Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Isl

Islampur: স্বাধীনতা দিবসের দিনেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা, গুলিবিদ্ধ দু'পক্ষেরই ২২ হন

স্বাধীনতা দিবসের দিন উত্তেজনা ইসলামপুরে। তৃণমূল কর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। আহত হয়েছেন প্রায় ২২ জন। উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার কমলাগাও সুজালি গ্রাম পঞ্চায়েতের আতালডাঙ্গি হাট এলাকার ঘটনা।

পুলিশ জানিয়েছে, তাঁদের মধ্যে কেউ গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ রয়েছে, কারও শরীর ছুঁয়ে বেরিয়ে গিয়েছে গুলি। আহতদের অনেকেই ইসলামপুর হাসপাতালে ভর্তি রয়েছেন। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় ওই হাট এলাকায় তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে উত্তেজনা ছড়ায়। দুই পক্ষের মধ্যে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ ওঠে।

আবার অভিযোগ, বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে পিছন দিক থেকে গুলি করা হয়। তৃণমূলের অঞ্চল সভাপতি আব্দুল হকের নেতৃত্বেই এই গুলি চালানোর ঘটনা ঘটেছে। যদিও কয়েকজন আহত তৃণমূল কর্মী অভিযোগের আঙুল তুলেছে নির্দলদের দিকে।

ঘটনায় আহতদের মধ্যে ১৪ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তাঁদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করা হচ্ছে বলে খবর। বাকিরা ইসলামপুর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

9 months ago
Earthquake: ফের ভূমিকম্প! ভোরে আচমকা কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

এক ভূমিকম্পের (Earthquake) রেশ কাটতে না কাটতেই ফের ভূমিকম্প আন্দামান নিকোবরে (Andaman And Nicobar)। গত পাঁচ দিনের মধ্যে আরও একবার কেঁপে উঠল আন্দামান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, বুধবার ২ অগাস্ট রিখটার স্কেলে ৫ মাত্রার কম্পনে কেঁপে ওঠে দ্বীপপুঞ্জ। সূত্রের খবর, এখনও অবধি প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

সূত্রের খবর, বুধবার সকাল ভোর ৫টা ৪০ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। বেশ কিছুক্ষণ ধরে কম্পন অনুভূত হয়েছে এদিন। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরে। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নিকোবর দ্বীপপুঞ্জের অক্ষাংশ ৯.৩২ এবং দ্রাঘিমাংশ ৯৪.০৩।

আজ সকাল সকাল ভূমিকম্প হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন দ্বীপপুঞ্জের স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। একাধিকবার দ্বীপপুঞ্জে ভূমিকম্প হওয়ায় সুনামির আশঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। এর আগে গত শনিবারই আন্দামান ও নিকোবরে রিখটার স্কেলে ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। যার উৎপত্তিস্থলও ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরে। চলতি বছরে দ্বীপপুঞ্জে এটি তৃতীয় ভূমিকম্প। এর আগে জানুয়ারি ও মার্চে সেখানে ভূমিকম্প হয়েছিল। তারপর গত শনিবারের পর এই বুধবার সকাল।

9 months ago
Complaint: কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ, কি হয়েছিল ভোটের দিন ভাঙড়ে!

