Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

ForestDivision

Snake: সাপের তেল, হরিণের শিং, চামড়া সহ গ্রেফতার দুই পাচারকারী

সাপের বিষের পর এবার পাচারকারীদের (Sumgglers) নজরে সাপের তেল (Snske oil)। এই ঘটনায় বন দফতরের হাতে ধরা পড়ল দুই ব্যক্তি। সোমবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি (Siliguri) জংশন সংলগ্ন এলাকায়। এই গোটা ঘটনায় জোর তদন্ত শুরু করেছে বন দফতরের (Forest Dipertment) র‍্যাপিড রেসপন্স ফোর্স, দার্জিলিং ওয়াইল্ড লাইফের ১ নম্বর শাখা। ধৃতদের গ্রেফতার করে তাদের কাছ থেকে উদ্ধার করে স্পেকট্যাকল কোবরার তেল। এমনকি ধৃতদের কাছ থেকে আরও উদ্ধার করা হয়েছে হরিণের চামড়া এবং শিং।

বন দফতর সূত্রে খবর, ধৃত ওই দুই পাচারকারীর নাম সিকান্দার কুমার এবং সঞ্জু বৈধ। তারা দুজনেই ভিন্ন ভিন্ন রাজ্যের বাসিন্দা। ধৃতদের মধ্যে সিকান্দার উত্তরপ্রদেশের খলিলাবাদ এলাকা এবং সঞ্জু বিহারের কাটিহারের বাসিন্দা বলেই খবর। এই ঘটনা প্রসঙ্গে র‍্যাপিড রেসপন্স ফোর্স এর রেঞ্জ অফিসার দীপক রসাইলি বলেন, 'ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।'

বন দফতর সূত্রে আরও খবর, ধৃত দুই ব্যক্তির ওপর দীর্ঘদিন ধরেই বন দফতরের নজর ছিল। শেষ অবধি সোমবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শিলিগুড়ি জংশন এলাকা থেকে তাদের পাকড়াও করা হয়। প্রাথমিকভাবে খবর মিলেছে বন্যপ্রাণের দেহাংশ সহ সাপের তেল পাচারের ছক ছিল ধৃতদের। তবে সেই সবকিছুই তাদের হেফাজতে নিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া সাপের তেলের ওজন আনুমানিক ৩৫০ মিলিলিটার। এছাড়াও ছিল ৪ টুকরো হরিণের চামড়া এবং তিন টুকরো হরিণের শিং উদ্ধার হয়েছে।

10 months ago
Elephant: বজ্রাঘাতে মৃত্যু! দু-দুটি বুনো হাতির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নাগরাকাটায়

দু-দুটি বুনো হাতির (Elephant) মৃতদেহ (Dead Body) উদ্ধার। বুধবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চা বাগান সংলগ্ন এলাকায়। খবর পেয়ে বন দফতরের (Forest Division) নাথুয়া রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে আসেন। ঘটনাস্থলেই হাতি দুটির ময়না তদন্ত করা হবে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে। প্রাথমিকভাবে অনুমান, বজ্রাঘাতেই হাতি দুটির মৃত্যু হয়েছে। 

বন দফতর সূত্রে আরও খবর, বুধবার সকালে চা বাগানের ১৪ নম্বর সেকশনের কাছে ডায়না নদীর ধারে হাতি দুটির দেহ পড়ে থাকতে দেখেন চা বাগানের শ্রমিক এবং স্থানীয় বাসিন্দারা। ওই দুটি হাতির মধ্যে একটি পুরুষ, একটি স্ত্রী হাতি ছিল। এই ঘটনায় স্থানীয়দের দাবি, মঙ্গলবার রাতভর ভারী বৃষ্টি হয়েছিল ওই এলাকায়। এমনকি সেই সময় ঘনঘন বজ্রপাতও হচ্ছিল। তাই স্থানীয়দের অনুমান, বজ্রাঘাতের জেরেই মৃত্যু হয়েছে ওই হাতি দুটির। 

11 months ago
Snake: মাছের বদলে উদ্ধার ৬ ফুটের কেউটে, সেই দৃশ্য চাক্ষুষ দেখতে ভিড় জমিয়েছেন হিঙ্গলগঞ্জবাসী

