Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Missing

Maldah: পিকনিকে গিয়ে নিখোঁজ বাবা ও মেয়ে, ১১ দিন কেটে গেলেও মেলেনি খোঁজ...

ফের নিখোঁজের ঘটনা মালদহে। টানা ১১ দিন ধরে নিখোঁজ বাবা ও তিন বছরের কন্যা সন্তান। পিকনিক করতে বাড়ি থেকে বেরিয়ে প্রশাসনিক বিরুদ্ধে উঠেছে গাফিলতির অভিযোগ। ঘটনাটি মালদহের ইংরেজবাজারের সানিপার্ক এলাকার। 

সূত্রের খবর, গত ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন সকালে পিকনিকের জন্য বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান বেসকারি ব্যাঙ্কের কর্মী ইন্দ্রজিৎ সরকার‌ ও তাঁর তিন বছরের কন্যা সন্তান। জানা গিয়েছে, সানিপার্ক এলাকায় স্ত্রী ও দুই কন্যা নিয়ে ভাড়া থাকতেন ইন্দ্রজিৎ সরকার‌। নিজের স্বামী ও কন্যাকে ফিরে পেতে বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েও মিলেছে শুধুই অসহযোগিতা এমনটাই অভিযোগ নিখোঁজের স্ত্রী ঝুমা গোস্বামী সহ পরিবারের সদস্যদের। 

মুখ্যমন্ত্রীর মালদহ সফরের পরই ইংরেজবাজারের উত্তর বালুচরে পঞ্চম শ্রেণির ছাত্রী মুণ্ডহীন দেহ উদ্ধার থেকে শুরু করে মালদহের চাঁচলের সদর বাজারের সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় বারংবার পুলিসের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। প্রশাসনের উপর ভরসা হারিয়ে বাধ্য হয়েই আইন নিজেদের হাতে তুলে নিতে বাধ্য হচ্ছে আম জনতা। প্রশ্ন উঠছে আদৌ কি এগিয়ে বাংলা?

3 months ago
Purulia: মাধ্যমিক পরীক্ষা চলাকালীন হঠাৎ গায়েব এক পরীক্ষার্থী, চিন্তায় স্কুল কর্তৃপক্ষ ও পরিবার

রহস্যজনকভাবে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্র থেকে উধাও এক মাধ্যমিক পরীক্ষার্থী। শনিবার সকালে এমন আশ্চর্যজনক ঘটনাটি ঘটে পুরুলিয়া শহরের চিত্তরঞ্জন বয়স হাইস্কুলে। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে গোটা স্কুল চত্বরে। 

স্কুল সূত্রে জানা গিয়েছে, এদিন কাঁটাডি স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী দেবাশিস মাঝি মাধ্যমিক পরীক্ষা দিতে পুরুলিয়ার চিত্তরঞ্জন বয়েজ স্কুলে আসে। পরীক্ষা চলাকালীন হঠাৎ গায়েব হয়ে যায় দেবাশিস। যদিও স্কুলের বেঞ্চ থেকে তার অ্য়াডমিড কার্ড পাওয়া গেলেও কোথাও খোঁজ মেলেনি ওই ছাত্রের। এই খবর চাউর হতেই গোটা স্কুল চত্বরে খোঁজ শুরু হয় তার।

এরপর খবর দেওয়া হয় সদর থানার পুলিসকে। এরপরে খোঁজ শুরু হয় ওই ছাত্রের। যদিও স্কুলে লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানা যায় নিখোঁজ ওই ছাত্র স্কুলে এসেছিলো। কিন্তু তারপর আচমকা উধাও হয়ে যায় সে। নিখোঁজ হয়ে যাওয়া ওই ছাত্রকে নিয়ে চিন্তিত স্কুল কর্তৃপক্ষ ও তার পরিবার। গোটা ঘটনায় রহস্য দানা বেঁধেছে।

3 months ago
Maldah: বাড়ির সামনে থেকে গায়েব ব্যবসায়ীর নাবালিকা কন্যা, আতঙ্ক ছড়ায় মালদহ ইংরেজবাজারে

