Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Dumdum

Dengue: রাজ্যকে চোখ রাঙিয়ে চ্যালেঞ্জ, ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু আরও এক তরুণীর

সতর্কতা, পরিচ্ছন্নতা, প্রশাসনিক নজরদারি সত্ত্বেও রোখা যাচ্ছে না ডেঙ্গি সংক্রমণ। একের পর এক মৃত্যু, আর সংক্রমণ যা নিয়ে রীতিমত শঙ্কায় প্রশাসন। একদিকে যখন শনিবার রাতে রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলা করতে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে তখন রবিবার কাকভোরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক তরুণীর। সূত্রের খবর, মৃত ওই তরুণীর নাম সমাপ্তি মল্লিক(২০)। দক্ষিণ দমদমের বাসিন্দা সমাপ্তি বেশ কয়েকদিন জ্বরে আক্রান্ত হয়ে নাগেরবাজার এর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল। পরবর্তীতে ওই যুবতীর ডেঙ্গু পজিটিভ রিপোর্ট আসে, এবং শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল রাতে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে।

ওদিকে শনিবারই ভার্চুয়াল প্রশাসনিক বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, ওই বৈঠকেই ডেঙ্গি নিয়ন্ত্রণে সারা সপ্তাহ ২৪ ঘণ্টা কাজের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শনিবার মুখ্যসচিবের নেতৃত্বে ডেঙ্গি নিয়ে নবান্নে ভার্চুয়াল বৈঠক হয়। সেই বৈঠকে ছিলেন স্বাস্থ্যসচিব মুখ্য স্বাস্থ্য আধিকারিক, জেলাশাসক, মহকুমাশাসক, জেলা পুলিশের আধিকারিকরাও। কালীঘাটের বাড়ি থেকে বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রীও। ডেঙ্গি মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলা করতে আগামী ২ সপ্তাহ পুরসভা, গ্রাম পঞ্চায়েত, ব্লকগুলিতে নজরদারি চালানোরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী ২-৩দিন বৃষ্টি হতে পারে। তাই জল দ্রুত সরানোর নির্দেশও দেওয়া হয়েছে। রাজ্যে ডিঙি সংক্রমণ প্রায় ৪২ হাজার ছুঁয়েছে। এবং ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫০ জন। এ অবস্থায় রাজ্যের স্বাস্থ্য প্রশাসনিক কর্তাদের আরও কড়া হতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে এই মৃত্যু নিয়ে দক্ষিণ দমদমে মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৭। যা নিয়ে উদ্বিগ্ন রাজ্য স্বাস্থ্য দফতর।

7 months ago
Dumdum: দমদম নাগেরবাজারে বৃদ্ধ খুনের ঘটনায় উদ্ধার অস্ত্র, জেরায় খুনের কথা স্বীকার অভিযুক্তের

দমদম নাগেরবাজারে বৃদ্ধ খুনে অভিযুক্ত গাড়ি চালককে গ্রেফতার করা হয়েছিল আগেই। এরপর ওই গাড়ি চালককে জেরা করে খুনের আরও বিস্তারিত তথ্য পেয়েছে পুলিশ। সূত্রের খবর, ওই অভিযুক্তকে জেরা করে নাগেরবাজারে বৃদ্ধ খুনে ব্যাবহৃত অস্ত্র উদ্ধার করল পুলিশ। তদন্তে পুলিশ জানিয়েছে, নাগেরবাজারের ঘটনায় ব্যবহার করা হয়েছিল হাতুড়ি। যা জেরায় স্বীকার করেছে এই ঘটনায় ধৃত গাড়ি চালক সৌরভ মণ্ডল। গত ২০ সেপ্টেম্বর দমদম নাগেরবাজারের এক বাগান বাড়ি থেকে উদ্ধার হয়েছিল কল্যাণ ভট্টাচার্য নামে এক বদ্ধের দেহ। সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল গাড়ির চালক সৌরভকে।

সম্প্রতি উদ্ধার হয়েছে কল্যাণ ভট্টাচার্যের নিখোঁজ হওয়া গাড়ি। সেই গাড়ি উদ্ধারের সঙ্গেই গ্রেফতার করা হয়েছিল সৌরভকে। অভিযোগ, বিএমডব্লিউ-লোভেই কল্যাণ ভট্টাচার্যকে খুন করেছিলেন সৌরভ। সেই ঘটনার পুর্ননির্মাণ করতেই সোমবার ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল সৌরভকে।

সৌরভ জানিয়েছে, ঘটনার দিন সে পাঁচিল টপকে ভিতরে এসেছিল। পুলিশ সূত্রের খবর, জেরায় ধৃতের দাবি, খুনের উদ্দেশ্য তার ছিল না। কিন্তু গাড়ি চাওয়ায় বৃদ্ধ অসম্মানজনক কথা বলেন। তাই সাময়িক উত্তেজনার বশে সে এমন ঘটিয়েছে বলে দাবি ধৃতের।

8 months ago
Dengue: ডেঙ্গি কিন্তু ডেঞ্জারাস...

