Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Pamela

Trafficking: ১০ মাস লড়াইয়ের পর মাদক মামলা থেকে মুক্তি বিজেপি নেত্রী পামেলার

মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়াও চলছে এই রাজ্যে। এমন দাবি করলেন বিজেপি নেত্রী পামেলা গোস্বামী। ২০২১ সালে যাঁর নাম জড়িয়েছিল মাদক পাচার মামলায়। তারপর যদিও আইনি লড়াইয়ে নেমেছিলেন পামেলা। মামলার জল কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিমকোর্ট- গড়িয়েছে সর্বত্রই। বহুবার তাঁকে ক্লিনচিট দেওয়া হলেও, রাজ্য সরকারের তরফ থেকে বারবার আদালতের নির্দেশ চ্যালেঞ্জ করে পদক্ষেপ নেওয়া হয়েছে, শুধুমাত্র তাঁকে ফাঁসানোর জন্য। এমনই দাবি করেন পামেলা।

বারবার মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, দাবি পামেলার। তবে শেষ পর্যন্ত এই মামলা থেকে সম্পূর্ণরূপে মুক্তি পেলেন পামেলা। তাঁর নামে রইল না আর কোনও অভিযোগ। এদিন, সত্যের এই জয়ই ভাগ করে নেন বিজেপি কর্মী সমর্থকরা। পামেলাকে কেন্দ্রে রেখে, মালা পরিয়ে, হাতে সত্যেমেব জয়তে লেখা প্ল্যাকার্ড নিয়ে চলল মিছিল।

পামেলার আইনজীবীও জানান, এই মামলা বাকিদের বিরুদ্ধে এখনও চললেও, পামেলার বিরুদ্ধে সমস্ত অভিযোগের নিস্পত্তি ঘটেছে।

তবে বিরোধী মহল শুক্রবার খুশি, কারণ সত্যের জয় হয়েছে। মাদক সঙ্গে রাখা এবং পাচারের অভিযোগে যোগ হওয়া কালো দাগ মুছল পামেলার জীবন থেকে। পামেলা যদিও আগেও বলেছিলাম, তাঁকে ফাঁসানো হয়েছে। পুরোটাই রাকেশ সিং ও রাজ্য সরকারের মিলিত চাল। তবে এই পরিকল্পনাতে জড়িয়ে কে বা কারা, তা জানা যাবে মামলার সম্পূর্ণ নিষ্পত্তিতে।

3 months ago
Jyotipriya: মাদক পাচারকারীকে মেয়ে বলে দাবি বালুর! বিস্ফোরক পামেলা

অমৃতা সিং ওরফে সুইটি। মাদক পাচার মামলায় ২০২১ সালে অমৃতার কাছ থেকে উদ্ধার হয় মাদক। উদ্ধার হয় বিপুল পরিমানে কোকেন ও ৮ লক্ষ ৫০ হাজার টাকা। প্রায় ১ বছর জেলে ছিলেন তিনি। মাদকপাচারকারী হিসেবে পুলিসের খাতায় নাম থাকা এক বছর জেলবন্দী অমৃতা সিংয়ের সঙ্গেই নাম জড়িয়েছে রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে ধৃত প্রাক্তন খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। স্যোসাল মিডিয়াতে এই অমৃতার সঙ্গে জ্যোতিপ্রয়র ছবি এখন ভাইরাল। আর এই ছবি প্রকাশ্যে আসার পরই নানা প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। মাদকপাচারকারীর সঙ্গে জ্যোতি যোগ খুঁজতে গিয়ে সিএন এর হাতে আসে হাইকোর্টের একটি হলফনামা। যাতে জ্যোতিপ্রিয় এই অমৃতাকে কন্যাসম বলে দাবি করেছেন। এ ব্যাপারে জানতে অমৃতার কাছে গেলে তিনিও জানান  জ্যেতিপ্রিয় তার পিতৃতুল্য। দীর্ঘ ৪০ বছর ধরে অমৃতার পরিবারের সঙ্গে জ্যোতিপ্রিয়র পরিবারের সম্পর্ক।

