Breaking News
Congress: স্বাধীনতার পর প্রথম তেলেঙ্গানায় সরকার গঠনের পথে কংগ্রেস      Deganga: গুরুতর অভিযোগ! মিড ডে মিলের চাল লুকিয়ে রাখা হচ্ছে স্কুলের শৌচালয়ে      Sujoykrishna: সুজয়কৃষ্ণের ভয়েস স্যাম্পেল টেস্টে 'ঢিলেমি'! এসএসকেএম-এর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন      Recruitment Scam: এবারে দেবরাজ চক্রবর্তীর বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত একাধিক নথি!      Jyotipriya: এসএসকেএম-এও নেই স্বস্তি! সিসিটিভি ক্যামেরার নজরাধীন রাখার নির্দেশ আদালতের      CBI: কোথাও বিধায়ক, কাউন্সিলর, কোথাও ব্যবসায়ীর বাড়িতে হানা, রাজ্যজুড়ে ফের সক্রিয় সিবিআই      Mamata Banerjee: 'অনেক বিধায়কের কোটি কোটি টাকা', বিজেপি বিধায়কদের চাঁচাছোলা আক্রমণ মমতার      Amit Shah: লোকসভার আগে বিজেপির শাহী সভা যেন প্রেস্টিজ ফাইট, সভার লাইভ আপডেট      Suvendu: অসম্মানজনক আচরণ! শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু      Fraud: সেনা কর্মীর পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার, বৃদ্ধের ব্যাংক থেকে উধাও দেড় লক্ষ টাকা     

AmitabhBachchan

Amitabh: 'ভাল কিছু হবেই', বিশ্বকাপ ফাইনালে ভারতের পরাজয়ে বিশেষ বার্তা 'বিগ বি'-র

তিনি নাকি ম্যাচ দেখলে ইন্ডিয়া জেতে না! কথা বলা হচ্ছে 'বিগ বি'-এর বিষয়ে। বিশ্বকাপ ফাইনালের (World Cup Final 2023) আগেই তিনি সে কথা জানিয়েছিলেন সমাজমাধ্যমে। এবারে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারের পরই ভারতীয় ক্রিকেটারের পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। তিনি টুইটে লিখলেন, 'এর চেয়ে আরও ভাল কিছু হবেই।'

২০০৩,২০২৩। এ যেন ইতিহাসের পুনরাবৃত্তি। বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া, এবং ভারতের হার। টানা দশ ম্যাচে ধারাবাহিক ভাবে জেতা টিম ইন্ডিয়ার হার মানতে পারছে না গোটা দেশ। এরই মধ্যে আবেগঘন হয়ে অমিতাভ বচ্চন টুইটে লিখলেন, 'গত রাতের পারফরম্যান্স-এ তোমাদের প্রতিভার প্রতিফলন হয়নি। ওই রাতটা তোমাদের ক্ষমতা, তোমাদের শক্তির পরিচয় হতে পারে না কোনওভাবেই। কিন্তু তোমাদের জন্য গর্বিত, এর চেয়ে আরও ভাল কিছু হবেই, সেই দিনটার জন্য অপেক্ষায় থেকো।'

2 weeks ago
Amitabh-Rashmika: ভাইরাল রশ্মিকা মান্দানার বিকৃত ভিডিও! আইনি পদক্ষেপ নেওয়ার দাবি অমিতাভের

বর্তমানে সাইবার ক্রাইম (Cyber Crime) ক্রমশ বেড়েই চলেছে। নিত্যদিনই সাইবার ক্রাইমের শিকার হচ্ছে সাধারণ মানুষ। এবারে সাইবার ক্রাইমের শিকার হলেন অভিনেত্রী রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna)। আর এই ক্রাইমের বিরুদ্ধে সুর চড়ালেন বলিউডের 'বিগ বি'। সম্প্রতি এক ভিডিওতে দেখা গিয়েছে, এক ডিপনেক ব্ল্যাক ড্রেসে রশ্মিকা মান্দানা। কিন্তু ভিডিওটি দেখে অনেকেই বুঝতে পারবেন, এটি রশ্মিকা নন, অন্য কেউ। এককথায় বিকৃত করা একটি ভিডিও এটি। আর এই ভিডিও ছড়িয়ে পড়তেই আইনি পদক্ষেপ নেওয়ার পক্ষে সওয়াল করলেন অমিতাভ বচ্চন।

পুষ্পা’ ছবির পর থেকেই ভারতীয় বিনোদন দুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছেন রশ্মিকা মান্দানা। এমনকি সেই দক্ষিণী ছবির পর বলিউডের বহু প্রতীক্ষিত ‘অ্যানিম্যাল’ সিনেমার প্রস্তাবও আসে তাঁর কাছে। ছবিতে রণবীর কাপুরের বিপরীতে নায়িকার চরিত্রে রয়েছেন তিনি। আপাতত ‘অ্যানিম্যাল’ মুক্তির অপেক্ষায় থাকলেও তার মাঝেই নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে রশ্মিকা মান্দানার এক বিকৃত ভিডিও। সেই প্রেক্ষিতেই এবার সুর চড়ালেন অমিতাভ বচ্চন। সেই ভিডিওতে একজন মহিলাকে একটি কালো রংয়ের পোশাক পরে লিফটে ঢুকতে দেখা যায়। মহিলার মুখ অবিকল রশ্মিকা মান্দানার মতো। বলা যেতে পারে চেহারাও বিকৃত করা হয়েছে। অমিতাভ বচ্চন সেই নির্মাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সেই ভিডিও শেয়ার করে লিখেছেন, 'হ্যাঁ এটিতে আইনত মামলা করা উচিত।'

