Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Facebook

Fraud: ডিজি রেঙ্ক-এর অফিসারদের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে আর্থিক প্রতারণা, গ্রেফতার ১

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে রয়েছে প্রতারণার ফাঁদ। ডিজি রেঙ্ক-এর অফিসারদের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে তাদের নিচু তলার অফিসারদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে সমস্যার কথা জানিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সামনে এসেছে। আর এই প্রতারণা চক্রের তদন্তে নেমে এক পাণ্ডাকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস। সূত্রের খবর, রাজস্থান থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের নাম, রাহিস। তিনদিনের ট্রানজিট রিমান্ডে তাঁকে নিয়ে আসা হয়েছে। আজ, শনিবার তাঁকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়।

পুলিস সূত্রে খবর, বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিসের নজরে আসে রাজ্য পুলিসের ডিজি মনোজ মালব্যের নামে একটি ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে। সেখান থেকে তাঁর নিচু তলার কর্মীদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হচ্ছে। যারা এই ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করছেন তাঁদেরকে মেসেঞ্জারে এসএমএস করা হচ্ছে যে, তিনি একটি মিটিংয়ে রয়েছেন ফোন করতে পারছেন না। সমস্যার মধ্যে পড়েছেন, তাঁর টাকার প্রয়োজন। যত তাড়াতাড়ি সম্ভব সেই টাকা পাঠিয়ে দেওয়ার জন্য। এই বিষয়টি নজরে আসতেই বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস ২৮ অগাস্ট একটি সুয়ো মোটো কেস করেন। তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস। 

তদন্তে নেমে জানতে পারে, এই চক্রটি রাজস্থান থেকে চালানো হচ্ছে। এরপরেই বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিসের একটি টিম রাজস্থান গিয়ে অভিযুক্ত যুবক রাহিসকে গ্রেফতার করে। তিন দিনের ট্রানজিট রিমান্ডে তাঁকে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে পুলিস জানতে পারে শুধু এই রাজ্যে নয়, বিভিন্ন রাজ্যের ডিজি র‍্যাঙ্কের অফিসারদের ফেক ফেসবুক অ্যাকাউন্ট খুলে নিচু তলার কর্মীদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হত। যারা ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করতো তাদের কাছে বিভিন্ন অজুহাতে টাকা নেওয়া হত। এইভাবে বিভিন্ন মানুষের কাছ থেকে এই যুবক প্রতারণা করেছে। পুলিস মনে করছে এই চক্রের সঙ্গে একটি বড় গ্যাং রয়েছে। সেই বিষয়ে জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। বিধান নগর মহাকুমা আদালতে তুলে আজ তাকে পুলিস হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিস।

5 months ago
Fraud: পুলিসের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা, গ্রেফতার যুবক

ভুয়ো পুলিস সুপারের নামে প্রতারণা। ফেক ফেসবুক অ্যাকাউন্ট খুলে সাধারণ মানুষের সঙ্গে আর্থিক প্রতারণার অভিযোগ। ঘটনায় গ্রেফতার এক যুবক। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম রাহুল ঘটক। বাড়ি হাবড়ায়।

জানা গিয়েছে, পুরুলিয়ার পুলিস সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নামে ফেসবুক অ্যাকাউন্ট খোলে অভিযুক্ত ওই যুবক। এমনকি সেই ফেক ফেসবুক অ্যাকাউন্টে ব্যবহার করা হয় ওই পুলিস সুপারের পুলিসের পোশাক পরা ছবিও। এরপর ওই যুবক ভুয়ো পুলিসের পরিচয় দিয়ে ফেসবুক ফ্রেন্ড বানিয়ে সকলের সঙ্গে আর্থিক প্রতারণা করতে শুরু করে। প্রতারণার ছক বুঝতে পেরে থানায় অভিযোগ দায়ের করা হয় অভিযুক্ত ওই যুবকের নামে। 

এরপর শনিবার সকালে পুরুলিয়া জেলার পুলিসের একটি বিশেষ দল হাবড়ায় এসে হাবড়া পুলিসের সহযোগিতায় অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করে পুরুলিয়া নিয়ে যায়। অভিযুক্ত যুবক আইটিআই পাস করে কিছুদিন আগেই একটি কোম্পানিতে প্রশিক্ষণের কাজ শুরু করেছিলেন বলে এমনটাই জানিয়েছে তার পরিবার। তবে এই ধরনের অপরাধমূলক কাজ তাদের ছেলে করতে পারে না দাবি পরিবারের।

6 months ago
Facebook: ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক! অভিযোগ খোদ আলিপুর আবহাওয়া দফতরের

বেগতিক হতে পারে আবহাওয়া। কারণ, অভিযোগ করা হল আলিপুর আবহাওয়া দফতরের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার। তাতেও নিস্তার নেই। নতুন অ্যাকাউন্ট খোলার পর সেটাও হ্যাক হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এই ঘটনার জেরে নাজেহাল হাওয়া অফিস। ঘটনার তদন্ত শুরু করেছে লালবাজারের সাইবার ক্রাইম শাখা।

