Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Dhoni

Dhoni: ধোনির অধিনায়কত্বে বিশ্বজয়ের ১২ বছর পূর্তির দিনই আসন্ন বিশ্বকাপের লোগো প্রকাশ্যে আনল আইসিসি

একটা কথা আছে বিশ্বে, 'লিভিং লেজেন্ড (Living Legend)।' তাঁদেরকেই বলা হয় যাঁরা তাদের কার্যক্রম দিয়ে মানুষের মন জয় করে যাচ্ছেন দিনের ওর দিন। ঠিক তেমনই ক্রিকেট বিশ্বে ধোনি (MS Dhoni) যেন 'প্লেয়িং লেজেন্ড।' রাঁচির (Ranchi) ছেলেটা যেন জয় করে বসে আছে গোটা বিশ্বের মন।

কেন এমন বলছি জানেন! সম্প্রীতি আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ২০২৩ বিশ্বকাপের দামামা বাজিয়েছে। সেটা কবে জানেন! রবিবার। রবিবার কী এমন ছিল? সোমবার থেকে ১২ বছর আগে ধোনির অধিনায়কত্বে বিশ্বকাপ জেতে ভারত। ওইদিনই শেষ বলে ছয় মেরে ভারতকে জেতায় 'প্লেইং লেজেন্ড' ধোনি। আইসিসি রবিবার টুইট করে ২০২৩ সালে বিশ্বকাপের লোগো প্রকাশ করে। ওই টুইটে আইসিসি লিখেছে, 'মহেন্দ্র সিংহ ধোনি ছয় মেরে দলকে বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন ঠিক ১২ বছর আগে। ২০২৩ সালের প্রতিযোগিতার ব্র্যান্ডের উদ্বোধনের জন্য সেই দিনটিকেই বেছে নেওয়া হল।'

আইপিএলে উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিৎ সিং ধোনির পা ছুঁয়ে প্রণাম করার চেষ্টা করেন। যার পরে আবেগে ভেসেছে নেট দুনিয়া। রবিবার ধোনিকে, আইসিসির এই সম্মান প্রদর্শনে আবারও আবেগে ভেসেছে ধোনি ভক্তরা ও নেট দুনিয়া।


আইপিলের শুরু হয়েছে সবে। এর মধ্যেই এক দিনের বিশ্বকাপের ঘোষণা করেছে আইসিসি। ২০১১ সালে শেষ বার এক দিনের বিশ্বকাপ হয়েছিল ভারতে। সেবার মহেন্দ্র সিংহ ধোনির দল চ্যাম্পিয়ন হয়েছিল। ১২ বছর পর সেই স্মৃতি উসকে দিল আইসিসি। ভারতীয় ক্রিকেটের সাফল্যের দিনে প্রকাশ করা হল আগামী বিশ্বকাপের লোগো। রবিবার পূর্ণ হল ভারতের দ্বিতীয় এক দিনের বিশ্বকাপ জয়ের ১২ বছর। এক যুগ পর সেই স্মৃতি ফিরিয়ে দিল আইসিসি। আগামী অক্টোবরে ভারতের মাটিতে চতুর্থ বার এক দিনের বিশ্বকাপের আসর বসবে।

আগামী ৫ অক্টোবর থেকে শুরু ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপ। ফাইনাল হওয়ার কথা ১৯ নভেম্বর আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। দেশের মোট ১২টি শহরে হবে বিশ্বকাপের খেলাগুলি। মোট ৪৮টি ম্যাচ হবে বিশ্বকাপে। আয়োজক ভারত-সহ মোট ১০টি দেশ অংশগ্রহণ করবে।

one year ago
Indian Cricket: ভারতীয় ক্রিকেটের নেতৃত্বে কে?

মাহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ভারতীয় ক্রিকেটের এক মাইলস্টোন। সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক। তাঁর নেতৃত্বে ভারত দ্বিতীয়বার যেমন ৫০ ওভারের বিশ্বকাপ পেয়েছে তেমন টি ২০ বিশ্বকাপও জয় করেছে। কাপ জয় করাটা বড় কথা নয়। তাঁর নেতৃত্ব ছাড়ার পর থেকে ভারত নিয়মিত নেতা পায় নি। বোর্ডের নানান পরীক্ষামূলক কান্ডকারখানাতে অস্থির অবস্থা ভারতীয় ক্রিকেট দলের। দিশেহারা বোর্ড।

