Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Cricket

Final: কোন অঙ্কে ভারত-পাক এশিয়া কাপ ফাইনাল!

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ (Asia Cup) জয় ভারতের। গত ৩৯ বছরে এমন শিরোনাম কখনও হয়নি। তাহলে কী এবার কলম্বোর মাঠে তা হতে পারে? মঙ্গলবার ভারত জিততেই তেমন সম্ভাবনা তৈরি হল। এখন অপেক্ষা পাকিস্তান যদি তাদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দিতে পারে, তাহলেই কেল্লাফতে।

সম্প্রতি কলকাতায় ডুরান্ড কাপের ফাইনালে প্রায় একই ঘটনা ঘটেছিল। সূচির বৈচিত্র্যে ফাইনাল খেলেছিল মোহনবাগান-ইস্টবেঙ্গল। দু'দেশের ক্রিকেট প্রেমীরাই চাইছেন বিশ্বকাপের আগে একটি ভারত-পাকিস্তান ফাইনাল দেখতে। চার পয়েন্ট নিয়ে এশিয়া কাপে পয়েন্ট টেবলে শীর্ষে ভারত। দু পয়েন্ট নিয়ে এক সারিতে শ্রীলঙ্কা ও পাকিস্তান। যদিও রান রেটে শ্রীলঙ্কা এগিয়ে।

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার এশিয়া কাপের কার্যত সেমিফাইনাল। পাকিস্তান খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। এই ম্যাচের দিকে আর তাকিয়ে থাকতে হবে না টিম ইন্ডিয়াকে। বরং রোহিতদের ফোকাসে এখন বাংলাদেশ ম্যাচ।

8 months ago
Asia Cup: পরপর ১০ বার এশিয়া কাপের ফাইনালে ভারত

অনেক চ্যালেঞ্জ ছিল। বিশেষ করে এই পিচে ব্যাট করা এবং তাকে বুঝে বল করা। সব চ্যালেঞ্জকে অতিক্রম করা গিয়েছে এটাই বেশ ভাল লাগছে। শ্রীলঙ্কাকে (Srilanka) ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের (Asia Cup Final) ফাইনালে উঠে এমনটাই দাবি ভারত অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma)।

এদিন কুলদীপকে প্রশংসায় ভরিয়ে দিলেন রোহিত। জানালেন এখন অনেক পরিণত ভারতীয় এই ক্রিকেটার। ফলে বাংলাদেশ ম্যাচ এখন নিময় রক্ষার। রবিবার ভারতের প্রতিরক্ষ কে, তা ঠিক হবে পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচেই।

সকাল থেকেই একটা প্রশ্ন চলছিল এশিয়া কাপে ভারত-শ্রীলঙ্কা ম্যাচে বৃষ্টি হলে কী হবে? কোন অঙ্কে ফাইনাল খেলবে ভারত? ভারতকে কী পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে?

মঙ্গলবার রাতে এই সব প্রশ্নের উত্তর দিয়ে দিল প্রেমাদাসা। গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে ৪১ রানে হারাতেই চার পয়েন্ট নিয়ে সুপার ফোরে শীর্ষে টিম ইন্ডিয়া। গত বাহাত্তর ঘণ্টায় পর পর দুটি বড় ম্যাচ। পাকিস্তানকে ২২৮ রানে হারানোর পর একই মাঠে ২১৪ রান দুরন্ত ভাবে আটকে দিলেন ভারতীয় বোলাররা।

বিশেষ করে বল ঘুরতে পারে, এই ধারনা থেকে তিন স্পিনারকে গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে খেলানো। আর সেটাই ক্লিক করে গেল। অক্ষর বল হাতে সফল না হলেও, ব্যাট হাতে দলকে রান দিয়ে গেলেন। বাকি কাজটা করলেন জাডেজা এবং কুলদীপ। টুর্নামেন্টে ৯ উইকেট কুলদীপের।

