য দিয়ে ফারহান তিন মেয়ে বন্ধুর রোড ট্রিপ নিয়ে সিনেমা বানাতে চেয়েছিলেন। সিনেমার নাম রেখেছিলেন 'জি লে জারা' (Jee le zaraa)। তিন বান্ধবীর চরিত্রে চূড়ান্ত কাস্টিংও সেরে ফেলেছিলেন পরিচালক।
মূল চরিত্রে ফারহানের পছন্দ ছিল প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাটকে। এমনকি অভিনেত্রীরা আনুষ্ঠানিক ঘোষণাও করেছিলেন। তবে সিনেমার ভাগ্যে ছিল একের পর এক বাধা। প্রথমে শ্যুটিংয়ের জন্য তারিখ মিলছিল না প্রিয়াঙ্কা চোপড়ার। তারপর ব্যস্ত হয়ে পড়লেন ক্যাটরিনা-আলিয়া। মাঝে যাও কিছুটা সময় ফাঁকা পাওয়া গিয়েছে, এর মধ্যে ব্যস্ত হয়ে পড়েছেন পরিচালক ফারহান। সিনেমার ভবিষ্যৎ কী হবে, এই নিয়ে দর্শকমনে সংশয় ছিল। এবার আরও সমস্যায় পড়লেন পরিচালক।
অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া নাকি 'জি লে জারা' সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁর হাতে পরপর এখন বেশ কয়েকটি কাজ। অন্যদিকে ক্যাটরিনা নাকি ব্যক্তিগত জীবনের জন্যই সরে দাঁড়িয়েছেন এই সিনেমা থেকে। ভিকির সঙ্গে পরিবার গুছিয়ে নিতে চেয়েছেন ক্যাট। দুই অভিনেত্রী বেরিয়ে গেলে তালিকায় রইলেন কেবল আলিয়া। তিনি কী সিনেমাটি করবেন? দর্শকদের মনে তৈরী হয়েছে প্রশ্ন।
একদিনে বলিউড তথা হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) অন্যদিকে সর্বভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। দুজনেই দর্শকদের পছন্দের অভিনেত্রী। তবে এবার একইসঙ্গে জুটি বাঁধতে চলেছেন এই দুই তারকা। তবে চরিত্র নিয়ে নেট দুনিয়ায় নাকি চাপা গুঞ্জন শুরু হয়েছে। ওটিটিতে গত এপ্রিল মাসে মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ক্রাইম থ্রিলার 'সিটাডেল' (Citadel)। সেই সিরিজের ভারতীয় সংস্করণ নিয়েই জল্পনা শুরু হয়েছে।
রুশো ব্রাদার্সের সিরিজ সিটাডেলের ভারতীয় সংস্করণ আসছে, তা আগেই জানা গিয়েছিল। সিরিজে সামান্থা এবং বরুণ ধাওয়ানকে দেখতে পাওয়া যাবে, দর্শক তাও জানতেন। তবে তাঁরা কোন চরিত্রে অভিনয় করবেন তা নিয়ে কোনও স্পষ্ট ধারণা ছিল না। তবে এবার শোনা যাচ্ছে, সিটাডেল সিরিজে প্রিয়াঙ্কা চোপড়ার চরিত্র নাদিয়ার মা হিসেবে দেখা যাবে সামান্থাকে। এই খবর শুনে সামান্থা ভক্তদের মন খারাপ।
তাঁরা বলছেন, 'সামান্থা প্রিয়াঙ্কার থেকে ৪ বছরের ছোট। তিনি কেন প্রিয়াঙ্কার মায়ের চরিত্র করবেন?' যদিও এর কোনও সদুত্তর পাওয়া যায়নি। কারণ সিটাডেলের প্রযোজনা সংস্থার তরফে এখনও চরিত্রের বিষয়ে খোলসা করে কিছু বলা হয়নি। তাই আপাতত সবটাই গুঞ্জন। তবে এতটুকু জানা গিয়েছে, সিটাডেলের ভারতীয় সংস্করণের প্রেক্ষাপট তৈরী হবে ৮০ বা ৯০ এর দশকের সময়কালের উপর। সিরিজ নিয়ে বিশদে জানতে অপেক্ষায় দর্শকেরা।
