
২০০৯-তে ব্যবসায়ী ও প্রযোজক রাজ কুন্দ্রাকে (Raj Kundra) বিয়ে করেছিলেন শিল্প শেট্টি। তারপরেই বি টাউনের জনপ্রিয় জুটিদের মধ্যে তাঁরাও নিজেদের জায়গা করে নেন। সবকিছু ঠিক চলছিল। তবে ২০২১ সালে নেমে এসেছিল বিপর্যয়। সেই বছরই রাজের 'মাদ আইল্যান্ডের বাংলোয়' তল্লাশি চালাতে যান পুলিশ। এরপরেই শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামীর বিরুদ্ধে পর্নোগ্রাফি ভিডিও তৈরির কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ আনা হয়।
যদিও রাজ সংবাদমাধ্যমের সামনে বলেন, এমন কোনও কাজের সঙ্গে তিনি যুক্ত নন। মামলা চলাকালীন লম্বা সময় হাজতবাস করতে হয়েছিল রাজকে। যদিও পরবর্তীতে তিনি জামিন পান। তবে জেল থেকে বেরিয়ে রাজ যেন আর আগের রাজ নেই। বেশিরভাগ সময় সকলের অন্তরালে থাকেন, যাও মাঝেমধ্যে জনসমক্ষে আসেন কিন্তু মুখ ঢাকেন মাস্কে। যেন প্রাণপণ নিজের পরিচয় ঢাকার চেষ্টা করছেন।
এবার গুঞ্জন ছড়িয়েছে, রাজ কুন্দ্রার বায়োপিক তৈরি হবে, অভিনয় করবেন খোদ রাজ। এর বেশি অবশ্য কিছু জানা যায়নি। সম্প্রতি রাজ ঘরণী শিল্প শেট্টিকে জনসমক্ষে দেখে, সাংবাদিকরা এই বিষয়ে সরাসরি প্রশ্ন করেন। উত্তরে শিল্পা বলেন, 'এই বিষয়ে মন্তব্য করার কোনও জায়গা আমার নেই।' যদিও অভিনেত্রী বায়োপিকের কথা অস্বীকার করেননি। আরেকটু সময় গেলেই বোঝা যাবে, এই গুঞ্জনের সত্যতা কতটা।
বাংলার 'মহারাজ' সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) জীবনী নিয়ে বায়োপিক (Biopic) তৈরী হবে, এই নিয়ে আলোচনা সেই কবে থেকে। কিন্তু মূল চরিত্রে কাকে দেখা যাবে তা নিয়ে দর্শকদের আলোচনার অন্ত ছিল না। পরিচালক এবং সৌরভ গাঙ্গুলি নাকি নিজেই এই চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে তৎপর ছিলেন। কানাঘুঁষো শোনা গিয়েছিল, অভিনেতা রণবীর কাপুর এই চরিত্রে অভিনয় করতে পারেন। তবে কলকাতায় ইডেনের মাঠে এসেই রণবীর পরিষ্কার করেন, এমন কোনও প্রস্তাব তাঁর কাছে যায়নি। এখন শোনা যাচ্ছে, অভিনেতা আয়ুষ্মান খুরানাকেই (Ayushmann Khurrana) এই চরিত্রে নির্বাচন করা হয়েছে।
তাই আয়ুষ্মান নাকি এই মুহূর্তে ক্রিকেটের প্রশিক্ষণ নেওয়া শুরু করবেন। সৌরভ গাঙ্গুলি বাঁ-হাতি ব্যাটসম্যান। তাই এই চরিত্র আত্মস্থ করতে হলে খাটতেই হবে আয়ুষ্মানকে। সৌরভের সূক্ষ্ম সূক্ষ্ম কায়দাগুলিও শিক্ষণীয়। পরিচালক ঐশ্বর্য রজনীকান্ত নাকি, চলতি বছরের ডিসেম্বর থেকেই 'দাদা'র বায়োপিক নিয়ে কাজ শুরু করতে চাইছেন। তাই এই সময়টুকু এই চরিত্রকেই দেবেন অভিনেতা।
