Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

CM

Noor: মুখ্যমন্ত্রীর বিপদ, নেতাজি সুভাষের আদেশেই মমতাকে সতর্ক করতে গিয়েছিলেন পুলিসি জেরায় দাবি নূরের

২১ জুলাইয়ের সভার আগে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে পাকড়াও নূর আমিন নামে এক যুবক। পুলিশের প্রাথমিক জেরায় নূর জানিয়েছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু তাঁকে স্বপ্নে দেখা দিয়েছিলেন। সতর্ক করতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেন তিনি।

নূরের স্ত্রী পুনম বিবি শুক্রবারই জানান, মানসিক অসুস্থতা আছে তাঁর স্বামীর। পুলিশ জানতে পেরেছে, তাঁর মানসিক রোগের চিকিৎসাও চলছে। তাঁর গাড়ি থেকে পাওয়া আগ্নেয়াস্ত্র আসল নয় বলেও দাবি করেছেন নূরের স্ত্রী। তবে তাঁর গাড়িতে বিএসএফ, আইবি-সহ একাধিক নিরাপত্তা সংস্থার ভুয়ো পরিচয়পত্র পাওয়া গিয়েছে। আইপিএস লেখা বেল্টও পাওয়া গিয়েছে। কী কারণে এসব রেখেছিল, তা খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ।

শুক্রবার সকাল ১১টা নাগাদ, হাজরা রোডের উপর কালো গাড়ি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় পুলিশকর্মীদের। নূরকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ আধিকারিকরা। প্রথমে নিজেকে বিএসএফের ডিজি বলে পরিচয় দেন। একটি ভোজালি, একটি কলকে ভর্তি গাঁজা, দুটি ভুয়ো পরিচয়পত্র, একটি আগ্নেয়াস্ত্র ও একটি আইপিএল লেখা বেল্ট উদ্ধার করে পুলিশ। এরপরই কালীঘাট থানায় নিয়ে যাওয়া হয় তাঁকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, অস্ত্র আই-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

10 months ago
Mamata: 'হিংসা, অশান্তি চাই নি,' পঞ্চায়েত নির্বাচন নিয়ে সাংবাদিক বৈঠকে জানালেন মমতা

পঞ্চায়েত ভোটের ফলপ্রকাশের পর সাংবাদিক বৈঠকে দুঃখপ্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, হিংসা চাননি, তবু বহু মানুষ পরিস্থিতির শিকার হয়েছেন। অশান্তির যাবতীয় দায় চাপিয়েছেন বিরোধীদের কাঁধে। বললেন, 'আগামী প্রজন্মের জন্য আমাদের লক্ষ্য শান্তিপূর্ণ নির্বাচন করা।'

 পঞ্চায়েত ভোট এবং গণনাকে কেন্দ্র করে কার্যত বোমা-বারুদের স্তূপে পরিণত হয়েছে গোটা বাংলা। লাগাতার বোমাবাজি, গুলি চলছ। ভোটের দিনে প্রাণ গিয়েছে ২০ জনের। তবে মনোনয়ন ও ভোট পরবর্তীতে মোট মৃতের সংখ্যা ৫০-এরও বেশি।

ভাঙড় ও মুর্শিদাবাদের অশান্তির দায় বিরোধীদের কাঁধে চাপিয়ে মুখ্যমন্ত্রী বললেন, 'কোনও মৃত্যুই কাম্য নয়। তবে বেশিরভাগ মৃত্যু হয়েছে আমাদের কর্মীর। ১৯ জনের প্রাণ গিয়েছে।' পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিজেপি ও সমস্ত বিরোধী দল গুলিকে নির্বাচনের ফলাফল নিয়ে কটাক্ষ করেছেন এবং দলীয় কর্মীদের বার্তা দিয়েছেন শান্তি বজায় রাখার।

বিজেপির প্ররোচনায় পা না দিয়ে সম্প্রীতি বজায় রাখার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

