Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Bangladesh

Pakistan: পাকিস্তানের কাছে হার, এবারের বিশ্বকাপ থেকে বাংলাদেশ বিদায় নিশ্চিত

ইডেনে শাপমুক্তি। টানা চার ম্যাচ হারের পর অবশেষে কলকাতায় বিশ্বকাপের ম্যাচে জয়ে ফিরল পাকিস্তান। মঙ্গলবার বাংলাদেশকে তারা হারাল সাত উইকেটে প্রথম ব্যাট করে ২০৪ রান করে বাংলাদেশ। জবাবে ৩২.৩ ওভারে ইডেনে খেলা শেষ করল পাকিস্তান। ৭৪ বলে ৮১ রান ফখর জামানের। ৬৯ বলে ৬৮ রান আবদুল্লা শাফিকের। এই হারের ফলে বিশ্বকাপ থেকে এবারের মতো বিদায় নিল বাংলাদেশ।

এর আগে কলকাতায় তিন উইকেট নিয়ে বাংলাদেশ ব্যাটিংকে একাই ধসিয়ে দেন পাক পেসার শাহিন শাহ আফ্রিদি। ম্যাচের শুরুতে বাংলাদেশকে ঝটকা দেন তিনি। এদিন ইডেনের পিচে পেসের সঙ্গে স্পিন আক্রমণ শুরু করেছিলেন বাবর। আফ্রিদি ছাড়াও ম্যাচে তিন উইকেট মহম্মদ ওয়াসিমের।

তবে প্রথমবার ইডেনে খেলতে নেমে ব্যাটে রান পেলেন না পাক অধিনায়ক। মাত্র ৯ রান করেই আউট হলেন তিনি। সাত ম্যাচে পাকিস্তানের ছয় পয়েন্ট। আফগানিস্তানকে সরিয়ে আবার তারা পাঁচ নম্বরে উঠে এল। ক্ষীণ হলেও নকআউটে ওঠার স্বপ্ন রয়েছে মিকি আর্থারের দলের কাছে। 

6 months ago
Pakistan: ইডেনে নামার আগে বড় দুঃসংবাদ পাক দলের, ইস্তফা দিলেন বড় তারকা

মঙ্গলবার বিশ্বকাপের মাঠে জানকবুল লড়াইয়ে নামবে বাংলাদেশ-পাকিস্তান। তার আগেই পাক দলের বড় ধাক্কা। পাকিস্তান সংবাদ মাধ্যম সূত্রে খবর, তার মাত্র কয়েক ঘণ্টা আগেই পদ থেকে ইস্তফা দিয়েছেন মুখ্য নির্বাচক ইনজামাম উল হক।

সূত্রের খবর, ‘ইয়াজো ইন্টারন্যাশনাল লিমিটেড’নামের এক কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন ইনজামাম। সেই কোম্পানির মালিক পাক ক্রিকেট বোর্ডের এজেন্ট। তালহা রেহমানির হাত ধরেই পাক বোর্ডের হয়ে খেলছেন বাবর আজম,  শাহিন আফ্রিদিরা। প্রশ্ন উঠছিল,  ইনজামামের সূত্রে পাকিস্তানের দল নির্বাচনে হাত থাকতে পারে রেহমানির। এই বিতর্কের মাঝেই ইস্তফা দিলেন ইনজামাম উল হক।

6 months ago
Delhi: বাংলাদেশের মনিরামপুরে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে দিল্লিতে মানববন্ধন

