
হঠাৎই হরিণের (deer) দেখা জঙ্গল লাগোয়া চাষের জমিতে। রাইপুর (Bankura) থানার মটগোদা বিট এলাকার লোহামেড়্যা গ্রামে দেখা মিললে একটি পূর্ণবয়স্ক হরিণের। জঙ্গল লাগোয়া জমিতে হরিণটিকে দেখতে পান স্থানীয়রা। স্থানীয়রা কয়েকজন হরিণের সেই মুহূর্তটিকে ক্যামেরাবন্দি করেন।
খবর দেওয়া হয় স্থানীয় বন দফতরের (Forest Division) মটগোদা বিট অফিসে। পরে বন দফতরের লোকজন এসে এলাকায় হরিণটির খোঁজ খবর চালায়। তবে রাত পর্যন্ত কোনও খোঁজ মেলেনি হরিণটির। এমনকি কোথা থেকে এলো এই হরিণ এবং কোথায় বা গেল হরিণ, তার তদন্ত শুরু করেছে বন দফতর।