Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Bengal

Weather: ফের হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

নিম্নচাপের(depression) জেরে গত কয়েকদিন লাগাতার বৃষ্টি(rain) হয়েছে। সোমবার সকাল থেকে রোদের দেখাও মিলেছে। আজ সকাল থেকে আকাশের মুখ ভার, সঙ্গে আর্দ্রতাজনিত(humidity) অস্বস্তি। সারা দিনই এই পরিস্থিতি চলবে। তবে রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস। মৌসুমী অক্ষরেখা এখন দিঘার উপর দিয়ে যাচ্ছে । এর জন্য দক্ষিণবঙ্গের(south bengal) জেলাগুলিতে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, এবং হাওড়ায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। বৃষ্টির পূর্বাভাস থাকছে আগামিকালও। ২৫ আগস্ট থেকে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে কমবে। তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না । 

উত্তরবঙ্গে ২৭ আগস্টের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। তার আগে ২৪ অগাস্ট বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গে । ২৫ অগাস্ট বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-এ হলকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস ওপরে থাকবে বলেই জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

আবহাওয়া দফতর সূত্রে খবর,নিম্নচাপ ইতিমধ্যে মধ্যপ্রদেশে প্রবেশ করেছে। তার প্রভাব এই রাজ্যে নেই বলে জানিয়েছে হাওয়া অফিস । যেহেতু মৌসুমী অক্ষরেখা দিঘার উপর দিয়ে গেছে তাই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। শহর কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টায় সাধারণভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। দু-এক পশলা বৃষ্টি কিংবা কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।


2 years ago
KMC Dengue: রাজ্যে ৫০০র বেশি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত, রিপোর্ট স্বাস্থ্য দফতরের

ডেঙ্গি(dengue) বাড়ছে কলকাতাসহ রাজ্যের অন্যান্য জায়গায়। সতর্কবার্তা স্বাস্থ্য দফতরের(health department)। তৎপর কলকাতা পৌর সংস্থা। ইতিমধ্যেই ডেঙ্গি সংক্রমণের তথ্য তুলে ধরে জেলাগুলিকে সতর্ক করেছে নবান্ন(Nabanna)। গোটা রাজ্যে প্রায় পাঁচশোরও বেশি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য দফতরের তরফে রিপোর্ট করা হয়েছে। 

সোমবার ডেঙ্গির প্রকোপ প্রতিরোধে মেয়র পারিষদ স্বাস্থ্য তথা ডেপুটি মেয়র অতীন ঘোষের নেতৃত্বে বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা। 

এদিন ডেঙ্গি, ম্যালেরিয়া নিয়ে বৈঠক করেন মেয়র পারিষদ স্বাস্থ্য অতীন ঘোষ।সূত্রের খবর, মেয়র ফিরহাদ হাকিমের ওয়ার্ডে ডেঙ্গির বাড়বাড়ন্ত। এদিন ৮২ নম্বর ওয়ার্ড এবং ১০৬ নম্বর ওয়ার্ড নিয়ে বৈঠকে আলোচনা হয়। বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে বলে দাবি অতীন ঘোষের। ৮২ নম্বর ওয়ার্ডের ডেঙ্গি পরিস্থিতি আগের থেকে অনেক স্বাভাবিক বলে দাবি তাঁর। পাশাপাশি, ১০৬ নম্বর ওয়ার্ডে কচু গাছের জন্য ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেশি।

এই ওয়ার্ডে কচু গাছের ফলে ডেঙ্গির লার্ভা পাওয়া যাচ্ছে বলে জানান মেয়র পরিষদ স্বাস্থ্য অতীন ঘোষ।

2 years ago
Weather Update: বাড়বে তাপমাত্রা! নেই ভারী বৃষ্টির সম্ভাবনা

আপাতত দক্ষিণবঙ্গে নেই ভারী বৃষ্টির (rain) সম্ভাবনা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার জেলাগুলিতে তাপমাত্রা (Temperature) বাড়তে শুরু করবে। তবে মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে। কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। অর্থাৎ উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী দুদিন তাপমাত্রা বেশ খানিকটা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া (weather) দফতর।

