Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Divorce

Nawazuddin: নওয়াজের থেকে বিবাহবিচ্ছেদ চান স্ত্রী আলিয়া, নেপথ্যে তীব্র দাম্পত্য কলহ

বলিউডে যখন বিয়ের মরশুম, তখন এক তারকার বিবাহবিচ্ছেদ (Divorce) খবরে সরগরম টিনসেল টাউন। নওয়াজ়উদ্দিন সিদ্দিকির (Nawazuddin Siddiqui) থেকে বিবাহবিচ্ছেদ চান স্ত্রী আলিয়া সিদ্দিকি। এমনটাই নাকি সংবাদ মাধ্যম সূত্রে খবর। এই মুহূর্তে চর্চার কেন্দ্রে নওয়াজ় ও আলিয়ার দাম্পত্য কলহ। নওয়াজ়ের বিরুদ্ধে ইতিমধ্যে আদালতে গিয়েছেন আলিয়া। সম্প্রতি আলিয়ার অভিযোগ, 'নওয়াজ় নাকি তাঁদের দ্বিতীয় সন্তানকে স্বীকার করতে চাইছেন না। সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটলেই আইনি বিচ্ছেদের পথে হাঁটবেন তিনি।'

বর্তমানে নাকি বাড়ি ছেড়ে একটি হোটেলে রয়েছেন নওয়াজ়। আন্ধেরির বাংলোয় স্ত্রীর সঙ্গে সম্প্রতি দেখা করতে গিয়েছিলেন এই অভিনেতা। এদিকে আলিয়ার দাবি, 'নওয়াজ় এসেছিল শোরাকে কন্যাকে নিতে। ভিসার কাজে ওকে দরকার পড়েছিল। সত্যিটা বলি? আমি আর শোরা দুবাইয়ের নাগরিক। আমাদের এখানে কোনও প্রয়োজন নেই নথিপত্র ঠিক করার। আমি শোরাকে ওর সঙ্গে পাঠাইনি।'

আলিয়ার অভিযোগ, 'নওয়াজ় তাঁর উপর মানসিক নির্যাতন চালিয়েছেন। এখন সন্তানদেরও কেড়ে নিতে চান।' টাকার জন্য নয়, এই পরিস্থিতিতে সন্তানদের কাছে রাখার জন্যই লড়তে চান বলে দাবি আলিয়ার।

আগে বাড়ির একটা ঘরে তাঁকে ও তাঁর বাচ্চাদের বন্দি করে রাখার অভিযোগ করে এফআইআর দায়ের করেন আলিয়া। বম্বে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। আগামী ২০ ফেব্রুয়ারি আদালতে মামলার শুনানির দিন নির্ধারিত হয়েছে।

one year ago
Divorce: শোভন-রত্না বিবাহবিচ্ছেদ মামলায় সাক্ষ্য দিলেন বৈশাখী, গরহাজির তৃণমূল বিধায়িকা

শোভন চট্টোপাধ্যায় এবং রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ-বিচ্ছেদ মামলায় সোমবার সাক্ষ্য দিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। যদিও সোমবার গরহাজির ছিলেন রত্নাদেবী। এদিন মামলার সাক্ষ্যগ্রহণ পর্বে উপস্থিত থেকে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় তৃণমূল বিধায়ক তথা রত্না চট্টোপাধ্যায়কে কটাক্ষের সুরে বিঁধেছেন। তাঁর বিবাহবিচ্ছিন্না স্ত্রী, তাঁদের ভয় দেখানোর চেষ্টা করছেন। সাক্ষীকে প্রভাবিত করার চেষ্টা করছেন। এহেন অভিযোগ তুলে কলকাতার প্রাক্তন মেয়রের দাবি,'গতবার অভব্যতার সীমা ছাড়িয়ে গিয়েছিল এজলাসের ভিতরে এবং বাইরে। যাতে সাক্ষী দিতে না পারে সেই আবহ তৈরি করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আমি কৃতজ্ঞ ডক্টর বৈশাখী বন্দ্যোপাধ্যায় সাক্ষ্য দিতে এসেছেন।'

