Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

ISI

Sandeshkhali: সন্দেশখালিকাণ্ডে আটকদের জিজ্ঞাসাবাদের আবেদন, বসিরহাট মহকুমা আদালতের দ্বারস্থ সিবিআই

রেশন দুর্নীতির তদন্তে নেমে গত ৫ জানুয়ারি ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় ইতিমধ্যেই সিবিআইএর হাতে গ্রেফতার ৪ জন। রাজ্য পুলিসের পক্ষ থেকে গ্রেফতার করা হয় ৭ জনকে। এই ৭ জন হলেন আলী হোসেন ঘরামী, সঞ্জয় মন্ডল, সুকমল সদ্দার, মেহেবুব মোল্লা, আমিনুর শেখ, এনামুল শেখ এবং আইজুল শেখ।

এই ৭ জনকে এবার নিজেদের হেফাজতে চেয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে সিবিআই। এ বিষয়ে বুধবার বসিরহাট মহকুমা আদালতে আবেদন সিবিআইয়ের। বুধবার বসিরহাট মহাকুমা আদালত চত্বরে ১০ থেকে ১২ জনের একটি সিবিআই প্রতিনিধি দল সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ সন্দেশখালি কেসের তদন্তে ও নথি সংগ্রহ করতে বসিরহাট  আদালতে তারা আসেন বলেই সিবিআই সূত্রে খবর৷ পাশাপাশি শেখ শাহজাহান এবং তাঁর ঘনিষ্ঠ ফারুক আকুঞ্জিকেও মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা।

ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় ৫৫ দিন পর গ্রেফতার হয়েছিলেন শেখ শাহজাহান। কোথায় আত্মগোপন করেছিলেন তিনি? সিবিআই সূত্রে খবর, একদিকে যখন তাঁর ফাঁসির দাবিতে সরব ছিল সন্দেশখালি, তখন তিনি ছায়াসঙ্গী ফারুক আকুঞ্জির বাড়িতে লুকিয়ে ছিলেন। সেকারণেই সমগ্র বিষয়ে এই ঘটনায় জড়িতদের নিজেদের হেফাজতে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে দাবি সিবিআইয়ের। এখন এই সন্দেশখালি কাণ্ডের জল কতদূর গড়ায়, আর কোন কোন ব্যক্তি এই ঘটনায় জড়িত সেদিকেই তাকিয়ে বাংলার ওয়াকিবহাল মহল।

2 months ago
Narendra Modi: ভোটপ্রচারে কৃষ্ণনগরে প্রধানমন্ত্রী, সভাস্থল ঘিরে কড়া নিরাপত্তা

আরামবাগের পর কৃষ্ণনগরে প্রধাুনমন্ত্রী। শনিবার সকাল ১০ টা নাগাদ নদিয়ার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দানে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিসিটিভি ক্য়ামেরায় মোড়া রয়েছে গোটা সভা। এদিন সভার পাশাপাশি পাশের মাঠে একটি প্রশাসনিক সভার আয়োজন রয়েছে সেখান থেকে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মোদীর সভা ঘিরে উদ্দীপনা তুঙ্গে কর্মী-সমর্থকদের। সভাস্থল ঘিরে কড়া নিরাপত্তা। 

2 months ago
Sandeshkhali: জ্বলছে সন্দেশখালি! এলাকা পরিদর্শন করলেন ডিআইজি সিআইডি

গত ৭ দিন ধরে জ্বলছে সন্দেশখালি। ক্ষোভের আগুনে পুড়ে ছাড়খার গোটা এলাকা।দীর্ঘদিনের অরাজকতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন গ্রামের ক্ষুব্ধ অত্যাচারিত মহিলারা। হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান, শেখ শাহজাহানকে গ্রেফতার করতে হবে, তাঁদের ওপর অত্যাচার বন্ধ করতে হবে। অভিযোগ জানাতে রাস্তায় নেমেছে তাঁরা। কার্যত দফায় দফায় গর্জে উঠছে গোটা গ্রাম। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজ্যের সাংবিধানিক প্রধান থেকে শুরু করে একাধিক রাজ্য নেতৃত্ব। এবার ১০ সদস্যের প্রতিনিধি দল নিয়ে এলাকা পরিদর্শন করলেন ডিআইজি সিআইডি সোমা দাস মিত্র। কথা বলেন নির্যাতিত সেই সব মহিলাদের সঙ্গেও।

