Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Body

Dead: হাসপাতালের কোয়ার্টারে উদ্ধার চিকিৎসকের ঝুলন্ত মৃতদেহ, তদন্তে পুলিস

হাসপাতালের কোয়ার্টার থেকে উদ্ধার হল এক চিকিৎসকের ঝুলন্ত মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য় ছড়িয়েছে ডায়মন্ড হারবার মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে। পুলিস জানিয়েছে, মৃত ব্য়ক্তির নাম কল্যাণাশিস ঘোষ (৪৫)। হুগলির কোন্নগরের বাসিন্দা। 

জানা গিয়েছে, গতকাল অর্থাৎ রবিবার গভীর রাতে হাসপাতালের কোয়ার্টারের ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ওই চিকিৎসকের মৃতদেহ। এরপর মৃতদেহটি উদ্ধার করে মেডিক্য়াল কলেজ ও  হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। সূত্রের খবর, গত ছ'বছর আগে ডায়মন্ড হারবার মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে মেডিসিনের চিকিৎসক হিসেবে যোগ দিয়েছিলেন কল্যাণাশিস নামের ওই ব্য়ক্তি। বর্তমানে তিনি এম আর বাঙুর হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন। করোনার সময়কাল থেকে বিশেষ দায়িত্ব ছিল মেডিসিন বিশেষজ্ঞ ওই চিকিৎসকের। 

পারিবারিক কারণে মানসিক অবসাদের জেরে ওই চিকিৎসক আত্মঘাতী হয়েছেন বলে পুলিসের প্রাথমিক অনুমান। ইতিমধ্য়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিস। খবর দেওয়া হয়েছে মৃত ওই চিকিৎসকের পরিবারের কাছেও। আজ, সোমবার মৃত চিকিৎসকের দেহ ময়নাতদন্ত হবে।

2 months ago
Deadbody: জঙ্গল থেকে উদ্ধার দুই নাবালিকার ঝুলন্ত মৃতদেহ, চাঞ্চল্য় চন্দ্রকোনায়

সাত সকালে জঙ্গল থেকে উদ্ধার হল দুই নাবালিকার ঝুলন্ত মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য় ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনার ধামকুড়িয়ায়। জানা গিয়েছে, মৃত দুই নাবালিকার মধ্য়ে একজন স্থানীয় এলাকার বাসিন্দা। যার নাম সুমি মুরমু (১৮)। আর একজনের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে চন্দ্রকোনা থানার পুলিস এসে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। 

স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে জঙ্গলের পাশের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় নজরে আসে ওই দুই নাবালিকার মৃতদেহ। তারপরেই খবর দেওয়া হয় থানায়। মৃতদেহ দুটির চারপাশে ছড়িয়ে রয়েছে ভাঙ্গা মোবাইলের টুকরো, একটি ছুরি, চুড়িদারের একটি ওড়নার মধ্যে দুইজনে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। 

ওই দুই নাবালিকাকে ঝুলতে দেখে স্থানীয়দের অনুমান তারা আত্মহত্য়া করেনি। তাদেরকে কেউ মেরে এভাবে ঝুলিয়ে দিয়েছে। কিন্তু কে বা কারা... কী কারণে এই ঘটনা ঘটিয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিস। 

2 months ago
Newtown: বাড়ি থেকে উদ্ধার সিভিক ভলেন্টিয়ারের ঝুলন্ত মৃতদেহ, তদন্তে ইকোপার্ক থানার পুলিস

বাড়ি থেকে সিভিক ভলেন্টিয়ারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে নিউটাউন হাতিয়ারায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পারিবারিক অশান্তি, নাকি আর্থিক অনটনের জেরে এই সিদ্ধান্ত তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। ঘটনার তদন্তে ইকোপার্ক থানার পুলিস।