বাড়ির সামনে থেকে উধাও ব্যবসায়ীর নাবালিকা কন্যা। অপহরণের অভিযোগ উঠেছে মালদহের ইংরেজবাজারে। ইতিমধ্যে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায়।

জানা গিয়েছে, নিখোঁজ নাবালিকা একটি বেসরকারি স্কুলের ছাত্রী। বাড়ি মালদহের ইংরেজবাজারের উত্তর বালুচরে। ব্য়বসায়ী এই বিষয়ে জানিয়েছেন, সোমবার বিকেলে বাড়ির সামনেই খেলাধুলো করছিল ওই নাবালিকা। কিছুক্ষণ পর বাড়ির সামনে থেকে আচমকাই উধাও হয়ে যায় ওই নাবালিকা। এরপর বাড়ির সবাই উত্তেজিত হয়ে খোঁজাখুজি শুরু করে। কিন্তু অনেক খোঁজাখুজির পরেও পাওয়া যায়নি ওই নাবালিকাকে। 

অবশেষে নিখোঁজের অভিযোগে ইংরেজবাজার থানায় মামলা দায়ের করে নাবালিকার পরিবার। সিসিটিভি ফুটেজ দেখে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিস। মালদহ ইংরেজবাজারে একাধিকবার পড়ুয়া কিংবা নাবালক-নাবালিকা নিখোঁজের ঘটনা সামনে এসেছে। তারপর থেকে কড়া নিরাপত্তায় ঘিরে রাখা হয়েছিল মালদহ ইংরেজবাজারকে। যদিও তারপরেও মেলেনি সুরাহা।

3 months ago


Murshidabad: সাতদিন নিখোঁজ থাকার পর পুকুর থেকে উদ্ধার যুবকের দেহ, খুনের অভিযোগ পরিবারের

জলাশয় থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ। বড়ঞা থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। সকাল থেকেই মৃতদেহ রেখে দফায় দফায় চলে বিক্ষোভ। প্রথমে বড়ঞা গ্রামীণ হাসপাতালে মৃতদেহ রেখে বড়ঞা থানার ওসি অতনু দাসকে ঘেরাও করে বিক্ষোভ দেখান মৃতের পরিবার। পরে বড়ঞা থানা ঘেরাও করে প্রতিবাদ দেখান যুবকের আত্মীয় ও গ্রামবাসীরা।

পুলিস সূত্রে খবর, মৃত ওই যুবকের নাম অভিজিৎ সাহা। বয়স ২৬। তাঁর বাড়ি বড়ঞা থানার ববরপুর গ্রামে। মৃতের বাবার অভিযোগ, যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। প্রায় সাত দিন ধরে নিখোঁজ ছিল অভিজিৎ সাহা নামের এই যুবক। আর তাঁর মৃতদেহ উদ্ধার হল রবিবার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক মহিলার সঙ্গে যুবকের কয়েক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। ওই মহিলার বাড়ি বড়ঞা থানার পাশেই। মৃতের পরিবারের অভিযোগ, এই মৃত্যুর পিছনে রয়েছে ওই মহিলার হাত। আর এই অভিযোগ পুলিসকে বারবার জানিয়েও কোন সঠিক পদক্ষেপ নেয়নি পুলিস।

মৃতের পরিবারের আরও দাবি, যুবকের নিখোঁজের একদিন বাদেই ওই মহিলার কাছে থেকে উদ্ধার হয় মৃত এই যুবকের পড়নে থাকা জ্যাকেট ও মোবাইল ফোন। পুলিসকে সেই কথাও জানানো হয়েছিল। কিন্তু পুলিস ওই মহিলাকে আটক করেও ছেড়ে দেয়। পুলিসের বিরুদ্ধে তদন্তে নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন মৃতের মা-বাবা ও পরিবারের লোকজন।

রবিবার যুবকের দেহ জলাশয় ভাসতে দেখেই ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবার ও গ্রামবাসী। গ্রামবাসীরা অভিযোগ করেন, সঠিক সময় পুলি্স যদি তদন্ত করত তাহলে হয়তো যুবকের মৃত্যু হতো না। অবিলম্বে মূল অভিযুক্তের শাস্তি সহ ঘটনার সম্পূর্ণ তদন্তের দাবি জানিয়েছেন মৃতের মা ও বাবা।

3 months ago
Missing: সপ্তম শ্রেণীর ছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ গৃহশিক্ষকের বিরুদ্ধে...