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ, সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি দুই জেলা দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৩ অগাস্ট মঙ্গলবার সকালের মধ্যে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি পাঁচ জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৫ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি হতে পারে।

আবহাওয়া দফতরের তরফে আরও বলা হয়েছে, মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস আপাতত নেই। আগামী দুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে তার পরের তিন দিন তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না।

হাওয়া অফিস জানিয়েছে, কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

2 years ago


Corona bengal: রাজ্যে করোনায় মৃত্যুসংখ্যা ২৪ ঘণ্টার ব্যবধানে দ্বিগুণ

করোনার (Covid 19) সংক্রমণ আগের তুলনায় অনেকটাই কমেছে। কিন্তু মৃত্যু (Death) যেন কিছুতেই কমছে না। শনিবার করোনা আক্রান্তের (Covid new cases) সংখ্যা ছিল ২৯৮ এবং মৃত্যু হয়েছিল ২ জনের। একদিনের ব্যবধানে সংক্রমণে বিশেষ হেরফের না হলেও মৃত্যুসংখ্যা হয়ে গেল দ্বিগুণ। রবিবার আক্রান্ত এবং মৃতের সংখ্যা ছিল যথাক্রমে ২৯৬ এবং ৪। ফলে বরাবরই উদ্বেগের জায়গা হয়ে থাকা মৃত্যুসংখ্যা এখনও পর্যন্ত দুশ্চিন্তার বিষয় হয়েই রয়ে গেল। একমাত্র গত ১৫ অগাস্ট মৃত্যুসংখ্যা শূন্যে নেমে এসেছিল। তারপর থেকে তা ২ থেকে ৫ এর মধ্যে ঘোরাফেরা করছে। 

এদিনের পরিসংখ্যানে আশার জায়গা একটাই, পজিটিভিটি রেট (Positivity rate) অনেকটাই কমে এসে হয়েছে ৩.০৭ শতাংশ, যা একদিন আগে ছিল ৩.৬২ শতাংশ। 

করোনায় সুস্থতার সংখ্যা এদিনও আক্রান্তের তুলনায় বেশিই ছিল। এদিন সেই সংখ্যা ছিল ৪৮২। ফলে সক্রিয় আক্রান্তের সংখ্যা ক্রমশ কমছে, যা এদিন ছিল ৩৮৯১। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ১১১ জন এবং হোম আইসোলেশনে রয়েছেন ৩৭৮০ জন। অর্থাত্ আগাগোড়াই বাড়িতে থেকেই সুস্থ হয়ে উঠছেন অধিকাংশ আক্রান্ত।

অন্যদিকে, রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৫৩৯ জন। যা শনিবার ছিল ১৩ হাজার ২৭২ জন। গতকালের তুলনায় কম। একদিনে মৃত্যু হয়েছে ৪৩ জনের। শনিবার যেখানে মৃত্যুসংখ্যা ছিল ৩৬। মৃত্যুসংখ্যা যে নিম্নমুখী, তা পরিসংখ্যান থেকে স্পষ্ট। রিপোর্ট অনুযায়ী, মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৭ হাজার ৩৩২ জন।     

2 years ago
Sonarpur: বেসরকারি কুরিয়র সংস্থার ডেলিভারি বয়কে বেধড়ক মার, অপহরণের চেষ্টা

বেসরকারি কুরিয়র সংস্থার প্রোফাইল হ্যাক করে ডেলিভারি বয়কে ডেকে বেধড়ক মারধর করার অভিযোগ। ঘটনায় গুরুতর জখম ওই ডেলিভারি বয় (delivery boy)। ঘটনাটি শনিবার বিকেলে সোনারপুর (Sonarpur) থানা এলাকার লালগেটের কাছে ঘটে। এরপরই সোনারপুর থানায় (police station) অভিযোগ দায়ের আতঙ্কিত পরিবারের।