রাজ্যে ডেঙ্গির অপর নাম এখন আতঙ্ক। বর্ষার শুরু থেকেই যেভাবে দিনদিন মাথা চাড়া দিচ্ছে ডেঙ্গি তাতে আর কয়েকদিন পর কোন ভয়ঙ্কর রুপ ধারণ করবে তা ভাবাচ্ছে সবাইকেই। রাজ্যে ডেঙ্গি সংক্রমণের নিরিখে প্রথম স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনার মধ্যে এখন শিরোনামে রয়েছে দক্ষিণ দমদম পুরসভা। যেমন দিনদিন স্পষ্ট হচ্ছে পুরসভার গাফিলতির ছবি তেমনই বাড়ছে মৃতের সংখ্যাও। ফের দক্ষিণ দমদম পুরসভাতে ডেঙ্গির বলি ১। দক্ষিণ দমদম পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের শ্যামনগর অঞ্চলে মৃত্যু হল  বছর ৫৩ এর  রুনা বসাকের। জানা যায় ১৪ তারিখ নাগেরবাজার সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি কার হয় তাকে। বেশ কয়েকদিন ধরে রুনা দেবী জ্বরে আক্রান্ত ছিলেন। এরপরে রক্তের নমুনা পরীক্ষা করালে এনএসওয়ান পজিটিভ আসে। এরপর অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিন তিনি চিকিৎসার গাফিলতিরও অভিযোগ তোলেন। গত বুধবারই ২৭ নং ওয়ার্ডের এই এলাকায় ডেঙ্গিতে মৃত্যু হয় বছর ১৪-এর মতিঝিল গার্লস স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী সংযুক্তা পালের। তারপর ফের একটি মৃত্যু, এলাকার পরিস্থিতি কেমন ঘুরে দেখল সিএন এর ক্যামেরা। চারিদিকে জমে রয়েছে জল, ময়লার স্তুপ। তার মধ্যে বাসা বেঁধেছে মশার লার্ভা। যে ছবিতে বলাই বাহুল্য ডেঙ্গির আঁতুড়ঘরে পরিণত হয়েছে ওই এলাকা। এই কথায় সহমত প্রকাশ রুনা বসাকের পরিবারের সদস্যরাও। তবে বারবার দক্ষিণ দমদম পুরসভার যে পরিস্থিতি সামনে আসছে, তাতে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। ৬ টি মৃত্যুর পরও যদি হুঁশ না ফেরে আর কবে সতর্ক হবে প্রশাসন, প্রশ্ন দক্ষিণ দমদমবাসীর।

ওদিকে ডেঙ্গি রুখতে ঘুম উড়েছে স্বাস্থ্য কর্মীদের, সহ পুরকর্মীদের। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৩৮ হাজার। এ অবস্থায় এখনও অবধি ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪২ জনের। ডেঙ্গি দমনে আরও কড়া হয়েছে প্রশাসন। সূত্রের খবর, কলকাতা পুরসভা কতৃক সমস্ত পুর কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। জোর বাড়ানো হয়েছে, চিকিৎসা ব্যবস্থাতেও। মোটের উপর ডেঙ্গির বাড়বাড়ন্তে যেমন ঘুম উড়েছে সাধারণ মানুষের, তেমনই আশঙ্কায় ভুগছেন স্বাস্থ্য ভবনও।

8 months ago


Body: তালাবন্ধ বাগান বাড়ি থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য দমদমে

দমদম এলাকার এক বাগান বাড়ি থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ। জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম কল্যাণ ভট্টাচার্য। তাঁর বয়স আনুমানিক ৭২ বছর। বুধবার রাতে বাড়ি থেকে ওই ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার করা হয়। কবে বা কখন ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে পুলিশ জানিয়েছে, বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ করা ছিল।