4 weeks ago
Amitabh Bachchan: ৮১-তে শাহেনশাহ: ভক্তদের 'উপহার' দিয়েই জন্মদিন শুরু করলেন অমিতাভ

'শাহেনশাহ', নাম তো শুনা হোগা। এই নাম শোনেননি এমন ভারতীয় দর্শক বোধহয় হাতে গুনলেও পাওয়া যাবে না। 'জনজীর', 'দিওয়ার', 'শোলে', 'ডন' কিংবা হালফিলের 'পিঙ্ক', 'পিকু' অমিতাভর (Amitabh Bachchan) হিট সিনেমার তালিকা সুদীর্ঘ। দশকের পর দশক ধরে বলিউড সিনেমা জগৎকে দু-হাতে ভরিয়ে দিয়েছেন, দিয়ে চলেছেন। এখনও তাঁর অভিনয়ের বিজয়রথ অব্যাহত। এর বদলে অভিনেতার প্রাপ্তি অনেক। শাহরুখ যদি বলিউডের 'কিং' হন, তাহলে অমিতাভ 'ঈশ্বর'। তাই তো তাঁকে একবার দেখতে 'জলসা'র  (বিগ বি-এর মুম্বইয়ের বাংলোর নাম) সামনে ভিড় জমান ভক্তরা।

মঙ্গলবার রাতেও তার অন্যথা হল না। ১১ অক্টোবর বিগ বি-এর ৮১-তম জন্মদিন। প্রত্যেকবারের মতো অভিনেতার বাড়ির সামনে ভিড় জমিয়েছিলেন উৎসুক ভক্তরা। একবার প্রিয় অভিনেতার সঙ্গে দেখা করতে চাইছিলেন সকলে। 'জনতা জনার্দন'কে নিরাশ করেননি অমিতাভ। 'জলসা'-এর বাইরে এসে ভক্তদের সঙ্গে দেখা করে নিজের জন্মদিন শুরু করেছেন। সকলকে নিজের প্রণাম জানিয়েছেন।  হাত নাড়িয়েছেন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে। জন্মদিনে তাঁকে দেখা ভক্তদের কাছে অনেকটা দেব দর্শনের মতো।

View this post on Instagram

A post shared by HT City (@htcity)

মঙ্গলবার রাত থেকে শুরু করে বুধবার পর্যন্ত সামাজিক মাধ্যম ভেসে গিয়েছে শুভেচ্ছায়। অভিনেতার পরিবারের জন্যও এই দিন বিশেষ। তাই পরিবারের সঙ্গে কেক কেটে জন্মদিনের শুরুয়াত করেছেন বিগ বি। শতায়ু হোন তিনি। বলিউড আরও সমৃদ্ধ হোক তাঁর গুণে এই প্রার্থনায় করছেন ভক্তরা।

2 months ago


Raktabeej: 'রক্তবীজ'-এর জন্য শুভেচ্ছা পাঠালেন স্বয়ং বিগ-বি, উচ্ছ্বসিত শিবপ্রসাদ

আর মাত্র কিছুদিনের অপেক্ষা, দুর্গাপুজোর প্রাক্কালে মুক্তি পেতে চলেছে নন্দিতা রায় (Nandita Roy) এবং শিবপ্রসাদ মুখার্জী (Shiboprasad Mukherjee) পরিচালিত সিনেমা 'রক্তবীজ' (Raktabeej)। ইতিমধ্যেই সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে। চারদিক থেকে ভেসে আসছে শুভেচ্ছা। তার মধ্যেই শুভেচ্ছা পাঠালেন শাহেনশা।

সামাজিক মাধ্যমে একেবারে প্রকাশ্যে 'রক্তবীজ'-এর জন্য শুভেচ্ছা জানালেন অমিতাভ বচ্চন। এই প্রথম নয়, এর আগে 'বেলাশুরু'র জন্য পরিচালক জুটিকে শুভেচ্ছা পাঠিয়েছিলেন তিনি। এমন মহীরুহর শুভেচ্ছা পেয়ে কার না ভালো লাগে! তাই বেশ উচ্ছ্বসিত শিবপ্রসাদ।

প্রসঙ্গত বাংলা সিনেমাকে বহু ভালো মানের সিনেমা উপহার দিয়েছেন শিবপ্রসাদ নন্দিতা জুটি। মাঝে বেশ কিছুদিন তাদের কেবলমাত্র প্রযোজনাতেই দেখা গিয়েছিল। চলতি বছর পুজোয় আবারও পরিচালনায় ফিরেছেন তারা।

'রক্তবীজ' সিনেমার কাস্টিং-এও রয়েছে চমক। বেশ কিছু বছর পর আবারও  সিনেমার পর্দায় ফিরছেন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। এছাড়াও সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন মিমি চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, অনসূয়া মজুমদার ও অন্যান্যরা। সিনেমা ট্রেলার বেশ প্রশংসনীয়।