জানা যায়, জখম ওই ডেলিভারি বয় দীপঙ্কর নাইয়া নরেন্দ্রপুর থানা এলাকার লস্করপুরের বাসিন্দা। পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা বলে দাবি পরিবারের সদস্যদের। অভিযুক্ত যুবকের নাম সৌরভ নস্কর। সৌরভও লস্করপুরের বাসিন্দা। সৌরভ একসময় একই বেসরকারি কুরিয়র সংস্থায় কাজ করত। যার জন্য চক্রান্তের বিষয়টি আরও স্পষ্ট বলেই মনে করছে পরিবার। ওইদিন দীপঙ্কর একটি পার্সেল দিতে বের হন। আর এরপরই তাঁকে একটি জায়গায় ডাকা হয়। পরিবার জানায়, সেদিন আগে থেকেই ওই জায়গায় একটি গাড়িতে করে সৌরভ ও তাঁর ৪ সঙ্গী দাঁড়িয়ে ছিল। দীপঙ্কর আসতেই তাঁকে বেধড়ক মারধর করা হয় ও অপহরণ করে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। কিন্তু স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় কোনওরকমে রক্ষা পায় দীপঙ্কর। 

পরিবারের আরও অভিযোগ, কিছুদন আগে দীপঙ্করের ভাইকেও মারধর করে সৌরভ। সেইসময় সৌরভের বাড়িতে গিয়ে তাঁর বাবাকে এই ঘটনার কথা জানান দীপঙ্কর। তারই বদলা নিতে এই হামলা বলে দীপঙ্কর ও তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে। ঘটনার তদন্তে সোনারপুর থানার পুলিস (police)।

2 years ago


Barasat: দুঃসাহসিক ঘটনা! ব্যবসায়ীকে ফ্ল্যাটে ডেকে মারধর, ছিনতাই

দুঃসাহসিক ঘটনা। বারাসতে (Barasat) এক ব্যবসায়ীর কাছ থেকে লক্ষাধিক টাকা, সোনার চেন, আংটি ও বাইক ছিনিয়ে তাঁকে রাস্তায় ফেলে দিয়ে গেল একদল দুষ্কৃতী। শনিবার বারাসাত থানায় (police station) অভিযোগ দায়ের করে তাঁর পরিবার। ঘটনার তদন্তে পুলিস (police)।

ঘটনার সূত্রপাত গত শুক্রবার দুপুরে। মহম্মদ আলি আজগর হোসেন ক্যাপসিকামের বীজ বিক্রি করতে পৌঁছন মধ্যমগ্রাম আবদালপুর এলাকায়। সেখানে বীজ দিয়ে ৪০ হাজার টাকা পেমেন্ট নেন। তাঁর কাছে ছিল আরও বীজ। সেই সময় আজগর হোসেনের পিছু নেয় কিছু যুবক। তারা মধ্যমগ্রাম চৌমাথায় এসে বলে, তারাও বীজ নিতে চায়। কিন্তু পেমেন্ট বারাসতে ফ্ল্যাটে গিয়ে করবে। এতে আজগর প্রথমে রাজি হননি। তারপর অনেক অনুরোধ করায় বারাসত পাইওনিয়ার এলাকায় একটি ফ্ল্যাটবাড়িতে আসেন আজগর। সেই ফ্ল্যাটে আগে থেকে লোকজন মজুত ছিল বলে জানা যায়। 

অভিযোগ, আজগরকে জোরপূর্বক ঘরে ঢুকিয়ে ৭-৮ জন মিলে মারধর করে। তাঁর কাছে থাকা ২ লক্ষ টাকা কেড়ে নেয়। গলায় সোনার চেন, হাতের আংটি সব কেড়ে নেয়। সঙ্গেই বাইকটিও দুষ্কৃতীরা নিয়ে নেয়। এরপর শুক্রবার রাতে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে আজগরকে ফেলে দিয়ে চলে যায়। খবর পেয়ে সেখান থেকেই আজগরের পরিবারের লোকজন উদ্ধার করে বারাসতের এক নার্সিংহোমে ভর্তি করে তাঁকে।