সল্টলেকে কল্যাণ ভট্টাচার্যের বেশ কয়েকজন আত্মীয় থাকেন। তাঁকে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করেন। ফোন না ধরায় তাঁদের সন্দেহ হয়। এরপর নাগের বাজার এলাকা নয়াপট্টির এই বাগান বাড়িতে কল্যাণ ভট্টাচার্যের খোঁজ করতে আসেন তাঁরা। স্থানীয়রা জানিয়েছেন, বাড়ির বাইরে থেকেই পচা গন্ধ পাওয়া যাচ্ছিল। পুলিশ এসে দেহ উদ্ধার করেছে।

তবে, বাইরের দরজা কেন তালাবন্ধ ছিল, তা নিয়ে খটকা পুলিশের মনে। কে বা কারা এই বাড়িতে শেষ এসেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। কেনই বা তালাবন্ধ করা হয়, তাও তদন্ত করা হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, পাড়ায় খুব বেশি মিশতেন না কল্যাণ ভট্টাচার্য। মাঝে মধ্যে তাঁকে বাড়ির বাইরে দেখা যেত। একটি কুকুর ও একটি গাড়ি ছিল। যা মিশিং বলেই জানা গিয়েছে।

8 months ago
Derailed: দমদম ঢোকার মুখে লাইনচ্যুত কল্যাণী সীমান্ত-মাঝেরহাট লোকাল

বড়সড় বিপদের থেকে রক্ষা পেল শিয়ালদহ শাখার লোকাল ট্রেন। সূত্রের খবর, শনিবার সকালে ডাউন কল্যাণী সীমান্ত-মাঝেরহাট লোকালের একটি চাকা লাইনচ্যুত হয়। যদিও এই দুর্ঘটনায় কোনও যাত্রীর ক্ষয়ক্ষতি হয়নি বলেই রেল সূত্রে খবর। 


পূর্ব রেল সূত্রে খবর, সকালে ৩০১২৮ নম্বরের ডাউন কল্যাণী সীমান্ত-মাঝেরহাট লোকাল দমদম ঢোকার মুখেই একটি চাকা লাইনচ্যুত হয়। এরপর আতঙ্কে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। যদিও কারোর কোনও ক্ষয়ক্ষতির খবর মেলে নি। এ বিষয়ে পূর্বরেলের সিপিআরও কৌশিক মিত্র বলেন, 'একটা ছোট্ট দুর্ঘটনা ঘটেছে। কারোর কোনও ক্ষয়ক্ষতি হয়নি।' যদিও শনিবার ব্যস্ততম সময়ে এই দুর্ঘটনা ঘটায় লোকাল ট্রেন চলাচল কিছুটা বিঘ্ন ঘটেছে। এই মুহূর্তে ট্রেনটি ৫ নম্বর স্টেশনে দাঁড়িয়ে।

8 months ago


Dengue: রাজ্যে ক্রমশ চড়ছে ডেঙ্গির পারদ, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা

ডেঙ্গির (Dengue) গতবছরের ভয়াবহতা ফিরছে এবছরেও। বর্ষার শুরু থেকেই রাজ্যে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গির সংক্রমণ। রাজ্যে এ পর্যন্ত ডেঙ্গির বলি (Dengue Death) হয়েছে ২৩ জন। সদ্য প্রকাশিত স্বাস্থ্য দফতরের হিসেব অনুসারে, ডেঙ্গির প্রাদুর্ভাবের নিরিখে ১০ জেলার মধ্যে প্রথম স্থানেই রয়েছে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। দ্বিতীয় স্থানে নদিয়া আর পঞ্চমে কলকাতা (Kolkata)। ক্রমশ চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে দক্ষিণ দমদম  (South DumDum) পুরসভার একাধিক জায়গার ডেঙ্গির প্রকোপ। এলাকায় ডেঙ্গির প্রকোপে মৃত্যু হয়েছে ৪ জনের। সংক্রমণের সংখ্য বেশি দক্ষিণ কলকাতাতেও। পুরসভা সূত্রে খবর, ৯, ১০, ১১, ১২,১৩ ও ১৪ ছয়টি বরোতে আক্রান্তের সংখ্যা ১৪০০ ছাড়িয়েছে।