বাংলাদেশের যশোর জেলার মনিরামপুর উপজেলায় হিন্দুদের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদে দিল্লিতে মানববন্ধন হয়েছে। আজ অর্থাৎ সোমবার দুপুরে দিল্লি শহরের সম্রাট মাহীর ভোজ গুজার চক পোটলায় এই মানববন্ধন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। হিন্দু ইউনিটি অফ সাউফ এশিয়ার ব্যানারে ঘণ্টা ব্যাপী এই মানববন্ধনে বক্তারা বাংলাদেশের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার ছেলের বিরুদ্ধে হিন্দুদের হত্যা করে দেশ ছাড়া করার অভিযোগ তোলেন। এ বিষয়ে ভারতের রাজধানী দিল্লিতেই তাঁরা আওয়াজ তোলেন। পাশাপাশি ওই মন্ত্রীর বিরুদ্ধে টাকা ভাগাভাগি নিয়ে হিন্দু যুব নেতা হত্যা সহ সরকারি জমি নিজের নামে লিখে নেওয়ার মত গুরুতর অভিযোগও করেন। এছাড়া ওই মন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন তাঁরা। এছাড়া ওই সংগঠন সূত্রেই খবর, তারা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির নিকট স্বপন ভট্টাচার্য্যকে মনোনয়ন না দেওয়ারও অনুরোধ জানান।

6 months ago


Eden: ইডেনে বাঘদের শিকার ডাচদের, লজ্জার হারে কার্যত বিশ্বকাপ যাত্রা শেষ বাংলাদেশের

কলকাতায় কমলা ঝড়। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে এসে বিশ্ব রেকর্ড গড়লেন ডাচরা। এই প্রথম কোনও বিশ্বকাপে দুটি টেস্ট খেলিয়ে দেশকে তাঁরা হারিয়ে দিলেন। প্রথমে দক্ষিণ আফ্রিকা, আর শনিবার বাংলাদেশকে হারিয়ে চমক দিল নেদারল্যান্ডস। এদিন ২৩০ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৪২ রানে শেষ বাংলাদেশের ইনিংস। ৮৭ রানে হার শাকিবদের। চার উইকেট নিয়ে ম্যাচের সেরা পল ম্যাকরিন।

এবার শুরু থেকেই ডামাডোল বাংলাদেশ দলে। এরমধ্যে কলকাতা ম্যাচের আগে মামুদউল্লার অবসরের সিদ্ধান্ত হঠাৎ করে চাপে ফেলে দিয়েছে বাংলাদেশকে। যে চাপ তারা কলকাতায় ধরে রাখতে পারল না। ডাচদের ২২৯ রানে আটকে দিয়েও নিজেরা বিশ্বকাপে বেকায়দায় শাকিবরা। ৭০ রানের মধ্যে ৬ উইকেট হারানোর পরেই ইডেনে ম্যাচ বেরিয়ে যায় টাইগারদের হাত থেকে। 

এরআগে প্রথম ব্যাট করে অধিনায়ক স্কট এডওয়ার্ডের ৬৮ রানের সৌজন্য ইডেনে ২২৯ রান তোলে নেদারল্যান্ডস। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট পান চার বোলার। তাতেও অবশ্য শেষ রক্ষা হল না বাংলাদেশের। 

6 months ago
Eden: ইডেনে বাংলাদেশ

প্রসুন গুপ্ত: ওপার বাংলার উপর এপার বাংলার একটা দুর্বলতা আছেই। দুটোই বাঙালিদের বাসস্থান কাজেই দুর্বলতা স্বাভাবিক। আজকের দিনে ওপার বাংলার উদ্বাস্তুদের অধিকাংশই প্রয়াত। সুতরাং দেশ ভাগের যন্ত্রনা আজকে আর দুই বাংলার কাউকে ভাবায় না। এছাড়া ঢাকায় ক্রিকেট হলে ভারতীয় দল একটা সমর্থন পেয়ে থাকে এবং এ দেশে ভারতের সঙ্গে খেলা না থাকলে অন্তত ইডেনে বাংলাদেশকে সমর্থন করে এ পারের বাঙালিরা। সব থেকে বড় কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যথেষ্ট দুর্বলতা আছে, তেমনই মমতাও ভালোবাসেন হাসিনাকে বা বাংলাদেশকে। 