10 months ago
Operation: বৃহস্পতিবারই এসএসকেএমে মমতার অস্ত্রোপচার

সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অস্ত্রোপচার (Operation) হতে পারে। এদিন এসএসকেএম হাসপাতালে আসেন তিনি। গাড়িতেই তিনি উডবার্ন ওয়ার্ডে যান। কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে হাসপাতালে আসেন মমতা। গাড়ি থেকে নেমে হেঁটেই হাসপাতালের মধ্যে যান তিনি। সামান্য খোঁড়াতে দেখা গিয়েছে তৃণমূল নেত্রীকে। গত সোমবারই দুবরাজপুরে মোবাইল ভাষণে নিজের অস্ত্রোপচারের কথা জানান মুখ্যমন্ত্রী।

জানা গিয়েছে, ডাক্তার রাজেশ প্রামাণিক এবং তাঁর টিমের অধীনেই মুখ্যমন্ত্রীর অস্ত্রোপচার হতে পারে। ইতিমধ্যেই সিটি স্ক্যান করা হয়েছে বলেই হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। বাকি রোগীদের চিকিৎসায় যাতে ব্যাঘাত না হয়, তাই মুখ্যমন্ত্রীকে উডবার্ন ওয়ার্ডে আনা হয়েছে। যদি অস্ত্রোপচার হয়, তাহলে তাঁকে হাসপাতালে রাখা হবে নাকি, ছেড়ে দেওয়া হবে, সেই ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

পঞ্চায়েতের প্রচারে উত্তরবঙ্গ থেকে ফেরার পথে খারাপ আবহাওয়ার জন্য তাঁর হেলিকপ্টারের জরুরী অবতরণ হতেছিল। সেই ঘটনায় বাঁ পায়ে এবং কোমরে চোট পেয়েছিলেন তৃণমূল নেত্রী। তাঁর লিগামেন্টে আঘাত লেগেছিল। গত সোমবারই নিজেই অস্ত্রোপচারের কথা জানিয়েছিলেন তৃণমূল নেত্রী

10 months ago


Ajit Pawar: এনসিপি ছেড়ে শিন্ডে সরকারে যোগ অজিতের, হলেন যৌথ উপমুখ্যমন্ত্রীও

অবশেষে সমস্ত জল্পনার শেষে এনসিপি (NCP) ছেড়ে মহারাষ্ট্রের শিবসেনা-বিজেপি (ShivSena-BJP) জোট সরকারে যোগ দিলেন অজিত পাওয়ার (Ajit Pawar)। আজ, রবিবার তিনি শপথও নিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী (Deputy CM) হিসাবে। এর পাশাপাশি তাঁর সঙ্গে শিন্ডে সরকারের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন এনসিপির আরও আটজন বিধায়ক (MLA)।

এদিন সকাল থেকেই মহারাষ্ট্রে এনসিপির মধ্যে রাজনৈতিক অস্থিরতা বেড়েই চলছিল। বেশ কয়েকজন দলীয় নেতার সঙ্গে বৈঠক করেন অজিত পাওয়ার। সূত্রের খবর, এই সম্পর্কে শরদ পাওয়ার কোনও কিছু জানতেন না। এরপর এই বৈঠক শেষেই অজিত পাওয়ার তাঁর সমর্থক বিধায়কদের নিয়ে রাজভবনের উদ্দেশ্যে রওনা হন। কিছুক্ষণ পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, ডেপুটি সিএম দেবেন্দ্র ফড়নবীশ বং অন্যান্য বিজেপি নেতা ও বিধায়করাও রাজভবনে পৌঁছন। আর এরপরেই শুরু হয় শপথ গ্রহণের প্রস্তুতি। অবশেষে রাজ্যপাল অজিত পাওয়ারকে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান। ফলে দেবেন্দ্র ফড়ণবীশের পাশাপাশি দ্বিতীয় উপমুখ্যমন্ত্রী পেল মহারাষ্ট্র।

এদিন অজিত পাওয়ারের পাশাপাশি এনসিপির আরও আটজন বিধায়ক তাঁদের দল ছেড়ে  শিবসেনা-বিজেপি জোট সরকারে যোগ দিয়েছেন। তাঁরাও শিন্ডে সরকারের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদ পেতে চলেছেন বলে সূত্রের খবর। এদিন মন্ত্রী হিসাবে শপথ নেন ছগন ভুজবল, দিলীপ ওয়ালসে পাতিল, অদিতি ঠাকরে, ধনঞ্জয় মুন্ডে, হসান মুশরিফ, ধর্মরাও বাবা আতরাম, অনিল পাতিল, সঞ্জয় ভোঁসদে।

