Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Party

Mamata: বিরোধী ঐক্যে শান? কালীঘাটে মমতা-অখিলেশ বৈঠকের সম্ভাবনা

সংসদে কংগ্রেসের নেতৃত্বে বিজেপি-বিরোধী একটা অংশ জোট বাঁধছে। সেই অংশে উদ্ধব শিবসেনা থেকে শুরু করে এনসিপি এবং বাম দলগুলো রয়েছে। রয়েছে তামিলনাড়ুর শাসক দল ডিএমকেও। যদিও এই অংশে খানিকটা ধরি মাছ, না ছুঁই পানি কৌশল নিয়েছে তৃণমূল কংগ্রেস। সংসদে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী শিবিরের একাধিক প্রতিবাদ-আন্দোলনে টিএমসি-র অনুপস্থিতি দেখে এমনটাই মন্তব্য রাজনৈতিক মহলের। তবে আগামি দিনে উত্তর প্রদেশের প্রধান বিরোধী দল অখিলেশ যাদবের সঙ্গে বিজেপি-বিরোধী ফোরামে দেখা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিশেষ সূত্র এই দাবি করেছে। 

জানা গিয়েছে, বিজেপি বিরোধী রাজনৈতিক জোট গঠনের প্রক্রিয়াকে মজবুত করার লক্ষ্যে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব চলতি সপ্তাহেই বৈঠকে বসছেন। তাও আবার মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে। সূত্রের খবর, আগামী শুক্রবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে প্রস্তাবিত ওই বৈঠক হওয়ার কথা। সমাজবাদী পার্টির সর্বভারতীয় সহ-সভাপতি কিরণময় নন্দ জানান, 'সমাজবাদী পার্টির জাতীয় কর্মসমিতির তিনদিনের বৈঠকে যোগ দিতে অখিলেশ যাদব শুক্রবার দুপুরে কলকাতায় পৌঁছবেন। তারপরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর দেখা হওয়ার কথা।' 

আগামী লোকসভা নির্বাচনে বিরোধী জোটকে আরও মজবুত করার বিষয়ে দু'জনের মধ্যে আলোচনা হবে বলে মনে করছেন রাজনৈতিক কারবারীরা।  প্রসঙ্গত, বিজেপি বিরোধী লড়াইয়ে বিরোধী ঐক্যকে মজবুত করার ডাক দিয়ে তৃণমূল কংগ্রেস ও সমাজবাদী পার্টি বেশ কিছুকাল যাবত নিজেদের মধ্যে সমন্বয় করছে। গত বছর উত্তরপ্রদেশ বিধানসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেস নেত্রী সমাজবাদী পার্টির হয়ে বারাণসীতে প্রচারে গিয়েছিলেন। একুশের ভোটে তৃণমূলের হয়ে প্রচার সারতে দেখা গিয়েছে সপা-র রাজ্যসভার সাংসদ জয়া বচ্চনকে। এই সমন্বয়কে আগামি দিনে কীভাবে আরও মজবুত করা যায়? সেই প্রশ্নের উত্তর খুঁজতে বৈঠকে বসছেন মমতা-অখিলেশ, এমনটাই নাকি সূত্রের খবর। 

one year ago
Death: আজব ঘটনা! ব্যান্ডপার্টির হামলায় দিল্লির এক বিয়ে বাড়িতে 'খুন' ক্যাটারিং কর্মী

বিয়েবাড়িতে হুলস্থুল কাণ্ড। প্রায় সময় বরযাত্রী এবং কনেযাত্রীর মধ্যে ঝামেলার খবর শোনা গিয়েছে। কিন্তু এবারে একেবারে অন্য ঘটনা। যার জেরে প্রাণ গেল একজনের। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে দিল্লির (Delhi) রোহিনীর একটি বিয়ের অনুষ্ঠানে। জানা গিয়েছে, একটি ব্যান্ডপার্টির চারজনের একটি দল পিটিয়ে হত্যা (Murder) করেছে এক ক্যাটারিং কর্মীকে বলে অভিযোগ। পুলিস জানিয়েছে, ব্যান্ডবাদক এবং তার সাহায্যকারীদের খাবারের প্লেট না দেওয়ায় তাঁকে প্লাস্টিকের ক্রেট দিয়ে আক্রমণ করা হয়েছিল।

