
চলতি বছর এশিয়ান গেমসে (Asian Games 2023) আবারও ভারতের মুখ উজ্জ্বল হল। ভারতকে সোনা এনে দিল পারুল চৌধরী (Parul Chaudhary)। হাংঝৌ-তে মহিলাদের ৫০০০ মিটার দৌড়ে সোনা এনে দিলেন তিনি। এর আগে ৩০০০ মিটার স্টিপলচেজে ভারতকে রুপো এনে দিয়েছিলেন তিনি। এবার ছিনিয়ে নিলেন সোনা। শুধু তাই নয়, ভারতের জন্য নয়া রেকর্ডও গড়লেন। এর আগে ৫ হাজার মিটার দৌড়ে সোনা ছিল না ভারতের কাছে। এই জয় ঐতিহাসিক মাইলস্টোন তো বটেই।
১০টি ল্যাপের এই রেসে চতুর্থ স্থানে ছিলেন পারুল। রেসের প্রথম দিকে মনে হয়েছিল চলতি বছর এশিয়ান গেমসের দৌড়ে ভারতকে রুপোতেই খুশি থাকতে হবে। কিন্তু যত সময় এগোতে থাকে প্ৰতিদ্বন্দ্বিদের ফেলে ক্রমশ ব্যবধান কমতে থাকে। রুদ্ধশ্বাস কয়েক মিনিট পেরিয়ে জাপানের রিরিকা হিরোনাকাকে পিছনে ফেলে জয়ের হাসি হাসে ভারতের সোনার মেয়ে।
চলতি বছর এশিয়ান গেমসে ৩ অক্টোবর পর্যন্ত ৬৭টি মেডেল এসেছে ভারতের ঘরে। এর মধ্যে রয়েছে ১৫টি সোনা, ২৬টি রূপো এবং ২৮টি ব্রোঞ্জ। এই অর্জন নিঃসন্দেহে ভারতের মুখ উজ্জ্বল করছে।
সোমবার সকাল থেকেই আলোচনায় বাংলার মেয়ে স্বপ্না বর্মন (Swapna Barman)। চলতি বছরের এশিয়ান গেমসে অংশ নিয়েছিলেন তিনি। ৮০০ মিটার মহিলা হেপ্টাথলন এর প্রতিযোগী ছিলেন তিনি। জাকার্তা এশিয়ান গেমসে (Asian Games 2023) স্বর্ণ পদক এনে দিয়েছিলেন স্বপ্না। তাই তাঁকে নিয়ে আশা বেড়েছিল সকলের। যদিও হাংঝৌতে ভালো ফল করতে পারলেন না তিনি। হেপ্টাথলনে চতুর্থ হয়েই থেমেছে তাঁর দৌড়। সেই জায়গায় ভারতের হয়ে ব্রোঞ্জ ছিনিয়ে এনেছেন নন্দিনী আগাসারা (Nandini Agasara)। সতীর্থর বিরুদ্ধেই এবার নিজের ক্ষোভ উগরে দিলেন স্বপ্না।
এশিয়ান গেমসে নন্দিনীর বিপরীতে হার, মেনে নিতে পারছেন না স্বপ্না। তাই নাম না করেই সামাজিক মাধ্যমে নন্দিনীকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন তিনি। সামাজিক মাধ্যমের পোস্টে স্বপ্না লিখেছেন, 'হাংঝৌ, চিনে অনুষ্ঠিত হয়েছিল ১৯তম এশিয়ান গেমস। আমি আমার এশিয়ান গেমস ব্রোঞ্জ মেডেল একজন রূপান্তরিত মহিলার কাছে হারিয়েছি। যেহেতু এটি অ্যাথলেটিক্স-এর নিয়ম বিরুদ্ধ, তাই আমি আমার মেডেল ফেরত চাই।'