10 months ago
CM: কেমন আছেন মুখ্যমন্ত্রী! কি জানালেন এসএসকেএম ডিরেক্টর

আগের তুলনায় ভাল আছেন মুখ্যমন্ত্রী (CM)। পায়ের ব্যথা অনেকটা কমেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্বাস্থ্য নিয়ে এমনটাই জানিয়েছেন এসএসকেএম (SSKM) এর ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্ধেবেলা মুখ্যমন্ত্রীর শারীরিরক অবস্থা খতিয়ে দেখতে তাঁর কালীঘাটের বাড়ি গিয়েছিলেন তিনি। সেখান থেকে বেরোনোর সময় তিনি জানান, দ্রুত সুস্থ হচ্ছেন মুখ্যমন্ত্রী। তাঁদের চিকিৎসা কাজ করছে। ফিজিওথেরাপি চালিয়ে যেতে হবে।

পায়ে চোট পাওয়ার পর থেকে বাড়িতেই রয়েছেন মমতা। পঞ্চায়েত ভোটের প্রচারে আবার কবে থেকে তিনি বাইরে বেরোতে পারবেন? সেই বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলতে পারছেন না চিকিৎসকরা।

জানা গিয়েছে. মুখ্যমন্ত্রীর চিকিৎসা চলছে রাইস থেরাপিতে। এই থেরাপি হল চারটে পদ্ধতি। অর্থাৎ R হল রেস্ট, হল আইস-প্যাক, C হল কমপ্রেসন, আর E হল ইলিভেশন। এই চার পদ্ধতিতেই চিকিৎসা চলছে মুখ্যমন্ত্রীর। আপাতত আগামী ১৫ দিন মমতাকে পুরোপুরি বিশ্রামে থাকতে বলেছেন এসএকেএমের চিকিৎসকেরা। জলপাইগুড়ি থেকে ফেরার সময় কপ্টার থেকে নামতে গিয়ে হিপ জয়েন্টের লিগামেন্টে ও বাঁ হাঁটুর লিগামেন্টে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

10 months ago


Treatment: এখনও পায়ে ব্যাথা, কোন পদ্ধতিতে চিকিৎসা চলছে মুখ্যমন্ত্রীর জানেন!

পায়ে এখনও ব্যথা রয়েছে। তবে আগের তুলনায় ভাল আছেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, প্রতিদিন তাঁর ফিজিওথেরাপি (physiotherapy) চলছে। বৃহস্পতিবারও তাঁর কালীঘাটের বাড়িতে একটি মেডিকেল টিম গিয়েছিল। চিকিৎসকরা জানাচ্ছেন, প্রায় দুই ঘণ্টা মুখ্যমন্ত্রীর ফিজিওথেরাপি করা হয়েছে। চিকিৎসক সূত্রে খবর, এখন 'রাইস' থেরাপির মাধ্যমে মুখ্যমন্ত্রীর চিকিৎসা চলছে। কিন্তু কী এই 'রাইস' থেরাপি?

'রাইস' থেরাপি হল চারটে পদ্ধতি। অর্থাৎ আর (R) হল রেস্ট, আই (I) হল আইস-প্যাক, সি (C) হল কমপ্রেসন, আর ই (E) হল ইলিভেশন। এই চার পদ্ধতিতেই চিকিৎসা চলছে মুখ্যমন্ত্রীর। আপাতত আগামী ১৫ দিন মমতাকে পুরোপুরি বিশ্রামে থাকতে বলেছেন এসএকেএমের চিকিৎসকেরা। চলাফেরা করা যাবে না। তবে চিকিৎসকেরা জানাচ্ছেন, দ্রুত সেরে উঠছেন তিনি।