এতদিন ভিন্ন ধারার ছবি উপহার দিয়েছিলেন পরিচালক জুটি। এই প্রথম ক্রাইম থ্রিলার নিয়ে আসছেন তারা। ফ্যামিলি ড্রামা ছেড়ে ক্রাইম থ্রিলারে কতটা প্রশংসা পান তারা, এখন সেইটাই দেখার। তবে বিগ বি-র প্রশংসা, তাদের যে বাড়তি যোগান দিল তা নিয়ে কোন সন্দেহ নেই।

2 months ago
Bharat: 'INDIA' নয় 'ভারত'-এর সমর্থনে অমিতাভ-কঙ্গনা! সামাজিক মাধ্যমে পোস্ট

মঙ্গলবার সকাল, মাত্র একটি চিঠিতেই দেশজুড়ে শুরু হয়েছে চাপানউতোর। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর নয়া দিল্লিতে অনুষ্ঠিত হবে 'জি-২০' সম্মেলন। সেই উপলক্ষে দেশের সমস্ত রাজনৈতিক নেতার কাছে রাষ্ট্রপতির তরফ থেকে চিঠি গিয়েছে।  সেই চিঠি প্রেরকের পদের জায়গায় লেখা 'প্রেসিডেন্ট অব ভারত'। এই ছবি দেখেই উত্তাল হয়েছে দেশ। 'INDIA' নাম পরিবর্তন করে দেশের নাম 'ভারত' (BHARAT) হবে, এমন গুজব ছিল কবে থেকেই। রাষ্ট্রপতির চিঠিতে এই হঠাৎ পরিবর্তন বেশ তাৎপর্যপূর্ণ। এদিকে সামনেই অধিবেশন ডাকা হয়েছে। স্বাভাবিকভাবেই পক্ষে-বিপক্ষে নানা মন্তব্য উঠে আসছে। কী বলছেন দেশের তারকারা।

সামাজিক মাধ্যমে এই নিয়ে আলোচনা শুরু হতেই নিজেদের মন্তব্য দিয়েছেন, তারকা ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগ, অমিতাভ বচ্চন এবং অভিনেত্রী কঙ্গনা রানাউত। শেহবাগ লিখেছেন, 'আমি সবসময় বিশ্বাস করি, নাম এমন হওয়া উচিৎ যা আমাদের গর্ব হবে। আমরা ইন্ডিয়ান্স, ইন্ডিয়া নামটি আমাদের দিয়েছিলেন ব্রিটিশেরা। আনুষ্ঠানিকভাবে আমাদের আসল নাম, 'ভারত '  ফিরে পাওয়া বাকি ছিল।'

অভিনেতা অমিতাভ বচ্চন খুব বেশি শব্দ খরচ করেননি। তবে তাঁর মাত্র একটি লাইন সব পরিষ্কার করে দিয়েছে।  সামাজিক মাধ্যমে অমিতাভ পোস্ট করেছেন, ' ভারত মাতা কি জয়'। অর্থাৎ তিনিও যে ভারত-এর পক্ষে একথা বুঝিয়ে দিয়েছেন স্পষ্টভাবে।

কঙ্গনা রানাউতও সামাজিক মাধ্যমে নিজের প্রতিক্রিয়া দিয়েছেন। অভিনেত্রী ইনস্টাগ্রামের স্টোরিতে দুটি পোস্ট করেছেন। একটি পোস্টে তিনি লিখেছেন, 'সকলকে শুভেচ্ছা। আমি দু'বছর আগে একথা বলেছিলাম।' আরও একটি পোষ্টে তিনি লিখেছেন, 'ভারত, ভারত, ভারত। এই ধরিত্রীতে এর থেকে পুণ্য এবং পূজনীয় আর কি আছে? ভারতম, মহাভারতম।'



3 months ago


Rakhi: মমতার উপস্থিতিতে জমে উঠল অমিতাভর 'জলসা', চলচ্চিত্র উৎসবে নয়া চমক মুখ্যমন্ত্রীর

পরিকল্পনা অনুযায়ী মুম্বই পৌঁছেই বলিউডের শেহেনশা অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) বাড়িতে পৌঁছালেন মমতা (Mamata Banerjee)। তাঁর বাড়ি 'জলসা'র গেট পেরিয়ে তাঁর কনভয় দাঁড়ালো মূল বাড়ির ফটকের সামনে। সেখানেই মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত হলেন পুরো বচ্চন পরিবার। খোদ অমিতাভ এবং জয়া বচ্চন তো উপস্থিত ছিলেনই, তাঁদের পুত্র তথা অভিনেতা অভিষেক বচ্চন, পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চন এবং অমিতাভ-নাতনি আরাধ্যকেও দেখা গেল মমতাকে স্বাগত জানাতে। অমিতাভ কন্যা শ্বেতা এবং নাতনি নন্দাও উপস্থিত ছিলেন। 'দিদি'কে স্বাগত জানাতে সেজে উঠেছিল গোটা বাড়ি।