পরিবারের তরফ থেকে বারাসত থানায় পুরো ঘটনার বিবরণ উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে বারাসত থানার পুলিস তদন্ত শুরু করে। তবে এখনও পর্যন্ত ঘটনায় জড়িত কেউ গ্রেফতার করা হয়নি।

2 years ago
Weather Update: ফের আবহাওয়ায় বড় পরিবর্তন! সরছে নিম্নচাপের ঘনঘটা

ইতিমধ্যেই এরাজ্যে নিম্নচাপের (Low pressure) প্রভাব পড়েছে। শুক্রবার সন্ধ্যায় দিঘার কাছ দিয়ে পশ্চিমবঙ্গ (West Bengal) অতিক্রম করে গিয়েছে এই নিম্নচাপ। এটি পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গ ও ওড়িশার ওপরে দিয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়। তবে এবার আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় এই নিম্নচাপ উত্তর ওড়িশা, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের ওপরে থাকবে এবং তা আরও দুর্বল হয়ে পড়বে। নিম্নচাপের জেরে অগাস্টে পর্যাপ্ত বৃষ্টিপাত হলেও, এখনও দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়ে গিয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় অর্থাৎ রবিবার সকালের মধ্যে দমকা হাওয়ার দাপট থাকবে না আর। এছাড়াও রাজ্যের পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ কমবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় অর্থাৎ ২১ অগাস্ট রবিবার সকালের মধ্যে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তরবঙ্গের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টায় অর্থাৎ ২২ অগাস্ট সোমবার সকালের মধ্যেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা ও আশপাশের এলাকায় পরবর্তী ২৪ ঘণ্টায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। দু-এক পশলা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। 

2 years ago
Corona bengal: রাজ্যে করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা নিম্নমুখী

করোনার (Covid 19) সংক্রমণ হঠাত্ বেড়ে গিয়েছিল। সেই জায়গা থেকে সাময়িক কিছুটা নিম্নমুখী প্রবণতা শনিবার। উল্লেখ্য, শুক্রবার রাজ্যে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা (New covid cases) ছিল ৪০০ এবং মৃত্যু (Death) হয়েছিল ৫ জনের। সেই তুলনায় শনিবার আক্রান্তের সংখ্যা কমে হয়েছে ২৯৮ এবং মৃত্যু কমে হয়েছে ২। অর্থাত্, আক্রান্ত এবং মৃত্যু, দুটি সংখ্যাই নিম্নমুখী। যদিও মৃত্যুসংখ্যা গত কয়েকদিনের মধ্যে মাত্র একদিনই শূন্যে নেমে এসেছিল এবং তা ছিল ১৫ অগাস্ট। কিন্তু তারপর থেকে তা ২ থেকে ৫ এর মধ্যে ঘোরাফেরা করছে। আক্রান্তের সংখ্যা আগের তুলনায় অনেকটাই কমেছে। কিন্তু মৃত্যুসংখ্যা যতক্ষণ না শূন্যে নামছে, ততক্ষণ পাকাপাকি স্বস্তির কোনও জায়গা নেই বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।

করোনার দুশ্চিন্তার মাঝে কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে সুস্থতার (Recovery) সংখ্যা। এদিনও আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা বেশিই ছিল। আক্রান্তের সংখ্যা যেখানে ২৯৮, সেখানে সুস্থতার সংখ্যা ছিল ৫২৭। ফলে হাসপাতালে ভর্তি এবং হোম আইসোলেশনে থাকার হিসাব ধরে যে সক্রিয় আক্রান্তের সংখ্যার হিসাব করা হয়, তাও প্রতিদিনই একটু একটু করে কমছে। যেমন এদিন তা ছিল ৪০৮১। এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ৩৯২৮ জন এবং হাসপাতালে ভর্তি রয়েছেন ১৫৩ জন।

শুক্রবার নমুনা পরীক্ষার সংখ্যা ছিল ১০ হাজার ৯৭০। পজিটিভিটি রেট ছিল ৩.৬৫ শতাংশ। এদিন এই দুটি পরিসংখ্যান ছিল যথাক্রমে ৮ হাজার ২২৯ এবং ৩.৬২ শতাংশ।