তবে তাতেও কী সর্তক প্রশাসন? শহরে বিভিন্ন জায়গায় দেখা মিলছে প্রশাসনের গাফিলতির ছবি। গত বছর দক্ষিণ কলকাতার আনন্দপুরের ১০৮ নং ওয়ার্ডে দেখা মিলেছিল ডেঙ্গির প্রার্দুভাব। তবে তাতেও পাল্টায়নি এলাকার ছবি। এবছরও এলাকার বিভিন্ন জায়গা ডেঙ্গির মশার প্রজননের মোক্ষম স্থান হয়ে দাঁড়িয়েছে। কোথাও জমে রয়েছে ময়লার স্তুপ, আবার কোথাও রাস্তার ওপর জমা জলে বাসা বেঁধেছে মশার লার্ভা। ঘনবসতি পূর্ণ এলাকা হওয়ায়  এই ছবি যথেষ্ট উদ্বেগজনক।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় নেই পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ। যত্রতত্র জমে রয়েছে আবর্জনা, জল। বেহাল এলাকার নিকাশি ব্যবস্থা। সামন্য বৃষ্টিতেই জলমগ্ন এলাকা। পুরসভার তরফ থেকে পর্যাপ্ত ব্যবস্থা গৃহীত না হওয়ায় চরম দুর্ভোগ স্থানীয়দের।

8 months ago
Dengue: ডেঙ্গিতে আবারও বলি কলকাতায়, ২৪ ঘণ্টায় দমদমের দুই বাসিন্দার মৃত্যু

ফের ডেঙ্গিতে (Dengue) মৃত্য়ু কলকাতায় (Kolkata)। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ দমদম পুরসভা এলাকার পরপর দু'জনের মৃত্যু (Dengue Death) হল জ্বরে। শনিবার ভোররাতে দমদম থানার অস্থায়ী পুলিস কর্মীর মৃত্যু হয়। আবার এদিনই দুপুরে বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হয় এক কিশোরীর। স্বাভাবিকভাবেই মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানের দু'জনের মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে দমদম থানার অস্থায়ী পুলিস কর্মী প্রীতম ভৌমিক জ্বরে আক্রান্ত ছিলেন। শুক্রবার সন্ধ্যায় নাগেরবাজার সংলগ্ন এক নার্সিংহোমে ভর্তি করানো হয় তাঁকে। এরপরেই শনিবার ভোর ৩টে ৪৬ মিনিট নাগাদ মৃত্যু হয় তাঁর। মৃত্যুর কারণ হিসেবে মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গি উল্লেখ করা হয়। মৃত প্রীতম ভৌমিক দক্ষিণ দমদম পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের দেবীনিবাস রোড অঞ্চলের বাসিন্দা। 

শনিবার দুপুরে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে দক্ষিণ দমদম পুর এলাকার ২১ নম্বর ওয়ার্ডের দেবেন্দ্র নগর অঞ্চলের বাসিন্দা উদয় সিং-এর ছোট কন্যা ১৬ বছরের মধু সিংয়ের মৃত্যুর খবর পাওয়া যায়। হাসপাতাল সূত্রে খবর, ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি শক সিন্ড্রোমের উল্লেখ রয়েছে।

উল্লেখ্য, এই নিয়ে কলকাতায় ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল ৫ জনের। রাজ্যে সব মিলিয়ে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২২ জনের। স্বাস্থ্যদফতরের তরফে প্রকাশিত হিসেব বলছে, সংক্রমণের নিরিখে রাজ্যের ১০ জেলার মধ্যে তৃতীয় স্থানে রয়েছে কলকাতা।

8 months ago
Dengue: ফের ডেঙ্গিতে মৃত্যু শহরে, উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা

উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের ডেঙ্গি (Dengue) আক্রান্তের সংখ্যা। উত্তর থেকে দক্ষিণ, গোটা বাংলাজুড়েই হু হু করে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। আবারও কলকাতায় (Kolkata) ডেঙ্গি আক্রান্তের মৃত্যু (Death)। স্বাস্থ্যভবন সূত্রে খবর, মৃতার নাম ববিতা রায়। বয়স ৩৫ বছর। দক্ষিণ দমদমের বাসিন্দা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে ভর্তি করানো হয়। আর সেদিনই মৃত্যু হয় ববিতার। আর বুধবার কলকাতায় মৃত্যু হয়েছে ষষ্ঠ শ্রেণির পড়ুয়া সৃজন বসুর। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার। ববিতা ও সৃজন দু'জনেরই মৃত্যুর সংশাপত্রে ডেঙ্গির উল্লেখ রয়েছে।

উল্লেখ্য, গোটা রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। কেবল উত্তর ২৪ পরগনায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৩ হাজার পার করেছে। মৃতের সংখ্যাতে সমস্ত জেলার শীর্ষে উত্তর ২৪ পরগনা। পাশাপাশি ডেঙ্গি নিয়ে অসচেতনতার অভিযোগ উঠেছে দক্ষিণ দমদম পুরসভার বিরুদ্ধে। টানা বৃষ্টিতে বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে। পুরসভা সে ব্যাপারে একেবারেই উদাসীন বলে অভিযোগ করছেন স্থানীয়রা।