স্কুল যাওয়ার পথে নিখোঁজ সপ্তম শ্রেণীর ছাত্রী। তিন দিন কেটে গেলেও এখনও মেলেনি তার খোঁজ। পরিবারের অভিযোগ, গৃহ শিক্ষকই তাদের মেয়েকে তুলে নিয়ে গিয়েছে। ঘটনাটি উলুবেরিয়ার শ্যামপুর থানার অনন্তপুর মিল গেট এলাকার। জানা গিয়েছে, অভিযুক্ত ওই শিক্ষকের নাম দেবব্রত মান্না (৫৭)। এলকার একটি বিদ্য়ালয়ে শিক্ষাকতা করতেন তিনি। 

সূত্রের খবর, সপ্তম শ্রেণীর ওই ১৩ বছরের নাবালিকা কয়েক বছর ধরেই পাশের পাড়া আটিলায় দেবব্রত মান্না নামে এক শিক্ষকের কাছে পড়াশোনা করত। শিক্ষক ও মেয়ের সম্পর্ক সমন্ধে প্রশ্ন ওঠায় মেয়েকে টিউশন থেকে ছাড়িয়ে দেয় তার বাবা। অভিযোগ, তারপরেও ওই নাবালিকাকে তার শিক্ষক রাস্তাঘাটে বিভিন্ন রকমভাবে বিরক্ত করত। সেই কথা বাড়িতে মাকে জানায় ওই নাবালিকা। তারপর ৮ই জানুয়ারি সোমবার স্কুল যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোনোর পর আর বাড়ি ফেরেনি ওই ছাত্রী।

তবে কীভাবে একটি ১৩ বছরের নাবালিকাকে নিয়ে যায় শিক্ষক ? এই নিয়েই উঠছে প্রশ্ন ? এই ঘটনার পর ওই শিক্ষকের বাড়িতে ওই ছাত্রীর পরিবারের লোক গেলে সেখানে দেখা মেলেনি তাঁর। এমনকি ফোনে যোগাযোগ করা হলে প্রথমে ফোন গেলেও পরে ফোন সুইচ অফ করে দেওয়া হয়। এ বিষয়ে শ্যামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ওই নাবালিকা ছাত্রীর পরিবার। এখন মেয়েকে খুঁজে পাওয়ার আশায় দিন গুনছে পরিবার।


4 months ago


Maldah: অবশেষে বাড়ি ফিরল মালদহের নিখোঁজ স্কুল ছাত্র, এখনও তিন ছাত্রীর খোঁজে পুলিস

সি এন এর খবরের জেরে অবশেষে ঘরে ফিরল মালদহের নিখোঁজ স্কুল ছাত্র। মালদহ ইংরেজবাজারের পুরাটুলী থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিল ওই ছাত্র। জানা গিয়েছে নিখোঁজ ওই ছাত্রের নাম শিব শংকর সিংহ। গত বৃহস্পতিবার থেকেই সে নিখোঁজ ছিল। অপহরণে সন্দেহে তার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল।

রহস্য়জনকভাবে একসঙ্গে তিন ছাত্রী নিখোঁজের পর স্কুল ছাত্র নিখোঁজ হওয়ায় পর নড়েচড়ে বসে পুলিস প্রশাসন। এরপর সি এন-এর খবরের জেরে এবং পুলিসের সহযোগীতায় অবশেষে বাড়ি ফেরে ওই নিখোঁজ ছাত্র। ছেলে বাড়ি আসায় খুশিতে আত্মহারা পরিবার।সংবাদমাধ্য়মে নিখোঁজ থাকা ওই ছাত্র জানায়, দিল্লিতে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিল সে। তবে বাড়িতে না জানিয়ে বেড়াতে যাওয়াটা যে ভুল তা সে বুঝতে পেরেছে। 