মৃতের নাম সন্দীপ ঠাকুর। তিনি দিল্লির কিরারি এলাকার বাসিন্দা। বিয়েবাড়িয়ে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী জানান, বিয়েবাড়ির সব অনুষ্ঠান শেষে ব্যান্ডপার্টির লোকেরা খেতে বসেন। কিন্তু সে সময় থালা কম পড়ে। তখন এক ক্যাটারিং কর্মীকে ব্যান্ডবাদকরা জিজ্ঞেস করেন, থালা কোথায় পাওয়া যাবে? সেই কর্মী তাঁদের বলেন, ‘‘একটু অপেক্ষা করুন। থালা ধোয়া চলছে। এখনই পাবেন।’’ অভিযোগ, এতেই চোটে যান ওই ব্যান্ড কর্মীরা। তারপর হাতের কাছে প্লাস্টিকের ক্রেট পেয়ে ছুড়ে মারে কেটারিং কর্মী সন্দীপকে। সঙ্গে সঙ্গে ক্রেটের আঘাতে জ্ঞান হারান সন্দীপ। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

পুলিস সূত্রে খবর, ঘটনায় ইতিমধ্যে দু'জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দু'জনের খোঁজে তল্লাশি চলছে। ঘটনার দিন রাত প্রায় ১টা নাগাদ পুলিসের কাছে ফোন যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

one year ago
Tripura: ত্রিপুরার ভোটপর্ব , কোন দল কোথায় দাঁড়িয়ে (পর্ব ৪)

প্রসূন গুপ্ত: অবশেষে মধ্য ফেব্রুয়ারিতে ত্রিপুরায় ভোট। ৬০টি কেন্দ্রে একদফাতেই ভোট গ্রহণ। এবার ভোটপর্বে আরও দুই রাজ্যে, তাও উত্তর-পূর্বের মেঘালয় এবং নাগাল্যান্ডে। পাশাপাশি বেশ কিছু উপনির্বাচন বিভিন্ন রাজ্যে আছে। তার মধ্যে পশ্চিমবঙ্গের সাগরদিঘিও আছে। একইসঙ্গে ফল প্রকাশিত হবে ২ মার্চ। এবার নজরে আনা দরকার কে কোথায় দাঁড়িয়ে। ত্রিপুরায় মূল লড়াইয়ে একটি দল অবশ্যই ক্ষমতাসীন বিজেপি। কিন্তু বিরোধী বলতে ঠিক কে আছে, তা মাথা চুলকিয়ে সে রাজ্যের মানুষ বলতেই পারছে না। কেউ বলছে বাম তথা সিপিএম, কেউ বলছে কংগ্রেস, কেউ বলছে নতুন দল তিপরা মোথা। শেষের দলটির বিষয়ে পরে আসছি।

প্রথমেই বলা দরকার তৃণমূল এই ভোটে লড়াই করছে। কিন্তু স্থানীয়দের বক্তব্য, একটিও আসন জয় করা তৃণমূলের দ্বারা সম্ভব নয়। এই পূর্বাভাস দিয়েছেন ভোট কারবারীরা। কিন্তু কিছু শতাংশ ভোট কাটতে পারে তারা। এতে মূলত ক্ষতি কংগ্রেস বা সিপিএম-র বলেই ধারণা বিশেষজ্ঞদের। শোনা গিয়েছে, সরাসরি জোট না হলেও বেশ কিছু আসন কংগ্রেস ও সিপিএম নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিচ্ছে।

টানা ৫ বছরে বিজেপির শাসনে কত লাভ বা ক্ষতির হিসাব আগের পর্বগুলিতে প্রতিবেদনে দেওয়া রয়েছে। এবার বলতেই হবে ৬০ আসনের অন্তত ২০টিতে ফ্যাক্টর কিন্তু আদিবাসী ত্রিপুরীদের ভোট। ফের বলতে বাধ্য হচ্ছি, এই আদিবাসীরা কিন্তু বাঙালিদের পছন্দ করে না আজও। এরা দীর্ঘদিন ধরে আলাদা রাজ্যের দাবি করে এসেছে। কিন্তু নরসিমা রাওয়ের সময় থেকে এই দাবিকে এক প্রকার নস্যাৎ করা হয়েছে। বিজেপি মনে করে তাদের জোটসঙ্গী আইপিএফটি-র সঙ্গে দীর্ঘদিন হনিমুন পিরিয়ড কাটানো অসম্ভব।