বলিউডের (Bollywood) গণ্ডি পেরিয়ে হলিউডেও রাজত্ব করছেন 'দেশি গার্ল' প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। অভিনেত্রী হয়েও তিনি তাঁর এমন কিছু গোপন কথা প্রকাশ্যে এনেছেন, যেগুলো সাধারণত অন্য কোনও অভিনেত্রীদের বলতে শোনা যায় না। তিনি যেমন বলেছেন যে, বলিউডে কীভাবে কোণঠাসা করা হয়েছিল, তেমনি তিনি আবার জানিয়েছেন, তাঁর বাতকর্ম ও নাক ডাকার কথা। এবারেও এমন এক কথা তিনি প্রকাশ্যে জানালেন, যা শুনলে আপনি অবাক হতে বাধ্য। তিনি সম্প্রতি জানিয়েছেন, তাঁর নাকি বলিউড ছবিতে কাজ করতে ভালো লাগে না। তবে বলিউডের অভিনেত্রী হয়েও তাঁর মুখে এমন কথা, ফলে নেটিজেনদের মনে প্রশ্ন জাগছে, কেন এমন বললেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া জানিয়েছেন, বলিউডের কিছু একঘেয়ে ছবিতে কাজ করতে তাঁর ঘৃণা চলে এসেছিল। জানা গিয়েছে, এই সাক্ষাৎকারের মাঝে তাঁর এক লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছিল। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে, তিনি কি কখনও এমন ছবিতে কাজ করেছেন, যেটি তাঁর অপছন্দ ছিল। সেই উত্তরে প্রিয়াঙ্কার জানিয়েছেন, তিনি সেই ছবির নাম বলতে পারবেন না। কিন্তু এমন এক ছবি ছিল, যেটার অভিজ্ঞতা একেবারেই খারাপ ছিল।
প্রিয়াঙ্কা বলেন, 'আমি আপনাকে বলতে পারি না এটি কোন সিনেমা ছিল তবে আমি আপনাকে বলতে পারি অভিজ্ঞতাটি বেশ ঘৃণ্য ছিল। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতাম। আমার লাইনের কোনও অর্থ ছিল না, আমি এমন একটি মেয়ে ছিলাম, যা আমি নই। তাই এটা কঠিন ছিল।'
বলিউডের (Bollywood) 'দেশি গার্ল' অর্থাৎ প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) বর্তমানে হলিউডবাসী (Hollywood)। বলিউড থেকে হলিউডে অভিনেত্রীর যেভাবে উত্তরণ ঘটেছে, তাতে অনেকের ধারণা প্রিয়াঙ্কার এই জার্নি সহজ ছিল। তবে সম্প্রতি প্রিয়াঙ্কা মনের কোণে জমে থাকা সমস্ত তিক্ততার কথা বলেছেন প্রকাশ্যে। এর আগে বলিউড নিয়ে বিস্ফোরক হয়েছিলেন তিনি। এবার মুখ খুললেন আরও এক তিক্ত অভিজ্ঞতা নিয়ে। কী ঘটেছিল প্রিয়াঙ্কার সঙ্গে?
ঘটনাটি নাকি ২০০২ কি ২০০৩ সালের। একটি আন্ডারকভারের চরিত্রে অভিনয় করছিলেন প্রিয়াঙ্কা। ছবিতে এক পুরুষকে প্রলুব্ধ করার একটি দৃশ্য ছিল। কথা ছিল, সেই দৃশ্যে পোশাক খুলতে হবে প্রিয়াঙ্কাকে। অভিনেত্রী ঠিক করেছিলেন, বেশ কয়েকটি পোশাক পরবেন। তবে বাধ সাধেন সিনেমার পরিচালক। তিনি প্রিয়াঙ্কাকে বলেন, অন্তর্বাস দেখাতে হবে। না হলে দর্শকেরা না কি সিনেমা দেখবেন না। এরপর প্রিয়াঙ্কা কী করেছিলেন?