এদিকে জ্যোতিপ্রিয়-অমৃতার সম্পর্ক নিয়ে সরব হয়েছেন পামেলা গোস্বামী। কে এই পামেলা গোস্বামী? পামেলা গোস্বামীও মাদক পাচারে গ্রেফতার হয়েছিলেন। এবং অমৃতা সিং ও পামেলা গোস্বামী একই জেলে ছিলেন। সেই সূত্রেই পামেলা চেনেন অমৃতাকে। পরবর্তীতে পামেলাকে মাদক মামলা থেকে অব্যাহতি দেয় কলকাতা হাইকোর্ট। সেই পামেলা আবার সিএন এর মুখোমুখি হয়ে দাবি করেন  'জেলে থাকার সময় বালুদার সঙ্গে যোগাযোগ রাখত অমৃতা' এখানেই শেষ নয়, পামেলার দাবি শুধু রেশন নয়, গরু-কয়লা পাচারেও যুক্ত জ্যোতিপ্রিয়।

'সন্দেশখালির শাজাহান জ্যোতিপ্রিয় মল্লিকের কাছের মানুষ' 'শাজাহানের সঙ্গে মিলে রোহিঙ্গাদের অনুপ্রবেশ করানোর অভিযোগও তোলেন পামেলা। পামেলার কথায় কোটি কোটি টাকা লেনদেনের বিনিময়ে অনুপ্রবেশের অভিযোগ করেছেন পামেলা গোস্বামী জ্যোতিপ্রিয়ওর বিরুদ্ধে সোনা পাচারের অভিযোগও তোলেন পামেলা।

মাদক পাচার মামলার চার্জশিটে অভিযুক্ত হিসাবে সুইটির নাম থাকার পরেও, জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠতার পেছনে আসল কারণ কি? শুধু মাদক পাচারের সঙ্গেই যুক্ত থাকার অভিযোগ নয়, তোলাবাজির অভিযোগ রয়েছে সুইটির বিরুদ্ধে।যদিও মানতে নারাজ অমৃতা। আর এখানে প্রশ্ন উঠতে শুরু করে তবে কি রেশন দুর্নীতির কালো টাকার ভাগীদার  অমৃতা ?পামেলার দাবি রেশন দুর্নীতির কালো টাকার ভাগীদারও হয়েছেন সুইটি। জ্যোতিপ্রিয় মল্লিক এর কাছ থেকে আর্থিকভাবে লাভবান হয়ে, একাধিক ব্যবসা করেছেন তিনি। যদিও সেই অভিযোগ অস্বীকার করে অমৃতা।

সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তাকে জড়িয়ে তার বিরুদ্ধে চক্রান্ত করছেন বিবাহ বিচ্ছেদের মামলা চলা তার স্বামী সন্দীপ আগারওয়াল। সিএন-এর ক্যামেরার সামনে এমনটাই অভিযোগ করেছেন মাদক পাচারে ধৃত অমৃতা সিনহা ওরফে সুইটি।

তবে তদন্তের স্বার্থে ইডির তদন্তকারী আধিকারিকরা ডাকলে জিজ্ঞাসাবাদে সহযোগীতা করতে  রাজি অমৃতা। রেশন দুর্নীতি সঙ্গে জ্যোতিপ্রিয়া মল্লিক আদৌ জড়িত কিনা সে বিষয়ে তদন্ত হোক চান সুইটি নিজেও। জ্যোতিপ্রিয়কে নিয়ে কে ঠিক বলছেন অমৃতা না পামেলা উত্তর দেবে সময়।

6 months ago
Ranbir: মন্দিরের সামনে আলিয়ার জুতো রাখলেন রণবীর, চরম কটাক্ষ নেট দুনিয়ায়

প্রয়াত পরিচালক যশ চোপড়ার (Yash Chopra) স্ত্রী পামেলা চোপড়া (pamela Chopra) পরলোক গমন করেছেন ২০ এপ্রিল। যশরাজ ফিল্মসের প্রধান আদিত্য চোপড়া এবং উদয় চোপড়ার মা'কে শেষ শ্রদ্ধা জানাতে চোপড়া হাউজে ঢল নেমেছিল বলিউডের তারকাদের।