অন্যদিকে নতুন দল 'তিপরা মোথা' কিন্তু প্রবল বেগে এগিয়ে চলেছে। শোনা গিয়েছে, আইপিএফটি হয়তো শেষ মুহূর্তে তাদের সঙ্গে মিশে যেতে পারে। যদি তাই হয় তবে অন্তত ১৯টি আসন বিজেপির কাছে চাপের, এমনটাই ধারণা ভোট বিশেষজ্ঞদের। বাকি ৪১ আসনের মধ্যে বিজেপি কি পারবে অন্তত ৩১টি আসন জয় করতে, তাহলেই কেল্লাফতে পদ্ম শিবিরের। কারণ বিরোধী ভোট ভাগাভাগি হওয়ার সম্ভাবনা প্রচুর। সেই ভাগের লাভের গুড় কতটা বিজেপি তুলবে, তার জন্য অপেক্ষা দোসরা মার্চের।


one year ago


Death: তাসা-ব্যান্ডপার্টি বাজিয়ে মৃতদেহ সৎকারের আয়োজন! দুর্গাপুরে উল্টোপুরাণ

শোকের আবহে নয় অভিনবত্ব আনতে, রীতিমতো ব্যান্ড পার্টি (Band Party during last rites) নিয়ে সৎকারের আয়োজন। এ যেন এক উল্টোপুরানের অন্য ছবি দুর্গাপুরে (Durgapur Family)। শোকের আবহে নয়, বরং আত্মীয়-স্বজনরা গণেশ পাসোয়ান নামের এক বৃদ্ধর দেহ সৎকার করতে গেলেন ব্যান্ড পার্টি বাজিয়ে। জানা গিয়েছে, শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হন  বৃদ্ধ গণেশ। তড়িঘড়ি করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই মারা যান অশীতিপর ওই বৃদ্ধ। 

তারপর ওই মৃতদেহের সৎকারের ব্যাপারে উদ্যোগী হয় পরিবার। কিন্তু স্বজন বিয়োগের আবহে একটু অভিনবত্ব আনার চেষ্টা কড়া হয়। আর সে কারণেই ওই বৃদ্ধর সৎকার করতে তাসা ব্যান্ডপার্টি বাজিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নেয় পরিবার। এভাবেই গণেশ পাসোয়ানের দেহ দুর্গাপুরের বীরভানপুর মহাশ্মশানে নিয়ে যাওয়া হয়। 

প্রবাদ আছে , 'মরেও শান্তি নেই'। দুর্গাপুর ডিভিসি মোড়ের বাসিন্দা গণেশ পাসোয়ান নামের ওই বৃদ্ধর কাছে এই প্রবাদবাক্য একটু অন্য অর্থ বহন করছে। শোকের আবহে নয়, আত্মীয়-স্বজনরা গণেশ পাসোয়ানের সৎকার করলো তাসা ব্যান্ডপার্টি বাজিয়ে। মৃতের পরিবার থেকে জানা গিয়েছে, বাবা আর প্রিয়জন একবার চলে গেলে আর তো ফিরে আসে না, তাই এমন অভিনব আয়োজন। 

one year ago
SSKM: রাতের অগ্নিকাণ্ডের পর স্বাভাবিক ছন্দে এসএসকেএম, কারণ খুঁজতে ৫ সদস্যের তদন্ত কমিটি

বৃহস্পতিবার রাতে আচমকাই ভয়াবহ আগুন লাগে এসএসকেএমে (SSKM)। জানা যায়, বুধবার রাতে সিটি স্ক্যান বিভাগের একাংশে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়েই আতঙ্ক (panic) ছড়ায় হাসপাতালে থাকা রোগীদের মধ্যে। এমনকি জরুরি বিভাগের (emergency department) কাছেও আগুন লেগে যায়। ঘটনার পরই উত্তেজনা ছড়িয়েছিল হাসপাতালে (hospital)। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এর দায় কার, রোগী সুরক্ষা কোথায়? এই একাধিক প্রশ্ন এখন উঠতে শুরু করেছে।