8 months ago
Asia Cup: শ্রীলঙ্কাকে ৪২ রানে হারিয়ে এক ম্যাচ আগেই এশিয়া কাপের ফাইনালে ভারত

ব্যাটে-বলে ওয়ালালাগে। তবুও প্রেমাদাসায় নায়ক হওয়া হল না কুড়ি বছরের শ্রীলঙ্কার এই ক্রিকেটারের। মঙ্গলবার ভারতের বিরুদ্ধে বল হাতে পাঁচ উইকেট নেন। এরপর ব্যাট হাতে তিনি যখন মাঠে আসেন, তখন ভারতের ২১৪ রান তাড়া করতে গিয়ে প্রায় কোমায় শ্রীলঙ্কা। এখান থেকে তাঁর ব্যাটে অক্সিজেন খোঁজার চেষ্টা করেছিল দাসুন শানুকার দল।

কিন্তু ভারতীয় বোলারদের দাপটে ফিনিশ করতে পারলেন ওয়ালালাগে। শ্রীলঙ্কাকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে জয় পেল ভারত। ফলে বাংলাদেশকে হারাতে পারলেই রবিবার ফাইনাল খেলবেন রোহিত শর্মারা। এই ম্যাচেও চার উইকেট কুলদীপ যাদবের।

স্পিন দিয়ে ভারতকে ঘিরে ছিল শ্রীলঙ্কা। একদিনের ক্রিকেটে এই প্রথম ১০ উইকেট ভাগ করে নিয়েছিলেন দুই স্পিনার। বদলায় বুমরা আর সিরাজই শ্রীলঙ্কার শিড়দাঁড়ায় ধাক্কা দেন। ৯৯ রানে ৬ উইকেট হারিয়ে ঘরের মাঠে দিশা হারায় গতবারের চ্যাম্পিয়নরা। কারণ, মাঝপথে কুলদীপ এবং জাডেজার দুটি করে উইকেট শানুকাদের ম্যাচ থেকে কার্যত দূরে ঠেলে দেয়।

এরমধ্যেই লড়াই করলেন ওয়ালালাগে। ৪০ রানে পাঁচ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও তাঁর লড়াই স্মরণীয় করে রাখল প্রেমাদাসাকে। এদিন প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ২১৩ রান করেছিল ভারত। তার জবাবে ১৭২ রানেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ৫৩ রান করে আউট হন অধিনায়ক রোহিত শর্মা। এই ম্যাচে ১০ হাজার রান পূর্ণ করেন হিট ম্যান।

8 months ago


Asia Cup: রবিবার ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ, বৃষ্টির ভ্রুকুটি দেখছে আয়োজকরা

রবিবার কলোম্বোতে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ। এশিয়া কাপের আয়োজকদের চিন্তা এই ম্যাচে বৃষ্টি। আগেই আবহাওয়ার রিপোর্ট বলছে, বৃষ্টির সম্ভাবনা আছে। তাই আগেই রিজার্ভ ডে রাখা হয়েছে সোমবার। তবু বৃষ্টি হলে আশাভঙ্গ হবে ক্রিকেটপ্রেমীদের। 

শ্রীলঙ্কার আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কলোম্বোতে। দুপুর ৩টে থেকে ম্যাচ শুরু হওয়ার কথা। বৃষ্টির সম্ভাবনা ৮৫ শতাংশ। দুপুর৩টেয় বৃষ্টির সম্ভাবনা ৯৪ শতাংশ। তবে বিকেলের পর বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও কমবে। ম্যাচের সময়টুকু টানা বৃষ্টির সম্ভাবনা আছেই।