মঙ্গলবার গণনার রাতে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়। ভাঙড়-২ পঞ্চায়েতের অধীন কাঁঠালিয়া হাইস্কুলের দোতলার কন্ট্রোল রুমে সেদিন কী ঘটেছিল জানেন? বিস্ফোরক অভিযোগ উঠছে রাজ্য সশস্ত্র পুলিশের বাহিনীর বিরুদ্ধে। অভিযোগ, ওইদিন কন্ট্রোল রুমে আরাবুলকে তাঁর স্ত্রী-সহ আটকে রেখেছিল পুলিস। তাঁদের থেকে কেড়ে নেওয়া হয় মোবাইল। সেইসঙ্গে গালিগালাজ, আর বারবার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। নিখোঁজ সহকর্মীদের খোঁজ পাওয়া না গেলে তাঁদের কপালে দুর্ভোগ আছে, এমন হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। তখন বুথে উপস্থিত ভোটকর্মীরাও একই অভিযোগ তুলেছে পুলিশের বিরুদ্ধে। অন্যদিকে, এ বিষয়ে প্রশ্ন করা হলে রাজ্য পুলিশ বা বারুইপুর পুলিশ জেলার আধিকারিকেরা মন্তব্য করতে চাননি। ঘটনার প্রেক্ষিতে আরাবুল ইসলাম জানিয়েছেন, পুরো ঘটনার বিষয়ে তিনি দলকে জানিয়েছেন। 

পুলিশের অভিযোগ তাঁদের কর্মীদের নিখোঁজের পিছনে দায়ী আরাবুল ইসলাম ও তাঁর দলবল। তাই তাঁকে সেখানে আটকে রেখে বারবার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। আরাবুল জানিয়েছেন, পুলিশের ওই দুই কর্মীকে তো তিনিই নিমকুড়িয়া থেকে উদ্ধার করিয়েছেন। ওঁদের তো আইএসএফ তুলে নিয়ে গিয়েছিল। তাঁরা রাজনীতির মানুষ। পুলিশ সুযোগ পেলেই অসম্মান করে। দলকে সব ঘটনা জানিয়েছেন। পুলিশ বেশি রকম বাড়াবাড়ি করেছে।

10 months ago


Arabul: আরাবুলের নিজের গ্রামই হাতছাড়া তৃণমূলের, ভাঙড় জুড়ে দাপট আইএসএফ ও জমি রক্ষা কমিটির

ভাঙড়ের (Bhangar) প্রাক্তন তৃণমূল (TMC) বিধায়ক আরাবুল ইসলামের (Arabul Islam) গ্রামেই হেরে গেল তৃণমূল। পঞ্চায়েত ভোটে ভাঙড় ২ ব্লকের যে গুটিকয়েক গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের লড়াই করে জেতার কথা ছিল, তার মধ্যে একটি ছিল আরাবুলের গ্রাম পোলেরহাট ২। সেই গ্রামেই হেরে গেল রাজ্যের শাসক দল তৃণমূল। দুপুর দু’টো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী পোলেরহাট২ পঞ্চায়েতে মোট ২৪টি আসনের মধ্যে ১৫টিতেই জিতে গিয়েছে জমি রক্ষা কমিটি এবং আইএসএফের জোট। তৃণমূল এখনও পর্যন্ত স্রেফ একটিই আসনে জয়ী হয়েছে।

একসময়ে ভাঙড়ের রাশ থাকত তাঁরই হাতে। তবে ইদানীং ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামের প্রতিপত্তিতে কিছুটা ‘টান’ পড়েছিল বলে মনে করছিল স্থানীয় নেতৃত্বই। পঞ্চায়েত ভোটের ফল সেই ধারণাতেই সিলমোহর দিল। মঙ্গলবার ভাঙড়ে আরাবুলের নিজের গ্রাম পোলের হাট২ গ্রাম পঞ্চায়েতেই হেরে গেল তৃণমূল। ভাঙড় ২ ব্লকের ১০টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে স্রেফ দু’টিতেই সব আসনে লড়তে হয়েছিল তৃণমূলকে তার মধ্যেই একটি ছিল আরাবুলের গ্রামে পোলেরহাট২ গ্রাম পঞ্চায়েত।

10 months ago
Russia: যুদ্ধের ৫০০ দিন! রাশিয়ার আক্রমণে ইউক্রেনে ৫০০ শিশু-সহ ৯০০০ মৃত্যু...