হাসপাতাল সূত্রে খবর, ইতিমধ্যেই সুপার পীযুষ কুমার রায়-এর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। প্রশাসনিক আধিকারিক এবং রেডিওলজি বিভাগের চিকিৎসক মিলিয়ে মোট ৫ সদস্যের কমিটি। কেন হল এমন পরিস্থিতি তা মূলত খতিয়ে দেখা হবে। তবে প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি বলে মনে হচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষের। পাশাপাশি বৃহস্পতিবারই ৬ সদস্যের একটি ফরেন্সিক টিম হাসপাতালে এসে হাজির হয়। ঘটনাস্থলে কলকাতা গোয়েন্দা বিভাগের ২ জনের একটি টিমও উপস্থিত রয়েছে। একইসঙ্গে এমার্জেন্সি বিভাগের বিভিন্ন সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখা হয়।

প্রসঙ্গত, বুধবার রাতে আগুনকাণ্ডের জেরে খানিকটা হলেও ব্যাহত হয়েছিল পরিষেবা। রাতভর চেষ্টার পর আগুন এখন নিয়ন্ত্রণে। অন্যদিকে, যে অংশে ইউএসজি রক্ত পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষার জন্য রোগী পরিবারের লোকজন দাঁড়ায় তাঁদেরকে নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় দাঁড়াতে বলেছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোজকার মতো শুক্রবারও নমুনা সংগ্রহ করা হচ্ছে রোগীদের কাছ থেকে। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে এসএসকেএম। 

one year ago


Voter: খসড়া ভোটার তালিকা প্রকাশ ৯ নভেম্বর, তার এক সপ্তাহ আগে সর্বদল বৈঠক কমিশনের

খসড়া ভোটার তালিকা (Voter List) প্রকাশ বিষয়ে আলোচনার জন্য সর্বদল বৈঠক ডেকেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election)। সূত্রের খবর, আগামী ২ নভেম্বর দুপুরে কমিশনের কলকাতা অফিসে এই বৈঠক হওয়ার কথা। উপস্থিতির জন্য আমন্ত্রণ জানানো হয়েছে সবক’টি স্বীকৃত রাজনৈতিক দলকে (political Party)। এ প্রসঙ্গে উল্লেখ্য, ২০২৩-র জন্য সারা দেশে ভোটার তালিকার খসড়া ৯ নভেম্বর প্রকাশিত হবে। ৮ ডিসেম্বর পর্যন্ত চলবে তালিকা সংশোধনের কাজ। ২০২৩-র বছর ৫ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন।

২০২৩-র জানুয়ারি থেকে পরবর্তী এক বছরে বিভিন্ন রাজ্যের নির্বাচন এবং উপনির্বাচন এই নতুন ভোটার তালিকার ভিত্তিতেই হবে। সেদিক থেকে দেখতে গেলে কমিশনের এই সর্বদল বৈঠক একটি রুটিন প্র্যাকটিস। প্রতিবছর খসড়া ভোটার তালিকা প্রকাশ করার আগে প্রতিটি রাজ্যের রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসে কমিশন। তারপর প্রয়োজনীয় সংশোধন এবং বিয়োজনের পর চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়। দেশের নতুন ভোটারদের হাতে ২৫ জানুয়ারি, ‘জাতীয় নির্বাচক দিবসে’ আনুষ্ঠানিক ভাবে ভোটার কার্ড তুলে দেওয়া হয়।

2 years ago
Viral: তেলেঙ্গানার সরকারি হাসপাতালে মহিলা কর্মীদের মদের পার্টি, ভিডিও ভাইরাল হতেই হৈচৈ

সোশ্যাল মিডিয়ার (Social Media) জগতে কোনও কিছুই লোকচক্ষুর আড়ালে রাখা যায় না। ভালো কাজ হোক বা অন্যায়, সবটাই মুহূর্তের মধ্যে প্রকাশ্যে চলে আসে। তেমনই একটি ভিডিও সম্প্রতি নেটপাড়ায় হৈচৈ ফেলেছে। ভিডিওটি ভাইরাল (Viral Video) হওয়ার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন নেটপাড়ার বাসিন্দারা। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি সরকারি হাসপাতালের মধ্যে মহিলা কর্মীরা মদের পার্টি করছেন। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার (Telangana) হানামকোন্ডা জেলার সরকারি প্রসূতি হাসপাতালের অভ্যন্তরে।