দফতরের কর্মীরা জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই তাঁরা ওই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারছিলেন না। অভিযোগ করা হয়েছে, অন্য এক ব্যক্তি তা ব্যবহার করছিল। এরপরেই খবর যায় লালবাজারে। বেশ কয়েকজন কর্মীকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদও করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

প্রাথমিক ভাবে তদন্তে জানা গিয়েছে, ভিতেয়নাম থেকে এই অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। তাতে বিভিন্ন সময় উল্টোপাল্টা পোস্ট করা হচ্ছে। ফলে বিভ্রান্তি আরও বাড়ছে। তবে তা কলকাতা না হ্যানয় কোন জায়গা থেকে অপারেট করা হচ্ছে তা এখনও স্পষ্ট নয়।

6 months ago


Vishva Bharati: ফেসবুক পোস্টে নিজের প্রাণহানির আশঙ্কা বিশ্বভারতীর আধিকারিকের

ফলক বিতর্কের মাঝেই এবার কর্মক্ষেত্রে প্রাণহানির আশঙ্কা প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বিশ্বভারতী (Vishva Bharati) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের স্পেশাল অফিসার নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালেই সোশ্যাল মিডিয়ায় স্থানীয় প্রশাসন, পুলিস, বোলপুর ও শান্তিনিকেতনবাসীর (Santiniketan) কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেন তিনি। পোস্ট মুহূর্তেই শেয়ার হয়ে যায়। হইচই পড়ে যায় পোস্ট ঘিরে।

নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, বৃহস্পতিবার তিনি কলকাতায়  গিয়েছিলেন। শারীরিকভাবে অসুস্থ ছিলেন, রাতে বাড়ি ফিরেছেন। এরই মাঝে বিশ্বভারতীর উচ্চপদস্থ আধিকারিকের নির্দেশ অনুযায়ী দু'জন অধ্যাপক তাঁকে ফোন করে জানান, শুক্রবার অফিসে না যেতে। উচ্চপদস্থ কর্তারা মৌখিকবার্তাও দেন। নীলাঞ্জনবাবু এর পর লেখেন, 'তাঁরা অনুরোধ করেন, আমি যেন শুক্রবার কর্মক্ষেত্রে প্রবেশ না করি। সম্পূর্ণ দূরে অন্য এক বিভাগে গিয়ে আজকের দিনটা বসে থাকি। আমি এই রহস্যময়, অনৈতিক, কুরুচিকর, অপেশাদার এবং সন্দেহজনক প্রস্তাবের কোনও কারণ অথবা যুক্তি খুঁজে পাইনি। ফলে তাঁদের জানাই যে, এই মর্মে আমাকে যথাযথ মাধ্যমে কোনও লিখিত নির্দেশ না দিলে আমি আমার নিজের কাজের জায়গায় শত বাধা বা বিপদ থাকলেও যাব।'

পাশাপাশি তিনি আরও লেখেন, 'তা সত্ত্বেও আমি আজ সকাল সাড়ে ন'টায় আমার কর্মক্ষেত্রে রোজকার মতোই ঢুকব। ওখানে আমি ওই উচ্চপদস্থ কর্তা অথবা তাঁর নিযুক্ত কোনও অজ্ঞাতপরিচয় ব্যক্তিবর্গের হাতে আমার প্রাণহানির আশঙ্কা করছি।' নিরাপত্তা চেয়ে পুলিস প্রশাসন এবং বোলপুরবাসী ও অধ্যাপক, ছাত্রছাত্রীদের অনুরোধ জানিয়েছেন তিনি।

6 months ago
Nusrat: 'আমিই ঝড়...' ২৪ ঘণ্টার মধ্যে পাল্টা ফেসবুক পোস্ট নুসরত

শনিবার তিনি সত্যির উপলব্ধির কথা বলেছিলেন। মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই তিনি জানিয়ে দিলেন,  তিনিই ঝড়। তিনি সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান। ফ্ল্যাট প্রতারণা মামলায় তাঁর বিরুদ্ধে ২৪ কোটি টাকার প্রতারণা অভিযোগ করা হয়েছে। কিন্তু শনি ও রবিবার নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে লম্বা পোস্ট করলেন বসিরহাটের সাংসদ।

আগামী ডিসেম্বর পর্যন্ত তাঁকে স্বস্তি দিয়েছে আলিপুর আদালত। কিন্তু গত মঙ্গলবার সল্টলেকে সিজিও কমপ্লেক্সে নুসরতকে ছ ঘণ্টা জেরা করেছে ইডি। রবিবার পোস্টে তিনি লিখেছেন, 'ওরা ফিসফিস করে বলেছিল, ঝড় এলে তুমি উড়ে যাবে। কিন্তু ওদের কাছে পালটা উত্তর গেল, আমিই ঝড়…।'