তিনি জানান, 'আমাকে সাধারণ মানুষ হিসেবে বাঁচতে দেওয়ার সুযোগ করে দিক আদালত। আমি বারবার সেই প্রার্থনা করেছি।' সাক্ষ্য দিয়ে বেড়িয়ে শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, 'যেহেতু আমার সাক্ষ্যর দিন ছিল, তাই সাক্ষ্যগ্রহণে কোনও দেরি হয়নি। পুলিস প্রশাসনের কাছে কৃতজ্ঞ তারা সাক্ষ্যগ্রহণের কাজ সুষ্ঠুভাবে শেষ করতে সাহায্য করেছে। গত দু'দিন ধরে যেভাবে হুমকি দেওয়ার চেষ্টা হয়েছিল, সেখানে এদিনের সাক্ষ্যগ্রহণ সাধারণ মানুষের কাছে বড় জয়।'

তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায় হুমকি এবং ভয়ের পরিবেশ তৈরি করছেন, এহেন অভিযোগ তুলে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও বলেন, 'আমি ভয় পেলে বাড়িতে বসে থাকতাম। আমার কাজে ভয়ের লেশমাত্র নেই। উনি একজন জনপ্রতিনিধি হিসেবে যদি বলেন কোর্ট ঘেরাও করে দেব, তাহলে আমার মতো সাধারণ মানুষের ভয় পাওয়ার কথা। কিন্তু উনি যদি কোর্টে না আসেন, তাহলে আমার মনে হয় উনার শুভবুদ্ধির উদয় হয়েছে।'

এই অভিযোগের প্রেক্ষিতে রত্না চট্টোপাধ্যায়ের দাবি, 'গত ৫ বছরে আমার সঙ্গে কেউ কোর্টে যায়নি। উনি প্রথম থেকেই বাউন্সার ঘেরাও হয়ে কোর্টে যেতেন, পুলিসি পাহারা থাকতো। তখন কাকে ভয় পেতেন, আমি তো তখন একটা লোককেও নিয়ে যেতাম না।'

তাঁর দাবি, 'পরপর দুটি শুনানিতে আমার দলের ছেলেরা গিয়েছে। যারা গিয়েছিল তাঁদের প্রত্যেককে শোভন চট্টোপাধ্যায় চেনেন। কিন্তু বলা হচ্ছে অপরিচিত মুখ নিয়ে গিয়েছিলাম। সম্পূর্ণ মিথ্যা কথা। শোভন-বৈশাখীর আসল চরিত্র আপনারা দেখেননি। আমার দলের ছেলেদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। আমার সঙ্গে লোক গেলে এরা, গুণ্ডাবাহিনী, অসামাজিক তকমা দিয়ে বেড়াচ্ছে। তাই আমাকে নিরাপত্তা দিতে গিয়ে ওরা ফেঁসে গেলে সেটা হওয়া উচিৎ নয়। তবে আমি খুশি শোভন-বৈশাখী ভয় পেয়েছে। ওরা একটু বুঝুক ভয় কাকে বলে।'

one year ago
BNK: 'দ্রুত ডিভোর্স দিন', বিবাহবিচ্ছেদের মামলায় বাঁকুড়া জেলা আদালতে সৌমিত্র-সুজাতা

বিবাহবিচ্ছেদ মামলায় (Divorce case) বাঁকুড়া জেলা আদালতে সোমবার উপস্থিত ছিলেন সাংসদ সৌমিত্র খাঁ  ও তাঁর স্ত্রী সুজাতা মণ্ডল (Soumitra-Sujata)। এর আগে দু'জনেই পৃথক পৃথক ভাবে আদালতে (Bankura Court) হাজির হয়ে মিউচুয়াল ডিভোর্সের পক্ষে সওয়াল করেছিলেন। সেই মামলারই শুনানি ছিল সোমবার।  বাঁকুড়া বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ২০১৬ সালে পয়লা জুলাই সুজাতা মণ্ডলকে বিয়ে করেন। ২০১৯-র লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সৌমিত্রকে জেতানোর মূল কারিগর ছিলেন স্ত্রী সুজাতাই। পরে ২০২০-র ডিসেম্বরে তৃণমূলে যোগ দেন সুজাতা। ওই দিনই সংবাদমাধ্যমে সুজাতার সঙ্গে সম্পর্ক ত্যাগের কথা জানান সৌমিত্র।

এরপরই আদালতের দ্বারস্থ হয়ে সৌমিত্র, স্ত্রীর সঙ্গে পাকাপাকিভাবে সম্পর্ক ছেদের জন্য ডিভোর্স মামলা করেন। এবার সেই মামলারই অঙ্গ হিসাবে সোমবার মিউচুয়াল ডিভোর্সের শুনানি হয় বাঁকুড়া জেলা আদালতের দ্বিতীয় অতিরিক্ত দায়রা বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের এজলাসে। প্রায় এক ঘন্টা ধরে দুজনের উপস্থিতিতে চলে শুনানি।