শাহরুখ খান, ভিকি-কৌশল, দীপিকা-রণবীর, রানী মুখোপাধ্যায়, সোনু নিগম জাভেদ আখতার, জয়া বচ্চন, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন-সহ জনপ্রিয় তারকারা উপস্থিত ছিলেন পামেলা চোপড়ার শেষ যাত্রায়। গিয়েছিলেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর। পামেলা চোপড়ার বাড়িতে ঢোকার মুখে রণবীর এমন কান্ড করেন, যার সমালোচনায় মুখর হয়েছে নেট দুনিয়া। কী এমন করলেন রণবীর?

প্রয়াত পামেলা চোপড়ার নিথর দেহ যে বাড়িতে শায়িত ছিল, সেই বাড়িতে ঢোকার মুখে একটি ছোট ঠাকুরের সিংহাসন রাখা ছিল। পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়ে, সদর দরজা দিয়ে ঢোকার মুখে আলিয়া ভাট তাঁর জুতো খুলে রাখেন। কিন্তু রণবীর আলিয়ার জুতো জোড়া হাতে তুলে নেয়। বাড়ির ভিতরে রাখেন, ছোট্ট মন্দিরের অদূরে। এই ভিডিও বর্তমানে ভাইরাল নেট দুনিয়ায়।        

View this post on Instagram

A post shared by Viral Bhayani (@viralbhayani)

এই ভিডিও দেখে নেটিজেনদের অনেকেই সমালোচনা করেছে রণবীরের। আবার আলিয়ার জুতো হাতে তোলা নিয়ে রণবীর ভক্তদের অনেকে বেশ প্রশংসা করেছেন।

one year ago


Jaya: যশ পত্নীর শেষ যাত্রায় মেজাজ হারালেন জয়া, ক্যামেরা দেখেই বিরক্তি প্রকাশ

বরাবর তিরিক্ষি মেজাজ নিয়ে চলেন জয়া বচ্চন (Jaya Bacchan)। সম্প্রতি পামেলা চোপড়ার (Pamela Chopra Death) শেষ যাত্রার অনুষ্ঠানেও মেজাজ হারালেন প্রবীণ অভিনেত্রী। সাদা পোশাকে পরে মাস্ক ঢাকা মুখে চোপড়া বাংলোয় পৌছনো মাত্র তাঁকে ঘিরে ধরে ক্যামেরা। কিন্তু স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তীব্র প্রতিবাদ জানিয়ে হাত তোলেন জয়া বচ্চন। তাঁকে সঙ্গ দিয়েছিলেন মেয়ে শ্বেতা বচ্চন। তিনি ক্যামেরার দিকে তাকালেও একরাশ বিরক্তি মুখে জয়া চিত্র সাংবাদিকদের আঙুল দেখিয়ে বলেন দূরে যেতে। তাঁর এই আচরণ সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই মন্তব্য ভেসে আসে, 'পরিস্থিতি যা-ই হোক, জয়ার মেজাজ সেই একই!' একজন আবার বলেছেন, 'স্বামী-স্ত্রীর ব্যবহারে কত ফারাক।'

View this post on Instagram

A post shared by @varindertchawla

এদিকে, পরিচালক-প্রযোজক যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়ার প্রয়াণের খবর পেয়ে শোকাহত অমিতাভ বচ্চন। পামেলার আকস্মিক মৃত্যুসংবাদে অমিতাভের মনে হয়েছিল, 'জীবন যেন থমকে গিয়েছে।' বৃহস্পতিবার অর্থাত্ ২০ এপ্রিল, মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন পামেলা চোপড়া। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মেনেছেন রানি মুখোপাধ্যায়ের শাশুড়ি।

one year ago
Amitabh: 'একে একে সবাই ছেড়ে চলে যায়', হঠাৎ কেন এই প্রসঙ্গ লিখলেন অমিতাভ