গ্রামবাসীদের অভিযোগ, সন্দেশখালিতে শাহজাহান বাহিনী দিনের পর দিন ধরে সাধারণ মানুষের ওপর অত্যাচার চালালেও ঠুঁটো জগন্নাথ হয়ে বসে থেকেছে প্রশাসন।  বিরোধী দলের তরফে অত্যাচারিতদের পাশে দাঁড়ানোর চেষ্টা শুরু হতেই, তাতে বাধা দিতে উঠেপড়ে লেগেছে রাজ্য প্রশাসন। বলা ভালো প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে শাসকের প্রশাসনিক দক্ষতা। কিন্তু আর কত দিন? কবে ফিরবে শান্তি? কবে প্রাণ খুলে হাসবে সন্দেশখালি? প্রশ্ন থাকল, জবাব দেবে সময়। 


3 months ago


Baranagar: নজরে বরানগর পুরসভার নিয়োগ পরীক্ষা! নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ পরিদর্শকদের

সম্প্রতি রাজ্যে একের পর এক দুর্নীতির খবর সামনে এসেছে। এর মধ্যে পুর নিয়োগ দুর্নীতি অন্যতম। মূলত, অয়ন শীলের সূত্র ধরে এই দুর্নীতির খবর সামনে আসে। অয়ন শীলের সংস্থা এবিএস ইনফোজোন-এ তল্লাশি চালিয়ে এই দুর্নীতির হদিশ পান তদন্তকারীরা। আর এবার সিবিআই-এর স্ক্যানারে বরানগর পুরসভার নিয়োগ পরীক্ষার কারচুপি।

জানা গিয়েছে, বরানগর পুরসভায় নিয়োগের জন্য ২০১৮ সালের অগাস্ট মাসে ২০টি সেন্টারে লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল। সেই পরীক্ষা কেন্দ্রে যারা পরিদর্শক ছিলেন এবার তাদেরকেই তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী বুধবার ওই পরিদর্শকদের নিজাম প্যালেসে আসতে বলা হয়েছে বলে সূত্রের খবর। বরানগর পুরসভার ক্লার্ক, পিয়ন, অ্যাম্বুল্যান্স অপারেটর সহ একাধিক পদে নিয়োগ হয়েছিল। এই নিয়োগের জন্য ২০১৮ সালে পরীক্ষা নেওয়া হয়েছিল। অভিযোগ, এই নিয়োগের পরীক্ষা দিয়েছিল মূলত ভুয়ো পরীক্ষার্থীরাই। এমনকি প্রার্থী সংখ্যাতেও কারচুপি করা হয়েছিল। সেই সঙ্গে বেশিরভাগ পরীক্ষার্থীই সাদা খাতা জমা দিয়েছিলেন বলে অভিযোগ। এই পরিস্থিতিতে পরীক্ষা কেন্দ্রের পরিদর্শকদের তলব করা হল সিবিআইয়ের তরফে।

স্বভাবতই প্রশ্ন উঠছে যে, রাজ্যের শাসকদলের প্রচ্ছন্ন মদত ছাড়া এত বড় দুর্নীতি কি আদৌ সম্ভব? তদন্তে কি সামনে আসবে এই দুর্নীতির মাথাদের নাম?