স্বপ্নার এই মন্তব্য থেকেই আলোচনার সূত্রপাত হয়েছে। প্রসঙ্গত এর আগে নন্দিনীর বিরুদ্ধে কেউ এমন অভিযোগ তোলেননি। ভারতীয় অ্যাথলেটিক্স সংস্থাও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। নন্দিনীর বিরুদ্ধে স্বপ্নার এমন মন্তব্যে সামাজিক মাধ্যমেও আলোড়ন সৃষ্টি হয়েছে। বহু নেটিজেন এমন অভিযোগের স্বপক্ষে প্রমাণ চাইছেন। আবার অনেকে স্বপ্নার পাশে দাঁড়িয়েছেন।
শুটিংয়ে ফের সোনা ভারতের। ৫০ মিটার ট্র্যাপে দলগত ইভেন্টে সোনা জিতলেন পৃথ্বীরাজ তোন্ডাইমান, কাইনান চেনাই ও জোরাভার সিং। তাঁদের স্কোর ছিল ৩৬১। ছেলেদের টিম সোনা জয়ের পাশাপাশি মেয়েদের টিমও ট্র্যাপ ইভেন্টে রুপো জিতেছে। রাজেশ্বরী কুমারী, মণীশা কির ও প্রীতি রাজকের স্কোর ছিল ৩৩৭। এই ম্যাচেও সোনার পদকের জন্য প্রত্যাশা করেছিল ভারত।
রবিবার সকালে অল্পের জন্য সোনার পদক মিস করেছেন গলফার অদিতি অশোক। এবার ৫০ মিটার ট্র্যাপে দলগত ইভেন্টে সোনা ও রুপো পুরুষ ও মহিলা টিমের। রবিবার ইতিমধ্যেই তিনটি পদক এল দেশে। দিনের শেষে কতগুলি পদক আসে, তার দিকে তাকিয়ে ক্রীড়াপ্রেমীরা।
দলগত ইভেন্ট ছাড়াও ব্যক্তিগত ইভেন্টেও শুটিংয়ে পদক। কাইনান দারিউস চেনাই ছেলেদের ৫০ মিটার ট্র্যাপ ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন।
এদিন ৫০ মিটার ট্র্যাপে ছেলেদের ফাইনালে প্রথম ৬ জনের মধ্যে ছিলেন দুই ভারতীয়। চেনাই ছাড়াও লড়াইয়ে ছিলেন জোরাভার সিং। প্রথম পাঁচ রাউন্ডের পরই তিনে উঠে আসেন চেনাই দারিউস। শীর্ষে ছিলেন কুয়েতের তালাই আল রশিদি। দুই নম্বরে ছিলেন চিনের কুই ইয়িং। এরপরই ব্রোঞ্জ জিতে নেন চেনাই।
এশিয়ান গেমস শুটিংয়ে ভারতের সোনার দৌড় অব্যাহত। শুক্রবার প্রথম সোনা এল ছেলেদের ৫০ মিটার রাইফেলের ট্রিপিল পজিশনের দলগত ইভেন্টে। এদিন দেশের হয়ে সোনা জিতলেন স্বপনীল খুসলে, ঐশ্বর্য প্রতাপ সিং তোমার এবং অখিল শেওরান। ১৭৬৯ পয়েন্ট পেয়ে সোনা জয় ভারতীয় দলের।
দিনের প্রথম মেডেল। আবারও শুটিংয়ে। এশিয়ান গেমসের মঞ্চে আবারও মেয়েদের জয়জয়কার। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের দলগত ইভেন্টে রুপো জিতলেন ভারতীয় মেয়েরা। ভারতকে গর্বিত করেছেন এষা সিং, পলক ও দিব্যা থাড়িগোল। এষা ও পলক দু'জনেই ব্যক্তিগত ইভেন্টের ফাইনালের জন্য খেলবেন।
এশিয়ান গেমসে সোনা জিতে বাড়ি ফিরলেন রিচা ঘোষ। শিলিগুড়ির মেয়ে রিচা। এদিন, বাগডোগরা বিমানবন্দরে নামেন। মেয়েকে নিতে সকাল সকাল এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিলেন বাবা মানবেন্দ্র ঘোষ । ঘরের মেয়েকে বরণ করে নিচে ভিড় করেছিলেন শিলিগুড়িবাসীও। এদিকে, বাড়িতেও হয়েছিল বিশেষ আয়োজন। ঢাক-ঢোল বাজিয়ে ঘরের মেয়েকে স্বাগত জানাল, পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন।