এদিকে ইডির একটি সূত্র থেকে দাবি করা হয়েছে, যে কোম্পানির হয়ে বাজার থেকে নুসরতের নামে টাকা তোলার অভিযোগ, সেই কোম্পানির অডিট রিপোর্টে ডিরেক্টর হিসাবে সই আছে বসিরহাটের সাংসদের। এর আগে, ওই কোম্পানির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই বলেই দাবি করেছিলেন তৃণমূল সাংসদ।

8 months ago


Basirhat: ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মাধ্যমে পোস্ট করে যুবতীকে হুমকি, কাঠগড়ায় প্রেমিক

ফেসবুকে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পোস্ট করে, যুবতীকে হুমকির অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বসিরহাটের (Basirhat) হিঙ্গলগঞ্জ থানার সাণ্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের ডোবরা এলাকায়। এই ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে বসিরহাটের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবতী। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিস (Police)। যদিও এই ঘটনায় ওই যুবককে এখনও আটক বা গ্রেফতার করেনি পুলিস।

এই ঘটনায় ওই যুবতী জানান, অভিযুক্ত ওই যুবকের নাম রাজীব দাস। বাড়ি উত্তর ২৪ পরগণার হাবরা থানার বাদামতলা এলাকায়। তাঁরা দুজনে একই জায়গায় কর্মরত ছিলেন। আর সেখান থেকেই দুজনের মধ্যে আলাপচারিতা হয়। পরিচয় হওয়ার পর থেকে ফোনে কথাবার্তাও হত। এমনকি প্রায়ই দুজনে বাইরে একসঙ্গে ঘুরতেও যেতেন। ওই যুবতী আরও জানান, বেশ কয়েকদিন খুব ভালোভাবেই দিন কাটছিল। তবে আচমকাই একদিন তিনি জানতে পারেন ছেলেটি বিবাহিত। ওই যুবকের একটি সন্তানও রয়েছে। তারপর থেকেই তিনি ওই যুবকের থেকে দুরে দুরে থাকতে শুরু করেন।  

যুবতীর অভিযোগ, দুরে যাওয়ার পরেই অভিযুক্ত তাঁর ফেইবুক আইডি ও পাসওয়ার্ড জেনে ফেসবুক হ্যাক করে তাঁর অশ্লীল ছবির পাশাপাশি কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও পোস্ট করে ফেসবুকে। তারপরেই অভিযুক্ত ব্ল্যাকমেইলিং করে ভয় দেখাতে শুরু করে যুবতীকে। এমনকি যুবতীর সহকর্মীদের কাছেও ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পাঠিয়ে দিত অভিযুক্ত রাজীব। তিনি আরও অভিযোগ করেন, গত দেড় বছর ধরে এভাবেই ব্ল‍্যাকমেলিং করে চলেছে অভিযুক্ত। তিনি দাবি করেন, এই মানসিক যন্ত্রণা আর সহ্য করতে না পেরেই তিনি থানার দারস্থ হন। 

এই ঘটনায় ওই যুবতীর মা বলেন, "যেভাবে একটা মেয়ের সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে ওই যুবক, তাতে সমাজের কাছে তাঁদের সম্মান নষ্ট হচ্ছে। অভিযুক্তকে বারবার বলা সত্ত্বেও সে কথা শুনছে না। এমনকি হোয়াটস্অ্যাপেও অশ্লীল ছবি পাঠাচ্ছে। তাই প্রশাসনের কাছে অনুরোধ করব দোষীর যেন কঠোর শাস্তি হয়।"

9 months ago
Prabhas: মধ্যরাতে হ্যাকড 'বাহুবলী'র ফেসবুক অ্যাকাউন্ট, সোশ্যাল মিডিয়ায় কী জানালেন প্রভাস

মধ্যরাতে হ্যাক হয়ে গেল টলিউড অভিনেতা প্রভাসের (Prabhas) ফেসবুক অ্যাকাউন্ট (Facebook Account)। শুক্রবার মধ্যরাতে প্রভাসের ফেসবুকে হঠাৎই দেখা যায় দুটি ভিডিও। ভিডিও-এর ক্যাপশনে লেখা 'হিউম্যান বিংস আনলাকি', অন্যটির 'বল ফেলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড'। জানা গিয়েছে, দুটি ভিডিও-ই বিদেশি খেলার হাস্যকর ভিডিও। তবে প্রভাসের ফেসবুকে এমন কেন ভিডিও, তা দেখে চিন্তায় পড়েন তাঁর ভক্তরা। তাঁরা অনুমান করেন, তাঁর অ্যাকাউন্ট হয়তো হ্যাক করা হয়েছে। পরে সেই সন্দেহই সত্যি হয়।