3 months ago
Exam: মাধ্যমিক পরীক্ষা দিতে হবে কড়া নজরদারিতে, দেখুন বিজ্ঞপ্তিতে কী কী বলা হয়েছে

আর মাত্র এক মাস। ২০২৪ সালে ২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। আর শেষ হবে ১২ ফেব্রুয়ারি। এবার মাধ্যমিকের নিরাপত্তা নিয়ে আরও নড়েচড়ে বসল মধ্যশিক্ষা পর্ষদ। কড়াকড়ি করা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার নিরাপত্তা। অর্থাৎ আঁটোসাঁটো নিরাপত্তায় এবার পরীক্ষার্থীদের মাধ্যমিক পরীক্ষা দিতে হবে। এই নিরাপত্তার মধ্যে রয়েছে সিসিটিভি। এই সিসিটিভি ঘোরাটোপে এবার মাধ্যমিক পরীক্ষা দিতে হবে। সেই ফুটেজ সংরক্ষণ করে রাখতে হবে। এবার পরীক্ষা কেন্দ্রগুলিকে শুক্রবার এমনই চিঠি দিল মধ্যশিক্ষা পর্ষদ। যা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।

পরীক্ষা কেন্দ্রগুলিকে শুক্রবার চিঠি দিয়ে পর্ষদ জানিয়েছে, প্রত্যেকদিনের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে। দেখতে হবে যাতে সিসিটিভিগুলি কাজ করে। কোনও কারণে সিসিটিভিরগুলির  সমস্যা হলে তার ব্যাকআপ রাখতে হবে। কোনও সমস্যা হলে আগে থেকে সিসিটিভি গুলি ঠিক করতে হবে। পর্ষদ জানিয়ে দিয়েছে, সিসিটিভি ফুটেজের সংরক্ষণগুলি সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রগুলির প্রধানের কাছেই পরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত রাখতে হবে। সিসিটিভি ফুটেজ নষ্ট হলে দায় নিতে হবে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষককে। 

উল্লেখ্য, বেলা ১১ টা ৪৫ থেকে বিকেল ৩ টে পর্যন্ত চলবে মাধ্যমিক পরীক্ষা। পর্ষদের এই নির্দেশ মানা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখতে পর্ষদের পর্যবেক্ষকরা সব পরীক্ষাকেন্দ্রে যাবেন। পরীক্ষাকেন্দ্রের যাবতীয় পরিস্থিতি খুঁটিনাটি সরেজমিনে খতিয়ে দেখে তাঁরা একটি রিপোর্ট পর্ষদের কাছে জমা দেবেন। কোনও ভাবেই যাতে প্রশ্নপত্র ফাঁস না হয়, সে ব্যাপারে এ বার অনেক আগে থেকেই কড়া অবস্থান নিতে শুরু করেছে পর্ষদ। তাই সিসিটিভি ক্যামেরা বসিয়ে নিজেদের দায় শেষ করতে নারাজ পর্ষদের কর্তারা। 

নতুন নির্দেশে আরও বলা হয়েছে, কোনও পরীক্ষার্থী নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার আগে পরীক্ষা শেষ হয়ে গেলেও প্রশ্নপত্র নিয়ে বাড়ি যেতে পারবে না। পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রের বাইরে যেতে পারবে না। তাই পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনও পরীক্ষার্থী প্রশ্নপত্র পরীক্ষাকেন্দ্রের বাইরে নিয়ে যেতে পারবে না।

4 months ago


Meeting: ফের আদালতে মুখ পুড়ল রাজ্যের, ধর্মতলায় বিজেপিকে সভা করার অনুমতি দিল ডিভিশন বেঞ্চ

আদালতে ফের ধাক্কা রাজ্য ও কলকাতা পুলিশের। রাজ্যের আবেদনের তোয়াক্কা না করে ধর্মতলায় বিজেপিকে সভা করার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। ফলে এটা স্পষ্ট যে সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। বিজেপিকে সভা করার অনুমতির পাশাপাশি ডিভিশন বেঞ্চের নির্দেশ, কর্মসূচির জন্য বিজেপিকে কলকাতা পুলিশের শর্ত মানতে হবে।' যদিও কলকাতা পুলিশের উদ্দেশ্যে পাল্টা নির্দেশ দিয়ে ডিভিশন বেঞ্চ জানিয়েছে, অতিরিক্ত কোনও শর্ত যোগ করা যাবে না।'