খেলায় যাই হোক না কেন, এ বছর বাংলাদেশে দুর্গাপূজা বেড়েছে প্রায় দেড় গুন্। হাসিনা নিজে বহু দুর্গাপূজোর উদ্বোধন করেছেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে তিনি উপস্থিত থেকে পূজো কমিটির কাজের খোঁজখবর নেন এবং চা পান করেন। বাংলাদেশে ফের সাধারণ নির্বাচন আসছে। ও দেশের ১১ শতাংশ হিন্দু ভোটের সিংহভাগ পেয়ে থাকেন হাসিনা বা তাঁর দল আওয়ামী লীগ।

শনিবার কোজাগরী লক্ষীপূজোর দিনেই ইডেনে খেলা বিশ্বকাপের। নেদারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের। যদিও দুটি দলই বিদায়ের পথে কিন্তু তবুও বিশ্বকাপ বলে কথা। প্রশ্ন উঠেছে, কলকাতাবাসী কোন দেশকে সমর্থন করবে ? বিগত দিনে দেখা গিয়েছে ফুটবল বা ক্রিকেটে ভারত না খেললে বাঙালিরা দুর্বল দলকে সমর্থন করে থাকে। ১৯৮৭ র বিশ্বকাপে লীগের ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে জিম্বাবুয়ের খেলায় কলকাতাবাসী সমর্থন করেছিল জিম্বাবুয়েকে যদিও জয় পেয়েছিলো জেফ ক্রয়ের নিউজিল্যান্ড। কিন্তু এবারে তো নেদারল্যান্ড অপেক্ষাকৃত দুর্বল দল কাজেই যুক্তিতে বঙ্গবাসী হয়তো তাদেরই সমর্থন করতে পারতো কিন্তু করবে না। মাঠে শনিবার অসংখ্য দর্শক হয়তো হবে না কিন্তু কয়েক হাজার তো যাবেই। তারা নিশ্চিত সমর্থন করবে মাঠে বাংলা কথা বলা বাংলাদেশকে। শত হলেও বাঙ্গালী বলে কথা। 

6 months ago


WC2023: শাকিবের অনুপস্থিতিতেও ভারতের বিরুদ্ধে ভালো শুরু বাংলাদেশের

ভারতের বিরুদ্ধে শাকিব না থাকলেও ভালো শুরু বাংলাদেশের। টসে জিতে ব্যাট করতে নেমে দুজন ওপেনারই হাফ সেঞ্চুরি করেন। এরপরে হাসান কুলদীপের বলে লেগ বিফোর হয়ে সাজঘরে ফিরে যায়, ওদিকে শান্ত অর্থাৎ অধিনায়ককে লীগ বিফোর করে ঘরে পাঠায় জাদেজা। মিরাজকে ঘরে ফেরায় সিরাজ। ওদিকে লিটন ৬৩ রানে ব্যাট করছে। ২৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১২৯ রানে ৩ উইকেট। ভারতের বিরুদ্ধে খেলছেন না শাকিব-আল-হাসান। ভারতের বিরুদ্ধে পুণের ম্যাচে বাংলাদেশের অধিনায়ক শান্ত। টস জিতে এদিন ভারতের বিরুদ্ধে ব্যাট করছে বাংলাদেশ। নিউ জিল্যান্ড ম্যাচে ঊরুতে চোট পেয়েছিলেন শাকিব। তখন থেকেই চলছিল টানাপোড়েন। তার ইতি পড়ল পুণেতে। এদিনের দলে বেশ কয়েকটি পরিবর্তন করেছেন বাংলাদেশ।

পুণে রোহিতও জানালেন টস জিতলে, তিনি আগে বলই করতেন। এই ম্যাচে অপরিবর্তিত ভারতীয় দল। কারণ, অহেতুক দল পরিবর্তন করতে নারাজ ভারত অধিনায়ক। এদিনও রোহিতের গলায়, দীর্ঘ টুর্নামেন্টের কথা। একইসঙ্গে ফের জানালেন ভারতকে ঘুরে ঘুরে খেলতে হচ্ছে। তাই এত তাড়াহুড়ো করতে নারাজ তিনি।