সেইদিন না কি প্রিয়াঙ্কা পরিচালকের শর্ত মানতে পারেননি। বেরিয়ে এসেছিলেন শ্যুটিং ছেড়ে। এমনকি দু'দিন আর সিনেমার সেটেই যাননি। পরে বাবা অশোক চোপড়ার নির্দেশে পরিচালকের থেকে নেওয়া অগ্রিম অর্থ এবং শ্যুটিংয়ে তাঁর জন্য খরচ হওয়া সমস্ত অর্থ ফিরিয়ে দেন পরিচালককে। সেই সিনেমাটি আর করা হয়নি প্রিয়াঙ্কার।
পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং রাঘব চাড্ডার (Raghav Chadha) বাগদান হয়েছে চলতি বছরের ১৩ মে। কিন্তু সেই মোহ এখনও কাটছে না তাঁদের ভক্তদের। পরিণীতি বলেছেন, এই বাগদান তাঁর কাছে স্বপ্নের মতো। এত সুন্দর স্বপ্নের ঘোর কি এত সহজে কাটে! পরিণীতি বাগদানের আগে নিজেদের সম্পর্ককে ঠিক যতটা গোপনে রেখেছিলেন, বর্তমানে এই বিষয়টি একেবারে উলটো। দিল্লিতে বাগদান সেরে মুম্বইতে ফিরলেও পরিণীতি এখনও বাগদানের সুন্দর মুহূর্তে আবদ্ধ। সম্প্রতি বেশ কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। সেই ছবির তালিকায় ধরা পড়ল দেশি গার্লও (Priyanka Chopra)।
পরিণীতির শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে, প্রিয়াঙ্কা চোপড়া তাঁর তুতো বোনের জামাই অর্থাৎ রাঘবকে আশীর্বাদ করছেন। হাতে তাঁর সিঁদুর এবং চালের থালা। প্রিয়াঙ্কা রাঘবের মাথায় পরিয়ে দিচ্ছেন সেই সিঁদুর। মুখে যেন কিছু বলছেন। রাঘবের পাশে হাসিমুখে বসে রয়েছেন পরিণীতি। প্রিয়াঙ্কা যে বোনের বিয়েতে চুটিয়ে মজা করেছেন, তা ধরা পড়েছে ক্যামেরায়।
এর আগেও প্রিয়াঙ্কা চোপড়া, পরিণীতি রাঘবের বাগদানের ছবি শেয়ার করেছিলেন নেট মাধ্যমে। অভিনেত্রী বোনের বাগদানের ছবি আপলোড করেছিলেন। অভিনেত্রী হালকা রঙের একটি ওয়েস্টার্ন পোশাক পরেছিলেন। বোনের বাগদানে চুটিয়ে মজা করেছিলেন প্রিয়াঙ্কা। বহুদিন পরে পরিবারকে একসঙ্গে পাওয়া যেন উপরি পাওনা ছিল প্রিয়াঙ্কার জন্য।
'দেশি গার্ল' প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra) পরিচয় আর কেবল অভিনেত্রীতেই সীমাবদ্ধ নেই। ব্যক্তিগত জীবনে তাঁর দ্বায়িত্ব অনেক বেড়েছে। নিক জোনাসকে বিয়ে করেছেন প্রিয়াঙ্কা। বাড়িতে এখন দাপিয়ে বেড়াচ্ছে তাঁদের একমাত্র কন্যা মালতী মেরি (Malti Marie)। প্রিয়াঙ্কার এখন মেয়েকে ছেড়ে দূরে থাকতে মোটেই ভালো লাগে না। সমস্ত কিছু ছেড়ে মেয়ের কাছে ফিরে যাওয়ার সুযোগ খোঁজেন প্রিয়াঙ্কা। এই কিছুদিন আগে তুতো বোন পরিণীতির বাগদান সেরেই মেয়ের কাছে ফিরে গিয়ে ছবি দিয়েছিলেন প্রিয়াঙ্কা। এবার মেয়ের অবসর যাপনের ছবি পোস্ট করলেন সামাজিক মাধ্যমে।