মধ্যরাতে ফেসবুক অ্যাকাউন্টে এমন ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই বিড়ম্বনায় পড়েন প্রভাস। এরপর নিজেই ইনস্টাগ্রামে জানান যে, তাঁর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। তাঁর ফেসবুকে প্রায় ২৫ মিলিয়ন ফলোয়ার্স। ফলে এই দেখেই বোঝা যাচ্ছে, তাঁর ভক্তের সংখ্যা একাধিক। ফলে মধ্যরাতে হঠাৎ বাহুবলীর অ্যাকাউন্টে এমন ভিডিও দেখে চমকে যান তাঁর অনুরাগীরা। এরপরই প্রভাস ইনস্টাগ্রামে লেখেন, 'আমার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। আমার টিম এটা ঠিক করার চেষ্টা করছে।' পরে এও জানা গিয়েছে যে, এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই তাঁর অ্যাকাউন্ট ঠিক করা হয়েছে।


9 months ago
FB: ফেসবুকে বন্ধুত্ব! সিনেমা হলে ঠাণ্ডা পানীয়ে মাদক মিশিয়ে তরুণকে লুঠ, কাঠগড়ায় তরুণী

ফেসবুকে (Face book) বন্ধুত্ব করে প্রতারিত হলেন এক যুবক। ফেসবুকের মাধ্যমে পরিচিত বান্ধবীর সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন ওই যুবক। অভিযোগ, তাঁকে বেহুঁশ করে যুবকের সোনার হার, মোবাইল ফোন, ঘড়ি লুঠ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ের। শুক্রবার এই ঘটনাটি প্রকাশ্যে এসেছে।

পুলিস সূত্রে জানা গিয়েছে, এক মহিলার সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব হয়েছিল প্রতারিত যুবকের। ধীরে ধীরে ওই মহিলার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তাঁর। দু’জনে মিলে একটি সিনেমা দেখতে গিয়েছিলেন। সিনেমার টিকিট যুবকের বান্ধবীই কেটেছিলেন। সেই সঙ্গে পপকর্ন এবং ঠান্ডা পানীয় জল কেনেন যুবকের বান্ধবী। তদন্তে নেমে পুলিস জানতে পেরেছে, ওই পানীয় জলে কিছু মিশিয়েছিলেন ওই মহিলা। সেই জল খেয়েই বেহুঁশ হয়ে পড়েছিলেন যুবক। সিনেমা শেষের হওয়ার পর যখন যুবকের জ্ঞান ফেরে, তিনি দেখেন, তাঁর সব সামগ্রী লুট করা হয়েছে। পাশে তাঁর বান্ধবীকেও দেখতে পাননি। বুঝতে পারেন যে, তিনি প্রতারিত হয়েছেন। যুবকের সোনার হার, মোবাইল ফোন, ঘড়ি লুঠ করা হয়েছে বলে অভিযোগ।

বুধবার, ওই মহিলা এবং তাঁর স্বামীকে গ্রেফতার করা হয়েছে। মহিলার সঙ্গে তাঁর স্বামীও এই প্রতারণার কারবারে যুক্ত ছিলেন বলে জানিয়েছেন তদন্তকারীরা। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে সোনার গয়না, ২টি মোবাইল ফোন এবং নগদ ৫ হাজার ৭০০ টাকা।

one year ago


Jhilam: 'চলে গেলেন ঝিলাম গুপ্ত', কী হল জনপ্রিয় ইউটিউবারের?

ফেসবুক-ইউটিউবের মতো সামাজিক মাধ্যমের চেনা মুখ ঝিলাম গুপ্ত। তাঁর কন্টেন্ট হাস্য-কৌতুকে ভরা এবং দর্শকদের জবানিতে যাবতীয় 'ন্যাকামি বর্জিত'। তাই তাঁকে বেশ মনে ধরেছে নেটিজেনদের। ১৮ থেকে ৮০'র নেটিজেনরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন ঝিলামের কন্টেন্ট। লকডাউনে উত্তরণ তাঁর, বর্তমানে শ্রীরামপুরের ঝিলাম সিংহভাগ রাজ্যবাসীর ফোনে-মনে। সেই ঝিলাম আর নেই। বৃহস্পতিবার মাত্র একটি পোস্টে থমকে যান নেটিজেনরা। ঝিলামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ছে, বিশ্বাস করার আগে সত্য জানুন।

সামাজিক মাধ্যমে বৃহস্পতিবার একটি ছবি পোস্ট করেন ঝিলাম। সেই ছবিতে দেখা যায়, সাদা কালো ছবিতে ঝিলামের মুখ। পাশে বড় বড় অক্ষরে লেখা 'চলে গেলেন ঝিলাম গুপ্ত।' এতটুকু দেখেই আবেগী নেটিজেন সেই ছবি শেয়ার করতে শুরু করেন। শোকজ্ঞাপন করতে শুরু করেন। কিন্তু পড়ে দেখেননি 'শর্তাবলী প্রযোজ্য'র মতো ছোট ছোট অক্ষরে লেখা রয়েছে, 'রোস্ট ভিডিও বানানোর জন্য সিরিয়াল দেখতে।'