প্রাক্তনদের মতে, এই মাঠে রান তাড়া করা একটু কঠিন। তবে অসম্ভব নয়। সুনীল গাভাসকর এবং নাসের হুসেনের মতে, বাংলাদেশকে ২৫০ রানের মধ্যে আটকে জিতে পারলে এই ম্যাচেও এগিয়ে থাকবে ভারত।

6 months ago
NewTown: নাবালিকাকে যৌন নির্যাতন, নিউটাউনে গ্রেফতার অভিযুক্ত বাংলাদেশি নাগরিক

গণধর্ষণের পর এবার যৌন নির্যাতনের অভিযোগ টেকনো সিটি থানায়। ১৪ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ এক বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে। সোমবার রাতে অভিযুক্ত সোহেল রানাকে গ্রেফতার করে টেকনো সিটি থানার পুলিস। ঘটনাটি ঘটেছে নিউটাউন (New Town) বালিগড়ি এলাকায়। মঙ্গলবার ধৃতকে বারাসাত আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।

পুলিস সূত্রে খবর, গত দু'মাস ধরে নিউ টাউন বালিগুড়ি এলাকায় ভাড়া থাকছিল বাংলাদেশের কুমিল্লা জেলার গাজীপুর এলাকার বাসিন্দা সোহেল রানা নামে এক যুবক। বিশেষ কাজে বাংলাদেশ থেকে কলকাতা আসে ওই যুবক। অভিযোগ, নিউটাউন বালিগুড়ি এলাকার যে বাড়িতে সোহেল রানা ভাড়া থাকছিল সেই বাড়ির মালিকের ১৪ বছরের নাবালিকা মেয়েকে বেশ কয়েকদিন ধরে একাধিকবার যৌন নির্যাতন করে বলে অভিযোগ পরিবারের। নির্যাতনের পর অভিযুক্ত সোহেল রানা ব্ল্যাকমেল করছিল ও ভয় দেখাচ্ছিল ওই নাবালিকাকে বলেও অভিযোগ। ভয়ে পরিবারের কাউকে কিছু বলতে পারিনি নাবালিকা।

অবশেষে নাবালিকা রবিবার অসুস্থ হয়ে পড়লে গোটা ঘটনা জানাজানি হয়। এরপরই পরিবারের পক্ষ থেকে সোমবার সকালে টেকনো সিটি থানায় লিখিত অভিযোগ জানানো হয়। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে নিউটাউন এলাকা থেকে অভিযুক্ত বাংলাদেশি নাগরিক সোহেল রানাকে সোমবার রাতে গ্রেফতার করে টেকনো সিটি থানার পুলিস।

7 months ago
Bangladesh: আফগানদের হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু টাইগারদের

আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল বাংলাদেশ। শনিবার ধর্মশালায় ব্যাটে বলে সফল বাংলাদেশের মেহেদি হাসান। বল হাতে তিন উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও হাফ সেঞ্চুরি করেন তিনি। আফগানদের ১৫৭ টার্গেট তাড়া করতে নেমে ৩৪.৪ ওভারে ম্যাচ বার করলেন শাকিব-আল-হাসানরা। ৭৩ বলে ৫৭ রান মেহেদির। ৫৯ রান করে অপরাজিত থাকেন শান্ত।

শনিবার ধর্মশালায় শাকিব এবং মেহেদি হাসানের দাপটে ১৫৬ রানে শেষ হয়ে গেল আফগানদের ইনিংস। দু জনেই তিনটি করে উইকেট নিয়েছেন। টস জিতে এদিন আফগানিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক।

শুরুটা ভাল করেছিলেন নাইটদের ক্রিকেটার গুরবাজ। কিন্তু তিনি ৪৭ রানে আউট হতেই ভেঙে পড়ল আফগানদের ব্যাটিং দূর্গ। মাত্র ৩৭.২ ওভার ব্যাট করার সুযোগ পেলেন আফগান ব্যাটাররা। ৩০ রান দিয়ে তিন উইকেট শাকিবের। ২৫ রানে তিন উইকেট মেহেদির।