সুজাতা খাঁ জানান, এই ডিভোর্সের মামলায় তাঁর কোনো দাবী-দাওয়া নেই। বিষয়টি বিচারাধীন। আদালত চাইলে দ্রুত এই মামলার নিস্পত্তি হবে। সৌমিত্র খাঁ বিষয়টিকে ব্যাক্তিগত বিষয় বলে এড়িয়ে যান। সাংসদের আইনজীবী জানান, 'মামলাটি দ্রুত নিস্পত্তির জন্য আদালতকে আবেদন জানানো হয়েছে। সোমবার তার শুনানি হয়েছে।'

এদিকে, আদালত দু'পক্ষের কাছেই তাঁদের সম্পর্ক নিয়ে জানতে চায়। দু'পক্ষই ডিভোর্সের ব্যাপারে আদালতের কাছে তাঁদের সম্মতির কথা জানান।

one year ago


Punjab: 'ডিভোর্সের পর স্ত্রী ব্যাভিচারী-উগ্র হলে ভরণপোষণ পাবেন না', রায় জানালো হাইকোর্ট

বিবাহবিচ্ছেদের (Divorce) পর স্ত্রী ব্যভিচারী এবং নিষ্ঠুর হলে ভরণপোষণের (Alimony) দায় নেবেন না স্বামী।  এক মামলায় এমন তাৎপর্যপূর্ণ রায় দিয়েছে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট (Punjab-Haryana High Court)। এমনকি মামলাকারী এক মহিলার ভরণপোষণের আবেদন নাকচ করেছে আদালত। পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের বিচারপতি ঋতু বাহ্‌রি এবং বিচারপতি নিধি গুপ্তার ডিভিশন বেঞ্চ বিবাহবিচ্ছেদের মামলায় স্ত্রীর স্থায়ী ভরণপোষণের আবেদন নাকচ করেছে আদালত। সূত্রের খবর, সেই মহিলার বিরুদ্ধে ব্যভিচারিতা এবং নিষ্ঠুরতার অভিযোগ ছিল। পারিবারিক আদালতে তার ভিত্তিতেই বিবাহবিচ্ছেদ হয়েছে।

জানা গিয়েছে, মামলাকারী ব্যক্তির বিবাহ হয় ১৯৮৯ সালে। কিন্তু তিনি বিয়ের কয়েক বছর পর বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন। স্ত্রীর উগ্র ব্যবহার, এই অভিযোগ এনে বিবাহবিচ্ছেদ চেয়েছিলেন মামলাকারী। অভিযোগ, স্বামী-শ্বশুরবাড়ির লোকেদের অপমান করেছেন স্ত্রী। 

এ ছাড়া সেই স্ত্রীর বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগও এনেছেন মামলাকারী। তিনি জানিয়েছেন, পরপুরুষের সঙ্গে তাঁর স্ত্রী শারীরিক সম্পর্ক গড়ে তুলেছেন। যাবতীয় অভিযোগের সপক্ষে তথ্যপ্রমাণ আদালতে জমা দেন ওই ব্যক্তি। এরপরেই পারিবারিক আদালত বিবাহবিচ্ছেদে সিলমোহর বসায়।

কিন্তু বিবাহবিচ্ছেদের পর স্বামীর থেকে স্থায়ী ভরণপোষণ দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হন ওই মহিলা। কিন্তু উচ্চ আদালত তাঁর আবেদন নাকচ করে পর্যবেক্ষণে বলছে, বিবাহবিচ্ছেদের আগে এবং পরে মহিলা অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত ছিলেন। ব্যভিচার এবং নিষ্ঠুরতার দায়ে তিনি অভিযুক্ত। তাই তিনি স্বামীর কাছ থেকে স্থায়ী ভরণপোষণ পাবেন না।

2 years ago
Kerala: 'মুসলিম মহিলারাও ডিভোর্স চাইতে পারেন', স্পষ্ট জানিয়ে দিল কেরল হাইকোর্ট

এবার থেকে মুসলিম মহিলারাও চাইতে পারবেন বিবাহ বিচ্ছেদ (divorce)। আর সেই অধিকার ইসলামি আইনে রয়েছে বলে জানিয়েছে কেরল হাইকোর্ট (Kerala High Court)। এক মামলার শুনানি চলাকালীন বিচারপতি এ মহম্মদ মুস্তাক ও বিচারপতি সি এস ডায়াসের বেঞ্চ বলে, 'যেকোনও মুসলিম মহিলা এই অধিকার পেতে পারেন। এর সঙ্গে স্বামীর আপত্তি থাকার কোনও সম্পর্ক নেই। স্বামী বিবাহবিচ্ছেদ না চাইলেও স্ত্রী চাইতে পারেন।'