ভিডিওটি হাসপাতালে ভর্তি থাকা কোনও এক রোগীর আত্মীয় রেকর্ড করেছেন। হাসপাতালের মহিলা কর্মচারীদের হাসপাতাল চত্বরে মদ পান করাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়। সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হওয়ার পর রোগীর পরিজনদের মধ্যেও উত্তেজনার সৃষ্টি হয়। রোগীর পরিজনরা ওই হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে একাধিক অভিযোগও করেন। তাঁদের অভিযোগ, হাসপাতালের কর্মীরা রোগী পরিষেবায় গাফিলতি করেন। এমনকি ২৪ ঘন্টা সতর্ক থাকার পরিবর্তে জন্মদিন উদযাপন করছে। এবং হাসপাতলের মধ্যেই  মদ্যপান পার্টির আয়োজন করছেন। যার কারণে তাঁরা  তাঁদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছেন।

উল্লেখ্য, ভিডিওতে যাদের দেখা যাচ্ছে তাঁদের মধ্যে একজন নার্স, একজন আরোগ্যশ্রী কর্মী এবং  একজন স্টাফ নার্স এবং দুজন বহিরাগত রয়েছেন বলে জানা গিয়েছে।

2 years ago
Sunak: টেমস পাড়ে ঋষি রাজ! সুনকই ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী, চ্যালেঞ্জ অর্থনীতির হাল

ব্রিটেনের প্রধানমন্ত্রীর (UK Prime Minister) কুর্সিতে ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনক (Rishi Sunak)। লিজ ট্রুসের পদত্যাগের পর সে দেশের শাসক দল কনজারভেটিভ পার্টি (Conservative Party)। জানা গিয়েছে, ব্রিটেনের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হবেন ঋষি। প্রধানমন্ত্রীর হিসেবে যখন সুনক শপথ নেবেন তখন তাঁর বয়স হবে ৪১। সোমবার কালীপুজোর রাতে এই খবরে স্পষ্টতই। ২৮ অক্টোবর তিনি শপথ গ্রহণ করবেন।

কনজ়ারভেটিভ পার্টির সদস্য ঋষি, বরিস জনসন মন্ত্রিসভার প্রাক্তন অর্থমন্ত্রীও বটে। ব্রিটেনের সাম্প্রতিক অর্থনৈতিক সঙ্কটে তিনিই যোগ্য প্রার্থী হতে পারেন, এ দাবি করেছিলেন তিনি। তাঁর পক্ষে পার্লামেন্টের ১৯১ সদস্যের সমর্থন রয়েছে বলে জানা গিয়েছে। এদিকে মাত্র ৪৫ দিনের মাথায় প্রধানমন্ত্রিত্ব ছেড়েছেন সুনকের পূর্বসূরি লিজ ট্রুস। তাঁর ঘোষিত আর্থিক নীতির জেরে ঘরে-বাইরে সমালোচনার মুখে পড়ে ট্রুসের এই সিদ্ধান্ত।

2 years ago


China: 'ভোটাধিকার চাই', বেজিংয়ের রাস্তায় জিংপিং বিরোধী পোস্টার, রাজপথজুড়ে লকডাউন বিরোধী প্রচার

আসন্ন পার্টি কংগ্রেসে ফের একবার চিন (China)-সহ শাসক দলের সর্বময় কর্তা হয়ে উঠে আসবেন শি জিংপিং (Xi Xingping)। এই সম্ভাবনা মোটামুটি নিশ্চিত। কিন্তু চিনা প্রেসিডেন্টের (China President) এই মসৃণ পথে কাঁটা জিংপিং-বিরোধী পোস্টার। বেজিংজুড়ে 'মহান নেতা চাই না, চাই ভোটাধিকার' সূচক পোস্টার ঘিরে চাঞ্চল্য। যদিও চোখে পড়া মাত্রই সেই পোস্টার সরিয়েছে বেজিং (Beijing Police) পুলিস। নানাভাবে সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই পোস্টারগুলি ব্লক করেছে বেজিং। কিন্তু চিনা প্রেসিডেন্ট শি জিংপিংয়ের অস্বস্তি কাটছে কি?