এদিন সকাল থেকেই সাজো সাজো রব শিলিগুড়ির সুভাষপল্লীর বাড়িতে। সোনা জিতে মেয়ে ফিরছে। বাড়ির সামনে দেখা গেল বিশাল পোস্টার। রিচার ছবি দেওয়া, লেখা ওয়েলকাম হোম। এদিন, বাড়িতে পৌঁছতেই ফুলের স্তবক দিয়ে তাঁকে স্বাগত জানান অনেকে । সেইসঙ্গে চলে পুষ্পবৃষ্টি, মিষ্টিমুখ। এরপর মেয়েকে বরণ করে নেন মা। নিজের হাতে খাওয়ালেন পায়েসও।
রিচা জানাচ্ছেন, বহুদিন পর বাড়ি ফিরেছেন। স্বাভাবিকভাবেই ভাল লাগা তো আছে। প্রথমবার এশিয়ান গেমসে সোনা জিতেছেন,তাই আরও ভাল লাগছে। যদিও, রিচার কথায়, সোনা তো স্পেশ্যাল বটেই, তবে যে কোনও পদকই তাঁদের জন্য স্পেশ্যাল। তবে, এটা সবে শুরু, বলছেন রিচা। আগামীদিনে এভাবেই এগিয়ে যেতে চান ও আরও সোনা জিততে চান বলে জানিয়েছেন তিনি। সব আগামীদিনে লক্ষ্য সম্পর্কে রিচা জানান, ওয়ার্ল্ড কাপের দিকেই এখন নজর তাঁদের। সেটা মাথায় রেখে নিজেকে তৈরি করছেন তিনি।
এশিয়ান গেমসে (Asian Games) ফের লক্ষ্যভেদ ভারতীয় শুটারদের। ১০ মিটার এয়ার রাইফেলসের পুরুষদের দলগত ইভেন্টে সোনা জিতলেন ভারতের সরবজ্যোত সিং, শিবা নারওয়াল ও অর্জুন সিং চিমা। তাঁরা মোট ১৭৩৪ পয়েন্ট স্কোর করেছেন। সেই সঙ্গে ভারতকে আরও একটি সোনার পদক এনে দিয়েছেন। এদিন ভারতের ঝুলিতে রুপোর পদকও আসে উশু থেকে।
এশিয়ান গেমসের শুরুটা এই তিন শুটারের ভালো না হলেও শেষটা তাঁদের সোনা জয়ের মাধ্যমেই হয়েছে। ভারতীয় শুটারদের প্রথম রাউন্ডে স্কোর ছিল ২৮৪। কিন্তু দ্বিতীয় ভাগে ক্রমশ নিজেদের মেলে ধরেন তিন শুটার। দ্বিতীয় থেকে ষষ্ঠ রাউন্ড পর্যন্ত তাঁদের স্কোর যথাক্রমে ২৮৭, ২৯১, ২৯৪, ২৯০ ও ২৮৮। সব মিলিয়ে ১৭৩৪ পয়েন্ট স্কোর করেন তাঁরা। আর ১৭৩৩ পয়েন্ট স্কোর করেন চিনের তিন প্রতিযোগী। ফলে রুপো যায় চিনের ঘরে।
মণিপুরের রোশিবিনা দেবী মহিলাদের ৬০ কেজি বিভাগে রূপো জেতেন। রোশিবিনার ম্য়াচের শুরুতে এগিয়ে যায় তাঁর চিনা প্রতিপক্ষ ইউ শিয়াওয়ে। প্রথম থেকে দাপট দেখায় চিনা প্রতিপক্ষ। তবে দ্বিতীয় রাউন্ডে পাল্টা লড়াইয়ে ফেলেন রোশিবিনা। তবে সেটাও বেশিক্ষণ স্থায়ী হয়নি। পাল্টা লড়াইয়ে ইউ শিয়াওয়ে দ্বিতীয় রাউন্ডে ম্যাচ জিতে নেন। সঙ্গে তিনি সোনা নিশ্চিত করেন।