প্রিয়াঙ্কা নিজের ইনস্টাগ্রাম একাউন্টের স্টোরিতে একটি ছবি আপলোড করেছেন। দেখা গিয়েছে প্রিয়াঙ্কা কন্যার ঝলক। খেলনা গাড়ি হাতে খেলায় মগ্ন সে। ছবিটি দিয়ে প্রিয়াঙ্কা ক্যাপশনে লিখেছেন, 'লাভিং কার্স'। প্রিয়াঙ্কা সময় পেলেই মেয়ের সঙ্গে খেলতে বসেন। মালতী মেরি এবং তিনি সমবয়সী হয়ে ওঠেন খেলার সময়। সারোগেসির মাধ্যমে জন্ম হয় মালতী মেরির। বর্তমানে মন ভরে মাতৃত্ব উপভোগ করছেন অভিনেত্রী।
কেরিয়ারের দিক দিয়েও জমজমাট প্রিয়াঙ্কা চোপড়ার জীবন। কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল হলিউডে তাঁর অভিনীত ক্রাইম সিরিজ। চলতি মাসে মুক্তি পেয়েছে, প্রিয়াঙ্কা অভিনীত রোম্যান্টিক কমেডি 'লাভ এগেইন।' বাজারে ভালোই ব্যবসা করছে দেশি গার্লের সিনেমা।
হলিউডে গিয়ে বলিউডের 'দেশি গার্ল' নাকি বিদেশী হয়ে গিয়েছে, এমনটাই মনে করেন দেশবাসী। যদিও প্রিয়াঙ্কা (Priyanka Chopra) বলেন, তিনি মনে প্রাণে ভারতীয়। বলিউড (Bollywood) নিয়ে মনে অভিমান জমেছিল প্রিয়াঙ্কার, তাই সুযোগ পেয়ে হলিউডে (Hollywood) পাড়ি দিয়েছিলেন। বিয়ে করেছেন হলিউডের গায়ক নিক জোনাসকে। এই পদক্ষেপে বোধহয় ভারতের সঙ্গে প্রিয়াঙ্কার যোগসূত্র আরও একটু ছিন্ন হয়েছিল। কিন্তু গানের কথায় আছে, 'ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানী'। প্রিয়াঙ্কাও সম্প্রতি সেই প্রমাণ দিয়েছেন।
ভারতীয় খাবার এবং বিদেশী খাবারে বিস্তর পার্থক্য। দেশে রাজমা চাউল যতই তাড়িয়ে খান না কেন, বিদেশে সেসব পাওয়া বেশ মুশকিল। তবে খাবারের থেকেও বড় সমস্যা অভ্যাস। সম্প্রতি এক ম্যাগাজিনে প্রিয়াঙ্কা তাঁর অদ্ভুত খাদ্যাভ্যাসের কথা বলেছেন। প্রিয়াঙ্কা বলেছেন, পাস্তা হোক বা পিৎজা তাতে আচার দিয়ে খেতে বেশ পছন্দ করেন তিনি। এমনকি স্যান্ডউইচেও নাকি আচার দিয়ে খেতে পছন্দ করেন অভিনেত্রী।
প্রিয়াঙ্কা আরও জানিয়েছেন, চাইনিজ খাবার খেলেও নাকি তাতে আচার মিশিয়ে খেতে পছন্দ করেন তিনি। প্রসঙ্গত ভারতীয় খাবারের ঐতিহ্য প্রিয়াঙ্কা ছড়িয়ে দিতে চান বিদেশের মাটিতেও। নিউইয়র্কে 'সোনা' নামক একটি রেস্তোরাঁ খুলেছেন প্রিয়াঙ্কা। সেই রেস্তোরাঁর খাদ্য তালিকায় বহু ভারতীয় খাবার রয়েছে। তিনি যে বিদেশে গিয়েও ভারতের স্বাদ ভুলতে পারেননি, সেই কথা প্রকাশ পেল প্রিয়াঙ্কার বক্তব্যে।