সম্প্রতি কেরল হাইকোর্টে আপিল করেছিলেন এক স্বামী। তাঁর স্ত্রী  ১৯৩৯ সালের মুসলিম বিবাহ আইনে বিচ্ছেদের ডিক্রি পেয়েছিলেন। সেই নির্দেশের বিরুদ্ধেই মামলা করেন তিনি। ওই মহিলার স্বামী আবেদনে জানান, মুসলিম মহিলার বিবাহবিচ্ছেদ চাওয়ার অধিকার আছে। কিন্তু একতরফা ভাবে ইসলামি আইনে বর্ণিত ‘খুলা’-র মাধ্যমে বিচ্ছেদ চাওয়ার অধিকার নেই। পৃথিবীর কোনও দেশেই এই অধিকার স্বীকৃত নয়। বিচ্ছেদ চাইলে প্রথমে স্বামীর কাছে তালাক চাইতে হবে। এরপর স্বামী রাজি না হলে কোর্ট বা কাজির কাছে যেতে হবে।

হাইকোর্ট রায়ে জানিয়েছে, ‘‘এই আবেদনের মাধ্যমে এটাই মনে হচ্ছে, মুসলিম মহিলারা তাঁর স্বামীর অধীনে আবদ্ধ। এই ধারণার পিছনে মুসলিম ধর্মগুরু ও ওই সম্প্রদায়ের পুরুষতান্ত্রিক মনোভাব রয়েছে বলে মনে হয়। সেই মনোভাব মহিলাদের খুলার মাধ্যমে একতরফা বিচ্ছেদ চাওয়ার অধিকারকে মানতে রাজি নয়।’’ বিচারপতিরা আরও বলেন, ‘‘এক্ষেত্রে স্ত্রীর দিক থেকে বিচ্ছেদ চাওয়ার অন্য কোনও ব্যবস্থা নেই। তাই স্বামীর সম্মতি ছাড়াই খুলার মাধ্যমে বিচ্ছেদে সম্মতি দিতে পারে আদালত।’’

2 years ago


Bollywood: ভাঙছে রণবীর-দীপিকার সংসার? জোর গুঞ্জন বলিপাড়ায়

ভাঙতে চলেছে বাজিরাও আর মাস্তানির সংসার? রামলীলা জুটির সম্পর্কে ধরেছে চিড়। এমনটাই গুঞ্জন রটেছে বলিপাড়ায় (Bollywood)। এই চর্চার মধ্যেই মুখ খুলেছেন রণবীর (Ranveer Singh)। সম্প্রতি শোনা গিয়েছিল, দীপিকা পাডুকোন (Deepika Padukone) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। জানা গিয়েছে, এখন সুস্থ আছেন দীপু। রণবীর-দীপিকার হিট জুটি সবসময় চর্চায় থাকে। তবে কী সত্যি ভাঙতে চলেছে তাঁদের ঘর? না, রণবীর এক সাক্ষাৎকারে বলেছেন, তাঁরা দু'জন একসঙ্গেই আছেন। ২০১২ থেকে শুরু হয়েছিল তাঁদের প্রেমপর্ব। এখন ২০২২, ১০ বছর একসঙ্গে রয়েছেন। আগামী দিনগুলিও থাকবেন। অভিনেত্রী হিসেবে দীপিকার প্রতি তাঁর সম্মান অনেক। আবার একসঙ্গে জুটি বাঁধার ইচ্ছাপ্রকাশ করেন এদিন।

ফলে বোঝাই যাচ্ছে, এ ধরনের কথা কেবলই গুজব। রণবীর আর দীপিকার  সম্পর্কে কোনও ভাঙন নেই। তবে সম্প্রতি বড়সড় আইনি বিপাকে জড়ান রণবীর সিং। নগ্ন ফটোশ্যুট-কাণ্ডে তাঁদের বিরুদ্ধে করছে মুম্বই পুলিস। যদিও সেই ছবি মর্ফড বা বিকৃত করা হয়েছে। পুলিসকে এমনটাই জানিয়েছেন রণবীর সিং।

2 years ago
Madhya Pradesh: একেবারে আমন্ত্রণপত্র ছাপিয়ে বিবাহবিচ্ছেদ উদযাপন করলেন ১৮ জন পুরুষ