রবিবার ইউক্রেনে (Ukraine) রুশ আগ্রাসনের ৫০০ দিন ছাড়াল। এই যুদ্ধে সকলকে চমকে দিয়েছিল কৃষ্ণসাগরের তীরে অবস্থিত স্নেক আইল্যান্ড (Snake Island)। এদিন যুদ্ধের ৫০০তম দিনে আইল্যান্ড দ্বীপের সফরে (tour) গেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। তিনি বলেন, ‘এই দ্বীপ কোনও দিন কেউ ছিনিয়ে নিতে পারবে না।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত ৯ হাজার সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। তার মধ্যে ছিল পাঁচশোটি শিশু। তবে এ সবই খাতায়কলমে থাকা হিসেব থেকেই অনুমান করা। রাষ্ট্রপুঞ্জের ‘মানবাধিকার পর্যবেক্ষণকারী অভিযান’-এর তরফে জানানো হয়েছে, আসল নিহতের সংখ্যা আরও অনেক বেশি।

তবে এ বছর কিন্তু গত বছরের তুলনায় হতাহতের সংখ্য়া কিছুটা কম। চলতি বছরে ২৭ জুন ক্ষেপণাস্ত্রের হানায় ১৩ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪টি শিশুও ছিল। উল্লেখ্য়, যুদ্ধক্ষেত্র থেকে বেশ অনেকটা দূরে লিভিভ শহরে রুশ হামলার পরেও ১০টি দেহ উদ্ধার হয়ছে। বৃহস্পতিবার, ওই হামলায় আরও ৩৭ জন জখম হয়েছিলেন। এই যুদ্ধের ফলে ৫০টিরও বেশি বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। লিভিভ পলিটেকনিক ইউনিভার্সিটির ডর্মিটরির একাংশ ভেঙে পড়েছে।

10 months ago


Arrest: ফের আগ্নেয়াস্ত্র সহ তিনজনকে গ্রেফতার, তদন্তে দৌলতাবাদ থানার পুলিস

ফের আগ্নেয়াস্ত্র (FireArms) সহ তিনজনকে গ্রেফতার (Arrest)। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ইসলামপুর (Islampur) বহরমপুর রাজ্য সড়কের উপর দৌলতাবাদ থানার পীরতলা এলাকায়। অভিযুক্তদের গ্রেফতার করেছে দৌলতাবাদ থানার পুলিস (Police)। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল সহ গুলি। পুলিস ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে। ইতিমধ্যেই বহরমপুরে সিজেএম আদালতে পাঁচ দিনের পুলিসি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতদের পেশ করা হয়েছে।  

পুলিস সূত্রে খবর, ধৃতদের নাম সারজু মণ্ডল, আলি রেজা মণ্ডল ও জুনাইদ মণ্ডল। এরমধ্যে আবার সারজু মণ্ডলের মা সিপিএমের পঞ্চায়েতের প্রার্থী। পুলিস আরও জানায়, মঙ্গলবার রাত ৯ টা নাগাদ নাকা চেকিং চলছিল পীরতলা এলাকায়। সেই সময়ই ধৃতদের ওই এলাকায় দেখা যায়। তারপরেই সন্দেহের জেরে তাদের কাছে তল্লাশি চলানো হয়। এরপরেই ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একটি ৭.৬৫ বোরের পিস্তল এবং তিন রাউন্ট গুলি। তারপরেই তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, ধৃতরা ওই এলাকায় অস্ত্র জোগান দেওয়ার কাজ করে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। 

10 months ago
Arabul: আইএসএফ কর্মী খুনে আরাবুল ও তাঁর ছেলে সহ ২০ জনের বিরুদ্ধে খুনের মামলা

আরাবুল (Arabul Islam) ও তাঁর পুত্র হাকিমুল (Hakimul Islam) সহ মোট ২০ জনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করল পুলিস। ভাঙড়ের (Bhangar) কাশীপুর থানায় মামলা দায়ের করা হয়। অভিযোগ দায়ের করেন নিহত আইএসএফ নেতা মহিউদ্দিনের বাবা কুতুবুদ্দিন মোল্লা। নির্বাচনের মনোনয়ন পর্বে ১৫ জুন রাতে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় তাঁর।

মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়ের বিভিন্ন এলাকা। বোমাবাজি এবং গুলি চালানো হয় বলেও অভিযোগ। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত ৬টি মামলা রুজু করা হয়েছে। আরাবুল প্রসঙ্গে কুতুবুদ্দিন জানান, তাঁর ছেলে মহিউদ্দিন হিংসার ঘটনার সঙ্গে যুক্ত নয়। তাঁরা শুধুমাত্র বিডিও অফিসের সামনে দাঁড়িয়ে ছিলেন। সেসময় গুলি চালানো হয় এবং সেই গুলি মহিউদ্দিনের গায়ে লেগে মৃত্যু হয়।

মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়ের বিভিন্ন এলাকা। ঘটনায় মোট ৩জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ২ জন তৃণমূল কর্মী। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

11 months ago
Fraud: ঋণ দেওয়ার নামে কয়েক কোটি টাকার প্রতারণার অভিযোগ এক ব্য়ক্তির বিরুদ্ধে

ঋণ (Loan) দেওয়ার নামে কয়েক কোটি টাকা প্রতারণার (Fraud) অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, পুলিসকে জানিয়েও কোনও সুরাহা মেলেনি। তবুও ফের পুলিসের দারস্থ হন প্রতারিতরা (Deceived)। জানা গিয়েছে, ইসলামপুর (Islampur) থানার কালানাগীন এলাকায় এসবিআই (SBI) ব্যাঙ্ক শাখার গ্রাহকরা প্রতারণার অভিযোগ তোলেন। বুধবার রাতে ইসলামপুর থানার পুলিসের দারস্থ হন তাঁরা। 

গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ প্রায় ৮ মাস আগে এক প্রতারককের বিরুদ্ধে ইসলামপুর থানায় অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। অন্যদিকে ব্যাঙ্কের লোন শোধ করার জন্য গ্রাহকদের উপর চাপ দিচ্ছেন ব্যাঙ্ক ম্যানেজার। 

গ্রামবাসীরা আরও জানিয়েছেন, এলাকার মহম্মদ মুজাম্মিল নামে এক ব্যক্তি গ্রামবাসীদেরকে সরকারি প্রকল্পের টোপ দেখিয়ে লোন দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। গ্রামের বেশির ভাগ মানুষের কাছে ব্যাঙ্কের লোন শোধ করার জন্য চাপ সৃষ্টি করতে থাকলে ঘটনাটি গ্রামবাসীদের নজর আসে। এরপরই হইচই শুরু হয়ে যায়। গ্রামবাসীদের দাবি, অভিযুক্তকে গ্রেফতার করে যথাযথ শাস্তি দেওয়া হোক। 

11 months ago


Special story: রামানন্দ বাবাজী কাজী নজরুল

সৌমেন সুর: বরাবরই কাজী নজরুল (Kazi Nazrul Islam) একটু হই হুল্লোড় করে মেতে থাকতে ভালোবাসেন। আর পকেটে টাকা এলে তো ব্যস, কতক্ষণে সেটা খরচ হবে এই ভাবনায় ফুর্তি করে কাটাতেন তিনি। একদিন বন্ধু বান্ধব নিয়ে খেলার মাঠে খেলা দেখতে এসেছেন। সেদিন মোহনবাগান ৭-১ গোলে জেতে বিদেশী দলকে হারিয়ে। খেলা শেষে নজরুল বলেন, 'চলো চন্দননগর যাই।' সবাই তখন একপায়ে রাজী। দলকে তাতিয়ে চাঙ্গা করে রাখছেন নজরুল। পকেটে কিছু টাকা। 'সত্তগাত'-এর অফিস থেকে কিছু টাকা পেয়েছেন। সেই টাকায় চলতে থাকছে আনন্দ আমেজ। 