অমিতাভ বচ্চনকে রাখি পরিয়েছেন মমতা। এক্স (ট্যুইটার) হ্যান্ডেলে বেশ কিছু ছবি আপলোড করা হয়েছে মমতা বন্দোপাধ্যায়ের একাউন্ট থেকে। এরপরেই বসেছিল চায়ের আসর। মমতার সঙ্গে বচ্চন পরিবারের এই ব্যক্তিগত সংযোগ স্থাপনে যেন সম্পর্ক আরও নিবিড় হল। এই সুযোগে মমতা আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করে এসেছেন। দুর্গাপুজোয় কলকাতায় আমন্ত্রণ জানিয়েছেন বচ্চন পরিবারকে। একইসঙ্গে  আসন্ন কলকাতা চলচ্চিত্র উৎসবের জন্য আমন্ত্রণ সেরে এসেছেন অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনকে।

জলসা থেকে বেরিয়ে মমতা নিজেই একথা বলেছেন। একইসঙ্গে ফিল্ম ফেস্টিভলের জন্য নতুন চমকও দিয়েছেন। গত কয়েক বছরে চলচ্চিত্র উৎসবের অতিথি হিসেবে দেখা গিয়েছিল, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন এবং শাহরুখ খানকে। এই বছর সেই তালিকায় সংযুক্ত হলেন আরও দুই বলিউড অভিনেতা অনিল কাপুর এবং সলমান খান। সব মিলিয়ে যে চলচ্চিত্র উৎসব জমে উঠবে তা আর বলার অপেক্ষা রাখে না।

3 months ago
Mamata-Amitabh: রাখিবন্ধনের সন্ধ্যায় অমিতাভকে ভ্রাতৃত্বের বন্ধনে বাঁধবেন মমতা, সম্পর্কের নতুন অধ্যায়

দেশের বিরোধী মহা জোট 'ইন্ডিয়া'-র বৈঠকে যোগ দিতে, বুধবার মুম্বই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৩১ অগাস্ট ও ১ সেপ্টেম্বর মুম্বইতে মহা জোটের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হবে। কিন্তু ঠিক তার একদিন আগে মুখ্যমন্ত্রীর মুম্বই যাওয়ার পিছনে বিশেষ কারণ রয়েছে। বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং তাঁর স্ত্রী তথা অভিনেত্রী তথা বাংলার মেয়ে জয়া বচ্চনের (Jaya Bachchan) সঙ্গে মমতার সম্পর্কের সমীকরণ কে না জানেন। মুখ্যমন্ত্রীর ডাকে নানা অনুষ্ঠানে অমিতাভ ও জয়া উপস্থিত হয়েছেন কলকাতায়। কিন্তু এর আগে মুম্বই গেলেও অমিতাভর বাড়িতে যাওয়া হয়নি মমতার।

এইবার মমতা মুম্বই যাবেন শুনেই, মুখ্যমন্ত্রীকে ফোন করে বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন অমিতাভ। মমতা সেই আমন্ত্রণ রক্ষা করার কথা জানিয়েছেন। বুধবার সন্ধ্যায় মুম্বই নেমেই, বিমানবন্দর থেকে সোজা অমিতাভ বচ্চনের বাড়ি 'জলসা'য় যাবেন মুখ্যমন্ত্রী। এদিকে বুধবার দিনটি আরও একটি কারণে বিশেষ। রাখিবন্ধন। তাই বিগ বি-কে ভ্রাতৃত্বের বন্ধনে বাঁধবেন মমতা।  তাঁর হাতে পরিয়ে দেবেন রাখি।

মুখ্যমন্ত্রী, আগামী কলকাতা চলচ্চিত্র উৎসবের জন্য অমিতাভ বচ্চন ও জয়াকে আমন্ত্রণ জানিয়ে আসবেন বলেও জানা গিয়েছে। এর আগে কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে বচ্চন দম্পতির সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক কেমন তা বোঝা গিয়েছিল। জয়া, অমিতাভকে 'বাংলার জামাই' বলে সম্বোধন করেছিলেন। প্রকাশ্য মঞ্চে মমতার উদ্দেশে জয়া বলেছিলেন, 'দিদি আমি জানি আপনি আমাদের পাশে আছেন। আপনিও জানেন যেকোনও সময়ে আমি আপনার পাশে আছি।'

3 months ago
Amitabh Bachchan: ছেলে অভিষেকের নতুন ছবি দেখে চোখের জল বাঁধ মানছে না অমিতাভর

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন (Abhishek Bachchan), তাঁর কেরিয়ার জীবনের বেশিরভাগ সময়টুকু বাবা অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) খ্যাতির ছত্রছায়াতেই রয়ে গিয়েছেন। দর্শকেরা প্রথম থেকেই যেন অভিষেকের অভিনয় যাচাই করে দেখতে চাননি। বরং বেশিরভাগ সময়েই জুনিয়ার বচ্চনের কপালে জুটেছে, 'বাবার মতো হতে পারল না' জাতীয় মন্তব্য। দর্শকদের প্রতিক্রিয়া থেকে অবশ্য মুখ ফেরেননি অভিষেক। বরং মুখ বুজে সবকিছু সহ্য করে গিয়েছেন।  