বিবাহবিচ্ছেদের (Divorce) আনন্দে পার্টি! একেবারে কার্ড বানিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। শুনে একটু অবাক লাগলেও এমনটাই করেছেন সম্প্রতি বিবাহবেচ্ছেদ মামলায় জয়ী ১৮ জন পুরুষ। এককথায় বিবাহবিচ্ছেদ ‘উদ্‌যাপন’ করলেন তাঁরা। ঘটনাটি মধ্যপ্রদেশের (Madhya Pradesh)  ভোপালের (Bhopal)।

জানা গিয়েছে, একটি বেসরকারি সংস্থা ১৮ জনের হয়ে বিবাহবিচ্ছেদের মামলা লড়ছিল। সেই সংস্থার তরফ থেকেই আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের। এর পিছনে কী কারণ? সংস্থার কথা অনুযায়ী দীর্ঘদি ধরে মামলা লড়তে লড়তে আর্থিকের পাশপাশি মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তাঁরা। এছাড়া সামাজিক ও পারিবারিক একটা চাপ তো থাকেই।

সংস্থাটির আরও দাবি, এই ধরনের অনুষ্ঠান তারা দীর্ঘ সময় ধরে করে আসছে। এর মাধ্যমে বিবাহবিচ্ছিন্ন পুরুষদের মানসিক শক্তি বাড়ানো হয়। গত আড়াই বছর ধরে ১৮ জনের বিবাহবিচ্ছেদের মামলা লড়েছে এই সংস্থা। হেল্পলাইনের মাধ্যমে তাঁদের মানসিক জোর বাড়ানোর চেষ্টা করা হয়।

2 years ago
Honey Singh: মোটা টাকা খোরপোশের বিনিময়ে ডিভোর্স পাচ্ছেন পপ তারকা হানি সিং

অবশেষে দিল্লির (DELHI) আদালতে হয়েছে রফা। আইনিভাবে স্ত্রীর থেকে আলাদা হতে চলেছেন পপ (POP) তারকা ইয়ো ইয়ো হানি সিং (Yo Yo Honey Singh)। মোটা টাকা খোরপোশের বিনিময়েই স্ত্রী শালিনীর (Salini) থেকে ডিভোর্স পাচ্ছেন তিনি। এমনটাই শোনা যাচ্ছে।

বলিউডে পা রেখেই তিনি হয়ে উঠেছিলেন পপ জগতের বাদশা। তার হাত ধরেই বিভিন্ন রক পপ গান বলিউডে প্রচলিত হয়। পার্টি ভোল বদলে যায় তার হাত ধরেই। 'আংরেজি বিট' থেকে 'পার্টি অলনাইট'- একের পর এক হিট গান উপহার দিয়ে অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করেছিলেন হানি সিং। সিনেমার পাশাপাশি সুপারহিট হয়েছে তাঁর ভিডিও অ্যালবামগুলিও। যথেষ্ট নজর আকর্ষণ করেছে ২০১৪ সালে রিয়ালিটি শোটিও। প্রথমবার নিজের স্ত্রীর সঙ্গে অনুরাগীদের আলাপ করিয়ে দিয়েছিলেন হানি সিং। তিনি যে বিবাহিত, সে খবর শুনে হকচকিয়ে গিয়েছিলেন অনেক ভক্তই। প্রায় ২১ বছরের দাম্পত্য হানি সিং ও শালিনী তলওয়ারের। আর অত্যন্ত তিক্তভাবেই তা ভাঙে। 

হানি সিং ও তাঁর পরিবারের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন শালিনী। নিজের অভিযোগে শালিনী জানিয়েছিলেন, তাঁকে যৌন হেনস্তাও করা হত। শারীরিক নিগ্রহের পাশাপাশি মানসিক নির্যাতনও করা হত। জানা যাচ্ছে হানি সিং-এর বাবার বিরুদ্ধেও অশালীন আচরণের অভিযোগ এনেছিলেন শালিনী। কারণ এবারে তাঁর বৃদ্ধ বাবা-মা ও ছোট বোনকে আক্রমণ করা হচ্ছে। শোনা গিয়েছে, হানির কাছ থেকে খোরপোশ হিসেবে ২০ কোটি টাকা চেয়েছিলেন শালিনী। কিন্তু তার বদলে ১ কোটি টাকায় রফা হয়েছে। তাতেই দু’পক্ষ রাজি হয়েছে বলে সূত্রে জানা যাচ্ছে।

2 years ago