সৌরভ গাঙ্গুলি ও জয় শাহ জুটি ক্ষমতায় আসার পর অনেকেই ভেবেছিলো উপযুক্ত প্রশাসন পেয়েছে ভারত। কিন্তু আইসিসি টুর্নামেন্টগুলোতে ভারত কোনও ট্রফি জয় করতে পারছে না। সৌরভের প্রিয়পাত্র ছিলেন বিরাট কোহলি। কিন্তু রবি শাস্ত্রীর কাছের মানুষ হওয়ার পর একদিকে বিরাট যেমন বোর্ডের সুনজর থেকে সরে গেলো, তেমন রবি শাস্ত্রী চলে যাওয়ার আগেই কোহলি জানিয়ে দিলেন নেতৃত্বে তিনি আর নেই। ইদানিং টেস্ট কমেছে এবং টি ২০ বেড়েছে। এই দুই ধরণের খেলাতেই বিরাট নিজের ফর্ম হারিয়েছিলেন। ওয়ান ডেতেও রান পাচ্ছিলেন না। চরম সমালোচনা হয়েছিল। তিনিও নেতৃত্ব থেকে বেরিয়ে এলেন।

এরপর থেকেই দল গঠন থেকে নেতৃত্বে নিয়মিত নন কেউই। এই মুহূর্তে ভারতীয় দলে অন্তত ২৫ জন খেলোয়াড়কে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হচ্ছে। নেতৃত্বে এসেছেন রোহিত শর্মা। কিন্তু রোহিত অধিকাংশ সময়ে অসুস্থ কারণ চোট। কখনও কে.রাহুল কখনও হার্দিক পান্ডিয়া কখনও অন্য কেউই করে যাচ্ছেন ক্যাপ্টেনের কাজ। হটকারী সিদ্ধান্ত হচ্ছে  বোর্ডের। সভাপতি ছাড়া কেউই ক্রিকেটার নন, যদিও একটি সিলেক্টর দল আছে। কিন্তু তাঁদেরও বাতিল করা হচ্ছে যখন তখন।

রবিবার বাংলাদেশের সঙ্গে দুই টেস্ট ম্যাচের সিরিজে ২-০ করে জিতলো ভারত। কিন্তু দেখা গেলো বাংলাদেশের মতো দুর্বল দলের বিরুদ্ধেও রাহুল ব্যর্থ। এবারে কোপ পড়তে পারে সৌরভের বন্ধু কোচ রাহুল দ্রাবিড়ের উপর। নেতৃত্ব যেতে পারে কে.রাহুলের। কিন্তু এতো পরিবর্তনেও কি ভারতের সুদিন আসবে?

one year ago
Pulao: বাড়িতে বানান সুস্বাদু ধনেপাতা, টমেটো পোলাও

শান্তনু বন্দ্যোপাধ্যায়: বাড়িতে হঠাৎ করে কেউ এসে গেলে বা গতানুগতিক একঘেয়ে খাদ্য তালিকার বাইরে গিয়ে কিছু খেতে ইচ্ছে করে? তাহলে একেবারে হাতের নাগালে পাওয়া যায় এমন কিছু উপকরণ দিয়েই তৈরি করুন এই সুস্বাদু নিরামিষ পোলাও। ধনেপাতা, টমাটো পোলাও তৈরির পদ্ধতি জানুন। 

পাঁচশো গ্রাম দেরাদুন চাল ভাল করে জলে ধুয়ে পরিষ্কার করুন। এবার জলে ভিজিয়ে আধ ঘণ্টা আলাদা রাখুন। আধ ঘণ্টা বাদে ভাতের ডেচকি আঁচে বসিয়ে চার টেবিল চামচ সাদা তেল গরম করে দেড়শো গ্রাম পেঁয়াজের স্লাইস দিয়ে হালকা বাদামী করে ভাজুন। এবার এক টেবিল চামচ আদা, রসুনবাটা দিয়ে নাড়ুন। ওর মধ্যে এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুড়ো, এক টেবিল চামচ ধনে ও জিরের গুড়ো, একশো গ্রাম ফ্রেশ টমাটো পিউরি, আন্দাজমতো নুন ও এক চা চামচ চিনি দিয়ে খুব ভাল করে নেড়ে কষান, যতক্ষণ না তেল ছাড়ছে। তেল ছাড়লে ওর মধ্যে এক বড় মুঠো ধনেপাতা কুচি ও পাঁচটা কাচা লঙ্কা কুচি দিয়ে নেড়ে ভাল করে মেশান। 

এবার ভেজানো দেরাদুন চাল ওর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়ুন। ওর মধ্যে আন্দাজমতো জল দিয়ে ঢাকনা বন্ধ করে নীভু আঁচে রান্না করুন। কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে হাতার সাহায্যে নেড়ে দিন। ভাত সেদ্ধ হয়ে গেলে আঁচে বন্ধ করে ঢাকনা দিয়ে মিনিট দশেক দমে বসিয়ে রাখুন। দশ মিনিট বাদে ঢাকনা খুলে গরম গরম পরিবেশন করুন।

2 years ago


Team: শিয়রে টি-২০ বিশ্বকাপ, কিন্তু কোথায় দাঁড়িয়ে ভারতের প্রথম একাদশ?