এত বছর পরে অবশ্য অভিষেক তাঁর প্রাপ্য প্রশংসা পাচ্ছেন, লুডো , দ্যা বিগ বুল, দশভীর মতো সিনেমায় অভিনয় করে। এবার তাঁর সিনেমা 'ঘুমেড়' ১৮ অগাস্ট মুক্তির অপেক্ষায়। তবে সিনেমা মুক্তি পাওয়ার আগেই ছেলের প্রশংসায় পঞ্চমুখ হলেন অমিতাভ। ইতিমধ্যেই ছেলের নতুন সিনেমা দেখে ফেলেছেন দু বার। এরপরেই নিজের আবেগের বহিঃপ্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে।  

বিগ বি লিখেছেন, 'পরপর দু'বার ঘুমড় দেখলাম। আমার অনুভুতি উল্লেখ করা যায় না। এক কথায় অসাধারণ। প্রথম ফ্রেম থেকেই চোখ থেকে জল পড়ছে, বিশেষ করে যেখানে ছেলের উপস্থিতি রয়েছে। তাঁদের প্রতিটি ভাবনায়, সংলাপে, কার্যকলাপে অভিভূত হয়েছি।' অভিনেতা আরও যোগ করেছেন, 'আর বালকি জয়ী এবং বিজয়ীর মতো সবচেয়ে কঠিন বিষয় আমাদের সামনে খুব সহজভাবে রেখেছেন।' 

4 months ago


Amitabh: রবীন্দ্রনাথ 'ঠাকুর' ইংরেজিতে রবীন্দ্রনাথ 'টেগোর' হয়ে উঠেছেন: অমিতাভ বচ্চন

অভিনেতা অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) জন্ম এলাহাবাদে। সেখানেই তাঁর বেড়ে ওঠা। এরপর মুম্বই সিনেমা জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তবে তাঁকে শুধুমাত্র 'অভিনেতা' তকমাতেই সীমাবদ্ধ রাখা যায় না। অমিতাভ বচ্চন মানে জীবনবোধ। বাবা ছিলেন কবি হরিবংশ রাই বচ্চন এবং মা ছিলেন সমাজ সংগ্রামী তেজী বচ্চন। ছোট থেকেই তাঁর পড়াশোনা গভীর। যেকোনও বিষয়ে অমিতাভর দখল কতটা, তো বোঝা যায় তাঁর বক্তব্যে।

অভিনেতার সঙ্গে কলকাতা ও বাঙালির একটি যোগসূত্র রয়েছে। তিনি বিয়ে করেছেন বাংলার মেয়ে জয়া ভাদুড়ীকে। তাই বাঙালি, বাঙালি সংষ্কৃতি এবং বাঙালি ঐতিহ্যের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। অভিনেতা এক সভায় বাঙালির গর্ব রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে নিজের মন্তব্য করেছিলেন। সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

ভিডিওতে বিগ বি-কে বলতে শোনা গিয়েছে, 'রবীন্দ্রনাথ ঠাকুর, ইংরেজিতে রবীন্দ্রনাথ টেগোর হয়ে উঠেছেন। যেখানে তাঁর আসল নাম ঠাকুর। ঠাকুরবাড়ি তাঁর কলকাতার বাসভবন, তাঁর নামেই পরিচিত। একই উদাহরণ অনুসরণ করে, ভারতীয়রা যদি এভাবে উচ্চারণ গুলিয়ে ফেলেন, তাহলে শ্যাম্পেইনকে, চাম্পাগনি বলা উচিৎ। কিন্তু আমরা ভারতীয়। আমরা তা করি না। আমরা ২৫০ বছরের ঔপনিবেশিক শাসনেও সম্মান এবং সহ্য ক্ষমতা দেখিয়েছি।'

4 months ago
Amitabh: খালি পায়ে ভক্তদের সঙ্গে কেন দেখা করেন অমিতাভ? উত্তর দিলেন নিজেই

বলিউডের (Bollywood) সুপারস্টার অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) বয়স যত বাড়ছে তিনি যেন সব সীমা পেরিয়ে জীবনদর্শন হয়ে উঠছেন। বলিউডে তাঁকে যে কেবল অভিনয়ের জন্য 'বিগ বি' বলা হয় না, তা এতদিনে অনেকেই বুঝে গিয়েছেন। মেধা-প্রজ্ঞা তাঁকে বিরাট পরিসরে নিয়ে গিয়েছে। শোনা যায়, তিনি নাকি বয়সে কম অভিনেতাদের 'আপনি' বলে সম্বোধন করেন। বয়সে ছোট হলেও সহ অভিনেতাদের প্রতি এই সম্মান প্রদর্শনের গল্প অনেকে শুনেছেন। এবার শেহেনশাকে ঘিরে আরও এক রহস্যের উত্তর পাওয়া গেল।

অভিনেতার মুম্বইয়ের বাড়ির নাম 'জলসা'। প্রত্যেক দিনই তারকার বাড়ির সামনে ভিড় জমান ভিন দেশ বা ভিন রাজ্য থেকে আসা ভক্তরা। কাজের ফাঁকে প্রতি রবিবার করে নাকি অমিতাভ তাঁদের সঙ্গে দেখা করেন। হেসে হাত নাড়েন, করজোড়ে প্রণাম করেন। বাড়তি আড়ম্বর দেখা যায় না তাঁর পোশাকে। তবে একটি বিষয় দেখার মতো। অমিতাভ যখন ভক্তদের সঙ্গে দেখা করেন, তখন তাঁর পায়ে জুতো থাকে না। এই ঘটনা নাকি একেবারেই ইচ্ছাকৃতভাবে করে থাকেন অভিনেতা।