উল্লেখ্য, এই সোনা জয়ের ফলে এশিয়ান গেমসে ভারতের পদকের সংখ্যা হল ২৪। তার মধ্যে ৬টি সোনা, ৮টি রুপো ও ১০টি ব্রোঞ্জ রয়েছে।
এশিয়াডে চতুর্থ দিনের শুরু থেকেই ভারতীয় মহিলা শুটারদের জয়জয়কার। টিম ইভেন্টের পর ব্যক্তিগত ইভেন্টেও সোনা এল ভারতের ঝুলিতে। ৫০ মিটার রাইফেল ৩ পজিশন ইভেন্টে সেরার শিরোপা পেলেন শিফট কউর সামরা। আর সেই সঙ্গেই ভারতের পঞ্চম স্বর্ণপদক জয়। একই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন আশি চোক্সী।
বুধবার সকালেই মহিলাদের দলগত ২৫ মিটার পিস্তল ইভেন্টে মনু ভাকর, এষা সিং এবং রিদম সাংওয়ান সোনার পদক জিতলেন। আর মহিলাদের দলগত ৫০ মিটার রাইফেল ৩ পজিশনসে ভারতকে রুপোর পদক এনে দিলেন আশি চোক্সী, মানিনী কৌশিক ও শিফট কৌর সামরা।
উল্লেখ্য, এখনও পর্যন্ত ভারত মোট ১৮ টি মেডেল জিতেছে। যার মধ্যে রয়েছে পাঁচটি সোনা, পাঁচটি রুপো ও আটটি ব্রোঞ্জ। বুধবার এখনও অনেক গুরুত্বপূর্ণ ইভেন্ট রয়েছে ভারতীয়দের।
এশিয়াডে চতুর্থ দিনের শুরুতেই শুটিংয়ে জোড়া সাফল্য ভারতের। বুধবার শুটিংয়ের দুই বিভাগে সোনা ও রুপো জিতলেন ভারতীয মহিলা শুটাররা। মহিলাদের দলগত ৫০ মিটার রাইফেলে প্রথমে রুপো জেতে ভারত। তার কিছুক্ষণের মধ্যেই ২৫ মিটার পিস্তল টিম ইভেন্টে সোনার পদক জিতলেন।
মনু ভাকর, এষা সিং এবং রিদম সাংওয়ানের ত্রয়ী যোগ্যতার শীর্ষে শেষ করে মহিলাদের ২৫ মিটার পিস্তল দলগত ইভেন্টে সোনার পদক জিতলেন। এটা এশিয়ান গেমসে ভারতের চতুর্থ স্বর্ণপদক জয়। সেইসঙ্গে দেশের নামও আরও একবার উজ্জ্বল করলেন তাঁরা।
২৫ মিটার পিস্তল ইভেন্টে চিন এবং দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সোনা জিতল ভারত। ফাইনালে দলগতভাবে ভারত স্কোর করে ১৭৫৯, রুপো জয়ী চিনের স্কোর ছিল ১৭৫৬। অন্যদিকে ১৭৪২ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জয় করে দক্ষিণ কোরিয়া। ফাইনালে ভারতের হয়ে অনবদ্য পারফরম্যান্স করেন মনু ভাকর। তিনি একাই স্কোর করেন ৫৯০। এষা এবং রিদম স্কোর করেন ৫৮৬, ৫৮৩। রুপো আসে শুটিংয়ে। মহিলাদের দলগত ৫০ মিটার রাইফেল ৩ পজিশনসে ভারতকে পদক এনে দিলেন আশি চোক্সী, মানিনী কৌশিক ও শিফট কউর সামরা। ১৭৫৪ পয়েন্ট পদক জিতেছেন তাঁরা। এই প্রতিযোগিতায় সোনা জিতেছে চিন। তাদের পয়েন্ট ১৭৭৩। ভারতীয় দলকে সমাজ মাধ্যমে শুভেচ্ছা জানান কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।
