
প্রসূন গুপ্ত: কয়েক মাস আগে বিভিন্ন জেলা সভাপতি এবং পুরাতন ব্লক সভাপতির কিছু রদবদল হয়েছিল। কিন্তু সম্প্রতি সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য নেতাদের নিয়ে বৈঠকে পশ্চিম মেদিনীপুরের অজিত মাইতির দেখা না পেয়ে প্রশ্ন তোলেন 'অজিত কোথায়?' সদুত্তর না পেয়ে অসন্তুষ্ট হন মমতা এবং জানান, সমস্ত স্তরের নেতৃত্বের পরিবর্তন হবে। এরই মধ্যে গত সপ্তাহে তিনি মেদিনীপুরে ও ঝাড়গ্রামে গেলে অজিতের দেখা পান এবং তাঁকেই কাজ দেখতেও বলেন। সম্প্রতি ১০৮টি পৌরসভা নির্বাচন হয়ে গিয়েছে , প্রভূত জয় পেয়েছে তৃণমূল। দেখা গিয়েছে এমন অনেক প্রার্থী জিতেছেন যাঁরা কোনও কেন্দ্রের সভাপতিও বটে। সাম্প্রতিক পরিবর্তিত সভাপতিদের কেউ কেউ জিতেছেন এই পৌর ভোট যুদ্ধে যথা বারাসাতের অশনি মুখোপাধ্যায়।
সম্প্রতি উত্তর ২৪ পরগনা জেলার দায়িত্ব এক ব্যক্তির উপর না রেখে ৪ জনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল। অশনি বারাসত লোকসভা কেন্দ্রের সভাপতি হয়েছিলেন আবার বারাসাত পৌরসভা নির্বাচনে তিনি জিতে চেয়ারম্যান হয়েছেন এখন দেখার দুটির দায়িত্ব তাঁর হাতে থাকে কিনা। এছাড়া ব্লক স্তর অর্থাৎ পঞ্চায়েত এলাকায় বিভিন্ন সভাপতি রয়েছেন। ২০২১ এর নির্বাচনের পর তাদের আর পরিবর্তন করা হয়নি। এবারে হওয়ার সম্ভাবনা প্রবল।
এই বিভিন্ন সভাপতি ঠিক করার দায়িত্ব অনেকটাই সর্বভারতীয় তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর। অভিষেক বিধানসভা নির্বাচনে সারা বাংলা চষে প্রচার করেছিলেন কাজেই অনেকটা পিকের পদ্ধতিতে তাঁর কাছে জেলা থেকে ব্লক স্তরের অবস্থান রয়েছে। শোনা যাচ্ছে তিনি বিভিন্ন বিধায়কের কাছ থেকে উপযুক্ত নেতার লিস্ট নেবেন এবং তাঁর টিমের সার্ভে করা লিস্টের সঙ্গে সঙ্গতি রেখে আগামি মাসের গোড়াতে বাংলার সংগঠন মজবুত করবেন। অবশ্য এমাসের শেষে মুখ্যমন্ত্রী বাঁকুড়া ও পুরুলিয়া সফর করবেন। এই দুই জেলাতে বিধানসভার ভোটের ফল খুব একটা আশানুরূপ হয়নি। মুখ্যমন্ত্রী সফর শেষ হলে দলের শীর্ষ নেতাদের সঙ্গেও বসে সমস্ত সভাপতির নাম ঘোষণা করবেন। শোনা যাচ্ছে, সদ্য দলে ফিরে আসা অর্জুন সিংয়ের উপরেও কিছু চমকপ্রদ দায়িত্ব আসতে পারে।