জলপাইগুড়ি থেকে ফেরার সময় কপ্টার থেকে নামতে গিয়ে হিপ জয়েন্টের লিগামেন্টে ও বাঁ হাঁটুর লিগামেন্টে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি টুইটে লেখেন, 'সুস্থতার জন্য শুভকামনা পেয়ে আমি আন্তরিকভাবে মুগ্ধ। মঙ্গলবার সেবক এয়ারবেসে কপ্টারের জরুরি অবতরণ করায় অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছি।' মুখ্যমন্ত্রী জানান, ঈশ্বরের দয়া ও মেডিকেল টিমের চেষ্টায় সুস্থ হয়ে উঠছেন তিনি। বাড়িতে ফিজিওথেরাপি সেশন চলছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

10 months ago
Mamata: 'অল্পের জন্য বেঁচে গিয়েছি,' শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে টুইট মমতার

অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন। বৃহস্পতিবার টুইটারে (Tweet) এমনই জানালেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছেন সাধারণ মানুষ। তাতে তিনি আপ্লুত। ইদের দিন মানুষকে পাশে থাকার জন্য ধন্যবাদও জানান তিনি।

টুইটারে একটি পোস্ট করেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, "সুস্থর জন্য শুভকামনা পেয়ে আন্তিরকভাবে মুগ্ধ। মঙ্গলবার সেবক এয়ারবেসে জরুরি অবতরণ করায় অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছি।" মুখ্যমন্ত্রী জানান, ঈশ্বরের দয়া ও মেডিকেল টিমের চেষ্টায় সুস্থ হয়ে উঠছেন। বাড়িতে ফিজিওথেরাপি সেশন চলছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

বুধবার নবান্নের বুলেটিন জানিয়েছে, কপ্টার থেকে নামতে গিয়ে হিপ জয়েন্টের লিগামেন্টে ও বাঁ হাঁটুর লিগামেন্টে চোট আছে মুখ্যমন্ত্রী। বুধবার ২ ঘণ্টা ফিজিওথেরাপি করেন তিনি। চিকিৎসকরা বেশি চলাফেরা না করার পরামর্শ দিয়েছেন। তাঁর চিকিৎসার দায়িত্বে আছেন এসএসকেএমের ফিজিক্যাল মেডিসিন বিভাগের প্রধান রাজেশ প্রামাণিক, রেডিয়োলজি বিভাগের প্রধান অর্চনা সিং ও নিউরো মেডিসিনের প্রধান অলোক রক্ষিত।

10 months ago
Sushant: 'সাক্ষ্যপ্রমাণ এসেছে', সুশান্তের মৃত্যুর তিন বছর পর গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস দেবেন্দ্র ফড়নবিশের

সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর তিনবছর পার। ২০২০ সালের জুন মাসেই তাঁর ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি আত্মহত্যা করেছেন, প্রাথমিকভাবে বলা হলেও তাঁর পরিবার মানতে নারাজ। তাঁরা অভিযোগ করেন, তাঁকে খুন করা হয়েছে। এই মামলার তদন্তভার পরে সিবিআইকে দেওয়া হলেও এখনও কোনও চার্জশিট পেশ করতে পারেনি তারা। ফলে সুশান্তের অনুরাগীদের মনে ক্ষোভ রয়েছে। তবে এবারে তাঁর মৃত্যুর মামলা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ (Deputy CM Devendra Fadnavis)।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন, 'প্রথমে যে খবর পাওয়া যাচ্ছিল, সেটা পুরোটাই কানাঘুষো ছিল। তবে এখন বেশ কয়েক জন ব্যক্তি সাক্ষ্যপ্রমাণ সমেত এগিয়ে এসেছেন। তার ভিত্তিতে আমরা তাঁদের জানিয়ছি, তাঁরা যেন পুলিসের কাছে সেই সব তথ্যপ্রমাণ জমা দেন।' তিনি আরও বলেন, 'আমরা এখন হাতে আসা প্রমাণ যাচাই করার প্রক্রিয়ার মধ্যে রয়েছি। তদন্ত এখনও চলছে এবং এই পর্যায়ে মামলার চূড়ান্ত পরিণতি সম্পর্কে কোনও মন্তব্য করা আমার পক্ষে ঠিক হবে না।'

10 months ago


Wheel Chair: পঞ্চায়েত নির্বাচনের আগে কি ফের হুইল চেয়ারে মমতা!