হঠাৎ নজরুল বললেন, 'চলো ঢাকায় যাই।' কিন্তু যাবে কি করে! কারো পকেটে একটা টাকাও নেই। নজরুল বললেন, 'ঘাবড়াও মত্। ম্যয় হু না। যাবো যখন ঠিক করেছি যাবই। সেই রাতে চনন্দনগর থেকে শিয়ালদা স্টেশনে সবাই আসে। এবার ঢাকায় যেতে গেলে তো টিকিট কাটতে হবে। কিন্তু এতজনের টিকিট কাটার মত টাকা নেই নজরুলের কাছে। 

নজরুল একটা ফন্দি আটে। সোজা স্টেশন মাষ্টারের ঘরে ঢুকে পড়েন। ঐ ঘরে ঢোকবার আগে কয়েকজন টিকিট পরীক্ষক তাকে চিনতে পেরে ভক্তিভরে নমষ্কার জানায়। জানাবেই না কেন! নজরুলের পরনে সম্পূর্ন গৈরিক বসন। একেবারে সন্ন্যাসীর মতো। যাই হোক, নজরুল স্টেশন মাষ্টারকে বললেন, 'দেখুন আমরা ঢাকা যাবো। কিন্তু যা টাকা আছে সব টিকিটের টাকা আমাদের টাকা নেই। এক কাজ করুন, আমাদের আপনি ভেন্ডারের ব্যবস্থা করে দিন। আমরা ওতেই যাবো।'

   যথারীতি ভেন্ডারের ব্যবস্থা হলো। সবাই তাতে চড়ে বসলেন। হাসিঠাট্টা গানবাজনা করে পৌঁছানো হলো গোয়ালন্দ স্টেশনে। এবার জাহাজে চড়ে ঢাকা যেতে হবে। নজরুল একটা টিকিট আর মাদুর কিনে সবাইকে নিয়ে জাহাজে উঠে বসলেন। মাদুর বিছিয়ে তারা বসলেন। শুরু হলো গান গজল। গানের টানে মানুষ সব ভিড় করতে লাগলো নজরুলের কাছে। জাহাজের কাপ্টেন থেকে টিকিট পরীক্ষক নজরুলের গানে মজে গেল। টিকিট চাওয়া ভুলে গেল। পৌঁছে যাওয়া হলো ঢাকায়। এবার থাকবে কোথায়! 

অবশেষে বুদ্ধদেব বসু তার আত্মীয়ের বাড়িতে থাকার ব্যবস্থা করলেন। তখন জাতিভেদ প্রথা আর ব্যর্থ কৌলিন্যের বড়াই সমাজে বর্তমান। ঠিক করা হল একটা ব্যবস্থা। নজরুলের গেরুয়া বসন, ঝাঁকড়া চুল আর টানা চোখে, ওকে করা হলো বেলুড মঠের 'রামানন্দ বাবাজী।' চারিদিকে ধন্য ধন্য পড়ে গেল। অনেক মানুষ তার দর্শনলাভের জন্য জড়ো হতে লাগলো। 

নজরুলের ছিল বহুমুখী প্রতিভা। বেদ বেদান্ত উপনিষদ রামায়ন মহাভারত থেকে স্লোক আওড়ে সবাইকে করলেন মুগ্ধ। মাঝে মাঝে গীতার স্লোক আর সময় সুযোগ বুঝে শ্যামাসংগীত গেয়ে সবাইকে তাক লাগিয়ে দিলেন। বেশ কয়েকদিন এইভাবে চলতে লাগল। ধর্মালোচনা শুনতে মানুষ আসতে থাকলো। আর এই পরিস্থিতিতে পড়ে স্বয়ং নজরুল 'রামানন্দ বাবাজী' হয়ে থাকতে বেশ আনন্দ উপভোগ করতে লাগলেন। 