সূত্রের খবর, করোনার সংক্রমণ রুখতে কড়া লকডাউন নীতি নিয়েছে চিন। আর সেই নীতির ফাঁদে পড়ে প্রাণ ওষ্ঠাগত আম আদমির। তাঁদের মধ্যে থেকেই একাংশ এই পোস্টার ছড়িয়েছে বেজিংয়ের রাস্তায়। জানা গিয়েছে, ১৬ অক্টোবর, চিনা কমিউনিস্ট পার্টির কংগ্রেসে আবারও পাঁচ বছরের জন্য দলের প্রধান হিসেবে নির্বাচিত হবেন জিনপিং।

কিন্তু তার ঠিক দু’দিন আগে বেজিংয়ের রাস্তায় জিনপিং-বিরোধী এই পোস্টার। সেখানে কমিউনিস্ট শাসনের বিরোধিতার পাশাপাশি শি-কে সরানোর ডাক দেওয়া হয়েছে। একটি পোস্টারে লেখা, 'করোনা পরীক্ষাকে না বলুন, খাদ্যের অধিকারকে হ্যাঁ বলুন। লকডাউন নয়, স্বাধীনতাকে বাছুন। সাংস্কৃতিক বিপ্লব নয়, সংস্কার চাই। আমাদের মহান নেতা চাই না, ভোটাধিকার চাই। ক্রীতদাস না থেকে নাগরিক হয়ে উঠুন।'

2 years ago
Clash: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের আগুনে পুড়ে ছাই দলীয় কার্যালয়, আতঙ্ক

অষ্ঠমীর সকালেই শাসকদলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্য়ে। আগুনে (fire) পুড়ে ছাই হল তৃণমূলের (trinamul) দলীয় কার্যালয়। ঘটনাটি অশোকনগর (Ashokanagar) থানার অন্তর্গত ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের সেনডাঙা জোড়া পুকুর এলাকার। তবে ঘটনায় এক গোষ্ঠী অপর গোষ্ঠীকে দোষারোপ করলেও অভিযোগ অস্বীকার তৃণমূলের সেই গোষ্ঠীর।

কর্মী সমর্থক ও স্থানীয়রা জানান, অষ্টমীর ভোররাতে এলাকায় পুলিস (police) টহল চালাচ্ছিল ওই এলাকায়। সেই সময় পুলিস দেখতে পায়, তৃণমূলের দলীয় কার্যালয় আগুনে দাউ দাউ করে জ্বলছে। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পুলিস আধিকারিকরা গিয়ে পৌঁছলে, তাঁরাই  দমকলে খবর দেয়। দমকল কর্মীরা এসে ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, ওই এলাকার অপর তৃণমূলের গোষ্ঠী এই কাজ করেছে। ক্যামেরার সামনে এমনটাই সরাসরি অভিযোগ তোলেন তিনি। তিনি জানান, এর আগেও এই দলীয় কার্যালয় নিয়ে ঝামেলা হয়েছে। তখনও ওই গোষ্ঠীর উপরই অভিযোগ উঠেছিল। তবে ফের এই ঘটনায় এলাকা উত্তপ্ত করার অভিযোগ তুলেছেন তিনি।

ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আতঙ্কে আমজনতা। 

2 years ago


British: থেচার-মে'র পর লিজ ট্রাস, ব্রিটেনের তৃতীয় মহিলা প্রধানমন্ত্রী, হারলেন ইন্ডিয়ান অরিজিন ঋষি

বরিস জনসনের উত্তরসূরি খুঁজে নিল ব্রিটেনের কনজারভেটিভ পার্টি। ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত লিজ ট্রাস। ঋষি সৌনককে ২০ হাজারের বেশি ভোটে হারান তিনি। তবে এই নির্বাচনে ব্রিটেনের জনগণের কোনও ভূমিকা ছিল না। কনজারভেটিভ পার্টির দুই যোগ্য ব্যক্তির মধ্যে একজনকে বেছে নিয়েছেন দলের দেড় লক্ষ সদস্য। লিজের পক্ষে ভোট পড়েছে ৮১ হাজার আর ভারতীয় বংশোদ্ভূত সুনক পেয়েছেন ২০ হাজার ভোট।