প্রসঙ্গত, মালদহের ইংরেজবাজারের পুরাটুলী থেকে নিখোঁজ হয় ওই স্কুল ছাত্র। তার ছয় দিন আগে রহস্য়জনকভাবে মালদহের কোতোয়ালি থেকে নিখোঁজ হয় তিন ছাত্রী। নিখোঁজ তিন ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানোও হয়েছে। যদিও এখনও পর্যন্ত খোঁজ মেলেনি ওই তিন ছাত্রীর। এই নিখোঁজ হওয়ার পিছনে কোনো বড় পাচার চক্র জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিস। 


4 months ago
Maldah: মালদহে তিন ছাত্রী নিখোঁজের পর এবার উধাও এক স্কুল ছাত্র, ঘটনায় চাঞ্চল্য

মালদহ কোতোয়ালির পর এবার ইংরেজবাজারের পুরাটুলী থেকে রহস্যজনকভাবে নিখোঁজ এক স্কুল ছাত্র। মাত্র ছয় দিন আগেই একইসঙ্গে অদ্ভুদভাবে তিন ছাত্রী নিখোঁজ হয়েছিল। তারপর আবারও এক ছাত্র নিখোঁজ হল। ইতিমধ্য়ে ওই নিখোঁজ ছাত্রের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়েছে। 

জানা গিয়েছে, নিখোঁজ ওই ছাত্রের নাম শিব শংকর সিংহ। গত তিনদিন ধরে সে নিখোঁজ। এই ছাত্রকে কেউ অপহরণ করল নাকি এর পিছনে অন্য কিছু রয়েছে তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। তাই নিখোঁজ ওই যুবকের অসহায় পরিবার পুলিসে দ্বারস্থ হয়েছেন। 

এভাবে ছেলে-মেয়ে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় বেশ আতঙ্কে রয়েছে গ্রামবাসীরা। এর সঙ্গে কোনো পাচার চক্র জড়িত রয়েছে কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিস। 


4 months ago
Maldah: একসঙ্গে নিখোঁজ তিন ছাত্রী, ছয় দিন কেটে গেলেও মেলেনি খোঁজ, আতঙ্কে পরিবার

একই গ্রাম থেকে একসঙ্গে নিখোঁজ তিনজন ছাত্রী। নিখোঁজের পর ছয় দিন কেটে গেলেও এখনও পর্যন্ত মেলেনি তাদের খোঁজ। যারফলে আতঙ্কে রয়েছে পরিবার সহ গোটা গ্রাম। ঘটনাটি মালদহ ইংরেজবাজার ব্লকের কোতোয়ালী অঞ্চলের পাহাড়পুর গ্রামের।

জানা গিয়েছে, পাহাড়পুর গ্রামের বাসিন্দা সীতেশ পাহাড়ি, তপন পাহাড়ি ও মিতুল পাহাড়ি। এই তিনজনের মেয়েই নিখোঁজ বর্তমানে। তাদের মধ্য়ে একজন কলেজের এবং দুইজন স্কুল ছাত্রী। স্কুল-কলেজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়েছিল তারা। তারপর থেকেই অদ্ভুদভাবে নিখোঁজ হয়ে যায় ওই তিনজনেই। নিখোঁজ ওই তিন ছাত্রীর মধ্যে একজন নাবালিকাও রয়েছে।

অনেক খোঁজাখুঁজি করেও তাদের খোঁজ না পাওয়ায় মঙ্গলবার ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ করে ওই তিন ছাত্রীর পরিবারের লোক। ছয় দিন কেটে গেলেও এখনও মেলেনি তাদের খোঁজ। পরিবারের অভিযোগ, পুলিসের কাছে বারংবার দ্বারস্থ হলেও পুলিস এই ঘটনা নিয়ে কোনো গুরুত্ব দিচ্ছে না। তাই থানার পর রথবাড়ি ফাঁড়িতেও গিয়ে অভিযোগ জানানো হয়। তবুও পুলিস তাদের সঙ্গে কোনও রকম যোগাযোগ করেনি বলে অভিযোগ। অসহায় অবস্থায় আতঙ্কে দিন কাটাচ্ছে ওই নিখোঁজ তিন ছাত্রীর পরিবার। 