প্রসঙ্গত এই মামলার শুনানির সময় ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস কর্মসূচির প্রসঙ্গও ওঠে আসে। প্রধান বিচারপতি বলেন, '২১ জুলাই বাতিল করে দিচ্ছি। আমরা সব বন্ধ করে দিচ্ছি। কোনও মিটিং, মিছিল, সভা নয়। একটাই সমাধান, সবার জন্য সব কর্মসূচি বন্ধ করেছি। সেটা করলে কি ভাল হবে? রাজনৈতিক ভাবে অযথা সমস্যা তৈরি করা হচ্ছে। দু’সপ্তাহ আগে আবেদন করা যথেষ্ট।” প্রসঙ্গত, বিজেপির তরফেও রাজ্যের শাসকদলের ২১ জুলাইয়ের কর্মসূচির প্রসঙ্গ তোলা হয়েছিল। তৃণমূল ওই দিন ধর্মতলায় সভা করতে পারলে, তারা কেন পারবে না, আদালতে সেই প্রশ্নই তোলে বিজেপি। আগের দিনের শুনানিতে বিজেপির আইনজীবী বিল্বদল ভট্টাচার্য প্রশ্ন করেন, ‘‘শাসকদল যেমন রাজনৈতিক কর্মসূচি করে। বিজেপিও তেমন করতে চায়। তা হলে অসুবিধার কী রয়েছে?’’

5 months ago
Dhupaguri: মহকুমা হচ্ছে ধূপগুড়ি, মন্ত্রিসভায় পাশ হল বিল

ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে মহকুমা হবে ধূপগুড়ি। ফল ঘোষণার পর মুখ্যমন্ত্রী ধুপগুড়িকে মহকুমা করার প্রস্তাব দেন , এবার রাজ্যের মন্ত্রিসভাতেও পাশ হল এই প্রস্তাব। এছাড়াও এদিন মন্ত্রিসভার বৈঠকে একাধিক বিল পাশ হয়েছে।  বৈঠক থেকে বেরিয়ে ফিরহাদ হাকিম জানান, মোট ১২ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে রাজ্যে। তাঁদের মধ্যে ৮,৪০০ জন পুরুষ এবং ৩,৬০০ জন মহিলা।’’

7 months ago
Kamduni: কামদুনিকাণ্ডে ৪ অভিযুক্তকে খালাস, রায়দান ডিভিশন বেঞ্চের

কামদুনি গণধর্ষণকাণ্ডে ৪ জনকে খালাস। ২ অভিযুক্তকে ফাঁসির পরিবর্তে আমৃত্যু সাজা ঘোষণা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। সূত্রের খবর, আজ অর্থাৎ শুক্রবার ওই মামলার রায়দান ছিল। এদিন কামদুনি গণধর্ষণকাণ্ডে অভিযুক্ত ইমানুল হক, ভোলানাথ নস্কর, আমিনুল ইসলাম, আমিন আলী এই চারজনকে খালাস করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এছাড়া সইফুল আলী মোল্লা ও আনসার আলী মোল্লার ফাঁসির পরিবর্তে আমৃত্যু সাজা ঘোষণা করল আদালত।

১০ বছর আগে এক কলেজ ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে। আজ, শুক্রবার সেই কামদুনি মামলার রায়দান হল। নিম্ন আদালত ছয় অভিযুক্তের সাজা ঘোষণা করেছিল আগেই। পরে হাইকোর্টে যায় সেই মামলা। আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ কামদুনি মামলার রায় ঘোষণা করে। নিম্ন আদালতের দেওয়া সাজা রদ করল ডিভিশন বেঞ্চ। ওই অভিযুক্তদের মধ্যে ৪ জনকে খালাস ও ২ অভিযুক্তকে ফাঁসির পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করল ডিভিশন বেঞ্চ।