গত ম্যাচে ভারত ব্যাট করলেও বৃষ্টিতে শুরু করা যায়নি দ্বিতীয় ইনিংস।

8 months ago
olympic: অলিম্পিকেও ক্রিকেট যুক্ত হোক, ইডেনে এসে দাবি ক্রীড়াবিদদের

অলিম্পিকেও যুক্ত করা হোক ক্রিকেট। বিশ্বকাপ ট্রফির উন্মোচনে এসে কলকাতার ইডেন গার্ডেনে এমনই প্রস্তাব দিলেন ক্রীড়া তারকারা। শুক্রবার সন্ধেয় ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ঝুলন গোস্বামী, লিয়েন্ডার পেজ, অশোক দিন্দা সহ অনেকেই।

আগামী মাসের ৫ তারিখ থেকে ভারতের মাটিতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। ইতিমধ্যে তার জন্য উত্তেজনা চড়ছে। টিকিট বিক্রিও শুরু হয়েছে। সেমিফাইনাল সহ মোট পাঁচটি ম্যাচ রয়েছে ইডেনে।  শুক্রবার রাতের ওই অনুষ্ঠানে তারকারা জানিয়েছেন, অলিম্পিকের মতো জনপ্রিয়  খেলায় ক্রিকেটের সংযুক্তিকরণ হলে পরিচিতি ও বিস্তার আরও বাড়বে।

8 months ago


Virat: ইয়ো-ইয়ো টেস্টের ফলপ্রকাশ বিরাটের, সতর্কবার্তা বিসিসিআইয়ের

বিরাট কোহলির (Virat Kohli) ওপর কার্যত ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট বোর্ড (Indian cricketer)। এর নেপথ্যে রয়েছে, তারকা ক্রিকেটারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে ইয়ো-ইয়ো টেস্টের ফলপ্রকাশের সিদ্ধান্ত। ভক্তদের জন্য বিরাট এই টেস্টের যে ফলপ্রকাশ করেছিলেন তা একেবারেই ভালভাবে নেয়নি বিসিসিআই (BCCI)। বিরাটকে সতর্ক করেছে বিসিসিআই। শুধু তাঁকেই নয়, এমন ভুল যেন আর কোনও ক্রিকেটার কখনওই না করেন, সে বিষয়ে দলের সঙ্গে যুক্ত সবার কাছে কড়া বার্তা পাঠিয়েছে বোর্ড।

উল্লেখ্য, এতদিন পর্যন্ত ইয়ো-ইয়ো টেস্টের সেরা পারফরম্যান্স ছিল ১৬। করেছিলেন বিরাট কোহলিই। এবার নিজের সেই পুরনো রেকর্ডই ভেঙে দিলেন তিনি। বৃহস্পতিবার ১৭.২ ইয়ো-ইয়ো টেস্ট পূর্ণ করলেন বিরাট। যা শুধু ভারতের নয়, আন্তর্জাতিক মঞ্চেও একটি বিশেষ রেকর্ড।

8 months ago
ICC: অক্টোবরে ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপ, প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ আইসিসি

৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু একদিনের বিশ্বকাপ। তার আগে প্রস্তুতি ম্যাচের বিস্তারিত সূচি প্রকাশ করল আইসিসি। সেখানেই জানিয়ে দেওয়া হয়েছে কোনও দুই টিমের সঙ্গে, আর কবে প্রস্তুতি ম্যাচ খেলতে চলেছে ভারত।

আইসিসি জানিয়েছে, ভারতের প্রস্তুতি ম্যাচ রয়েছে ৩০ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর। প্রথম দিন অর্থাৎ ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত। আর ৩ অক্টোবর তিরুঅনন্তপুরমে ভারতের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। ভারতের পরিবেশের সঙ্গে যাতে মানিয়ে নিতে পারে দলগুলি, সেই কারণেই এই প্রস্তুতি ম্যাচের আয়োজন করা হয়েছে।

আইসিসি জানিয়েছে, ১০টি দেশ প্রস্তুতি ম্যাচ খেলবে। প্রত্যেক দেশের জন্য দু'টি ম্যাচ। গুয়াহাটি, হায়দরাবাদ ও তিরুবনন্তপুরম মোট তিনটি শহরে খেলা হবে। ভারতীয় সময় দুপুর ২টো থেকে ম্যাচ শুরু হবে।

প্রস্তুতি ম্যাচের সূচি একনজরে দেখে নিন...