তাঁর মন্ত্রিসভার একাধিক সদস্য একাধিক কেলেঙ্কারিতে বিদ্ধ হওয়ায় মাস দুয়েক আগে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী বরিস জনসন। সেই থেকে শুরু হয়েছিল উত্তরসূরি খোঁজার পালা। অবশেষে সোমবার চূড়ান্ত ফল ঘোষণা কনজারভেটিভ পার্টির। মার্গারেট থেচার এবং থেরেসা মে'র পর তৃতীয় মহিলা হিসেবে ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে বসবেন অক্সফোর্ড প্রাক্তনী লিজ ট্রাস।

এদিকে, ব্রিটেনে ক্ষমতাসীন কনজারভেটিভ দলের নেতৃত্ব নিয়ে লড়াই একসময় জমে উঠেছিল। বরিস জনসন পদত্যাগের পরপরই শূন্যপদ পূরণে প্রথমে ১১ জন প্রার্থী থাকলেও চূড়ান্ত প্রতিযোগিতায় টিকে ছিলেন ৫ শীর্ষ নেতা। সেখান ভোটের প্রতি ধাপ পেরিয়ে চূড়ান্ত যুদ্ধে মুখোমুখি হয়েছিলেন ট্রাস-সুনক।

তবে একটি সূত্রের দাবি, ঋষি সুনকের পরাজয়ের পিছনে একাধিক বিতর্ক কাজ করেছে। করফাঁকি বিতর্ক, সুনকের স্ত্রী অক্ষতার সঙ্গে রাশিয়ার সম্পর্ক সন্দেহে হওয়া তদন্ত ইস্যু ইত্যাদি ইত্যাদি বিরুদ্ধে গিয়েছে। ঘটনাচক্রে ঋষি সুনক ভারতীয় তথ্য-প্রযুক্তি জায়ান্ট ইনফোসিসের কর্ণধার নারায়ণমূর্তির জামাই।

2 years ago
Salman Khan: ক্যামেরা দেখেই সলমন খান পকেটে লুকোলেন গ্লাস! কী ছিল তাতে, জোর চর্চা নেটপাড়ায়

জিনসের পকেটে কাচের গ্লাস লুকোচ্ছেন ভাইজান (Salman Khan)। একি করছেন! প্যান্টের পকেটেই বা কেন লুকোচ্ছেন? কী ছিল ওতে? সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়(Social Media)। যা দেখে অনুরাগীরা হতভম্ব। কেন এমনটা করছিলেন সলমন খান (Bollywood)। এই প্রশ্নই ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। গত শুক্রবার রাতে প্রযোজক মুরাদ খেতানির জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন বলিউড সুপারস্টার।

সেখানেই উপস্থিত ছিল ক্যামেরাম্যানরা। গাড়ি থেকে নামতেই সলমনকে ঘিরে ধরলেন পাপারাৎজিরা। তখন কী করবে বুঝতে না পেরে তড়িঘড়ি পানীয়ের একটি গ্লাসকে জিনসের পকেটে রাখতে দেখা যায়। এরপর পাপারাৎজিদের আবদার মতো নানা পোজও দিলেন সল্লুভাই। এই ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়ে যায় নেটপাড়ায়। নানা আলোচনা শুরু হয় নেটপাড়ার বাসিন্দাদের মধ্যে। কেউ কেউ কৌতূহল প্রকাশ করেছেন। আবার কয়েকজন বলছেন 'এটা সলমনের নতুন স্টাইল'।

2 years ago
Punjab: পার্টিতে মাদক সেবন, মৃত্যু যুবকের, দেহ লুকোতে গিয়ে পুলিসের জালে এক বন্ধু

একটাই তো জীবন! সেই কারণে একজীবনে সব উপভোগ করার পিছনে ছুটছেন সকলে। আর জীবন উপভোগ করতে যাওয়াটাই কাল হল যুবকের। জন্মদিনের (Birthday Celebration) দিনই মৃত্যুর (Death)কোলে ঢলে পড়ল। জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয়েছিল পার্টির (Birthday Party)। আর বন্ধুদের নিয়ে অতিরিক্ত মাত্রায় মাদক (drug) সেবন করায় মৃত্যু হল ওই যুবকের। ভয়ে বন্ধু দেহ লোপাট করতে গিয়ে পুলিসের জালে ধরা পড়লেন। ঘটনাটি ঘটেছে পঞ্জাবের (Punjab) গুরদাসপুরে।