পরিবারের দাবি, লেকটাউন ট্রাফিকে কর্মরত সিভিক ভলেন্টিয়ার কৌশিক দেবনাথ গত এক বছর আগে নিউটাউন হাতিয়ারা হেলাবটতলা এলাকায় বিয়ে করেন। বিয়ের পর থেকেই বিভিন্ন ধরনের দাবি করতে থাকে তাঁর স্ত্রী। অভিযোগ, কৌশিক দেবনাথকে দীর্ঘদিন ধরে চাপ দেওয়া হচ্ছিল, যাতে তাঁর বাবা-মাকে ছেড়ে স্ত্রীর সঙ্গে অন্য কোথাও গিয়ে থাকেন। এই দাবি মানতে পারেননি কৌশিক। এরপরই কৌশিক-এর স্ত্রী নিজের বাবা-মায়ের বাড়িতে চলে যান।  নিয়মিত ফোন করে কৌশিককে মানসিকভাবে চাপ সৃষ্টি করছিল। পাশাপাশি কৌশিকের মা-বাবাকেও ফোন করে অকথ্য ভাষায় কথা বলতেন বলে অভিযোগ। আর এই মানসিক অবসাদে বুধবার রাতে গলায় ফাঁস দিয়ে হাতিয়ারায় নিজের বাড়িতে আত্মঘাতী হয়েছে বলে দাবি পরিবারের। যদিও মৃত্যুর পিছনে কি কারণ রয়েছে তা জানতে তদন্তে নেমেছে ইকোপার্ক থানার পুলিস।

2 months ago


Asansol: হোটেলের ঘর থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, তদন্তে পুলিস

হোটেল থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে আসানসোল-এর কুমারপুর এলাকায়। জানা গিয়েছে, মৃত যুবকের নাম রোহন প্রসাদ রাম (২১)। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। কিন্তু মৃত যুবকের দাদার অভিযোগ, খুন করা হয়েছে তাঁর ভাইকে। ঘটনার পর হোটেলে অবৈধ কাজের অভিযোগে হোটেল বন্ধের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা। 

মৃতের দাদা জানিয়েছেন, রোহন প্রসাদ রাম কোনও বান্ধবীকে নিয়ে হোটেলে এসেছিলেন। কিন্তু এদিন খবর পেয়ে রোহনের দাদা এসে দেখেন উক্ত হোটেলের ৩০৬ নম্বর ঘরে তাঁর ভাইয়ের মৃতদেহ পরে রয়েছে। আর তার পাশেই পরে রয়েছে একটি বন্দুক। যা দেখে তাঁর দাদার মনে হচ্ছে রোহনকে গুলি করা হয়েছে। 

খবর পেয়ে ঘটনাস্থলে যায় চার ভ্যান পুলিস। এরপর রোহনকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। যদিও প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, আত্মহত্য়া করেছে ওই যুবক। তবে আত্মহত্যা নাকি খুন তার তদন্তে নেমেছে আসানসোল দুর্গাপুরের পুলিস।

3 months ago
Body: অজ্ঞাত যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য় দমদম জ্যোতিনগরে

দমদম জ্যোতিনগরের পাশে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে দেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা।  স্থানীয়দের অভিযোগ, নেশার স্বর্গরাজ্য হয়ে উঠেছে এলাকাটি। মৃত যুবকের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। 

স্থানীয় বাসিন্দারের অভিযোগ, দমদম জ্যোতিনগর সংলগ্ন ক্যান্টনমেন্ট এলাকাটি নেশার স্বর্গরাজ্য হয়ে উঠেছে। যার ফলে ক্রমাগত অসামাজিক কাজ বেড়েই চলেছে। এদিন কেউ বা কারা ওই যুবককে খুন করে এখানে ঝুলিয়ে দিয়েছে বলেই অনুমান স্থানীয়দের। 

দিনের পর দিন এলাকায় নেশার আঁতুরঘর হয়ে উঠলেও পুলিসের নিষ্ক্রিয়তা নিয়ে সরব এলাকাবাসী। আর এখানেই প্রশ্ন উঠছে, খাস শহরের বুকে দিনের দিন পর এই ধরণের অসামাজিক কাজ চলতে থাকলেও প্রশাসন নীরব কেন? যা নিয়ে পুলিসের বিরুদ্ধ উঠেছে একাধিক প্রশ্ন। 

3 months ago


Raiganj: ঘর থেকে উদ্ধার জোড়া মৃতদেহ! ঘটনায় আটক রায়গঞ্জের অভিযুক্ত বন্ধু

রক্তাক্ত অবস্থায় উদ্ধার জোড়া মৃতদেহ। ঘটনায় একজনকে আটক করেছে পুলিস। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের নিউ উকিলপাড়ার সৎসঙ্গ স্কুলের পিছনে। শনিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গিয়েছে, মৃত দুজনে মধ্য়ে একজন হলেন তপন দে (৫৪) এবং মিন্টু সরকার। খবর পেয়ে ঘটনাস্থলে রায়গঞ্জ থানার পুলিস গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়।  