সতর্ক নেটিজেনরা এই নিয়ে লেখালেখি শুরু করতেই বাকিদের হুঁশ ফেরে। এই ছবি ঝিলাম দিয়েছেন, তাঁর আসন্ন কন্টেন্ট ভিডিওর প্রচারের জন্য। এরপর ওই ছবির কমেন্ট বক্সে নিজেদের রাগ উগরে দিতে থাকেন নেটিজেনরা। 'এনগ্রি' ইমোজি পড়েছে বহু। নেটিজেনরা লিখেছেন, 'এমন মজা আর কোনওদিন করবে না ঝিলাম।' অনেকে বলছেন, ঝিলামের ভিডিও তাঁরা এমনিই দেখেন, এমন রসিকতা করার প্রয়োজন ছিল না।

one year ago
Ritabhari: 'তোমার সঙ্গে মরতে চাই', সামাজিক মাধ্যমে কাকে বললেন ঋতাভরী ?

অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) সামাজিক মাধ্যমে সেনসেশন হয়ে উঠেছেন। তাঁর ফলোয়ার্স সংখ্যা কেবল বাড়ছে। অভিনেত্রী ছবি দিলেই সব কাজ ফেলে যেন ভক্তদের সমস্ত আকর্ষণ তাঁর দিকেই ছুটে যায়। গ্ল্যামার জগতের শীর্ষে দাঁড়িয়ে, সমস্ত আলো পরিবৃত হয়ে তিনি মন দিলেন কাকে? তা জানতে চায় সকলেই। শোনা গিয়েছিল ঋতাভরী তাঁর, মানসিক চিকিৎসক বন্ধুকে মন দিয়েছেন। সামাজিক মাধ্যমে আগে তাঁদের বেশ কিছু ছবি দেখা গেলেও এখন আর দেখা যায় না। এরই মাঝে প্রকাশ্যে কাকে ভালোবাসা জানালেন অভিনেত্রী ?


বৃহস্পতিবার সকালে নিজের সামাজিক মাধ্যমে লম্বা পোস্ট দিয়েছেন অভিনেত্রী। তাঁর বন্ধু রাহুল দাশগুপ্তর জন্মদিন। তাঁকে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী। লিখলেন, 'ধন্যবাদ এই পৃথিবীতে এসে, এটিকে সুন্দর বানানোর জন্য। ধন্যবাদ, যখন প্রয়োজন ছিল তখন আমাকে হাসানোর জন্য। ধন্যবাদ, সবসময় আমার পাশে দাঁড়ানোর জন্য। জীবনের শেষ পথে তোমার সঙ্গে হাঁটতে চাই। তোমাকে পাশে রেখেই মরতে চাই।'

View this post on Instagram

A post shared by Ritabhari Chakraborty (@ritabhari_chakraborty)

বন্ধুর সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন ঋতাভরী। কখনও শাড়িতে কখনও আবার ওয়েস্টার্ন পোশাকে তাঁকে যথারীতি মোহময়ী লাগছে। প্রত্যেকটি ছবিতে লক্ষণীয় বন্ধু রাহুল দাশগুপ্তর ছবি। নেটিজেনরা অভিনেত্রীর বন্ধুকে শুভেচ্ছা জানাচ্ছেন, কিন্তু আসলে নজর রয়েছে ঋতাভরীর উপর।

 


one year ago


Noble: 'ভেঙে যাওয়া কেরিয়ার, এখন কেবল বাকি রয়েছে মৃত্যু', নোবেলের পোস্টে কীসের ইঙ্গিত

কলকাতার জনপ্রিয় রিয়েলিটি শোয়ের মঞ্চে 'সেই তুমি কেন এত অচেনা হলে'গেয়ে প্রশংসা  কুড়িয়েছিলেন 'নোবেল ম্যান'(Noble) ওরফে মঈনুল হাসান নোবেল। ওপর বাংলা থেকে কলকাতায় এলেও এপার বাংলার দর্শকরা তাঁকে নিজের করে নিয়েছিল। দুই বাংলা মিলিয়ে প্রচুর ভক্ত তৈরি হয়েছিল নোবেলের। কিন্তু সেই ভক্তদের ধরে রাখতে পারেনি নোবেল। এখন তাঁকে নিয়ে কেবল বিতর্ক হয়, সমালোচনা হয়। নিজের জীবন নিয়ে আনন্দে নেই নোবেল। এবার নিজের শেষ পরিণতি চেয়ে পোস্ট করলেন ফেসবুকে।