4 months ago


Habra: পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ অষ্টম শ্রেণীর তিন ছাত্রী, চারদিনেও মিলল না খোঁজ

বাড়ি থেকে পরীক্ষা দিতে বেরিয়ে নিখোঁজ অষ্টম শ্রেণীর তিন ছাত্রী। চার দিন কেটে যাওয়ার পর মেলেনি তাদের খোঁজ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাবড়া এলাকায়। নিখোঁজ ছাত্রীরা হল মাম গাইন (১৩), সিমরন প্রজাপতি (১৪) ও স্নেহা দেবনাথ (১৪)। প্রত্যেকেই হাবড়া কামিনী কুমার গার্লস হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী।

জানা গিয়েছে, প্রত্যেকেই চলতি মাসের এক তারিখ স্কুলে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বের হয়। তবে তারা কেউই সেই পরীক্ষা দেয়নি এবং আশ্চর্যজনকভাবে উধাও হয়ে যায়। নিখোঁঁজ স্নেহার বাড়ি অশোকনগর থানা এলাকায়, মাম ও সিমরনের বাড়ি হাবড়ায়। ঘটনার পর পৃথকভাবে দুটি থানাতেই নিখোঁজ ডায়েরি করা হয়েছে। লিখিত অভিযোগের বিরুদ্ধে ঘটনার তদন্তে নেমেছে হাবড়া ও অশোকনগর থানার পুলিস। 

তবে এখনও পর্যন্ত নিখোঁজ ওই তিন ছাত্রীর কোনও খোঁজ পাওয়া যায়নি। একমাত্র স্নেহার কাছেই একটি ফোন ছিল কিন্তু একবার ফোন করার পর সেটিও বন্ধ রয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

5 months ago
Howrah: ঘরের উঠোন থেকে নিখোঁজ শিশু

ঘরের উঠোনেই খেলছিল বছর দুয়েকের শিশু। খেলতে খেলতে নিখোঁজ হয়ে যায় শিশুটি। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যায় হাওড়ার বাঁকড়া পুলিস ফাঁড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে মিশ্র পাড়ায়। জানা গিয়েছে, শিশুটিকে বাড়ির উঠোনে বসিয়ে দোকানে যান শিশুটির মা। কিছুক্ষণ পর বাড়ি ফিরে শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন শিশুর মা ও প্রতিবেশীরা। কিন্তু দিন পেরোলেও খোঁজ পাওয়া যায়নি শিশুটির।

খোঁজ না মেলায় বাঁকড়া পুলিস ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফে। শিশুটিকে খুঁজতে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিস। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ। তবে কেউ চুরি করে নিয়ে গিয়েছে বলে অনুমান প্রতিবেশীদের।

পুলিসের পক্ষ থেকে তদন্ত শুরু করা হলেও এখনও পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা যায়নি। তবে কী প্রতিবেশীদের অনুমান সঠিক? কে বা কারা তুলে নিয়ে গেল শিশুটিকে? এর পেছনে কোন অভিসন্ধি? ফের প্রশ্নের মুখে সাধারণের নিরাপত্তা।

5 months ago


Bankura: ৩ দিন পার, নেই কোনও যোগাযোগ, সিকিমে কাজ করতে গিয়ে নিখোঁজ বাঁকুড়ার ৩ যুবক

