Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Ladakh

Rahul: বাইকে লাদাখে গিয়ে বাবার জন্মদিন পালন রাহুল গান্ধীর

লাদাখে প্যাংগং হ্রদের তীরে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধিকে শ্রদ্ধা জানালেন তাঁর পুত্র রাহুল গান্ধি। রবিবার সকালে রাজীবের একটি ছবিতে মালা পরিয়ে শ্রদ্ধা জানান তিনি।

শনিবারই পিতার জন্মদিন পালন করতে বাইকে চেপে লাদাখে গিয়েছিলেন রাহুল গান্ধি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছেন। অতীতের স্মৃতিচারনা করে তিনি লেখেন, বিশ্বের অন্যতম সুন্দর জায়গা বলে মনে করতেন রাজীব গান্ধি। সেকারণে বাবার জন্মদিন পালনে প্যাংগং লেকে গিয়েছিলেন তিনি।

রাহুলের এই সফর নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজেজু নিজের টুইটার হ্যান্ডেলে রাহুলকে নিশানা করে লেখেন, লাদাখ নিয়ে ভুল প্রচার করছে রাহুল।

9 months ago
Jawan: নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে সেনাবাহিনীর গাড়ি, দুর্ঘটনায় প্রাণ হারালেন ৯ সেনা জওয়ান

গাড়ি দুর্ঘটনায় (Car Accident) মৃত্যু হল ৯ সেনা জওয়ানের (Indian Army)। একাধিক সেনা জওয়ান এই ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন। ঘটনাটি লাদাখের (Ladakh)। সূত্রের খবর, শনিবার লাদাখের নিয়মা জেলার কিয়ারি নামক শহরে ঘটনাটি ঘটেছে। বেস ক্যাম্পে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় বলে অনুমান। তবে এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।

সূত্রের খবর, লাদাখে ভারতীয় সেনাবাহিনীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় রাস্তার ধারে গভীর খাদে। এর জেরে ৯ জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। জানা গিয়েছে, লে থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে কিয়ারিতে এই দুর্ঘটনা ঘটেছে। কিয়ারিতে ঢোকার ৭ কিলোমিটার আগে পিচ্ছিল রাস্তা থেকে পিছলে খাদে গিয়ে পড়ে যায় বলে সেনা সূত্রে জানা গিয়েছে। সেনার ওই গাড়িতে মোট ১০ জন জওয়ান ছিলেন। তার মধ্যে ৯ জনেরই মৃত্যু হয়েছে এবং এক জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।

তবে নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। গাড়ি ও জওয়ানদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

9 months ago
Rahul Gandhi: রাজনীতিবিদ নয়, এবারে 'বাইকার' রাহুল হিসাবে ধরা দিলেন সাংসদ, নয়া রূপে মুগ্ধ নেটিজেনরা

শতাব্দী প্রাচীন একটি দলের দায়িত্ব জন্মসূত্রে কাঁধে নিয়েও, 'গান্ধী' পরিবারের আর সকলের থেকে একটু ছক ভাঙা রাহুল গান্ধী (Rahul Gandhi)। কিন্তু ৫২ বছরের এই রাজনীতিকের বয়স যেন কেবলমাত্র একটি সংখ্যা ছাড়া আর কিচ্ছুটি নয়। কেবল রাজনীতি নয় নিজের রকমারি 'মুডের' কারণে, লুকের কারণেও খবরের শিরোনামে থাকেন তিনি। তবে এবারে এক অন্য রূপেই দেখা গেল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে। এই যেমন এবার তিনি তাঁর বাইক নিয়ে বেড়িয়ে পড়েছেন লাদাখের (Ladakh) উদ্দেশে। আর সেখানে যেতেই একগুচ্ছ ছবি শেয়ার করলেন তিনি। ক্যাপশেন লিখেছেন, 'বাবা বলতেন, এই জায়গা বিশ্বের মধ্যে অন্যতম সুন্দর জায়গা।'

সৌন্দর্যে মোড়া লাদাখের পাহাড়ি রাস্তায় খোশমেজাজে বাইক চালাচ্ছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তিনি। মাথায় হেলমেট, পরনে বাইকারের পোশাক, চোখে আঁটা রোদ চশমা, পিঠে ব্যাগ নিয়ে খোশমেজাজে চালাচ্ছেন বাইক। লেহ-লাদাখে গিয়ে এক অন্য মুডেই ধরা দিলেন তিনি। তিন দিনের জন্য লেহ-লাদাখ সফরে গিয়েছেন ও সেখানে গিয়েই প্যাংগং লেকে যেতে তিনি তাঁর স্পোর্টস বাইককেই সঙ্গী করে নিয়েছেন। আর বেরিয়ে পড়েছেন লাদাখের অতুলনীয় সৌন্দর্য দেখতে।

তবে হেলমেট পরা অবস্থায় রাহুল গান্ধীকে চেনা বড় দায় ছিল। দেখে মনে হচ্ছে, ঠিক যেন সিনেমার দৃশ্যের শ্যুটিং চলছে। একেবারে হলিডউ মুডে রয়েছেন রাহুল। কিন্তু হেলমেট খুলতেই স্পষ্ট হল তাঁর মুখ। উল্লেখ্য, ব্যাচেলর রাহুল গান্ধীর গ্যারেজে রয়েছে একটি কেটিএম ৩৯০ সি মডেলের বাইক। আর এটাতেই চেপে  লাদাখের সৌন্দর্য উপভোগ করছেন তিনি। এই বাইকটির বাজারদর ২ লক্ষ ৭৯ হাজার টাকা।