7 months ago


Bangladesh: ধর্মশালায় বাঘেদের বোলিং দাপটে কুপোকাত আফগানরা

পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ব্রোঞ্জ জয়ের দিনেই, ভারতের মাটিতে বিশ্বকাপে অভিযান শুরু করল বাংলাদেশ। বাংলাদেশি ফ্যানদের কাছে খুশির খবর এবার শুরু থেকেই শাকিব। ধর্মশালায় নিজেদের প্রথম ম্যাচে বাঘেদের প্রতিপক্ষ আফগানিস্তান। খেলা শুরুর পর এখনও চালকের আসনে বাংলাদেশ, বাংলাদেশ টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশের দুর্দান্ত বোলিং আটকের সামনে কার্যত গুটিয়ে যায় আফগান ব্যাটাররা। প্রথম বল করার সিদ্ধান্ত নিয়ে ৩ টি করে উইকেট পায় মিরাজ ও শাকিব। একটি করে উইকেট পে তাসকিন ও মুস্তাফিজুর। ২ টি উইকেট পায় শরিফুল। ৩৭ ওভারেই ১৫৬ রানে গুটিয়ে যায় আফগানদের ইনিংস।

ওদিকে ১৫৬ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে বাংলাদেশ ইতিমধ্যেই ২ উইকেট হারিয়ে 9 ওভারে 39 রান তুলেছে। হাসান রান আউট হয়ে তাড়াতাড়ি সাঝঘরে ফেরেন।এছাড়া লিটন দাস ও তাড়াতাড়ি ফেরেন ফারুকীর বলে।

সবচেয়ে বেশি ডামাডোল নিয়ে এবার বিশ্বকাপ খেলতে এসেছে বাংলাদেশ। বিশেষ করে তামিমকে দল থেকে বাদ দেওয়া ঘিরে ব্যাপক বিতর্কের মধ্যেই একদিনের ক্রিকেটে নেতৃত্ব ছাড়ার কথা ঘোষণা করেছেন শাকিব। এর মধ্যে ভারতে এসে অনুশীলনে চোটও পেয়েছিলেন। ম্যাচ হিমাচলে হলেও কলকাতা কিন্তু তাকিয়ে রয়েছে এই ম্যাচের দিকে। কারণ, এই প্রথম বিশ্বকাপ খেলছেন নাইটদের ক্রিকেটর গুরবাজ। আর রয়েছেন রশিদ খান।

7 months ago
WC23: বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হার পাকিস্তানের, বড় জয় বাংলাদেশের

রাজীব গান্ধী স্টেডিয়ামে ওয়ার্ম আপ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমেই আটকে গেল পাকিস্তান। এদিকে বড় জয় বাংলাদেশের।

এদিন প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ৩৪৫ রান তোলে পাকিস্তান। দুই ওপেনার ব্যর্থ হলেও ৮০ রান করেন বাবর আজম। সেঞ্চুরি করেন মহম্মদ রিজওয়ান। সাউদ শাকিলের ব্যাটে আসে ৭৫ রানের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে কিউয়ি ওপেনার রচিন রবীন্দ্র করেন ৯৭ রান। উইলিয়ামসন, ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যানরা সহজেই ওই রান তাড়া করে ফেলেন। ৩৮ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। 

এই দিন বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারাল বাংলাদেশও। প্রথমে ব্যাট করে ২৬৩ রান তোলে শ্রীলঙ্কা। বাংলাদেশের তানজিদ হাসান ৮৪ রান করেন। লিটন দাস ও অধিনায়ক মেহদি হাসান মিরাজ ৬১ ও ৬৭ রান করেন। ৩৫ রান করেন মুসফিকার রহিম। ৪২ ওভারে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।

7 months ago


Nadia: নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের সময় বিএসএফের গুলিতে মৃত্য়ু এক পাচারকারীর