তবে কি ফের হুইলচেয়ারে (Wheel Chair) দেখা যাবে মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। এই প্রশ্ন এখন গোটা বাংলার মুখে। চপার থেকে নামতে গিয়ে মঙ্গলবার পায়ে ও কোমরে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ জলপাইগুড়ির নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফেরার পথে বৈকুন্ঠপুর জঙ্গলে মমতার চপার দুর্যোগের মুখে পড়ে। ওই অবস্থায় কপ্টার চালক কপ্টার ঘুরিয়ে সেবকে পৌঁছায়। সেবকে আর্মি এয়ারবেস ক্যাম্পে তার কপ্টার জরুরি অবতরণ করানো হয়। সেখান থেকে তিনি বাগদোগড়া হয়ে বিমানে রওনা দেন কলকাতার উদ্দেশ্যে।

এ অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসার জন্য এসএসকেএমে পৌঁছান। এরপর সেখানেই একটি চিকিৎসকের দল তার শারীরিক পরীক্ষা করেন। সূত্রের খবর, কিছুক্ষণ আগে এসএসকেএম হাসপাতালে তার এমআরআইও করা হয়। এর পরই তাকে হুইল চেয়ারে দেখা যায়।

তাঁকে হুইল চেয়ার দেখে, হুইল চেয়ার নিয়ে ইতিমধ্যেই ইতিউতি গুঞ্জন শুরু হয়েছে গোটা বাংলায়। এর পূর্বে ২০২১ সালে পঞ্চায়েত ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রচারে গিয়ে বাঁ পায়ে আঘাত পান। এবার পঞ্চায়েত ভোটের আগে নির্বাচনে প্রচারে গিয়েই কপ্টার থেকে নামার সময় আঘাত পাওয়ার ঘটনা। যদিও এখনও মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার কোনও খবরই হাসপাতাল মারফত পাওয়া যায়নি।

10 months ago
SSKM: কপ্টার থেকে নামতে গিয়ে পায়ে-কোমরে চোট মমতার, এসএসকেএমে মুখ্যমন্ত্রী

চপার থেকে নামতে গিয়ে পায়ে ও কোমরে চোট পেলেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ জলপাইগুড়ির নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফেরার পথে বৈকুন্ঠপুর জঙ্গলে মমতার চপার (Copter) দুর্যোগের মুখে পড়ে। ওই অবস্থায় কপ্টার চালক কপ্টার ঘুরিয়ে সেবকে পৌঁছন। সেবকে আর্মি এয়ারবেস ক্যাম্পে তাঁর কপ্টার জরুরি অবতরণ করানো হয়। সেখান থেকে তিনি সড়ক পথেই রওনা দেন কলকাতার উদ্দেশ্যে।

এ অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসার জন্য এসএসকেএমে পৌঁছেছেন বলে সূত্রের খবর। মুখ্যমন্ত্রীর এই দুর্ঘটনার খবর পেয়ে টুইট করেছেন রাজ্যপাল। রাজ্যপাল টুইটে লিখেছেন, 'তিনি সুস্থ আছেন, এটা জেনে ভালো লাগছে।' এছাড়া এসএসকেএমে পৌঁছেছেন বিধানসভার অধ্যক্ষ, সিপি, স্বাস্থ্য সচিব।

10 months ago


Mamata: দুর্যোগের কবলে মমতা বন্দোপাধ্যায়ের চপার, অল্পের জন্য রক্ষা

দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চপার (Copter)। সূত্রের খবর, আজ অর্থাৎ মঙ্গলবার জলপাইগুড়ির সভা সেরে কলকাতায় ফেরার পথে ভীষণ দুর্যোগের মুখে মুখ্যমন্ত্রীর চপার। আরও খবর, মঙ্গলবার জলপাইগুড়ির সভা সেরে দুপুর ১২টা ৫০ মিনিটে চপারে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তিনি। সে সময় বৈকুন্ঠপুর জঙ্গলের উপর থেকে যাওয়ার সময় প্রবল ঝড়-বৃষ্টির মুখে পড়ে মুখ্যমন্ত্রীর চপার। দুর্যোগ ও বিপদ বুঝে চপারের চালক শিলিগুড়ির দিকে চপার ঘুরিয়ে নেন। এরপর সেবকের বায়ুসেনার এয়ার বেসে মুখ্যমন্ত্রী চপারের জরুরি অবতরণ করে।