বিশালাকারের কেউটে (Snake) উদ্ধার ঘিরে হৈচৈ পড়ে গেল উত্তর ২৪ পরগনার (North 24 parganas) বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জে। বন দফতরের (Forest Division) প্রচেষ্টায় হিঙ্গলগঞ্জ (Hingalganj) এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়। তবে সাপ উদ্ধারের এই দৃশ্য চাক্ষুষ দেখতে ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন এলাকার মানুষজন। সাপ উদ্ধার করার ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে বেশ উৎসাহও লক্ষ্য করা গিয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জের বিডিও অফিসে কুড়ের মাঠের পাশে নদীর চর থেকে উদ্ধার হয় সাপটি। করুণা ঋষি নামক এক বৃদ্ধা চরে আতল পেতে রেখেছিলেন মাছ ধরার জন্য। সেই আতল জল থেকে তুললেই চক্ষু চড়ক গাছ। মাছ নেই! আছে বিশাল আকৃতির কেউটে। যার দৈঘ্য প্রায় ৬ ফুট। 

ওই বিশালাকারের সাপটিকে দেখামাত্রই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়েছে বনদফতরে। তারপর বন দফতরের কর্মীরা এসেই সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।

11 months ago


Leopard: মা চিতাবাঘ সহ দুই শাবকের মৃতদেহ উদ্ধার, অসুস্থ আরও একটি শাবক

মা চিতাবাঘ সহ দুই (Leopard) শাবকের মৃতদেহ (Death Body) উদ্ধার। শিলিগুড়ি (Siliguri) মহকুমার খড়িবাড়ি ব্লকের থানজোড়া চা বাগানের তিন নম্বর সেকশনের ঘটনা। খবর পেয়ে ঘোষপুকুর বন দফতরের কর্মীরা (Forest Division) তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায়। মা চিতাবাঘ ও দুই শাবকের দেহ উদ্ধার করেন তাঁরা। এমনকি গুরুতর অসুস্থ অবস্থায় আরও একটি চিতাবাঘের শাবককে উদ্ধার করা হয়। ইতিমধ্যে অসুস্থ চিতাবাঘ শাবকের চিকিৎসা চলছে বেঙ্গল সাফারিতে। পাশাপাশি মৃত মা চিতাবাঘ ও দুটি শাবকের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। 

সূত্রের খবর, সর্বপ্রথম চা বাগানের চা শ্রমিকেরা মৃত চিতাবাঘগুলিকে দেখতে পান। এরপরই দ্রুত খবর দেওয়া হয় বাগানের ম্যানেজার সহ ঘোষপুকুর বন দফতরে। তবে কী কারণে বাঘগুলির মৃত্যু ঘটলো তা এখনও জানা যায়নি। ঘটনাকে ঘিরে ওই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

12 months ago
Snake: মাছ ধরার চাঁইয়ে ধরা পড়ল বিশালাকার গোখরো সাপ, ঘটনাস্থলে ভিড় স্থানীয়দের

মাছ ধরার চাঁইয়ে ধরা পড়ল বিশাল আকারের গোখরো (Snake)। বসিরহাটের (Basirhat) সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের লেবুখালির ঘটনা। আর সেই সাপ দেখতেই ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মিনাখাঁ বন দফতরের (Forest Division) আধিকারিকরা। ওই বিশাল আকারের গোখরোটিকে উদ্ধার করে নিয়ে যান তাঁরা।

স্থানীয় এক ব্যক্তি জানান, নারায়ণ মণ্ডল নামের এক ব্যক্তি প্রতিদিনের মতোই মঙ্গলবার রাতেও লেবুখালি খালে চাঁই পাতেন মাছ ধরার জন্য। তারপর বুধবার সকালে তিনি মাছের জন্যে পাতা চাঁইটি আনতে যায়। আর তখনই চাঁইয়ের গায়ে হাত দিতেই তিনি চমকে ওঠেন। দেখতে পান, ভিতরে বিশাল আকারের গোখরো সাপ আটকা পড়েছে। ওই সাপটি লম্বায় ছিল প্রায় সাড়ে সাত ফুট। তবে সাপটি হঠাৎ দেখা মাত্রই ভয় পেয়ে যান তিনি। আর ভয়ের জেরে চিৎকার করলে আশেপাশের মানুষজন ঘটনাস্থলে ছুটে যায়। পরে একটি লাঠি দিয়ে চাঁইটিকে তুলে আনা হয়। 

আর এই ঘটনার কথা এলাকায় ছড়িয়ে পড়তেই সাপটিকে দেখার জন্য ভিড় জমান এলাকার মানুষজন। তারপরেই মিনাখাঁ বন দফতরে খবর দেওয়া হয়।