বিএসএফ এর গুলিতে মৃত্যু হল এক বাংলাদেশি পাচারকারীর। বুধবার নদিয়ার ভীমপুর থানার অন্তর্গত রাঙিয়া পোতা ভারত-বাংলাদেশ সীমান্তে ঘটনাটি ঘটেছে। এখনও মৃতের পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৪০ বছর। বিএসএফ মৃতদেহটি কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

সূত্রের খবর, বুধবার মাঝরাতে একদল বাংলাদেশি ভারতের ভীমপুর থানার রানিয়াপোতা বি ও পি অধীনস্থ এলাকা দিয়ে প্রবেশ করতে যাচ্ছিল। তখন ওই এলাকায় কর্মরত এক বিএসএফ কর্মী বাধা দিতে গেলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালাতে যায়। এরপর ওই বিএসএফ কর্মী গুলি চালাতে শুরু করে। সেই সময় পালাতে গিয়ে বিএসএফের গুলিতে জখম হয় একজন। 

এরপর আরও বিএসএফ কর্মীরা ঘটনাস্থলে এসে ওই এলাকার তল্লাশি চালায়। তখন সেই সময় একটি ঝোপের মধ্যে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। সেখান থেকে তাঁকে উদ্ধার করে বিএসএফ কর্মীরা এবং তল্লাশি চালাতের উদ্ধার হয় এক বস্তা নিষিদ্ধ কাশির সিরাপ। তারপর মৃতদেহ পুলিসমর্গে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য। বিএসএফের পক্ষ থেকে ভীমপুর থানায় সীমান্ত দিয়ে নিষিদ্ধ মাদক পাচারকারী হিসেবে একটি মামলা রজু করা হয়। ওই ব্যক্তির পরিচয় কী এবং নিষিদ্ধ সিরাপ পাচারচক্রে আর কারা কারা ছিল সমস্তটা জানার চেষ্টা করছে ভীমপুর থানা পুলিস।

7 months ago
Hilsha: ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি, সমস্যায় ভারতের মৎস্য ব্যবসায়ীরা

পুজোর উপহার হিসেবে বাংলাদেশ থেকে ভারতে প্রায় চার হাজার মেট্রিক টন ইলিশ পাঠানোর কথা জানানো হয়েছিল। অক্টোবরের ৩০ তারিখ পর্যন্ত ধাপে ধাপে ইলিশ ভারতে পাঠানোর প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ। কিন্তু হঠাৎ করেই ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করায় সমস্যায় পড়েছেন ভারতের মৎস্য ব্যবসায়ীরা। তাঁদের দাবি অবিলম্বে ইলিশ আমদানির ক্ষেত্রে সময়সীমা বৃদ্ধি করা হোক।

২১ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ থেকে ইলিশ আসতে শুরু করেছে। কিন্তু ১২ অক্টোবর থেকে বাংলাদেশে ইলিশ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ব্য়বসায়ীদের বক্তব্য, এই কয়েকদিনে সর্বোচ্চ ১০০০ মেট্রিক টন ইলিশ ভারতে আনা সম্ভব হবে। এবং ৩০ অক্টোবর পর্যন্ত ওই নিষেধাজ্ঞা জারি থাকায় আর কোনওভাবেই মাছ আনতে পারবে না তারা। সেকারণে ইলিশ আমদানির সময়সীমা বৃদ্ধির দাবি করা হয়েছে।

এবিষয়ে কলকাতার ফিস ইম্পোটার্স অ্য়াসোসিয়েশন জানিয়েছে, এমনিতেই ৩০ অক্টোবরের মধ্যে চার হাজার মেট্রিকটন ইলিশ আমদানি করা বেশ কঠিন। তারমধ্যে সময়সীমা আরও কমিয়ে দেওয়ার ফলে কোনও ভাবেই পুজোর সময় কম দামে ইলিশ বাঙালির পাতে দেওয়া সম্ভব নয়। এবিষয়ে প্রশ্ন তুলেছেন, অ্য়াসোসিয়েশনের সচিব সৈয়দ আনোয়ার মকসুজদে। তিনি জানিয়েছেন, ১২ তারিখ থেকে ইলিশ ধরায় নিষেধাজ্ঞার অর্থ ১১ তারিখ শেষ ইলিশ আনা সম্ভব হবে। মাত্র এই কদিনে ওই বিপুল পরিমাণ ইলিশ কীভাবে আনা সম্ভব?