11 months ago
Maleesha: 'বস্তির রাজকুমারী' মালীশা! বস্তি থেকে মডেল হয়ে ওঠার কাহিনী হার মানাবে সিনেমার গল্পকেও

এ যেন এক সিনেমার গল্পকেও হার মানিয়ে দেয়। মুম্বইয়ের ধারাভি (Dharavi) বস্তির এক ১৪ বছরের কিশোরী কীভাবে এক লাক্সারি ব্র্যান্ডের মুখ হয়ে উঠেছে, তা সত্যিই স্বপ্নের মতো। এজন্যই হয়তো মুম্বইকে 'স্বপ্নের নগরী' বলা হয়। মালীশা খারওয়া (Maleesha Kharwa) মুম্বইয়ের ধারাভি বস্তিতে বসবসকারী এক কিশোরী। কিন্তু এখন এই মেয়েই লাক্সারি বিউটি ব্র্যান্ড 'ফরেস্ট এশেনসিয়াল'-এর ক্যাম্পেইন 'যুবতী কালেকশন'-এর মুখ। মালীশা 'প্রিন্সেস ফ্রম স্লাম' অর্থাৎ 'বস্তির রাজকুমারী' বলেই পরিচিত হয়ে উঠেছে। এখানেই শেষ নয়, তার জনপ্রিয়তা এতটাই ছড়িয়ে গিয়েছে যে, সম্প্রতি সে হলিউডের দুটি ছবিতে কাজ করারও প্রস্তাব পেয়েছে।

সাধারণত শ্যামবর্ণ মেয়েদের মডেল বা সিনেমার জগতে ভাবাই হয় না, কিন্তু সেই ভাবনাকেই বুড়ো আঙুল দেখিয়ে জীবনে এগিয়ে চলেছে মালীশা। তবে তার এই স্বপ্নপূরণের পথে তার সঙ্গে ছিলেন হলিউড অভিনেতা রবার্ট হফম্যান। তাঁর হাত ধরেই মালীশার মডেলিং জগতে প্রবেশ। ২০২০ সালে মুম্বইয়ে মালীশার খোঁজ পান তিনি। তার জন্য 'গো ফান্ড মি পেজ' নামে এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও খুলে দেন তিনি। তারপরেই ভাগ্য বদলায় মালীশার।

আজ মালিশার ইনস্টাগ্রামে মোট ফলোয়ারের সংখ্যা ২ লক্ষ ২৫ হাজারেরও বেশি। 'বস্তির রাজকন্যা' এই হ্যাশট্যাগটি তিনি ব্যবহার করেন তার প্রতিটি পোস্টেই। একাধিক ব্র্যান্ডের সঙ্গে নিয়মিত কাজ করছে সে। সম্প্রতি একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে, 'ফরেস্ট এশেনসিয়াল'-এক স্টোরে প্রবেশ করছে। সেখানে রাখা বিজ্ঞাপন গুলোতে তার ছবি। আর সেই দেখে আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়ে মালীশা। তবে এর পাশাপাশি পড়াশোনাটাও এগিয়ে নিয়ে যেতে চায় 'প্রিন্সেস ফ্রম স্লাম'। তবে বস্তি থেকে মডেলিং জগতে প্রবেশ করা তার কাছে সত্যিই এক স্বপ্নের মতো। তার জীবনের এই কাহিনী সাধারণ মানুষের জন্য অনুপ্রেরণামূলক।

12 months ago


LSG: মোহনবাগানের জার্সি গায়ে খেলবে লখনউ, উদ্বোধন হল জার্সির

বৃহস্পতিবার লখনউ সুপার জায়ান্টের (LSG) নতুন জার্সি (Jersey) উদ্বোধন করলেন লখনউ কতৃপক্ষ। এবার যেন একই মঞ্চে আইপিএল (IPL) ও আইএসএল (ISL)। এই প্রথম কোনও ভারতীয় ফুটবল ক্লাবের জার্সি পরে মাঠে নামবে কোনও আইপিএল দল। এবার আইএসএলে নতুন নামে আত্মপ্রকাশ করবে মোহনবাগান। বুধবার সবুজ-মেরুন ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ১ জুন থেকে আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করবে মোহনবাগান সুপার জায়ান্টস। 