আয়ুষ্মান অভিনেতা হিসেবে প্রশংসনীয়। 'ভিকি ডোনর'-এর মতো ছবি যেমন তাঁর ঝুলিতে রয়েছে, 'আর্টিক্যাল ফিফটিন'-এর মতো সিনেমাও তাঁর ঝুলিতে রয়েছে। তাই চরিত্রের প্রয়োজনে আয়ুষ্মান নিজের সেরাটুকু দেবেন এটাই প্রত্যাশিত। এদিকে নেটিজেনরা এই খবরে বিশেষ খুশি হননি। তাই নিজেকে সৌরভ গাঙ্গুলির চরিত্রে প্রমাণ করতে হলে খাটতে হবে আয়ুষ্মানকে।
'মিস ডিভা ইউনিভার্স' খেতাব জয়ী, একাধারে মডেল ও অভিনেত্রী ঊর্বশী রৌটেলাকে (Urvashi Rautela) বিরুদ্ধে অভিযোগ কিছুটা গুরুতর। দিন কয়েক আগে নিজের সামাজিক মাধ্যম থেকে ঊর্বশী জানিয়েছিলেন তিনি পারভীন ববির (Parveen Babi) বায়োপিকে (Biopic) অভিনয় করতে চলেছেন। জানা গিয়েছিল, কেন্দ্রীয় চরিত্রে অর্থাৎ পারভীনের চরিত্রে অভিনয় করবেন তিনি। কিন্তু অভিনেত্রীর দেওয়া তথ্য নাকি সত্যি নয়, এই নিয়ে তোলপার হয়েছে নেট দুনিয়া।
একাধিক সংবাদমাধ্যমের পাওয়া খবর অনুযায়ী, বলিউডে পারভীন ববিকে নিয়ে কোনও ছবি তৈরির উল্লেখ নেই। এমনকি বলিউডে নতুন কোনও সিনেমায় অভিনয়ের জন্য দিন কয়েকের মধ্যে ঊর্বশী সই করেননি। এমনকি ইন্ডাস্ট্রিতে নাকি পারভীন ববির বায়োপিক নিয়ে ছবি করার কথা এখনও কেউ ভাবেননি। ইন্ডাস্ট্রিতে জোর চর্চা, সিনেমা কি অভিনেত্রী ঊর্বশী এক করবেন? কারণ কোনও পরিচালক এখনও পর্যন্ত এরকম কোনও সিনেমার কথা ভাবেননি।
এমনকি সামাজিক মাধ্যমে ছবির ঘোষণা করলেও, সিনেমার প্রযোজক এবং পরিচালককে নিয়ে কিছু বলেননি অভিনেত্রী। সিনেমার ঘোষণা হল অথচ পরিচালক-প্রযোজকের নাম নেই? এই থেকে ঊর্বশীর দিকে আরও সন্দেহ বাড়ছে সকলের। প্রশ্ন উঠছে, সিনেমা যদি নাই-ই আসে, তাহলে অভিনেত্রী কেন ঘোষণা করলেন?
ক্রিকেট (Cricket) তারকাদের মধ্যে মহম্মদ আজহারউদ্দিনের বায়োপিক তৈরী হয়েছিল অনেক আগেই। মহেন্দ্র সিং ধোনীর বায়োপিকও দর্শক দেখেছেন। এই তালিকায় অনেকদিন ধরেই ক্রিকেট তারকা সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) নাম শোনা যাচ্ছিল। দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের কন্যা ঐশ্বর্যা রজনীকান্ত সিনেমা পরিচালনা করবেন, এই খবরও শোনা গিয়েছিল। এমনকি ঐশ্বর্যার কলকাতায় মহারাজের বাড়িতে আসা নিয়েও কথা হয়েছে বিস্তর।
শোনা গিয়েছিল, সৌরভ গাঙ্গুলির চরিত্রে দেখা যেতে পারে রণবীর কাপুরকে। যদিও অভিনেতা জানিয়েছিলেন, এমন কোনও প্রস্তাব তাঁর কাছে যায়নি। এখন জল্পনা, দাদার চরিত্রাভিনেতা হিসেবে দেখা যেতে পারে আয়ুষ্মান খুরানাকে। কথাবার্তা নাকি এগিয়ে গিয়েছে অনেকটাই, এখন শুধু আনুষ্ঠানিক সই সাবুদ বাকি। সৌরভ গাঙ্গুলি নাকি নিজেই এই নির্বাচনে সমর্থন করেছেন। তবে এই খবর প্রকাশ্যে আসতে নেটিজেনদের কী প্রতিক্রিয়া?