9 months ago


Metro: মেট্রোতে এবার থেকে একদিকেই খুলবে দরজা, নয়া পদক্ষেপ কতৃপক্ষের

মেট্রোতে এবার থেকে একদিকেই খুলবে দরজা। নয়া পদক্ষেপ রেল কর্তৃপক্ষের। অনেকসময় দেখা যায়, স্টেশন আসতেই মেট্রোর দু'দিকের দরজা খুলে যাচ্ছে। অর্থাৎ স্টেশনের দিকের দরজার পাশাপাশি উল্টো দিকের দরজাও খোলার ঘটনা ঘটেছে। এতে বিপদের সম্ভাবনা থাকে। সেকথা মাথায় রেখে একদিকেই দরজা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। উন্নত ও নিরাপদ যাত্রী পরিষেবার জন্য সাজানো কলকাতা মেট্রোকে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, রেকে প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম ও ট্রেন কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম, এই দুই প্রযুক্তির ব্যবহার হয়েছে।

জানা গিয়েছে, সম্প্রতি এক চালক দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে গাড়ি দাঁড়ানোর পর উল্টো দিকের দরজা খুলে মুত্র ত্যাগ করছিলেন। বিষয়টি নজরের আসে মেট্রো কর্তৃপক্ষের। সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষের তরফে স্টেশনের উল্টো দিকের দরজা সব সময় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

9 months ago
Dumdum: স্ত্রী ও মেয়েকে খুন করে আত্মঘাতী প্রাক্তন সেনাকর্মী! তদন্তে পুলিস

রেল দুর্ঘটনায় মৃত্যু হল এক প্রাক্তন সেনাকর্মীর। শুক্রবার ঘটনাটি ঘটেছেউত্তর ২৪ পরগনার শিয়ালদহ-বারাসত শাখার মধ্যমগ্রাম স্টেশনের কাছে। এ ঘটনার পর তদন্তে নেমে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিসের হাতে। পুলিস জানিয়েছে, ওই ব্যক্তির বাড়িতে তাঁর স্ত্রী ও মেয়ের গলাকাটা রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। যদিও প্রাথমিক তদন্তের পর পুলিস জানিয়েছে, স্ত্রী এবং মেয়ের গলা কেটে খুন করে আত্মঘাতী হয়েছেন ওই এক প্রাক্তন সেনাকর্মী।

স্থানীয় সূত্রে খবর, দমদম পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে প্রাক্তন সেনাকর্মীর বাড়িতে তাঁর স্ত্রী এবং মেয়ের রক্তাক্ত দেহ পাওয়া যায়। পরে ওই প্রাক্তন সেনাকর্মীর দেহ পাওয়া যায় মধ্যমগ্রাম স্টেশনের কাছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, স্ত্রী এবং মেয়েকে খুন করে আত্মহত্যা করেছেন তিনি। পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম গৌতম বন্দ্যোপাধ্যায়, দেবিকা বন্দ্যোপাধ্যায় এবং দিশা বন্দ্যোপাধ্যায়। তাঁর একই পরিবারের সদস্য। দেবিকা এবং দিশা গৌতমের স্ত্রী এবং মেয়ে।

স্থানীয় সূত্রে খবর, গৌতম বন্দ্যোপাধ্যায় নামে ওই প্রাক্তন সেনাকর্মী মানসিক সমস্যায় ভুগছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, ৪৮ বছর বয়সি গৌতম ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী দেবিকা (৪৪) এবং ১৯ বছরের মেয়ে দিশা বন্দ্যোপাধ্যায়ের গলা কেটে খুন করেন। এর পরে মধ্যমগ্রাম স্টেশনের কাছে গিয়ে ট্রেনের সামনে ঝাঁপ দেন তিনি। দুপুরে তাঁর ছিন্নভিন্ন দেহ উদ্ধার হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ।