বলিউড (Bollywood) প্রযোজক যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়া প্রয়াত হওয়ার সংবাদ পেয়েই শোকাহত বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। বৃহস্পতিবার, সকালে শুটিং চলাকলীন পামেলার আকস্মিক মৃত্যুসংবাদে অমিতাভের মনে হয়েছিল, 'জীবন যেন থমকে গিয়েছে।' বৃহস্পতিবার অর্থাত্ ২০ এপ্রিল, মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন পামেলা চোপড়া। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মেনেছেন রানি মুখোপাধ্যায়ের শাশুড়ি। বেলা ১১টা নাগাদ শেষকৃত্য‌ সম্পন্ন হয়েছে ৭৪ বছরের পামেলার।

সম্প্রতি ‘প্রজেক্ট কে’-র শুটিংয়ের সময় পাঁজরে চোট পেয়েছিলেন অমিতাভ। প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তিনিও। সেরে উঠে আবার কাজ শুরু করেছেন। শুটের প্রথম দিনটির বর্ণনা দিয়ে অমিতাভ তাঁর সর্বশেষ ব্লগ শুরু করেন। লেখেন, “প্রথম দিনগুলি কখনও প্রত্যাশার দিন এবং অজানা উপাদানের দিন... এবং আজকের প্রথম দিনটি আলাদা ছিল না। মানুষ, ক্রু, কাজকর্ম। সমস্ত অজানা এবং আশ্চর্যের মধ্যে প্রত্যাশা জেগে ছিল।' এরপরই অমিতাভ লেখেন, 'সবাই একে একে আমাদের ছেড়ে চলে যায়। সব আনন্দ সঙ্গে নিয়ে চলে যায়।'

one year ago


YRF: যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়া প্রয়াত, শোকস্তব্ধ সিনে দুনিয়া

৭৪ বছরে প্রয়াত হলেন বলিউড পরিচালক যশ চোপড়ার (Yash Chopra) স্ত্রী পামেলা চোপড়া (Pamela Chopra)। বৃহস্পতিবার মুম্বইতে প্রয়াত হয়েছেন তিনি। জানা গিয়েছে, মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ১৫ দিন ভেন্টিলেশনে ছিলেন তিনি।  নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন বলে খবর। স্বামী যশ চোপড়ার সঙ্গে বহু কাজ করেছেন। যশরাজ ফিল্মসের ব্যানারে তিনি লেখক, কস্টিউম ডিজাইনার, এবং গায়িকা হিসেবেও কাজ করেছেন।

চাঁদনী সিনেমার 'ম্যায় সসুরাল নেহি যাউঙ্গি', দিলওয়ালে দুলহনিয়া সিনেমার 'ঘর আজ পরদেশী' গানে গলা দিয়েছেন পামেলা। ১৯৭৬ সালে যশ চোপড়ার 'কভি কভি সিনেমা লিখেছিলেন তিনি। ১৯৮১ সালের 'সিলসিলা' সিনেমার জন্য তিনি ডিজাইনারের সম্মান পান। যশ রাজ ফিল্মসের অন্যতম ভিত্তি ছিলেন পামেলা।

View this post on Instagram

A post shared by Yash Raj Films (@yrf)

গভীরভাবে শোকাহত যশ চোপড়া ও পামেলা চোপড়ার দুই পুত্র আদিত্য চোপড়া এবং অভিনেতা উদয় চোপড়া গভীরভাবে শোকাহত। বৃহস্পতিবার যশরাজ ফিল্মসের সামাজিক মাধ্যমে একটি পোস্টার দিয়ে পামেলা চোপড়ার প্রয়াণ বার্তা দেওয়া হয়েছে।

সেখানে লেখা হয়েছে, 'খুব ভারাক্রান্ত হৃদয়ে, চোপড়া পরিবার জানাচ্ছে, ৭৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন পামেলা চোপড়া। মুম্বইতে সকাল ১১টায় তাঁর  শেষকৃত্য সম্পন্ন হয়েছে। আপনাদের প্রার্থনার জন্য আমরা কৃতজ্ঞ। তাঁর পরিবার বর্তমানে একান্ত শোকজ্ঞাপনের সুযোগ চাইছে। '

one year ago