7 months ago
Sayantika Banerjee: মাঝপথে বাংলাদেশী সিনেমার শ্যুটিং ছেড়ে এলেন সায়ন্তিকা, কী ঘটেছিল সেখানে?

কিছুদিন আগেই সংবাদমাধ্যমের হেডলাইন হয়েছিলেন সায়ন্তিকা (Sayantika Banerjee)। বাংলাদেশে (Bangladesh) 'ছায়াবাজ' সিনেমার শ্যুটিং শুরু করেছিলেন, অভিনেতা জায়েদ খানের বিপরীতে। সব ভালোই চলছিল। সামাজিক মাধ্যমে সায়ন্তিকার শ্যুটিং যাপনের টুকরো টুকরো ছবি ধরা পড়ছিল। তবে শোনা যাচ্ছে, সিনেমা শ্যুটিং মাঝপথে ফেলেই ফিরে এসেছেন সায়ন্তিকা। কী ঘটেছে সেখানে? এই উত্তর মিলেছে দুই পক্ষ থেকেই। অভিনেত্রী তোপ দেগেছেন প্রযোজকের দিকে, অন্যদিকে প্রযোজকের নিশানায় সায়ন্তিকা।

অভিনেত্রীর অভিযোগ, সিনেমার কোরিওগ্রাফারের দিকে। সায়ন্তিকার দাবি সিনেমার কোরিওগ্রাফার মাইকেল, অনুমতি না নিয়েই তাঁকে ছোঁয়ার চেষ্টা করেন। এছাড়াও সিনেমার শ্যুটিংয়ের ব্যবস্থাপনা নিয়ে আরও অনেক অভিযোগ ছিল সায়ন্তিকার। সবটা যখন সায়ন্তিকা প্রযোজককে জানাতে ফোন করেন, কোনও উত্তর মেলেনি।  তিনি প্রফেশনাল। সহ্যের বাঁধ ভেঙে যাওয়ার পরেই নাকি কলকাতায় ফিরে আসতে বাধ্য হয়েছিলেন।

তিনি কলকাতায় ফিরে আসতেই এই প্রসঙ্গে মুখ খুলেছেন, সিনেমার প্রযোজক মণিরুল ইসলাম। তাঁর দাবি, সায়ন্তিকা শটের মাঝেই সিনেমার নায়ক জায়েদ খানকে নিয়ে ৪ ঘন্টা সময় কাটিয়ে আসেন। এমন কুরুচিকর মন্তব্যে প্রতিক্রিয়া দিয়েছেন সিনেমার নায়ক জায়েদ। তিনি বলেছেন, প্রযোজনা সংস্থার তরফে শ্যুটিংয়ে একাধিক খামতি ছিল। প্রযোজক ইচ্ছেকৃত সায়ন্তিকা ও তাঁর গায়ে কাদা ছেটানোর চেষ্টা করছেন।

8 months ago


Sayantika: শুটিং ছেড়ে মাঝপথে বাংলাদেশ থেকে কলকাতায় অভিনেত্রী সায়ন্তিকা, কিন্তু কেন!