প্রকৃতির রোষে তছনছ সিকিম (Sikkim)। মেঘভাঙা বৃষ্টি, চুংথাম ড্যাম ভেঙে দক্ষিণ লোনাক লেক উপচে বিপুল জলের স্রোতে বিপর্যস্ত সিকিম। পাহাড়ে ধ্বংসলীলা চালিয়েছে তিস্তা। এই পরিস্থিতিতে সেখানে আটকে বহু। বিপর্যয় বিধস্ত সিকিমে নিখোঁজ রাজ্যেরও বহু মানুষ। সূত্রের খবর, সিকিমে কাজ করতে গিয়েছিলেন বাঁকুড়ার হেতাগড়া গ্রামের ২ যুবক, ভোলানাথ শিকারি ও কর্ন অধিকারী। প্রাকৃতিক দুর্যোগের পর থেকেই পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। দুশ্চিন্তায় হেতাগড়া গ্রামের দুই পরিবার।

অন্যদিকে দুর্যোগের পর খোঁজ নেই বাঁকুড়ার দ্বারিকা গ্রামের বাসিন্দা শেখ সুমনের। বাবা,মা দুজনেই অল্পদিনের ব্যবধানে মারা যান। তারপর থেকে জেঠ্যুর কাছে মানুষ। পেশায় সিভিল ইঞ্জিনিয়ার সুমন, মাত্র পাঁচ মাস আগে কাজে যোগ দিয়েছিলেন। পরিবারের সদস্যরা জানাচ্ছে, ৪ অক্টোবর শেষবার কথা হয়েছিল। তারপর থেকেই ফোন বন্ধ, কোনও খোঁজ খবর মেলেনি সুমনের।

শিল্প নেই ,কর্মসংস্থান নেই। বাড়ি-পরিবার, রাজ্যে ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিয়ে বিপদের মুখে। ফোনের ওপার থেকে সেই চেনা গলাটা একবার শোনার অপেক্ষায় দিন কাটাচ্ছেন বাঁকুড়ার ৩ পরিবার।

7 months ago
Durgapur: একদিন নিখোঁজ থাকার পর রেললাইনের পাশ থেকে উদ্ধার একাদশ শ্রেণির এক পড়ুয়ার দেহ

কোচিং সেন্টার থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল একাদশ শ্রেণির এক পড়ুয়া। নিখোঁজের একদিন পর রহস্যজনকভাবে রেল লাইনের পাশ থেকে উদ্ধার হয় ওই পড়ুয়ার ক্ষতবিক্ষত দেহ। পুলিস সূত্রে খবর, মৃত পড়ুয়ার নাম বিতান ঘোষ (১৭)। দুর্গাপুরের অমরাবতী সিআরপিএফ গ্রুপ সেন্টারের বাসিন্দা। দুর্গাপুরের ইস্পাত নগরীর একটি ইংরেজি মাধ্যম বেসরকারি স্কুলের একাদশ শ্রেণির পড়ুয়া ছিল। 

জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে বিতান সিটি সেন্টারের ওই কোচিং সেন্টারে যায়। শারীরিক অসুস্থতার কথা বলে বিকেলে ক্লাস থেকে বেরিয়ে যায় বিতান। তারপর সন্ধ্যা পেরিয়ে গেলেও বিতান বাড়ি ফিরছে না দেখে বিতানের মা খোঁজাখুঁজি শুরু করে। রাত গড়িয়ে এলেও বিতান বাড়ি না ফেরায় দুর্গাপুর থানার পুলিসের দ্বারস্থ হয় বিতানের মা এবং পরিবারের সদস্যরা। 

সূত্রের খবর, সম্প্রতি ওই কোচিং সেন্টারের পরীক্ষায় বিতানের রেজাল্ট খারাপ হয়। বুধবার বিতানের মায়ের কাছে খবর পৌঁছতেই বিতানকে বকুনি দেয় তাঁর মা। তারপর বৃহস্পতিবার সকালেও কোচিং সেন্টারে যায় বিতান। এরপর শুক্রবার সকালে কোচিং সেন্টারের ড্রেস পড়ে থাকা অবস্থায় বিতানের ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয় দুর্গাপুরের গ্যামন ব্রিজের রেল লাইনের পাশ থেকে। দুর্গাপুর রেল পুলিস মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। তবে কোচিং সেন্টার থেকে বেরিয়ে কিভাবে বিতানের মৃত্যু হয়েছে তা নিয়ে বেশ দ্বন্ধে রয়েছে পুলিস। আত্মহত্যা নাকি এর পিছনে রয়েছে অন্য রহস্য.. পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্তে নেমেছে পুলিস।