নিজের ফেসবুক একাউন্ট থেকে মাঝে মধ্যেই পোস্ট করে থাকেন নোবেল। ভক্তরা সেসব মন্তব্য ভালো চোখে দেখেন না। যে কলকাতা থেকে তিনি দুই বাংলায় পরিচিতি পান, সেই বাংলাকেও অস্বীকার করেছিলেন। তাঁর একের পর এক মন্তব্যে যেন ভক্তদের কাছে তাঁদের চেনা নোবেল অচেনা হয়ে গিয়েছে। ব্যক্তিগত জীবনেও বদলে গিয়েছে নোবেল, এমন অভিযোগ তুলেছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী। এবার তাঁকে নিয়েই ফেসবুকে মন্তব্য করলেন নোবেল।


নোবেল তাঁর সামাজিক মাধ্যমে লেখেন, 'সব অপ্রত্যাশিত ঘটনা আমার জীবনে ঘটে। হৃদয়ভঙ্গ।  ড্রাগ-মদ। আমার মাথার ৭০টি স্টিচ নিয়ে আমার প্রাক্তন স্ত্রীর খুশি হওয়া। ভেঙে যাওয়া কেরিয়ার। এখন কেবল বাকি রয়েছে মৃত্যু। আমার জীবনে এসো প্রিয়। তোমাকে গ্রহণ করতে আমি তৈরি।'

প্রসঙ্গত নোবেলের প্রাক্তন স্ত্রী অভিযোগ তোলেন, তিনি একাধিক মহিলার সঙ্গে বিবাহবহির্ভুত সম্পর্কে রয়েছেন। পরবর্তীকালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। নোবেল যে একেবারেই তাঁর জীবন নিয়ে খুশি নয়, তা এই পোস্ট থেকেই স্পষ্ট। যদিও এই পোস্টের নিচেও কটাক্ষ করেছেন নেটিজেনরা।


one year ago
Zuckerberg: জুকারবার্গ-প্রিস্কিলার ঘর আলো করে লক্ষ্মী, ফেসবুক কর্ণধারের তৃতীয় সন্তানের নাম কী

তৃতীয়বারের জন্য বাবা হলেন মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg)। জুকারবার্গ ও প্রিস্কিলা চ্যানের (Prischilla Chan) কোল আলো করে ফুটফুটে কন্যা সন্তান এসেছে। ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও মেটার চিফ এক্সিকিউটিভ অফিসার মার্ক জুকারবার্গ শুক্রবার নিজেই এই সুখবর সমাজমাধ্যমে শেয়ার করেন। শুক্রবার ইনস্টাগ্রামে সন্ধ্যার দিকে এই জানান যে, তাঁদের এই কন্যা সন্তানের নাম দেওয়া হয়েছে অরিলিয়া চ্যান জুকারবার্গ।

শুক্রবার দুটো ছবি শেয়ার করেছেন জুকারবার্গ, সঙ্গে লিখেছেন ক্যাপশনও। প্রথম ছবিতে দেখা যাচ্ছে সদ্যজাত শিশুকে নিয়ে রয়েছেন জুকারবার্গ নিজে, মুখে তাঁর চওড়া হাসি, পরের ছবিতে দেখা যাচ্ছে, তাঁর স্ত্রী প্রিস্কিলা চ্যান সন্তানকে নিয়ে শুয়ে রয়েছেন। মার্ক ক্যাপশনে লিখেছেন, 'অরেলিয়া চ্যান জুকারবার্গকে এই পৃথিবীতে স্বাগত। তুমি আশীর্বাদ।' এই ছবিটি সমাজমাধ্যম শেয়ার হতেই ঝড়ের গতিতে ভাইরাল ও বয়ে গিয়েছে শুভেচ্ছাবার্তার বন্যা। এই ছবিতে ১০ লক্ষের উপরে লাইক এসেছে।

View this post on Instagram

A post shared by Mark Zuckerberg (@zuck)


উল্লেখ্য, মার্ক জুকারবার্গ ও তাঁর স্ত্রীর আরও দুই কন্যাসন্তান হল ম্যাক্স ও অগাস্ট। গত বছরের সেপ্টেম্বরে তাঁর স্ত্রী তৃতীয়বারের জন্য অন্তঃসত্ত্বা হওয়ার খবর  সমাজমাধ্যমে দিয়েছিলেন। তিনি তখন বলেছিলেন, ম্যাক্স ও অগাস্টের জীবনে আগামী বছর ছোট বোন আসতে চলেছে। তাঁদের এই খবরে বেজায় খুশি হয়েছিলেন নেটিজেনরা।

one year ago
Madan: শিক্ষা নিয়োগে বিতর্কিত মন্তব্যের পর এবার অনশনকারীদের কাছে ক্ষমা প্রার্থনা মদনের

চাকরির দাবিতে (Job Agitation) অনশনকারীরা বঞ্চিত। আখেরে সেটাই কি স্বীকার করলেন মদন মিত্র (Madan Mitra)? লাইভ ভিডিওতে তৃণমূলের ছেলেদের চাকরি দেব বলেছিলেন, কিন্তু ক্ষমা চাইলেন চাকরির দাবিতে অনশনকারীদের কাছে? কিন্তু কেন? তবে কি মদন মিত্র মেনে নিলেন শিক্ষা নিয়োগে দুর্নীতির কথা? তিনি অনশনকারীদের উদ্দেশে বললেন, 'আমি যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার কথা বলিনি।' তবে মোটের উপর কি দাঁড়ালো? অনশনকারী প্রার্থীরা যোগ্য, আর সেটা তিনি জানেন?