9 months ago


Theme: পোস্টকার্ডে আমন্ত্রণ জানিয়ে দুর্গাপুজোয় নতুন ভাবনা দমদম তরুণ সংঘের

সৌমেন সুর: হঠাৎ আমার কাছে একটা চিঠি এলো, সেটা পোস্টকার্ড। চিঠিটা পেয়ে আমি এত অভিভূত হয়ে গেলাম, তা ভাষায় বর্ণনা করতে পারবো না। খানিকক্ষণ দম নিয়ে নিলাম। তাৎক্ষণিক আমার চোখের সামনে কয়েক যুগের ছিন্নময় ছবি ভেসে উঠলো। আগেকার দিনে রাজা রাজড়ারা কবুতরের পায়ে বেঁধে দিতো চিঠি। আর সেই চিঠি পৌঁছে যেত প্রাপকের কাছে। কখনো কখনো ঘোড়া বহন করতো সংবাদ। পিঠের ওপর অন্যান্য জিনিসের সঙ্গে চিঠি থাকতো। 

চিঠির মাধ্যম এমনিই একটা আনন্দকর জিনিষ, যার স্বাদ যে পায় সেই বোঝে। এককথায় চিঠি তুলনাহীনা। লেখকের মনে মনন সটান চলে যেতো প্রাপকের কাছে। ঐ চিঠির ব্যাঞ্জনময় ভাষা আর টোটাল কনটেন্ট প্রাপক অনেকদিন ধরে তার সুখ ভোগ করতো। তেমনি কিছু রঞ্জনময় অক্ষর চিঠির মাধ্যমে ফুটিয়ে তুললো নাকি দমদম তরুণ দল! হ্যা ওনারা সত্যিই ফুটিয়ে তুলেছেন। পোস্টকার্ড আমন্ত্রণ জানিয়ে কতখানি মানুষের হৃদয় জয়লাভ করতে পারলো কি পারলো না-সেটা অন্য আলোচ্য বিষয়। এখন বিষয়টা হলো-আমি অভিভূত, আপ্লুত। ভাবুন তো, মা অপেক্ষা করছেন কবে ছেলের কিছু কথা শুনবো। যদিও বর্তমানে গতিময় যুগে ফোনে দুবার কথা বলে কথার আদানপ্রদান হয়ে যায়। তাতে মায়ের মন ভরে না। অথচ একটা চিঠি এলে, সেই চিঠি মা মাঝে মাঝে আলমারি খুলে শাড়ির ভাঁজের ভেতর থেকে বার করে বারবার পড়েন আর নষ্টালজিক হয়ে যান। এই হলো চিঠির চরিত্র। 

বর্তমান ইন্টারনেট যুগে দমদম তরুন দল দুর্গাপুজোর ব্যাপারে এখনই তোড়জোড় শুরু করে দিয়েছে। এনাদের এ বছরের থিমটা কি, জিজ্ঞেস করাতে একেবারে স্পিকটি নট। কেউ হাড়ি ভাঙতে চান না। আর ভাঙবেই বা কেন! গতবছর বেষ্ট অ্যাওয়র্ড উইনার। এবারে কি করবেন তা কিছুতেই প্রকাশ করলেন না। কারণ কেউ যদি থিমটা নকল করে দেয়। শুধু দমদম তরুণ দল নয়, দুর্গাপুজোর সমস্ত বড় বড় দল, সে সিপিএম হোক, বিজেপি-কংগ্রেস-তৃণমূল হোক, কেউ মুখ খুলতে নারাজ। 

যাই হোক স্থানীয় কাউন্সিলর বিশ্বজিত্ প্রসাদ ও দমদম তরুণ দলকে আরও একবার কুর্নিশ, তারা পোস্টকার্ড শুভানুধ্যায়ীদের আমন্ত্রণ জানাচ্ছেন। আমার মতে, পোস্টকার্ড, খাম আবার ফিরে আসুক। ভালোবাসার ফুটন্ত গোলাপ- এই চিঠি। পোস্টম্যান যখন মেন দরজার কাছে হাঁক পাড়ে, চিঠি আছে.... তখন আপনার মুখে স্মাইল ফুটে ওঠে কি না বলুন? মোটকথা চিঠি লেখা আবার ফিরে আসুক, আপনি কি বলেন?     

10 months ago
Metro: শনিবার বেশ কিছুক্ষনের জন্য মেট্রো পরিষেবা বন্ধ, জানুন কোথায় এবং কখন

শনিবার বন্ধ থাকবে কলকাতা মেট্রোর (Metro) একাংশ। আগেই বিজ্ঞপ্তি নিয়ে একথা জানাল মেট্রো রেল কতৃপক্ষ। মেট্রো কতৃপক্ষ সূত্রে আরও খবর, ২৭ মে সকাল ৬টা ৫০ মিনিট থেকে ১০টা পর্যন্ত পাওয়ার ব্লক (Power Block) চলবে। দক্ষিণেশ্বর বা দমদম থেকে মেট্রো চলবে মহানায়ক উত্তম কুমার স্টেশন, অর্থাৎ টালিগঞ্জ পর্যন্ত। এই পাওয়ার ব্লক শেষ হওয়ার পর মেট্রো পরিষেবা স্বাভাবিক হবে।