২৯ সেপ্টেম্বর থেকে শুরু প্রস্তুতি ম্যাচ। প্রথম দিন গুয়াহাটিতে খেলবে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, তিরুবনন্তপুরমে দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান এবং তৃতীয় ম্যাচ রয়েছে হায়দরাবাদে, নিউজিল্যান্ড বনাম পাকিস্তান।

৩০ সেপ্টেম্বর খলবে ভারত ও ইংল্যান্ড। গুয়াহাটিতে ম্যাচ রয়েছে। অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডসের খেলা রয়েছে তিরুবনন্তপুরমে।

ইংল্যান্ড ও বাংলাদেশের খেলা রয়েছে গুয়াহাটিতে, ২ অক্টোবর। একই দিনে তিরুবনন্তপুরমে প্রস্তুতি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

ভারতের খেলা রয়েছে ৩ অক্টোবর। নেদারল্যান্ডসের বিরুদ্ধে এই ম্যাচ অনুষ্ঠিত হবে তিরুবনন্তপুরমে। এছাড়া, বাকি ম্যাচ রয়েছে আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা (গুয়াহাটি), পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া (হায়দরাবাদ)।

8 months ago
Rinku Singh: অবশেষে স্বপ্ন সত্যি, দেশের নীল জার্সিতে নাইট বাহিনীর হিরো রিঙ্কু

অবশেষে স্বপ্ন সত্যি হল রিঙ্কু সিং-এর (Rinku Singh) ! প্রত্যেক ভারতীয় ক্রিকেটারের যে স্বপ্ন থাকে, টিম ইন্ডিয়ার সেই নীল জার্সি এবার গায়ে উঠল রিঙ্কু সিং-এর। চলতি বছরের আইপিএলে (IPL) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়ে দুর্ধর্ষ ফর্মে ছিলেন ২৫ বছর বয়সী এই তরুণ ক্রিকেটার। ঘরে ঘরে ছড়িয়ে পড়েছিল তাঁর নাম।

উল্লেখ্য, আয়ারল্যান্ডের মাঠে শুক্রবার ক্যাপ্টেন বুমরার ভারত। কলকাতা কিন্তু তাকিয়ে একজনের দিকে। তিনি রিঙ্কু সিং। এশিয়ান গেমসের আগে এই সিরিজেই তাঁর গায়ে উঠতে পারে ভারতের জার্সি। বুমরার যুবদলে অন্যতম ভরসার নাম উত্তরপ্রদেশের এই বাঁ-হাতি।

আয়ারল্যান্ড যাওয়ার পথেই মুখোমুখি হয়েছিল দুই নবাগত রিঙ্কু এবং উইকেট-কিপার ব্যাটার জিতেশ শর্মা। টুইটারে সেই ভিডিও শেয়ার করেছে বিসিসিআই। তাতে রিঙ্কু জানিয়েছেন, ভারতীয় দলের ডাক পাওয়ার খবর শুনে তিনি বেশ অবাক হয়েছিলেন।

9 months ago


Stokes: অবসর ভেঙে ফের মাঠে ফিরছেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের নায়ক স্ট্রোকস

বিশ্বকাপ জয়ের নায়ককে আবার ফিরিয়ে আনতে সফল হল ইংল্যান্ড। একদিনের ক্রিকেটে অবসর ভেঙে ফের মাঠে ফিরছেন বেন স্টোকস। খেলবেন ভারতের মাটিতে বিশ্বকাপও। তার আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে দেখা যাবে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ককে।

