
রবিবার কলোম্বোতে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ। এশিয়া কাপের আয়োজকদের চিন্তা এই ম্যাচে বৃষ্টি। আগেই আবহাওয়ার রিপোর্ট বলছে, বৃষ্টির সম্ভাবনা আছে। তাই আগেই রিজার্ভ ডে রাখা হয়েছে সোমবার। তবু বৃষ্টি হলে আশাভঙ্গ হবে ক্রিকেটপ্রেমীদের।
শ্রীলঙ্কার আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কলোম্বোতে। দুপুর ৩টে থেকে ম্যাচ শুরু হওয়ার কথা। বৃষ্টির সম্ভাবনা ৮৫ শতাংশ। দুপুর৩টেয় বৃষ্টির সম্ভাবনা ৯৪ শতাংশ। তবে বিকেলের পর বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও কমবে। ম্যাচের সময়টুকু টানা বৃষ্টির সম্ভাবনা আছেই।
গত ম্যাচে ভারত ব্যাট করলেও বৃষ্টিতে শুরু করা যায়নি দ্বিতীয় ইনিংস।