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের নিউ উকিলপাড়ার বাসিন্দা তপন দে স্ত্রী মারা যাওয়ার পর তাঁর মেয়ের সঙ্গে থাকতেন। তপনের মেয়ে তানিয়া এবছরের মাধ্য়মিক পরীক্ষার্থী। শনিবারে তপনের বন্ধু রতন তাঁর বাড়িতে আসেন। তপন বাবুর সঙ্গে অন্য আরেকজন ছিলেন, তার নাম জানাতে পারেনি পুলিস। কিছুক্ষণ পরে রতনকে বাড়ির থেকে বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। 

স্থানীয়দের সন্দেহ হওয়ায় তড়িঘড়ি তপনবাবুর বাড়িতে ঢুকে দেখেন তপনবাবু ও আরও একজন রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে। এরপর খবর দেওয়া হয় রায়গঞ্জ থানায়। ঘটনাস্থলে আসেন রায়গঞ্জ জেলা অতিরিক্ত পুলিস সুপার। এই ঘটনায় অভিযুক্ত রতনকে আটক করেছে রায়গঞ্জ থানার পুলিস। ইতিমধ্য়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিস।

3 months ago
Body: বিয়ে বাড়িতে গিয়ে নিখোঁজ! তিন দিন পর উদ্ধার ইঞ্জিনিয়ার ছাত্রের মৃতদেহ, উত্তপ্ত নরেন্দ্রপুর

তিন দিন নিখোঁজ থাকার পর জলাশয় থেকে উদ্ধার ইঞ্জিনিয়ার ছাত্রের মৃতদেহ। রবিবার নরেন্দ্রপুর ঢালিপাড়া থেকে উদ্ধার হয় ওই ছাত্রের দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস গিয়ে মৃতদেহ উদ্ধার করতেই রণক্ষেত্রে পরিণত হয় ওই এলাকা। পুলিসের উপর হামলার অভিযোগ ওঠে স্থানীয়দের উপর। পরে ঘটনাস্থলে নরেন্দ্রপুর থানার পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য় নিয়ে যায়। 

জানা গিয়েছে, মৃতের নাম অপ্রতিম দাস। ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। বাড়ি মহামায়াতলায়। বৃহস্পতিবার রাতে বাড়ির পাশেই একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন সে। তারপর থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায় ওই ছাত্র। অনেক খোঁজাখুঁজির পর অপ্রতিমের কোনও খোঁজ পাওয়া যায়নি বলে স্থানীয় এবং পরিবারের বক্তব্য।

বৃহস্পতিবার রাতেই নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করে অপ্রতিমের পরিবার। তাঁর মোবাইল ফোন থাকলেও নিখোঁজের পর থেকে মোবাইল ফোন বন্ধ ছিল বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে পুলিস। এরপর রবিবার দুপুরে অপ্রতীমের বাড়ির কাছাকাছি একটি জলাশয়ে তাঁর দেহ দেখতে পান এলাকার বাসিন্দারা।

3 months ago
Birbhum: ১০৩ বছর বয়সে মৃত্য়ু বীরভূমের এক বৃদ্ধার ঢাক-ঢোল নিয়ে শ্মশান যাত্রা নাতিদের

জন্ম যখন আছে তখন মৃত্য়ু অনিবার্য। তাই বয়সকালে মৃত্য়ুটাকে অনেকেই ভবিতব্য় বলে মেনে নেয়। এমনি এক ঘটনার ছবি ধরা পড়ল সিএন-এর ক্য়ামেরায়। সেখানে দেখা গিয়েছে ঢাক-ঢোল, বাজনা বাজিয়ে শেষকৃত্য সম্পন্ন করার জন্য শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে ১০৩ বছরের বৃদ্ধাকে। রবিবার ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লিকপুর পঞ্চায়েতের আড্ডা গ্রামে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে সিউরি শহরের পথ চলতি মানুষ হঠাৎ শুনতে পান গান, বাজনার শব্দ। আর তা শুনে দৌড়ে দেখতে যান কী হচ্ছে? দেখলেন, মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের শেষকৃত্য সম্পন্নের সময় দেখা যায় হরিনাম সংকীর্তন ইত্যাদির মাধ্যমে তাঁদের শ্মশানে নিয়ে যাওয়া হয়। কিন্তু ঢাক ঢোল পিটিয়ে শশ্মান যাত্রা দেখে ঘাবড়ে যান মানুষ। ১০৩ বছর বয়সী ঠাকুমার শেষকৃত্য সম্পন্ন করতে নাতিদের এই আয়োজন।