সম্প্রতি বাংলাদেশের একটি ছবিতে অভিনয় করার কথা ঘোষণা করেছিলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শুটিংয়ের মাঝপথে কলকাতা ফিরলেন তিনি। অভিযোগ, শুটিংয়ের মধ্যে তাঁকে হেনস্থা করার। সায়ন্তিকার অভিযোগ, প্রযোজকের অব্যবস্থার জন্য শুরু থেকেই তাঁকে হয়রান হতে হয়েছে।

সায়ন্তিকার শুটিং ছেড়ে কলকাতায় ফেরার কথা প্রথম প্রকাশ করে বাংলাদেশের একটি সংবাদমাধ্যম। তবে শুটিংয়ের মাঝপথে তিনি ফিরে এসেছেন এই খবর উড়িয়ে দিয়েছেন টলিউডের এই অভিনেত্রী। সায়ন্তিকার জানান, মূল সমস্যার পিছনে রয়েছেন প্রয়োজক মণিরুল। কারণ, তাঁর কোনও ব্যবস্থা নেই। এমনকী পরিকল্পনার অভাব রয়েছে বলেও অভিযোগ সায়ন্তিকার।

বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর, এই সিনেমার কোরিওগ্রাফার মাইকেলের আচরণ ঠিক লাগেনি সায়ন্তিকার। তার জেরেই কলকাতা ফিরে গিয়েছেন তিনি। এই খবর ঠিক বলেই জানিয়েছেন অভিনেত্রী। তবে, পুরো অব্যবস্থার দায় তিনি ঠেলেছেন প্রয়োজকের দিকে।

8 months ago
Bangladesh: ব্যর্থ শুভমন-অক্ষরের যুদ্ধ, ১১ বছর পর এশিয়া কাপে বাংলাদেশের কাছে হার ভারতের

কলম্বোয় ব্যর্থ শুভমন-অক্ষরের জোড়া যুদ্ধ। গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে ৬ রানে হেরে গেল ভারত। বাংলাদেশের ২৬৬ রান তাড়া করতে নেমে ভারত অলআউট ২৫৯ রানে। এর ফলে ১১ বছর পর এশিয়া কাপে ভারতকে হারাল বাংলাদেশ।

১৩৩ বলে ১২১ রান করেন শুভমন। এটা ছিল তাঁর পঞ্চম শতরান। ৩৪ বলে ৪২ রান অক্ষর প্যাটেলের। তাতেও ম্যাচ বের করতে পারল না ভারত। বাংলাদেশের হয়ে তিন উইকেট। একদিনের ক্রিকেটে এই ম্যাচেও রান পেলেন না সূর্য যাদব। ২৬ রানে আউট হয়ে যান তিনি।

শুক্রবার টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি জানিয়েছেন গত দুটি ম্যাচে তাঁরা টস জিতে ব্যাট করেছেন। এই ম্যাচে তাঁরা রান তাড়া করতে চান। কিন্তু, ২৬৬ রান তাড়া করতে নেমেও শেষপর্যন্ত কোনও লাভ হল না।

অন্যদিকে, শাকিব আল হাসানের ৮০ রান ও হৃদয়ের হাফ সেঞ্চুরির সৌজন্যে এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে ৮ উইকেটে ২৬৫ রান করে বাংলাদেশ। এদিন প্রথমে ব্যাট করে একসময় অনেকটাই বেকায়দায় ছিল বাংলাদেশ। খুব দ্রুত তাদের চার উইকেট পড়ে যায়। এখান থেকেই শাকিব ও হৃদয় ১০১ রানের পার্টনারশিপ গড়েন। শেষবেলায় নাসুমের দ্রুত ৪৫, বাংলাদেশকে ২৫০ রানের গন্ডি পার করে দেয়। ভারতের হয়ে শার্দূল ঠাকুর নেন তিন উইকেট।

আলোর নিচে রান তাড়া করতে কেমন লাগে? সেই পরীক্ষা করতেই শুক্রবার টস জিতেও বাংলাদেশকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এশিয়া কাপে বাংলাদেশের কাছে ১১ বছর পর হারের পরেও, নিজের অবস্থানেই অনড় রোহিত। ম্যাচ শেষে জানালেন, সিদ্ধান্তে ভুল ছিল না। কিন্তু মাঝের সময় কিছু উইকেট দ্রুত চলে যাওয়ায় ম্যাচটা বেরিয়ে গেল।

8 months ago