বলিউডের 'দেশি গার্ল' বিয়ে করেছেন হলিউড গায়ক নিক জোনাসকে (Nick Jonas)। প্রিয়াঙ্কা (Priyanka Chopra) ভারতীয় হিন্দু, অন্যদিকে নিক খ্রিস্টান। বিয়ের সময় হিন্দু এবং খ্রিস্টান দুই সংস্কৃতির মেলবন্ধন দেখা গিয়েছিল। সাত পাকে ঘুরে বিয়ে করার পাশাপাশি, প্রিয়াঙ্কা এবং নিক খ্রিষ্টান মতেও বিয়ে করেছিলেন। একে অপরকে যেমন নিজের করেছেন, তেমনই একে অপরের সংস্কৃতিকেও ভালোবেসে শ্রদ্ধা দেখিয়েছেন। বিয়ের এত বছর পর প্রিয়াঙ্কা যেমন ইস্টার দিবস উদযাপন করেন, নিক ভারতীয় সংস্কৃতি উদযাপন করেন।
প্রিয়াঙ্কার থেকে ভারতীয় সংস্কৃতি নিয়ে নিক প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছেন, শিক্ষকের দলে যোগ দিয়েছেন প্রিয়াঙ্কার বান্ধবীরা। তবে ভারতীয় ভাষা শেখাতে গিয়ে নিককে দু-একটা দুষ্টু কথাও শিখিয়ে দিচ্ছেন তাঁরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিক বলেছেন, 'আমি যখন প্রথমবার প্রিয়াঙ্কার সঙ্গে ভারতে যায়, তখন প্রিয়াঙ্কার বান্ধবীরা আমাকে হিন্দি শেখানোর নামে গালিগালাজও শিখিয়ে দেয়।'
নিক আরও বলেন, 'প্রথমে সেই গালিগালাজ আমি বুঝতে না পেরে বলে ফেলি, তারপর বুঝতে পারি কি বলছি।' গায়ক সাক্ষাৎকারে আরও জানান, তিনি বর্তমানে বেশ কিছু হিন্দি কথা শিখেছেন। তবে খাবারের নাম তিনি বেশি জানেন। এমনকি ভারতীয় খাবারের প্রতিও তাঁর ভালোবাসা জন্মেছে। নিকের বেশি পছন্দ রায়তা এবং পনির। একথা শুনে নেটিজেনরা বলছেন, 'প্রিয়াঙ্কা ইংরেজদের থেকে যথেষ্ট বদলা নিচ্ছেন।'
প্রিয়াঙ্কা চোপড়ার দীর্ঘদিনের মা হওয়ার ইচ্ছে পূরণ হয়েছে মেয়ে মালতী মেরির (Malti Marie) জন্মের পর। ৩০ বছর বয়সে নিজের ডিম্বাণু সংরক্ষণ করে রেখেছিলেন প্রিয়াঙ্কা। তবে সেই সময় সন্তানের বাবা হওয়ার মতো কোনও মানুষকে পাশে পাননি। নিক জোনাসের সঙ্গে বিয়ের পর সেই ইচ্ছে পূরণ হয় প্রিয়াঙ্কার। ২০২২ সালের জানুয়ারি মাসের ১৫ তারিখ সারোগেসির মাধ্যমে নিক ও প্রিয়াঙ্কার সন্তান মালতী মেরির জন্ম হয়। এখন কাজ, সংসার ছাড়াও প্রিয়াঙ্কার (Priyanka chopra) অন্যতম গুরুত্ব তাঁর মেয়ে।
১৩ মে দিল্লীতে পরিণীতি চোপড়ার বাগদান হয়। তুতো বোনের বিশেষ দিনে দেশে এসেছিলেন প্রিয়াঙ্কা। একেবারে ছোট সফর, তাই মেয়ে মালতীকে সঙ্গে আনেননি। তবে বিদেশের বাড়িতে ফিরে গিয়ে প্রিয়াঙ্কা খুশি। আবার একত্র হলেন মেয়ের সঙ্গে। ১৭ মে ভারতীয় সময় মধ্যরাতে প্রিয়াঙ্কা একটি ছবি আপলোড করেন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে। সেই ছবি দিয়ে প্রিয়াঙ্কা লিখেছেন, 'একসঙ্গে'।