শনিবার ইডেন গার্ডেন্সে কেকেআরের বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়ান্টসের জার্সি পরে খেলতে নামছে লখনউ সুপার জায়ান্টস। বৃহস্পতিবার কলকাতায় সেই নতুন জার্সির উদ্বোধন করল লখনউ টিম ম্যানেজমেন্ট। আগেই ঠিক ছিল, ইডেনে কলকাতার বিরুদ্ধে এই জার্সি পরে মাঠে নামবে লখনউ। সেই জার্সিরই আনুষ্ঠানিক উদ্বোধন করল লখনউ টিম।

12 months ago
Arrest: ৮ কিলো গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করল ইসলামপুর থানার পুলিস

ফের গাঁজাসহ গ্রেফতার এক ব্যক্তি। গ্রেফতার (Arrest) করল ইসলামপুর থানার পুলিস (Islampur Police Station)। জানা গিয়েছে অভিযুক্তের (Accused) নাম দীনেশ চৌধুরী। বাড়ি জলঙ্গী থানার অন্তর্গত চুয়াপারা গ্রামে।

পুলিস সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ইসলামপুর বাস স্ট্যান্ড থেকে বহরমপুর-জলঙ্গী গামী বেসরকারি একটি বাস থেকে দীনেশ চৌধুরী নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিস। তাঁর কাছ থেকে ৮ কিলো গাঁজা উদ্ধার করে ইসলামপুর থানার পুলিস। পুলিস সূত্রে আরও জানা গিয়েছে, দীঘা থেকে জলঙ্গীর দিকে নিয়ে যাওয়া হচ্ছিল বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে গাঁজা। তবে পাচারের আগেই হাতেনাতে ধরে ফেলে গাঁজাসহ অভিযুক্তকে।

12 months ago
Islampur: জমি নিয়ে বিবাদ, বাবা ও দুই ভাইকে ধারালো অস্ত্রের কোপ

জমি নিয়ে বিবাদের (Dispute) জেরে দুই ভাই ও বাবা কে ধারাল অস্ত্র দিয়ে মারার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর (Islampur) থানার গচিগছ এলাকায়। ঘটনায় গুরুতর জখম (Injured) হন বাবা পানাবুল ও তার দুই ভাই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিস (Police)। পুলিস আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়। জানা গিয়েছে, অভিযুক্ত ছেলের নাম মনসুর। 

জানা গিয়েছে, পানাবুল নামে এক ব্যক্তির তিন ছেলে সামাদ আলম, জাহির আলম ও মনসুর। তিন ছেলেকেই সমানভাগে জমিজমা ভাগ করে দেন বাবা পানাবুল। কিন্তু শনিবার সেই জমি ভাগাভাগি নিয়েই বিবাদ শুরু হয় বাবা সহ দুই ভাইয়ের সঙ্গে মনসুরের। সেই বিবাদ চলাকালীনই আচমকা মনসুর ধারাল অস্ত্র দিয়ে তাঁর বাবা ও দুই ভাইয়ের উপর চড়াও হয়। এরপর একের পর এক ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে তিনজনকে, এমনটাই সূত্রের খবর। 