2 years ago


Weather: অতি গভীর নিম্নচাপে পরিণত, বৃষ্টি বাড়বে উপকূলে

নিম্নচাপ(depression) অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে ফলে আজ দঃ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বেশি বৃষ্টিপাতের(rainfall)) সম্ভাবনা থাকছে। এছাড়া দিনভর দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। মায়ানমার উপকূলে(coastal)তৈরি হওয়া অতি শক্তিশালী নিম্নচাপ অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করেছে সব মিলিয়ে এই দুই পরিস্থিতির জেরে লাগাতার বৃষ্টি দক্ষিণের জেলাগুলিতে৷ 

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে ঘণ্টায় ৬০-৭০ কিমি গতিতে বইতে পারে ঝোড়ো হাওয়া৷ মৎস্যজীবীদের(fishermen) সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ দিঘা, মন্দারমনিতে আবহাওয়া প্রতিকূল থাকায় পর্যটকদের সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না৷ ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে ওড়িশা উপকূলে বৃষ্টি হচ্ছে ৷ আজ রাতের পর থেকে ধীরে ধীরে হওয়ার গতি কমে ৪০ থেকে ৫০ কিলোমিটারে নামবে। এই বৃষ্টিতে ধান এবং পাট চাষে সাহায্য হবে। দক্ষিণবঙ্গে এখন বর্ষার ঘাটতি ৩৪ শতাংশ। 

আজ দিনভর কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও থাকছে।

অন্যদিকে, দিনভর মেঘ রোদের লুকোচুরি খেলা চলছে উত্তরবঙ্গে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ না কমায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে নিম্নচাপের প্রভাবে ওড়িশায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হলেও উত্তরে আপাতত বৃষ্টি হবে না।


2 years ago
Bengal Corona: ২৪ ঘণ্টায় কোভিড সংক্রমণ সামান্য কমলে বেড়েছে মৃত্যু, দেখুন দৈনিক গ্রাফ

রাজ্যে সামান্য কমল করোনার (Coronavirus) দৈনিক সংক্রমণ, কিন্তু বেড়েছে ২৪ ঘণ্টায় মৃত্যু। গত ২৪ ঘণ্টায় বাংলায় সংক্রমিত (Covid-19) ৪০০ জন, মৃত ৫। একদিনের সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫৩ জন, এই মুহূর্তে বাংলায় সুস্থতার হার ৯৮.৭৮%। পজিটিভিটি রেট (Active Case) বা আক্রান্তের হার ৩.৬৫%।

এদিকে, টানা কয়েকদিন দেশের করোনা সংক্রমণ ১০ হাজারের নিচে থাকলেও ফের ১২ হাজারের গণ্ডি টপকে গিয়েছিল বৃহস্পতিবার। সেখানে শুক্রবার দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়তে বাড়তে পৌঁছে গিয়েছে ১৫ হাজারের উপরে। যদিও কিছুটা স্বস্তি মৃত্যু সংখ্যা, অ্যাকটিভ কেস  ও পজিটিভিটি রেটের ক্ষেত্রে। পাশাপাশি চিন্তায় রাখছে কয়েকটি রাজ্যের কোভিডের ছবিটা। দৈনিক সংক্রমণের ক্ষেত্রে এখনও শীর্ষে রয়েছে রাজধানী। এছাড়া মহারাষ্ট্র, কেরল, তামিলনাড়ু, কর্ণাটকের মতো রাজ্যগুলির করোনা সংক্রমণ ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসলেও এদিন খানিকটা ঊর্ধ্বমুখী।

শুক্রবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ৭৫৪ জন। যা বৃহস্পরিবার ছিল ১২ হাজার ৬০৮ জন। গতকালের তুলনায় অনেকটা বেশি। একদিনে মৃত্যু হয়েছে ৪৭ জনের। বৃহস্পরিবার যেখানে মৃত্যুসংখ্যা ছিল ৭২। মৃত্যুসংখ্যা যে নিম্নমুখী, তা পরিসংখ্যান থেকে স্পষ্ট। রিপোর্ট অনুযায়ী, মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৭ হাজার ২৫৩ জন।