কলকাতা মেট্রোর পক্ষ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে, যাত্রী নিরাপত্তা মাথায় রেখেই এই পাওয়ার ব্লক। সকালের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। এরপর দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইনে মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে। সকালের দিকে মেট্রো কম চলতে পারে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। সে ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন নিত্যযাত্রীরা।

কলকাতা মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীরা যাতে সমস্যায় না পড়েন, তাই এই কাজ করা হচ্ছে। ট্র্যাক রক্ষাণবেক্ষণের জন্য পাওয়ার ব্লক নেওয়া হবে। এই নিয়ে কোনও গুজবে কান দিতেও বারণ করেছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রোতে এই নিয়ে ঘোষণাও করা হচ্ছে।

12 months ago
covid: করোনা আক্রান্ত হয়ে দমদমে মৃত্যু বৃদ্ধর, সক্রিয় সংক্রমণ চিকিৎসকদের চিন্তায় রাখছে

রাজ্যে ফের করোনা (covid) আক্রান্ত হয়ে মৃত্যু (Death)। উত্তর ২৪ পরগনার দমদমের (Dum Dum) ঘটনা। জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম সুবীর কুমার কর (৮০)। তিনি দমদমের বাসিন্দা। সম্প্রতি ওই ব্যক্তির করোনার রিপোর্ট পজিটিভ আসে। রিপোর্ট আসার পরেই তাঁকে ১৯ তারিখ বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই ২০ তারিখে রাত ৯টা ১৫ নাগাদ মৃত্যু হয় তাঁর। পরিবারের অনুমতিতেই শুক্রবার তাঁর দেহ কর্পোরেশনের হাতে হস্তান্তর করা হবে। 

চিকিৎসকেরা জানাচ্ছেন, রাজ্যে রোজ করোনা সংক্রমিতের সংখ্যা বাড়ছে। কয়েক দিনের মধ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যাও হাজারের কাছাকাছি পৌঁছেছে। তাই করোনার উপসর্গ থাকা সত্ত্বেও অনেকে পরীক্ষা করাতে চাইছেন না। এখন দিনে গড়ে ১০০০ থেকে ১২০০ পরীক্ষা হচ্ছে বলে জানাচ্ছেন স্বাস্থ্যকর্তারা। তবে এটিকে অন্তত ৩-৪ হাজার করার পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য দফতরের তরফ থেকে। 

চিকিৎসকেরা জানাচ্ছেন, এখন যাঁরা আক্রান্ত হচ্ছেন, তাঁদের গুরুতর সমস্যা হচ্ছে না। কিন্তু বয়স্ক ও কোমর্বিডিটিতে আক্রান্তরা করোনায় সংক্রমিত হলে, তা বিপজ্জনক হয়ে উঠছে।

one year ago


Dacoity: অ্যাপ বাইকের যাত্রী সেজে ছিনতাই, দমদমে ২৪ ঘন্টার মধ্যে ধৃত অভিযুক্ত

অ্যাপ বাইকের যাত্রী সেজে ছিনতাইয়ের ঘটনা, পুলিসি তৎপরতায় গ্রেফতার দমদমের যুবক। জানা গিয়েছে, শুক্রবার ভোর রাতে দমদম থানার এক সাব-ইনস্পেক্টর খবর পান স্থানীয় এক কারখানার সামনে এক যুবক আহত অবস্থায় পড়ে রয়েছেন। এরপর তিনি ঘটনাস্থলে পৌঁছন এবং ওই যুবককে উদ্ধার করে আরজি কর মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। জানা গিয়েছে, আহত ওই যুবকের নাম সৌমেন ঘোষ, বয়স ২৩ বছর। তিনি পেশায় একজন অ্যাপ বাইক চালক। 

পুলিসকে সৌমেন জানান, 'শুক্রবার মধ্যরাতে এক প্লাস্টিক কারখানার সামনে থেকে এক যাত্রীকে তোলেন তিনি এবং পূর্ব কমলাপুরের এক কারখানার সামনে নামান তাঁকে। টাকা নেওয়ার সময় হঠাৎই ওই যাত্রী তাঁকে ধাক্কা মারলে তিনি বাইক থেকে পড়ে যান। এরপর তাঁর বাইক ও মোবাইল নিয়ে চম্পট দেয় অভিযুক্ত যাত্রী।'