উল্লেখ্য, এখনও পর্যন্ত ভারত মোট ১৬টি মেডেল জিতেছে। যার মধ্যে রয়েছে চারটি সোনা, পাঁচটি রুপো ও সাতটি ব্রোঞ্জ। ভারতীয় মহিলা ক্রিকেট দল, পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল এবং ইকুয়েস্ট্রিয়ান টিমের হাত ধরে এসেছে তিনটি সোনা। ৪১ বছর পর এই বিভাগে পদক জিতে ইতিহাস গড়েছে ইকুয়েস্ট্রিয়ান টিম।
চিনের মাটিতে ইতিহাস ভারতের। ৪১ বছর পর ঘোড়সওয়ারি ইভেন্টে এশিয়াডে সোনার পদক জয় করল ভারত। এই দলে আছেন সুদীপ্তি হ্যাজেলা, দিব্যাকৃতি সিং, হৃদয় বিপুল চেড়া এবং অনুশ আগরওয়ালা। এই ইভেন্টে চিন ও জাপানকে পিছনে ফেলে সোনা ভারতের। ভারতীয় ঘোড় সওয়াররা সময় করেছেন ২০৯.২০৫।
প্রসঙ্গত, ৪১ বছর পর ঘোড়সওয়ারি ইভেন্টে এশিয়াডে সোনার পদক জয় করল ভারত। চিনের হাংঝুতে আয়োজিত ২০২৩ এশিয়ান গেমসের তৃতীয় দিনটা ভারতের জন্য বেশ ভালোই কাটছে। প্রথমে তো সেইলর নেহা ঠাকুর রুপোর পদক জয় করলেন। আর এবার সেইলিংয়ে ব্রোঞ্জ পদক জয় করলেন ভারতে ইবাদ আলি এবং বিষ্ণু সর্বানন। আর সেইসঙ্গে ভারতের ঝুলিতে মোট ১৪টি পদক এসে গেল। এরমধ্যে তিনটে সোনার পদক, চারটে রুপোর পদক এবং সাতটি ব্রোঞ্জ পদক রয়েছে। পাশাপাশি তৃতীয় দিন হকিতেও ভালো পারফরম্যান্স করেছে টিম ইন্ডিয়া। মঙ্গলবার সিঙ্গাপুরকে তারা ১৬-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে। ইতিপূর্বে তারা উজবেকিস্তানকে ১৬ গোলে পরাস্ত করেছিল।
এশিয়ান গেমসে সোনাজয় মেয়েদের ক্রিকেট দলের। আর এই জয়ের নেপথ্যে বাঙালি কন্যা তিতাস সাধুর কীর্তি। ৪ ওভার মাত্র ৬ রান দিয়ে তুলে নিলেন গুরুত্বপূর্ণ ৩টি উইকেট। তার মধ্যে ১ ওভার মেডেন। এশিয়ান গেমসের ফাইনালে ২০ ওভারে মাত্র ৯৭ রানে অলআউট হয়ে গেল শ্রীলঙ্কা।
প্রথমে ব্যাট করে ১১৬ রান তোলে ভারত। ৪৬ রান করেন স্মৃতি মান্ধানা। জেমিমা রড্রিগেজ করেন ৪২ রান। এই টার্গেট নিয়ে ভাল বোলিংয়ের দরকার ছিল ভারতের। সেই কাজটাই করলেন বাংলার মেয়ে তিতাস। এশিয়ান গেমস ফাইনালে শুরুতেই শ্রীলঙ্কার তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে ব্যাটিং ভিত নাড়িয়ে দেন তিনি।
তিতাস ছাড়াও ২টি উইকেট পেয়েছেন রাজেশ্বরী গাইকোয়াড়। একটি করে উইকেট পান দীপ্তি, পূজা ও দেবিকা।