2 years ago


Weather Update: ফের নিম্নচাপ, আজ থেকে বঙ্গে বৃষ্টির সম্ভাবনা

সারা দিন অস্বস্তিকর আবহাওয়া (Weather) থাকলেও বৃহস্পতিবার রাতের হাল্কা বৃষ্টিতে খানিকটা স্বস্তি পেলেন কলকাতাবাসী (Kolkata)। ফের একবার চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। আজ,শুক্রবার নতুন করে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর- পশ্চিম বঙ্গোপসাগরে। আর এর জেরে ভারী বৃষ্টির (Rain) সম্ভাবনাও রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে (West Bengal)। অর্থাৎ ফের একবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা।

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ, শুক্রবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪  ঘণ্টা অর্থাৎ ২০ অগাস্ট শনিবার সকালের মধ্যে ওই তিন জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। আগামী দু'দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

আবহাওয়া দফতরের তরফে আরও বলা হয়েছে, আজ, শুক্রবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়ার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়া বয়ে যেতে পারে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘণ্টা অর্থাৎ ২০ অগাস্ট শনিবার সকালের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে তুলনামূলক বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও আগামী দুদিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াসের মতো হ্রাস পেতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতার আকাশ মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৮৮ শতাংশ।

2 years ago
Corona bengal: উদ্বেগ বাড়িয়ে রাজ্যে করোনার সংক্রমণ ফের বাড়ছে

করোনার সংক্রমণ (COVID 19) রাজ্যে ফের উর্ধ্বমুখী। মাঝে ১৫ অগাস্টের আশপাশে আক্রান্তের সংখ্যা অনেকটাই কমে এসেছিল। এমনকী গত কদিন ধরেই রাজ্যের সামনে যেটা চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছিল, সেই মৃত্যুসংখ্যাও ১৫ অগাস্ট শূন্যে নেমে এসেছিল।

কিন্তু তারপর থেকে ফের তা বাড়তে শুরু করেছে। যেমন বুধবার রাজ্যে আক্রান্তের সংখ্যা (Corona New Cases) ছিল ৩৯৩ এবং মৃত্যু (Death) হয়েছিল ৪ জনের। বৃহস্পতিবার মৃত্যুসংখ্যা একজন কমে হয়েছে ৩। কিন্তু আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৩৬। ফলে ক্ষণিকের স্বস্তিও উধাও।

এদিনের পরিসংখ্যানে সুস্থতার (Recovery) সংখ্যা গত কদিনের মতো বেশিই রয়েছে। এদিন তা ছিল ৫৮৭। ফলে হোম আসোলেশন (Home Isolation) এবং হাসপাতাল মিলিয়ে যে সক্রিয় আক্রান্তের সংখ্যার হিসাব করা হয়, তা অনেকটাই কমে এসেছে। এদিন তা ছিল ৪৪৭০। এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ৪২৯৩ জন এবং হাসপাতালে ভর্তি রয়েছেন ১৭৭ জন। পরিসংখ্যান থেকেই স্পষ্ট, এবারের সংক্রমণে হাসপাতালে ভর্তির সংখ্যা বেশ কমই। অনেকেই বাড়িতে থেকে চিকিত্সা করেই সুস্থ হয়ে উঠছেন। বিশেষজ্ঞরা বলছেন, এখনও পর্যন্ত সংক্রমণ চিত্রে এটাই কিছুটা আশার আলো দেখাচ্ছে।

এদিন নমুনা পরীক্ষার সংখ্যা গত কদিনের তুলনায় বেশিই ছিল, ১০ হাজার ৮০০। আসলে একটা বিষয় পরিষ্কার, নমুনা পরীক্ষার সংখ্যা বাড়লেই আক্রান্তের সংখ্যাতেও বৃদ্ধি ঘটছে। অন্যদিকে, পজিটিভিটি রেট এখনও পাঁচ শতাংশের নিচেই রয়েছে, এদিন  যা ছিল ৪.০৪ শতাংশ।   