সম্প্রতি ফেসবুক লাইভে বিতর্কিত মন্তব্যের পর ভিডিও করে ক্ষমা চাইলেন মদন মিত্র। নিয়োগ দুর্নীতি নিয়ে ফেসবুকে লাইভ ভিডিও করে বিতর্কে জড়িয়েছিলেন রাজনীতির রঙিন চরিত্র মদন মিত্র। ফেসবুকে তিনি লাইভ ভিডিওতে বলেন,'ক্ষমতা পেলে আমি তৃণমূলের ছেলেদেরই চাকরি দেব।' এই বক্তব্যের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পুরনো একটি বক্তব্যও তুলে আনেন বিরোধীরা। তৃণমূলের বিরুদ্ধে আঙুল তুলে বাম নেতা সুজন চক্রবর্তী বলেন, 'এই তো রাজ্যের চিত্র, মমতাকে অনুসরণ করে ব্রাত্য, ব্রাত্যকে অনুসরণ করে মদন। ' ক্ষমা চেয়ে ভিডিও বানান তিনি, বৃহস্পতিবার মদন ভিডিওতে বলেন, 'তৃণমূল কংগ্রেসের ছেলেরা ভয় পেয়ে যাচ্ছে, দল করি বলে আমার চাকরি পাওয়া অপরাধ।' তিনি এই ভিডিওতে বলেন, 'অনশনকারীদের কাছে ক্ষমা চেয়ে বলছি, আমার কথায় ভুল বুঝবেন না, আমি যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার কথা বলিনি।'

তিনি বৃহস্পতিবার আদালতের কাছে মানবিক হওয়ার আর্জি জানান। তিনি বলেন, 'দোষী ছাড়া পেয়ে যাক আপত্তি নেই, নির্দোষ যেন শাস্তি না পায়। কামারহাটিতে কিন্তু অনেক নির্দোষ ছেলেও চাকরি পেয়েছে। যারা টাকা দেয়নি যারা পরীক্ষা দিয়ে পাশ করেছিল তাদের যেন কোন ক্ষতি না হয়। তাদের পরিবারের চোখের জল শুকিয়ে আসছে।'

one year ago


Series: 'ইন্দুবালা' থেকে কি বাদ জয়তীর গান, বিস্ফোরক গায়িকা! কী বলছেন পরিচালক

হইচই-'তে (Hoichoi) সম্প্রতি মুক্তি পেয়েছে 'ইন্দুবালা ভাতের হোটেল' ওয়েব সিরিজ। কল্লোল লাহিড়ীর গল্প অবলম্বনে, দেবালয় ভট্টাচার্যের পরিচালনায় এই সিরিজ বর্তমানে আলোচ্য বিষয় হয়ে উঠেছে। সিরিজের পাশাপাশি আলোচনায় এসেছে গানগুলি। 'পাখিদের স্মৃতি', 'দেহতরী', 'আমি একা চিনি'র মতো গানগুলি এখন সংগীত-প্রেমীদের কানে বাজছে। কিন্তু এরই মাঝে আজ সৃষ্টি নয়া বিতর্কের। নেটমাধ্যমে বিস্ফোরক হয়েছেন বিশিষ্ট গায়িকা জয়তী চক্রবর্তী।

প্রসঙ্গত 'ইন্দুবালা ভাতের হোটেল' সিরিজে 'আমি একা চিনি' গানটি গেয়েছিলেন জয়তী। গানটি গেয়ে আপনজনদের বলেছিলেন তাঁর তৃপ্তির কথা। সকলকে বলেছিলেন সিরিজটি দেখতে। কিন্তু এরপরেই আশাহত হন তিনি। সিরিজটির প্রথম সিজন মুক্তি পেতে দেখা যায় 'আমি একা চিনি' গানটি রয়েছে ঠিকই, তবে তা জয়তীর কন্ঠে নয়, গেয়েছেন অন্য এক শিল্পী। এরপরেই তিনি ফেসবুকে নিজের বক্তব্য লেখেন।

