Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Meyebela

Serial: টিআরপি তালিকায় নিচের দিকে 'মেয়েবেলা', রূপা বিদায়ের প্রভাব!

বাংলা ধারাবাহিকে একসময় উপরের দিকে ছিল মেয়েবেলা (Meyebela)। দর্শকেরা প্রথম দিকে মেয়েবেলার চিত্রনাট্যকে পছন্দ করেছিলেন বেশ। তবে ধারাবাহিকের মোড় ঘুরতেই, দর্শকদের আগ্রহ যেন কমতে শুরু করেছিল। তবুও টিআরপির(TRP) তালিকায় মোটামুটি একটা স্থান ধরে রেখেছিল ধারাবাহিকটি। তবে সম্প্রতি ধারাবাহিকটিকে এতো টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে, তাতেই বোধহয় দর্শকদের আগ্রহ তলানিতে ঠেকেছে। এই টিআরপির মুখ থুবড়ে পড়ার কারণ হতে পারেন রূপা গঙ্গোপাধ্যায়ও (Rupa Gangopadhyay)।

কিছুদিন আগেই 'মেয়েবেলা' ধারাবাহিক থেকে সরে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। ধারাবাহিকে বীথির চরিত্রে এরপর এসেছিলেন অভিনেত্রী অনুশ্রী দাস। কিন্তু তাতে যে দর্শকের মন মজেনি, সেই প্ৰমাণ পাওয়া গেল এইবার। ১১ মে পর্যন্ত দর্শকদের ধারাবাহিকের পছন্দের তালিকা পাওয়া গেল। প্রথম পাঁচে নেই মেয়েবেলা। তালিকায় ধারাবাহিকটি স্থান পেয়েছে ৯ নম্বরে। রেটিং পেয়েছে ৫.৭।

দর্শকদের পছন্দের তালিকায় ১ নম্বরে নাম রয়েছে, 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকের। দ্বিতীয় স্থানে নাম রয়েছে, 'জগদ্ধাত্রী'র। তৃতীয় স্থানে উঠে এসেছে 'গৌরী এলো' ধারাবাহিকের নাম। চতুর্থ স্থানে নাম 'নিম ফুলের মধু' ধারাবাহিকের। পঞ্চমে স্থান পেয়েছে, ' বাংলা মিডিয়াম'।

11 months ago
Rupa: আকাশছোঁয়া পারিশ্রমিক পান! কী কারণে 'মেয়েবেলা' থেকে সরে গেলেন রূপা!

বহু বছর বাদে 'মেয়েবেলা' (Meyebela) ধারাবাহিক দিয়ে ছোট পর্দায় প্রত্যাবর্তন করেছিলেন টলি থেকে বলিউডের পোড় খাওয়া অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় (Rupa Ganguly)। গল্পের বাঁধনের জন্য ধারাবাহিকের টিআরপি বেড়েছিল ঠিকই, কিন্তু এর আরও একটি ফ্যাক্টর হয়েছিলেন অভিনেত্রী রূপা। 'মহাভারত' খ্যাত এই অভিনেত্রীকে টেলিভিশনের পর্দায় দেখতে অধীর আগ্রহে থাকতেন দর্শকেরা। কিন্তু এবার থেকে পর্দায় 'মেয়েবেলা' ধারাবাহিকে বীথির চরিত্রে আর দেখা যাবে না রূপাকে।

ইতিমধ্যেই রূপার বদলে বীথির চরিত্রে দেখা গিয়েছে আরেক পোড় খাওয়া অভিনেত্রী অনুশ্রী দাসকে। তবে এই হঠাৎ বদল ঠিক মেনে নিতে পারছেন না অনেক দর্শক। তাঁরা বলছেন, 'বীথির চরিত্রে রূপাকেই বেশি ভালোলাগে।' রূপার এই হঠাৎ চলে যাওয়ায় ধারাবাহিকের টিআরপিতেও বদল আসবে বলে মনে করা হচ্ছে। নেটিজেনদের প্রশ্ন, আচমকা কেন এমন সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী? না কী তাঁকে বাদ দেওয়া হল?

জানা গিয়েছে, প্রযোজক সংস্থার সঙ্গে অভিনেত্রীর মতপার্থক্যের জন্যই এই সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন তিনি। টলি পাড়ার অন্দরে কানাঘুঁষো, বীথির চরিত্রকে পর্দায় যেভাবে দেখানো হচ্ছিল, তাতে খুব একটা সন্তুষ্ট ছিলেন না অভিনেত্রী। তবে ধারাবাহিকের প্রযোজনা সংস্থা বীথির চরিত্রে বদল ঘটাননি। ধারাবাহিক থেকে সরে যাওয়া না কি রূপা গঙ্গোপাধ্যায়ের স্বতন্ত্র সিদ্ধান্ত। দর্শক ডোডোর মায়ের চরিত্রে অনুশ্রী দাসকে কবে মেনে নিতে পারেন, সেইটাই দেখার।


12 months ago