সূত্রের খবর, মঙ্গলবার রাতে মৃত্যু হয় ওই যুবকের। জন্মদিনের পার্টি করতে বন্ধুদের সঙ্গে বাইরে গিয়েছিলেন। ফেরার পথে হঠাৎ মৃত্যু হয় তাঁর।  সেসময় সঙ্গে ছিলেন এক বন্ধু। সে কী করবে ভেবে না পেয়ে দেহ লুকোতে গিয়ে পুলিসের নজরে পড়েন। সঙ্গে সঙ্গে মৃত যুবকের ওই বন্ধুকে গ্রেফতার করা হয়।

এরপর ওই যুবকের বন্ধুকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তাঁড়া পার্টিতে মাদক সেবন করেছিলেন। যুবকের কয়েক জন বন্ধু ও এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে।

2 years ago


Clash: শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বোমাবাজিতে উড়ল তরুণের হাত

উত্তপ্ত দুর্গাপুরের পান্ডবেশ্বর। বোমায় হাত উড়ল তরুণের। শুরু রাজনৈতিক তরজা। রাজ্যের শাসক দলের স্থানীয় নেতৃত্বের অন্দরের যুদ্ধে এখন অশান্ত এলাকা। রয়েছে পুলিস মোতায়ন। 

এবার প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব (inner clash)। পাণ্ডবেশ্বরে স্বাস্থ্যকেন্দ্রে(health centre) তৃণমূলের পার্টি অফিস(party office) করাকে কেন্দ্র করে উত্তেজনা। গত পরশু থেকে স্বাস্থ্য কেন্দ্র দখল করে তৃণমূল ছাত্র পরিষদ পার্টি অফিস করছিল বলে অভিযোগ। পার্টি অফিস করাকে কেন্দ্র করে শাসক দলের দুই শিবিরে গোষ্ঠীদ্বন্দ্ব বাঁধে। চলে ব্যাপক বোমাবাজি। মূলত, জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং ও পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুগামীদের মধ্যে ঝামেলা বাঁধে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে মাঠে গরু চড়াতে গিয়ে খড়ের গাদার মধ্যে কাগজে মোড়ানো অবস্থায় কিছু পড়ে থাকতে দেখে তা কুড়িয়ে দেখছিল একজন। সঙ্গে সঙ্গে সেটি ফেটে যায়। ঝন্টু মণ্ডল নামে ওক তরুণের বাম হাতের কব্জি উড়ে গিয়ে রাস্তার ধারে থাকা একটি মাঠে গিয়ে পড়ে। জখম হন আরও একজন। ঝন্টুকে সঙ্গে সঙ্গে প্রথমে জামুরিয়ার বাহাদুরপুর স্বাস্থ্য কেন্দ্র পরে রানীগঞ্জে নিয়ে যাওয়া হয়। কিন্তু আঘাত গুরুতর থাকায় তাকে দুর্গাপুরের রাজবাধের কাছে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঝন্টু মণ্ডলের ডান হাতের আঙুলও কম বেশি জখম । বোমা বিস্ফোরণের ঘটনাস্থল পুলিস রিবন দিয়ে ঘিরে রেখেছে। গোটা ঘটনায় থমথমে গোটা এলাকা।

একাধিকবার বিভিন্ন বৈঠকে শাসক দলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের অন্দরে গোষ্ঠীকোন্দল না করার বার্তা দিয়েছেন। তা সত্ত্বেও সেই বার্তাকে উপেক্ষা করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের খবর আসে প্রকাশ্যে। যা নিয়ে বিরোধীরাও কটাক্ষ করতে ছাড়েন না।


তবে গ্রামের মানুষ রাজনীতির ঊর্ধ্বে। কোনও রাজনৈতিক দলের সমর্থক হলেও গ্রামে কোনও অশান্তি চান না তারা। সকলেই চাইছেন গ্রামে শান্তি ফিরে আসুক। বোমাবাজির ঘটনায় রীতিমতো আতঙ্কিত তারা। 

2 years ago