জয়তী ফেসবুকে লেখেন, 'ইন্দুবালা ভাতের হোটেল সিরিজে আমার কণ্ঠে একটি গান আছে বলে জানতাম। অনেক আশা নিয়ে দেখতে বসে দেখলাম গানটি আমার কণ্ঠে নেই।' গায়িকা আরও লেখেন, 'বিষয়টি অবগত হওয়ার পর তিনি আঘাত পেয়েছেন। তাঁর কণ্ঠ বাদ দিয়ে, যার কণ্ঠে এই গানটি রয়েছে সেই গুণী শিল্পীরও অপমান। পছন্দ না হওয়াটা গর্হিত অপরাধ নয় বটেই। কোনও শিল্পীর আশাভঙ্গ হওয়ার দায়ও কোনোদিন কেউ নেয়নি আর নেবেনও না একথাও সত্যি।' 

এই বিষয়ে জয়তীর সঙ্গে সিএন ডিজিটালের তরফে কথা বলার চেষ্টা করা হলে তিনি এই বিষয়ে বেশি কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। যদিও তিনি ফেসবুকে সেই পোস্টের একেবারে শেষে নিজেকে কিছুটা সামলে নিয়ে লেখেন, 'ইন্দুবালা ভাতের হোটেলে আমার কোনও গান নেই। কেউ আমাকে ভুল বুঝবেন না আশা রাখবো।' গায়িকা লিখেছেন সিরিজটি খুব ভালো। সকলকে দেখার অনুরোধও জানিয়েছেন।

এই প্রসঙ্গে সিএন ডিজিটাল থেকে কথা বলা হয় 'ইন্দুবালা ভাতের হোটেল' ওয়েব সিরিজের পরিচালক দেবালয় ভট্টাচার্যের সঙ্গে। তিনি আমাদের জানান, 'পুরো ওয়েব সিরিজ এখনও আসেনি। গানটা যে সিরিজে রাখা হয়নি, তা তিনি জানলেন কী করে! দ্বিতীয় সিজনে যদি গানটি না থাকে তখন তিনি বলতে পারেন গানটি নেই। তিনি জয়তীদির বিরাট ভক্ত। আমি একা চিনি গানটি জয়তীদি দারুন গেয়েছেন।' খুব সম্প্রতি গানটির সিঙ্গল ভিডিও রিলিজ করবে, একথাও পরিচালক জানান সিএন ডিজিটালকে।

one year ago
Sovon: ফেসবুকে শোভনের সঙ্গে ছবি! দেবশ্রী রায়কে আইনি নোটিস প্রাক্তন মেয়রের

দেবশ্রী রায়ের করা ফেসবুক পোস্টে চক্রান্তের গন্ধ পেয়ে অভিনেত্রীকে আইনি নোটিস পাঠালেন শোভন চট্টোপাধ্যায় (Sovon Chatterjee)। জানা গিয়েছে, দেবশ্রী রায় (Debashree Ray) ২০১৭, ২০১৮ এবং ২০১৯ সালে সামাজিক মাধ্যমে (Facebook Post) শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে কিছু ছবি শেয়ার করেন। সেই ছবি শেয়ারের জেরে কলকাতার প্রাক্তন মেয়রের ভাবমূর্তি নষ্ট হয়েছে। পাশাপাশি জনমানসে খারাপ প্রভাব পড়েছে এই অভিযোগ তুলে টলিউড অভিনেত্রীকে আইনি নোটিস পাঠান শোভন চট্টোপাধ্যায়। 

এই প্রসঙ্গে এক ভিডিও বার্তায় শোভনবাবু বলেন, 'আমার কয়েকজন পরিচিত দেবশ্রী রায়ের দুটি প্রোফাইল থেকে কতগুলো ফেসবুক পোস্টের দৃষ্টি আকর্ষণ করেন। আমার ছবি দিয়ে আমার অজ্ঞাতে, সম্মতি ছাড়াই, আমার পারিবারিক অনুষ্ঠানে, আমার পদ ব্যবহার করে ২০১৭, ১৮, ১৯ সালে সঙ্গে মেয়র, সঙ্গে শোভন--এসব উল্লেখ করে পোস্টগুলো করা হয়েছে। ছবিগুলো দেখলে মনে হবে ঘটনাগুলো ২০১৭,১৮,১৯ সালে ঘটেছে। কিন্তু ঘটনা অনেক আগের। আমি এর পিছনে পরিকল্পিত চক্রান্তের গন্ধ পাচ্ছি। প্রসঙ্গত দেবশ্রী রায় আমার বিরুদ্ধে মিথ্যা মানহানির মামলা করেছিলেন রত্না চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে। আদালত সেই মামলা খারিজ করেছে। আমি এর জন্য দেবশ্রী রায়কে নির্দিষ্টভাবে আইনি নোটিস পাঠিয়েছি। ভবিষ্যতে এ ধরনের চক্রান্ত হলে, যতদূর যাওয়ার আমি সেভাবে ব্যবস্থা নেবো।'      

যদিও এবিষয়ে অভিনেত্রীর সঙ্গে বারবার যোগাযোগ করেও কোন উত্তর মেলেনি। 

one year ago