চার বছর আগে বিগ বেনের বিক্রমে লডর্সের মাটিতে ঐতিহাসিক ভাবে বিশ্বকাপ জিতেছিল ইয়ন মর্গ্যানের ইংল্যান্ড। নিউজিল্যান্ডের বিরুদ্ধে স্টোকসের সেই লড়াই এখন রঙিন প্রতিটি ব্রিটিশের মনে। কিন্তু হঠাৎ করেই নিজেকে ৫০ ওভারের ক্রিকেট থেকে সরিয়ে নিয়েছিলেন স্টোকস। দাবি করেছিলেন, তিনি মোটর গাড়ি নন।

ব্রিটিশ মিডিয়া দাবি করে সম্প্রতি ইংল্যান্ডের একদিনের অধিনায়ক জস বাটলারকে একদিনের ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন স্টোকস। সেই মতো, বিশ্বকাপের আগে অবসর ভাঙিয়ে ফিরিয়ে আনা হল বিগ বেনকে।

9 months ago
Cricket: যশস্বী ও শুভমনের আক্রমণাত্মক ব্যাটিং, ক্যারাবিয়ানদের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে সমতা ফেরাল ভারত

একদিকে হকি, আরেকদিকে ক্রিকেট। শনিবার ছিল ভারতীয়দের জন্য গর্বের দিন। এদিন, হকি চ্যাম্পিয়ন হয় ভারত। হকির পাশাপাশি, ক্রিকেটেও বাজিমাত করল ভারতীয় দল। ৯ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত। আজ, পঞ্চম ম্যাচেই জানা যাবে, কে অবশেষে জিতবে সিরিজ।

এদিন ভারতের সামনে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। যার ফলে কিছুটা হলেও চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। যদিও, যশস্বী ও শুভমনের আক্রমণাত্মক ব্যাটিং শেষপর্যন্ত জয় এনে দিল ভারতকে। দু'জনেই অর্ধশতরান করেন। ১৮ বল বাকি থাকতেই ১৮০ রানে টার্গেট পূরণ করলেন হার্দিক পাণ্ডিয়ারা।

শনিবার টসে জিতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। শুরুটা ভালই করেছিলেন ক্যারিবিয়ানরা। প্রথম থেকেই আক্রমণাত্মক ছিলেন ওপেনার কাইল মেয়ার্স ও ব্রেন্ডন কিং। কিন্তু, পাওয়ার প্লে-র মধ্যেই দু'জনের উইকেট তুলে নেন আর্শদীপ সিং।

কুলদীপের বোলিংয়ে এক ওভারেই দু'টি উইকেট পড়ে ওয়েস্ট ইন্ডিজের। শেষ পর্যন্ত দলকে এগিয়ে নিয়ে যান শিমরন হেটমেয়ার। অর্ধশতরান করেন তিনি। শেষ ওভারে ৬১ রান করে আউট হন হেটমেয়ার। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচে আরশদীপ ৩টি, কুলদীপ ২টি এবং ১টি করে উইকেট নেন অক্ষর পটেল, যুজবেন্দ্র চহাল ও মুকেশ কুমার।

রান তাড়া করতে নেমে শুরুটা ভালই করেছিল ভারত। যশ্বসী-শুভমনের জুটিতে ১০ ওভারের মধ্যেই ১০০ রান পেরিয়ে যায় ভারত। প্রায় শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন তাঁরা। যদিও, শেষদিকে আউট হয়ে যান শুভমন। ৪৭ বলে ৭৭ রান করেন তিনি। ব্যস আর কোনও উইকেট পড়েনি ভারতের। ৮৪ রানে অপরাজিত থাকেন যশ্বসী। শেষপর্যন্ত ৯ উইকেটে ম্যাচ জেতে ভারত।