12 months ago


Bison: চা বাগান এলাকায় ঢুকে পড়া এক বাইসনের মৃত্যু ঘিরে চাঞ্চল্য

চা বাগান এলাকায় ঢুকে পড়েছিল একটি বাইসন। সোমবার গভীর রাতে (Baison) মৃত্যু (Death) হয় বাইসনটির। বানারহাট (Jalpaiguri) ব্লকের মোগলকাটা চা বাগানের ঘটনা। বন দফতর (Forest Division) সূত্রে খবর, কীভাবে মৃত্যু হয়েছে বাইসনটির তা এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি। ময়না তদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় চা বাগান এলাকার পার্শ্ববর্তী মোরাঘাট জঙ্গল থেকে একটি বাইসন চা বাগানে ঢুকে পড়ে। পরে চা বাগানের পাকা লাইনের এক বাসিন্দার গোয়াল ঘরে আশ্রয় নেয় সেই বাইসনটি। বাইসন দেখা মাত্রই চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় স্থানীয়রা। এমনকি সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিন্নাগুরি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীদের। 

স্থানীয়দের দাবি, সাধারণ মানুষদের তাড়া খেয়েই বাইসনটি সেখান থেকে দৌড়ে পালিয়ে চা বাগানের ৬৯ নম্বর সেকশনে আশ্রয় নেয়। তবে সেই বাইসনটিকে বের করতে হয়ে যায় অনেক রাত। অন্ধকারের জন্য বাইসনটিকে ফের একবার জঙ্গলে পাঠাতে অসুবিধায় পড়তে হয় বনকর্মীদের। তবে পরবর্তীতে সকালে বাইসনটির মৃতদেহটি পাওয়া যায়। 

12 months ago
CHB: প্রায় ৩০০টি গাছ কেটে নেওয়া হয়েছে কোচবিহারের ঐতিহ্যবাহী শালবাগানে

শালবাগান (Tree Cutting) থেকে প্রায় ৩০০টি গাছ কেটে ফেলার ঘটনা। ঘটনাটি ঘটেছে কোচবিহার (Coochbehar) শহর সংলগ্ন বিনপট্টি এলাকার এক শালবাগানে। বন দফতরের চোখের আড়াল থেকেই এই ঘটনাগুলি ঘটছে। এই ঘটনায় ক্ষিপ্ত পরিবেশপ্রেমী থেকে শুরু করে এলাকার জনসাধারণ। স্থানীয়দের দাবি, শালবাগানে গিয়ে দেখা গেল শতাধিক গাছের থেকে তিনশোর মত গাছ কেটে নিয়ে যাওয়া হয়েছে। তবে এই নিয়ে প্রশ্ন উঠছে বন দফতরের (Forest Division) দিকে। কীভাবে বন দফতরের আড়ালে এতগুলো গাছ কেটে ফেলা হলো? আর কেনই বা তা প্রশাসনের নজরে এলো না? 

কোচবিহারের এই ঐতিহ্যবাহী শালবাগানে বিভিন্ন সময় ছুটির দিনে বহু মানুষ ঘুরতে আসেন। যেভাবে ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছে তাতে গাছ লাগান প্রাণ বাঁচান স্লোগান উঠছে বিভিন্ন মহলে। আর সেই জায়গায় থেকে দাঁড়িয়ে এভাবে বনাঞ্চল থেকে গাছ কেটে নেওয়ার ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে চারিদিকে। 

12 months ago
BNK: বাঁকুড়ায় দেখা মিললে পূর্ণবয়স্ক এক হরিণের, চাষের জমিতে উৎসাহীদের ভিড়

হঠাৎই হরিণের (deer) দেখা জঙ্গল লাগোয়া চাষের জমিতে। রাইপুর (Bankura) থানার মটগোদা বিট এলাকার লোহামেড়্যা গ্রামে দেখা মিললে একটি পূর্ণবয়স্ক হরিণের। জঙ্গল লাগোয়া জমিতে হরিণটিকে দেখতে পান স্থানীয়রা। স্থানীয়রা কয়েকজন হরিণের সেই মুহূর্তটিকে ক্যামেরাবন্দি করেন। 