View this post on Instagram

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan)

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি দিয়েছেন অমিতাভ। ছবিতে দেখা গিয়েছে বাড়ির দরজায় দাঁড়িয়ে রয়েছেন অভিনেতা। তাঁকে ঘিরে ভক্তদের দল। শীতপোশাকের ভিতর সাদা পাজামা-পাঞ্জাবি পরেছেন তিনি। কিন্তু পায়ে জুতো নেই। অভিনেতা এই ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, 'সবাই আমাকে জিজ্ঞেস করে কেন আমি ভক্তদের সঙ্গে খালি পায়ে দেখা করতে যায়? আমি তাঁদের উত্তরে বলি, রবিবারে আমাকে দেখতে আসা ভক্তরা মন্দির। আর মন্দিরে কী কেউ জুতো পরে যায়?' এই উত্তরে আবারও মন গলেছে নেটিজেনদের।

6 months ago


Amitabh-Jaya: অমিতাভ-জয়ার বিয়ের ৫০ বছর পার, দীর্ঘ বিবাহ জীবনের রহস্য ফাঁস কন্যা শ্বেতার

৫০ তম বিবাহবার্ষিকী (Wedding Anniversary) উদযাপন করছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ও জয়া বচ্চন (Jaya Bachchan)। ১৯৭৩ সালের ৩ জুন অর্থাৎ আজকের দিনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা। তাঁদের এই বিশেষ দিনে শুভেচ্ছা জানালেন তাঁদের কন্যা শ্বেতা বচ্চন (Shweta Bachchan)। সঙ্গে শেয়ার করলেন বাবা-মায়ের এক অদেখা ছবি। এর পাশাপাশি তাঁদের এই দীর্ঘ সম্পর্ক টিকে থাকার পিছনে কী রহস্য রয়েছে, তাও ফাঁস করলেন শ্বেতা।

View this post on Instagram

A post shared by S (@shwetabachchan)

শ্বেতার শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিতে জয়া ও অমিতাভ একের অপরের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। একে অপরের চোখে তাকিয়ে তাঁরা কোথায় যেন হারিয়ে গিয়েছেন! বিগ বি-এর পরনে রয়েছে প্রিন্টেড শার্ট ও পুরনো স্টাইলের ঢিলেঢালা প্যান্ট। আবার জয়া বচ্চনের পরনে রয়েছে শাড়ি। শ্বেতা ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'হ্যাপি ৫০, বাবা-মা। তোমরা এখন থেকে গোল্ডেন হলে।' এই পোস্টের পাশাপাশি তিনি জানালেন তাঁর বাবা-মায়ের দীর্ঘ সম্পর্কের নেপথ্যে কী কারণ রয়েছে। তিনি বলেন, 'আমি একবার মাকে জিজ্ঞেস করেছিলাম, এতদিন বিয়ে টিকিয়ে রাখার গোপন রহস্য কী? উত্তরে মা বলেছিলেন ভালোবাসা। আর বাবা? তাঁর উত্তর ছিল বউ যা বলে তাই ঠিক। এটাই বিয়ে টিকিয়ে রাখার মূল মন্ত্র।'

১৯৭৩ সালের ৩ জুন জয়া বচ্চনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অমিতাভ বচ্চন। খুবই সাধারণ ছিল তাঁদের বিয়ের অনুষ্ঠান। অনস্ক্রিন ও অফস্ক্রিন, দু'জায়গাতেই তাঁদের জুটি মানুষের থেকে অনেক ভালোবাসা পেয়েছে। একাধিক ওঠা-নামার মধ্যে অবশেষে তাঁরা একে অপরের সঙ্গে ৫০ বছর কাটিয়ে দিলেন। একাধিক তারকা শ্বেতার এই পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন।

6 months ago
Navya: অভিনয়ে আগ্রহ নেই, ট্রাক্টর চালাচ্ছেন অমিতাভ-নাতনি নাভ্যা

ভরা সংসার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং জয়া বচ্চনের। দুই ছেলে-মেয়ে এবং নাতি-নাতনিরা তাঁদের চোখের মণি। অভিষেক এবং ঐশ্বর্য কন্যা আরাধ্য এখনও ছোট, তাই তাঁকে নিয়ে সীমিত চর্চা হয়। বিগ-বি কন্যা শ্বেতার সন্তান আগস্থা এবং নাভ্যাও (Navya Naveli Nanda) চর্চার কেন্দ্রে থাকেন। অমিতাভর বড় নাতি আগস্থা অভিনয়ে আগ্রহী। কিন্তু নাভ্যার আবার সেইদিকে আগ্রহ নেই। তাঁকে দেখে কে বলবে, সে অত বড় স্টারের নাতনি। সামাজিক মাধ্যমেও নিজের জীবনযাপনের ছবি দিয়ে থাকেন নাভ্যা। এবার অন্য অবতারে দেখা মিলল তাঁর।