সূত্রের খবর, এ ঘটনায় সুস্থ রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের চপারের এখন অবধি কোনও ক্ষতি হয়নি।

10 months ago
Nawsad: লাগাতার উত্তপ্ত ভাঙড়, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানাতে খোদ মমতার দ্বারস্থ নওশাদ

মণি ভট্টাচার্য: অশান্ত ভাঙ্গড় (Bhangar)। এবার আরাবুল ইসলাম ও সদ্য দায়িত্বপ্রাপ্ত ভাঙ্গরের কনভেনার শওকত মোল্লার বিরুদ্ধে অভিযোগ জানাতে খোদ মুখ্যমন্ত্রীর (CM) কাছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী (Nawsad Siddique)। সূত্রের খবর, বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পারলেন না তিনি। আরও খবর, নবান্নে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে ভাঙড়ের গোটা পরিস্থিতি সম্পর্কে জানাতে। বেরিয়ে এসে তিনি সিএন-ডিজিটালকে জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটি অফিসারকে এ সংক্রান্ত সমস্ত তথ্য জানানো হয়েছে।

এছাড়া নওশাদ সিদ্দিকী সিএন ডিজিটাল কে আরও জানালেন যে, অশান্ত ভাঙড়ের এই চিত্র অর্থাৎ পঞ্চায়েত ঘোষণার পর থেকেই ভাঙড়ের আইএসএফের উপর আক্রমণ, আইএসএফ কর্মীদের মারধর, তাদের বাড়ি ভাঙচুর, এই সংক্রান্ত অভিযোগ প্রথম দিক থেকেই করে আসছে আইএসএফ। এবার এই অভিযোগ নিয়ে বুধবার সকালে বিচারপতি মান্থার এজলাসেও মামলা করা হয়েছে। বুধবার নবান্ন থেকে বেরিয়ে সিএন ডিজিটাল কে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, 'মনোনয়ন সংক্রান্ত হিংসা সমন্ধে অভিযোগ জানাতে তাদের একটি দল আজ রাজভবনও গিয়েছেন। এছাড়া রাজ্যপালকে একটি মেইল করে এ সংক্রান্ত সমস্ত অভিযোগে জানানো হয়েছে।'

11 months ago
Agni Prime: শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে আসছে 'অগ্নি প্রাইম', পরীক্ষায় সফল ব্যালিস্টিক মিসাইল

ফের এক সাফল্য আসল দেশে! এক নতুন প্রজন্মের ব্য়ালিস্টিক ক্ষেপণাস্ত্র (Ballistic Missile) 'অগ্নি প্রাইম' (Agni Prime) সফলভাবে পরীক্ষা করা হল। বুধবার, ৭ জুন সন্ধ্যার দিকে ওড়িশার ড. এপিজি আব্দুল কালাম দ্বীপ থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে এটি। জানা গিয়েছে, এই মিসাইলটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার পাশাপাশি শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতেও সক্ষম। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেনের (DRDO) তরফে এই পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে।

জানা গিয়েছে, অগ্নি প্রাইম-এর পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় সমস্ত মাপকাঠি পূরণ হয়েছে। প্রাথমিক পর্যায়ে অগ্নি প্রাইম-এর তিনবার সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে। এবারই প্রথম রাতের অন্ধকারেও এর উৎক্ষেপণ করা হয়েছে, আর তাতেও সফল হয়েছে ক্ষেপণাস্ত্রটি।  অর্থাৎ অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রটি রাতের অন্ধকারেও শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। এটি খুব শীঘ্রই সামরিক বাহিনীতেও অন্তর্ভুক্ত হতে চলেছে। ফলে ভারতের অস্ত্রভাণ্ডার আরও বেশি শক্তিশালী হয়ে উঠতে চলেছে।