9 months ago


Cricket: ভারতীয় ক্রিকেট বোর্ডের এই অর্থবর্ষের কামাই কত জানেন! শুনলে চমকে উঠবেন

লাভের অঙ্ক ১২ হাজার ৪০০ কোটি। ভাবছেন এই খতিয়ান কোনও বহুজাতিক সংস্থার ? তাহলে ভুল করবেন। এই লাভের অঙ্ক টাটা বা আম্বানিদেরও নয়। তাহলে এই লাভের অঙ্ক কার ? বাণিজ্যে এই বসত লক্ষ্মী ভারতীয় ক্রিকেট বোর্ডের। গত পাঁচ বছরের এই তথ্য সংসদে সামনে এসেছে। তা পেশ করেছেন সরকারের একমন্ত্রী।

বোর্ডের সংবিধান অনুযায়ী, তার আর্থিক খতিয়ান প্রকাশ করা যায় না। কিন্তু সম্প্রচার স্বত্ত্ব বিক্রি সম্প্রতি বোর্ডের প্রচুর টাকাই ভাঁড়াড়ে এসেছে। সংসদকে জানানো হয়েছে, গত অর্থবর্ষে বোর্ডের আয় হয়েছে ৭ হাজার ৫৯৬ কোটি টাকা। খরচ হয়েছে ৩ হাজার ৫৮ কোটি টাকা। অর্থাৎ লাভের পরিমাণ ৪ হাজার ৫৩৮ কোটি টাকা। গত পাঁচ অর্থবর্ষের হিসাব দেখানো হয়েছে, তার মধ্যে ২০২১-২২ অর্থবর্ষেই বোর্ডের লাভের পরিমাণ সবচেয়ে বেশি।

পাশাপাশি সম্প্রচার স্বত্ব থেকে প্রাপ্ত অর্থও যোগ হবে। এ ছাড়া, দেশের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ়‌ের সম্প্রচার স্বত্ব রয়েছে। সেখান থেকে মোটা টাকা ঢোকার কথা বোর্ডের কোষাগারে।

9 months ago
Tamim: এখনও পিঠের চোট! বাংলাদেশের একদিনের দলের নেতৃত্ব থেকে ইস্তফা তামিমের

বাংলাদেশের একদিনের দলের নেতৃত্ব থেকে ইস্তফা দিলেন তামিম ইকবাল। পিঠের চোট এখনও ঠিক হয়নি। তাই আসন্ন এশিয়া কাপ থেকেও সরে দাঁড়িয়েছেন। আশা করা হচ্ছে, অবসর ভেঙে ফিরে ওয়ানডে বিশ্বকাপে খেলবেন।

লন্ডনে চিকিৎসকের পরামর্শ নেন তামিম। দেশে ফিরে বোর্ড সভাপতি ও ক্রিকেট অপারেশন চেয়ারম্যানের সঙ্গে নেতৃত্ব ছাড়ার ইচ্ছেপ্রকাশ করেন তামিম। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েই নেতৃত্ব থেকে সরে দাঁড়ান তিনি।

আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ চলাকালীন হঠাৎ করে সিরিজের মাঝপথে অবসর নেন তামিম ইকবাল। চোট নিয়ে এবার অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত তামিম ইকবালের।

9 months ago
BCCI: সম্প্রচার স্বত্বের টেন্ডার নিলামে ছাড়ল বিসিসিআই, জানুন দর

আগামী ৫ বছরের জন্য সম্প্রচার স্বত্বের টেন্ডার নিলামে ছাড়ল বিসিসিআই। আন্তর্জাতিক স্তরে সব ধরনের ক্রিকেটের জন্য সম্প্রচার স্বত্ব বিক্রি করবে বোর্ড। প্রথমবার টেলিভিশনের থেকে ডিজিটাল স্বত্বের দর বেশি রাখা হয়েছে।

জানা গিয়েছে, এবার ভারতের প্রত্যেক ম্যাচের ডিজিটাল স্বত্বের বেস প্রাইস রাখা হয়েছে ২৫ কোটি টাকা। প্রত্যেক ম্যাচের টেলিভিশন স্বত্বের বেস প্রাইস ২০ কোটি টাকা। অর্থাৎ ম্যাচ পিছু সম্প্রচার স্বত্বের বেস প্রাইস ৪৫ কোটি টাকা দর রেখেছে বিসিসিআই।