শনিবার নাভ্যা একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে দেখা গিয়েছে, গ্রামের মেটো রাস্তায় ট্রাক্টর চালাচ্ছেন তিনি। গায়ে সালোয়ার-স্যুট। মুখে হাসি। ট্রাক্টর চালিয়ে যেন তিনি ভীষণ খুশি। ভিডিও দিয়ে ক্যাপশনে নাভ্যা লিখেছেন, 'গনেশপুরা, গুজরাট'। অভিনয় জগতে পদার্পণ না করলেও নাভ্যার বলিউড কানেকশন খুবই ভালো। নাভ্যার ভিডিওর নিচে অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী লিখেছেন, 'নদিয়া কে পার।'

View this post on Instagram

A post shared by Navya Naveli Nanda (@navyananda)

অমিতাভ কন্যা শ্বেতা, মেয়ের পোস্টে লিখেছেন, 'কি সুন্দর প্রিয়।' এছাড়াও সোনালী বেন্দ্রের মতো অভিনেত্রীরাও নাভ্যার ভিডিওর নিচে কমেন্ট করেছেন। প্রসঙ্গত অভিনয়ে আগ্রহ না থাকলেও সামাজিকভাবে বেশ সচেতন অমিতাভ-নাতনি। মহিলা স্বাস্থ্যের একটি টেকনোলজি সংস্থার সহ-নির্মাতা। ইনস্টাগ্রামে বেশ সক্রিয় নাভ্যা। তাঁর আপলোড করা পোস্টে মিষ্টি বার্তা ছড়িয়ে যায় সবসময়।


7 months ago
Amitabh: পাকিস্তানের খুদে ক্রিকেটারের ভিডিও শেয়ার করে সমালোচনার মুখে অমিতাভ

বলিউডের বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) সামাজিক মাধ্যমে (Social Media) বেশ সক্রিয়। কাজের ফাঁকে কিংবা অবসরে সামাজিক মাধ্যমে নানা ভিডিও পোস্ট করে থাকেন তিনি। তাঁর সামাজিক মাধ্যমের নিউজফিডে আধ্যাত্মিক ছবি বা ভিডিও বেশি থাকলেও, কখনও মজার আবার কখনও নানা শিক্ষণীয় ভিডিও শেয়ার করে থাকেন অমিতাভ। শেহেনশাহের ভক্ত সংখ্যা অনেক। তাঁর বেশিরভাগ পোস্টের প্রতিক্রিয়ায় নেটিজেনদের ভালো মন্তব্য থাকলেও সমালোচনাও জোটে কপালে। এই যেমন সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছিলেন অমিতাভ, সেই পোস্টেই বিগ-বিকে তোপ দাগতে ছাড়েননি সাধারণ মানুষ।

অমিতাভ বচ্চন নিজের সামাজিক মাধ্যমে যে ভিডিওটি শেয়ার করেছিলেন তাতে দেখা গিয়েছে, এক খুদে ক্রিকেট খেলছে। প্রত্যেক বলেই চার-ছয় হাঁকাচ্ছে বাচ্চাটি। এই ভিডিও গত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিও অমিতাভও দেখেছেন। সামাজিক মাধ্যমে ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, 'ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ খুব ভালো হাতে রয়েছে।' এই থেকেই সূত্রপাত সমালোচনার।

View this post on Instagram

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan)

নেটিজেনরা বলছেন, অমিতাভের শেয়ার ভিডিওর ক্যাপশনে ভুল তথ্য লিখেছেন তিনি। এই খুদে না কি পাকিস্তানবাসী। ফলে তাঁর হাতে ভারতীয় ক্রিকেট থাকবে, এই কথাতেই আপত্তি নেটিজেনদের। সকলে অবশ্য এমনটা ভাবছেন না, কেউ কেউ পাকিস্তান থেকেই অমিতাভকে ধন্যবাদ জানাচ্ছেন বাচ্চাটির ভিডিও শেয়ার করার জন্য। আবার ক্রিকেটের হাত ধরে ভারত-পাকিস্তানের মিলন হবে, একথাও প্রকাশ করছেন নেটিজেনরা।


7 months ago


Mrinal: মৃণাল সেনের ছবিতে প্রথম রোজগার শুরু বচ্চনের!

চিরঞ্জিত চক্রবর্তীঃ জন্ম শতবর্ষ চলছে প্রয়াত চিত্র পরিচালক মৃণাল সেনের। একটা সময় কিংবদন্তী পরিচালকের নাম উচ্চারিত হতো ভারতের চলচ্চিত্রের মান বোঝাতে। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক এবং মৃণাল সেন। এদের মধ্যে বয়সে বড় সত্যজিৎ তারপর মৃণাল সবশেষে ঋত্বিক। তিনজনই প্রতিভাবান হলেও, তাঁরা নিজস্ব ভাবনার ছবি বানাতেন।  অনেকের মতে ঘোরতর বামপন্থী মৃণালের ছবি ছিল পোস্টার ধর্মী,মানে অজস্র কাটশট এবং ছবির মধ্যে চলে আসা অসংখ্য পোস্টারের বক্তব্যই ছিল মৃণালের বিশেষত্ব। যদিও আম জনতার প্রাণের পরিচালক মৃণাল কোনও দিনই ছিলেন না।