7 months ago
Birbhum: ভিনরাজ্য়ে কাজের উদ্দেশ্য়ে গিয়ে নিখোঁজ এক পরিযায়ী শ্রমিক

ভিনরাজ্য়ে কাজে গিয়ে মাঝ রাস্তায় নিখোঁজ রাজ্য়ের এক পরিযায়ী শ্রমিক। বীরভূমের পাড়ুই থানার সাত্তর অঞ্চলের মনোহরপুর গ্রামের বাসিন্দা রূপকুমার বাউরী গ্রামের এক প্রতিবেশির সঙ্গে মুম্বই যাচ্ছিলেন। নিখোঁজ শ্রমিকের পরিবার বীরভূমের পাড়ুই থানায় অভিযোগ করতে গেলে ফিরিয়ে দেওয়া হয়। অভিযোগ নিতে অস্বীকার করে বলে দাবি পরিবারের। 

জানা গিয়েছে, গত সোমবার রূপকুমার বাউরীর শ্বশুরবাড়ি পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার অন্তর্গত পালিটা গ্রামের প্রতিবেশী কুমার সর্দারের সঙ্গে রাজমিস্ত্রির কাজে ট্রেনে করে মুম্বই যাচ্ছিল। এরপর বম্বে ঢোকার আগে আচমকায় নিখোঁজ হয় রূপকুমার বাউরী। নিখোঁজের পর চার দিন কেটে গেলেও কোনও খবর পাওয়া যায়নি তাঁর। যার ফলে ওই নিখোঁজ শ্রমিকের পরিবার স্বাভাবিকভাবে চিন্তায় উদ্বিগ্ন হয়ে পড়ে। 

মুখ্য়মন্ত্রী পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ কমিটিও গঠন করেছেন। মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের কথা ভাবলেও বীরভূমের পাড়ুই থানার পুলিস কোনো সহযোগিতা করছে না বলে অভিযোগ নিখোঁজ শ্রমিকের পরিবারের। যদিও এই ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে মনোহরপুর গ্রাম জুড়ে।

7 months ago


Malda: অপহৃত নাবালিকা, ফিরিয়ে আনতে টাকার দাবি পুলিসের!

দোকানে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে অপহৃত অষ্টম শ্রেণির নাবালিকা ছাত্রী (Student)। অপহরণের পর উদ্ধার হলেও নাবালিকাকে ফেরত আনতে যেতে টাকা চাইছে পুলিস। এমনটাই বিস্ফোরক অভিযোগ নাবালিকার পরিবারের। তাহলে রক্ষকই ভক্ষক? উঠেছে এমনই প্রশ্ন। গাজিয়াবাদে নাবালিকাকে উদ্ধার করতে যাওয়ার জন্য ৪০ হাজার টাকা চাইছে স্থানীয় চাঁচল থানার (Chanchal Police Station) অন্তর্গত খরবা ফাঁড়ির পুলিস। সমগ্র ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের (Malda) চাঁচল থানার মল্লিক পাড়া এলাকায়।

পরিবার সূত্রে খবর, গত সাত দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল মালদহের চাঁচল ১ নং ব্লকের মল্লিকপাড়া এলাকার এক নাবালিকা। ওই নাবালিকাকে অপহরণ করা হয়েছে এমনটাই অভিযোগ তুলেছিল তার পরিবার। অভিযোগের তীর এক প্রতিবেশী বান্ধবীর বিরুদ্ধে। তারপর বৃহস্পতিবার দিল্লির গাজিয়াবাদ থানা থেকে খবর আসে ওই থানায় রয়েছে নাবালিকা। অপহরণ করে তাকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল পাচারের উদ্দেশে। রাস্তায় কোনও এক সহৃদয় ব্যক্তি ওই নাবালিকাকে উদ্ধার করে থানায় দিয়ে আসে।