9 months ago


Avalanche: উপত্যকায় তুষারধসে মৃত দুই বিদেশী, উদ্ধার ২১! লাদাখেও বিপর্যয়ের বলি মা-মেয়ে

জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) গুলমার্গে (Gulmarg) গত কয়েকদিন ধরেই শুরু হয়েছে তুষারপাত (avalanche)। বুধবার সেখানে ভয়াবহ তুষারধস নামে। যার জেরে দুই বিদেশী নাগরিকের মৃত্যু (Death) হয়েছে বলে পুলিস সূত্রে খবর। উদ্ধার অভিযানে নেমে ২১ জন বিদেশী নাগরিক এবং ২ জন স্থানীয় গাইডকে উদ্ধার করা হয়েছে।

বারামুল্লা পুলিস একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছে যে, ২১ জন বিদেশী নাগরিক এবং দুই স্থানীয় গাইড নিয়ে তিনটি দল বুধবার স্কিইং করার জন্য আফারওয়াত গুলমার্গে গিয়েছিল। সেখানের হাপাথখুদ কাংডোরিতে আটকে পড়েছিল। তারপরই বিপর্যয়ের কবলে পড়েন তাঁরা। খবর পেয়ে বারামুল্লা পুলিস জেকেপি এবং পর্যটন বিভাগের যৌথ উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছয়।

জম্মু কাশ্মীর পুলিস এবং পর্যটন বিভাগের যৌথ উদ্ধার অভিযানে আটকে পড়া ২৩ জনের মধ্যে ২১ জনকে উদ্ধার করা হয়েছে। প্রাণ হারিয়েছেন দুই বিদেশি নাগরিক। তাঁদের মরদেহ পরবর্তী চিকিৎসা ও আইনি প্রক্রিয়ার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, গত রবিবার লাদাখের কার্গিলে তুষার ধসের জেরে মৃত্যু হয় মা ও তাঁর কিশোরী মেয়ের। সেই ঘটনার দু’দিনের মাথায় এবার তুষার ধসে নামল কাশ্মীরের গুলমার্গে।

one year ago
Pet: প্রিয় পোষ্যকে নিয়েই লাদাখে দিল্লির যুবক, বাইককে বানালেন নিজেদের মতো করে

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও ভীষণভাবে ভাইরাল হয়েছে। সকলের প্রশংসা কুড়িয়েছে ভিডিওটি। ভ্রমণপ্রেমীরা বিশেষ করে উঠতি বয়সীদের মধ্যে বাইকে করে লাদাখ যাওয়ার প্রবণতা ভীষণভাবে বেড়েছে। আর ধরুন, আপনি আপনার প্রিয় পোষ্যকেও সঙ্গী করলেন। বাইকের পিছনে বসিয়ে দুজনে মিলে পাড়ি দিলেন অজানা সুন্দরের উদ্দেশে। আর এরকই একটি ভিডিও এখন নেটমাধ্যমের সেনসেশন।

দিল্লির বাসিন্দা চৌ সুরেঙ্গ রাজকনওয়া তাঁর 'প্রিয় বন্ধু' বেলাকে নিয়ে বেরিয়ে পড়লেন লাদাখের উদ্দেশ্যে। তবে এ সিদ্ধান্ত নেওয়াটা খুব একটা সহজ ছিল না। কারণ ঝুঁকি, প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে হবে বেলাকেও। শেষমেশ সিদ্ধান্ত নেন বেলাকে ছেড়ে যাবেন না।  এর ফলে পোষ্যকেও সেই মতো তৈরী করেন। ঠান্ডা ঝোড়ো হাওয়া, বৃষ্টি, তুষারপাত সবকিছুর জন্য প্রস্তুত বেলা। আবার তার জন্য বিশেষ রোদচশমাও তৈরি করিয়েছিলেন বলে ৪৫ সেকেন্ডের ওই ভিডিওতে জানিয়েছেন রাজকোনওয়ার।

ভিডিওতে দেখা গিয়েছে, রাজকোনওয়ার এবং বেলা বাইকে করে পেরোচ্ছে লাদাখের বরফ ঢাকা কঠিন পথ। খরস্রোতা নদীকেও পেরিয়ে পৌঁছে গিয়েছেন উমলিং লা পাসে। সেখানে  জাতীয় পতাকার সঙ্গে ছবি তুলতে দেখা গিয়েছে তাঁদের। এই উমলিং লা পাস দেশের সর্বোচ্চ যান চলাচল যোগ্য সড়ক। প্রসঙ্গত, রাজকোনওয়ার নিজেই জানিয়েছেন, এর আগে পোষ্যকে নিয়ে কেউ সেখানে যাননি। প্রথম এই কৃতিত্ব তাঁর এবং বেলারই। ভিডিয়ো দেখে রাজকোনওয়ার আর বেলার প্রশংসা করেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ‘‘এ ভাবেই সাহস করে আরও দুঃসাহসিক অভিযানে নামুন।’’

one year ago