২০১২-২০১৮ সালের মধ্যে ম্যাচপিছু সম্প্রচার স্বত্বের ন্যূনতম দর ছিল এই দরের কাছাকাছি। বর্তমানে দ্বিপাক্ষিক সিরিজের গুরুত্ব অনেকটাই কমে গিয়েছে। সমর্থকরা আগ্রহ হারিয়েছে। তাই আগামী পাঁচ বছর সম্প্রচার স্বত্বের দর কমিয়েছে বিসিসিআই।

9 months ago


Cricket: ব্যাটিং-ই ডোবাল ভারতকে, ক্যারাবিয়ানদের বিরুদ্ধে ৪ রানে হার হার্দিক বাহিনীর

ভারতীয় ব্যাটিং লাইন আপে ধসের জেরেই প্রথম টি-টোয়েন্টিতে হার ভারতের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচই হেরে গেল ভারত। ১৫০ রানে লক্ষ্যমাত্রা পূরণ করতে পারলেন না হার্দিকরা। মাত্র ৪ রানে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে হারতে হল ভারতকে।

১৫০ রান তাড়া করতে নেমে শুরুতেই একের পর এক উইকেট পড়তে শুরু করে ভারতের। রান পেলেন না শুভমন গিল ও ঈশান কিষাণ। জেতার আশা জাগিয়েছিলেন তিলক বর্মা। প্রথম অভিষেক ম্যাচেই আলোচনার কেন্দ্রে তিলকের নাম। ভারতীয় ব্যাটারদের মধ্যে সবথেকে বেশি রান  কিন্তু, তাঁকে সেভাবে কেউ সঙ্গ দিতে পারলেন না। ৩৯ রানে আউট হয়ে যান তিনি। মাত্র ১৯ রান করেন হার্দিক পাণ্ডিয়া। ২০ ওভারের মধ্যে ৯টি উইকেট হারিয়ে ১৪৫ রান তোলে ভারত।

বৃহস্পতিবার টস জিতে ব্যাটিং নেয় ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে প্রথমে ব্যাট করে নজর কাড়লেন নিকোলাস পুরান ও রোভম্যান পাওয়েল। পুরান করেন ৪১ রান। পাওয়েল করেন ৪৮ রান।

অন্যদিকে,  দুটি করে উইকেট নেন অর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল। হার্দিক পাণ্ডিয়া ও কুলদীপ যাদব একটি করে উইকেট নেন।

9 months ago
Cricket: শেষমেষ ঠিক হল বিশ্বকাপে ভারত-পাকিস্তান দ্বৈরথের সময়সূচি, জানুন

অবশেষে অনেক চিন্তাভাবনার পর বিশ্বকাপে ভারতের সঙ্গে দ্বৈরথে ১৪ অক্টোবর মাঠে নামতে রাজি হওয়ার কথা জানাল পিসিবি। ভারতীয় ক্রিকেট বোর্ডকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, তারা ১৪ অক্টোবর আমেদাবাদে বিশ্বকাপের ম্যাচ খেলতে রাজি।

প্রথমে ঠিক ছিল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে ১৫ অক্টোবর। কিন্তু ওই দিন থেকে শুরু হচ্ছে নবরাত্রী। তার নিরাপত্তার জেরেই সম্প্রতি ভারত-পাক ম্যাচ একদিন এগিয়ে আনা হয়েছিল। গত সপ্তাহে নতুন দিন ঘোষণার পরেই তা জানানো হয় পিসিবি। এই সিদ্ধান্ত নিতেও এক সপ্তাহ লাগিয়ে দিলেন পাক ক্রিকেটের কর্তারা।

৫ অক্টোবর থেকে ভারতে শুরু একদিনের বিশ্বকাপ। ৮ তারিখ ভারতের অভিযান শুরু হবে চেন্নাই থেকে। যেখানে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

9 months ago