ধর্ষণ ও খুনের অভিযোগে ৯ জনকে গ্রেফতার করা হয়েছিল। পরে প্রমাণের অভাবে দুজনকে জামিন দেওয়া হয়। এক অভিযুক্তের মৃত্যু হয়েছে মামলা চলাকালীন। কলকাতার নগরদায়রা আদালত ছ’জন অভিযুক্তের সাজা ঘোষণা করেছিল। দোষী সাব্যস্ত করা হয়েছিল সইফুল মোল্লা, আনসার মোল্লা, আমিন আলি, এমানুল হক, ভোলানাথ নস্কর ও আমিনুল ইসলামকে। শরিফুল আলি, আনসার আলি ও আমিন আলিকে মৃত্যুদণ্ড দিয়েছিল নিম্ন আদালত। বাকি তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি ঘোষণা করা হয়েছিল।

নিম্ন আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দোষীদের শাস্তি মকুব করার জন্য কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হয়েছিল। গত ২৪ জুলাই হাইকোর্টে বিচারপতি বাগচীর ডিভিশন বেঞ্চে মামলার শুনানি শেষ হয়। তবে মামলার কিছু রিপোর্ট জমা পড়া বাকি ছিল, তাই রায় সংরক্ষিত করা হয়েছিল। ২০১৩ সালের ৭ জুন উত্তর ২৪ পরগনার কামদুনিতে কলেজ ছাত্রীকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করার ঘটনা ঘটে। সিআইডি তদন্ত করছিল ওই মামলায়।

7 months ago


Terrorists: গ্রেফতার দিল্লিতে লুকিয়ে থাকা 'মোস্ট ওয়ান্টেড' আইসিস জঙ্গি শাহনওয়াজ

জঙ্গি (Terrorists) দমনে বড় সাফল্য পেল দিল্লির পুলিস (Delhi Police)। গত মাসেই এনআইএ-এর তরফে জানানো হয়েছিল, দিল্লির বুকে ঘুরে বেড়াচ্ছে তিন আইএস (ISIS) জঙ্গি। তাদের মধ্যেই এক সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করল দিল্লি পুলিসের স্পেশাল সেল। সোমবার সকালে দিল্লি পুলিসের স্পেশাল সেল এনআইএ-এর তালিকাভুক্ত 'মোস্ট ওয়ান্টেড' সন্ত্রাসবাদী শাহনওয়াজ ওরফে শৈফি উজ্জমাকে গ্রেফতার করল। এই শাহনওয়াজের মাথার দাম তিন লক্ষ টাকা ঘোষণা করেছিল এনআইএ। এছাড়াও আরও তিন জন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে স্পেশাল সেল।

এনআইএ সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই এই মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের খোঁজার জন্য দিল্লি জুড়ে তল্লাশি চালানো হচ্ছিল। অবশেষে তাদের মধ্যে একজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিসের স্পেশাল সেল। জানা গিয়েছে, উত্তর ভারতে এক বড়সড় সন্ত্রাসবাদী হামলার ছক কষেছিল তারা। কিন্তু সেই ছক বানচাল করেই তাকে গ্রেফতার করতে সফল হয়েছে দিল্লি পুলিস। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সূত্রের খবর, সন্দেহভাজন আইএস জঙ্গি শাহনওয়াজ পেশায় ইঞ্জিনিয়ার। পরে সন্ত্রাসবাদী সংগঠন আইএসআইএস-এর সঙ্গে যুক্ত হয়।। জানা গিয়েছে, শাহনওয়াজ 'পুনে আইসিস মডিউল' কেসের সঙ্গেও জড়িত ছিল। সেসময় তাকে পুনে পুলিস গ্রেফতার করলেও পরে পালিয়ে গিয়ে দিল্লিতে আশ্রয় নেয়। এর পর আজ দিল্লির গোপন ডেরা থেকেই তাকে গ্রেফতার করা হয়। যা বড়সড় সাফল্য বলেই মনে করা হচ্ছে।