সোনার সোমবার। চিনের এশিয়ান গেমস থেকে ভারতকে প্রথম সোনা এনে দিলেন পুরুষ শুটাররা। এদিন ১০ মিটার এয়ার রাইফেলের দলগত ইভেন্টে সোনা জিতল ভারত। সোনা জিতলেন দিব্যাংশ পানওয়ার, ঐশ্বর্য তোমর, রুদ্রাংশ পাটিল।
পুরুষদের এই ইভেন্টে ভারতের পয়েন্ট ১৮৯৩.৭। মূলত দিব্যাংশ এবং ঐশ্বর্যর বন্দুকের লক্ষ্যে বাকি পিছনে পড়ে যান। এশিয়ান গেমসে সোনা জয়ের পাশাপাশি ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে এটা বিশ্ব রেকর্ড।
সোনা জয়ের পাশাপাশি রোয়িং থেকে আরও এক ব্রোঞ্জ জিতেছে ভারত। মেন্স ফোর বিভাগে ব্রোঞ্জ জিতছেন ভারতের যশবিন্দর, ভীম, পুনিত এবং আশিস। আপাতত মোট সাতটি পদক পেল ভারত। যার মধ্যে একটি সোনা।
এক ম্যাচে তিন জনের হ্যাটট্রিক। উজবেকিস্তানকে ১৬-০ গোলে হারিয়ে এশিয়ান গেমসের হকিতে নিজেদের অভিযান শুরু করল ভারত। রবিবার পুরুষদের খেলায় ম্যাচের প্রথমার্ধে ৭-০ গোলে এগিয়ে ছিল ভারত। ম্যাচে হ্যাটট্রিক করেন মনপ্রীত সিং, ললিত কুমার এবং বরুণ। যে কোনও এশিয়ান গেমসের ম্যাচে প্রথম ম্যাচে এটা ভারতের রেকর্ড গোলে জয়।
এদিন ম্যাচে সাত মিনিট থেকে শুরু হয়েছিল ভারতের গোল বন্যা। যা শেষ হল ৫৭ মিনিটে গিয়ে। এরমধ্যে ১৮, ২৭ এবং ২৮ মিনিটে গোল করে ম্যাচের প্রথম হ্যাটট্রিক করেন মনদীপ সিং। উজবেকিস্তানের বিরুদ্ধে ১৬-০ গোলে জিতলেও, এই ম্যাচে লাল কার্ড দেখেন ভারতের গুরজিৎ সিং। ফলে শেষ পাঁচ মিনিট ১০ জনে খেলে ভারত।
এরআগে, এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেট বাংলাদেশ আট উইকেটে হারিয়ে ফাইনালে ভারত। রবিবার প্রথম ব্যাট করে মাত্র ৫২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ১৭ রান দিয়ে চার উইকেট নেন ভারতের পূজা ভাস্তাকর। জবাবে ব্যাট করতে নেমে ৭০ বল বাকি রেখেই ফাইনালে উঠল ভারত। ২০ রান করে অপরাজিত থাকেন জেমাইমা। ফলে এখন সোনার স্বপ্ন ভারতীয় ক্রিকেটারদের চোখে।
ভারতীয় ক্রিকেটে এবার সোনার স্বপ্ন। এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে বাংলাদেশকে আট উইকেটে হারিয়ে ফাইনালে ভারত। রবিবার প্রথম ব্যাট করে মাত্র ৫২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ১৭ রান দিয়ে চার উইকেট নেন ভারতের পূজা ভাস্তাকর। জবাবে ব্যাট করতে নেমে ৭০ বল বাকি রেখেই ফাইনালে উঠল ভারত। ২০ রান করে অপরাজিত থাকেন জেমাইমা।