3 months ago


Maldah: নিখোঁজের দু'দিন পর উদ্ধার নাবালিকা ছাত্রীর মুণ্ডহীন মৃতদেহ, পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের

দু'দিন নিখোঁজ থাকার পর উদ্ধার নাবালিকা ছাত্রীর মুন্ডুহীন মৃতদেহ। মৃতদেহটি উদ্ধার হয়েছে মালদহের ইংরেজ বাজারের এলাকা থেকে। উল্লেখ্য, বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্য়ায় মালদহ সফরে গিয়েছিলেন। তার আগের দিন ইংরেজ বাজারের উত্তর বালুচর এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় পঞ্চম শ্রেণীর এক নাবালিকা ছাত্রী। ব্যবসায়ীর নাবালিকা কন্যা খুনের প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের শাস্তির দাবিতে মালদহ শহরের পোস্ট অফিস মোড় ও রথবাড়ি মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে।

জানা গিয়েছে, নিখোঁজ নাবালিকা একটি বেসরকারি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী। বাড়ি মালদহের ইংরেজবাজারের উত্তর বালুচরে। ব্য়বসায়ী এই বিষয়ে জানিয়েছেন, সোমবার বিকেলে বাড়ির সামনেই খেলাধুলো করছিল তাঁর নাবালিকা মেয়ে। কিছুক্ষণ পর বাড়ির সামনে থেকে আচমকাই উধাও হয়ে যায় ওই নাবালিকা। এরপর বাড়ির সবাই উত্তেজিত হয়ে খোঁজাখুজি শুরু করে। কিন্তু অনেক খোঁজাখুজির পরে অবশেষে উদ্ধার হয় ওই নাবালিকার মৃতদেহ। 

পুলিস সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় ওই নাবালিকার এক আত্মীয়কে পুলিস গ্রেফতার করেছে। পারিবারিক বিবাদের জেরে এই খুন বলে পুলিসের অনুমান। বাড়ির সামনে থেকেই ওই নাবলিকাকে অপহরণ করা হয়। তারপর মালদহ শহর থেকে কিছুটা দূরত্বে আম বাজার এলাকার থেকে ওই নাবালিকার মৃতদেহটি উদ্ধার হয়। 

3 months ago
Rajarhat: গলায় তার জড়ানো অবস্থায় বাঁশ বাগান থেকে উদ্ধার ব্য়ক্তির মৃতদেহ, তদন্তে রাজারহাট থানার পুলিস

বাঁশ বাগান থেকে উদ্ধার গলায় জিআই তার জড়ানো অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ। মঙ্গলবার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য় রাজারহাট থানা সংলগ্ন কাশীনাথ পুর বাজার এলাকায়। তবে মৃত ওই ব্যক্তির পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। ঘটনাস্থলে পুলিস গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য় জন্য় পাঠায়। ঘটনার তদন্তে রাজারহাট থানার পুলিস।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাঁশ বাগানে গলায় তার জড়ানো অবস্থায় মৃত ওই ব্য়ক্তিকে দেখতে পান স্থানীয়রা। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস গিয়ে ওই এলাকাটি ঘিরে ফেলে। প্রাথমিক তদন্তের পর পুলিসের অনুমান ওই ব্যক্তি লরির খালাশী হতে পারে। এরপর পুলিস খোঁজ চালিয়ে রাস্তার পাশ থেকে একটি মার্বেল ভর্তি লরিও উদ্ধার করে। 

পুলিস সূত্রে খবর, ওই লরিতে থাকা দুজনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মৃত্য়ুর সম্পর্কে তারা কী জানে? খুন নাকি অন্য় কোনও রহস্য রয়েছে এর পিছনে, সঠিক কারণ জানতে রাজারহাট পুলিস কুকুর দিয়ে এলাকায় তল্লাশি চালায়।

3 months ago


Body Rescue: গৃহবধূকে প্রেমের প্রলোভন দেখিয়ে পাচার! মাটির নিচ থেকে উদ্ধার দেহ, গ্রেফতার ২