সৌরভ গাঙ্গুলির বায়োপিক নিয়ে প্রথম থেকেই আগ্রহী বাংলার জনগণ। তাঁরা চাইছিলেন, দাদার চরিত্রে কোনও বাঙালি অভিনেতা অভিনয় করুন, যীশু সেনগুপ্ত ছিলেন এই পছন্দের তালিকায়। তবে সেই জায়গায় আয়ুষ্মানের নাম শুনে সামান্য নিরাশ হয়েছেন যেন নেটিজেনরা। নেট মাধ্যমে প্রবল আপত্তি জানাচ্ছেন অনেকে। একজন লিখেছেন, 'যীশুকে একেবারে দাদার মতো দেখতে লাগে। আয়ুষ্মানের সংলাপে বাংলা বসালে তা কি আদৌ ভালো শোনাবে!' যদিও এই খবর এখনও জল্পনা। সৌরভ গাঙ্গুলির চরিত্রে কাকে দেখা যাবে, তার কোনও চূড়ান্ত ঘোষণা করা হয়নি।
ক্রিকেট জগতের এক জনপ্রিয় নাম সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ক্রিকেট জগতে 'দাদা'-র অবদানের কোনও শেষ নেই। ঠিক করা হয়েছে যে, তাঁর বায়োপিক (Biopic) বানানো হবে। আর চলতি বছর থেকেই দাদার বায়োপিকের জন্য শ্যুটিং শুরু হবে। কিন্তু ছবি নিয়ে পরিকল্পনা চলাকালীনই প্রশ্ন উঠছে যে, কাকে পর্দায় সৌরভের চরিত্রে দেখা যাবে। আর এই নাম নিয়ে প্রথম থেকেই গুঞ্জন যে, দাদার চরিত্রে নাকি দেখা যাবে রণবীর কাপুরকে। কিন্তু অবশেষে খবর এসেছে যে, দাদার চরিত্রে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে (Ayushmann Khurrana)।
সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বায়োপিক তৈরি করা হোক, এমনটা চাননি খোদ দাদা নিজেই। কিন্তু অবশেষে তাঁর এতে মত এসেছে। আর এই পরিকল্পনায় সম্মতি জানাতেই বায়োপিক বানানোর প্রস্তুতিও শুরু হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই গুঞ্জন শুরু হয় যে, কে হবে বড় পর্দার 'দাদা'। শোনা গিয়েছিল যে, বায়োপিকে কার্তির আরিয়ানকেও দেখা যেতে পারে দাদার চরিত্রে। কিন্তু আয়ুষ্মান খুরানা যে পর্দার সৌরভ হতে চলেছে, তা নিয়ে জল্পনা তুঙ্গে।
আবার একই মতো ছবির পরিচালক কে হবেন, তা নিয়েও শুরু হয়েছে কানাঘুষো। জানা গিয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের পরিচালনা করবেন রজনীকান্তের মেয়ে ঐশ্বর্যা রজনীকান্ত। তবে এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে পর্দার সৌরভ গঙ্গোপাধ্যায় অবশেষে কে হতে চলেছেন বা আয়ুষ্মান হলেও তিনি কীভাবে দাদার চরিত্র পর্দায় ফুটিয়ে তুলে ধরবেন, তা দেখার জন্য মুখিয়ে বসে রয়েছেন অনুরাগীরা।
কিছুদিন আগেই ভাবিকার জন্ম হয়েছে। সন্তান এবং সংসারের জন্য প্রায় ৪ বছর দূরে ছিলেন সিলভার স্ক্রিন থেকে। এবার সেই লম্বা বিরতি শেষে জমজমাট কামব্যাক করছেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)। সব ঠিকঠাক থাকলে আগামী বছরই মুক্তি পেতে চলেছে 'চাকদহ এক্সপ্রেস' (Chakda Xpress)। ভারতীয় মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিকে (Jhulan Goswami’s biopic) অভিনয় করছেন অনুষ্কা। সেই সিনেমার শ্যুটিংয়ের কিছু অংশ টুইটারে তুলে ধরলেন বিরাট সহধর্মিণী (Virat Kohli)।
Here's a glimpse into the Chakda 'Xpress journey with our earnest director @prositroy🏏#ChakdaXpress #ComingSoon #ChakdaXpressOnNetflix #HarDinFilmyOnNetflix pic.twitter.com/W4AmuseFWS
— Anushka Sharma (@AnushkaSharma) August 29, 2022
অনুষ্কার পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে তিনি চিত্রনাট্য পড়ছেন। সেটে এবং মাঠে তাঁর শ্যুটিংয়ের দৃশ্য, সতীর্থদের সঙ্গে নাচ এবং কঠোর অনুশীলনের দৃশ্যও উঠে এসেছে। এই বায়োপিকের পরিচালক প্রসিত রায়। তিনিও রুপোলি পর্দার ঝুলনকে নিয়ে কথা বলেছেন। অনুষ্কার ধীরে ধীরে ঝুলন হয়ে ওঠার জার্নি তুলে ধরেছেন পরিচালক। এই ভিডিয়ো পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়েছে। বিরাট এবং ঝুলন, দু’জনেই হৃদয়ের ইমোজি দিয়েছেন পোস্টিতে।
উল্লেখ্য, ২০১৮ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া জিরো ছিল অনুষ্কার শেষ ছবি। তার পর লম্বা বিরতি। বিয়ে, সংসার এবং কন্যাসন্তান।