
সোনার সোমবার। চিনের এশিয়ান গেমস থেকে ভারতকে প্রথম সোনা এনে দিলেন পুরুষ শুটাররা। এদিন ১০ মিটার এয়ার রাইফেলের দলগত ইভেন্টে সোনা জিতল ভারত। সোনা জিতলেন দিব্যাংশ পানওয়ার, ঐশ্বর্য তোমর, রুদ্রাংশ পাটিল।
পুরুষদের এই ইভেন্টে ভারতের পয়েন্ট ১৮৯৩.৭। মূলত দিব্যাংশ এবং ঐশ্বর্যর বন্দুকের লক্ষ্যে বাকি পিছনে পড়ে যান। এশিয়ান গেমসে সোনা জয়ের পাশাপাশি ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে এটা বিশ্ব রেকর্ড।
সোনা জয়ের পাশাপাশি রোয়িং থেকে আরও এক ব্রোঞ্জ জিতেছে ভারত। মেন্স ফোর বিভাগে ব্রোঞ্জ জিতছেন ভারতের যশবিন্দর, ভীম, পুনিত এবং আশিস। আপাতত মোট সাতটি পদক পেল ভারত। যার মধ্যে একটি সোনা।