7 months ago
Terrorists: দিল্লির বুকে ঘুরে বেড়াচ্ছে তিন আইএস জঙ্গি! তল্লাশি অভিযান শুরু এনআইএ-র

রাজধানী দিল্লির (Delhi) বুকে নাকি ঘুরে বেড়াচ্ছে তিন আইএস বা 'ইসলামিক স্টেট'-এর তিন জঙ্গি (ISIS Terrorists)। ফলে তাঁদের খুঁজে বের করতে দিল্লিতে চিরুনি তল্লাশি করছে সন্ত্রাসদমন শাখা। জঙ্গিদের খুঁজে বের করে দিতে পারলেই দেওয়া হবে পুরষ্কার, এমনটাই ঘোষণা করা হয়েছে সন্ত্রাসদমন শাখার পক্ষ থেকে। আবার এনআইএ অর্থাৎ জাতীয় তদন্তকারী সংস্থাও তাদের তল্লাশি শুরু করেছে বলে খবর। সূত্রের খবর, আইএস জঙ্গিদের খোঁজ দিলেই মাথাপিছু দেওয়া হবে তিন লক্ষ টাকা। অর্থাৎ যে তাদের খোঁজ দেবেন, তিনি পুরষ্কার হিসাবে পেয়ে যাবেন ৯ লক্ষ টাকা।

এনআইএ সূত্রে খবর, ওই তিন জঙ্গির নাম মহম্মদ শেহনওয়াজ সুফিউজ্জামা আলম ওরফে আবদুল্লা, রিজওয়ান আব্দুল হাজি আলি এবং আবদুল্লা ফৈয়াজ শেখ। জানা গিয়েছে, এই তিন জঙ্গি 'পুনে আইসিস মডিউল' কেসের 'মোস্ট ওয়ান্টেড'। এই জঙ্গিদের দিল্লি কানেকশন প্রকাশ্যে আসার পর দিল্লি পুলিসের স্পেশাল সেলও তল্লাশি শুরু করেছে। পুনে পুলিস এবং জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ মিলে নানা জায়গায় ইতিমধ্যেই তল্লাশি চালিয়েছে, কিন্তু কোনও তথ্যপ্রমাণ মেলেনি।

7 months ago


Dhupguri: ধুপগুড়ি মহকুমা হচ্ছে, সাংবাদিক বৈঠকে ঘোষণা মমতার

নতুন মহকুমা হতে চলেছে ধূপগুড়ি। নবান্ন থেকে ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধূপগুড়ির মানুষদের দীর্ঘদিনের দাবি, ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া কথা রাখলেন মুখ্যমন্ত্রী।

এদিন সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান, ধূপগুড়ি নতুন মহকুমা হচ্ছে। এই বিষয়ে সোমবার সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। বানারহাট, ধূপগুড়ি টাউন, ধূপগুড়ি গ্রামীণ অঞ্চলের কিছুটা নিয়ে মহকুমা হবে। স্পেন থেকে ফিরে এই বিষয়ে বাকি কাজ তিনি শেষ করবেন বলে জানিয়েছেন।

বিধানসভা ভোটের আগে প্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধূপগুড়িকে মহকুমা করার আশ্বাস দিয়েছিলেন। তারপর উপনির্বাচনে আবার সেই প্রসঙ্গ উঠতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে প্রতিশ্রুতি দেন, ভোটে জিতলে মহকুমা করা হবে ধূপগুড়ি-কে। অবশেষে, সেই প্রতিশ্রুতি পূরণ হতে চলেছে শীঘ্রই।