এরপরেই নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে তদন্তে নামে পুলিস। পুলিস, ওই অ্যাপ নির্ভর সংস্থার মাধ্যমে বাইক বুক করা অভিযুক্তর আসল ফোন নম্বর-নাম সংগ্রহ করে। সেই সূত্র ধরে টাওয়ার লোকেশনের মাধ্যমে শেষমেষ দমদম সাপুইপাড়া থেকে অভিযুক্ত তুষার চৌধুরীকে গ্রেফতার করে পুলিস। তার থেকে উদ্ধার হয়েছে ছিনতাই করা বাইক। ২৪ ঘন্টার মধ্যেই পুলিস গোটা ঘটনার সঙ্গে জড়িতকে গ্রেফতার করতে সক্ষম। শনিবার অভিযুক্তকে ১০ দিনের পুলিসি হেফাজতের আবেদন জানিয়ে ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে।

one year ago
Missing: খড়দহে ছাত্র নিখোঁজ, সন্দেহে সহপাঠী! বিরাটিতে কিশোর মিসিংয়ে কাঠগড়ায় বান্ধবী

প্রায় চার দিন ধরে নিখোঁজ সোদপুরের এক কিশোর (Student Missing)। উত্তর ২৪ পরগনার সোদপুর (Sodepur Incident) শেঠ কলোনির বাসিন্দা বছর ১৩-র সৌমদ্বীপ পাল সোমবার বিকেলে পাশের পাড়ায় শিক্ষকের বাড়ি নোটস নিতে যাবে বলে বেরোয়। কিন্তু রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের লোক খোঁজাখুঁজি শুরু করেন। নিখোঁজ কিশোরের মায়ের দাবি, 'তাঁর ছেলের সঙ্গে কোচিং সেন্টারে শুভ্রাংশু নামে এক বন্ধু পড়ে। তার থেকে নিখোঁজ পড়ুয়া ৬০০ টাকা ধার নিয়েছিল। বন্ধু শুভ্রাংশু সেই টাকা ফেরতের জন্য সৌমদ্বীপকে বারবার চাপ দিচ্ছিল। দু'জনের মধ্যে একটা ঝামেলাও হয়েছিল।'

বাড়ির লোকের অভিযোগ, 'ওই বন্ধুর কথায় কিছু অসঙ্গতি রয়েছে।' এদিকে, নিখোঁজ কিশোরের পরিবারের থেকে খড়দহ থানায় অভিযোগ জানানো হয়েছে। তদন্তে নেমে এলাকার সিসিটিভি খতিয়ে দেখছে খড়দহ থানা। সোদপুরের স্টেশন রোডের রাস্তার এক সিসি ক্যামেরায় ওই কিশোরকে শেষ দেখা গিয়েছে। 

এদিকে, নবম শ্রেণীর এক ছাত্রের নিখোঁজের ঘটনা। নিখোঁজ ছাত্রের নাম বলরাম রাজবংশী। বাড়ি কুমোরপাড়া সংলগ্ন সিদ্ধেশ্বরী কালীমন্দিরের কাছে। বুধবার থেকে নিখোঁজ ওই ছাত্র। পরিবারের অভিযোগ, 'বলরাম বাগুইআটির প্রতিবেশীপাড়ার এক দশম শ্রেণীর ছাত্রীর সঙ্গে সম্পর্কে ছিল। ওই ছাত্রী আবার মডেলিংয়ের সঙ্গে যুক্ত। বলরামের নিখোঁজ হওয়ার পিছনে ওই মেয়েটির হাত আছে কিনা সন্দেহ।' দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলরামের মা আরতী রাজবংশী।

নিখোঁজ ছাত্রের পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় এক বছর ধরে দশম শ্রেণীর ওই ছাত্রীর সঙ্গে ভালোবাসার সম্পর্কে ছিল ওই ছাত্র। ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে মেয়েটিকে দামি উপহার দিয়েছিল বলরাম। কিন্তু উপহার নেওয়ার দু'দিনের মাথায় সে জানিয়ে দেয় এই সম্পর্কে আর চালিয়ে নিয়ে যেতে পারবে না।

এরপরই প্রেমে প্রত্যাখ্যাত হয়ে মানসিকভাবে ভেঙে পড়ে ওই কিশোর। তাকে বোঝানোর চেষ্টা করে পরিবার। এরই মাঝে বুধবার রাতে পাশের এক মুদির দোকানে যায় বলরাম।। তারপর থেকেই খোঁজ নেই কিশোরের।

one year ago