2 years ago
KLO: ডিজির উপস্থিতিতে আত্মসমর্পণ কেএলও কমান্ডার কৈলাসের, কামতাপুর আন্দোলনে বড় ধাক্কা

সমাজের মূলস্রোতে ফিরতে রাজ্য পুলিসের কাছে সপরিবারে আত্মসমর্পণ (Surrender) করলেন কেএলও নেতা (KLO Leader) কৈলাস কোচ। বৃহস্পতিবার রাজ্য পুলিসের ডিজি (DGP, bengal Police) মনোজ মালব্য, কৈলাস এবং তাঁর স্ত্রী স্বপ্নাকে পাশে বসিয়ে এই ঘোষণা করেন। ডিজি জানান, 'কামতাপুরী লিবারেশন অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক কৈলাস। তিনি নিজেই আমাদের কাছে আত্মসমর্পণের প্রস্তাব রাখেন। গণতন্ত্রে হিংসা বা সন্ত্রাসবাদের জায়গা নেই, এটা অনুধাবন করেই কৈলাস এবং তাঁর পরিবারের এই সিদ্ধান্ত।' এদিন ভবানী ভবনে হওয়া সাংবাদিক বৈঠকে ডিজির কাছে একটি আগ্নেয়াস্ত্র সমর্পণ করেন কেএলও-র একদা এই কমান্ডার।

এদিন সংবাদ মাধ্যমের উপস্থিতিতে কৈলাস কোচ জানান, 'হিংসার মাধ্যমে কামতাপুরের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। এটা আমি ১৬ বছর সশস্ত্র আন্দোলন করে বুঝেছি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে এবং মুখ্যমন্ত্রীর কামতাপুরে উন্নয়নের প্রতিশ্রুতিতে বিশ্বাস করে মুলস্রোতে ফিরলাম। আমি চাই আমার যারা ভাইবোন এবং বন্ধুবান্ধব এখনও অস্ত্র ধরে আছেন, তারাও মূলস্রোতে ফিরুক।'

এ প্রসঙ্গে উল্লেখ্য, কৈলাস কোচ কেএলও বিচ্ছিনতাবাদী সংগঠনের সেকেন্ড ইন কমান্ড ছিলেন। অসম এবং কোচবিহারের একটি অংশকে পৃথক করে গ্রেটার কোচবিহার বা  কামতাপুর রাজ্যের দাবি বহুদিনের। সেই দাবিকে বাস্তব রূপ দিতে তৈরি হয়েছিল বিচ্ছিনতাবাদী জঙ্গি সংগঠন কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন বা কেএলও। এই সংগঠনের নেতা জীবন সিং বর্তমানে মায়ানমারে আত্মগোপন করে রয়েছেন। তাঁর সঙ্গে শান্তিচুক্তি করতে বার্তা পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। এই কাজে মধ্যস্থতার দায়িত্ব দেওয়া হয়েছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে।

ইতিমধ্যে একদা সক্রিয় থাকা জীবন সিং এবং কেএলও ক্রমশ নিষ্ক্রিয় হয়েছে। কিন্তু নিজের অস্তিত্ব জানান দিতে মাঝে মধ্যেই ভিডিওবার্তা পাঠান তিনি। সেখানেও পৃথক রাজ্যের দাবি জানান তিনি। যদিও সম্প্রতি আলাদা উত্তরবঙ্গ রাজ্য চেয়ে ভিডিওবার্তা পাঠাতে দেখা গিয়েছে জীবন সিংকে।


2 years ago


Weather: নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টি!