এদিনই ভারতকে গেমসের প্রথম পদক এনে দেয় মহিলাদের শুটিং দল। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে রুপো জেতে ভারত। ভারতের হয়ে পদক জেতেন বাংলার মেহুলি ঘোষ। জল থেকেও জোড়া পদক এসেছে ভারতের। ডবল স্কাল ইভেন্টে রুপো জিতেছেন অর্জুন লাল এবং অরবিন্দ সিং। রোয়িংয়ের পেয়ার ইভেন্টেও ব্রোঞ্জ জিতেছে ভারত।
এদিকে, রবিবার বিকেলে ভারতের সবচেয়ে বড় আশা ফুটবলকে কেন্দ্র করে। গ্রুপের শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ মায়ানমার। এই ম্যাচ জিতলেই কোয়ার্টার ফাইনালে উঠবেন সুনীল ছেত্রীরা।
মঙ্গলবার এশিয়ান গেমসের প্রথম ম্যাচে নামছে ভারত। হ্যাংঝৌকে তাঁদের মুখোমুখি ঘরের টিম চিন। এই ম্যাচে জিতেই এশিয়ান গেমসের অভিযান শুরু করতে চাইছে সুনীল ব্রিগেড। তবে প্রথম ম্যাচে সুনীলকে নাও খেলাতে পারেন কোচ ইগর স্টিম্যাচ। সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন ইগর স্টিম্যাচ।
এবার আইএসএলের পাশাপাশি একই সঙ্গে আইএসএল চলবে। তাই এশিয়ান গেমসে অনেক দলই টিমের ফুটবলারদের ছাড়েনি। সন্দেশ ঝিঙ্ঘানকে চেয়েছিলেন ইগর স্টিমাচ। সন্দেশ আসলেও, পাওয়া যায়নি গোলকিপার গুরপ্রিত সিংকেও।
এশিয়ান গেমসে চিন, বাংলাদেশ, ও মায়ানমারের বিরুদ্ধে নামবে ভারত। সাংবাদিক বৈঠকে স্টিম্যাচ বলেন, "প্রথম ম্যাচে যদি সুনীল বা সন্দেশকে না নামাই, তা হলে অবাক হওয়ার কিছু নেই। আমি চিন ম্যাচ নিয়ে ভাবছি না। বাংলাদেশ ও মায়ানমার টিম নিয়েই চিন্তা আছে আমার।"
এশিয়ান গেমসের ভারতীয় দলে জায়গা পেলেন বাংলার তিন ক্রিকেটার! আগেই সুযোগ পেয়েছিলেন শাহবাজ আহমেদ এবং মুকেশ কুমার। এবার সুযোগ পেলেন আকাশ দীপ। শিবম মাভির পিঠে চোট থাকায় তিনি খেলতে পারবেন না। তাঁর পরিবর্ত হিসাবে সুযোগ পেলেন আকাশ দীপ।
একসঙ্গে বাংলার তিন ক্রিকেটার জাতীয় দলে সুযোগ পাওয়ায় খুশির হাওয়া সিএবিতে। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা। চলবে ৮ অক্টোবর পর্যন্ত। এশিয়ান গেমসে খেলা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।
আকাশ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে আছেন। এবার তাঁর সামনে দেশের জার্সিতে নজর কাড়ার সুযোগ। এশিয়ান গেমসে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রুতুরাজ গায়কোয়াড়। দলে আছেন আইপিএলে নজর কাড়া কেকেআর তারকা রিঙ্কু সিংহ। এছাড়াও আইপিএলে ভালো খেলা যশস্বী জয়সওয়াল, তিলক বর্মার মতো ক্রিকেটারেরা আছেন দলে।