প্রেমের প্রস্তাব দিয়ে গৃহবধূকে পাচার ও খুনের অভিযোগ উঠেছে প্রতিবেশী ভাই ও বোনের বিরুদ্ধে। অভিযোগ, ওই গৃহবধূর গলায় ফাঁস দিয়ে মেরে তাঁকে রান্না ঘরের নিচে পুঁতে দেওয়া হয়েছে। চাঞ্চল্য়কর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার ইশ্বরী গাছা ঢালী পাড়ায়। জানা যায়, মৃত যুবতীর নাম রহিমা খাতুন (২৪)। ঘটনাস্থলে পুলিস গিয়ে মাটি খুঁড়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য় নিয়ে যায়। 

সূত্রের খবর, বছর দশেক আগে গোপালনগর থানার নতিদাঙ্গার বাসিন্দা রহিমা খাতুনের সঙ্গে গোপালনগরের সাতবেড়িয়া বাসিন্দা সেলিম মণ্ডলের বিয়ে হয়। বিয়ের আট বছর পর রহিমা তাঁর গ্রামের প্রতিবেশী বাকিবিল্লা মণ্ডলের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। এরপর রহিমা তাঁর সাত বছরের মেয়েকে রেখে বাকিবিল্লার সঙ্গে মুম্বাই চলে যায় বলে অভিযোগ পরিবারের। 

এরপর রহিমা তাঁর মেয়ের সঙ্গে মোবাইল ফোনের মাধ্য়মে যোগাযোগ রাখলেও পাঁচ মাস ধরে কোনো যোগাযোগ হয় না তাঁর পরিবারের। এরপর পরিবারের পক্ষ থেকে গোপালনগর থানায় পাচারের অভিযোগ দায়ের করা হয় বাকিবিল্লা ও তার বোন তারাবানু মন্ডলের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে পুলিস তদন্তে নেমে অভিযুক্ত বাকিবিল্লা ও তারাবানুকে জেরা করে জানতে পারে, ছয় থেকে সাত মাস আগে বসিরহাটের বাদুড়িয়ার ঈশ্বরীগাছায় তারাবানুর শ্বশুরবাড়িতে রহিমাকে গলায় ফাঁস দিয়ে মেরে রান্না ঘরের মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। খুনের অভিযোগে পুলিস বাকীবিল্লা ও তার বোন তারাবানু কে গ্রেফতার করে। 

3 months ago
Bankura: পুকুরে যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য় বাঁকুড়ায়, খুনের অভিযোগ পরিবারের

পুকুর থেকে উদ্ধার হল এক যুবকের রক্তাক্ত মৃতদেহ। খুন করে জলে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ মৃতের পরিবারের। ঘটনায় চাঞ্চল্য় ছড়িয়েছে বাঁকুড়ার ওন্দা থানা মিশ্র পাড়া এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম তরুন মিশ্র (৪৩)। বাড়ি মিশ্র পাড়ার এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ওন্দা থানার পুলিস গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য় বাঁকুড়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। 

মৃত ওই যুবকের ঘাড়ে ও পেটে গভীর আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। মৃতের পরিবারের দাবি, সোমবার সকালে বাড়ি থেকে বের হয়েছিল ওই যুবক। তারপর থেকে আর তার খোঁজ পাওয়া যায়নি। এরপর সোমবার সন্ধ্যায় সানার পুকুরের পাড়ে রক্তাক্ত অবস্থায় পুকুরের জলে ওই যুবককে ভাসতে দেখেন স্থানীয়রা।

এরপর খবর দেওয়া হয় ওন্দা থানার পুলিসকে। ইতিমধ্য়ে মৃতের পরিবারের তরফ থেকে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। তবে কী কারণে এই খুনের ঘটনা তা নিয়ে ধোঁয়াশায় পুলিস।

4 months ago
Body: ঘুড়ি ধরতে গিয়ে মৃত্য়ু স্কুল ছাত্রের! নদী থেকে উদ্ধার পড়ুয়ার মৃতদেহ

নদী থেকে উদ্ধার নিখোঁজ স্কুল ছাত্রের মৃতদেহ। রবিবার ঘটনায় চাঞ্চল্য় ছড়িয়েছে বর্ধমানের রাজগঞ্জ পাসিখানা এলাকায়। ঘুড়ি ধরতে গিয়েই নদীতে তলিয়ে যায় বলে অনুমান মৃতের পরিবারের। জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম রোহিত দাস (১২)। রথতলা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। বাড়ি রাজগঞ্জ চন্ডিতলা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য় বর্ধমান মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে পাঠায়।