এই মুহূর্তে ওই থানা থেকে স্থানীয় থানায় যোগাযোগ করে বলা হয়েছে, স্থানীয় থানা উপযুক্ত প্রমাণ সহ গেলে তবেই নাবালিকাকে ছাড়বে পুলিস। ওই নাবালিকার পরিবার খরবা ফাঁড়ির দ্বারস্থ হন। কিন্তু নাবালিকার পরিবারের অভিযোগ, পুলিসের নাম করে ওই ফাঁড়ির এক সিভিক নাবালিকার পরিবারের কাছ থেকে গাজিয়াবাদ যাওয়ার জন্য চল্লিশ হাজার টাকা দাবি করেছেন। টাকা না পেলে তারা কোনোভাবে নাবালিকাকে দিল্লি থেকে চাঁচলে আনতে পারবেনানা বলেও জানান। নাবালিকার পরিবারের এই অভিযোগ সামনে আসতে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য।

মহানন্দা নদীর তীরে সরকারি খাস জায়গায় বসবাস ওই নাবালিকার পরিবার। হতদরিদ্র, দিনমজুর পরিবারের সামর্থ্য নেই সেই টাকা যোগানের। মেয়েকে ফেরানোর চিন্তায় ব্যাকুল মা। পুলিসের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন।

8 months ago
Malda: একই ঘটনার পুনরাবৃত্তি? রণঘাটের পর এবার রতুয়ায় নিখোঁজ ছাত্র, কাঠগড়ায় প্রশাসন

একের পর এক নিখোঁজের ঘটনায় সংবাদ শিরোনামে মালদহ। চাঁচলের রণঘাটের পর এবার ফের নিখোঁজ রতুয়ার মালদাপট্টি এলাকার এক ছাত্র। এখানেও সেই একই অভিযোগ। দিনের পর দিন ধরে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও লাভ কিছু হয়নি। প্রশাসনের তরফে কোনও পদক্ষেপই নেওয়া হয়নি। অবশেষে বৃহস্পতিবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। ছেলেকে ফিরে পাওয়ার আকুল আর্তি অসহায় মা ও বাবার।

নিখোঁজ ছাত্রের বাবার অভিযোগ, মঙ্গলবার বাড়ি থেকে বেরিয়েছিল ওই ছাত্র। অভিযোগ, কয়েকজন অপরিচিত ব্যক্তি জল চাওয়ার নাম করে ভুল বুঝিয়ে তাকে তুলে নিয়ে যায়। ছেলেকে ফিরে পেতে চাইলে ৫ লক্ষ টাকা দিতে হবে বলে জানায় অভিযুক্তরা। এমনকি ছেলেকে মারধরও করা হচ্ছে। ছেলেকে কিডনাপের বিষয়টি পুলিসকে জানিয়েও কোনও সুরাহা মেলেনি। প্রশাসনের তরফে চরম অসহযোগিতার অভিযোগ তোলেন তিনি।

ফের প্রশাসনিক গাফিলতি? কেন বারবার প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। স্বভাবতই দায় ঝেড়ে ফেলতে ব্যস্ত শাসকশিবির। জেলা তৃণমূলের সহ সভাপতি দুলাল সরকার জানিয়েছেন, পুলিস সক্রিয়তার সঙ্গেই তদন্ত করছে।

ছাত্রের নিখোঁজের ঘটনায় সরব বিরোধী শিবিরও। বিজেপির দক্ষিণ মালদহের সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন, এর সঙ্গে পরোক্ষভাবে শাসকদলেই যুক্ত রয়েছে। পুলিসের সঠিক তদন্ত করা উচিত বলে মনে করেন তিনি।

উল্লেখ্য, কখনও রণঘাট তো, কখনও রতুয়া। একই অভিযোগ, পুলিসি নিষ্ক্রিয়তা। মানুষকে রক্ষা করার দায়িত্ব যাঁদের, তাঁদের বিরুদ্ধেই এমন অভিযোগ উঠছে কেন? উত্তর অধরাই।

8 months ago