8 months ago
Attack: 'খুনের চেষ্টা করা হয়েছিল,' হামলা প্রসঙ্গে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর বাবা শিশিরের

হামলাকারীদের তিনি চেনেন। খুনের চেষ্টা করা হয়েছিল তাঁকে। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন সাংসদ শিশির অধিকারী। তাঁর আরও দাবি, এত বছরে কখনও এমন ‘হামলার’ মুখে পড়েতে হয়নি তাঁকে। মঙ্গলবারের ঘটনায় তিনি রীতিমতো বিস্মিত।

মঙ্গলবার খেজুরি-২ বিডিও অফিস থেকে ফেরার সময় হামলার মুখে পড়েন শিশির অধিকারী। তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়া হয়। আর এই হামলা চালানোর মাঝে গাড়ির চালক আচমকা ব্রেক কষতেই মাথায় আঘাত লাগে সাংসদের। এই প্রসঙ্গে শিশির অধিকারী জানিয়েছেন,তাঁকে আক্রমণই লক্ষ্য ছিল হামলাকারীদের। খুনের চেষ্টা করা হয়েছিল। তিনি ওই হামলাকারীদের চিনতে পেরেছেন। আগেও তাঁদের দেখেছেন। বিভিন্ন জায়গায় তাঁদের ‘গুন্ডামি’ করতে দেখেছেন। একইসঙ্গে এই বিষয়ে যেখানে যেখানে প্রয়োজন, সেইমতো অভিযোগ জানাবেন।

উল্লেখ্য,  পঞ্চায়েত সমিতিতে স্থায়ী সমিতি গঠনকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে উত্তপ্ত ছিল খেজুরি। তৃণমূল-বিজেপি সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় খেজুরি-২ বিডিও অফিস । সেইসময় সেখানে ভোট দিতে গিয়েছিলেন শিশির অধিকারী। সেখান থেকে কোনওরকমে বেরিয়ে গাড়িতে উঠে রওনা দেন বাড়ির উদ্দেশে।

কিন্তু, মাঝপথে তাঁর গাড়িকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয়। অভিযোগ তাঁর গাড়ির কাঁচ ভাঙা হয়। ঘটনায় মাথায় চোট লাগে বর্ষীয়ান সাংসদের। হাসাপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় শিশির অধিকারীকে। দিব্যেন্দু অধিকারী ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেন।

8 months ago
Sisir: শুভেন্দুর বাবা শিশির অধিকারীর গাড়িতে ইটবৃষ্টি, অভিযোগের তীর তৃণমূলের দিকে

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীর (Sisir Adhikari) গাড়িতে ইটবৃষ্টির অভিযোগ। হামলার ঘটনাটি ঘটেছে খেজুরিতে। অভিযোগ তাঁর গাড়ির কাঁচ ভাঙা হয়। অভিযোগ এই হামলায় আহত হয়েছেন বর্ষীয়ান সাংসদ। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিশির অধিকারীর আরেক ছেলে তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেন। তিনি জানান, তাঁর বাবার মাথায় আঘাত লেগেছে।

উল্লেখ্য, এই ঘটনার জন্য তৃণমূলকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। তবে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।  তদন্ত শুরু করেছে খেজুরি থানার পুলিশ। তবে প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, রাজনৈতিক রঙ নেই বলেই মনে করা হচ্ছে। এদিকে, পঞ্চায়েত সমিতিতে স্থায়ী সমিতি গঠনকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে উত্তপ্ত খেজুরি।