প্রসূন গুপ্ত: মহেন্দ্র সিং ধোনি চলে যাওয়ার পরে ভারতীয় ক্রিকেট দল কেমন একটা ছন্নছারা ভাবে চলছে। রবি শাস্ত্রীর আমলে আইসিসির কোনও বড় ট্রফি নেই। বিরাট কোহলি অধিনায়ক হওয়ার পরে তাঁর মধ্যে সৌরভ গাঙ্গুলির আগ্রাসন দেখা গেলেও নিজের ফর্ম হারিয়ে গত দু-আড়াই বছর বড় রানের বাইরে। নেতৃত্ব ছেড়েও ফর্মে ফিরতে পারছিলেন না বিরাট। তবে এশিয়া কাপ এবং সাম্প্রতিক অস্ট্রেলিয়া সিরিজে বড় রান তাঁকে হয়তো কিছুটা অক্সিজেন দিয়েছে। অন্যদিকে ভারতীয় দলে প্রতিদিনই কেউ না কেউ ভালো খেলে দিলেও ধারাবাহিকতার অভাব। বিশেষ করে ডেথ ওভার বোলিংয়ে শামি, বুমরাহর অভাব দেখা যাচ্ছে। ব্যাটিংয়ে কেএল রাহুল অফ ফর্ম, কোনওদিন রান পাচ্ছেন রোহিত, কোনওদিন ফ্লপ।

এভাবেই ব্যাটিং চলছে, তবে এর মধ্যে ধারাবাহিক ভালো খেলছেন সূর্যকুমার যাদব| বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুর্দান্ত খেলে রেকর্ড করলেন সূর্য। টি-২০ বিশ্বকাপের একটু স্বস্তিতে টিম ইন্ডিয়া। অন্যদিকে বোলিংয়ের অবস্থা তথৈবচ। ভুবনেশ্বর কুমারের মতো প্রতিভাবান বোলারের অফ ফর্ম ভাবাচ্ছে দ্রাবিড়দের। যদিও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে আর্ষদীপের বোলিং কিছুটা কমিয়েছে দুশ্চিন্তা।  ঠিক কোন রহস্যে ফাস্ট বোলার মহম্মদ শামিকে দলের বাইরে রাখা হয়েছে কেউ জানে না। আসলে ভারতীয় ক্রিকেট দল নিয়ে বড্ড বেশি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। মিডল অর্ডার থেকে টেল এন্ড, বিশেষ করে উইকেট কিপিং, সব জায়গাতেই চলছে পরীক্ষা-নিরীক্ষা। ধারাবাহিক অফ ফর্মে থাকা ঋষভ পন্থ যেমন জায়গা পাচ্ছে। তেমনই জায়গা পাচ্ছেন দীনেশ কার্তিক।

গত তিন মাসে দ্বিপাক্ষিক সিরিজে ভারতের ফল আশানুরূপ হলেও, আইসিসি টুর্নামেন্টে তীরে এসে তরী ডোবার ইতিহাস ভারতের সেই ২০১৪ থেকে।  এদিকে, আসন্ন টি-২০ বিশ্বকাপ অস্ট্রেলিয়াতে। সেখানে ভারত প্রতিকূল পিচে খেলবে। সেখানে গ্রিনটপ বা দ্রুতগামী বোলারদের উপযুক্ত উইকেটই অপেক্ষা করবে। এই মুহূর্তে আর্ষদীপের বল সুইং করেছে। চোটের কবলে জসপ্রীত বুমরা। এই মুহূর্তে দরকার উইকেট টেকার মহম্মদ শামিকে। প্রশ্ন উঠেছে মহম্মদ সিরাজকে নিয়েও। তিনি এত আশা জাগানোর পর কোথায়? প্রশ্ন উইকেটের পিছনে কে থাকবে পন্থ নাকি কার্তিক? এসব নিয়ে ভারতের এখনই ভাবা দরকার।

2 years ago