
২০২০ সালে ভক্তদের কাঁদিয়ে পরলোক গমন করেছিলেন অভিনেতা ইরফান খান (Irrfan Khan)। বলিউডের জনপ্রিয় অভিনেতার শূন্যস্থান আজও পূরণ হয়নি। ২০২২ সালে বলিউডে ডেবিউ করেন ইরফান পুত্র বাবিল খান (Babil Khan)। চরিত্রটি ছোট হলেও প্রথম কাজেই সকলের নজর কেড়েছেন বাবিল। বিরাট মাপের অভিনেতা বাবা তাঁর প্রথম কাজ দেখে যেতে পারলেন না, এই দুঃখ চাপা রয়েছে বাবিলের মনে। তাই মাঝেমধ্যেই সামাজিক মাধ্যমে বাবা ইরফান খানকে নিয়ে নানা পোস্ট করে থাকেন বাবিল।
সম্প্রতি বাবিল আবারও বাবার স্মৃতিতে কলম ধরেছেন সামাজিক মাধ্যমে।ইরফান যে অভিনেতা হওয়ার থেকেও বেশি বাবা হওয়ার গৌরব উপভোগ করতেন, সেকথা বাবিল লিখেছেন সামাজিক মাধ্যমে। বাবার একটি ছবিও দিয়েছেন সেই পোস্টে। অভিনেতা পুত্র লিখছেন, 'তুমি যখন আয়ানের চোখের দিকে তাকাতে সেই সময়গুলো খুব মনে পড়ে। সেই চোখে যেন আর কিছুই দেখা যেত না। একজন মানুষ হিসেবে যা কিছু অর্জন করা যায়, তার থেকে বেশি অর্জন করেছিলে তুমি। তারপরও আমার মনে হত অভিনেতা হওয়ার থেকেও বেশি যেন তুমি বাবা হতে ভালোবাসতে।'
বাবিলের লেখা এই পোস্ট পড়ে আবারও চোখে জল এসেছে ইরফান-অনুরাগীদের। এক নেটিজেন কমেন্ট করেছেন, 'তোমার দুঃখ আমাকেও ছুঁয়ে যাচ্ছে। আমিও ওঁকে খুব মিস করি।' আরেক নেটিজেন লিখেছেন, 'এই পৃথিবীতে তুমিই ইরফানের প্রতিচ্ছবি। তোমার মধ্যেই তোমার বাবা বেঁচে থাকবেন।'
প্রয়াত অভিনেতা ইরফান খান (Irrfan Khan) এবং সুতপা শিকদারের (Sutapa Sikdar) পুত্র বাবিল খান (Babil Khan)। বাবার দেখানো পথেই অভিনয় জগতে পা রেখেছেন বাবিল। ডেবিউ করেছেন 'কালা' ওয়েব সিরিজে। প্রথম ডেবিউ নিয়ে বাবিল খানিক ভীত ছিলেন। মা তাঁর অভিনয় দেখে কী প্রতিক্রিয়া দেবেন, তা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল নবাগত অভিনেতার। সম্প্রতি বাবিল তাঁর অভিনয় ডেবিউ নিয়ে কথা বলেছেন।
বাবিল বলেন, 'আমার মা রীতিমতো বাবার অভিনয়ের তীব্র সমালোচক ছিলেন। আমার বাবা যখনই নিজের অভিনয়ের প্রশংসা করতেন, মা তখনই বাবাকে বেশ কিছু ভুল ধরিয়ে দিতেন। বাবা কীভাবে অভিনয় করলে দৃশ্যগুলি আরও ভালো হতে পারত, মা তা দেখিয়ে দিতেন। ফলে স্বাভাবিকভাবেই আমি খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম নিজের ডেবিউ নিয়ে।'
তবে ডেবিউ অভিনয় দেখার পর সুতপা শিকদার কী প্রতিক্রিয়া দিয়েছিলেন? বাবিল বলেন, 'মা বলেছিলেন, তুমি কোনও প্রশিক্ষণ ছাড়াই প্রথম সিরিজে যা অভিনয় করেছি তা প্রশংসনীয়।' মায়ের এই কথা নাকি বাবিলের কাছে অবিশ্বাস্য প্রাপ্তি ছিল।
সুতপা শিকদার ইরফানের জীবনে নিয়ে 'ইরফান আ লাইফ ইন এ মুভিস' শীর্ষক একটি বই লিখেছেন। সেই বইটিতে তিনি উল্লেখ করেছিলেন, ইরফান অভিনীত 'পান সিং তোমার' সিনেমাটির খুব প্রশংসা করেছিলেন সুতপা। অভিনেতা নাকি সেই প্রশংসা শুনে কেঁদে ফেলেছিলেন। কারণ সুতপা নাকি সহজে তাঁর প্রশংসা করেন না।
অভিনেতা ইরফান খান (Irrfan Khan) প্রয়াত হয়েছেন। তবে রেখে গিয়েছেন তাঁর সন্ততিকে। বাবিল খান (Babil Khan) ইরফানের উত্তরাধিকারী। বাবার মতোই অভিনয় জগতেই প্রতিষ্ঠিত করতে চান নিজেকে। তবে ইরফানের পরিচিত মহলের বক্তব্য। ইরফানের সঙ্গে বাবিলের বেশ কিছু মিল রয়েছে। চেহারায় যেমন মিল রয়েছে বাবা-ছেলের। স্বভাবেও মিল রয়েছে। অভিনেতা ইরফান খানের সঙ্গে যারা সাক্ষাৎ করেছেন তাঁরা জানেন, তিনি বেশ মজার লোক ছিলেন। মেজাজ ভালো থাকলে মন ভরে কথা বলতেন সকলের সঙ্গেও। বাবিলের মধ্যেও সেই স্বভাব বর্তমান।
ইরফান খানের পুত্র-পরিচয়ের পাশাপাশি বাবিল অভিনয় জগতেও ডেবিউ করেছেন। তাই তাঁকে নিয়ে নেটিজেনদের খুব আগ্রহ। সম্প্রতি তাঁকে এয়ারপোর্টে দেখা গিয়েছে। পাপারাৎজিদের সামনে তিনি মা সুতপা শিকদারের সঙ্গে পোজ দিয়ে ছবি তুলেছেন। সেই ভিডিওতে বাবিলকে বলতে শোনা গিয়েছে,'প্রাণ দিয়ে পরিশ্রম করব।' এমন সময় পাপারাৎজিরা তাঁকে বলেন, 'কিন্তু আমাদের ভুলে যেও না।' এর উত্তরে বাবিল যা বলেছেন, তা ভাইরাল নেট দুনিয়ায়।ভিডিও সৌজন্যে: ভাইরাল ভিয়ানি
বাবিল বলেন, 'আপনাদের ভুলে গেলে আমি সুপারস্টার হতে পারব না।' সামাজিক মাধ্যমে এই ভিডিও ভাইরাল হতেই বাবিলের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। তারা বলছেন, 'বাবিলের স্বভাবে স্পষ্ট বাবা ইরফানের ছাপ।'