তাঁর প্রথম দিকের দু-চারটি ছবি বাংলা গল্প বা উপন্যাস ভিত্তিক হলেও পরের দিকে একেবারেই রাজনৈতিক ধর্মী ছবি বানাতেন। সত্যজিৎ কখনই সরাসরি রাজনীতি করেননি। ঋত্বিক বামপন্থী বা বলা যায় জ্যোতিবাবুদের দলে থাকলেও পরে ছেড়ে দিয়ে কিছুটা নক্সালপন্থী হয়ে গিয়েছিলেন। মৃণাল কিন্তু বামফ্রন্টে বা সিপিএমের ঘরের লোক ছিলেন এবং তাঁর ছবি দেখতে বসলে অনেকটা সিপিএমের মুখপাত্র দেখে মনে হতো। এর বাইরে বেড়িয়ে যেতে চান নি। মৃণালের ছবিতে প্রেম হাস্যরসের প্রশ্নই থাকতো না যার কারণে ছবিকে পোস্টার ধর্মী বলে অনুযোগ করা হতো। মৃণালের কোনও ছবিই খুব ভাল ব্যবসায় সাফল্য পায়নি। ব্যতিক্রম ভূবন সোম।

ভূবন সোম সম্ভবত টেকনিকাল দিক ও পরিবেশনের গুণে বহু সিনেমা প্রেমীর কাছে সেরা মনে হয়েছে। এই ছবি অবশ্য বনফুলের গল্প থেকে নেওয়া এক আদর্শবান রেল অফিসারের এক পাখি শিকার নিয়ে সিনেমা। এই ছবি বহু পুরস্কার পেয়েছে এবং এই ছবি মুম্বইতে নুন শো-এ রজত জয়ন্তী করেছে এবং এই ছবিতে অমিতাভ বচ্চন কাজ করেছেন। কিন্তু অভিনয়ে নয় ভাষ্যপাঠে।

ভূবন সোম ছবিতে দৃশ্য বেশি কথা ডায়লগ কম। ছবিতে আবহ ভাষ্যপাঠের একটি বিষয় ছিল। এদিকে মৃণালের প্রথম হিন্দি ছবি। তিনি বলিউডের কাউকে তেমন চেনেন না। গিয়ে ধরলেন খাজা আহমেদ আব্বাসকে। খাজা কমিউনিষ্ট পার্টি করতেন। তখন সদ্য একটি ছবি করছিলেন খাজা নাম সাত হিন্দুস্থানী। যেখানে প্রথম অভিনয়ের সুযোগ পান অমিতাভ বচ্চন। খাজা, মৃণালকে বলেন অমিতাভের কথা। মৃণাল কন্ঠস্বর শুনে বচ্চনকে দিয়েই কাজ করান। কিন্তু সেখানে তিনি বোবার চরিত্রে অভিনয় করেন। ওই প্রথম অমিতাভ সামান্য পারিশ্রমিক পান এবং ওটাই সিনেমা জগতে বিগ 'বি'র প্রথম রোজগার। (অনুলিখন-প্রসূন গুপ্ত)

7 months ago
Mumbai: হেলমেট ছাড়াই বাইকে বসে অমিতাভ ও অনুষ্কা! আইনি পদক্ষেপ নেবে মুম্বই পুলিস

এবারে মুম্বই পুলিসের (Mumbai Police) নজরে অভিনেতা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ও অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছে মুম্বই পুলিস। তবে প্রশ্ন উঠছে কী এমন করলেন তাঁরা? সোমবার অমিতাভ বচ্চনকে দেখা গিয়েছিল, কাজে ঠিক সময়ে পৌঁছতে এক অজ্ঞাত ব্যক্তির গাড়িতে চেপে বসেন। অন্য়দিকে অনুষ্কাকেও নিরাপত্তারক্ষীর গাড়িতে দেখা যায়। তাঁদের এই ছবি সমাজমাধ্যমে ভাইরাল। আর এই দেখেই শুরু হয়ে সমালোচনা। নেটিজেনদের প্রশ্ন, 'হেলমেট কোথায়? আইন সবার জন্যই এক হওয়া উচিত।'  আর এই খবরই পৌঁছে গিয়েছে মুম্বই পুলিসের কাছে।

সোমবার বিগ বি-কে দেখা গিয়েছিল এক অজানা ব্যক্তির বাইকে চড়ে তাঁর শ্যুটিং-এর জায়গায় যেতে। তিনি নিজেই সেই ছবি শেয়ার করেছিলেন। আর এরপরেই তাঁকে নিয়ে শুরু হয় সমালোচনা। নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে এতেই যে, বিগ বি-এর মাথায় নেই হেলমেট। আবার অন্যদিকে অনুষ্কাকেও দেখা গিয়েছে, যানজটের কারণে বডিগার্ডের বাইকে চড়ে শ্যুটিং-এর জায়গায় যেতে। তাঁর মাথাতেও ছিল না হেলমেট। এরপর এই নিয়ে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন।

ট্রাফিক আইন লঙ্ঘন করায় মুম্বই পুলিসের দৃষ্টি আকর্ষণ করেছে এই ছবিগুলো। আর এরপরেই মুম্বই ট্রাফিক পুলিস লিখেছে, 'আমাদের পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে তা পরে জানিয়ে দেওয়া হবে।' ফলে এর থেকেই বোঝা যাচ্ছে, পরবর্তীতে বড়সড় কোনও পদক্ষেপই নিতে চলেছে মুম্বই পুলিস।

7 months ago