12 months ago


Nazrul: সংগীত জগতে শোকের ছায়া, প্রয়াত নজরুল পুত্রবধূ কল্যাণী কাজী

নজরুল পরিবারে শোকের ছায়া। প্রয়াত হলেন কাজী নজরুল ইসলামের (Kazi Nazrul Islam) পুত্রবধূ কল্যাণী কাজী (Kalyani Kazi)। শুক্রবার প্রয়াত হলেন বিশিষ্ট নজরুলগীতি শিল্পী। বিদ্রোহী কবির কনিষ্ঠ পুত্র কাজী অনিরুদ্ধকে বিয়ে করেছিলেন কল্যাণী কাজী। নজরুল গীতির অন্যতম ধারক ও বাহকের প্রয়াণ ঘটল। শারীরিক অসুস্থতা নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন পশ্চিমবঙ্গের বেসরকারি হাসপাতালে। সেখানেই শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

কল্যাণী কাজী বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। তাঁর লড়াই চলছিল ব্লাড ক্যানসারের সঙ্গে। আবার সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। শহরের বেসরকারি হাসপাতাল তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। শুক্রবার তাঁর মাল্টি অরগান ফেইলিউর হয়, চিকিৎসকেরা চেষ্টা করেও তাঁকে আর ফেরাতে পারেননি। সমস্ত লড়াই শেষ করে অমৃতের পথে যাত্রা করলেন নজরুল পুত্রবধূ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

গায়িকা এবং নজরুল পুত্রবধূর প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। টুইটারে মমতা লিখেছেন, 'বিশিষ্ট সংগীতশিল্পী এবং কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ তথা কাজী অনিরুদ্ধের স্ত্রী কল্যাণী কাজীর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ সকালে কলকাতায় প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৮৭ বছর।'

মমতা আরও লিখেছেন, 'তাঁর অসামান্য গায়কীতে গাওয়া নজরুলগীতি শ্রোতাদের মুগ্ধ করে রাখত। পশ্চিমবঙ্গ সরকার ২০১৫ সালে তাঁকে 'সঙ্গীত মহাসম্মান' প্রদান করে। তিনি পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম আকাদেমির উপদেষ্টা পরিষদের সদস্যা ছিলেন।' বিশিষ্ট গায়িকার পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে কেবলমাত্র পশ্চিমবঙ্গ নয়, ওপার বাংলার নজরুল গীতি শ্রোতারাও কল্যাণী কাজীর প্রয়াণে শোকাহত।'

পাইকপাড়ার বাড়িতে কল্যাণী কাজীর মরদেহ নিয়ে যাওয়ার পর তাঁকে শায়িত রাখা হবে পিস হেভেনে। জানা গিয়েছে, মেয়ে অনিন্দিতা কাজী নিউ জার্সি থেকে দেশে ফিরলে পার্ক সার্কাসে কবর দেওয়া হবে কল্যাণী কাজীকে।

12 months ago
Fire: ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চারটি ঘর, চাঞ্চল্য ইসলামপুরের সোনাখোদা এলাকায়

ভয়াবহ অগ্নিকাণ্ডে (Fire) পুড়ে গেল চারটি ঘর। ঘটনাটি ঘটেছে ইসলামপুর (Islampur) থানার কামাতবস্তি সোনাখোদা এলাকায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে বইসাগু নামে এক ব্যক্তির বাড়িতে আগুন দেখতে পান স্থানীয়রা। তড়িঘড়ি স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান। আগুনের শিখার তীব্রতা এতটাই বেশি ছিল যে, মুহূর্তের মধ্যে চারটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। খবর দেওয়া ইসলামপুর থানার পুলিস (Police) ও দমকল বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনা পর্যন্ত চারটি ঘরের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। 

স্থানীয়দের প্রাথমিক অনুমান অনুযায়ী, রাস্তার পাশে ঘর থাকার কারণে কেউ হয়তো বিড়ি, সিগারেট খেয়ে শেষ অংশটুকু ফেলেছিল। সেখান থেকেই হয়তো কোনওভাবে আগুনের ফুলকি ছড়িয়ে পড়েছে। তবে কোথা থেকে কীভাবে যে আগুন লাগলো তা এখনও সঠিকভাবে জানা যায়নি।

12 months ago