কেন্দ্রীয় সরকারের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, নয়া প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি প্রাইমের প্রথম নৈশকালীন উৎক্ষেপণের সাক্ষী থাকতে ডিআরডিওয়ের শীর্ষ আধিকারিক এবং সামরিক বাহিনীর শীর্ষকর্তারা হাজির ছিলেন।  এছাড়াও এই সফলে উৎক্ষেপণের জন্য ডিআরডিও এবং সামরিক বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

11 months ago


DA: অবশেষে ডিএ আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

অবশেষে ডিএ (DA) আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার মুখ্যমন্ত্রী এই সংক্রান্ত বৈঠকে বসবেন বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় হারে ডিএ ও বকেয়া ডিএ-র দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মীদের একাংশ। যদিও এই বৈঠকে ডাক পায়নি সংগ্রামী যৌথ মঞ্চ।

এর আগে রাজ্য সরকারের পক্ষ থেকে বৈঠক করা হলেও তা ফলপ্রসূ হয়নি। জল শীর্ষ আদালত পর্যন্ত গড়িয়েছে। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, DA সরকারের ঐচ্ছিক বিষয়। বাধ্যতামূলক নয়। এর আগেও নবান্নে বৈঠক করে দুই পক্ষ। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী ছিলেন না। বুধবার তিনটে নাগাদ নবান্নে এই বৈঠক হতে পারে।

মঙ্গলবার নবান্নের সাংবাদিক বৈঠকে এই বিষয় প্রশ্ন করা হয় মুখ্যমন্ত্রীকে। তিনি বলেন, "কয়েকজন কথা বলতে চেয়েছিলেন। তাঁদের সঙ্গে বসব।" মুখ্যমন্ত্রীকে সামনে রেখে এই সমস্যা তুলে ধরলে, সমাধান হবে বলে মনে করছেন আন্দোলনকারীদের একাংশ।

11 months ago
Meeting: মমতার পথে হেঁটে 'নীতি আয়োগ' বৈঠকে গরহাজির আরও ৭ মুখ্যমন্ত্রী

শনিবার দিল্লির 'নীতি আয়োগ' বৈঠকে মুখ্যমন্ত্রীদের (CM) গরহাজিরের সংখ্যা বাড়ল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পথেই গেলেন আরও সাত মুখ্যমন্ত্রী। এদিন বৈঠকে উপস্থিত থাকছেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal), পঞ্জাবের মুখ্য়মন্ত্রী ভগবন্ত মান, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, তেলাঙ্গানার কে চন্দ্রশেখর রাও, তামিলনাড়ুর এম কে স্ট্যালিন, রাজস্থানের অশোক গেহলট এবং কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

শনিবার দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে জানা যায়, রাজ্যের তরফে কোনও প্রতিনিধিও উপস্থিত থাকবে না বৈঠকে। এরপরেই কেজরীওয়াল ও ভগবন্ত মানও নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন না জানিয়ে দেন। 'গরহাজির'মুখ্যমন্ত্রীদের তালিকায় একে একে যোগ দেন কেরল, রাজস্থান, বিহারও। বৈঠকে না যাওয়ার কারণ হিসাবে 'অন্য কর্মসূচির' কথা জানিয়েছেন পিনারাই বিজয়ন। গেহলট 'শারীরিক অসুস্থতার' কারণ দেখিয়েছেন। উল্লেখ্য, ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে ২১টি বিরোধী দল।

প্রগতি ময়দানের নিউ কনভেনশন সেন্টারে বসছে নীতি আয়োগের বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বৈঠকের সভাপতিত্ব করছেন। এই বৈঠকের মূল আলোচ্য বিষয় হবে ২০৪৭ সালের মধ্যে দেশকে কীভাবে উন্নত ভারতে পরিণত করা যায় এবং এ ক্ষেত্রে  মুখ্যমন্ত্রীদের অবদান নিয়ে আলোচনা করা হবে।

11 months ago