মৃতের পরিবার ও পুলিস সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার বিকেল বেলা বাড়ি থেকে বের হয় রোহিত দাস। তারপর রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় তার পরিবারের তরফে বর্ধমান থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। বিভিন্ন জায়গায় খোঁজখবর করা হলেও খোঁজ মেলেনি। এরপর রবিবার সকালে পাসিখানা এলাকায় বাঁকা নদীতে একটি দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। তারপর তাঁরা খবর দেন পুলিসকে। আদৌ ঘুড়ি উড়াতে গিয়ে মৃত্য়ু নাকি এর পিছনে রয়েছে অন্য় কোনও রহস্য়? তবে কীভাবে মৃত্যু হয়েছে ওই স্কুল ছাত্রের তা খতিয়ে দেখছে পুলিস।

4 months ago


Body Recovery: খাল থেকে উদ্ধার যুবকের রহস্য় মৃত্য়ুতে উঠে এলো চাঞ্চল্য়কর তথ্য়...

তিন দিন নিখোঁজ থাকার পর উদ্ধার স্কুল ছাত্রের মৃতদেহ। শুক্রবার সকালে প্রগতি ময়দান থানার অন্তর্গত চৌবাগা খাল থেকে উদ্ধার ওই যুবকের মৃতদেহ। পিটিয়ে খুনের অভিযোগ পরিবারের। পুলিস সূত্রে খবর, মৃত যুবকের নাম বিশ্বজিৎ মন্ডল। বয়স ১৮ বছর। মুকুন্দপুর বোঝেরহাট এলাকার বাসিন্দা এই যুবক। 

পুলিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ তারিখ মধ্যরাতে পিসির বাড়িতে বেড়াতে গিয়েছিলেন বিশ্বজিৎ। সেইদিন রাতেই শীতলা পুজোর মেলা দেখতে যান। সেখানে কয়েক জন যুবকের সঙ্গে বচসায় জড়ালে তাঁরা ওই যুবককে তুলে নিয়ে যান বলে অভিযোগ। এরপর থেকেই নিখোঁজ ছিল বিশ্বজিৎ। প্রগতি ময়দান থানায় লিখিত অভিযোগ করা হয়েছিল। তারপর শুক্রবার উদ্ধার হয় বিশ্বজিৎ-এর মৃতদেহ। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। এরপরেই খবর দেওয়া হয় পুলিসকে। খবর পেয়ে ঘটনাস্থলে প্রগতি ময়দান থানার পুলিস গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য় নিয়ে যায়। 

যদিও সূত্রের খবর অনুযায়ী ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ জলে ডুবে মৃত্যু হয়েছে বিশ্বজিৎ মণ্ডলের (১৮)। তবে এই রিপোর্ট মানতে নারাজ বিশ্বজিৎ-এর পরিবারের সদস্যরা। তাঁদের দাবি ময়নাতদন্তের রিপোর্ট বিকৃত করা হয়েছে। পুলিসি তদন্ত নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন।

4 months ago
Asansol: উদ্ধার তরুণীর অর্ধনগ্ন মৃতদেহ, ঘটনায় চাঞ্চল্য় সালানপুরে

অর্ধনগ্ন তরুণীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য আসানসোলের সালানপুর থানার গোলকুন্ডা সংলগ্ন এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে ওঠে প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ। বৃহস্পতিবার ভোরে ওই তরুণীর মৃতদেহটি উদ্ধার হয়। জানা গিয়েছে, মৃত মেয়েটির নাম মিঠু রায় (৩০)। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস যাওয়ার পর পুলিসকে কেন্দ্র করে শুরু হয় স্থানীয়দের বিক্ষোভ। 

পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার মিঠু পিকনিক করতে যাওয়ার কথা বলে সকালে বাড়ি থেকে বেরোন। কিন্তু বিকেল পর্যন্ত ফিরে না আসায় বাড়ির লোক খোঁজ করতে শুরু করে। এরপর এদিন ভোরে গোলকুন্ডা সংলগ্ন জঙ্গলে অর্ধনগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা। এরপর খবর দেওয়া হয় পুলিসকে। সালানপুর থানা ও সামডি ক্যাম্প এর পুলিস ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য় পাঠায়। 

এলাকার মানুষের অভিযোগ, ওই তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তারপর প্রমাণ লোপাটের জন্য় তাঁকে ফেলে দেওয়া হয়। তবে কী কারণে এবং কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা নিয়ে তদন্তে নেমেছে পুলিস। 

4 months ago