8 months ago


Shahrukh Khan: 'জওয়ান' মুক্তির আগেই মেয়ে সুহানাকে নিয়ে তিরুপতিতে শাহরুখ

বলিউডের 'বাদশা' শাহরুখ খানের (Shahrukh Khan) ভক্তিভাব দেখে ইদানিং মুগ্ধ হচ্ছেন তাঁর ভক্তরা। পাঠান সিনেমা মুক্তির আগেই শাহরুখকে ধর্মীয় স্থানে যেতে দেখা গিয়েছিল। জওয়ান সিনেমার ক্ষেত্রেও একই রইলেন 'কিং খান'। ৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সারা ভারতে মুক্তি পাবে 'পাঠান'। এর আগেই তিরুপতিতে পুজো দিতে গেলেন শাহরুখ। সঙ্গে নিয়ে গেলেন মেয়ে সুহানা-কেও। জওয়ানে শাহরুখের সহ অভিনেত্রী নয়নতারাকেও দেখা গেল একইসঙ্গে।

মঙ্গলবার সকাল থেকেই বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। দেখা গিয়েছে, ঘিয়ে রঙের কুর্তা ও ওড়নায় নিজেকে জড়িয়েছেন শাহরুখ। বাবার সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাক পরেছিলেন সুহানাও। একেবারে গোপনে তিরুপতি মন্দির দর্শন সারতে চেয়েছিলেন অভিনেতা। কিন্তু বাদশা যেখানে ক্যামেরাও সেখানে। এমনকি মন্দির চত্বরে সাধারণ মানুষও যখন তাঁকে দেখে উল্লাসে ফেটে পড়েছেন, হাত নাড়িয়ে, চুমু ছুড়ে, নমস্কার করে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বাদশা। 

ভক্তদের মধ্যে জওয়ান সিনেমা নিয়ে এমনিই আগ্রহের সীমা নেই। ইতিমধ্যেই অনেক টিকিট বিক্রি হয়ে গিয়েছে। ৫০০ কোটি টাকার বেশি বক্স অফিস কালেকশন করে, হিন্দি সিনেমার ইতিহাসে নাম লিখেছিল 'পাঠান'। জওয়ানও সেই পথেই হাঁটবে বলে বিশ্বাস ভক্তদের।

অন্যদিকে এই বছর শাহরুখ কন্যা সুহানার জন্যও বিশেষ। বাবার পদাঙ্ক অনুসরণ করে সেও পা ফেলেছে অভিনয়ে। চলতি বছরের ৭ ডিসেম্বর ওটিটির পর্দায় মুক্তি পাবে 'দ্যা আর্চিজ'। সব মিলিয়ে বাবা ও মেয়ের ভাগ্য পরীক্ষা হবে একই বছরে।

8 months ago
Abhishek: আলাদা মহকুমা হবে ধুপগুড়ি, উপনির্বাচনের প্রচারে গিয়ে প্রতিশ্রুতি অভিষেকের

উপনির্বাচনের প্রচারে গিয়ে বড়সড় প্রতিশ্রুতি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন ৩১ ডিসেম্বরের আগেই আলাদা মহকুমা হবে ধুপগুড়ি। এর সঙ্গে হাসপাতাল, স্কুল সহ একাধিক প্রতিশ্রুতি দেন তিনি।

ধুপগুড়িকে মহকুমা হিসেবে ঘোষণার দাবি দীর্ঘদিনের। শনিবার সেখানে উপনির্বাচনের প্রচারে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তাঁর সেই সভা থেকেই ফের মহকুমা ঘোষণার দাবি তোলা হয়। সেখানেই ৩১ ডিসেম্বরের মধ্যে ধুপগুড়িকে আলাদা মহকুমা করার প্রতিশ্রুতি দিলেন অভিষেক।

সভার পৌঁছনোর আগেই একাধিকবার অভিষেকের কনভয় দাঁড়িয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের অভাব অভিযোগ শোনেন তিনি। দোহমনি বাজার সহ এলাকার যে সমস্ত রাস্তা খারাপ রয়েছে সেগুলি নিয়ে একাধিক অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। যদিও সব রাস্তা সারাই করে দেওয়ার প্রতিশ্রুতি দিতেও শোনা গেছে অভিষেকের মুখ থেকে।

8 months ago