খবর দেওয়া হয় স্থানীয় বন দফতরের (Forest Division) মটগোদা বিট অফিসে। পরে বন দফতরের লোকজন এসে এলাকায় হরিণটির খোঁজ খবর চালায়। তবে রাত পর্যন্ত কোনও খোঁজ মেলেনি হরিণটির। এমনকি কোথা থেকে এলো এই হরিণ এবং কোথায় বা গেল হরিণ, তার তদন্ত শুরু করেছে বন দফতর।

12 months ago


Bison: বাড়ি থেকে গরু নিয়ে বেরিয়ে বিপত্তি, বাইসনের গুঁতোয় মৃত্যু এক ব্যক্তির

ফের বাইসনের হামলায় (Bison Attack) একই পরিবারের মৃত ১, আহত ২ জন। জলপাইগুড়ির (Jalpaiguri) মেটেলি ব্লকের কিলকোট চা বাগানের ঘটনা। স্থানীয়রা ওই তিন জনকে উদ্ধার করে চালসার মঙ্গলবাড়ী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বন দফতরের খুনিয়া স্কোয়াডের বনকর্মী (Forest Division) এবং মেটেলি থানার পুলিস (Police)। 

জানা গিয়েছে, বুধবার কিলকোট চা বাগানে ঢুকে পড়ে বুনো বাইনসনটি। বাইসনের খবর চাউর হতেই চাঞ্চল্য তৈরি হয় চা বাগানে। বাইসনটি বাগানের বিভিন্ন শ্রমিক এলাকায় ঢুকে দাপিয়ে বেড়াতে থাকে। প্রথমে বাইসনটি যায় চা বাগানের দশ নম্বর সেকশনে। সেখান থেকে জাহাদি সেকশন হয়ে আসে কুঞ্জ লাইন এলাকায়। 

ওই পরিবার সূত্রে খবর, মৃত ওই ব্যক্তির নাম চৈতু মাহালি। প্রতিদিনের মতো চৈতু মাহালি বাড়ি থেকে গরু বের করে বাইরে নিয়ে যাচ্ছিলেন। ওই সময়ই বাইসনটি এসে চৈতুকে আক্রমণ করে। ওই ব্যক্তির পাশে থাকা তাঁর স্ত্রী লালকি মাহালি ও বারো বছরের নাতি রণক মাহালিকেও আক্রমণ করে বাইসনটি। সেখান থেকে বাইসনটি চলে যায় চা বাগানের ভিতরে। 

স্থানীয় বাসিন্দারাই আহতদের উদ্ধার করে নিয়ে যায় চালসার মঙ্গলবাড়ী গ্রামীণ হাসপাতালে। সেখানে চৈতু মাহালির অবস্থা আশঙ্কাজনক হাওয়ায় তাঁকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। তারপর সেখানেই মারা যান তিনি। বর্তমানে বাইসনটি কুঞ্জলাইন এলাকার চা বাগানের মধ্যে রয়েছে। বাইসনটিকে জঙ্গলে পাঠানোর চেষ্টা করছে বনকর্মীরা।

one year ago
Crocodile: নদীবাঁধ দিয়ে গ্রামের রাস্তায় কুমির, সরীসৃপকে হাঁটতে দেখে খবর গেল বন দফতরে

জনবহুল রাস্তায় হেঁটেচলে বেড়াচ্ছে চার ফুট লম্বা কুমির (Crocodile)। আর তা দেখেই আতঙ্ক গ্রামবাসীদের মধ্যে। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সুদা গ্রামের ঘটনা। জল ছেড়ে কুমিরটি ডাঙায় উঠে এসে দিব্যি মানুষের সঙ্গেই ঘোরাফেরা করছে রাস্তায়। এই দেখে আতঙ্কিত গ্রামবাসীরা খবর দেন বন দফতরে (Forest division)। খবর পেয়ে ঘটনাস্থলে এসে কুমিরটি উদ্ধার করেন বন দফতরের কর্মীরা। জানা গিয়েছে, গ্রামের খুব কাছেই রয়েছে মোহনী নামের একটি বাঁধ। সেই মোহনী বাঁধ থেকেই গ্রামের ভিতর ঢুকে পড়েছে কুমিরটি, দাবি বন দফতরের কর্মীদের।

বন দফতর সূত্রে খবর, উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া বন্য প্রাণীদের আটকের চেষ্টা করা অনুচিত। এতে গ্রামবাসীদের প্রাণহানির আশঙ্কাও থাকতে পারে। তাই জনবসতির ভিতর কুমির ঢুকে পড়লে দেরি না করে বন দফতরে জানানো দরকার, এমনটাই দাবি বন দফতরের।

one year ago