নতুন করে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। দক্ষিণ মায়ানমারে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। যা ঘনীভূত হয়ে নিম্নচাপে (Weather Update) পরিণত হবে। এই নিম্নচাপটি বাংলাদেশ ঘেঁষে পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর এমনই পূর্বাভাস দিয়েছে। তার জেরে ফের বঙ্গে (North Bengal) বর্ষণের (Rain) সম্ভাবনা তৈরি হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আজ, বৃহস্পতিবার থেকে ২০ অগাস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলির বেশিরভাগ জায়গায় কোথাও ভারী আবার কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতরের তরফে ভারী বৃষ্টির সতর্কবার্তায় বলা হয়েছে, আজ বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেগিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, কলকাতা, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই কারণে ১৯ অগাস্ট শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার কোনও কোনও জায়গায়। এই সময়ের মধ্যে অর্থাৎ ১৯ অগাস্ট নাগাদ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গেও বাড়ছে গরমের দাপট। আগামী ২ দিন উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপের জন্য গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খন্ড, ছত্তিসগড় এবং মধ্যপ্রদেশে কোথাও ভারী কোথাও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি বাড়বে আগামী কয়েকদিন।

2 years ago
East Bengal:'বাড়িতে রোজ ১০০ বার বল নাচাই', ইস্টবেঙ্গল ক্লাবের অনুষ্ঠানে অকপট মুখ্যমন্ত্রী

বুধবার ইস্টবেঙ্গল ক্লাবের (East Bengal Club) এক অনুষ্ঠানে এসে প্রতিষ্ঠাতা সুরেশ চন্দ্র মেমোরিয়াল আর্কাইভের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী (CM Mamata)। ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার বিকাশ পাঁজি মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তরীয় পরিয়ে ও স্মারক তুলে দিয়ে সংবর্ধনা জানান। ক্লাবের অন্যতম কর্মকর্তা নীতু সরকার দিদি ১০০ নামাঙ্কিত জার্সি তুলে দেন মুখ্যমন্ত্রীকে। এই অনুষ্ঠানে স্মৃতিমেদুর মমতা বলেছেন, 'যাদবপুরে যখন সাংসদ হয়েছিলাম, কথা দিয়েছিলাম উদ্বাস্তুদের জন্য জমির ব্যবস্থা করব, তা করতে পেরেছি। কঠিন সময়ে ওপার বাংলা থেকে যারা এপার বাংলায় এসেছেন, আমি তাঁদের স্যালুট করি।'


তিনি জানান, যারা কাপুরুষ নয়, তাঁরাই গড়তে পারে এবং মরতে ভয় পায় না। আমারা মনের জোর দিয়ে না পারা জিনিস জয় করতে পারি। তাঁর দাবি, 'গত বছর একেবারে শেষ মুহূর্তে একজনকে বলে ইস্টবেঙ্গলকে আইএসএল খেলতে পাঠানো হল। এ বছর

ইমামি গ্রুপ কথা রেখেছে। আগামী কয়েক বছর চিন্তার কারণ নেই। মন দিয়ে খেলে যান। মোহনবাগান খেলছে, ইস্টবেঙ্গল খেলুক, আমি চাই মহামেডানও আইএসএল খেলুক।'

এদিন তিনি ১০০ বছরের পুরনো এই ক্লাবের পরিকাঠামো উন্নয়নের আরও ৫০ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন। শুধু ইস্টবেঙ্গল, মোহনবাগান নয়, পরিকাঠামো উন্নয়নে এই টাকা পাবে মহামেডানও। ইস্টবেঙ্গল ক্লাবের অনুষ্ঠানে জানান মুখ্যমন্ত্রী।


তিনি জানান, স্পোর্টস ইউনিভার্সিটি তৈরি হবে। বাংলার দুর্গাপুজো বিশ্বসেরা। সেই স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। খেলা হবে স্লোগান মনে রাখতে আমি বাড়িতে প্রতিদিন ১০০ বার বল নাচাই। মুখ্যমন্ত্রীর দাবি, 'ছোটবেলায় ব্যাডমিন্টন খেলেছি, পিটটু, গাদি খেলেছি। আদি গঙ্গায় সাঁতার কেটেছি। লড়ব, খেলব, জিতব রে জয় বাংলা।' এদিন ইস্টবেঙ্গলে লাইব্রেরি তৈরির জন্য ৫৭ লক্ষ টাকা ক্রীড়া দপ্তরের তরফ থেকে দেওয়া হয়েছে লাল-হলুদ ক্লাবকে।

2 years ago